Indian Border – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Wed, 03 Apr 2019 07:09:49 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Indian Border – The News বাংলা https://thenewsbangla.com 32 32 পাকিস্তানের বোমাতেও ভেজাল, ভারত সীমান্তে ফাটেনি একটাও https://thenewsbangla.com/pakistan-bombs-adulterated-none-of-blast-in-indian-border/ Wed, 03 Apr 2019 07:09:49 +0000 https://www.thenewsbangla.com/?p=9812 পাক বায়ুসেনার ফেলে যাওয়া বোমা ফাটলই না সীমান্তে। ভারতীয় সেনাবাহিনীর বালাকোট অভিযানের পরেরদিন, অর্থাৎ গত ২৭ ফেব্রুয়ারি পাক বায়ুসেনার মিরাজ-৩ ও এফ ১৬ যুদ্ধবিমান নিয়ন্ত্রণ রেখার কাছে মেন্ধার এলাকায় ওই বোমাগুলি ফেলেছিল বলে সেনা সূত্রে জানা যায়।

আরও পড়ুনঃ পাকিস্তানে দুই হিন্দু নাবালিকাকে শ্লীলতাহানি ও জোরপূর্বক মুসলিম ধর্মান্তর

কিন্তু পাক যুদ্ধবিমান থেকে ফেলা ওই বোমাগুলি ফাটেইনি বলে জানা গেছে সেনাবাহিনীর তরফ থেকে।

আরও পড়ুনঃ ইচ্ছেমত ফেসবুক ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করতে চলেছে কর্তৃপক্ষ

পাক যুদ্ধবিমান থেকে ফেলা ওই তিন-চারটি বোমা নিষ্ক্রিয় করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় সেনাবাহিনী। কি কারণে ওই বোমাগুলি ফাটেনি সেটাও দেখা হবে নিষ্ক্রিয় করার সময়। তবে ধারণা করা হচ্ছে অত্যন্ত নিম্নমানের জিনিস ব্যবহার করে বানানোর জন্য ওই বোমাগুলি ফাটেনি।

আরও পড়ুনঃ পুলওয়ামা কান্ডে পাক জঙ্গিদের ভার্চুয়াল সিমের রহস্যভেদে ভারত

এর আগে ভারতীয় সেনার উপরে নজরদারি করতে এসে গুজরাট ও রাজস্থান সীমান্তে গুলি খায় পাকিস্তানি ড্রোন। ২৬ ফেব্রুয়ারি সকালে গুজরাটের কচ্ছ সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর নজরে আসার সাথে সাথেই তারা গুলি করে পাক ড্রোন নামিয়ে ফেলে। কখনো ড্রোন কখনো বোমা, প্রতিবারই ভারতের কাছে নাজেহাল পাক প্রতিরক্ষা।

আরও পড়ুনঃ পাকিস্তানে প্রতি মাসে জোরপূর্বক ইসলামে ধর্মান্তরিত হয় ২৫ হিন্দু নাবালিকা

এবার পাক যুদ্ধবিমান থেকে ফেলা না ফাটা বোমাগুলি ভারতীয় সেনাবাহিনী ও বায়ুসেনার দক্ষ সেনারা একযোগে নিষ্ক্রিয় করার সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুনঃ ইন্ডিয়ান আর্মি অফিসারদের কম্যান্ডো ট্রেনিং দিচ্ছেন এক নারী

পাক বোমা ফাটাতে হচ্ছে সেই ভারতের সেনাকেই। দু নম্বরি মাল ব্যবহার করা হয়েছে এই বোমাগুলিতে, প্রাথমিক ভাবে এটাই বোঝা যাচ্ছে বলে জানিয়েছে ভারতীয় সেনা। এই বোমা নিয়ে ভারতের সঙ্গে লড়তে এসেছে পাকিস্তান, উঠে গেছে প্রশ্ন।

আরও পড়ুনঃ দেশ বা সরকারের সমালোচনা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেই জেল

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
ভারত পাক সীমান্তে পাক বিমান হানায় আহত ন বছরের এক শিশু https://thenewsbangla.com/nine-year-old-child-wounded-by-pakistan-air-force-attack-on-indian-border/ Wed, 27 Feb 2019 06:48:04 +0000 https://www.thenewsbangla.com/?p=7224 কাশ্মীরের রাজৌরি-র নৌসেরা সেকটারের দুটি এলাকায় দুটি এফ ১৬ পাক যুদ্ধ বিমান ভারতের আকাশে ঢোকার চেষ্টা করে। ভারতীয় বিমান বাহিনীর তাড়ায় সীমান্ত রেখাতেই ফাঁকা জায়গায় বোমা ফেলে পালায় একটি পাক যুদ্ধ বিমান। রাজৌরি-র ডিসি মিঃ আইয়াজ জানিয়েছেন একটি পাক বিমান নাদিয়ান, লাম ঝঙ্গার, কেরি এবং ভিম্বার গললির হামিরপুরে ফাঁকা জায়গায় বোমা ফেলে পালায়। তবে এই হামলায় একজন ৯ বছরের শিশু আহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ সেনার সঙ্গে রাত জেগে পাকিস্তানে ঢুকে জঙ্গি খতমের নেতৃত্বে চৌকিদার

ভারতের আকাশ সীমায় ঢুকতে চেষ্টা পাক যুদ্ধবিমানের, তাড়া খেয়ে পালাল এফ ১৬। বুধবার সকালেই কাশ্মীরে ঢোকার চেষ্টা করে পাকিস্তানের এফ ১৬ ফাইটার জেট। ভারতীয় বিমান বাহিনী প্রস্তুত থাকায় তাড়া খেয়ে পালায় পাক বিমান। ভারতের আকাশে বুধবার সকালে ঢোকার চেষ্টা করে একটি পাক এফ ১৬ যুদ্ধ বিমান। তবে ভারতের আকাশে ঢোকার আগেই ভারতের তাড়া খেয়ে কেটে পড়তে বাধ্য হয় পাক এফ ১৬ যুদ্ধ বিমানটি। ভারতীয় বায়ু সেনার তাড়ায় ভারতে ঢোকার আগেই পালাতে বাধ্য হয় পাক বিমানটি।

আরও পড়ুনঃ আবার সাফল্য ভারতীয় সেনার, কাশ্মীরে খতম দুই পাক জইশ জঙ্গি

কাশ্মীরের রাজৌরি-র নৌসেরা সেকটারে ভারত পাক সীমান্ত দিয়ে বুধবার সকালে ভারতে ঢোকার চেষ্টা করে একটি এফ ১৬ পাক যুদ্ধ বিমান। কিন্তু প্রস্তুত থাকায় প্রথমেই বাধা দেয় ভারতীয় বিমান বাহিনী। বাধা পেয়েই পালাতে বাধ্য হয় ওই পাক যুদ্ধবিমানটি। একটি পাক বিমান নাদিয়ান, লাম ঝঙ্গার, কেরি এবং ভিম্বার গললির হামিরপুরে ফাঁকা জায়গায় বোমা ফেলে পালায়। তবে এই হামলায় একজন ৯ বছরের শিশু আহত হয়েছেন বলে জানিয়েছে রাজৌরি প্রশাসন।

আরও পড়ুনঃ যুদ্ধের উত্তেজনা ভারত পাক সীমান্তে নামল ট্যাঙ্ক, সমুদ্রে প্রস্তুত যুদ্ধজাহাজ

মঙ্গলবার ভোরে, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা পেরিয়েই শুধু নয়, পাকিস্তানের অন্তত ৪০ কিলোমিটার ভেতরে ঢুকে পড়ে ভারতীয় বিমান বাহিনী। ভারতীয় বায়ুসেনার ১২টি মিরাজ ২০০০ বিমান আছড়ে পড়ে পাক অধিকৃত কাশ্মীর ও মূল পাক ভূখণ্ডে ৷ ১০০০ কেজি বোমা ফেলা হয় জঙ্গিঘাঁটি গুলিতে৷ অত্যন্ত সতর্কতার সঙ্গে চলে এই অভিযান৷ যে কারণে কম উচ্চতায় উড়তে সক্ষম এমন বিমান ব্যবহার করা হয়৷ পাক র‍াডার এড়াতে এমন পদক্ষেপ নেয় ভারতীয় সেনা৷

আরও পড়ুনঃ দুশ্চিন্তার কারণ নেই মোদীর হাতেই নিরাপদ রয়েছে ভারত

এরই পাল্টা বুধবার ভারতীয় আকাশে ঢোকার চেষ্টা করে পাক বিমানটি। তবে এর বেশি কিছু আর করতে পারবে না বলেই জানিয়েছে ভারতীয় বিমান বাহিনী। জানা গেছে রাজৌরি-র নৌসেরা সেকটারের দুটি এলাকায় দুটি এফ ১৬ পাক যুদ্ধ বিমান ভারতের আকাশে ঢোকার চেষ্টা করে। তবে ভারতীয় বিমান বাহিনী প্রস্তুত থাকায় তাড়া খেয়ে পালায় পাক বিমান দুটি।

আরও পড়ুনঃ সেনাকে ক্ষমতা দিলে কি হয় দেখল ভারতীয় রাজনীতি, টের পেল পাকিস্তান

“আমরাও প্রস্তুত আছি”, এটা দেখাতেই এইভাবে ভারতের আকাশ পথে উঁকি দেবার চেষ্টা পাকিস্তানের। জানাচ্ছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। বিমান নিয়ে এর বেশি কিছু করার ক্ষমতা নেই পাকিস্তানের, বলছেন বিশেষজ্ঞরা। ঘটনার পরেই সমস্ত ভারত পাক সীমান্তেই জারি হয়েছে চরম সতর্কতা।

ভারত পাক সংক্রান্ত সব খবর পড়ুন
আরও পড়ুনঃ পাকিস্তানে ঢুকে দুই সার্জিক্যাল স্ট্রাইকে ফির একবার মোদী সরকার
আরও পড়ুনঃ বাজপেয়ীর মত ভুল করেননি, পাকিস্তানে ঢুকে জঙ্গি ঘাঁটি ধ্বংস করলেন মোদী
আরও পড়ুনঃ পাকিস্তানের মাটিতে ঢুকে জঙ্গি মারল ভারতের বিমান
আরও পড়ুনঃ ভারতীয় সেনার উপর নজরদারি করতে এসে গুলিতে ধ্বংস পাক গুপ্তচর ড্রোন
আরও পড়ুনঃ ১৯ মিনিটের বিমান হানায় ধ্বংস জইশ ই মহম্মদের জঙ্গি ট্রেনিং ক্যাম্প
আরও পড়ুনঃ পাক সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে মোদীকেই যোগ্য বলছেন দেশের মানুষ

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>