Indian Govt – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Tue, 28 Jun 2022 05:27:04 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Indian Govt – The News বাংলা https://thenewsbangla.com 32 32 প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির টাকা পাচ্ছেন, ৩৩০০০ ‘মৃত’ কৃষক ও ৫১০০০ ‘ভুয়ো’ কৃষক https://thenewsbangla.com/pm-kisan-samman-nidhi-33000-dead-farmers-and-51000-fake-farmers-getting-money/ Tue, 28 Jun 2022 05:26:06 +0000 https://www.thenewsbangla.com/?p=15721 প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির টাকা পাচ্ছেন; ৩৩০০০ ‘মৃত’ কৃষক ও ৫১০০০ ‘ভুয়ো’ কৃষক। দেশের মাত্র দুটো রাজ্যেই; প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি ঘোটালায় চক্ষু চড়কগাছ। প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির টাকা পাচ্ছেন; ৩৩০০০ ‘মৃত’ কৃষক। এমনই অভিযোগ উঠল, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের; উত্তরপ্রদেশের রায়বরেলিতে। কৃষি বিভাগের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ওঠায়; শোরগোল পড়ে গিয়েছে রাজ্যে। ইতিমধ্যেই এই ইস্যুতে; তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে, বিহারে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির টাকা পাচ্ছেন; ৫১০০০ ‘ভুয়ো’ কৃষক। তাদের কাছ থেকে ফেরত নেওয়া হবে; ৩৯ কোটি টাকা।

চলতি মাসে উত্তরপ্রদেশের রায়বরেলির কৃষি বিভাগের এক কর্তাকে; একটি নামের তালিকা দেওয়া হয়। তাতে দাবি হয়, তালিকায় যেসব কৃষকের নাম আছে; তাঁদের ইতিমধ্যেই মৃত্যু হয়েছে। অথচ তাঁদের নামে পিএম কিষান যোজনার; ২০০০ টাকা করে জমা পড়ছে। সেজন্য সরকারের বাড়তি কয়েক কোটি টাকা; খরচ হচ্ছে বলে দাবি করা হয়। চিঠি পেয়ে নড়েচড়ে বসে; উত্তরপ্রদেশ কৃষি বিভাগ।

আরও পড়ুনঃ হিন্দুদের দেবদেবী নিয়ে দিনের পর দিন ক’টূক্তি, গ্রেফতার মহম্মদ জুবেইর, প্রতিবাদ শুরু

সেই অভিযোগের প্রেক্ষিতে সলৌন, লালগঞ্জ, রায়বরেলি, মহারাজগঞ্জ তহসিলের মতো, এলাকার আধিকারিকদের; ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। যে অভিযোগ করা হয়েছে; তা সত্যি কিনা খতিয়ে দেখতে বলেছে যোগী রাজ্যের প্রশাসন। সূত্রের খবর, দ্রুত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

আরও পড়ুনঃ “২০২৬ না, ২০২৪ এই সরকারকে বিসর্জন দিয়ে দেব”, শুভেন্দুর মন্তব্যে তুঙ্গে রাজনৈতিক বিতর্ক

অন্যদিকে, ভুয়ো নথি দিয়ে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির সুবিধা নিয়েছিলেন; এমন ৫১০০০ উপভোক্তার থেকে ৩৯ কোটি টাকা আদায় করতে চলেছে বিহার সরকার। চলতি মাসের মধ্যেই; তাদের টাকা ফেরত দিতে বলা হয়েছে। ভুয়ো কাগজ জমা দিয়ে; এরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির সুবিধা নিচ্ছে। ইতিমধ্যেই ভুয়ো নথি জমা দেওয়া; এই কৃষক উপভোক্তাদের নোটিশ পাঠানো হয়েছে।

তারপরও যাঁরা টাকা ফেরত দেবে না; তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে। প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির আওতায়; ইতিমধ্যেই একাদশ কিস্তির টাকা প্রদান করা হয়েছে। তারই মধ্যে এই ৫১০০০ উপভোক্তার থেকে; মোট ৩৯ কোটি টাকা ফেরত দিতে চলেছে বিহার সরকার। দুটো রাজ্যেই এই অবস্থা হলে; গোটা ভারতে কি হাল?

]]>
অগ্নিবীর হতে চান, ফর্ম ফিলাপ করবেন, কোন পদে কী যোগ্যতা জেনে নিন এখনই https://thenewsbangla.com/agniveer-scheme-agnipath-recruitment-2022-eligibility-criteria-age-limit/ Fri, 24 Jun 2022 04:09:27 +0000 https://www.thenewsbangla.com/?p=15697 অগ্নিবীর হতে চান, ফর্ম ফিলাপ করবেন; ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে নিয়োগ প্রক্রিয়া। কোন পদে কী যোগ্যতা লাগবে জেনে নিন এখনই। সেনায় জওয়ান নিয়োগের জন্য, এই বছরেই অগ্নিপথ প্রকল্পের কথা; ঘোষণা করেছে কেন্দ্র সরকার। তা নিয়ে দেশজুড়ে বিক্ষোভও হয়েছে; তারমধ্যেই নিয়োগ নিয়ে বার্তাও দেওয়া হয়েছে কেন্দ্র এবং ভারতীয় সেনার তরফে। এবার শুরুও হয়ে গেল; অগ্নিবীর নিয়োগ প্রক্রিয়া। অগ্নিবীর পদের বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা ইতিমধ্যেই জেনে গেছে সবাই; এবার দেখে নিন এই পদে নিয়োগের জন্য কী কী যোগ্যতা লাগবে।

বিভিন্ন পদে ও বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে; নিয়োগ হবে সেনার তিন বাহিনীতেই। বেশ কয়েকটি ভাগে বিভক্ত করা হয়েছে নিয়োগ প্রক্রিয়া; তবে সব বাহিনীর ক্ষেত্রেই নিয়ম একই। দেখে নিন এখনই।

আরও পড়ুনঃ বেমালুম উধাও হয়ে যান শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়-কে ইঞ্জেকশন দেওয়া নার্স রাজদুলারী টিকু

অগ্নিবীর (জেনারেল ডিউটি, অন আর্মস);
বয়সসীমা: ১৭ বছর ৬ মাস থেকে ২৩ বছর
শিক্ষাগত যোগ্যতা: অন্তত ৪৫ শতাংশ নম্বর নিয়ে, দশম শ্রেণি বা তার সমকক্ষ; কোনও পরীক্ষা পাশ করে থাকতে হবে। তার সঙ্গেই প্রতিটি বিষয়ে অন্তত ৩৩ শতাংশ নম্বর; পেয়ে থাকতে হবে। যে বোর্ডে গ্রেড সিস্টেম রয়েছে, তার ক্ষেত্রে প্রতি বিষয়ে; অন্তত ডি-গ্রেড (৩৩%-৪০%) পেতে হবে। অথবা এমন কোনও গ্রেড পেতে হবে; যা আদতে ৩৩% শতাংশ নম্বর বোঝায়। এছাড়া সব মিলিয়ে সি২ গ্রেড অথবা ৪৫% নম্বর বোঝায় এমন গ্রেড পেতে হবে।

অগ্নিবীর (টেকনিক্যাল, অন আর্মস):
বয়সসীমা: ১৭ বছর ৬ মাস থেকে ২৩ বছর
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে ১০+২ স্তর বা দ্বাদশ স্তর বা সমগোত্রীয়; শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। ফিজিক্স, কেমিস্ট্রি ও অঙ্ক থাকতে হবে। ওই তিনটি বিষয় এবং ইংরেজিতে আলাদা করে; অন্তত ৪০% নম্বর থাকতে হবে। এছাড়া সামগ্রিক ভাবে মোট ৫০% নম্বর থাকতে হবে।

অথবা
কেন্দ্র বা রাজ্য স্বীকৃত যেকোনও বোর্ড থেকে; ১০+২ স্তর বা দ্বাদশ স্তর বা সমগোত্রীয় শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। নির্দিষ্ট ক্ষেত্রে অন্তত এক বছরের NIOS এবং ITI কোর্স করা থাকবে হবে; যেখানে NSQF লেভেল ৪ বা তার উপরে থাকতে হবে।

অগ্নিবীর (টেকনিক্যাল, এভিয়েশেন অ্যান্ড অ্যামুনিশন সেন্টার)
বয়সসীমা: ১৭ বছর ৬ মাস থেকে ২৩ বছর
শিক্ষাগত যোগ্যতা: উপরে উল্লিখিত অগ্নিবীর (টেকনিক্যাল, অন আর্মস) পদের মতোই।

অগ্নিবীর ক্লার্ক/স্টোরকিপার (টেকনিক্যাল, অল আর্মস)
বয়সসীমা: ১৭ বছর ৬ মাস থেকে ২৩ বছর
শিক্ষাগত যোগ্যতা: যে কোনও বিষয় নিয়ে (কলা, বিজ্ঞান বা কমার্স) ১০+২ স্তর বা দ্বাদশ স্তর বা সমগোত্রীয়; শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। মোট ৬০% নম্বর এবং প্রতিটি বিষয়ে; অন্তত ৫০% নম্বর থাকতে হবে। দ্বাদশ স্তরের পরীক্ষায় ইংরেজি এবং অঙ্ক অথবা অ্যাকাউন্টেসি অথবা বুক কিপিংয়ে; অন্তত ৫০% নম্বর পাওয়া বাধ্যতামূলক।

অগ্নিবীর ট্রেডসম্যান (অল আর্মস)
বয়সসীমা: ১৭ বছর ৬ মাস থেকে ২৩ বছর
শিক্ষাগত যোগ্যতা: দশম শ্রেণি উত্তীর্ণ হয়ে থাকতে হবে; প্রতিটি বিষয়ে অন্তত ৩৩% নম্বর থাকতে হবে।

অগ্নিবীর ট্রেডসম্যান (অল আর্মস)
বয়সসীমা: ১৭ বছর ৬ মাস থেকে ২৩ বছর
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি উত্তীর্ণ হয়ে থাকতে হবে; প্রতিটি বিষয়ে অন্তত ৩৩% নম্বর থাকতে হবে।

বয়সসীমায় বিশেষ ছাড়; শুধুমাত্র এই বছরের নিয়োগের জন্য বয়সের ঊর্ধ্বসীমায়; বিশেষ ছাড় দেওয়া হয়েছে। ২১ বছর থেকে বাড়িয়ে তা ২৩ বছর করা হয়েছে।

]]>