Indian President Election – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Wed, 22 Jun 2022 08:07:07 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Indian President Election – The News বাংলা https://thenewsbangla.com 32 32 জেনে নিন কিভাবে ‘অনায়াসে’ জিতে, দেশের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি হবেন দ্রৌপদী মূর্মু https://thenewsbangla.com/draupadi-murmu-youngest-india-president-first-adivasi-woman-winning-effortlessly/ Wed, 22 Jun 2022 08:03:08 +0000 https://www.thenewsbangla.com/?p=15644 জেনে নিন কিভাবে ‘অনায়াসে’ জিতে; দেশের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি হবেন দ্রৌপদী মূর্মু। ভারতবর্ষের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনে; বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের প্রার্থী শ্রীমতী দ্রৌপদী মূর্মু। অন্যদিকে বিরোধী জোটের প্রার্থী; যশোবন্ত সিনহা। তবে এখনও পর্যন্ত ভোটের যা হিসাব; তাতে খুব সহজেই ভোটে জিতে ভারতের পরবর্তী রাষ্ট্রপতি হবেন দ্রৌপদী মূর্মু। একনজরে দেখে নিন, ঠিক কিভাবে ভোটে জিতবেন তিনি।

মোট ভোট মূল্যঃ ১০,৯৮,৯০৩ টি
১) সকল রাজ্যের বিধায়কের ভোট মূল্য; ৫,৪৯,৪৯৫ টি
২) লোকসভা + রাজ্যসভা সাংসদদের ভোটমূল্য; ৫,৪৯,৪০৮ টি

জম্মু-কাশ্মীর বিধানসভা নেই এবং রাজ্যসভার নির্বাচন হয় নাই। সুতরাং মোট ভোট মূল্য থেকে জম্মু কাশ্মীরের বাদ দিলে মোট ভোট মূল্য দাঁড়াবে।
৬৭ জন বিধায়ক এবং ৪ জন রাজ্যসভা সদস্যের ভোট মূল্য; ৬২৬৮ + ২৮৩২ = ৯০৯৬ টি। সতরাং চুড়ান্ত ভোট মূল্য; ১০,৯৮,৯০৩ – ৯,০৯৬ = ১০,৮৯,৮০৭ টি।

এবার ভোটে জিততে হলে পেতে হবে; এর অর্ধেকের চেয়ে একটি বেশি ভোট। অর্থাৎ ১০,৮৯,৮০৭ ÷ ২ + ১ = ৫,৪৪,৯০৪ টি। শ্রীমতী মূর্মু-কে জিততে হলে, পেতে হবে; পাঁচ লক্ষ চুয়াল্লিশ হাজার নয় শত চারটি ভোট।

এবার দেখা যাক কাদের ভোট শ্রীমতী মূর্মু পাবেন।
১। বিজেপি-র নিজস্ব ভোট মূল্যঃ
বিধানসভার ১,৩৭৯ জন বিধায়কের ভোট মূল্য; ১,৮৪,৫৭৩ টি।
লোকসভার ২৮৯ জন সদস্যের ভোট মূল্য; ২,০৪,৬১২টি।
রাজ্যসভার ১০০ জন সদস্যের ভোট মূল্য; ৭০,৮০০ টি।
বিজেপির মোট ভোট মূল্য; ১,৮৪,৫৭৩ + ২,০৪,৬১২ + ৭০,৮০০ = ৪,৫৯,৯৮৫ টি।

২। বিজেপি জোট শরিকদের ভোট মূল্য;
বিধানসভার ৩০৭ জন বিধায়কের ভোট মূল্য; ২৬,০৫৫ টি।
লোকসভার ১৬ জন সদস্যের ভোট মূল্য; ১১,৩২৮ টি।
রাজ্যসভার ১২ জন সদস্যের ভোট মূল্য; ৮,৪৯৬ টি।
মোট ভোট মূল্যঃ ২৬,০৫৫ + ১১,৩২৮ + ৮,৪৯৬ = ৪৫,৮৭৯ টি।

৩। BJD দলের ভোট মূল্য;
বিধানসভার ১১৪ জন বিধায়কের ভোট মূল্য; ১৬,৯৮৬ টি।
লোকসভার ১২ জন সদস্যের ভোট মূল্য; ৮,৪৯৬ টি।
রাজ্যসভার ৯ জন সদস্যের ভোট মূল্য; ৬,৩৭২ টি।
মোট ভোট মূল্য; ১৬,৯৮৬ + ৮,৪৯৬ + ৬,৩৭২ = ৩১,৮৫৪ টি।

৪। JDU দলের ভোট মূল্য;
বিধানসভার ৪৫ জন বিধায়কের ভোট মূল্য; ৭,৭৮৫ টি।
লোকসভার ১৬ জন সদস্যের ভোট মূল্য; ১১,৩২৮ টি।
রাজ্যসভার ৫ জন সদস্যের ভোট মূল্য; ৩,৫৪০ টি।
মোট ভোট মূল্যঃ ৭,৭৮৫ + ১১,৩২৮ + ৩,৫৪০ = ২২,৬৫৩ টি

আরও পড়ুনঃ দেশের পরবর্তী রাষ্ট্রপতি আদিবাসী নেত্রী দ্রৌপদী, রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ জোটের প্রার্থী ঘোষণা

সুতরাং, বিজেপি + শরিক দল + নবীন পট্টনায়ক + নীতিশ কুমার এর মিলিত মোট ভোট মূল্য;
৪,৫৯,৯৮৫ + ৪৫,৮৭৯ + ৩১,৮৫৪ + ২২,৬৫৩ = ৫,৬০,৩৭১ টি ভোট।

রাষ্ট্রপতি পদে জিততে মোট ভোট প্রয়োজন; ৫,৪৪,৯০৪ টি। এই হিসাবেই দ্রৌপদী মূর্মু জেতার সীমা থেকে অতিরিক্ত ১৫, ৪৬৭ টি ভোট বেশী পাবেন। অর্থাৎ তাঁর জেতা এখন শুধুই সময়ের আপেক্ষা।

এছাড়াও এখন মহারাষ্ট্রে ৪৫ জন বিধায়কের; ভোট পাওয়ার সম্ভবন আছে। যাদের ভোট মূল্য; ৭,৮৭৫ টি। অন্ধপ্রদেশের জগমোহন রেড্ডীর দল YSRCP দলের ভোটও; শ্রীমতী মূর্মু-র পক্ষে আসতে পারে। যাহার ভোট মূল্য; ৪৫,৭৯৮ টি। এই দুই দলের ভোট যুক্ত হলে শ্রীমতী দ্রৌপদী মূর্মু জিতবেন; ৬৮,১৪০ ভোটে। ভারতবর্ষের স্বাধীনতার ৭৫ বছর পূর্তির তিন সপ্তাহ পূর্বে; আদিবাসী পরিবারের একজন সুশিক্ষিতা, মার্জিত ব্যবহারের মহিলাকে; আমাদের দেশের প্রথম নাগরিক হিসাবে পেয়ে ভারতবাসী গৌরবান্নিত হবেন বলেই আশা রাখি।

]]>
প্রাক্তন বিজেপি নেতাকেই বিজেপির বিরুদ্ধে দাঁড় করালেন মমতা ও বিরোধীরা https://thenewsbangla.com/former-bjp-leader-stand-against-bjp-presidential-election-mamata-banerjee-and-opposition-decided/ Tue, 21 Jun 2022 14:37:16 +0000 https://www.thenewsbangla.com/?p=15612 প্রাক্তন বিজেপি নেতাকেই বিজেপির বিরুদ্ধে; দাঁড় করালেন মমতা ও বিরোধীরা। একসময়ে ছিলেন বিজেপির দাপুটে নেতা। অটল বিহারী বাজপেয়ি মন্ত্রিসভাতেও; গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন তিনি। বাজপেয়ী মন্ত্রিসভায় অর্থমন্ত্রকের পাশাপাশি; সামলেছেন প্রতিরক্ষামন্ত্রকও। ২০১৪ সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর; রাজনৈতিক সন্ন্যাসে পাঠিয়ে দেওয়া হয় যশবন্ত সিনহাকে। যার জেরে মোদী-শাহ জুটির উপর রীতিমতো ক্ষুব্ধ হন; প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তারপরেই বিজেপি ত্যাগ করেন। সেই প্রাক্তন বিজেপি নেতাকেই রাষ্ট্রপতি পদে প্রার্থী করলেন; মমতা বন্দ্যোপাধ্যায় ও বিজেপি বিরোধীরা।

শরদ পাওয়ার, ফারুখ আবদুল্লাহ ও গোপালকৃষ্ণ গান্ধী, তিনজনেই মমতার অনুরোধ ফিরিয়ে দেবার পরে; হাতে ছিলেন তৃণমূল নেতা যশবন্ত সিনহাই। সেই যশবন্ত সিনহাই এবার রাষ্ট্রপতি নির্বাচনে; বিজেপি বিরোধী প্রার্থী। প্রার্থী চূড়ান্ত হওয়ার পরেই তৃণমূলের সর্বভারতীয় সহ সভাপতির পদে; ইস্তফা দিলেন যশোবন্ত। দিল্লিতে ১৮টি বিরোধীদলের বৈঠকে; গৃহীত হল সর্বসম্মতভাবে সিদ্ধান্ত। যশবন্ত সিন্হাকে সমর্থন আপ-টিআরএসের; দাবি শরদ পাওয়ারের।

আরও পড়ুনঃ মহারাষ্ট্রে ভাঙছে শিবসেনা, সরকার গড়বে বিজেপি, ২০ বিধায়ক নিয়ে ‘ভ্যানিশ’ মন্ত্রী শিন্ডে গুজরাতে

আগামী ২৭ জুন রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়ন দেবেন যশোবন্ত সিনহা। এদিন ১৮টি বিরোধীদলের বৈঠকে যোগ দিল; ওয়েইসির ‘মিম’, কংগ্রেস, তৃণমূল, এনসিপি, সিপিএম, সিপিআই, আরজেডি। রাষ্ট্রপতি ভোটে পদপ্রার্থী নিয়ে বৈঠকে এসপি, ডিএমকে, আরএসপি। “সম্মানীয় ব্যক্তি, নিশ্চিতভাবে মহান দেশের মূল্যবোধকে তুলে ধরবেন”; যশবন্ত সিনহার নামে সিলমোহর পড়ার পরেই টুইট করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। টুইট করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও; তিনি লেখেন, “এর চেয়ে আর ভাল কেউ প্রার্থী হতে পারতেন না”।

আরও পড়ুনঃ শরদ, ফারুখ, গোপাল, মমতার অনুরোধেও কেউ রাজি নন, ভরসা এখন তৃণমূল নেতা যশবন্ত

২০১৯ লোকসভার আগে থেকেই; মোদী-শাহ জুটিকে হারাতে রীতিমতো কোমর বেঁধে নামেন যশবন্ত সিনহা। উনিশের লোকসভা ভোটের আগে; মমতার তৃণমূলের হয়ে রাজ্যে ভোটপ্রচারও করেছেন তিনি। স্পষ্ট জানিয়েছিলেন, “২০১৯-এর লোকসভা নির্বাচনে; আমি মমতা বন্দ্যোপাধ্যায়কেই প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই”। সেই যশবন্ত-কেই এবার বেছে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও বিজেপি বিরোধীরা।

একসময় ছিলেন অটলবিহারী বাজপেয়ীর ঘনিষ্ঠ। আর এখন বিজেপির বিরুদ্ধে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে; মমতা বন্দ্যোপাধ্যায়-সহ বিরোধীদের পছন্দ। মতাদর্শগত দিক থেকে ১৮০ ডিগ্রি ঘুরে গিয়েও; নিজের গ্রহণযোগ্যতা বজায় রাখতে পেরেছেন যশবন্ত সিনহা।

]]>
রাষ্ট্রপতি পদে গান্ধীর পাশাপাশি আবদুল্লার নাম প্রস্তাব মমতার https://thenewsbangla.com/mamata-banerjee-proposed-gopalkrishna-gandhi-farooq-abdullah-name-for-president-election/ Wed, 15 Jun 2022 15:44:51 +0000 https://www.thenewsbangla.com/?p=15479 সবাইকে চমকে দিয়ে, রাষ্ট্রপতি পদে গোপালকৃষ্ণ গান্ধীর পাশাপাশি; ফারুখ আবদুল্লার নাম প্রস্তাব বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বুধবার দিল্লির কনস্টিটিউশন হলে বিরোধীদের বৈঠক শেষে, আরএসপি-র এনকে প্রেমচন্দ্রন জানান; “রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে গোপালকৃষ্ণ গাঁধী ও ফারুখ আবদুল্লার নাম প্রস্তাব করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়”। তবে ভারতের রাষ্ট্রপতি পদে, ফারুখ আবদুল্লার নাম প্রস্তাব করায় অবাক বিজেপি।

সূত্রের খবর, এবার রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য; গোপালকৃষ্ণের সঙ্গে বিরোধী শিবিরের কয়েকজন নেতা ফোনে কথা বলেছেন। বিরোধীদের রাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়ার জন্য; তাঁকে অনুরোধ করা হয়েছে। বিরোধী নেতাদের একাংশের অনুরোধে, প্রাথমিক ভাবে; গাঁধী-পৌত্র ‘ইতিবাচক’ সাড়া দিয়েছেন বলে জানা গিয়েছে। বিরোধী শিবিরের একাংশে দাবি, রাষ্ট্রপতি পদপ্রার্থী হতে ‘সম্মত’ হলে; গোপালকৃষ্ণকেই সর্বসম্মতিক্রমে রাষ্ট্রপতি পদপ্রার্থী করা হবে।

গোপালকৃষ্ণ গান্ধী রাজি না হলে; ফারুখ আব্দুল্লাকেই বিকল্প হিসাবে বেছে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই ব্যপারে, অনেকেই রাজি নন; কারণ কাশ্মীরে সংখ্যা’লঘু হি’ন্দুদের উপর অ’ত্যাচা’রে ফারুখ আবদুল্লার বড় হাত ছিল বলে মনে করেন অনেকেই। বর্ষীয়ান নেতা তথা এনসিপি সুপ্রিমো শরদ পওয়ার, রাজি না হওয়ায়; রাষ্ট্রপতি পদে বিরোধী শিবিরের প্রার্থী হিসেবে দুজনের নাম প্রস্তাব করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ মোদীর ‘আচ্ছে দিন’ কি আসছে, ভারত ঢুকছে ৫ লক্ষ কোটি ডলারের অর্থনীতিতে

ওই দুইজন হলেন, জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুখ আবদুল্লা; ও পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধী। এই দুজনের সঙ্গে কথা বলে; শিগগিরই চূড়ান্ত নাম ঘোষণা করা হবে। বিরোধী শিবিরের পরবর্তী বৈঠক থেকেই; আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম ঘোষণা করা হবে। রাষ্ট্রপতি নির্বাচনের রণকৌশল চূড়ান্ত করতে; বুধবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে বৈঠকে বসেছিলেন দেশের প্রধান বিরোধী দলগুলির শীর্ষ নেতারা।

বৈঠকের উদ্যোক্তা ছিলেন; তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দেড় ঘন্টার বেশি সময় ধরে; চলে এই বৈঠক। সূত্রের খবর, বৈঠকে রাষ্ট্রপতি পদে শরদ পওয়ারের নাম; প্রস্তাব করেন তৃণমূল সুপ্রিমো। যদিও সক্রিয় রাজনীতিতেই তিনি থাকতে চান বলে জানিয়ে; ওই প্রস্তাব ফেরান শরদ পওয়ার। তারপরেই বিকল্প প্রার্থী হিসেবে; গোপালকৃষ্ণ গান্ধী ও ফারুখ আবদুল্লার নাম প্রস্তাব করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে ফারুখ আবদুল্লাহর নাম মমতা প্রস্তাব করলেও; অনেকেই এই নিয়ে কোন মন্তব্য করতে রাজি হয়নি।

]]>