Indian Young Generation – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Sun, 03 Mar 2019 11:53:07 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Indian Young Generation – The News বাংলা https://thenewsbangla.com 32 32 স্টাইল থেকে ফ্যাশন সবেতেই এখন অভিনন্দনের ছোঁয়া https://thenewsbangla.com/abhinandan-varthaman-everywhere-from-fashion-to-style-for-indian-young-generation/ Sun, 03 Mar 2019 11:47:35 +0000 https://www.thenewsbangla.com/?p=7377 স্টাইল থেকে ফ্যাশন, পোশাকে নাম লেখা থেকে বিরাপ্পন গোঁফ, সবেতেই এখন অভিনন্দনের ছোঁয়া। বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনিকে সরিয়ে জাতীয় নায়ক এখন একজনই, ভারতীয় বিমান বাহিনীর উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমান।

আরও পড়ুনঃ ভারতের সার্জিক্যাল স্ট্রাইকে খতম জইশ জঙ্গি ও ডেরা স্বীকার মাসুদ ভাইয়ের

এই মুহূর্তে দেশের সবথেকে চর্চার বিষয় বায়ুসেনা কম্যান্ডারের পাকিস্তান থেকে ভারতে প্রত্যাবর্তন। পুলওয়ামায় জঙ্গি হানার পর একের পর এক ঘটনার ঘনঘটায় দেশবাসী কখনও উৎকন্ঠায় কাটিয়েছেন, আবার কখনও উচ্ছ্বাসে ভেসে গিয়েছেন। আর সব খবরের কেন্দ্রে এখন একজনই, ভারতীয় বিমান বাহিনীর উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমান।

আরও পড়ুনঃ কাশ্মীরে লড়ছে মরছে সেনা আর তাঁদের নিয়ে চলছে মুনাফার মারপিট

স্টাইল থেকে ফ্যাশন সবেতেই এখন অভিনন্দনের ছোঁয়া/The News বাংলা
স্টাইল থেকে ফ্যাশন সবেতেই এখন অভিনন্দনের ছোঁয়া/The News বাংলা

পুলওয়ামায় সন্ত্রাসবাদী হানার পর যখন দেশবাসীর ক্ষোভ বাড়ছিল, তখনই ঠিক ১২ দিনের মাথায় ২৬ ফেব্রুয়ারী ভারতীয় বায়ুসেনার সার্জিক্যাল স্ট্রাইকের ফলে দেশবাসী আনন্দ উচ্ছ্বাসের বহিঃপ্রকাশ ঘটান। ঠিক ১ দিন বাদেই কম্যান্ডারকে পাকিস্তানি সেনারা পাকড়াও করার পর দেশবাসী দেখেছেন অভিনন্দনের বিক্রম। কীভাবে সদর্পে পাকিস্তানের মাটিতে মেরুদণ্ড সোজা রেখে জবাব দিয়েছেন, তাতে আপ্লুত ও গর্বিত ভারতবাসী।

আরও পড়ুনঃ সার্জিক্যাল স্ট্রাইকে মাসুদ আজহারকেও কি উড়িয়ে দিয়েছে ভারতীয় বায়ুসেনা

আর এই গৌরবগাঁথাই এবার স্থান পাচ্ছে জনসাধারণের স্টাইল থেকে ফ্যাশনে। বায়ুসেনা কমান্ডার অভিনন্দনের গোঁফের কাটিংয়ে মজেছে দেশের যুবকরা। রীতিমতো নতুন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে এই গোঁফের স্টাইল রাখা। যে গোঁফের কারনে বন্ধুমহলে অভিনন্দন বর্তমানের নাম বিরাপ্পন।

আরও পড়ুনঃ ম্যাডাম খুব তাড়াতাড়ি যুদ্ধ বিমানে বসতে চাই, নির্মলাকে অভিনন্দন

এদিকে পুলওয়ামা হামলা, সার্জিক্যাল স্ট্রাইক থেকে অভিনন্দন। এই সব কিছুকেই স্থান দিয়ে শাড়ি তৈরি করছেন শাড়ি ব্যবসায়ীরা। শাড়িতে ছবির আকারে স্থান পেয়েছে এই সমস্ত ঘটনাই। আর হট কেকের মত বিকোচ্ছে সেই যুদ্ধ শাড়ি।

আরও পড়ুনঃ পাকিস্তানে ভারতের বিমানহানার সময় জন্ম নবজাতকের নাম মিরাজ

স্টাইল থেকে ফ্যাশন সবেতেই এখন অভিনন্দনের ছোঁয়া/The News বাংলা
স্টাইল থেকে ফ্যাশন সবেতেই এখন অভিনন্দনের ছোঁয়া/The News বাংলা

সামনেই আসন্ন লোকসভা নির্বাচন। ভোটের মুখে সব দলের তরফেই দলিয় প্রতীক সম্বলিত শাড়ি, টি শার্ট, টুপি ইত্যাদি বের করা হয়। ভোটের মরশুমে এগুলোর চাহিদাও বেশ ভালো রকমের হয়। কিন্তু এবার তার আগে এই সময়ে দেশের সবচেয়ে বেশি আলোচিত বিষয়কে কেন্দ্র করে তা থেকে মুনাফা তৈরি করার হিড়িক পড়েছে ব্যবসায়ীদের মধ্যে। আর তাতেও ভালো সাড়া মিলছে আমজনতার।

আরও পড়ুনঃ পাকিস্তান ছাড়ার আগে অভিনন্দন বর্তমানের পাশে ভদ্রমহিলা কে

এদিকে নবজাতক শিশুদের নাম অভিনন্দন রাখারও হিড়িক পড়েছে। যেভাবে অভিনন্দন পাকিস্তানে দাঁড়িয়ে নিজের দেশের সম্মান রক্ষা করেছেন, তাতে মা বাবারাও অভিনন্দনের নামে সন্তানের নামকরন করে গর্ববোধ করছেন।

আরও পড়ুনঃ ভারতকে হেয় করতে পাকিস্তানের মিথ্যা দাবিতে বেঘোরে প্রাণ গেল পাক পাইলটের

বলার অপেক্ষা রাখেনা, পুরোনো মিগ নিয়ে পাকিস্তানের অত্যাধুনিক এফ ১৬ গুলি করে নামানো থেকে শুরু করে ধরা পরার পর পাকিস্তানের মাটিয়ে মাথা উঁচু করে যে বিক্রম তিনি দেখিয়েছেন, তাতে এই মুহূর্তে দেশের অন্যতম বড় আইকন যে অভিনন্দন বর্তমান, তা নিঃসন্দেহে বলাই যায়।

আরও পড়ুনঃ জওয়ানদের হত্যার ভয়ঙ্কর ষড়যন্ত্র পাক আইএসআইয়ের
আরও পড়ুনঃ ভারতকে সাইকোলজিক্যাল ব্ল্যাকমেল, মুখ ও মুখোশের আড়ালে পাকিস্তান
আরও পড়ুনঃ ভারতীয় বায়ুসেনা অভিনন্দনের স্ত্রী সাজিয়ে নোংরা রাজনীতি মোদী বিরোধীদের
আরও পড়ুনঃ পাকিস্তানে ভারতীয় সেনার সাহস ও বীরত্ব দেখিয়ে দেশে ফিরলেন অভিনন্দন
আরও পড়ুনঃ যা হয়েছে তা ট্রেলার, আসল ফিল্ম এখনও বাকি বললেন নরেন্দ্র মোদী

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>