indian flims – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Wed, 24 Oct 2018 11:43:28 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg indian flims – The News বাংলা https://thenewsbangla.com 32 32 নিক প্রিয়াঙ্কার নতুন বিলাসবহুল বাড়ির অন্দরমহলে https://thenewsbangla.com/nick-priyankars-new-luxurious-house/ Wed, 24 Oct 2018 11:29:45 +0000 https://www.thenewsbangla.com/?p=1417 মুম্বাই: মার্কিন গায়ক নিক জোনাস কিনেছেন বিলাসবহুল একটি নতুন বাড়ি। আর সেখানেই শুরু হবে প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে তাঁর নতুন সংসার। বিলাসবহুল এই বাড়িটি এখন মানুষের আগ্রহের বিষয়।

চলতি বছরের ডিসেম্বরে মার্কিন গায়ক নিক জোনাসের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসছেন বলিউড-হলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া। বিয়ের অনুষ্ঠানে কী কী থাকছে, কেমন পোশাক পরবেন প্রিয়াঙ্কা, কারা অতিথি হচ্ছেন, বিয়ের খুঁটিনাটি সব জানতে আগ্রহী ভক্তরা। এই যুগলের আন্তঃমহাদেশীয় রোমান্স মন জয় করেছে অগণিত ভক্তকে।

কিন্তু হবু বউ প্রিয়াঙ্কার জন্য মার্কিন গায়ক যে বাড়িটি কিনেছেন, কেমন সে বাড়িটি, কিনতে খরচই বা কত পড়েছে, তা কি জানেন?

খবর বলছে, নিক জোনাস তাঁর প্রিয়তমা হবু বউয়ের জন্য যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে একটি বিলাসবহুল বাড়ি কিনেছেন, যার মূল্য সাড়ে ছয় মিলিয়ন মার্কিন ডলার। টাকার অঙ্কে যার পরিমাণ দাঁড়ায় ৪৭ কোটি ৫৯ লাখ টাকা(এক ডলার সমান ৭৩.১৮টাকা হিসাবে)। নতুন উষ্ণ জীবনে প্রবেশের আগে একটি দামি ‘শীতল বাড়ির’ প্রয়োজন তো ছিলই।

নিক জোনাস নিজেই বলেছেন, ‘হবু বউয়ের জন্য আমি একটি শীতল বাড়ি কিনেছি!’ মার্কিন যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী, প্রিয়াঙ্কাকে বিয়ের প্রস্তাব দেওয়ার আগেই বাড়িটি কিনেছেন নিক জোনাস। রোমান্স শুরুর আগেই পাঁচ বেডরুমের বিলাসবহুল বাড়িটি কেনেন তিনি।

বাড়িটি ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলস শহর সংলগ্ন। ৪ হাজার ১২৯ স্কোয়ার ফুটের এ বাড়িটিতে রয়েছে ৫ টি সুবিশাল শয়নকক্ষ ও ৪ টি বিশাল বাথরুম ও সুইমিংপুল। এ ছাড়া প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত বাড়িটিতে রয়েছে অতিথিশালা ও খোলা চত্বর।

ভারতের সংবাদমাধ্যম ডিসেম্বরে বিয়ের কথা বললেও, ইকনমিক টাইমসের একটি সূত্র বলছে, ‘এই যুগল (প্রিয়াঙ্কা ও নিক) আগামী বছর বিয়ে করার পরিকল্পনা করছেন। দুজনই খুব ব্যস্ত, কিন্তু তাঁরা সম্পর্ক উপভোগ করতে সময় কাটাচ্ছেন।’

চলতি বছরের ডিসেম্বরে প্রিয়াঙ্কা ও নিকের বিয়ের গুঞ্জন চললেও ওই সূত্র বলছে, ‘এই যুগল তাঁদের বন্ধুদের বলেছেন, আগামী বছরের শুরুতে বিয়ের পিঁড়িতে বসবেন তাঁরা।’ সূত্রটির মতে, ‘প্রিয়াঙ্কা এর মধ্যেই পরিকল্পনা করেছেন, কয়েক মাসের মধ্যেই বিয়ে করবেন এবং নিককে স্বামী হিসেবে পাওয়ার জন্য তিনি উত্তেজিত।’

সূত্রটি আরো বলেছে, বিয়ের ব্যাপারে প্রিয়াঙ্কা ও নিক দুজনের ভাবনা একই। খুব তাড়াতাড়ি বিয়ে করতে চান তাঁরা। এবং বন্ধুদের বলেছেন, বিয়ে সম্ভবত আগামী বছর হচ্ছে।

গত ১৮ আগস্ট মুম্বাইয়ে সনাতন রীতি মেনে প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের বাগদান হয়। ভক্তরা এ যুগলের বিয়ের সাড়ম্বর আয়োজন দেখার জন্য মুখিয়ে আছেন।

তবে বিয়ের আগ্রহের মধ্যেই, নিক-প্রিয়াঙ্কার বাড়ি নিয়েই এখন যাবতীয় জল্পনা কল্পনা। প্রিয়াঙ্কার নতুন বাড়ির গল্প ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

]]>
রেকর্ড সৃষ্টিকারী শোলে ছবির নানান অজানা কাহিনী https://thenewsbangla.com/some-unknown-information-of-the-film-sholey/ Fri, 28 Sep 2018 05:59:33 +0000 https://www.thenewsbangla.com/?p=643 ১৯৭৫ সালের ১৫ আগস্ট। অখ্যাত এক ছোট্ট গ্রাম রামগড় বদলে দিয়েছিল বলিউডের ইতিহাস। ‘ঠাকুর’এর ডাকে জয় আর বীরু নামে দুই তরুণের ডাকাত ধরার গল্প বলিউডের নতুন ইতিহাস তৈরি করে। এক নজরে দেখে নিন এমন কিছু তথ্য যা ‘শোলে’র আড়ালে চাপা পড়েছিল এত কাল।

● ঠাকুরের চরিত্রে অভিনয় করার ইচ্ছে ছিল ধর্মেন্দ্রর। কিন্তু তাঁকে বীরুর চরিত্রের জন্য নির্বাচিত করেন রমেশ সিপ্পি। আর সে সময় হেমা মালিনীর প্রেমে পাগল ধর্মেন্দ্র রমেশের এক কথাতেই রাজি হয়ে যান।

● শোলের শুটিং শুরু হওয়ার আগে হেমা মালিনীকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন সঞ্জীব কুমার। কিন্তু তাতে সায় ছিল না হেমার। তিনি জানিয়ে দিয়েছিলেন ছবিতে যেন সঞ্জীব কুমারের সঙ্গে তিনি কোনও দৃশ্য শুট করবেন না।

● সঞ্জীব কুমারের চরিত্রের নাম ঠাকুর বলদেব সিং রাখা হয়েছিল চিত্রনাট্যকার সেলিম খানের বাবা বলদেব সিং চরকের নামের অনুপ্ররণায়।

● ‘শোলে’ থেকে প্রায় বাদ পড়তে বসেছিলেন আমজাদ খান। কারণ গব্বর সিংয়ের চরিত্রের জন্য আমজাদ খানের গলার আওয়াজ জাভেদ আখতারের প্রথমে পছন্দ হয়নি। আমজাদের গলা গব্বরের চরিত্রের তুলনায় নাকি অনেক সরু ছিল।

● জয়ের চরিত্রের জন্য রমেশ সিপ্পির প্রথম পছন্দ ছিলেন শত্রুঘ্ন সিন্হা। কিন্তু অমিতাভ বচ্চন প্রযোজকদের বুঝিয়েছিলেন উনিই এই চরিত্রের জন্য সেরা। আর বলার অপেক্ষা থাকে না বিগ বি সে কথা প্রমাণও করেছিলেন।

● জয়ের চরিত্রের জন্য অমিতাভকে নেওয়ার কথা প্রযোজকদের প্রথম বলেন সেলিম খান। প্রথমে তাঁরা রাজি না হলেও ‘জঞ্জির’এর সাফল্যের কথা মাথায় রেখে জয়ের চরিত্রে অমিতাভকে নির্বাচিত করা হয়।

● জাভেদ আখতার আমজাদের ‘অ্যায় মেরে ওয়াতন কে লোগোঁ’ নামের একটি নাটক দেখেছিলেন। সেখানে আমজাদের অভিনয় দেখেই তাঁকে গব্বর চরিত্রের জন্য পছন্দ করেন তিনি।

● টাকার অঙ্কে পারিশ্রমিক পাননি শচীন পিলগাঁওকর । পারিশ্রমিক হিসেবে তাঁকে একটি ফ্রিজ দিয়েছিলেন প্রযোজক।

● সাম্বার চরিত্রে অভিনয়ের জন্য ২৭ বার বম্বে থেকে বেঙ্গালুরু যাতায়াত করতে হয় ম্যাক মোহনকে। পুরো ছবিতে তাঁর একটাই কালজয়ী সংলাপ ছিল, ‘‘পুরে পচাশ হাজার’’।

● ‘মেহবুবা মেহবুবা’ গানটি প্রথমে মান্না দে-র গাওয়ার কথা ছিল । কিন্তু, আর ডি বর্মনের গলায় রেকর্ড হওয়ার পর তা মান্না দে-র খুব পছন্দ হয়। তখন উনি ওটাই রাখার অনুরোধ করেন। সেই অনুরোধ মেনে নেন রাহুল দেব বর্মণ।

● প্রায় আড়াই বছর ধরে মোটামুটি ৩ কোটি টাকার বাজেটে তৈরি হয়েছিল ‘শোলে’।

● কয়েন টস করার দৃশ্যের জন্য ৬টি বিশেষ কয়েন তৈরি করা হয়েছিল।

]]>