Indian Air Force Strikes – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Sun, 03 Mar 2019 10:46:04 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Indian Air Force Strikes – The News বাংলা https://thenewsbangla.com 32 32 ভারতের সার্জিক্যাল স্ট্রাইকে খতম জইশ জঙ্গি ও ডেরা স্বীকার মাসুদ ভাইয়ের https://thenewsbangla.com/jaish-e-mohammed-terrorists-killed-camp-destroyed-in-surgical-strike-2/ Sun, 03 Mar 2019 10:46:04 +0000 https://www.thenewsbangla.com/?p=7383 ভারতের বিমান হানায় বা দ্বিতীয় সার্জিক্যাল স্ট্রাইকে খতম জইশ জঙ্গি ডেরা ও জইশ জঙ্গিরা, স্বীকার করে নিল জইশ ই মহম্মদ সৃষ্টিকর্তা মাসুদ আজহারের ভাইয়ের। তছনছ মাসুদ-সাম্রাজ্য, খতম ভাই ইব্রহিম, শ্যালক ইউসুফ সহ শীর্ষ জইশ নেতারা। এবার প্রমান দিল মাসুদ আজহারের ভাই মৌলনা আম্মর। পাকিস্তানে এক জনসভায় স্বীকার করে নিয়েছে মহম্মদ আম্মর। যে নিজেও টার্গেটে ছিল কিন্তু ঐসময় না থাকায় বরাত জোরে বেঁচে যায়।

আরও পড়ুনঃ সার্জিক্যাল স্ট্রাইকে মাসুদ আজহারকেও কি উড়িয়ে দিয়েছে ভারতীয় বায়ুসেনা

পাকিস্তানে থাকা ইতালির সাংবাদিক ফ্রান্সিকা মারিনো পরিষ্কার জানিয়ে দিয়েছেন, “ভারতের বায়ুসেনা জইশ ই মহম্মদের একটি বড় জঙ্গি ট্রেনিং ক্যাম্প গুঁড়িয়ে দিয়েছে”। ইতালির সাংবাদিক ফ্রান্সিকা মারিনো জানিয়েছেন, তিনি ওইদিন বালাকোটের ওই অঞ্চলে গিয়েছিলেন। যে ক্যাম্পে বোমা ফেলেছিল ভারত সেখান থেকে অনেক জঙ্গির লাশ বের করা হয়েছে।

আরও পড়ুনঃ ম্যাডাম খুব তাড়াতাড়ি যুদ্ধ বিমানে বসতে চাই, নির্মলাকে অভিনন্দন

সাংবাদিক ফ্রান্সিকা মারিনো জানিয়েছেন, ঘটনার পর পাক সেনা গোটা এলাকা ঘিরে রেখেছিল কাউকে সেখানে ঢুকতে দেয়নি। যারা ফটো তোলার চেষ্টা করে তাদের সবার মোবাইল কেড়ে নেওয়া হয়। তিনি জানিয়েছেন ওখান থেকেই ৫০ টি মৃতদেহ সরান হয়। তাঁর কাছে ভিডিও আছে বলেও দাবি করেছেন ওই সাংবাদিক।

আরও পড়ুনঃ পাকিস্তান ছাড়ার আগে অভিনন্দন বর্তমানের পাশে ভদ্রমহিলা কে

গত মঙ্গলবার ভোর ৩.৩০ এ শুরু হয় অপারেশন। ভোর সাড়ে তিনটেয় ভারতীয় বায়ুসেনার হিন্ডন এয়ারবেস থেকে আকাশে ওড়ে ১২টি মিরাজ ২০০০ জঙ্গিবিমান পাকিস্তানের বালাকোট এ প্রথম হামলা করে বিমান বাহিনী ভোর ৩.৪৫-৩.৫৩ এর মধ্যে। মুজাফরাবাদ এ ৩.৪৮-৩.৫৫। ও চাকোটিতে বোমা ফেলে ৩.৫৮ থেকে ৪.০৪ এর মধ্যে। ১৯ মিনিটের অপারেশনে সম্পূর্ণ বিধ্বস্ত সীমান্ত পাড়ের পাক জঙ্গি ঘাঁটিগুলি। দাবি করা হয় মৃত্যু হয়েছে ৩০০ থেকে ৩৫০ জঙ্গির। এই অপারেশনে জইশ ই মহম্মদ জঙ্গি গোষ্ঠীর কোমড় ভেঙ্গে গেছে, ভারতীয় বিমান বাহিনী সুত্রে এমনটাই জানান হয়।

আরও পড়ুনঃ ভারতকে হেয় করতে পাকিস্তানের মিথ্যা দাবিতে বেঘোরে প্রাণ গেল পাক পাইলটের

ভারতের তরফে দাবি করা হয়, দ্বিতীয় সার্জিক্যাল স্ট্রাইকে তছনছ জঙ্গি সম্রাট মাসুদের সাম্রাজ্য। ধীরে ধীরে প্রকাশ্যে আসছে সীমান্ত পেরিয়ে বায়ুসেনার গত মঙ্গলবারের অপরেশনের সাফল্য। সূত্রের খবর, সেনার লক্ষ্য ছিল ২ শীর্ষ জঙ্গি নেতা। জানা গিয়েছে, মঙ্গলবার ভোর রাতের হামলায় বায়ুসেনার আক্রমণে নিকেশ করা গেছে কাশ্মীরের জইশ প্রধান মুফতি আজহার খানকে।

আরও পড়ুনঃ জওয়ানদের হত্যার ভয়ঙ্কর ষড়যন্ত্র পাক আইএসআইয়ের

এইসঙ্গে হামলায় খতম হয়েছে মাসুদ আজহারের ভাই ইব্রাহিম আজহার। ইব্রাহিম কান্দাহার বিমান অপহরণের সঙ্গে যুক্ত ছিল। পাশাপাশি নিহত হয়েছে মাসুদের শ্যলাক ইউসুফ আজহার সইফ। সব মিলিয়ে মঙ্গলবার ভোর রাতের হামলায় ৩০০ জঙ্গি নিহত হয়েছে বলে যে দাবি করা হচ্ছিল তা সত্যি বলেই প্রমাণ হচ্ছে।

আরও পড়ুনঃ ভারতকে সাইকোলজিক্যাল ব্ল্যাকমেল, মুখ ও মুখোশের আড়ালে পাকিস্তান

ভারতীয় সেনাদের টার্গেটে ছিল জইশের অন্যতম নেতা মুফতি আজহার খান, যে কাশ্মীরের অপারেশনাল মাথা হিসাবে কাজ করত। ছিল জইশের মাথা মাসুদ আজহারের বড় ভাই ইব্রাহিম আজহার। এই ইব্রাহিম আজহারই কান্দাহারের বিমান হাইজ্যাকের সাথে যুক্ত ছিল। এছাড়াও তালিকায় ছিল মৌলানা আম্মর, যার দায়িত্বে চিল কাশ্মীর ও আফগানিস্তান। আর ছিল প্রিপারেশন উইংয়ের হেড মাসুদ হাজহারের আরেক ভাই মৌলানা তালহা সইফ। ভারতীয় বায়ুসেনার অতর্কিত এই হামলায় রীতিমত কোমর ভেঙে যায় জইশের।

আরও পড়ুনঃ ভারতীয় বায়ুসেনা অভিনন্দনের স্ত্রী সাজিয়ে নোংরা রাজনীতি মোদী বিরোধীদের

আকাশ থেকে ছোঁড়া একের পর এক বোমার আঘাতে দাঁড়াতেই পারেনি জঙ্গিরা। নিখুঁত লক্ষ্যভেদ করে মিরাজ ২০০০ বিমান থেকে লেজার গাইডেড বোমা। সেই বোমার আঘাতেই মাসুদ আজাহারের ২ ভাই ও শালার মৃত্যু হয়েছে বলে খবর। মৃত্যু হয়েছে মাসুদ আজাহারের ভাই তলহা সইদ, ইব্রাহিম আজহারের, মৃত্যু হয়েছে কাশ্মীরে জইশের প্রধান আজহার খান ও উমর নামে এক জঙ্গি। এছাড়াও মারা যায় অনেক প্রাক্তন পাক সেনা কর্তা ও আইএসআই কর্তা যারা জঙ্গিদের ট্রেনিং দিতে আসত।

আরও পড়ুনঃ কাশ্মীরে লড়ছে মরছে সেনা আর তাঁদের নিয়ে চলছে মুনাফার মারপিট

এদের মধ্যে বিমান হানার পর একমাত্র মৌলানা আম্মরকেই দেখা গেছে পাকিস্তানে। এমনকি তারপর থেকেই দেখা যায়নি জইশ-এ-মহম্মদ প্রধান মাসুদ আজহারকেও। জানান হয়েছে, কিডনির সমস্যায় ভুগছে জইশ-এ-মহম্মদ প্রধান মাসুদ আজহার। পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে সেনা হাসপাতালে আজহারের ডায়ালিসিস চলছে।

আরও পড়ুনঃ পাকিস্তানে ভারতের বিমানহানার সময় জন্ম নবজাতকের নাম মিরাজ

মাসুদ আজহার ‘মারাত্মক অসুস্থ’, একথা শুক্রবার জানান পাক বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি। সিএনএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে কুরেশি বলেছেন, ‘পাকিস্তানে রয়েছে আজহার। মাসুদ আজহার এতটাই অসুস্থ যে, সে বাড়ি থেকে বেরোতে পারছে না’। কিন্তু তাকে কেউ দেখেনি।

আরও পড়ুনঃ পাকিস্তানে ভারতীয় সেনার সাহস ও বীরত্ব দেখিয়ে দেশে ফিরলেন অভিনন্দন

এবার মনে করা হচ্ছে, বিমান হানার সময় ওই ক্যাম্পেই ছিলেন ভারতের ‘মোস্ট ওয়ান্টেড জঙ্গি’ মাসুদ আজাহার। মাসুদকেও ওই ক্যাম্পের সঙ্গেই উরিয়ে দিয়েছে ভারত, এমনটাই মনে করা হচ্ছে। যাকে বলে ‘প্রাইজ ক্যাচ’। বিমান হানার বোনাস। গত দুদিন ধরেই পাকিস্তান বলে চলেছে কিডনির সমস্যায় পাক সেনা হাসপাতালে ভর্তি মাসুদ আজাহার। কিন্তু মনে করা হচ্ছে, মাসুদ আজাহার ইতিমধ্যেই খতম হয়েছে ভারতের বিমান বাহিনীর সার্জিক্যাল স্ট্রাইকে।

আরও পড়ুনঃ যা হয়েছে তা ট্রেলার, আসল ফিল্ম এখনও বাকি বললেন নরেন্দ্র মোদী

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
ভারতের আকাশে ঢুকতে চেষ্টা পাক যুদ্ধবিমানের, তাড়া খেয়ে পালাল এফ ১৬ https://thenewsbangla.com/pakistan-f16-fighter-plane-try-to-enter-indias-sky-failed-after-iaf-chase/ Wed, 27 Feb 2019 05:52:58 +0000 https://www.thenewsbangla.com/?p=7214 ভারতের আকাশ সীমায় ঢুকতে চেষ্টা পাক যুদ্ধবিমানের, তাড়া খেয়ে পালাল এফ ১৬। বুধবার সকালেই কাশ্মীরে ঢোকার চেষ্টা করে পাকিস্তানের এফ ১৬ ফাইটার জেট। ভারতীয় বিমান বাহিনী প্রস্তুত থাকায় তাড়া খেয়ে পালায় পাক বিমান। ভারতের আকাশে বুধবার সকালে ঢোকার চেষ্টা করে একটি পাক এফ ১৬ যুদ্ধ বিমান। তবে ভারতের আকাশে ঢোকার আগেই ভারতের তাড়া খেয়ে কেটে পড়তে বাধ্য হয় পাক এফ ১৬ যুদ্ধ বিমানটি। ভারতীয় বায়ু সেনার তাড়ায় ভারতে ঢোকার আগেই পালাতে বাধ্য হয় পাক বিমানটি।

আরও পড়ুনঃ আবার সাফল্য ভারতীয় সেনার, কাশ্মীরে খতম দুই পাক জইশ জঙ্গি

কাশ্মীরের রাজৌরি-র নৌসেরা সেকটারে ভারত পাক সীমান্ত দিয়ে বুধবার সকালে ভারতে ঢোকার চেষ্টা করে একটি এফ ১৬ পাক যুদ্ধ বিমান। কিন্তু প্রস্তুত থাকায় প্রথমেই বাধা দেয় ভারতীয় বিমান বাহিনী। বাধা পেয়েই পালাতে বাধ্য হয় ওই পাক যুদ্ধবিমানটি।

আরও পড়ুনঃ যুদ্ধের উত্তেজনা ভারত পাক সীমান্তে নামল ট্যাঙ্ক, সমুদ্রে প্রস্তুত যুদ্ধজাহাজ

মঙ্গলবার ভোরে, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা পেরিয়েই শুধু নয়, পাকিস্তানের অন্তত ৪০ কিলোমিটার ভেতরে ঢুকে পড়ে ভারতীয় বিমান বাহিনী। ভারতীয় বায়ুসেনার ১২টি মিরাজ ২০০০ বিমান আছড়ে পড়ে পাক অধিকৃত কাশ্মীর ও মূল পাক ভূখণ্ডে ৷ ১০০০ কেজি বোমা ফেলা হয় জঙ্গিঘাঁটি গুলিতে৷ অত্যন্ত সতর্কতার সঙ্গে চলে এই অভিযান৷ যে কারণে কম উচ্চতায় উড়তে সক্ষম এমন বিমান ব্যবহার করা হয়৷ পাক র‍াডার এড়াতে এমন পদক্ষেপ নেয় ভারতীয় সেনা৷

আরও পড়ুনঃ দুশ্চিন্তার কারণ নেই মোদীর হাতেই নিরাপদ রয়েছে ভারত

এরই পাল্টা বুধবার ভারতীয় আকাশে ঢোকার চেষ্টা করে পাক বিমানটি। তবে এর বেশি কিছু আর করতে পারবে না বলেই জানিয়েছে ভারতীয় বিমান বাহিনী। জানা গেছে রাজৌরি-র নৌসেরা সেকটারের দুটি এলাকায় দুটি এফ ১৬ পাক যুদ্ধ বিমান ভারতের আকাশে ঢোকার চেষ্টা করে। তবে ভারতীয় বিমান বাহিনী প্রস্তুত থাকায় তাড়া খেয়ে পালায় পাক বিমান দুটি।

আরও পড়ুনঃ সেনাকে ক্ষমতা দিলে কি হয় দেখল ভারতীয় রাজনীতি, টের পেল পাকিস্তান

“আমরাও প্রস্তুত আছি”, এটা দেখাতেই এইভাবে ভারতের আকাশ পথে উঁকি দেবার চেষ্টা পাকিস্তানের। জানাচ্ছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। বিমান নিয়ে এর বেশি কিছু করার ক্ষমতা নেই পাকিস্তানের, বলছেন বিশেষজ্ঞরা। ঘটনার পরেই সমস্ত ভারত পাক সীমান্তেই জারি হয়েছে চরম সতর্কতা।

ভারত পাক সংক্রান্ত সব খবর পড়ুন
আরও পড়ুনঃ সেনার সঙ্গে রাত জেগে পাকিস্তানে ঢুকে জঙ্গি খতমের নেতৃত্বে চৌকিদার
আরও পড়ুনঃ পাকিস্তানে ঢুকে দুই সার্জিক্যাল স্ট্রাইকে ফির একবার মোদী সরকার
আরও পড়ুনঃ বাজপেয়ীর মত ভুল করেননি, পাকিস্তানে ঢুকে জঙ্গি ঘাঁটি ধ্বংস করলেন মোদী
আরও পড়ুনঃ পাকিস্তানের মাটিতে ঢুকে জঙ্গি মারল ভারতের বিমান
আরও পড়ুনঃ ভারতীয় সেনার উপর নজরদারি করতে এসে গুলিতে ধ্বংস পাক গুপ্তচর ড্রোন
আরও পড়ুনঃ ১৯ মিনিটের বিমান হানায় ধ্বংস জইশ ই মহম্মদের জঙ্গি ট্রেনিং ক্যাম্প
আরও পড়ুনঃ পাক সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে মোদীকেই যোগ্য বলছেন দেশের মানুষ

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
আবার সাফল্য ভারতীয় সেনার, কাশ্মীরে খতম দুই পাক জইশ জঙ্গি https://thenewsbangla.com/indian-army-shot-pak-jaish-terrorists-at-an-encounter-in-jk-shopian/ Wed, 27 Feb 2019 04:59:16 +0000 https://www.thenewsbangla.com/?p=7209 বড় সাফল্য ভারতীয় সেনার, গুলির লড়াইয়ে কাশ্মীরের সোপিয়ানে খতম দুই পাক জঙ্গি। দুজনেই জইশ ই মহম্মদ জঙ্গি বলে জানা গেছে। পুলওয়ামার হামলার পরেই দুই মাস্টার মাইন্ড জইশ ই মহম্মদ জঙ্গিকে খতম করে ভারতীয় সেনা। এরপর বুধবার সকালে ফের দুই জইশ ই মহম্মদ জঙ্গিকে খতম করল সেনা।

আরও পড়ুনঃ যুদ্ধের উত্তেজনা ভারত পাক সীমান্তে নামল ট্যাঙ্ক, সমুদ্রে প্রস্তুত যুদ্ধজাহাজ

সোপিয়ানে মঙ্গলবার রাত থেকেই জঙ্গিরা গুলি বৃষ্টি শুরু করেছিল। একটি বাড়িতে লুকিয়ে গুলি চালাচ্ছিল জঙ্গিরা। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাও। সেনা-জঙ্গি সংঘর্ষে মৃত্যু হয়েছে দুই জঙ্গির। এই জঙ্গিরা জইশ ই মহম্মদ গোষ্ঠীর সঙ্গে যুক্ত বলেই জানা গিয়েছে।

আরও পড়ুনঃ দুশ্চিন্তার কারণ নেই মোদীর হাতেই নিরাপদ রয়েছে ভারত

জঙ্গি দমনে ভারতীয় সেনার আবার সাফল্য, বলাই যায়। সেনার হাতে নিকেশ দুই জঙ্গিই৷ জানা গিয়েছে নিহত দুই জঙ্গিই জইশ ই মহম্মদের সদস্য। সোপিয়ানে মঙ্গলবার রাত থেকেই সেনা জঙ্গি গুলির লড়াই চলছিল৷ রাতভর চলে গুলির লড়াই। সেই অভিযানেই বড় সাফল্য পায় ভারতীয় সেনাবাহিনী।

আরও পড়ুনঃ সেনাকে ক্ষমতা দিলে কি হয় দেখল ভারতীয় রাজনীতি, টের পেল পাকিস্তান
আরও পড়ুনঃ সেনার সঙ্গে রাত জেগে পাকিস্তানে ঢুকে জঙ্গি খতমের নেতৃত্বে চৌকিদার

সোপিয়ানে নিরাপত্তারক্ষীদের হাতে খতম হয় দুই জইশ ই মহম্মদ জঙ্গি। আরও এক জইশ জঙ্গি অস্ত্র ছাড়াই পালিয়ে গেছে বলেই মনে করা হচ্ছে। জইশ জঙ্গি লুকিয়ে থাকার খবর পেয়ে, মঙ্গলবার রাতেই সোপিয়ানের মিমান্দার এলাকায় তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তারক্ষীরা। একটি বাড়িতে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পায় তারা। অভিযানে জঙ্গিদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের গুলির লড়াই শুরু হয়। মারা পড়ে দুই জঙ্গি।

আরও পড়ুনঃ পাকিস্তানে ঢুকে দুই সার্জিক্যাল স্ট্রাইকে ফির একবার মোদী সরকার
আরও পড়ুনঃ বাজপেয়ীর মত ভুল করেননি, পাকিস্তানে ঢুকে জঙ্গি ঘাঁটি ধ্বংস করলেন মোদী

নিয়ন্ত্রণরেখা ঘেঁষা সোপিয়ানের মিমান্দার এলাকায় লুকিয়ে রয়েছে জঙ্গিরা। খবর পেয়েই সেখানে অভিযানে নামে ভারতীয় সেনা, সিআরপিএফ ও স্পেশাল অপরেশন গ্রুপের (এসওজি) বাহিনী। অভিযানের অল্প কিছুক্ষণের মধ্যেই তাদের দিকে ধেয়ে আসে গুলি৷ পালটা গুলি ছোঁড়ে নিরাপত্তা বাহিনীর জওয়ানরাও৷ অপারেশন শেষ হবার পর দেখা যায় দুই জইশ ই মহম্মদ জঙ্গির মৃতদেহ। একজন জঙ্গি বিনা অস্ত্রেই পালিয়েছে বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুনঃ পাকিস্তানের মাটিতে ঢুকে জঙ্গি মারল ভারতের বিমান
আরও পড়ুনঃ ভারতীয় সেনার উপর নজরদারি করতে এসে গুলিতে ধ্বংস পাক গুপ্তচর ড্রোন
আরও পড়ুনঃ ১৯ মিনিটের বিমান হানায় ধ্বংস জইশ ই মহম্মদের জঙ্গি ট্রেনিং ক্যাম্প
আরও পড়ুনঃ পাক সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে মোদীকেই যোগ্য বলছেন দেশের মানুষ

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
দুশ্চিন্তার কারণ নেই মোদীর হাতেই নিরাপদ রয়েছে ভারত https://thenewsbangla.com/narendra-modi-says-india-is-in-safe-hands-after-iaf-strikes-pak-terror-camps/ Tue, 26 Feb 2019 17:52:36 +0000 https://www.thenewsbangla.com/?p=7198 “সৌগন্ধ মুঝে ইস মিট্টি কি, ম্যায় দেশ নহি মিটনে দুঙ্গা, ম্যায় দেশ নহি রুকনে দুঙ্গা, ম্যায় দেশ নহি ঝুকনে দুঙ্গা”। পাকিস্তানে ঢুকে বিমান হামলা চালানোর পরে রাজস্থানের চুরুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, “দুশ্চিন্তার কারণ নেই, ভারত নিরাপদ হাতেই রয়েছে”। মঙ্গলবার ভোরে পাকিস্তানে ঢুকে জৈশ ই মহম্মদের বৃহত্তম জঙ্গি ঘাঁটিটি ভারতীয় বিমানবাহিনীর হামলায় গুঁড়িয়ে দেওয়ার পরে এটাই নরেন্দ্র মোদীর প্রথম বার্তা।

আরও পড়ুনঃ সেনাকে ক্ষমতা দিলে কি হয় দেখল ভারতীয় রাজনীতি, টের পেল পাকিস্তান

মোদী বললেন, “সৌগন্ধ মুঝে ইস মিট্টি কী, ম্যায় দেশ নেহি মিটনে দুঙ্গা। ম্যায় দেশ নেহি টুটনে দুঙ্গা”। মঙ্গলবার অভিযান চলাকালীন নিরন্তর বাহিনীর সঙ্গে যোগাযোগ রাখছিলেন প্রধানমন্ত্রী। তবে তা নিয়ে এ দিন সকালে কোনও সাংবাদিক সম্মেলন তিনি করেননি। রাজস্থানের চুরুতে আয়োজিত এক জনসভায় ভাষণ দিতে প্রথম বার মুখ খুললেন তিনি। জাতীয়তাবাদের কথা টেনে তিনি বললেন,”দেশের মাথা নিচু হতে দেব না”।

আরও পড়ুনঃ পাকিস্তানে ঢুকে দুই সার্জিক্যাল স্ট্রাইকে ফির একবার মোদী সরকার

পাকিস্তান অধিকৃত কাশ্মীরে বা পাকিস্তানে অভিযান চালানোর কথা সরাসরি একবারও কোন জনসভায় উচ্চারণ করেননি মোদী। কিন্তু তিনি ভাষণের শুরুতেই বলেন, “আজ এমন একটা মুহূর্ত যে, আসুন আমরা সবাই ভারতের পরাক্রমী বীরদের প্রণাম জানাই”। প্রধানমন্ত্রীর ওই মন্তব্যেই শুরু হয়ে যায় উল্লাস।

আরও পড়ুনঃ সেনার সঙ্গে রাত জেগে পাকিস্তানে ঢুকে জঙ্গি খতমের নেতৃত্বে চৌকিদার

নরেন্দ্র মোদী মঙ্গলবার বলেছেন, “চুরুর মাটি থেকে দেশবাসীকে আশ্বস্ত করছি, দেশ নিরাপদ হাতেই রয়েছে। এই মাটির দিব্যি, আমি দেশকে ধ্বংস হতে দেব না, আমি দেশকে থামতে দেব না, আমি দেশকে নত হতে দেব না।(সৌগন্ধ মুঝে ইস মিট্টি কি, ম্যায় দেশ নহি মিটনে দুঙ্গা, ম্যায় দেশ নহি রুকনে দুঙ্গা, ম্যায় দেশ নহি ঝুকনে দুঙ্গা)। মোদী বলেন, “ভারতমাতাকে আমার প্রতিশ্রুতি, তোমার মাথা নিচু হতে দেব না”।

আরও পড়ুনঃ বাজপেয়ীর মত ভুল করেননি, পাকিস্তানে ঢুকে জঙ্গি ঘাঁটি ধ্বংস করলেন মোদী

ভাষণের শেষ প্রান্তে বলেন, যে সক্ষমতা ভারত আজ দেখাতে পারছে, তা কার শক্তিতে দেখাতে পারছে? জমায়েতের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দেন মোদী। সব প্রান্ত থেকেই জবাব আসে ‘মোদী, মোদী’। কিন্তু সে জবাব সংশোধন করে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “মোদীর শক্তিতে নয়, আপনাদের একটা ভোটের শক্তিতে এটা সম্ভব হয়েছে। ২০১৪ সালে আপনাদের ভোট একটা মজবুত সরকার বানিয়েছিল কেন্দ্রে। সেই সরকারের দম আজ গোটা বিশ্ব দেখতে পাচ্ছে”।

আরও পড়ুনঃ পাকিস্তানের মাটিতে ঢুকে জঙ্গি মারল ভারতের বিমান

বিজেপির প্রচারগীতিতেও ছাপ পরেছে মোদী ব্র্যান্ডিংয়ের ঝকঝকে সিলমোহর। “ম্যাঁয় দেশ নেহি ঝুঁকনে দুঙ্গা”, লোকসভা ভোটে এটাই নরেন্দ্র মোদী তথা বিজেপির মূল প্রচারগীতি৷ আর এই গান লিখেছেন, সুর দিয়েছেন এবং গেয়েছেন বলিউডের তিন নক্ষত্র, প্রসূন যোশী, আদেশ শ্রীবাস্তব ও সুখবিন্দর সিং৷

আরও পড়ুনঃ ভারতীয় সেনার উপর নজরদারি করতে এসে গুলিতে ধ্বংস পাক গুপ্তচর ড্রোন

গানের কয়েকটি লাইন দেখলেই বোঝা যাবে, কী ভাবে এই সঙ্গীতের মাধ্যমে জাতীয়তাবোধ জাগিয়ে তুলতে চেয়েছেন মোদী৷ বোঝা যাবে, কী ভাবে এই গানের মাধ্যমেও মোদী-উন্মাদনা জাগিয়ে তোলার চেষ্টা হয়েছে৷ এই গানের কিছু লাইন হল, ‘সৌগন্ধ মুঝে ইস মিট্টি কি, ম্যাঁয় দেশ নেহি মিটনে দুঙ্গা, ম্যাঁয় দেশ নেহি ঝুঁকনে দুঙ্গা৷ ম্যাঁয় দেশ নেহি বিকনে দুঙ্গা’। সারজিক্যাল স্ট্রাইকের পর মোদীর মুখে এই গানে ফের উত্তেজিত গোটা ভারত।

আরও পড়ুনঃ ১৯ মিনিটের বিমান হানায় ধ্বংস জইশ ই মহম্মদের জঙ্গি ট্রেনিং ক্যাম্প
আরও পড়ুনঃ পাক সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে মোদীকেই যোগ্য বলছেন দেশের মানুষ

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
সেনাকে ক্ষমতা দিলে কি হয় দেখল ভারতীয় রাজনীতি, টের পেল পাকিস্তান https://thenewsbangla.com/indian-politics-see-what-happens-when-the-indian-army-gives-power/ Tue, 26 Feb 2019 15:43:48 +0000 https://www.thenewsbangla.com/?p=7193 একের পর হামলায় লাল হয়েছে ভারতের মাটি। একের পর এক শহিদের রক্তে দেশ দিয়েছে বলিদান। বারবার আক্রমণের অনুমতি চেয়েছে ভারতীয় সেনা। পথ আটকে দাঁড়িয়েছে ভারতের রাজনীতি। ১৯৯৯ সালে পাকিস্তানের কার্গিল দখলের সময়ও পাক অধ্যুষিত কাশ্মীরে জঙ্গি ঘাটিতে আক্রমণের অনুমতি চেয়েছে ভারতীয় সেনা বাহিনী। মেলেনি অনুমতি। ভারতীয় সেনার হাতে দায়িত্ব দিলে কি হতে পারে তা এবার জানল ভারতীয় রাজনীতি। হাড়ে হাড়ে টের পেল পাকিস্তান।

আরও পড়ুনঃ পাকিস্তানে ঢুকে দুই সার্জিক্যাল স্ট্রাইকে ফির একবার মোদী সরকার

পুলওয়ামা হামলার পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন ভারতীয় সেনাকে স্বাধীন ক্ষমতা দেওয়া হল। এই ঘোষণার ফল কি হতে পারে তা অনুমান করতে পারেননি ভারতীয় জনতা, রাজনীতিবিদ ও রাজনৈতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরাও। মঙ্গলবার গোটা দেশের সঙ্গে তাঁরাও বুঝলেন ভারতীয় সেনার হাতে স্বাধীন ক্ষমতা দিলে কি হতে পারে। আর সেটাই হাড়ে হাড়ে টের পেল পাকিস্তান। আর প্রাণ দিয়ে বুঝল পাক জঙ্গিরা।

আরও পড়ুনঃ সেনার সঙ্গে রাত জেগে পাকিস্তানে ঢুকে জঙ্গি খতমের নেতৃত্বে চৌকিদার

মাত্র ১৯ মিনিট সময় লেগেছে। তার মধ্যেই কাজ শেষ। পাকিস্তানের মাটিতে ঢুকে ভারতের ১২টি মিরাজ ফাইটার জেট ১০০০ কেজি বোমা ফেলে ধ্বংস করে দিল পাকিস্তানের মাটিতে থাকা গড়ে ওঠা সব জঙ্গি ট্রেনিং ক্যাম্প। পুলওয়ামা কাণ্ডের যোগ্য জবাব দিল ভারত। নিকেশ ২৫০ থেকে ৩০০ জঙ্গি। ১৯ মিনিটের অপারেশনে মাজা ভেঙ্গে গেছে পাকিস্তানের, বিমান বাহিনী সুত্রে এমনটাই জানান হয়েছে।

আরও পড়ুনঃ বাজপেয়ীর মত ভুল করেননি, পাকিস্তানে ঢুকে জঙ্গি ঘাঁটি ধ্বংস করলেন মোদী

মঙ্গলবার ভোর ৩.৩০ এ শুরু হয় অপারেশন। ভোর সাড়ে তিনটেয় ভারতীয় বায়ুসেনার হিন্ডন এয়ারবেস থেকে আকাশে ওড়ে ১২টি মিরাজ ২০০০ জঙ্গিবিমান পাকিস্তানের বালাকোট এ প্রথম হামলা করে বিমান বাহিনী ভোর ৩.৪৫-৩.৫৩ এর মধ্যে। মুজাফরাবাদ এ ৩.৪৮-৩.৫৫। ও চাকোটিতে বোমা ফেলে ৩.৫৮ থেকে ৪.০৪ এর মধ্যে। ১৯ মিনিটের অপারেশনে সম্পূর্ণ বিধ্বস্ত সীমান্ত পাড়ের পাক জঙ্গি ঘাঁটিগুলি। মৃত ৩০০ জঙ্গি।

আরও পড়ুনঃ পাকিস্তানের মাটিতে ঢুকে জঙ্গি মারল ভারতের বিমান

পাক অধিকৃত কাশ্মীরের ৩টি এলাকার প্রায় ১০-১২ টি জায়গায় প্রায় ১০০০ কেজি বোমা ফেলে তারা। ধুলোয় মিশিয়ে দেওয়া হয় বালাকোট, মুজাফরাবাদ ও চকোটিতে জঙ্গিশিবিরগুলি। ২০ মিনিটের মধ্যে অপারেশন শেষ করে ভারতে ফেরে বিমানগুলি। এই হামলায় জইশ-ই-মহম্মদের ঘাঁটি সহ বহু জঙ্গিশিবির গুঁড়িয়ে দিয়েছে বায়ুসেনা।

আরও পড়ুনঃ ভারতীয় সেনার উপর নজরদারি করতে এসে গুলিতে ধ্বংস পাক গুপ্তচর ড্রোন

এর মধ্যে আছে বালাকোটে একটি জইশ ই মহম্মদের বড় জঙ্গি ট্রেনিং ক্যাম্প। সেটি ধুলোয় মিশিয়ে দিয়েছে ভারতীয় বিমান বাহিনী। সেখানে ২৫০র উপর জঙ্গি নিকেশ হয়েছে বলেই জানা গেছে। জানা গিয়েছে, বালকোট সেক্টরে পাকিস্তানে জঙ্গিদের কন্ট্রোল রুম গুঁড়িয়ে দিয়েছে ভারত। এছাড়াও একাধিক জঙ্গি শিবিরে চরম প্রত্যাঘাত এনেছে ভারতীয় বায়ুসেনা। বালাকোটে এই ক্যাম্প থেকেই ভারতে পাক জঙ্গিদের নিয়ন্ত্রন করত জইশ ই মহম্মদ কর্তারা।

আরও পড়ুনঃ ১৯ মিনিটের বিমান হানায় ধ্বংস জইশ ই মহম্মদের জঙ্গি ট্রেনিং ক্যাম্প

পাকিস্তানের মাটিতে ঢুকে জঙ্গি মারল ভারতের বিমান। সবুজ সংকেতের অপেক্ষাতেই ছিল ইন্ডিয়ান এয়ারফোর্স। ঠিক যেন সার্জিক্যাল স্ট্রাইকের পুনরাবৃত্তি। তবে এবার মাটিতে নয়। আকাশপথে। পাকিস্তানের মাটিতে ঢুকে জঙ্গি ঘাঁটি ধ্বংস করল ভারতীয় যুদ্ধবিমান।

আরও পড়ুনঃ পাক সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে মোদীকেই যোগ্য বলছেন দেশের মানুষ

পুলওয়ামা কাণ্ডের বদলা নিতে এক হাজার কেজি বোমা ফেলে গুঁড়িয়ে দেওয়া হল পাক মাটিতে তৈরি হওয়া একাধিক জঙ্গি ঘাঁটি। হামলার কথা স্বীকার করে নিয়েছে পাকিস্তানও। ফের ভারতের সারজিক্যাল স্ট্রাইক এ কেঁপে গেল পাকিস্তান। সৌজন্যে ভারতীয় বিমান বাহিনী।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
পাকিস্তানে ঢুকে দুই সার্জিক্যাল স্ট্রাইকে ফির একবার মোদী সরকার https://thenewsbangla.com/narendra-modi-government-will-return-to-power-after-two-surgical-strikes/ Tue, 26 Feb 2019 14:15:43 +0000 https://www.thenewsbangla.com/?p=7188 দুটো সার্জিক্যাল স্ট্রাইকই ফের ক্ষমতায় আনতে চলেছে নরেন্দ্র মোদীকে, এমনটাই বলছেন রাজনৈতিক মহল। পাকিস্তানের সীমানা পেরিয়ে পাক অধ্যুষিত কাশ্মীরে প্রথম সার্জিক্যাল স্ট্রাইকের পর ভারতের আমজনতার সমর্থন পেয়েছে মোদী সরকার। আর এবার পাকিস্তানে ঢুকে জঙ্গি ঘাঁটি ধ্বংসের নির্দেশ দিয়ে ভোটের ঠিক আগে মানুষের মন জিতলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, মঙ্গলবারের সাহসী বিমান হামলা আরও একবার ক্ষমতায় আনতে চলেছে নরেন্দ্র মোদী ও বিজেপিকে।

আরও পড়ুনঃ সেনার সঙ্গে রাত জেগে পাকিস্তানে ঢুকে জঙ্গি খতমের নেতৃত্বে চৌকিদার

বছরের শুরু থেকেই বিভিন্ন সমীক্ষায় উঠে এসেছে ‘ফির একবার মোদী সরকার’ এর তথ্য। টাইমস মেগা সমীক্ষায় উঠে এসেছে, লোকসভা ভোটে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারকেই ফের মসনদে দেখতে চেয়েছেন ৮৩.০৩% মানুষ। মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকারকেই ক্ষমতায় দেখতে চেয়েছেন অধিকাংশ মানুষ। প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদীর পর দ্বিতীয় স্থানে রয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তবে তাঁর পক্ষে ভোট পড়েছে ৮.৩৩%।

আরও পড়ুনঃ বাজপেয়ীর মত ভুল করেননি, পাকিস্তানে ঢুকে জঙ্গি ঘাঁটি ধ্বংস করলেন মোদী

ক্ষমতায় আসবে নরেন্দ্র মোদী সরকার। এবিপি নিউজ-সি ভোটারের এক সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে বলে জানান হয়। এবিপি নিউজ চ্যানেলে সম্প্রচারিত এই সমীক্ষায় জানানো হয়েছে, এনডিএ পাবে ২৭৬টি আসন। তাদের ভোট শেয়ার থাকবে ৩৮ শতাংশ। কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ ১১২টি আসন পাবে বলে সমীক্ষায় পূর্বাভাস করা হয়েছে। তাদের ভোট শেয়ার হবে ২৫ শতাংশ। অন্যান্যরা ৩৬ শতাংশ ভোট শেয়ার সহ ১৫৫টি আসন হয়েছে।

আরও পড়ুনঃ পাকিস্তানের মাটিতে ঢুকে জঙ্গি মারল ভারতের বিমান

সম্প্রতি একটি অনলাইন সমীক্ষা করেছিল ডেইলিহান্ট ও নিয়েলসন ইন্ডিয়া। ওই সমীক্ষায় মতামত নেওয়া হয়েছিল ৫৪ লাখ মানুষের। এদের মধ্যে ছিলেন প্রবাসী ভারতীয়রাও। সমীক্ষা রিপোর্টে দেখা যাচ্ছে, ৬৩ শতাংশ ভারতীয় জনগণের আস্থা রয়েছে প্রধানমন্ত্রী মোদীর ওপর। পাশাপাশি ৫০ শতাংশ মানুষ চাইছেন ফের প্রধানমন্ত্রী হোন নরেন্দ্র মোদী।

আরও পড়ুনঃ ভারতীয় সেনার উপর নজরদারি করতে এসে গুলিতে ধ্বংস পাক গুপ্তচর ড্রোন

এদিকে ২৯ সেপ্টেম্বর ২০১৬ সালে প্রথম সার্জিক্যাল স্ট্রাইক এর দিনও রাত জেগে জঙ্গি খতমের নেতৃত্বে ছিলেন মোদী।
২৬ শে ফেব্রুয়ারী ২০১৯ এও সেই নরেন্দ্র মোদীই দিলেন নেতৃত্ব। সার্জিক্যাল স্ট্রাইক ১ এর মত সার্জিক্যাল স্ট্রাইক ২ এর সময়ও প্রধানমন্ত্রী মোদী নয়াদিল্লির সাউথ ব্লকের দফতরে বসে গোটা অপারেশন ‘মনিটর’ করলেন।

আরও পড়ুনঃ ১৯ মিনিটের বিমান হানায় ধ্বংস জইশ ই মহম্মদের জঙ্গি ট্রেনিং ক্যাম্প

মঙ্গলবার ভোরে, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা পেরিয়েই শুধু নয়, পাকিস্তানের অন্তত ৪০ কিলোমিটার ভেতরে ঢুকে পড়ে ভারতীয় বিমান বাহিনী। ভারতীয় বায়ুসেনার ১২টি মিরাজ ২০০০ বিমান আছড়ে পড়ে পাক অধিকৃত কাশ্মীর ও মূল পাক ভূখণ্ডে ৷ ১০০০ কেজি বোমা ফেলা হয় জঙ্গিঘাঁটি গুলিতে৷

আরও পড়ুনঃ ভারতের চাপে নাভিশ্বাস পাকিস্তানের ফের একটা সুযোগ ভিক্ষা

প্রায় ১০০০ কেজি বোমা ফেলে তারা। ধুলোয় মিশিয়ে দেওয়া হয় বালাকোট, মুজাফরাবাদ ও চকোটিতে জঙ্গিশিবিরগুলি। ২০ মিনিটের মধ্যে অপারেশন শেষ করে ভারতে ফেরে বিমানগুলি। এই হামলায় জইশ-ই-মহম্মদের ঘাঁটি সহ বহু জঙ্গিশিবির গুঁড়িয়ে দিয়েছে বায়ুসেনা। পুরো ব্যাপারটা নিজে সাউথ ব্লকের ওয়ার রুমে বসে ‘মনিটর’ করলেন ‘চৌকিদার’ নরেন্দ্র মোদী।

আরও পড়ুনঃ পাক সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে মোদীকেই যোগ্য বলছেন দেশের মানুষ

আর এর জেরেই দেশ জুড়ে খুশির হাওয়া। গোটা দেশের মানুষ প্রায় উৎসবে মেতেছেন বলা যায়। আবির খেলে, মিষ্টি খাইয়ে রীতিমত উৎসব পালন করছেন দেশের প্রায় সব রাজ্যের মানুষ। পাকিস্তানের ঘরে ঢুকে এতদিনের একের পর এক জঙ্গি হামলার বদলা নিয়েছে ভারত। আর পিছনে সাহসী সিদ্ধান্ত সেই একটি মানুষেরই। দেশের ‘চৌকিদার’ নরেন্দ্র মোদী। আর এর ফলে ভোটের ঠিক আগে জনমানসে মোদীর ভাবমূর্তি যে আরও উজ্জ্বল হল, বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। যার ফলে, ‘ফির একবার মোদী সরকার’ এখন সময়ের অপেক্ষা মাত্র, বলছেন ভোট বিশেষজ্ঞরাও।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
সেনার সঙ্গে রাত জেগে পাকিস্তানে ঢুকে জঙ্গি খতমের নেতৃত্বে চৌকিদার https://thenewsbangla.com/narendra-modi-led-the-surgical-air-strike-with-the-indian-army-against-pakistan/ Tue, 26 Feb 2019 12:56:25 +0000 https://www.thenewsbangla.com/?p=7183 সেনাপতির মতই নেতৃত্ব দিলেন ‘চৌকিদার’। সারারাত জেগে পাকিস্তানে বিমান হানার নেতৃত্বে স্বয়ং ‘চৌকিদার’ নরেন্দ্র মোদী। ২৯ সেপ্টেম্বর ২০১৬ সালে প্রথম সার্জিক্যাল স্ট্রাইক এর দিনও রাত জেগে জঙ্গি খতমের নেতৃত্বে ছিলেন মোদী।
২৬ শে ফেব্রুয়ারী ২০১৯ এও সেই নরেন্দ্র মোদীই দিলেন নেতৃত্ব। সার্জিক্যাল স্ট্রাইক ১ এর মত সার্জিক্যাল স্ট্রাইক ২ এর সময়ও প্রধানমন্ত্রী মোদী নয়াদিল্লির সাউথ ব্লকের দফতরে বসে গোটা অপারেশন ‘মনিটর’ করলেন।

আরও পড়ুনঃ বাজপেয়ীর মত ভুল করেননি, পাকিস্তানে ঢুকে জঙ্গি ঘাঁটি ধ্বংস করলেন মোদী

মঙ্গলবার ভোরে, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা পেরিয়েই শুধু নয়, পাকিস্তানের অন্তত ৪০ কিলোমিটার ভেতরে ঢুকে পড়ে ভারতীয় বিমান বাহিনী। ভারতীয় বায়ুসেনার ১২টি মিরাজ ২০০০ বিমান আছড়ে পড়ে পাক অধিকৃত কাশ্মীর ও মূল পাক ভূখণ্ডে ৷ ১০০০ কেজি বোমা ফেলা হয় জঙ্গিঘাঁটি গুলিতে৷ অত্যন্ত সতর্কতার সঙ্গে চলে এই অভিযান৷ যে কারণে কম উচ্চতায় উড়তে সক্ষম এমন বিমান ব্যবহার করা হয়৷ পাক র‍াডার এড়াতে এমন পদক্ষেপ নেয় ভারতীয় সেনা৷

আরও পড়ুনঃ পাকিস্তানের মাটিতে ঢুকে জঙ্গি মারল ভারতের বিমান

প্রায় ১০০০ কেজি বোমা ফেলে তারা। ধুলোয় মিশিয়ে দেওয়া হয় বালাকোট, মুজাফরাবাদ ও চকোটিতে জঙ্গিশিবিরগুলি। ২০ মিনিটের মধ্যে অপারেশন শেষ করে ভারতে ফেরে বিমানগুলি। এই হামলায় জইশ-ই-মহম্মদের ঘাঁটি সহ বহু জঙ্গিশিবির গুঁড়িয়ে দিয়েছে বায়ুসেনা। পুরো ব্যাপারটা নিজে সাউথ ব্লকের ওয়ার রুমে বসে ‘মনিটর’ করলেন ‘চৌকিদার’ নরেন্দ্র মোদী।

আরও পড়ুনঃ ভারতীয় সেনার উপর নজরদারি করতে এসে গুলিতে ধ্বংস পাক গুপ্তচর ড্রোন

২৯ সেপ্টেম্বর ২০১৬ সালে ভারতীয় সেনাদের প্রথম ‘সার্জিক্যাল স্ট্রাইক’ নামের সফল অভিযানে দুই পাক সেনা ও অন্তত ৪০জন জঙ্গি নিহত হয়। ভারতীয় কমান্ডোরা পাকিস্তানের অভ্যন্তরে ভোর সাড়ে চারটা পর্যন্ত অবস্থান করে। এ সময় পাকিস্তানের অভ্যন্তরের ভীমবার, লিপা, হটস্প্রিং ও কেলসহ অন্তত সাতটি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় তারা। হামলার এই খবর পাক কর্তৃপক্ষকে ফোনে জানায় ভারত। প্রথমে অবশ্য এসব হামলার কথা উড়িয়ে দেয় পাকিস্তান। পরে স্বীকার করে নিতে বাধ্য হয় পাকিস্তান।

আরও পড়ুনঃ ১৯ মিনিটের বিমান হানায় ধ্বংস জইশ ই মহম্মদের জঙ্গি ট্রেনিং ক্যাম্প

সেবারও পুরো ব্যাপারটা নিজে সাউথ ব্লকের ওয়ার রুমে বসে ‘মনিটর’ করেন ‘চৌকিদার’ নরেন্দ্র মোদী। ভারতীয় সেনারা নিরাপদে ভারতে ফিরে না আসা পর্যন্ত নিজে সেনাপতির মত দায়িত্ব পালন করেছিলেন। আর এবারও, ভোররাতে বায়ুসেনা যখন পাকিস্তানে এয়ার স্ট্রাইক করছে তখন মোদী নিজে সাউথ ব্লকের কন্ট্রোল রুমে বসে গোটা অপারেশন দেখেছেন।

আরও পড়ুনঃ ভারতের চাপে নাভিশ্বাস পাকিস্তানের ফের একটা সুযোগ ভিক্ষা

অপারেশনের পর এই হামলা নিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইড়ুকে অবগত করান প্রধানমন্ত্রী মোদী নিজেই। কীভাবে বালাকোটে পাক সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে ভারত হামলা চালিয়েছে তা জানান। সার্জিক্যাল স্ট্রাইকের সিদ্ধান্ত নেওয়া থেকে সম্পন্ন হওয়া পর্যন্ত প্রতিটা মুহূর্তে গোপনীয়তা বজায় রাখতে হয়৷ ঝুঁকিপূর্ণ এই কর্মকাণ্ডে গোপনীয়তাই প্রধান হাতিয়ার। আর সেই অপারেশন সফল ভাবে সম্পন্ন করে জাতীয় নায়ক সেই ‘চৌকিদার’ই।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
বাজপেয়ীর মত ভুল করেননি, পাকিস্তানে ঢুকে জঙ্গি ঘাঁটি ধ্বংস করলেন মোদী https://thenewsbangla.com/modi-did-not-make-mistakes-like-vajpayee-indian-air-force-destroy-militant-base-in-pakistan/ Tue, 26 Feb 2019 11:48:10 +0000 https://www.thenewsbangla.com/?p=7180 প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী পারেননি। কিন্তু পাকিস্তানে ঢুকে জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দেখালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৯৯৯ সালে ভারত যখন পাকিস্তানের সঙ্গে শান্তি স্থাপন করতে উদ্যোগী তখন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী ও ভারতের পিঠে ছুরি মেরেছিল পাকিস্তান। শান্তির মাঝেই দখলে নিয়েছিল কার্গিল। তখনও ভারতীয় বিমান বাহিনী পাকিস্তানে ঢুকে হামলার অনুমতি চেয়েছিল। কিন্তু দেননি প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। ২০১৯ সালে সেই ভুলের পুনরাবৃত্তি করেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

১৯৯৯ সালের ১৯শে ফেব্রুয়ারি দিল্লি ইসলামাবাদ প্রথম বাস যাত্রার সময় এই বাসেই ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী লাহোর সম্মেলনে যোগ দিতে রওনা হন এবং ওয়াঘা সীমান্তে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ তাঁকে স্বাগত জানান। বাজপেয়ীর বাস যাত্রা উভয় দেশের জনগণ সাদরে গ্রহণ করে ও সমগ্র বিশ্বের সংবাদমাধ্যমে ব্যাপক প্রচারিত হয়। দুই দেশের সরকার ১৯৯৯-এর লাহোরে ঘোষণা করেন, কাশ্মীর সমস্যা সহ উভয় দেশের বিবাদের শান্তিপূর্ণ সমাধান ও সাংস্কৃতিক ও বাণিজ্যিক সম্পর্ক স্থাপনের পক্ষে জোর দেওয়া হবে।

কিন্তু একদিকে যখন ভারত পাক শান্তির বাস যাত্রা চলছে তখনই পাক সেনা ও জঙ্গিদের দল দখল নিচ্ছে কার্গিল সহ ভারতের একের পর এক পাহাড়। ১৯৯৯ সালের মে মাস। হঠাৎ খবর পাওয়া গেল কাশ্মীরের কার্গিল সেক্টর দখল করে নিয়েছে পাকিস্তানি সেনা ও জঙ্গিরা। তাদের সরিয়ে কার্গিল পুনর্দখল করা আজ ভারতবাসীর কাছে গৌরবময় ইতিহাস।

তাদের হঠাতে ভারতীয় সেনা শুরু করে ‘অপারেশন বিজয়’। দীর্ঘ তিন মাস কঠিন লড়াইয়ের পর কাশ্মীরের ওই এলাকা দখলমুক্ত করে ফের ভারতের পতাকা ওড়াতে সক্ষম হয় ভারতের বীর সেনা জওয়ানরা। কার্গিল যুদ্ধ জিততে বায়ুসেনার শক্তি দারুন ভাবে কাজে লাগিয়ে ছিল ভারত। ৩২ হাজার ফুট উঁচুতে উঠে ভারতীয় সেনা সীমান্তে পাক সেনা, বিচ্ছিন্নতাবাদী ও জঙ্গি ঘাঁটি খুঁজে বের করে হামলা চালায়।

সরকারিভাবে ‘অপারেশন বিজয়’র সাফল‍্যের কথা ২৬শে জুলাই ঘোষণা করা হয়। এরপর ৬০০ শহিদের বদলা নিতে ভারতীয় বায়ুসেনা পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিগুলিতে হামলার অনুমতি চান। কিন্তু প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী সরকার সেই হামলার অনুমতি দেননি। কিন্তু কাশ্মীরের পুলওয়ামায় ৪৯ জন সিআরপিএফ জওয়ানের মৃত্যুর পর আর ভুল করেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

পাকিস্তানের মাটিতে ঢুকে জঙ্গি মারল ভারতের বিমান। সবুজ সংকেতের অপেক্ষাতেই ছিল ইন্ডিয়ান এয়ারফোর্স। ঠিক যেন সার্জিক্যাল স্ট্রাইকের পুনরাবৃত্তি। তবে এবার মাটিতে নয়। আকাশপথে। পাকিস্তানের মাটিতে ঢুকে জঙ্গি ঘাঁটি ধ্বংস করল ভারতীয় যুদ্ধবিমান। পুলওয়ামা কাণ্ডের বদলা নিতে এক হাজার কেজি বোমা ফেলে গুঁড়িয়ে দেওয়া হল পাক মাটিতে তৈরি হওয়া একাধিক জঙ্গি ঘাঁটি। হামলার কথা স্বীকার করে নিয়েছে পাকিস্তানও।

কার্গিলের সময়ই এই হামলা চালানোর প্রয়োজন ছিল বলেই বারবার জানিয়েছে ভারতীয় বিমান বাহিনী। এবার সেই সুযোগ আর হাতছাড়া করেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় সরকার। পাকিস্তানে ঢুকে ৩টি জায়গায় প্রায় ১০০০ কেজি বোমা ফেলে তারা। ধুলোয় মিশিয়ে দেওয়া হয় বালাকোট, মুজাফরাবাদ ও চকোটিতে জঙ্গিশিবিরগুলি। ২০ মিনিটের মধ্যে অপারেশন শেষ করে ভারতে ফেরে বিমানগুলি। এই হামলায় জইশ-ই-মহম্মদের ঘাঁটি সহ বহু জঙ্গিশিবির গুঁড়িয়ে দিয়েছে বায়ুসেনা। খতম করা হয়েছে ৩০০ জঙ্গিকে।

]]>
পাকিস্তানের মাটিতে ঢুকে জঙ্গি মারল ভারতের বিমান https://thenewsbangla.com/indian-air-force-cross-line-of-control-to-attack-terrorist-camps-in-pakistan/ Tue, 26 Feb 2019 06:44:49 +0000 https://www.thenewsbangla.com/?p=7171 পাকিস্তানের মাটিতে ঢুকে জঙ্গি মারল ভারতের বিমান। সবুজ সংকেতের অপেক্ষাতেই ছিল ইন্ডিয়ান এয়ারফোর্স। ঠিক যেন সার্জিক্যাল স্ট্রাইকের পুনরাবৃত্তি। তবে এবার মাটিতে নয়। আকাশপথে। পাকিস্তানের মাটিতে ঢুকে জঙ্গি ঘাঁটি ধ্বংস করল ভারতীয় যুদ্ধবিমান। পুলওয়ামা কাণ্ডের বদলা নিতে এক হাজার কেজি বোমা ফেলে গুঁড়িয়ে দেওয়া হল পাক মাটিতে তৈরি হওয়া একাধিক জঙ্গি ঘাঁটি। হামলার কথা স্বীকার করে নিয়েছে পাকিস্তানও।

বায়ুসেনা সূত্রের খবর, মঙ্গলবার ভোর সাড়ে তিনটেয় ভারতীয় বায়ুসেনার হিন্ডন এয়ারবেস থেকে আকাশে ওড়ে ১২টি মিরাজ ২০০০ জঙ্গিবিমান। পাক অধিকৃত কাশ্মীরের ৩টি জায়গায় প্রায় ১০০০ কেজি বোমা ফেলে তারা। ধুলোয় মিশিয়ে দেওয়া হয় বালাকোট, মুজাফরাবাদ ও চকোটিতে জঙ্গিশিবিরগুলি। ২০ মিনিটের মধ্যে অপারেশন শেষ করে ভারতে ফেরে বিমানগুলি। এই হামলায় জইশ-ই-মহম্মদের ঘাঁটি সহ বহু জঙ্গিশিবির গুঁড়িয়ে দিয়েছে বায়ুসেনা।

পুলওয়ামা পরবর্তী পর্যায়ে প্রধানমমন্ত্রী মোদী জানিয়েছিলেন ভারত এর উপযুক্ত জবাব দেবে। পাশাপাশি তিনি জানান সেনাকে সমস্ত ক্ষমতা দেওয়া রয়েছে। এরপরই পাকিস্তানের মাটিতে ঢুকে যাবতীয় জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়ে আসে ভারতীয় বায়ুসেনা। পাকিস্তানের বালাকোট এ প্রথম হামলা করে বিমান বাহিনী ভোর ৩.৪৫-৩.৫৩ এর মধ্যে। মুজাফরাবাদ এ ৩.৪৮-৩.৫৫। ও চাকোটিতে বোমা ফেলে ৩.৫৮ থেকে ৪.০৪ এর মধ্যে। ১৯ মিনিটের অপারেশনে সম্পূর্ণ বিধ্বস্ত সীমান্ত পাড়ের পাক জঙ্গি ঘাঁটিগুলি।

জানা গিয়েছে, এ দিন ভোররাতে মিরাজ ২০০০ বিমান নিয়ে পাকিস্তানের মাটিতে থাকা জঙ্গি ঘাঁটির উপরে হামলা চালান হয়। প্রায় বারোটি বিমান থেকে এক হাজার কেজি বোমা ফেলা হয়। পাকিস্তানের বালাকোট, চকোটি এবং মুজাফরাবাদে এই হামলা চালানো হয়। এই হামলায় জইশ ই মহম্মদের কন্ট্রোল রুমও ধ্বংস করা হয়েছে বলে জানা যাচ্ছে।

মঙ্গলবার ভোর রাত ৩:৩০ মিনিট নাগাদ এই অপারেশন শুরু হয় বলে খবর। প্রায় ১০০০ কেজি বিস্ফোরক পাকিস্তানের মাটিতে ফেলে আসে বায়ুসেনার যুদ্ধ বিমান মিরাজ ২০০০। ১২ টি মিরাজ যুদ্ধ বিমান নিয়ে হামলা চালিয়েছে ভারতীয় বায়ুসেনা। পাকিস্তানের বালাকোট, চাকোটি, মুজাফরাবাদের জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়েছে বলে সূত্রের দাবি।

পুলওয়ামা কাণ্ডের ১০০ ঘণ্টার মাথায় জইশ মাস্টারমাইন্ডকে নিকেশ করে ভারতীয় সেনা। কাশ্মীরে লুকিয়ে থাকা গাজিকে খুঁজে বের করে খতম করে ভারতীয় সেনা। এরপরই পুলওয়ামা হামলার ঘটনার ১২ দিন পর পাল্টা জবাবে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিল ভারত। পাকিস্তানের সেনার তরফে ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমানের ঢোকবার কথা স্বীকার করা হলেও, সেখানের হামলার বিষয়ে এখনও মুখ খোলেনি পাকিস্তান।

জানা গিয়েছে, বালকোট সেক্টরে পাকিস্তানে জঙ্গিদের কন্ট্রোল রুম গুঁড়িয়ে দিয়েছে ভারত। এছাড়াও একাধিক জঙ্গি শিবিরে চরম প্রত্যাঘাত এনেছে ভারতীয় বায়ুসেনা। হামলা চালিয়ে নিরাপদেই ভারতে ফিরে আসে ভারতীয় বায়ুসেনার মিরাজ বিমানগুলি। পাকিস্তান এই ধরনের প্রত্যাঘাতের জন্য তৈরি থেকেও শেষ পর্যন্ত ভারতীয় হামলার সময় কোনও প্রতিরোধই গড়তে পারেনি। বলা ভাল, তারা টেরই পায়নি।

গতবারের মত পাক অধিকৃত কাশ্মীরে এবার আর স্থলপথে নয়, বায়ুসেনার যুদ্ধ বিমান সেখানে ঢুকে হামলা চালিয়ে এসেছে। পাক অধিকৃত কাশ্মীরে যাবতীয় জঙ্গি ঘাঁটিতে নিশানা করেই ভারতের তরফে এই হামলা চালানো হয়েছে বলে দাবি ভারতীয় সেনার। হামলার কথা স্বীকার করেছে পাকিস্তানও। ইমরান খান এই ঘটনা নিয়ে জরুরি বৈঠক করেছেন।

]]>