Indo-Nepal Border – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Sat, 22 Dec 2018 10:31:27 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Indo-Nepal Border – The News বাংলা https://thenewsbangla.com 32 32 ভারতে অবৈধ প্রবেশের দায়ে গ্রেফতার এক আমেরিকান নাগরিক https://thenewsbangla.com/an-american-citizen-arrested-for-illegally-entering-india/ Sat, 22 Dec 2018 09:47:54 +0000 https://www.thenewsbangla.com/?p=4607 The News বাংলা, শিলিগুড়িঃ বৈধ ভিসা না নিয়ে ভারতের মাটিতে প্রবেশের দায়ে গ্রেফতার এক মার্কিন নাগরিক। সেই সঙ্গে তাকে মদত দেওয়ার অভিযোগে আটক অন্য এক ভারতীয় নাগরিক। কয়েকদিন আগেই অবৈধ পাসপোর্ট নিয়ে ভারতে প্রবেশ করতে গিয়ে ধরা পড়েন এক রাশিয়ান নাগরিক।

আরও পড়ুনঃ নেপাল হয়ে ভারতে ঢোকার পথে গ্রেফতার রাশিয়ান নাগরিক

জানা গিয়েছে, শুক্রবার রাতে ইন্দো-নেপাল সীমান্তে চেকিংয়ের সময় এক মার্কিন নাগরিক ও এক ভারতীয় নাগরিককে পানিটাঙ্কিতে আটক করে স্বশস্ত্র সীমাবলের জাওয়ানরা। ধৃত আমেরিকান নাগরিকের নাম রানা স্যামসন (২৫), তিনি আমেরিকার সাউথ ডাকোটা রাজ্যের সিউক্স ফলস সিটির নাগরিক। অন্যজন দার্জিলিং জেলার সুকনা এলাকার বাসিন্দা কিরণ লামা।

আরও পড়ুনঃ EXCLUSIVE: ভোটের আগে বাংলার বিখ্যাত সাংবাদমাধ্যমের সঙ্গে ‘সরকারি’ সন্ধি মমতার

ভারতে অবৈধ প্রবেশের দায়ে গ্রেফতার এক আমেরিকান নাগরিক/The News বাংলা
ভারতে অবৈধ প্রবেশের দায়ে গ্রেফতার এক আমেরিকান নাগরিক/The News বাংলা

আরও পড়ুনঃ শুধু দিনে নয় দার্জিলিংয়ের ঐতিহ্যের টয় ট্রেন এবার সন্ধ্যাবেলাতেও

এরপর তাদের কাছে বৈধ কাগজপত্র ও পাসপোর্ট দেখতে চাওয়া হয়। কিন্তু তারা ভারতে প্রবেশ করার বৈধ কোন কাগজপত্র বা সঠিক মেয়াদের ভিসার অনুমতি দেখাতে পারে নি। এরপরই তাদের দুজনকে আটক করে এসএসবি। তাদের মধ্যে কিরণ লামার কাছ থেকে পাওয়া যায় ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড এবং অপরজন রানা স্যামসাং-এর কাছ থেকে পাওয়া যায় মার্কিন যুক্তরাষ্ট্রের বৈধ পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স সহ আরও একটা নথি।

আরও পড়ুনঃ দার্জিলিং টয় ট্রেনের সান্ধ্যকালিন যাত্রায় ট্যুর প্যাকেজ

কিন্তু তার কাছে ভারতে প্রবেশ করার কোনোরকম ভিসা ছিল না। এরজন্য তাকে গ্রেপ্তার করা হয়। তাকে ভারতের মাটিতে প্রবেশে মদত দেওয়ায় কিরণ লামাকেও গ্রেপ্তার করা হয়। এরপর তাদের তুলে দেওয়া খড়িবাড়ি পুলিশের হাতে। ধৃতদের শনিবার শিলিগুড়ি আদালতে তোলা হয়।

ভারতে অবৈধ প্রবেশের দায়ে গ্রেফতার এক আমেরিকান নাগরিক/The News বাংলা
ভারতে অবৈধ প্রবেশের দায়ে গ্রেফতার এক আমেরিকান নাগরিক/The News বাংলা

আরও পড়ুনঃ কলকাতা হাইকোর্টের অন্দরেই আটকে রইল বিজেপির রথ যাত্রা

কয়েকদিন আগেই ইন্দো-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি থেকে মেয়াদ উত্তির্ন ভিসা সহ আটক হয় এক রাশিয়ান নাগরিক। কি কারণে রাশিয়ান নাগরিক অন্যায় ভাবে ভারতে ঢোকার চেষ্টা করছিলেন তা নিয়েও তদন্ত হয়েছে। রাতের অন্ধকারে নেপাল থেকে ভারতে প্রবেশের পরই ইন্দো-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি এলাকা থেকে প্রথমে তাকে আটক করে এসএসবি। পরে তাকে রাজ্য পুলিশের হাতে তুলে দেয় এসএমবি। রাশিয়ান ওই ব্যক্তির নাম স্যারগে ডেমিন এলিয়াস রেগজিন(৪৬)। বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুনঃ ৫ দিন বন্ধ ব্যাঙ্ক, উৎসবের সময় চরম সমস্যায় আমজনতা

ভারতে ঢোকার পথে গ্রেফতার রাশিয়ান নাগরিক/The News বাংলা
ভারতে ঢোকার পথে গ্রেফতার রাশিয়ান নাগরিক/The News বাংলা

রাশিয়ানের পর আমেরিকান। কেন এইভাবে একের পর এক বিদেশি নেপাল থেকে অবৈধ ভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছে সেটাই ভাবছে পুলিশ ও গোয়েন্দারা। রানা স্যামসাং কে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ও গোয়েন্দারা। কেন অবৈধ ভাবে সে ভারতে প্রবেশ করল সেটাই এখন ভাবাচ্ছে গোয়েন্দাদের। প্রথমে রাশিয়ান ও পরে এক আমেরিকান, ব্যপারটা ভাবাচ্ছে গোয়েন্দাদের।

]]>
গোটা দেশের সঙ্গে ভাইফোঁটায় মেতে উঠলেন জওয়ানরা https://thenewsbangla.com/indian-jawans-performed-vaifonta-festival-with-the-whole-country/ Fri, 09 Nov 2018 17:38:50 +0000 https://www.thenewsbangla.com/?p=2068 শিলিগুড়িঃ বুধবার ভাইফোঁটা বা ভাইদুজ উপলক্ষে গোটা দেশের পাশাপাশি শিলিগুড়ির অদূরে ইন্দো-নেপাল সীমান্তেও এই উৎসবে মেতে উঠল স্বশস্ত্রসীমা বল বা এসএসবি’র জওয়ানরা। এদিন এসএসবি’র ৪১ নম্বর ব্যাটালিয়ানের অনন্তরামজোত ও ভাটগাঁও-এর মহিলা কর্মীরা তাদের পুরুষ ভাই ও সহকর্মীদের ভাইফোঁটা দিয়ে সম্মান জানায়। সেইসঙ্গে মিষ্টি ও উপহারও দেওয়া নেওয়া হয় একে অপরের মধ্যে। এসএসবি’র কমান্ড্যান্ট তাদের সকল কর্মীদের এই ভাইদুজ উপলক্ষে অভিবাদন জানান।

আরও পড়ুন: মায়ের পুজোয় মদ বিক্রিতে রেকর্ড গড়ল মমতার বাংলা

ভাইফোঁটা! এই রীতি অনুযায়ী দিনটিতে বোনেরা তাদের ভাইদের কপালে চন্দন, দই ও কাজলের ফোটা দিয়ে ভাই-বোন উভয় উভয়ের মঙ্গল কামনায় ব্রতী হয়। হিন্দু শাস্ত্রমতে সমস্ত বিপদ আপদ থেকে নিজের ভাই, বোনদের মুক্ত রাখতে দেবী যমুনা তাঁর ভাই যমরাজকে যেমন ফোঁটা দেয়, তেমনই হিন্দু মেয়েরাও সেই যমরাজের হাত থেকে নিজেদের ভাইদের বাঁচাতে ভাইয়ের কপালে ফোঁটা কাটে।

The News বাংলা

এদিনটি বাংলা সহ গোটা দেশেই পালন করা হয় এক এক নামে। কিন্তু দেশের সীমান্তে যেসব সেনা কর্মীরা দেশকে শত্রুর আক্রমনের হাত থেকে বাঁচাতে পাহাড়া দিচ্ছেন, তাঁরা তাঁদের পরিবার, পরিজন, ভাই, বোনেদের থেকে কয়েকশ কিলোমিটার দূরে রয়েছেন। ভাইফোঁটা সহ সমস্ত উৎসবে যখন সাধারন মানুষ যখন মেতে থাকে তখন সেনা জওয়ানরা দেশকে রক্ষা করতে ব্যস্ত থাকে।

আরও পড়ুন: অজানা কাহিনির আড়ালে সিদ্ধপিঠ তারাপীঠের তারা মা

ফলে যমরাজের দুয়ারে কাঁটা দিতে নিজের ভাই বোনেদের সঙ্গ পায় না তাঁরা। তাই সেই উৎসবকে উৎযাপন করলো এসএসবি’র মহিলা সেনা কর্মীরা। তাদের সহকর্মী ভাইদের ফোঁটা দিয়ে। বাড়ি থেকে দূরে আছেন বলে কি বোনের ভাই ফোঁটা পাবেন না ? তাই কখনও হয়। মহিলা সেনা জওয়ানরা এগিয়ে এলেন নিজের সহকর্মীদের দুঃখ দূর করতে। আর তাঁরাও তো নিজের নিজের ভাইয়ের চেয়ে অনেক দূরে। তাই সহকর্মীদেরই ভাই বানিয়ে ফোঁটা দিলেন তাঁরা।

The News বাংলা

শিলিগুড়ি অদূরে ইন্দো-নেপাল সীমান্তে কর্মরত এসএসবি’র ৪১ নম্বর ব্যাটালিয়ানের জওয়ানরা এদিন ভাইফোঁটা বা ভাইদুজ উৎসবে মেতে উঠল। মিষ্টি, উপহার সহ ফোঁটা দিয়ে একে অপরের মঙ্গল কামনায় যমের দুয়ারে কাঁটা দিল এসএসবি’র জাওয়ানরা। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাদের কমান্ড্যান্টও। তাঁকেও ফোঁটা দেন মহিলা জওয়ানরা। অনুষ্ঠান শেষে ফের দেশ রক্ষায় সীমান্তে কর্মরত হন সকলে।

সীমান্তে ওঁরা আছেন বলেই আমরা শান্তিতে বাড়িতে বসে ভাইফোঁটা পালন করতে পারি। ওনারা নিজের নিজের ভাইবোনকে কাছে না পেয়ে একে অপরকে ভাইবোন বানিয়েই আনন্দে মেতে উঠলেন।

]]>