Indian People – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Thu, 28 Feb 2019 08:05:17 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Indian People – The News বাংলা https://thenewsbangla.com 32 32 যুদ্ধ লাগলে বাঁচতে সীমান্তে ১৪ হাজার বাঙ্কার নির্মাণ করছে ভারত https://thenewsbangla.com/india-builds-bunkers-to-protect-indian-people-in-india-pakistan-border-area/ Thu, 28 Feb 2019 08:00:00 +0000 https://www.thenewsbangla.com/?p=7263 পাকিস্তান সেনার কাজই হল সাধারণ মানুষের বাড়ি ঘর লক্ষ্য করে গুলি ও মর্টার ছোঁড়া। তাই জম্মু ও কাশ্মীরের পাকিস্তান সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের রক্ষায় মাটি খুঁড়ে ১৪ হাজার নিরাপদ বাঙ্কার নির্মাণ শুরু করছে ভারত। বোমা হামলা হলে ওই এলাকার বাসিন্দারা ওইসব বাঙ্কারে আশ্রয় নিতে পারে।

আরও পড়ুনঃ পাকিস্তানে ভারতের বিমানহানার সময় জন্ম নবজাতকের নাম মিরাজ

ইটপাথর আর লোহার সমন্বয়ে নির্মিত এই বিপুল বাঙ্কার বানাতে ৫০ কোটি টাকার মতো ব্যয় হতে পারে বলে জানিয়েছেন সরকারি এঞ্জিনিয়াররা। স্থানিয় ঘরবাড়ির চেয়ে তিনগুন পুরু দেওয়াল ও ছাদ দিয়ে মাটির নিচের বাঙ্কারগুলো নির্মাণ করা হচ্ছে।

যুদ্ধ লাগলে বাঁচতে সীমান্তে ১৪ হাজার বাঙ্কার নির্মাণ করছে ভারত/The News বাংলা
যুদ্ধ লাগলে বাঁচতে সীমান্তে ১৪ হাজার বাঙ্কার নির্মাণ করছে ভারত/The News বাংলা

মঙ্গলবার থেকেই নিয়ন্ত্রণরেখার (এলওসি) কাশ্মীর সীমান্তে ১২ থেকে ১৫টি এলাকায় ভারি বোমা বর্ষণ করে চলেছে পাকিস্তান। ভারতীয় বাহিনীর এক মুখপাত্র এমন দাবি করেছেন। ভারতও পাল্টা বোমা নিক্ষেপ করে বলে জানান তিনি।
এমন অবস্থায় ওইসব এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে জানান পুঞ্চ জেলার জেলা প্রশাসক রাহুল যাদব।

আরও পড়ুনঃ পাকিস্তানের হাতে যুদ্ধবন্দি ভারতের যুদ্ধবিমান পাইলট উইং কম্যান্ডার অভিনন্দন

তিনি আরও বলেন, ‘গত সপ্তাহে নতুন করে এসব শেল্টার নির্মাণের কাজে হাত দেওয়া হয়। সীমান্তে বাঙ্কার নির্মাণের এই প্রকল্পটি গত বছরের জুনে শুরু হয়। উভয় পক্ষ যখন বোমা বর্ষণ শুরু করে তাতে স্থানীয়দের ঘরবাড়ি ছেড়ে ছোটাছুটি করতে হয়। তাই এমন পরিকল্পনা হাতে নিয়েছে ভারত সরকার’।

আরও পড়ুনঃ যুদ্ধের উত্তেজনা ভারত পাক সীমান্তে নামল ট্যাঙ্ক, সমুদ্রে প্রস্তুত যুদ্ধজাহাজ

সীমান্তের ভারতপক্ষের গ্রামগুলোর বাসিন্দারা জানান, তারা ঘরবাড়ি ছেড়ে বারবার পালাতে পালাতে ক্লান্ত। এখানকার গরিব কৃষক পরিবারগুলো তাদের গবাদিপশু ও ফসল ফেলে এলাকা ছেড়ে যে কতটা ক্ষতির মুখে পড়েন তা অবর্ণনীয়। চাচওয়াল গ্রামের ৭৫ বছর বয়সি বাসিন্দা তানাত্তার সিং বলেন, ‘২০০২ সালে বাড়ির সামনে গুলিবিদ্ধ হয়ে তাঁর মেয়ের মৃত্যু হয়’।

আরও পড়ুনঃ কাশ্মীরে ভেঙে পড়ল ভারতীয় বিমানবাহিনীর হেলিকপ্টার

ভারতীয় বাহিনীর একটি পর্যবেক্ষণ টাওয়ারের নিকটে গমক্ষেতে ঘেরা বাড়ি তানাত্তার সিংয়ের’। তিনি বলেন, ‘আমরা জানি যেকোনো সময় গোলাগুলি হতে পারে। জীবনের ঝুঁকি নিয়ে আমাদের সীমান্ত এলাকায় থাকতে হয়।’
তানাত্তার সিং সহ গ্রামের অন্য বয়োজ্যেষ্ঠরা মাটি খোঁড়া দেখছিলেন। তাদের গ্রামের চারশো পরিবারের জন্য একটি বাঙ্কার নির্মাণে মাটি খোঁড়া হচ্ছে।

আরও পড়ুনঃ ভারত পাক সীমান্তে আকাশের লড়াইয়ে দুই দেশের দুই যুদ্ধবিমান ধ্বংস

বাঙ্কারগুলোর কিছু কিছু জলের নিচে, কিছু আবাদি জমির মধ্যে আবার কিছু আছে বাড়িঘরের আশপাশে।
তবে এই বাঙ্কার সাধারণ বোমা হামলা থেকে রক্ষা করতে পারবে বলে বাঙ্কার নির্মাণ প্রকল্পে নিয়োজিত নাম প্রকাশে অনিচ্ছুক এক এঞ্জিনিয়ার বলেছেন। পরিস্থিতি দেখে বিভিন্ন সীমান্ত এলাকায় স্কুলগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুনঃ আবার সাফল্য ভারতীয় সেনার, কাশ্মীরে খতম দুই পাক জইশ জঙ্গি

কয়েক মাস ধরেই নিয়ন্ত্রণরেখার সীমান্ত ছাড়াও পাক-ভারত সীমান্তের বিভিন্ন জায়গায় গুলি ও বোমা বর্ষণের ঘটনা ঘটে চলেছে। আর গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী হামলায় ৪৯ জন ভারতীয় আধাসামরিক সেনা নিহত হওয়ার পর উত্তেজনা তুঙ্গে উঠেছে।

এই সংক্রান্ত খবরঃ পাকিস্তানের যুদ্ধ বিমান ধ্বংস করে দিল ভারতীয় বিমান বাহিনী
এই সংক্রান্ত খবরঃ ভারতীয় যুদ্ধবিমান পাইলটকে ধরে ফেলার ছবি ও ভিডিও প্রকাশ করল পাকিস্তান

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
Exclusive: ভারতবাসীকে ‘জ্ঞান’ দেওয়া প্রিয়াঙ্কা নিজে কি করলেন https://thenewsbangla.com/what-did-priyanka-chopra-do-in-her-marriage-after-giving-dialouge-to-the-indians/ Sun, 02 Dec 2018 08:48:31 +0000 https://www.thenewsbangla.com/?p=3447 The News বাংলা, মুম্বাই: কথায় আছে ‘নিজের বেলা আটিশুঁটি, পরের বেলায় দাঁত কপাটি’। তার জ্বলন্ত উদাহরণ বলিউড হার্টথ্রব প্রিয়াঙ্কা চোপড়া। ভারতবাসীকে জ্ঞান দেওয়া প্রিয়াঙ্কা নিজের বেলায় সব জ্ঞান ভুলে গেলেন।

শনিবারই ধূমধাম করে বিয়ে হল নিক প্রিয়াঙ্কার। বিয়ে সম্পন্ন হওয়ার পর টানা ২ ঘন্টা ধরে আতশবাজি ফাটানো হয়। কয়েক কোটি টাকার ফটকা, বাজিও ফাটানো হয়েছে। জানা গেছে, এই বাজি বিদেশ থেকে আনা হয়েছিল, যার মূল্য কয়েক কোটি টাকা। লাগাতার ২ ঘন্টা ধরে আতশবাজি পোড়ান হয়, বাজি ফাটানও হয়।

Double Standrad Priyanka Chopra/The News বাংলা
Double Standrad Priyanka Chopra/The News বাংলা

স্মরণ করিয়ে দি, ইনি সেই প্রিয়াঙ্কা চোপড়া যিনি কিছুদিন আগেই বাজি মুক্ত, দূষণ মুক্ত দীপাবলি পালনের জন্য ভারতবাসীদের জ্ঞান দিয়েছিলেন। মাত্র কয়েক সপ্তাহ আগেই প্রিয়াঙ্কা চোপড়া টিভি মাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় এসে আতশবাজি মুক্ত, বায়ুদূষণ মুক্ত দীপাবলি পালনের জন্য সবাইকে জ্ঞান দিয়েছিলেন।

সংবাদসংস্থা এএনআই একটি ভিডিও প্রকাশ করেছে। তাতেই পুরো ঘটনা প্রকাশ্যে এসেছে। দীপাবলীতে কি জ্ঞান দিয়েছিলেন প্রিয়াঙ্কা? আবার একবার শুনে নিন প্রিয়াঙ্কার সেই জ্ঞান।

দেখে নিন প্রিয়াঙ্কা চোপড়ার দ্বিমুখী রুপঃ

এখন সেই প্রিয়াঙ্কা নিজের বিয়েতে টানা ২ ঘন্টা ধরে বাজি ফাটিয়ে বায়ুদূষণ করে তার আসল রূপ দেখিয়ে দিলেন। প্রিয়াঙ্কার কাছে উৎসবে আতশবাজি ফাটান পরিবেশ বিরোধী কাজ কিন্তু নিজের বিয়েতে আতশবাজি পোড়ানো উচিত কাজ।

দু ঘন্টার বেশি সময় ধরে কয়েক কোটি টাকা খরচা করে কি হল সেটাও দেখে নিন একবার। কোথায় গেল পশু-পাখিদের জন্য এত চিন্তা?
কোথায় গেল এত সচেতনতা? কোথায় গেল এত জ্ঞান? নিজের বিয়েতে সব ভুলে গেলেন এই জ্ঞানী?

দেখুন টানা দু ঘণ্টা ধরে কি হল প্রিয়াঙ্কার বিয়েতেঃ

প্রিয়াঙ্কার হিপোক্রেসি নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন ওঠে গেছে। মুখে এক, কাজে এক, প্রিয়াঙ্কা চোপড়ার এই দুরকম রূপে অবাক বলিউড দুনিয়াও। জ্ঞান দেবার সময় কেন মনে থাকে না, নিজে সেটা মনে রাখতে পারবে তো ?

এরপর যারা এই ধরনের প্রচার করেন তাঁরা দুবার ভাববেন এই ধরনের কোন ফিল্ম নায়ক নায়িকাদের নিয়ে এই ধরণের সচেতনতা মূলক প্রোগাম করবেন কিনা। যারা নিজেরাই নিজের বেলায় নিয়মকানুন মানে না, তারা কি করে ভারতবাসীকে জ্ঞান দিতে আসে। প্রশ্ন উঠেছে।

সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ। বাংলা প্রবাদটাই একেবারে ঠিক। ‘নিজের বেলা আটিশুঁটি, পরের বেলায় দাঁত কপাটি’।

Double Standrad Priyanka Chopra/The News বাংলা
Double Standrad Priyanka Chopra/The News বাংলা
]]>