Indian Warship INS Viraat – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Thu, 09 May 2019 09:49:20 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Indian Warship INS Viraat – The News বাংলা https://thenewsbangla.com 32 32 ভারতীয় যুদ্ধজাহাজ আইএনএস বিরাটে বিদেশী নিয়ে ছুটি কাটিয়েছেন রাজীব গান্ধী https://thenewsbangla.com/rajiv-gandhi-spent-holidays-with-italian-relatives-in-indian-warship-ins-viraat/ Thu, 09 May 2019 09:42:07 +0000 https://www.thenewsbangla.com/?p=12626 ভারতীয় যুদ্ধজাহাজ আইএনএস বিরাটে বিদেশী নিয়ে ছুটি কাটিয়েছেন রাজীব গান্ধী; ভোট প্রচারে ভয়ঙ্কর অভিযোগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কয়েকদিন আগেই লোকসভা নির্বাচনের প্রচারে; প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী; রাজীব গান্ধীর নাম উঠে এসেছিল। রাজীব গান্ধীকে সরাসরি দুর্নীতিগ্রস্ত বলে অভিযোগ করেছিলেন মোদী।

লোকসভা নির্বাচনের প্রচারে নয়াদিল্লির রামলীলা ময়দানে; জনসভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সভা থেকেই প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর বিরুদ্ধে এই মারাত্মক অভিযোগ করেন তিনি। ভারতীয় যুদ্ধজাহাজ আইএনএস বিরাটে; বিদেশী নিয়ে সপরিবারে ছুটি কাটিয়েছেন রাজীব গান্ধী। ওই ঘটনাকে তিনি নৌসেনার অপমান বলেই ব্যাখ্যা করেছেন।

আরও পড়ুনঃ অভিনেতা অভিনেত্রীদের সামনেই মদন মিত্রকে জয় শ্রী রাম ও মোদী স্লোগান

রাজীব গান্ধীর বিরুদ্ধে; সরকারি ক্ষমতার অপব্যবহার করার অভিযোগ করলেন নরেন্দ্র মোদী। তাঁর দাবি, ভারতীয় নৌসেনার যুদ্ধজাহাজ আইএনএস বিরাট নিয়ে; স্বপরিবারে ছুটি কাটাতে যেতেন রাজীব গান্ধী।

সেই বেড়ানোর সফরে রাজীব গান্ধীর ইতালির শ্বশুরবাড়ির সদস্যরাও উপস্থিত ছিলেন; বলে প্রধানমন্ত্রী এদিন অভিযোগ করেছেন। রাজীব গান্ধীর স্ত্রী সোনিয়া গান্ধীর ইতালির মেয়ে। তাঁর পরিবারের সদস্যরাও ইতালীয়; তাঁরাও ভারতীয় যুদ্ধজাহাজ আইএনএস বিরাটে; ছুটি কাটিয়েছেন বলেই অভিযোগ মোদীর।

আরও পড়ুনঃ মুসলিম সেজে রমজানের শুভেচ্ছা জানানোয় ট্রোলের শিকার মিমি

এদিন মোদী প্রশ্ন তুলেছেন; বিদেশিদের কেন নৌসেনার যুদ্ধজাহাজে উঠতে দেওয়া হয়েছিল? দেশের সুরক্ষার সঙ্গে কি করে সমঝোতা করল রাজীব গান্ধী? শুধুমাত্র রাজীব গান্ধীর শ্বশুরবাড়ির লোক বলে যুদ্ধজাহাজে উঠতে দেওয়া হল?

ব্যক্তিগত কাজে ভারতীয় সেনাবাহিনীকে ব্যবহার করেছেন; প্রাক্তন কংগ্রেস নেতা ও দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী; রাজীব গান্ধী। নরেন্দ্র মোদীর এই ভয়ঙ্কর অভিযোগের পরেও; মোদীকে কিছু বলতে রাজি হননি কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। কংগ্রেসের তরফ থেকে; মোদীর এই মন্তব্যের তীব্র বিরোধিতা করা হয়।

]]>