Indian – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Wed, 03 Apr 2019 07:09:49 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Indian – The News বাংলা https://thenewsbangla.com 32 32 পাকিস্তানের বোমাতেও ভেজাল, ভারত সীমান্তে ফাটেনি একটাও https://thenewsbangla.com/pakistan-bombs-adulterated-none-of-blast-in-indian-border/ Wed, 03 Apr 2019 07:09:49 +0000 https://www.thenewsbangla.com/?p=9812 পাক বায়ুসেনার ফেলে যাওয়া বোমা ফাটলই না সীমান্তে। ভারতীয় সেনাবাহিনীর বালাকোট অভিযানের পরেরদিন, অর্থাৎ গত ২৭ ফেব্রুয়ারি পাক বায়ুসেনার মিরাজ-৩ ও এফ ১৬ যুদ্ধবিমান নিয়ন্ত্রণ রেখার কাছে মেন্ধার এলাকায় ওই বোমাগুলি ফেলেছিল বলে সেনা সূত্রে জানা যায়।

আরও পড়ুনঃ পাকিস্তানে দুই হিন্দু নাবালিকাকে শ্লীলতাহানি ও জোরপূর্বক মুসলিম ধর্মান্তর

কিন্তু পাক যুদ্ধবিমান থেকে ফেলা ওই বোমাগুলি ফাটেইনি বলে জানা গেছে সেনাবাহিনীর তরফ থেকে।

আরও পড়ুনঃ ইচ্ছেমত ফেসবুক ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করতে চলেছে কর্তৃপক্ষ

পাক যুদ্ধবিমান থেকে ফেলা ওই তিন-চারটি বোমা নিষ্ক্রিয় করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় সেনাবাহিনী। কি কারণে ওই বোমাগুলি ফাটেনি সেটাও দেখা হবে নিষ্ক্রিয় করার সময়। তবে ধারণা করা হচ্ছে অত্যন্ত নিম্নমানের জিনিস ব্যবহার করে বানানোর জন্য ওই বোমাগুলি ফাটেনি।

আরও পড়ুনঃ পুলওয়ামা কান্ডে পাক জঙ্গিদের ভার্চুয়াল সিমের রহস্যভেদে ভারত

এর আগে ভারতীয় সেনার উপরে নজরদারি করতে এসে গুজরাট ও রাজস্থান সীমান্তে গুলি খায় পাকিস্তানি ড্রোন। ২৬ ফেব্রুয়ারি সকালে গুজরাটের কচ্ছ সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর নজরে আসার সাথে সাথেই তারা গুলি করে পাক ড্রোন নামিয়ে ফেলে। কখনো ড্রোন কখনো বোমা, প্রতিবারই ভারতের কাছে নাজেহাল পাক প্রতিরক্ষা।

আরও পড়ুনঃ পাকিস্তানে প্রতি মাসে জোরপূর্বক ইসলামে ধর্মান্তরিত হয় ২৫ হিন্দু নাবালিকা

এবার পাক যুদ্ধবিমান থেকে ফেলা না ফাটা বোমাগুলি ভারতীয় সেনাবাহিনী ও বায়ুসেনার দক্ষ সেনারা একযোগে নিষ্ক্রিয় করার সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুনঃ ইন্ডিয়ান আর্মি অফিসারদের কম্যান্ডো ট্রেনিং দিচ্ছেন এক নারী

পাক বোমা ফাটাতে হচ্ছে সেই ভারতের সেনাকেই। দু নম্বরি মাল ব্যবহার করা হয়েছে এই বোমাগুলিতে, প্রাথমিক ভাবে এটাই বোঝা যাচ্ছে বলে জানিয়েছে ভারতীয় সেনা। এই বোমা নিয়ে ভারতের সঙ্গে লড়তে এসেছে পাকিস্তান, উঠে গেছে প্রশ্ন।

আরও পড়ুনঃ দেশ বা সরকারের সমালোচনা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেই জেল

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
ভারতীয় সাবমেরিনের ভয়ে কাঁপছে পাকিস্তান https://thenewsbangla.com/indian-submarine-detected-to-enter-in-pakistan-waters-pakistan-claims/ Tue, 05 Mar 2019 09:57:24 +0000 https://www.thenewsbangla.com/?p=7534 পাকিস্তানের নৌবাহিনির সুত্রে খবর কারাচির সমুদ্রে দেখা গেল ভারতের সাবমেরিন। পাকিস্তান মঙ্গলবার জানায় একটি সাবমেরিন তারা সমুদ্রের মধ্যে সনাক্ত করে। এই সাবমেরিনটি ভারতের বলে পাক নৌবাহিনি দাবি করেছে। এবার জলে ভারতের সারজিক্যাল হামলার ভয়ে কাঁপছে পাকিস্তান। যদিও পাকিস্তানের সব অভিযোগ উড়িয়ে দিয়েছে ভারত।

পাকিস্তানি নৌবাহিনির একজন মুখপাত্র জানান, ভারতের একটি সাবমেরিন পাক জলসীমায় ঢুকে পরে। কিন্তু পাক নৌসেনার তরফ থেকে ভারতের সাবমেরিনকে খুব বেশি পাকিস্তানি এলাকায় প্রবেশ করতে দেওয়া হয়নি। তারা বিশেষ দক্ষতার সঙ্গে সাবমেরিনটিকে সনাক্ত করে এবং নিজেরা এগিয়ে গিয়ে ভারতের সাবমেরিনটিকে আক্রমণের ভয় দেখিয়ে ফেরত পাঠিয়ে দেয়।

দেখুন পাকিস্তান নৌ সেনার প্রকাশ করা সেই ভিডিও। হাস্যকর দাবি, পুরনো ভিডিও বলে উড়িয়ে দিয়েছে ভারতের নৌ সেনা কর্তারা। দেখুন সেই ভিডিও

পাক নৌবাহিনীর সুত্রে এও জানানো হয় যে, একটি ভারতীয় সাবমেরিন পাক জলসীমায় ঢুকে পরে। কিন্তু পাক নৌসেনা ভারতের সাবমেরিন দেখেও তার দিকে লক্ষ করে টর্পেডো ছাড়েনি। বা আক্রমণ করেনি। এটা পাকিস্তানের দিক থেকে ভারতকে পাঠানো এক শান্তি বার্তার প্রতীক।

এই নিয়ে দ্বিতীয় বার ভারতের সাবমেরিন দেখা গেল পাকিস্তানের সমুদ্রে দাবি পাকিস্তানের। প্রথমবার ২০১৬ সালে পাকিস্তানের সমুদ্রে দেখা গেছিল ভারতীয় সাবমেরিন।

যদিও ভারতীয় নৌসেনা এই ঘটনাকে সম্পূর্ণ ভুয়ো বলে দাবি করেছে। তারা জানিয়েছে যে পাকিস্তান যে চিত্র দেখাচ্ছে, তা ২০১৬ সালের। তাও পাক জলসীমায় নয়। পাকিস্তানের দিকে কটাক্ষ করে ভারতীয় নৌবাহিনী এও জানিয়েছে যে, পাকিস্তান এখন সবেতেই ভারতের ভূত দেখছে।

যদিও এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই আন্তর্জাতিক মহলে হইচই পরে গেছে। দাবি ও পাল্টা দাবিতে সরগরম দুই দেশ। আর এই ঘটনা নিয়ে আন্তর্জাতিক মহলের দারস্থ হচ্ছে পাকিস্তান।

১৯৭১ সালে পাকিস্তান চিরাচরিত দমননীতি চরিতার্থ করতে ভারতের জলসীমায় পাঠিয়ে বসে অত্যাধুনিক ক্ষমতা সম্পন্ন যুদ্ধজাহাজ পিএনএস ঘাজি। পিএনএস ‘ঘাজি’ ছিল একটি পাকিস্তানি সাবমেরিন আসন্ন বিপদ থেকে তৎকালীন পূর্ব পাকিস্তানকে রক্ষা করতে আসরে নামে ভারতের প্রথম রণতরী আইএনএস বিক্রান্ত৷ ঘাজিকে শুধু কৌশলে আটকেই দেয়নি ভারতীয় নৌবাহিনী, ধ্বংস করে দিয়েছিল সাবমেরিন ঘাজি সহ পাক বাহিনীকে। এই নিয়ে সম্প্রতি একটি ফিল্মও হয়েছে।

মঙ্গলবারের পাক দাবি ফের সেই ঘটনার কথা মনে পরিয়ে দেয়। তবে পাকিস্তানের এই দাবির কোন সত্যতা নেই বলেই পরিষ্কার জানিয়ে দিয়েছে ভারতীয় নৌসেনা।

]]>