Indian armed forces – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Fri, 12 Apr 2019 07:45:42 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Indian armed forces – The News বাংলা https://thenewsbangla.com 32 32 অভিনন্দনের ছবি ব্যবহার করে বন্ধ হোক ভোট প্রচার দাবি সেনাকর্তাদের https://thenewsbangla.com/over-150-veterans-write-to-president-over-politicisation-of-armed-forces/ Fri, 12 Apr 2019 07:26:51 +0000 https://www.thenewsbangla.com/?p=10675 সেনাবাহিনীর অরাজনৈতিক ভাবমূর্তি বজায় রাখার দাবিতে প্রাক্তন সেনা কর্তারা চিঠি দিয়ে আবেদন করলেন রাষ্ট্রপতির কাছে। ৮ প্রাক্তন সেনাপ্রধানের উদ্যোগে ১৫৬ জন বিশিষ্ট সেনা কর্তাদের সই করা চিঠি দেওয়া হয়েছে রাষ্ট্রপতিকে। তবে রাষ্ট্রপতি ভবনের তরফ থেকে বলা হয়েছে, এখনও কোন চিঠি তারা পান নি। অথচ সংবাদমাধ্যমে সেই চিঠি ঘুরে বেড়াচ্ছে। তাহলে কি এটা ফেক চিঠি? উঠেছে প্রশ্ন।

আরও পড়ুনঃ প্রতিশ্রুতি মতো ১০০ ভারতীয় বন্দীকে মুক্তি দিল পাকিস্তান

সার্জিক্যাল স্ট্রাইক এর পরে উইং কমান্ডার অভিনন্দন এর ছবি যেভাবে প্রায় প্রতিটি রাজনৈতিক দল ব্যবহার করছে তাতে সেনাবাহিনীর নিরপেক্ষ ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলে মনে করছেন সেনাবাহিনীর তরফ থেকে। সেনার কাজ নিয়ে রাজনীতি করা যায় না, এই মর্মে রাষ্ট্রপতির কাছে চিঠি দিলেন প্রাক্তন সেনাপ্রধানরা। তবে বিবৃতিতে সই করা ১৫৬ জন সেনাকর্তার অনেকেই বলেছেন তাঁরা এই নিয়ে কিছুই জানেন না।

আরও পড়ুনঃ দ্বিতীয় দফা ভোটে আরও ২৫ কোম্পানি সশস্ত্র বাহিনী আসছে বাংলায়

এটি একটি অভূতপূর্ব পদক্ষেপে বলে উল্লেখ করা হয়েছে প্রাক্তন সেনা কর্তাদের তরফ থেকে। চলতি লোকসভা নির্বাচনে সশস্ত্র বাহিনীর “রাজনৈতিকীকরণ” এর বিরুদ্ধে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাবাহিনী কর্তা, নৌবাহিনী এবং বিমান বাহিনীর প্রধানসহ ১৫০ জনেরও বেশি সেনা কর্তা ও সদস্য সাক্ষর করেছেন এই আবেদন পত্রে।

আরও পড়ুনঃ সেনার পোশাকে বুথে রাজ্য পুলিশ কর্মী, গাদা বন্দুক নিয়েই ধরা পরে গেলেন

‘ভেটেরিনার্স গ্রুপ অফ আওর সুপ্রীম কমান্ডার’, শীর্ষক আবেদনে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ‘মোদিজী কি সেনা’ মন্তব্যকে তীব্র প্রতিবাদ জানায় প্রাক্তন সেনা সদস্যরা। তাদের মতে এই ধরনের কথা সেনার পক্ষে অত্যন্ত অপমান ও অসম্মানজনক। এই ধরনের কথা পরবর্তীকালে যেন কোন রাজনৈতিক ব্যাক্তি বা রাজনৈতিক দল ব্যবহার না করে সে রকম আর্জি এই চিঠিতে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ শুধু কোচবিহারে ছাপ্পা ও সন্ত্রাস আটকাতে না পেরে লজ্জায় বিবেক দুবে ও নির্বাচন কমিশন

নজিরবিহীন চিঠিতে রাষ্ট্রপতির কাছে আবেদন করে বলা হয়েছে, “আমরা আপনার দৃষ্টি আকর্ষণ করছি ভারতের সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কমান্ডার হিসাবে, কিছু কিছু ঘটনা যা আমাদের উদ্বেগের কারন হয়েছে, বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মীদের মধ্যে যথেষ্ট বিপদ ও অস্থিরতা সৃষ্টি করেছে”। অভিনন্দন বর্তমান যিনি এই দেশের প্রত্যকের গর্ব, বীরত্বের প্রতীক তাকে রাজনীতির মঞ্চে কোন দলের ব্যবহার করা উচিত না।

আরও পড়ুনঃ রাজ্যের উপর ভরসা করে ডুবল ভারতের নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী না থাকায় সন্ত্রাস

আবেদনে বলা হয়েছে, সীমান্তে হামলা চালানোর মতো সামরিক অভিযানকে, রাজনৈতিক নেতাদের নিজেদের প্রচারে ব্যাবহার করা খুবই অস্বাভাবিক এবং পুরোপুরি অগ্রহণযোগ্য বিষয়, এমনকি সেনাবাহিনীকে “মোদি জি কি সেনা” বলে দাবি করা বা প্রচারাভিযানের সময় সামরিক বাহিনী ও ভারতীয় বিমান বাহিনী উইং কমান্ডার অভিনন্দন বর্তমান এর ছবি উল্লেখ করা সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট করছে।

আরও পড়ুনঃ আশ্চর্য কাণ্ড, ভোট শুরু হতেই কোচবিহার থেকে কলকাতায় ফিরলেন বিবেক দুবে

চিঠির স্বাক্ষরকারীদের মধ্যে আছেন তিন প্রাক্তন সেনাপ্রধান, সুনিথ ফ্রান্সিস রড্রিগুজ, শঙ্কর রায়চৌধুরী, দীপক কাপুর। চার প্রাক্তন নৌবাহিনীর প্রধান, লক্ষ্মীনারায়ন রামদাস, বিষ্ণু ভাগওয়াত, অরুণ প্রকাশ, সুরেশ মেহতা এবং প্রাক্তন বিমানবাহিনী প্রধান এনসি সুরি। এছাড়াও আবেদনে সই করেছেন ১৫০ জন প্রাক্তন সেনা কর্তা।

আরও পড়ুনঃ জঙ্গি ঘাঁটিতে ফের হামলার পরিকল্পনা করছে ভারত, ভয়ে কাঁপছে পাকিস্তান

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
পাকিস্তানে ভারতের বিমানহানার সময় জন্ম নবজাতকের নাম মিরাজ https://thenewsbangla.com/newborn-baby-named-miraj-to-eternise-airstrike-on-pak-by-iaf-miraj-2000/ Thu, 28 Feb 2019 04:07:23 +0000 https://www.thenewsbangla.com/?p=7258 জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গেই নবজাতকের নাম রাখা হল মিরাজ সিং রাঠৌড়। কারন পাকিস্তানে ভারতের বিমান হামলার সময়ই যে তার জন্ম। আর ভারতীয় বিমানবাহিনীর সেই মিরাজ ২০০০ এর পরাক্রম এর কথা মাথায় রেখেই নবজাতকের নাম রাখা হয়েছে মিরাজ। নবজাতক মিরাজও একদিন ভারতের সেনার হয়ে নিজের সাহসিকতার পরিচয় দেবে, বলছে মিরাজের পরিবার।

আরও পড়ুনঃ পাকিস্তানের হাতে যুদ্ধবন্দি ভারতের যুদ্ধবিমান পাইলট উইং কম্যান্ডার অভিনন্দন

রাজস্থানের নাগৌর জেলার ডাবড়া গ্রামের বাসিন্দা মহাবীর সিংয়ের স্ত্রীকে সোমবার হাসপাতালে ভর্তি করা হয়। ঠিক যে সময় ভারত পাকিস্তানের উপর এয়ার স্ট্রাইক করছিল সেই সময় তাঁর একটি পুত্র সন্তানের জন্ম হয়। পুলওয়ামা শহিদদের প্রতিশোধ নিতে এই এয়ারস্টাইকে ব্যবহৃত মিরাজ বিমানের নামে নবজাতকের নাম রাখে ওই পরিবার।

আরও পড়ুনঃ যুদ্ধের উত্তেজনা ভারত পাক সীমান্তে নামল ট্যাঙ্ক, সমুদ্রে প্রস্তুত যুদ্ধজাহাজ

জানা গিয়েছে, পরিবারের অনেক সদস্যই সেনায় রয়েছেন। নবজাতক মিরাজের জেঠু ভুপেন্দ্র সিং ভারতীয় বায়ুসেনাতেই কর্মরত। তিনি এখন নৈনিতাল এয়ারফোর্স স্টেশনে মোতায়েন রয়েছেন। মিরাজের আরেক জেঠু এসএস রাঠোর ভারতীয় সেনার প্রাক্তন জওয়ান।

আরও পড়ুনঃ কাশ্মীরে ভেঙে পড়ল ভারতীয় বিমানবাহিনীর হেলিকপ্টার

ভারতীয় বায়ুসেনার পরাক্রমকে স্যালুট জানাতেই নবজাতকের নাম মিরাজ রেখেছে ওই দম্পতি ও তার পুরো পরিবার। ভারতীয় বায়ুসেনার প্রাক্তন জওয়ান ও বর্তমান জওয়ান তাঁদের নিজের ভাইয়ের ছেলের নাম মিরাজ ফাইটার বিমানের নামে রেখেছে, তাঁর কারণ হল বায়ু সেনা সীমান্ত পেড়িয়ে শত্রুদের ধ্বংস করেছে।

আরও পড়ুনঃ ভারত পাক সীমান্তে আকাশের লড়াইয়ে দুই দেশের দুই যুদ্ধবিমান ধ্বংস

মঙ্গলবার সকালে যখন ভারতীয় বায়ুসেনার ফাইটার জেট মিরাজ দিয়ে জঙ্গিদের ক্যাম্পে হামলা করা হয়েছিল, তখন রাজস্থানের নাগৌর জেলার ডাবড়া গ্রামের বাসিন্দা মহাবীর সিং এর স্ত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যখন বালাকোটে ৩ঃ৫০ মিনিটে ফাইটার বিমান তাদের ধ্বংসলীলা চালাচ্ছিল, তখন হাসপাতালে মহাবীর সিং এর পরিবারে পুত্র সন্তানের জন্ম হয়।

এই সংক্রান্ত খবরঃ পাকিস্তানের যুদ্ধ বিমান ধ্বংস করে দিল ভারতীয় বিমান বাহিনী
এই সংক্রান্ত খবরঃ ভারতীয় যুদ্ধবিমান পাইলটকে ধরে ফেলার ছবি ও ভিডিও প্রকাশ করল পাকিস্তান

মহাবীর সিং তাঁর পুত্রের জন্মের খবর তাঁর ভাই ভুপেন্দ্র সিংকে দেন। ভুপেন্দ্র সিং ভারতীয় বায়ুসেনার কর্মী। মহাবীর সিং এর এক ভাই ভুপেন্দ্র সিং নৈনিতাল ভারতীয় বায়ুসেনার জওয়ান। আর ওনার আরেক ভাই শ্রবণ সিং ভারতীয় সেনা থেকে অবসর নিয়ে জনসেবা করছেন। ফৌজি পরিবারে জন্ম নেওয়ার জন্য পরিবারে আসা নবজাতকের নাম এয়ার স্ট্রাইকে পরাক্রম দেখানো ফাইটার প্লেন মিরাজ এর নামে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুনঃ আবার সাফল্য ভারতীয় সেনার, কাশ্মীরে খতম দুই পাক জইশ জঙ্গি

নবজাতকের নাম মিরাজ সিং রাঠৌড় রাখা হয়েছে। পরিবার জানিয়েছে, “মিরাজ সিং রাঠৌড় আমাদের সবাইকে বারবার ভারতীয় বায়ুসেনার পরাক্রমের কথা মনে করিয়ে দেবে। আমাদের আশা এটাই যে, এও বড় হয়ে সেনাতে যুক্ত হয়ে দেশের সেবা করবে ও নিজের পরাক্রাম দেখাবে।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>