Indian Students Ukraine – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Thu, 03 Mar 2022 10:53:25 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Indian Students Ukraine – The News বাংলা https://thenewsbangla.com 32 32 ভারতের জাতীয় পতাকা ধরে ইউক্রেন থেকে পালাচ্ছে পাকিস্তানের নাগরিকরা https://thenewsbangla.com/pakistan-citizens-students-fleeing-ukraine-holding-indian-national-flag/ Thu, 03 Mar 2022 10:52:40 +0000 https://www.thenewsbangla.com/?p=14883 নিজের দেশের পতাকা নিয়ে; রাস্তা দিয়ে যাবার সাহস নেই। ভারতের জাতীয় পতাকা ধরেই; ইউক্রেন থেকে পালাচ্ছে পাকিস্তানের নাগরিকরা। বাসে ভারতের জাতীয় পতাকা লাগিয়ে; ও বাসের মধ্যে ভারতের ত্রিরঙ্গা পতাকা ধরে বসে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন ছাড়ছে পাকিস্তানের ছাত্র-ছাত্রীরা। বাবা-মায়েরা উঠতে বসতে ভারতের সমালোচনা করে। তাঁদের ছেলেমেয়েরাই ভারতের পতাকা হাতে নিয়ে; জীবন বাঁচিয়ে বাড়ি ফিরছে ইউক্রেন থেকে। আরও একবার প্রমাণ হল ভারতের জাতীয় পতাকার জোর; ভারতের গণতন্ত্রের জোর।

গল্প হলেও সত্যি! ইউক্রেনে পাকিস্তানি পড়ুয়াদের প্রাণরক্ষা করল; ভারতীয় জাতীয় পতাকাই। ইউক্রেনে যুদ্ধের মধ্যে আটকে থেকে; পাকিস্তানি পড়ুয়াদের প্রাণরক্ষা করল ভারতীয় পতাকা! শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব। গত এক সপ্তাহ ধরে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে; ভয়াবহ যুদ্ধ চলছে। ইউক্রেনের রাজধানী কিয়েভ ও দ্বিতীয় বড় শহর খারকভ; রাশিয়ান সেনার হাতে অবরুদ্ধ। প্রাণ হাতে করে পালাচ্ছে হাজার হাজার মানুষ; দেশে ফিরতে মরিয়া ভারতীয়রা। একইভাবে যুদ্ধবিধ্বস্ত দেশটিতে আটকে বহু পাকিস্তানি পড়ুয়াও; আর ইউক্রেন থেকে ভারতের তেরঙ্গার দৌলতেই তাঁরা বেরিয়ে আসতে পেরেছেন বলে খবর।

ভারতের জাতীয় পতাকা সঙ্গে থাকার জন্যই; দ্রুত সীমান্ত পার করার অনুমতি পায় পাকিস্তান ও তুরস্কের পড়ুয়ারা। ইউক্রেন ছেড়ে বেরিয়ে বাইরের ভিন দেশে বেরিয়ে যাওয়ার লক্ষ্যে প্রস্তুতি শুরু করেন; একদল ভারতীয় পড়ুয়া। ইউক্রেনে তাঁদের ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে থাকা; রাশিয়ার সেনা জওয়ানদের সঙ্গে কথা বলেছিলেন ভারতীয় পড়ুয়ারা। সেই সময় রাশিয়ার সেনা জওয়ানরা জানান,; ভারতীয়দের তাঁরা আক্রমণ করবেন না; কারণ রাষ্ট্রসংঘে যেহেতু রাশিয়ার পক্ষে গিয়ে কূটনৈতিক পদক্ষেপ করেছে ভারত; তাই ভারতীয়দের ওপর রাশিয়ার আক্রোশ নেই।

তড়িঘড়ি পরিস্থিতি বুঝে ফেলেন; ভারতীয় পড়ুয়ারা। তাঁদেরই মধ্যে একজন বাজারে গিয়ে ভারতের জাতীয় পতাকা খোঁজার চেষ্টা করেন; সেখান থেকে পর্দা কিনে এনে, ধীরে ধীরে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের বুকে ভারতীয় ছাত্ররা তৈরি করে ফেলেন জাতীয় পতাকা। আর সেই জাতীয় পতাকাকে সামনে রেখেই; রুশ সৈন্যে ঠাসা ইউক্রেনের রাস্তা ধরে এগিয়ে চলেন তাঁরা। সেই পতাকা যে শুধু ভারতীয়দের প্রাণ রক্ষা করেছে; তা নয়। তা বাঁচিয়েছে বহু পাকিস্তানিকেও! তাদের সঙ্গেই বহু পাকিস্তানি ও তুরস্কের পড়ুয়ারাও; ইউক্রেন ছাড়েন। আর সকলকে নিরাপদে ইউক্রেন ছাড়তে সাহায্য করেছে ভারতের তেরঙ্গা।

]]>
রাশিয়া ইউক্রেন যুদ্ধ, বেসমেন্টে মেট্রো স্টেশনে আটক পড়ুয়াদের উদ্ধারে বিশেষ প্লান ভারতের https://thenewsbangla.com/russia-ukraine-war-india-special-plan-to-rescue-students-detained-in-basement-metro-station-in-ukraine/ Sat, 26 Feb 2022 05:10:40 +0000 https://www.thenewsbangla.com/?p=14853 রাশিয়া-ইউক্রেন যুদ্ধর মধ্যেই; ইউক্রেনের বেসমেন্টে, মেট্রো-স্টেশনে আটক পড়ুয়াদের উদ্ধারে বিশেষ পরিকল্পনা নিল ভারত। রুশ আক্রমণের পরই; ইউক্রেনে বেসমেন্টে, মেট্রো স্টেশনে আশ্রয় নেয় ভারতীয় পড়ুয়ারা। কিভাবে তাদের উদ্ধার করবে ভারত? এটাই ছিল বড় প্রশ্ন। আটকে পরা পড়ুয়াদের উদ্ধার করতে; বিশেষ প্লান নিল ভারত। রুশ হামলার মুখে ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারে; তৎপরতার সঙ্গে চলছে কাজ। আটকে পড়া ভারতীয়দের রোমানিয়া বা হাঙ্গেরি সীমান্তের দিকে; যাওয়ার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় সরকার।

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে; ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছে রাশিয়ার সেনাবাহিনী। চলছে মুহুর্মুহু আক্রমণ; গুলি-গোলা-ক্ষেপণাস্ত্র বর্ষণ। এরমধ্যেই রাশিয়ার সীমান্ত সংলগ্ন সুমী শহর; রুশ সৈনিকদের দখলে চলে এসেছে। এরপর সেখানে আটকে পড়া প্রায় ৪০০ ভারতীয় ছাত্র; বেসমেন্টে আশ্রয় নিয়েছে। তাঁদের উদ্ধারের জন্য; ভারত সরকারের কাছে কাতর আর্জি জানিয়েছে পরিবার। তাঁদের বেশিরভাগই সুমি স্টেট মেডিক্যাল কলেজের পড়ুয়া; বেসমেন্টে বসে আতঙ্কের প্রহর গুণছেন তাঁরা। ওই পড়ুয়ারা বলেছেন, বাইরে গোলাগুলির আওয়াজ শোনা যাচ্ছে; ফলে তাঁরা নিরাপত্তা নিয়ে উদ্বেগে রয়েছেন।

অন্যদিকে, ইউক্রেনের বিভিন্ন মেট্রো স্টেশনেও আটকে আছেন; কিছু ভারতীয় ও ভারতীয় পড়ুয়া। ইউক্রেনে আটকে পরা সব ভারতিয়কেই; রোমানিয়া, হাঙ্গেরি ও পোল্যান্ড সীমান্ত দিয়ে উদ্ধারের চেষ্টা চলছে। রোমানিয়া, হাঙ্গেরি সীমান্তের চেকপোস্টে; ভারতীয় কূটনীতিকরা রয়েছেন। আটকে পরা ভারতীয়দেরই; রোমানিয়া-হাঙ্গেরি সীমান্তের দিকে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। গাড়িতে ভারতীয় পতাকা লাগিয়ে; সীমান্তের দিকে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবারই ৪০ জন ভারতীয় ছাত্র পায়ে হেঁটেই; পোল্যান্ড সীমান্তে পৌঁছে গিয়েছিল। যুদ্ধের মধ্যেই জীবন হাতে নিয়ে; ৮ কিলোমিটার রাস্তা হেঁটে পোল্যান্ড সীমান্তে উপস্থিত হয়েছিল। এই দলটিকেও দ্রুত দেশে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে; জানিয়েছেন পোল্যান্ডে ভারতীয় রাষ্ট্রদূত নাগমা মল্লিক। তিনি জানিয়েছেন; ইউক্রেন থেকে ভারতীয়দের উদ্ধারে তিনটি দল তৈরি হয়েছে; পোল্যান্ড সরকার সমস্তরকম সহযোগিতা করছে। ভারতীয়দের যুদ্ধ-বিধ্বস্ত ইউক্রেন থেকে; বার করে আনার জন্য কাজ করছে পোল্যান্ড।

কেন্দ্রীয় সরকার জানিয়েছে, যেসব ভারতীয়রা সড়কপথে রোমানিয়া-হাঙ্গেরি সীমান্তে পোঁছেছেন; ভারতীয় কর্মকর্তারা তাঁদের ফিরিয়ে আনার ব্যবস্থা করবেন। রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার পর থেকেই; ইউক্রেন বেসামরিক বিমান চলাচল বন্ধ করে দিয়েছে। সেই কারণেই রোমানিয়া দিয়ে; দেশে ফেরানো হচ্ছে আটকে পড়া ভারতীয়দের।

]]>
রাশিয়া ইউক্রেনকে পরামর্শ তালিবানের, ‘অস্ত্র ছেড়ে শান্তির বৈঠকে বসুন’ https://thenewsbangla.com/russia-ukraine-advises-by-taliban-leave-arms-and-sit-in-for-peace-talks/ Fri, 25 Feb 2022 16:09:27 +0000 https://www.thenewsbangla.com/?p=14845 রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সামরিক অভিযানের কথা ঘোষণার সঙ্গে সঙ্গে; শুরু হয়ে গেছে যুদ্ধ। ইউক্রেনের একাধিক শহরে; ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে রুশরা। রাশিয়ান ট্যাঙ্ক ঢুকে পরেছে ইউক্রেনে। রাজধানী কিয়েভ, খারকিভ-সহ একাধিক শহরে শোনা যাচ্ছে; একের পর এক বিস্ফোরণের শব্দ। এদিকে পাল্টা জবাবের দাবি করেছে ইউক্রেন। এরই মাঝে রাশিয়া ইউক্রেনকে পরামর্শ তালিবানের; ‘অস্ত্র ছেড়ে শান্তির বৈঠকে বসুন’। রাশিয়াকে অস্ত্র ফেলে আলোচনায় আসার উপদেশ দিল তালিবানরা।

মাত্র কয়েকমাস আগেই ঠিক একইরকমভাবে; প্রতিবেশি দেশ আফগানিস্তানের উত্তপ্ত চেহারা দেখেছিল গোটা বিশ্ব। আমেরিকা আফগানিস্তান থেকে তাঁদের সৈন্য ফিরিয়ে নেওয়ার পর থেকেই; সেখানকার তৎকালীন সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তালিবানরা। দখল করতে শুরু করে; আফগানিস্তানের বিভিন্ন প্রদেশ। পরিস্থিতি ক্রমেই অগ্নিগর্ভ হয়ে ওঠে সেখানে; দেশ ছেড়ে পালাতে উদ্যোগী হয় অসংখ্য মানুষ। তালিবানি অত্যাচারের ভয়ে যে কোনও উপায়ে; আফগানিস্তান ছাড়তে রাজি ছিল সেখানকার মানুষ। প্রকাশ্যে গুলি-বর্ষণ থেকে শুরু করে বোমা বিস্ফোরণ; এরম একাধিক নির্মম দৃশ্যের সম্মুখীন হতে হয়েছিল আফগানিস্তানবাসীকে। সৌজন্যে অত্যাচারী তালিবান।

সেই তালিবান এখন রাশিয়া-ইউক্রেনকে শান্তির কথা শোনাচ্ছে; যাদের সঙ্গে দূর-দুরান্তে শান্তির কোন সম্পর্ক নেই। রাশিয়াকে শান্তির পথে হাঁটার পরামর্শ দিয়েছে; আফগানিস্তানের তালিবান সরকার। একটি বিবৃতি জারি করে; এ কথা জানিয়েছে তারা। অন্যান্য দেশের মত ইউক্রেনেও আটকে রয়েছে; অনেক আফগানিস্তানের পড়ুয়া। তাঁদের নিয়ে রীতিমত চিন্তিত; আফগানিস্তান সরকার। সেই কারণেই রাশিয়াকে হিংসার পথ ছেড়ে; এবার শান্তির পথ বেছে নেওয়ার পরামর্শ দিয়েছে খোদ আফগানিস্তানের তালিবান সরকার।

আফগানিস্তানের তালিবান সরকারের তরফে যে বিবৃতি দেওয়া হয়েছে, তাতে স্পষ্ট বলে হয়েছে যে; ‘ইউক্রেনের পরিস্থিতির উপর কড়া নজর রাখছে আফগানিস্তান; মানুষের মৃত্যু নিয়ে চিন্তিত আফগানিস্তান সরকার। এক্ষেত্রে দুপক্ষকেই যুদ্ধ থেকে বিরত থাকার পরামর্শ দিচ্ছে তালিবান সরকার। কারোরই হিংসার পথ বেছে নেওয়া উচিত নয়। আফগানিস্তান সরকার চাইছে দু দেশই অস্ত্র ফেলে শান্তির পথ বেছে নিক; আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করুক।

তবে তালিবানের এই বিবৃতিতে; বিশ্ব জুড়ে হাসির ফোয়ারা ছুটেছে। নেটিজেন-দের মতে হিংস্র-অত্যাচারী তালিবান-রাও; বিশ্ব শান্তির কথা বলছে। তালিবানরা ভুলে গেছে, কয়েকমাস আগেই আফগানিস্তানে কি পরিস্থিতির সৃষ্টি করেছিল তারা। এখন লোক হাসাতে নেমেছে সেই তালিবানরাই।

]]>