Indian Cricket – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Thu, 28 Apr 2022 11:42:08 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Indian Cricket – The News বাংলা https://thenewsbangla.com 32 32 নবান্নে মমতা সৌরভ বৈঠক, জোর জল্পনা রাজ্য জুড়ে https://thenewsbangla.com/mamata-sourav-meeting-in-nabanna-strong-speculation-across-the-state/ Thu, 28 Apr 2022 07:44:19 +0000 https://www.thenewsbangla.com/?p=14950 নবান্নে মমতা সৌরভ বৈঠক; জোর জল্পনা রাজ্য জুড়ে। নবান্নে মমতা-সৌরভ সাক্ষাৎ। বৃহস্পতিবার দুপুরে নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করবেন; প্রাক্তন ভারত অধিনায়ক তথা বর্তমান ভারতীয় বোর্ড এর প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। বেশ কিছু বিষয়ে, মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন মহারাজ। এমনটাই জানা যাচ্ছে। তবে দু’‌জনের মধ্যে কী বিষয় নিয়ে আলোচনা হবে, তা জানা যায়নি। সৌরভ গঙ্গোপাধ্যায় এই বিষয় নিয়ে, এখনও কিছু বলতে চাননি। এর আগেও নবান্নে গিয়ে, মুখ্যমন্ত্রীর সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন সৌরভ। তব এবারে কেন দুজনের আলোচনা, সেটাই এখন দেখার। তবে এই নিয়ে রাজ্য রাজনীতিতে জোর গুঞ্জন ছড়িয়েছে। এই নিয়ে নবান্ন সূত্রে, এখনও কিছু জানানো হয়নি।

তবে ক্রিকেট এ্যাসোসিয়েশন অফ বেঙ্গল সূত্রে খবর, ইডেনে আইপিএলের ম্যাচ নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বোর্ড সভাপতি সৌরভ। আগামী ২৪ ও ২৫ মে ইডেনে আইপিএলের দুটি প্লে অফ ম্যাচ। ১০০ শতাংশ দর্শক নিয়েই, আইপিএলের দুটি প্লে অফ ম্যাচ ইডেনে করতে চাইছে সিএবি। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর সঙ্গে এই নিয়ে কথা বলবেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

]]>
হলুদ শাড়িতে সরস্বতী পুজো ছোট্ট আইরার, ক্ষেপে লাল ইস লামি মৌল বাদীরা https://thenewsbangla.com/mohammed-shami-daughter-aaira-attacked-by-fundamentalists-in-saraswati-puja/ Mon, 07 Feb 2022 09:49:43 +0000 https://www.thenewsbangla.com/?p=14811 হলুদ শাড়িতে সরস্বতী পুজো ছোট্ট আইরার; ক্ষেপে লাল ইস-লামি মৌল-বাদীরা। ছোট্ট একরত্তি মেয়েকেও ছাড়ল না কট্টর-পন্থীরা। দেবী স্বরস্বতী বিদ্যার দেবী; বুদ্ধির দেবী। হিন্দুধর্ম অনুসারে দেবী বাকদেবী; অর্থাৎ কথা বলার শক্তি দেন মা সরস্বতী। দেশ জুড়ে মানুষজন দেবীর আরাধনায় যুক্ত হন। বাচ্চা থেকে শুরু করে বড়রাও দেবীকে পুজো করেন। কিন্তু ভারতবর্ষের মত দেশে আজও পুজো করতে গেলে; আক্রমণের শিকার হতে হয় অনেককেই। বাদ যায় না ছোটরাও।

সরস্বতী পুজোর দিন ভারতীয় ক্রিকেটার মহম্মদ সামির মেয়ের একটি ছবি; আপলোড হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ছবিতে তাঁর মেয়েকে হলুদ শাড়ি পরে; সরস্বতী পুজো করতে দেখা গেছে। এই ছবিতে সামি তাঁর মেয়েকে দেখে লিখেছেন; খুব ভালো লাগছে তোমায়; ভগবান তোমার মঙ্গল করুক। এরপরই ইস-লামী মৌল-বাদী সংগঠন ও তার চিন্তাধারার মানুষজন সামিকে আক্রমণ করে। কারণ হল তাঁর মেয়ে আইরার ছবি। সামি সরস্বতী পূজা উপলক্ষেই, আইরার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় একটি বার্তা দিয়ে শেয়ার করেন। এতে কট্টর-পন্থীরা ক্ষুব্ধ হয়। এটাকে ইসলামের বিরুদ্ধে ঘোষণা করে; তারা সামিকে ও তার মেয়েকে মূর্তি পূজা না করতে বলেন। কট্টর-পন্থীরা হুঁশিয়ারি দিয়ে বলে যে; মুসলিম হয়ে ইবাদত করলে জাহন্নমে যাবে।

এদিকে যখন সামির মেয়ে আইরার ছবি দেখে সবাই খুব প্রশংসা করছে; অনেকে লিখেছেন তাকে প্রকৃত সরস্বতী মনে হচ্ছে এবং সামিকে ধন্যবাদ দিয়েছে তার মেয়েকে এইরকম সুশিক্ষা দেবার জন্য। অন্যদিকে ইস-লামি মৌল-বাদীরা এই ছবি দেখে অভিযোগ করছে; সামির মতো মুসলমানদের কারণে ভারতের মুসলমানরা ধীরে ধীরে হিন্দু হয়ে যাচ্ছে। কট্টর-পন্থীরা সামিকে প্রশ্ন করেছে; তিনি যখন মুসলিম, তখন তাঁর মেয়ে কীভাবে হিন্দু হলেন? এছাড়া সামিকে তাঁর নাম থেকে মহম্মদ মুছে ফেলারও পরামর্শ দেওয়া হয়েছে।

এই প্রথমবার নয় যে, ইস লামিক মৌল বাদীরা সামিকে ট্রোল করেছে। ২০১৮ সালে সামি নববর্ষের শুভেচ্ছা জানাতে, শিবলিঙ্গের একটি ছবি দেন। পাশাপাশি স্ত্রীর সঙ্গে ছবি তুলে, সোশ্যাল মিডিয়ায় দেওয়ার জন্যও কট্টর পন্থীদের কটাক্ষের শিকার হয়েছেন তিনি। যদিও তিনি মৌল বাদিদের বারবার উপেক্ষা করে; ভারতীয় সংস্কৃতিকে সবার উপরে তুলে ধরেছেন। তবে এবারে যেভাবে সামির ছোট্ট মেয়ে আইরাকেও কটাক্ষ করা হয়েছে; তা অত্যন্ত নিন্দনীয়।

]]>
ভারতীয় ক্রিকেটারদের মাথায় ভারতীয় সেনার টুপি https://thenewsbangla.com/indian-crickter-pay-homage-to-indian-army-at-pulwama/ Fri, 08 Mar 2019 08:30:31 +0000 https://www.thenewsbangla.com/?p=7834 পুলওয়ামায় জঙ্গি আক্রমণে নিহত জওয়ানদের উদ্দেশে শ্রদ্ধাজ্ঞাপনের রেশ এবার সরাসরি চলে এল খেলার মাঠে। রাঁচীতে শুক্রবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে বিরাট কোহালিদের মাথায় প্রথাগত ইন্ডিয়া ক্যাপের বদলে দেখা যাচ্ছে ভারতীয় সেনার টুপি। খেলার মাঠে সেনার টুপি পরে নামাটাও ক্রিকেটের ইতিহাসে প্রথম।

এর আগে নিহত জওয়ানদের জন্য নীরবতা পালন বা জঙ্গি হামলার প্রতিবাদে কালো ব্যান্ড পরে খেলোয়াড়েরা নেমেছেন। কিন্তু এবার নজিরবিহীন দৃশ্য দেখল রাঁচী। নিহত জওয়ানদের শ্রদ্ধা জানাতে ভারতীয় ক্রিকেট-বাহিনীর প্রতিনিধি হিসেবে এতকালের ব্যবহৃত টুপিটাই বদলে দিল কোহালি, মহেন্দ্র সিংহ ধোনিরা। ভারতীয় ক্রিকেটারদের মাথায় আজ ভারতীয় সেনার টুপি।

ভারতীয় ক্রিকেটারদের মাথায় ভারতীয় সেনার টুপি/The News বাংলা
ভারতীয় ক্রিকেটারদের মাথায় ভারতীয় সেনার টুপি/The News বাংলা

ভারতীয় বোর্ডই ক্রিকেটারদের সঙ্গে কথা বলে সেনার টুপিতে কোহলিদের মাঠে নামানোর সিদ্ধান্ত নেয়। শত্রুপক্ষ বা জঙ্গীদের থেকে নিজেদের আড়াল করতে ঝোপঝাড়ের সঙ্গে মিশে থাকা যে সবুজ এবং খয়েরি রংয়ের টুপি ব্যবহার করে সেনাবাহিনী, ধোনির ঘরের মাঠে সেটাই পরতে দেখা যাচ্ছে ভারতীয় ক্রিকেটারদের। সমস্যা ছিল, দলের সব সদস্যের জন্য দ্রুত এই বিশেষ ধরনের টুপির ব্যবস্থা করা। শুক্রবার সকালেই নাকি সকলের জন্য টুপি পৌঁছে যায়।

পুলওয়ামার জের এমনিতেই খেলায় এসে পড়েছে পুরোদস্তুর। ভারতীয় বোর্ড পাকিস্তানের নাম না-করে আইসিসি-র কাছে দাবি জানিয়েছে, ‘সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেওয়া দেশের’ সঙ্গে সম্পর্ক ছিন্ন করা হোক। ভারতের সেই দাবি ক্রিকেটের নিয়ামক সংস্থা উড়িয়ে দিলেও ভারতীয় বোর্ড এদিন ফের বলেছে, “তারা পিছিয়ে আসছে না”। এখনও বোর্ড বলে চলেছে, সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেওয়া দেশকে বহিষ্কারের দাবিতে তারা অনড়।

বিশ্বকাপে পাকিস্তানের সঙ্গে খেলা উচিত কি না, তা নিয়ে তর্ক উঠেছে। সৌরভ গঙ্গোপাধ্যায়, হারভজন সিংহের মতো প্রাক্তনরা বলেছেন, পাকিস্তানকে বিশ্বকাপে বয়কট করা উচিত। আবার সুনীল গাভাস্কার, শচিন তেন্ডুলকরের মতো কিংবদন্তিরা বলেছেন, না-খেলে পাকিস্তানকে দুই পয়েন্ট দিতে যাব কেন? ভারতের খেলাই উচিত। এর মধ্যেই ধোনি-কোহলিদের ফৌজি টুপিতে মাঠে নামার এই উদ্যোগ আন্তর্জাতিক ক্রিকেট মহলে কী প্রভাব ফেলে, সেটাও দেখার।

ভারতীয় দলে সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধার নিদর্শন যথেষ্টই রয়েছে। নিজের শহরে যিনি শেষ ম্যাচ খেলতে নামছেন, সেই ধোনিই যেমন ভারতীয় সেনার সব চেয়ে বড় ভক্ত। তিনি ভারতীয় টেরিটরিয়াল আর্মির সাম্মানিক লেফটন্যান্ট কর্নেল। ধোনির ক্রিকেট সরঞ্জামের ব্যাগও সেনার পোশাকের আদলে তৈরি।

টেরিটরিয়াল আর্মির সাম্মানিক লেফটন্যান্ট কর্নেল হওয়ায় অনেক সময়েই তাঁকে সেনাবাহিনীর জ্যাকেট বা ট্রাউজার্স পরতে দেখা গিয়েছে। সেনা ঘাঁটিতে গিয়ে ট্রেনিংও করেছেন ধোনি। নিজের শহরে শেষ ম্যাচে সেনার টুপিতে মাঠে নামতে তিনি বেশ উৎসাহীই বলে জানিয়েছেন। অধিনায়ক কোহলি-সহ অনেক ভারতীয় ক্রিকেটারই পুলওয়ামার ঘটনা নিয়ে টুইট করেছেন। এমনকি, বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে খেলা নিয়েও তাঁরা বলেছেন, দেশ এবং বোর্ড যা ঠিক করবে, সেটাই তাঁরা মানবেন।

কারও কারও যদিও মনে হচ্ছে, আইসিসি যে তাদের দাবি উড়িয়ে দিল, তারই প্রত্যাঘাত করতে চাইছে না তো ভারতীয় বোর্ড? ধোনি-কোহলিদের ভারতীয় সেনার টুপিতে মাঠে নামিয়ে বোর্ড কি নিয়ামক সংস্থাকে বার্তা দিতে চাইছে যে, তাদের প্রতিবাদ চলবেই!

]]>
নারী দিবসের আগে বিরাট বার্তা https://thenewsbangla.com/virat-kohli-the-indian-cricket-captain-respecting-tweet-on-womens-day/ Thu, 07 Mar 2019 05:18:00 +0000 https://www.thenewsbangla.com/?p=7727 নারী দিবসের আগে নিজের টুইটারে নারীদের উদ্দেশ্যে অভিনব বার্তা দিলেন ভারতীয় ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলি। মেয়েরা সম্পূর্ণ একটা গোটা আকাশ, এই ভাবেই নিজের আনুভুতি টুইটারে প্রকাশ করেছেন ভারতের সফল ক্রিকেটার। বরাবরই মহিলাদের নিয়ে আবেগ ও সম্মান সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন বিরাট।

দেখুন বিরাটের ভিডিওঃ

বুধবার নিজের টুইটারে এক ভিডিও পোস্ট করেন বিরাট কোহলি। সেই ভিডিওতে বিরাট বলেছেন, ‘শুধু আজ, আগামী কাল বা গতকালই নয়, প্রতিদিনই কেন সম্মান করা হবে না মেয়েদের? একটা দিন এবং বাকি ৩৬৪ দিন, প্রতিদিনই নারীদিবস’। এর আগেও বহুবার বিরাট কোহলি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বা সামাজিক মঞ্চে নারীদের সম্মান করার বার্তা দিয়েছেন। নিজের মা ও স্ত্রীর প্রতি ভালবাসা ও সম্মান নানান সময় তিনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন তিনি।

আরও পড়ুনঃ ‘তাজমহল’ গড়া শেষ না করেই মারা গেলেন ‘শাহজাহান’

সোমবারই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কঠিন লড়াই জিতে ৫ ম্যাচের ওয়ান ডে সিরিজে ২-০ এগিয়ে গেছে টিম ইন্ডিয়া। ফলে বেশ চনমনে মেজাজে রয়েছে বিরাট-সহ গোটা দল। আর বৃহস্পতিবার নারীদিবস উপলক্ষ্যে বুধবারই ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন ক্যাপ্টেন কোহলি। যেখানে একদিকে তাঁকে মা সরোজ কোহলি এবং অন্যদিকে স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে দেখা যাচ্ছে।

আরও পড়ুনঃ বিশ্বজুড়ে ভূমিকম্পের বেশ কিছু অজানা কাহিনী

প্রত্যেক মহিলাকে নারীদিবসের শুভেচ্ছা জানিয়ে বিরাট লিখেছেন, ‘আমার জীবনের দুই সবচেয়ে শক্তিশালী মহিলাকে শুভেচ্ছা জানাতে চাই। একজন আমার মা। যিনি কঠিন সময়ে পরিবারকে একা হাতে সামলেছেন। আরেকজন অনুষ্কা। সব প্রতিকূলতার সঙ্গে লড়াই করে ঠিক জিনিসটা বেছে নেওয়া এবং চিন্তাধারায় পরিবর্তন আনার জন্য ওকে অভিনন্দন জানাই’।

আরও পড়ুনঃ যৌনতা কেন্দ্রিক বিনোদনের জন্য বিশ্বের সেরা ২০ টি ঠিকানা

বিরাট এও বলেন ‘পুরুষ আর নারী কোনদিনই সমান নয়, যৌন নিগ্রহ, লিঙ্গ বৈষম্য, পারিবারিক হিংসা, জুলুমের শিকার হওয়া সত্ত্বেও জীবনের প্রতিটি রাস্তাতেই নারীরাই পথ দেখাচ্ছে। এরপরও মনে হয় তারা সমান? না, তারা সাম্যের উর্ধে’। অর্ধেক আকাশ না, গোটা আকাশটাই নারীদের।

আরও পড়ুনঃ মেয়াদ বাড়ল ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচের

আর এই ভাবেই ভারতের প্রত্যেক মহিলাকে নারীদিবসের শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলি। আর এই কারনেই মহিলা মহলে বেশ জনপ্রিয় কোহলি। আর এই বার্তার পর এই জনপ্রিয়তা যে আরও বাড়বে তা বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুনঃ পাকিস্তান নিয়ে বড় সিদ্ধান্ত রিলায়েন্সের মুকেশ আম্বানির
আরও পড়ুনঃ বিশ্বে আলোড়ন ফেলে চুমু খেতে রাজি সোফিয়া

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
মেয়েদের বিশ্বকাপে ম্যাচ জেতাল বিবাহিত দম্পতি! https://thenewsbangla.com/married-couples-to-win-matches-in-womens-world-cup/ Wed, 14 Nov 2018 10:51:26 +0000 https://www.thenewsbangla.com/?p=2364 The News বাংলা: এও সম্ভব!? মহিলাদের বিশ্বকাপে একসঙ্গে ব্যাট করে ম্যাচ জেতালেন বিবাহিত দম্পতি! ভাবছেন অসম্ভব?! সব সম্ভব। দুই মেয়েই বিয়ে করে এখন ঘোরতর সংসারী। বিশ্বজুড়ে এখন সমলিঙ্গ বিবাহ যে আইনসিদ্ধ। আর তারাই জেতাল ম্যাচ।

বিশ্বকাপের কোন ক্রিকেট ম্যাচে বা আইসিসির কোন ইভেন্টে আগে কখনও এমন হয়নি। ওয়েস্ট ইন্ডিজে শুরু হওয়া মহিলাদের টি২০ বিশ্বকাপে একসঙ্গে ব্যাট করতে দেখা গেল এক বিবাহিত দম্পতিকে।

Image Source: Google

দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডেন ভ্যান নিয়েকার্ক ও মারিজানে কাপ দম্পতি তাই নজির গড়লেন বিশ্ব ক্রিকেট ইতিহাসে। তৃতীয় উইকেটে তাঁদের ৬৭ রানের পার্টনারশিপ শ্রীলঙ্কার বিরুদ্ধে জেতাল দলকে।

আরও পড়ুনঃ ‘দরাজ নিমন্ত্রণে’ মায়ের শ্রাদ্ধে লোক খাওয়াতে ঘুম উধাও বাংলার বিধায়কের

শ্রীলঙ্কার বিরুদ্ধে সেই ম্যাচে নিয়েকার্ক-মারিজানে মিলে তৃতীয় উইকেটে যোগ করলেন ৬৭ রান। ৬ রানের মধ্যে দুই ওপেনার ফিরে যাওয়ার পর এই জুটিই সাত উইকেটে জয়ের ভিত গড়ে দেয় দক্ষিণ আফ্রিকার।

Image Source: Google

৪৪ বলে ৩৮ রানে ফিরলেন মারিজানে। মারলেন চারটি চার ও একটি ছয়। আর নিয়েকার্ক ৪৫ বলে অপরাজিত থাকলেন ৩৩ রানে। তাঁর ইনিংসে রয়েছে দুটো চার। এই দম্পতির উভয়েই বল হাতে উইকেটও নিয়েছেন।

Image Source: Google

এই বছরই ৮ জুলাই নিয়েকার্ক বিয়ে করেন সতীর্থ মারিজানেকে। বলা যায় দুজন দুজনকে বিয়ে করেন। ফেসবুকে ও ইনস্টাগ্রামে বিয়ের ঘোষণা করেছিলেন মারিজানে ও নিয়েকার্ক। বিয়েতে এসেছিলেন দুইজনের অধিকাংশ সতীর্থই।

আরও পড়ুনঃ বিশ্বকাপ ক্রিকেটে ভারতীয় ক্রিকেটারদের দাবি ‘কলা আর বউ’

দুজনে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় কয়েক দিনের ব্যবধানে ২০০৯ বিশ্বকাপে। ২০০৯ এর ৮ মার্চ, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথমবার দেশের জার্সি গায়ে চাপান নিয়েকার্ক। দুদিন পর ১০ মার্চ অস্টেলিয়ার বিরুদ্ধে অভিষেক হয় মারিজানের। তারপর থেকে দুজনেই আফ্রিকার মহিলা ক্রিকেট দলের বড় ভরসা।

অ্যামি স্যাটারওয়েট ও লিয়া তাহুহুর

আন্তর্জাতিক ক্রিকেটে নিয়েকার্ক-মারিজানেই অবশ্য একমাত্র দম্পতি নন। গত বছরই বিয়ে করেছেন নিউজিল্যান্ডের দুই মহিলা ক্রিকেটার অ্যামি স্যাটারওয়েট ও লিয়া তাহুহুর। তবে এই প্রথমবার আইসিসির-র কোনও প্রতিযোগিতায় একসঙ্গে ব্যাট করলেন কোন বিবাহিত দম্পতি।

আরও পড়ুনঃ টি ২০ ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তানকে হেলায় হারাল ভারত

নিউজিল্যান্ডের দুই মহিলা ক্রিকেটার অ্যামি স্যাটারওয়েট ও লিয়া তাহুহুর এবং দক্ষিণ আফ্রিকার দুই মহিলা ক্রিকেটার ডেন ভ্যান নিয়েকার্ক ও মারিজানে কাপ, গোটা বিশ্বের কাছেই সমলিঙ্গ বিয়ের উদাহরণ স্বরূপ।

Image Source: Google

আর তারপর একসঙ্গে ব্যাট করে বিশ্বকাপে ম্যাচ জিতিয়ে ভ্যান নিয়েকার্ক ও মারিজানে কাপ একটা নজির সৃষ্টি করলেন বলা যায়। এক্ষেত্রেও পুরুষদের টেক্কা দিলেন নারীরা। বিরাট কোহলিরা কবে এই রেকর্ড গড়তে পারবেন? কবে পুরুষদের বিশ্বকাপে দুই দম্পতিকে খেলতে এবং ম্যাচ জেতাতে দেখা যাবে, সেটাই এখন প্রশ্ন!

]]>
বিশ্বকাপ ক্রিকেটে ভারতীয় ক্রিকেটারদের দাবি ‘কলা আর বউ’ https://thenewsbangla.com/indian-cricketers-claim-bananas-and-wife-before-cricket-world-cup/ Tue, 30 Oct 2018 04:16:00 +0000 https://www.thenewsbangla.com/?p=1652 The News বাংলা: ক্রিকেট বিশ্বকাপ শুরুর আগেই অদ্ভুত দাবি বিরাটদের। আগামি বছরের ইংল্যান্ড বিশ্বকাপে বৌদের সারা সময়ের জন্য সঙ্গে রাখতে চান বিরাটরা। সঙ্গে দাবি কলা খাবার। আগামী বছরের ৩০ মে থেকে ইংল্যান্ড এবং ওয়েলসে যৌথভাবে অনুষ্ঠিত হবে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ। ফাইনাল হবে ১৫ জুলাই।

Image Source: Google

আরও পড়ুন: ক্রিকেট ও সিনেমার দাম্পত্য প্রেমের করবা চৌথ

সমস্যাটা বহুদিনের। স্ত্রী বা সঙ্গিনীদের বিদেশ সফরে একসঙ্গে থাকতে দেওয়া হবে কিনা। কখনও অনুমতি দেওয়া হয়েছে, কখনও আবার দেওয়া হয় নি। ‘নারী সঙ্গ করলে মাঠে পারফরম্যান্স খারাপ হবে’, ক্রিকেট কর্তাদের এই দাবি বরাবর উড়িয়ে দিয়েছেন ক্রিকেটাররা।

Image Source: Google

বিরাটদের আমলেও বেশ কিছুদিন ধরেই আলোচনায় আসছিল, বিদেশ সফরে ক্রিকেটারদের স্ত্রীদের সঙ্গে রাখার বিষয়টি। ভারতীয় দলের সিনিয়র ক্রিকেটাররা দাবিটা বেশি করে তুলছিলেন। যদিও, সেটা ছিল আড়ালে-আবডালে। ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ইংল্যান্ড সফর থেকেই এবার জোরালোভাবে এই দাবি তুলেছেন।

Image Source: Google

ক্রিকেটারদের দাবি পৌঁছে গেছে কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটরস (সিওএ) এর কাছে। কোহলিদের এই দাবিতে বিসিসিআইও নড়েচড়ে বসেছে। কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটরস (সিওএ) প্রধান বিনোদ রাই জানিয়েছেন, এ ব্যাপারে তড়িঘড়ি করে কোনো সিদ্ধান্ত নিতে চাইছেন না তাঁরা। তবে বোর্ডের পরবর্তী সভায় এ প্রসঙ্গটি উত্থাপন করা হবে।

আরও পড়ুন: নিক প্রিয়াঙ্কার নতুন বিলাসবহুল বাড়ির অন্দরমহলে

এ ব্যাপারে বিসিসিআই-এর এক কর্তা বলেছেন, ‘ক্রিকেটারদের স্ত্রীরা দলের সঙ্গে সফরে যান। অবশ্য পুরো সময়টা থাকতে পারেন না। নির্ধারিত সময়ের পর দেশে ফিরে যেতে হয়। আর এই নিয়মেরই বদলের দাবি তুলেছেন কোহলিরা।’

Image Source: Google

অবশ্য এ বিষয়ে বোর্ডগুলো দ্বিধাবিভক্ত। এর আগে অস্ট্রেলিয়ার ক্রিকেটারও এমন দাবি তুলেছিলেন। তবে অনেকেই বলছেন, সফরে স্ত্রীরা সঙ্গে থাকলে ক্রিকেটারদের মনোযোগে ব্যাঘাত ঘটে। অবশ্য ভারতীয় দলের ক্রিকেটাররা দুই সপ্তাহের জন্য স্ত্রীদের সঙ্গে রাখতে পারেন। পরে তাদের দেশে ফিরতে হয়। এই নিয়মেরই বদল চাইছেন তাঁরা।

Image Source: Google

বৌদের পাশাপাশি বেশি করে কলা খেতে চান বিরাটরা। গত ইংল্যান্ড সফরে ক্রিকেটারদের পছন্দ মত কলা সরবরাহ করতে পারে নি ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। আর ব্রেকফাস্ট সহ সবসময়ই কলা খান ভারতীয় ক্রিকেটাররা। পর্যাপ্ত কলা সাপ্লাই দেবার দাবিও তুলেছেন বিরাটরা।

Image Source: Google

বিশ্বকাপ শুরুর অনেক আগে থেকেই তাই এই দুটো দাবি নিয়ে সোচ্চার হয়েছে মেন ইন ব্লু ব্রিগেড। সঙ্গে জিম সহ ভালো হোটেল, সফরে এক জায়গা থেকে অন্য জায়গায় যাবার জন্য একটা রেল কোচ, এইসব দাবি তো আছেই।

আরও পড়ুন: ভাইরাল ছবির জেরে ‘দুধের বাচ্চা’ নিয়ে বদলি মহিলা পুলিশ

বিদেশ সফরে দাবি দাওয়া নিয়ে আগে ক্রিকেটারদের সঙ্গে আলোচনা হত বিসিসিআই কর্তাদের। এখন সুপ্রিম কোর্টের নির্দেশে ভারতীয় ক্রিকেটে বসেছে অ্যাডমিনিস্ট্রেটরস। তাই ক্রিকেটাররা তাদের দাবি দাওয়া রেখেছেন কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটরস (সিওএ) এর কাছে।

Image Source: Google

এখন দেখার এটাই যে, কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটরস (সিওএ) বিরাটদের এই দাবি মেনে নেয় কিনা। আপাততঃ এই নিয়ে কি সিদ্ধান্ত হয় সেটা দেখার জন্য ক্রিকেটারদের পাশাপাশি অপেক্ষায় ভারতীয় ক্রিকেট কর্তারাও।

]]>
ক্রিকেট পৃথিবী জয়ের প্রথম যুদ্ধে জয়ী ১৮ বছরের পৃথ্বী https://thenewsbangla.com/18th-years-old-prithvi-win-the-first-battle-of-cricket-world/ Thu, 04 Oct 2018 13:23:46 +0000 https://www.thenewsbangla.com/?p=798 বিশেষ রিপোর্ট: প্রথম ব্যাটে-বলে লাগার আওয়াজটাই বুঝিয়ে দিল এ ছেলে থাকার জন্য এসেছে। আর তারপর, ‘এলাম, দেখলাম, জয় করলাম’। এই প্রবাদটা নিজের জীবনের সমর্থক শব্দ বানিয়ে নিয়েছে সে। বৃহস্পতিবার, নতুন জীবনের প্রথম যুদ্ধটাও অনায়াসে জিতল পৃথ্বী সাউ। ফের টেস্ট ক্রিকেটের ওপেনিংয়ে যেন ‘আক্রমনাত্মক’ সুনীল গাভাসকারকে ফিরে পেল টিম ইন্ডিয়া।

রঞ্জি ট্রফিতে নেমেই সেঞ্চুরি, দলীপ ট্রফিতে নেমেই সেঞ্চুরির পর এবার টেস্ট ক্রিকেটে নেমেই সেঞ্চুরি। এই রেকর্ড ‘ক্রিকেটের ভগবান’ সচিনেরও নেই। মাত্র ১৮ বছর বয়সে টেস্ট খেলার সুযোগ পেয়েই সেঞ্চুরি হাঁকিয়ে নিজের উপস্থিতি যেন সাড়ম্বরে জানান দিল ‘বিস্ময় বালক’ পৃথ্বী সাউ।

মাত্র ১৪ বছর বয়সেই স্কুলের হয়ে নেমে এক ইনিংসে ৩০০ বলে ৫৪৬ রান করে প্রথম নজরে আসে পৃথ্বী। তখনই ছোটবেলার সচিনের সঙ্গে তুলনা শুরু হয়ে যায়। মাত্র ১৭ বছর বয়সেই প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয় তার।

অভিষেকেই রঞ্জি, দলীপে সেঞ্চুরির পর এই বালক যে খুব তাড়াতাড়ি ভারতের হয়ে টেস্ট খেলবে, তা নিয়ে সন্দেহ ছিল না কারোরই। আর প্রথম সুযোগেই বাজিমাত। বৃহস্পতিবার, রাজকোটে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওপেন করে ১৫৪ বলে ১৩৪ রানের ঝকঝকে ইনিংস।

আরও পড়ুন – গল্প হলেও সত্যি:মহিলা অঙ্গের জন্য দিতে হত ট্যাক্স

প্রথম টেস্টের প্রথম ইনিংসেই অনায়াস সেঞ্চুরি। তারপরেও, খেলার গতির বিরুদ্ধে হঠাৎ আউট হয়ে ক্রিজেই তার আফসোস ক্রিকেটপ্রেমী ভারতবাসীকে বুঝিয়ে দিয়েছে যে, আরও রান-খিদে নিয়ে পরবর্তী সচিন আরও উন্নত হয়ে হাজির হয়েছে।

টেস্ট শুরুর আগে ‘বাচ্চা ছেলে’র চাপ কমাতে কোচ রবি শাস্ত্রী বলেছিলেন, রঞ্জি ট্রফির মতই খেলতে। জীবনের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ওপেন করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ বোলারদের ‘বাচ্চা’ বানিয়ে সেই পৃথ্বীই খেলল চাপহীন, অসাধারণ একটি ইনিংস।

এই ইনিংস যে শিখর ধাওয়ান ও মুরলি বিজয়ের টেস্ট কেরিয়ারে বড়সড় প্রশ্ন চিন্হ ঝুলিয়ে দিল তাই নয়, রোহিত শর্মা সহ অনেকেরই টেস্ট ক্রিকেটে ফিরে আসার রাস্তাও বন্ধ করে দিল।

আরও পড়ুন – কি কি কারণে লোকসভা ভোটে ডুবতে পারে ‘মোদী ম্যাজিক’

১৮ বছর ৩২৯ দিনে টেস্ট অভিষেক হল পৃথ্বী সাউর। অভিষেকেই টেস্ট ক্রিকেটের বেশ কয়েকটি রেকর্ড পকেটে। সচিনের মত এই ছেলেও যে ২২ গজে রাজত্ব করতে এসেছে সেটা প্রথম দিনেই ভারতীয় ফ্যানদের কাছে পরিষ্কার।

১৯৭৫ সালে এই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই অভিষেক হয়েছিল ভারতের সর্বকালের সেরা টেস্ট ওপেনার সুনীল গাভাসকারের। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে প্রথম সিরিজেই বুঝিয়ে দিয়েছিলেন, তিনি এসে গেছেন। দেশের মাটিতে সেঞ্চুরি করলেও পৃথ্বীর আসল পরীক্ষা কিন্তু অস্ট্রেলিয়ার পেস বাউন্সের পিচেই হবে।

গাভাসকার শুরুতেই দেখিয়ে দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। সচিন ছাপ রেখেছিলেন পাকিস্তানের পিচে। অস্ট্রেলিয়ার সঙ্গে যুদ্ধে ওপেন করে পৃথ্বী সফল হলে সচিনের পর আবার একজন ‘ক্রিকেট ভগবান’ এর আগমন হয়েছে বলেই মেনে নেবে ভারত ও বিশ্বের ক্রিকেটপ্রেমী মানুষ।

]]>