Indian Economy – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Wed, 15 Jun 2022 14:56:56 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Indian Economy – The News বাংলা https://thenewsbangla.com 32 32 মোদীর ‘আচ্ছে দিন’ কি আসছে, ভারত ঢুকছে ৫ লক্ষ কোটি ডলারের অর্থনীতিতে https://thenewsbangla.com/modi-achche-din-is-coming-india-is-entering-into-five-lakhs-crore-dollar-economy-said-anantha-nageswaran/ Wed, 15 Jun 2022 14:56:20 +0000 https://www.thenewsbangla.com/?p=15476 কেন্দ্রের মুখ্য আর্থিক উপদেষ্টা ভি অনন্ত নাগেশ্বরন; দেখালেন বড় স্বপ্ন। মোদী সরকারের লক্ষ্য ছিল, ২০২৩-২৪ সালের মধ্যে দেশকে; পাঁচ লক্ষ কোটি ডলারের অর্থনীতিতে নিয়ে যাওয়া। ২০২৩-২৪ এ না হলেও, আগামী ২০২৬-২৭ সালে ভারত পাঁচ লক্ষ কোটি ডলারের অর্থনীতিতে পরিণত হবে; বলে জানালেন কেন্দ্রের মুখ্য আর্থিক উপদেষ্টা ভি অনন্ত নাগেশ্বরন। তাঁর মতে, অন্যান্য সম্ভাবনাময় যেকোন দেশের তুলনায়; ভারত এখন ভাল জায়গায় দাঁড়িয়ে। এখন দেশের অর্থনীতির মাপ; ৩.৩ লক্ষ কোটি ডলার; ফলে ওই লক্ষ্য আগানি চার বছরের মধ্যে ছোঁয়া যাবে।

কেন্দ্র বাজেটের তিনদিন আগেই, দেশের নতুন মুখ্য আর্থিক উপদেষ্টার নাম; ঘোষণা করে নরেন্দ্র মোদী সরকার। তিনি ডক্টর ভি অনন্ত নাগেশ্বরন। মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা হিসাবে; নিয়োগ করা হয় তাঁকে। তার আগে, এই পদে ছিলেন; কে ভি সুব্রহ্মণ্যম। দায়িত্বে আসেন, অর্থনীতির শিক্ষক, লেখক এবং পরামর্শদাতা; ডঃ ভি. অনন্ত নাগেশ্বরন।

১৯৮৫ সালে ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ ম্যানেজমেন্ট; আমদাবাদ থেকে স্নাতক ও স্নাতকোত্তরের পড়াশোনা করেন। এরপর চলে যান বিদেশে। ১৯৯৪ সালে ম্যাসাচুসেটস বিশ্ববিদ্যালয়ে; ‘‌বিনিময় হারের অভিজ্ঞতামূলক প্রবণতা’‌র ওপর ডক্টরেট করেন। ২০১১ সাল পর্যন্ত তিনি সুইৎজারল্যান্ড এবং সিঙ্গাপুরে; বেশ ক’য়েকটি ব্যক্তিগত সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের জন্য; ম্যাক্রো-ইকোনমিক এবং পুঁজির বাজার গবেষণায় বিশেষ ভূমিকা পালন করেছেন। ২০১৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত; আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের ডিন ছিলেন অনন্ত।

আরও পড়ুনঃ ২০১৪ সালে পোলিও মুক্ত দেশের স্বীকৃতি পায় ভারত, বাংলার মেটিয়াবুরুজে পোলিও হানা

আগামী ২০২৬-২৭ সালেই, ভারত পাঁচ লক্ষ কোটি ডলারের অর্থনীতিতে পরিণত হবে; ফের জানালেন কেন্দ্রের মুখ্য আর্থিক উপদেষ্টা ভি অনন্ত নাগেশ্বরন। মোদী সরকারের লক্ষ্য ছিল, ২০২৩-২৪ সালের মধ্যে দেশকে; পাঁচ লক্ষ কোটি ডলারের অর্থনীতিতে নিয়ে যাওয়া। কিন্তু অর্থনীতির পড়তি সময় ও করোনার ধাক্কায়; সেই লক্ষ্য পূরণ করা সম্ভব নয় বলে মত বিশেষজ্ঞদের।

আন্তর্জাতিক অর্থভান্ডারের পূর্বাভাস তুলে ধরে অনন্ত বলেছিলেন; “তারা জানিয়েছে এটা ২০২৬-২৭ সাল হয়ে যাবে”। যা নিয়ে কেন্দ্রকে কটাক্ষ করে, একে ‘গোলপোস্ট বদলের’ সঙ্গে তুলনা করেন; প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম। তবে কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখরের দাবি ছিল; ২০২৬ সালের মধ্যে সেই মাইলফলক ছোঁবে ভারত। এবার সেটাই বললেন; অনন্ত নাগেশ্বরন।

]]>
আইএমএফ রিপোর্টে দ্রুততম অর্থনৈতিক বৃদ্ধির তালিকায় ভারত https://thenewsbangla.com/imf-report-says-indian-economy-growth-rate-improved-under-modi-govt/ Fri, 22 Mar 2019 12:51:41 +0000 https://www.thenewsbangla.com/?p=9040 দ্রুততম অর্থনৈতিক বৃদ্ধির তালিকায় ভারত, আইএমএফ রিপোর্ট। আর ভোটের আগে এটাকেও নরেন্দ্র মোদী সরকারের সাফল্য বলে ভোটের প্রচারে নেমে পরেছে বিজেপি। এপ্রিলের মধ্যেই পুরো রিপোর্ট প্রকাশ করবে আইএমএফ বা আন্তর্জাতিক অর্থ ভান্ডার। ভোট শুরুর আগেই আইএমএফ বা আন্তর্জাতিক অর্থ ভান্ডারের রিপোর্ট প্রকাশিত হলে তা ভোটের বাজারে বিজেপিকে কিছুটা হলেও সুবিধা দেবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুনঃ লোকসভা রিপোর্টে গত ৫ বছরে তৃণমূল সাংসদদের পারফরম্যান্স লজ্জাজনক

দ্রুততম অর্থনৈতিক বৃদ্ধির তালিকায় শেষ পর্যন্ত ঢুকল ভারত। আইএমএফ বা আন্তর্জাতিক অর্থ ভান্ডারের এই রিপোর্টে বলা হয়েছে, ভারতীয় অর্থনীতির উন্নয়নে গত ৫ বছরে বেশ কিছু সংস্কারমূলক কর্মসূচি গ্রহন করা হয়েছে। যার ফলেই সাফল্যের মুখ দেখছে ভারত। তবে এই ধরনের আরও অনেক নতুন প্রকল্পের দরকার, যা অর্থনীতির বৃদ্ধিকে তরান্বিত করবে।

আরও পড়ুনঃ মোদীকে হঠাতে ভিভিপ্যাটের সংখ্যা বাড়াতে কমিশনে আর্জি মহাজোটের

ভারতের অর্থনৈতিক অগ্রগতির ব্যাপারে জিজ্ঞেস করা হলে আইএমএফের কমিউনিকেশন ডিরেক্টর গ্যারি রাইস জানান, “অবশেষে ভারত দ্রুততম অর্থনৈতিক বৃদ্ধির তালিকায় ঢুকে পড়েছে। তিনি বলেন, গত ৫ বছরে ৭ শতাংশ হারে বেড়েছে ভারতের অর্থনীতি”।

আরও পড়ুনঃ রাজনৈতিক ব্যক্তিত্বে ভরা তৃণমূলের তারকা তালিকা নির্বাচন কমিশনে

এর সাথে তিনি উল্লেখ করেন, গত ৫ বছরে ভারত অর্থনীতিতে এমন কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে, যার ফলে ভারত এই তালিকায় ওপরের দিকে স্থান পেয়েছে। উন্নতির এই ধারা বজায় রাখতে আরও অনেক সংস্কারমূলক পদক্ষেপ দরকার বলে তিনি জানান।

আরও পড়ুনঃ ভোটের গানে বিপাকে বাবুল, কমিশনের হাতে টুইট অস্ত্র

এই রিপোর্ট তৈরি হয়েছে ভারতীয় বংশদ্ভূত ব্রিটিশ নাগরিক গীতা গোপীনাথের তত্ত্বাবধানে। তিনি আইএমএফের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা। এই রিপোর্টে মোদী সরকারের আমলের অর্থনৈতিক সংস্কারমূলক পদক্ষেপ গুলির জেরেই যে এই উন্নতি, সেটাই বলা হয়েছে।

আরও পড়ুনঃ বারাণসী থেকে লড়বেন মোদী, গান্ধীনগরে আডবানির পরিবর্তে অমিত শাহ

আইএমএফের কমিউনিকেশন ডিরেক্টর গ্যারি রাইস জানিয়েছেন, “এই বিষয়ে বিস্তারিত তথ্য আসতে এখনও কিছুটা বাকি রয়েছে”। এপ্রিলেই ওয়ার্ল্ড ইকনমিক সার্ভে রিপোর্টে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে আইএমএফের কমিউনিকেশন এর তরফ থেকে।

আরও পড়ুনঃ বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, বাংলায় বিজেপি প্রার্থীদের নাম

এক্ষেত্রে রাজ্য ও কেন্দ্রস্তরে আলাদা করে সংস্কারমূলক কর্মসূচির বিস্তারিত খতিয়ান দেওয়া হবে বলে জানানো হয়েছে। আইএমএফের এই রিপোর্ট কেন্দ্র সরকারকে ভোটের মুখে অনেকটা অক্সিজেন জোগাবে বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। আর এটাকেই আপাতত ভোটের অন্যতম হাতিয়ার করতে চলেছে বিজেপি।

আরও পড়ুনঃ বাবুলকে হারাতে ১ কোটি টাকার কাজের টোপ, বিতর্কিত ঘোষণা মেয়রের

আইএমএফ রিপোর্টে মোদী সরকারের আমলের অর্থনৈতিক সংস্কারমূলক পদক্ষেপগুলির প্রশংসা করা হয়েছে। আর এর ফলেই যে দ্রুততম অর্থনৈতিক বৃদ্ধির তালিকায় ভারত স্থান পেয়েছে সেটাই বলা হয়েছে। ফলে ভোটের মুখে মোদী সরকারের আমলের অর্থনৈতিক সংস্কারমূলক পদক্ষেপগুলির বিষয়ে বিরোধীদের জবাব দিতে নতুন হাতিয়ার পেল বিজেপি।

আরও পড়ুনঃ নির্বাচন কমিশনের নতুন অ্যাপ সি ভিজিল, জনতার অভিযোগে ১০০ মিনিটের মধ্যে ব্যবস্থা

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>