Indian Air Force destroy Militant base in Pakistan – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Sat, 09 Mar 2019 16:56:17 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Indian Air Force destroy Militant base in Pakistan – The News বাংলা https://thenewsbangla.com 32 32 কংগ্রেস স্বরাষ্ট্রমন্ত্রী বদল করত আমরা ঘরে ঢুকে মেরেছি, বললেন মোদী https://thenewsbangla.com/modi-says-congress-changed-home-minister-we-change-terrorism-policy/ Sat, 09 Mar 2019 16:46:37 +0000 https://www.thenewsbangla.com/?p=7941 কংগ্রেস স্বরাষ্ট্রমন্ত্রী বদল করত, আমরা ঘরে ঢুকে মেরেছি, শনিবার দিল্লি মেট্রোর ব্লু লাইনের সম্প্রসারিত অংশের উদ্বোধন অনুষ্ঠানে বিরোধীদের এভাবেই ঠুকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাকিস্তানে বিমান হানার প্রমাণ চাওয়ায় মোদী শনিবার কংগ্রেসের তীব্র সমালোচনা করেন।

শনিবার দিল্লি মেট্রোর ব্লু লাইনের সম্প্রসারিত অংশের উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের বক্তব্যে তিনি কংগ্রেস সহ বিরোধীদের তুলধোনা করেন। পাকিস্তানে ঢুকে বিমান হানার বারবার প্রমাণ চাওয়ায় বিরোধীদের একচোট নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আরও পড়ুনঃ এয়ার স্ট্রাইকের প্রমান চাইছেন নেতারা, লজ্জায় দল ছাড়লেন কংগ্রেসের সাধারণ সম্পাদক

শনিবার তিনি বলেন, “পুলওয়ামার আগেও দেশে অনেক জঙ্গি হানা হয়েছে। তখন সরকার শুধু স্বরাষ্ট্রমন্ত্রী বদল করেছে। জঙ্গিদের পাল্টা দেবার রাস্তায় হাঁটেনি, ভাবেওনি। এবার সেই চেনা রাস্তায় হাঁটেনি নয়া সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী বদলের পরিবর্তে পাকিস্তানের ঘরে ঢুকে মেরেছে আমাদের সেনা”। শনিবার দিল্লিতে বিরোধীদের এভাবেই বিঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আরও পড়ুনঃ শহর কলকাতায় ১০০০ কেজি বিস্ফোরক উদ্ধার

বালাকোটে ভারতীয় বিমান বাহিনীর বিমানহানার পর সেখানে কত জঙ্গির মৃত্যু হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠছে বিরোধী শিবির থেকে। বারবার একই প্রশ্নে বিব্রত মোদী সরকার। তবে তাকে পাত্তা না দিয়ে এবার পাল্টা আক্রমণের পথে হাঁটলেন প্রধানমন্ত্রী। শনিবার তিনি বলেন, “সাতসকালে পাকিস্তানের কান্না শুনে সবাই জানল, পাকিস্তানে ভারত বিমান হানা চালিয়েছে। আর আমার দেশের বিরোধী নেতারা প্রমান চাইতে শুরু করে দিলেন”।

আরও পড়ুনঃ গুজরাতে বেহাল দশা কংগ্রেসের, বিজেপিতে দুই বিধায়ক

এদিন প্রধানমন্ত্রী বলেন, “এই টুকরে টুকরে গ্যাং-কে চিনে রাখুন। সাতসকালে প্রথম পাকিস্তানই জানিয়েছিল ভারতীয় সেনা আমাদের ঘরে ঢুকে মেরেছে। কিন্তু আমাদের দেশের এমন কিছু লোক রয়েছে যারা সকাল ৯টা বাজতেই বলা শুরু করে দিলেন জানিনা বালাকোট আসলে কোথায়, ওখানে আসলে হয়েছেটা কী”।

আরও পড়ুনঃ মোদীর উদ্বোধন করা সার্কিট বেঞ্চের ফের উদ্বোধন মমতার

এদিন নরেন্দ্র মোদী আরও বলেন, “দেশের সেনা তার কাজ করেছে। এই সময়ে দেশের নাগরিকদেরও একটা কর্তব্য রয়েছে। তাঁদেরও দেশ ও সেনার পাশে থাকতে হবে”। বিরোধীরা তাঁর সরকারের বিরুদ্ধে বলতে গিয়ে দেশের বিরুদ্ধে বলছেন বলেই দাবি করেন মোদী।

আরও পড়ুনঃ টিভি চ্যানেল দেখা নিয়ে ভুল বোঝাচ্ছে কেবল অপারেটররা

এরপরেই তিনি স্বরাষ্ট্রমন্ত্রী বদলের প্রসঙ্গে চলে যান। তিনি বলেন, “২০১০ সালে পুনের একটি বেকারিতে বোমা বিস্ফোরণ হয়েছিল। ওই বছরই বারাণসীতে বোমা ফেটেছিল। ২০১১ সালে মুম্বইয়ে বিস্ফোরণ হয়। দাদরে বোমা ফাটে, দিল্লি হাইকোর্টের সামনে বোমা বিস্ফোরণ হয়। ওইসব ঘটনার পর তখন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বদল হত। আমরা ঘরে ঢুকে মেরে এসেছি। আপনারাই বলুন এইরকম পরিস্থিতিতে মন্ত্রী বদল প্রয়োজন নাকি নীতি বদলের প্রয়োজন”।

আরও পড়ুনঃ ভারতীয় ক্রিকেটারদের মাথায় ভারতীয় সেনার টুপি

মুম্বই হামলার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, “২০০৮ সালে মুম্বইয়ে জঙ্গি হামলা হয়। গোটা বিশ্ব দেখেছিল। কিন্তু পাকিস্তানকে কী জবাব দিয়েছিল ভারত? আমাদের বায়ুসেনা বলেছিল আমাদের অনুমতি দিন। কিন্তু তাদের হাত-পা বেঁধে বলা হয়েছিল পরিস্থিতি মোকাবিলা করতে”। এরপরই মোদী বলেন, “আমরা সেনাকে আটকে রাখিনি। তাদের নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দিয়েছি”।

আরও পড়ুনঃ নরেন্দ্র মোদীকে ‘দেশ ও দলের পিতা’ বলল দক্ষিনের জোটসঙ্গী এআইএডিএমকে

বলা যায়, শনিবার দিল্লি থেকেই আগামী লোকসভা ভোটের প্রচারের মূল বিষয় জানিয়ে দিলেন নরেন্দ্র মোদী। ভারত-পাক সম্পর্ক, পুলওয়ামা জঙ্গি হামলা আর তার জবাবে ভারতের বিমান হানা, বিরোধীদের প্রমান চাওয়া এইসব কিছুই যে আগামী দিনে মোদীর প্রচারে উঠে আসবে সেটা শনিবার পরিস্কার হয়েই গেল।

পড়ুন প্রথম পর্বঃ শত্রুকে নিমেষে নিকেশ করে ভারতের সেরা ৯ কম্যান্ডো বাহিনী
পড়ুন দ্বিতীয় পর্বঃ শত্রুকে নিমেষে নিকেশ করে ভারতের সেরা ৯ কম্যান্ডো বাহিনী
পড়ুন তৃতীয় পর্বঃ শত্রুকে নিমেষে নিকেশ করে ভারতের সেরা ৯ কম্যান্ডো বাহিনী

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
পুলওয়ামা হামলা মোদী ইমরানের ম্যাচ ফিক্সিংয়ের ফল, বললেন কংগ্রেস নেতা https://thenewsbangla.com/pulwama-terror-attack-results-of-match-fixing-of-modi-and-imran-said-congress-leader/ Fri, 08 Mar 2019 05:49:27 +0000 https://www.thenewsbangla.com/?p=7806 রাজনীতি পিছু ছাড়ছে না পুলওয়ামাকে। পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলার পর থেকেই রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছে দোষারোপ পাল্টা দোষারোপের পালা। সেনাবাহিনীর প্রতি কে কতটা ইতিবাচক মনোভাব পোষণ করবে, তা নিয়েই শুরু হয়েছে রাজনীতি। এমনকী বিভিন্ন সময়ে দেশের সেনাকে নিয়ে বিরূপ মন্তব্য করা রাজনৈতিক দলগুলোও সেনাবাহিনী নিয়ে কেন্দ্রের সমালোচনা করতে ছাড়ছে না। আর এবার পুলওয়ামা হামলা মোদী ইমরানের ম্যাচ ফিক্সিংয়ের ফল, বললেন কংগ্রেস নেতা।

আরও পড়ুনঃবৈশাখীর হাত ধরে বিজেপিতে শোভন, জল্পনা তুঙ্গে

সম্প্রতি পুলওয়ামা নিয়ে কংগ্রেসের দিগ্বিজয় সিংহ থেকে নভোজ্যোত সিং সিধু একাধিকবার কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে বিতর্কে জড়িয়েছেন৷ এবার সেই তালিকায় নয়া সংযোজন কংগ্রেস সাংসদ বি কে হরিপ্রসাদ। এই নেতা পরিস্কার বলে দিলেন, পুলওয়ামা হামলা মোদী ইমরানের ম্যাচ ফিক্সিংয়ের ফল।

আরও পড়ুনঃ মরে গিয়েও তৃণমূল বিজেপির হাত থেকে রেহাই পেলেন না বড়মা

পুলওয়ামার ঘটনার পরম্পরা দেখে কংগ্রেস সাংসদ বি কে হরিপ্রসাদ বলেছেন, “পুলওয়ামার ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটা নরেন্দ্র মোদী ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ম্যাচ ফিক্সিংয়ের ফল”। পুলওয়ামার পর একের পর এক ঘটনাক্রম দেখতে সেটা পরিষ্কার হয় বলে তিনি মন্তব্য করেছেন।

আরও পড়ুনঃ এই প্রথম মুখ্যমন্ত্রীর কাছে রাজ্যের অ্যাসিড আক্রান্তরা

এর কারণ হিসেবে তিনি দুই বছর আগের একটি ঘটনার তুলনা টেনেছেন। বি কে হরিপ্রসাদ বলেন, আখলাকের ফ্রিজে ২ কেজি গোমাংস খুঁজে পেয়েছিল ওরা, কিন্তু জাতীয় সড়কে ৩৫০ কেজি আরডিএক্স খুঁজে পেল না সরকার। ম্যাচ ফিক্সিং না হলে এমনটা সম্ভব হত না বলেই তিনি মনে করেন।

আরও পড়ুনঃ ডিএ মামলায় হাইকোর্টে ফের মুখ পুড়ল রাজ্য সরকারের

শুধু কংগ্রেস নেতাই নন, এর আগেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও মোদীর বিরুদ্ধে সরাসরি আঙুল তুলে পুলওয়ামা কান্ডের জন্য তাঁকেই দায়ী করেছিলেন। নরেন্দ্র মোদী পুরোটাই জানতেন বলে মন্তব্য করেন মমতা। ৪৯ জন জওয়ানের মৃত্যু নিয়ে বারবার অভিযোগে সরব হয়েছে বিরোধীরা।

আরও পড়ুনঃ মতুয়াদের বড়মার মৃত্যু রহস্যজনক, চাঞ্চল্যকর অভিযোগ

এদিকে উল্টো তোপ দেগেছে বিজেপিও। বিভিন্ন সময়ে বিজেপির নেতাদের তরফে বলা হয়েছে, কংগ্রেস-তৃণমূল কংগ্রেস সহ বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল পাকিস্তানের সুরে কথা বলছে। দেশের সেনাবাহিনীর থেকে পাকিস্তানি সেনা ও সংবাদমাধ্যমের ওপর তাদের বিশ্বাসযোগ্যতা বেশি। বায়ুসেনার এয়ার স্ট্রাইক নিয়ে সন্দেহ প্রকাশ করে আসলে শহিদ জওয়ানদেরই অপমান করছে বিরোধীরা, বলে কটাক্ষ করেছে বিজেপি।

আরও পড়ুনঃ দেশ বা সরকারের সমালোচনা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেই জেল

তবে এবার সেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর সুরে সুর মিলিয়েই কংগ্রেস সাংসদ বি কে হরিপ্রসাদও পুলওয়ামা হামলার জন্য সরাসরি মোদীকেই দায়ি করলেন। মমতা বন্দ্যোপাধ্যায় এর বক্তব্যকে হাতিয়ার করেছিল পাকিস্তানের মিডিয়া। এবার কি কংগ্রেস সাংসদ বি কে হরিপ্রসাদ এর বক্তব্যকেও হাতিয়ার করবে পাক মিডিয়া? প্রশ্ন কিন্তু উঠছে।

আরও পড়ুনঃ প্রধানমন্ত্রী কিষান যোজনায় দারিদ্র্যের পরিমান কমবে ২০ শতাংশ
আরও পড়ুনঃ রাফায়েল যুদ্ধবিমান সংক্রান্ত সব নথি চুরি হয়ে গিয়েছে

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
পাকিস্তানে বিমানহানার প্রমাণ সরকারের হাতে, বাকি সব গুজব https://thenewsbangla.com/proofs-of-surgical-strike-only-in-the-hands-of-indian-government-rest-all-are-fake/ Wed, 06 Mar 2019 12:39:40 +0000 https://www.thenewsbangla.com/?p=7686 পাকিস্তানে বিমানহানার যে ছবিগুলো সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন সংবাদমাধ্যমে পাওয়া যাচ্ছে তা সম্পূর্ণ বেসরকারি। এর সঙ্গে ইন্ডিয়ান এয়ারফোর্সের কোন সম্পর্ক নেই। একথা পরিষ্কার ভাবে জানাল ইন্ডিয়ান এয়ার ফোর্স।

পরের সার্জিক্যাল স্ট্রাইকে বিমানে বেঁধে নিয়ে যাওয়া হবে বিরোধীদের

সকাল থেকেই বিভিন্ন সংবাদ চ্যানেল স্যাটেলাইট থেকে তোলা কিছু ছবি বালাকোটের সার্জিকাল স্ট্রাইকের ‘প্রমাণ’ হিসেবে দেখাচ্ছে। সেই ছবি যে ভারতীয় বায়ুসেনার দেওয়া চিত্র নয়, তা পরিষ্কার জানিয়ে দিল এয়ারফোর্স। এয়ারফোর্স সূত্রে খবর, তারা সব রকম প্রমাণ ভারতীয় সরকারের হাতে তুলে দিয়েছে। ভারতীয় বায়ু সেনা এও জানিয়েছে, যে তারা কোনরকম ছবি এখনও সোশ্যাল মিডিয়া বা কোন সংবাদমাধ্যমকে দেয়নি।

মতুয়াদের বড়মার মৃত্যু রহস্যজনক, চাঞ্চল্যকর অভিযোগ

গত ২৬এ ফেব্রুয়ারী পাকিস্তানের মাটিতে ঢুকে ভারতের ১২টি মিরাজ ফাইটার জেট ১০০০ কেজি বোমা ফেলে ধ্বংস করে দেয় পাকিস্তানের মাটিতে গড়ে ওঠা সব জঙ্গি ট্রেনিং ক্যাম্প। ১৪ই ফেব্রুয়ারী পুলওয়ামায় ঘটে যাওয়া জঙ্গি আক্রমনের যোগ্য জবাব দিয়েছিল ভারত। নিকেশ হয়েছিল প্রায়ে ২৫০ থেকে ৩০০ জঙ্গি, এমনটাই দাবি করা হয় সরকারি তরফে। ১৯ মিনিটের অপারেশনে মাজা ভেঙ্গে গেছে পাকিস্তানের, বিমান বাহিনী সুত্রে এমনটাই জানান হয়েছিল।

পুলওয়ামায় সার্জিক্যাল স্ট্রাইকের পর থেকে সেনার তরফে অনেক সন্ত্রাসবাদীর মৃত্যুর খবর দেওয়া হয়েছিল। কিন্তু অনেকের কাছেই মৃতের সংখ্যা নিয়ে ধোঁয়াশা ছিল। যদিও ভারতের বিমান হানায় বা দ্বিতীয় সার্জিক্যাল স্ট্রাইকে খতম জইশ জঙ্গি ডেরা ও জইশ জঙ্গিরা, স্বীকার করে জঙ্গিরাই।


কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং এর রাস্তায় হাঁটলেন বিজেপি নেতা

তারপর, নানা তর্ক বিতর্ক উঠে আসে এই সার্জিকাল স্ট্রাইক নিয়ে। এই ব্যাপারে সবার আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সার্জিক্যাল স্ট্রাইকের প্রমাণ ও মৃতদের পরিসংখ্যান নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এমনকী পুলওয়ালার সন্ত্রাসবাদী হামলার ব্যাপারে প্রধানমন্ত্রী মোদী সব কিছু জানতেন বলে মন্তব্য করেন। পাকিস্তানি বিভিন্ন সংবাদমাধ্যম মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই সকল মন্তব্যকে হাতিয়ার করে।

ভোটের বাজার মাত করতে আসরে নামছে পিসি

এর দুদিন পরেই প্রমাণ দেখানোর দাবি তোলেন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংহ। জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি সুপ্রিমো মেহবুবা মুফতিও দাবি করেন যে দেশের নাগরিক হিসেবে ভারতের সকলের বালাকোট অপারেশনের তথ্য জানার অধিকার রয়েছে।

দেশদ্রোহী আখ্যা পেয়েও নিজের বক্তব্যে অনড় কংগ্রেস নেতা

সার্জিকাল স্ট্রাইক ২ যে আসলে ঘটেছে তার প্রমাণ দিতেই সংবাদ মাধ্যমগুলো স্যাটেলাইট থেকে তোলা কিছু ছবিকে প্রমাণ বলে দাবি করছে। তবে, ভারতীয় বায়ু সেনা সেই সব ছবিগুলোকে ভুয়ো এবং বেসরকারি বলে জানিয়ে দিয়েছে। ইন্ডিয়ান এয়ারফোর্সের সব ছবি শুধুমাত্র সরকারের হাতে আছে, জানিয়েছে বায়ুসেনা।

]]>
Exclusive পাকিস্তান থেকে পালানোর জন্য তৈরি থাকুন জঙ্গিদের জানাল জইশ https://thenewsbangla.com/jaish-e-mohammed-issued-notice-to-terrorist-be-prepared-to-flee-from-pakistan/ Sun, 03 Mar 2019 15:22:00 +0000 https://www.thenewsbangla.com/?p=7400 পাকিস্তান থেকে পালানোর জন্য তৈরি থাকুন। রবিবার সন্ধ্যায় নিজেদের জঙ্গি ক্যাডারদের নোটিশ জারি করে সতর্ক করল জইশ ই মহম্মদ জঙ্গি কর্তারা। এর সঙ্গেই জইশ ই মহম্মদ জঙ্গি প্রধানদের তরফ থেকে ঘোষণা করা হয়েছে, দলের সৃষ্টিকর্তা মাসুদ আজহার বেঁচে আছেন। আন্তর্জাতিক চাপে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে পাক সরকার, আশঙ্কা জইশের।

আরও পড়ুনঃ সার্জিক্যাল স্ট্রাইকে মাসুদ আজহারকেও কি উড়িয়ে দিয়েছে ভারতীয় বায়ুসেনা

ইমরান খান সরকার তাদের প্রশিক্ষন শিবির বন্ধ করে দিতে পারে। বন্ধ করে দিতে পারে তাদের মাদ্রাসাগুলি আটক করতে পারে জইশ নেতাদের। এমনটাই আশঙ্কা করেছে জইশ ই মহম্মদ জঙ্গি প্রধানরা। প্রবল আন্তর্জাতিক চাপে তাদের বিরুদ্ধে বড় কোন ব্যবস্থা নিতে পারে পাক সরকার, এমনটাই আশঙ্কা জইশের। এরপরেই নোটিশ জারি করে তৈরি থাকার নির্দেশ দেওয়া হয়েছে তাদের জঙ্গিদের। পাকিস্তান থেকে সীমান্ত পেরিয়ে আফগানিস্তান বা অন্য কোন ইসলামিক রাষ্ট্রে পালাতে হতে পারে বলেই সতর্ক করা হয়েছে এই নোটিশে।

Exclusive পাকিস্তান থেকে পালানোর জন্য তৈরি থাকুন জঙ্গিদের জানাল জইশ/The News বাংলা
Exclusive পাকিস্তান থেকে পালানোর জন্য তৈরি থাকুন জঙ্গিদের জানাল জইশ/The News বাংলা

পাকিস্তান আন্তর্জাতিক দুনিয়ার চাপে বিপর্যস্ত। নিজের গদি বজায় রাখতে যে কোন মুহূর্তে ইমরান খানের সরকার ভোল বদলাতে পারে। সাবধান থাকুন, তৈরি থাকুন। যে কোন সময় আমাদের পাকিস্তান ছেড়ে পালাতে হতে পারে। রবিবার সন্ধ্যায় নিজেদের জঙ্গি ক্যাডারদের নোটিশ জারি করে সতর্ক করল জইশ ই মহম্মদ জঙ্গি কর্তারা। সেই সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে, তাদের সর্বময় নেতা মাসুদ আজহার বহাল তবিয়তে বেঁচে আছেন।

আরও পড়ুনঃ ভারতের সার্জিক্যাল স্ট্রাইকে খতম জইশ জঙ্গি ও ডেরা স্বীকার মাসুদ ভাইয়ের

এদিকে, ভারতের বিমান হানায় বা দ্বিতীয় সার্জিক্যাল স্ট্রাইকে খতম জইশ জঙ্গি ডেরা ও জইশ জঙ্গিরা, স্বীকার করে নিল জইশ ই মহম্মদ সৃষ্টিকর্তা মাসুদ আজহারের ভাই। তছনছ মাসুদ-সাম্রাজ্য, খতম ভাই ইব্রহিম, শ্যালক ইউসুফ সহ শীর্ষ জইশ নেতারা। এবার প্রমান দিল মাসুদ আজহারের ভাই মৌলনা আম্মর। পাকিস্তানে এক জনসভায় স্বীকার করে নিয়েছে মহম্মদ আম্মর। যে নিজেও টার্গেটে ছিল কিন্তু ঐসময় না থাকায় বরাত জোরে বেঁচে যায়।

আরও পড়ুনঃ ইমরান খানকে ভারতের পরমাণু অস্ত্র হুমকি দিলেন আসাদউদ্দিন ওয়েসি

পাকিস্তানে থাকা ইতালির সাংবাদিক ফ্রান্সিকা মারিনো পরিষ্কার জানিয়ে দিয়েছেন, “ভারতের বায়ুসেনা জইশ ই মহম্মদের একটি বড় জঙ্গি ট্রেনিং ক্যাম্প গুঁড়িয়ে দিয়েছে”। ইতালির সাংবাদিক ফ্রান্সিকা মারিনো জানিয়েছেন, তিনি ওইদিন বালাকোটের ওই অঞ্চলে গিয়েছিলেন। যে ক্যাম্পে বোমা ফেলেছিল ভারত সেখান থেকে অনেক জঙ্গির লাশ বের করা হয়েছে।

আরও পড়ুনঃ স্টাইল থেকে ফ্যাশন সবেতেই এখন অভিনন্দনের ছোঁয়া

সাংবাদিক ফ্রান্সিকা মারিনো জানিয়েছেন, ঘটনার পর পাক সেনা গোটা এলাকা ঘিরে রেখেছিল কাউকে সেখানে ঢুকতে দেয়নি। যারা ফটো তোলার চেষ্টা করে তাদের সবার মোবাইল কেড়ে নেওয়া হয়। তিনি জানিয়েছেন ওখান থেকেই ৫০ টি মৃতদেহ সরান হয়। তাঁর কাছে ভিডিও আছে বলেও দাবি করেছেন ওই সাংবাদিক।

আরও পড়ুনঃ কাশ্মীরে লড়ছে মরছে সেনা আর তাঁদের নিয়ে চলছে মুনাফার মারপিট

এইসঙ্গে হামলায় খতম হয়েছে মাসুদ আজহারের ভাই ইব্রাহিম আজহার। ইব্রাহিম কান্দাহার বিমান অপহরণের সঙ্গে যুক্ত ছিল। পাশাপাশি নিহত হয়েছে মাসুদের শ্যলাক ইউসুফ আজহার সইফ। সব মিলিয়ে মঙ্গলবার ভোর রাতের হামলায় ৩০০ জঙ্গি নিহত হয়েছে বলে যে দাবি করা হচ্ছিল তা সত্যি বলেই প্রমাণ হচ্ছে।

আরও পড়ুনঃ ম্যাডাম খুব তাড়াতাড়ি যুদ্ধ বিমানে বসতে চাই, নির্মলাকে অভিনন্দন

এদিকে রবিবারই খবর ছড়িয়ে পরে, বিমান হানার সময় ওই ক্যাম্পেই ছিলেন ভারতের ‘মোস্ট ওয়ান্টেড জঙ্গি’ মাসুদ আজাহার। মাসুদকেও ওই ক্যাম্পের সঙ্গেই উরিয়ে দিয়েছে ভারত, এমনটাই মনে করা হচ্ছে। যাকে বলে ‘প্রাইজ ক্যাচ’। বিমান হানার বোনাস। গত দুদিন ধরেই পাকিস্তান বলে চলেছে কিডনির সমস্যায় পাক সেনা হাসপাতালে ভর্তি মাসুদ আজাহার। কিন্তু মনে করা হচ্ছে, মাসুদ আজাহার ইতিমধ্যেই খতম হয়েছে ভারতের বিমান বাহিনীর সার্জিক্যাল স্ট্রাইকে।

আরও পড়ুনঃ পাকিস্তান ছাড়ার আগে অভিনন্দন বর্তমানের পাশে ভদ্রমহিলা কে

এই খবর ছড়িয়ে পরার পরেই জইশ ই মহম্মদ জঙ্গি প্রধানদের তরফ থেকে ঘোষণা করা হয়েছে, দলের সৃষ্টিকর্তা মাসুদ আজহার বেঁচে আছেন। এই খবর জানানোর সঙ্গে সঙ্গেই রবিবার সন্ধ্যায় নিজেদের জঙ্গি ক্যাডারদের নোটিশ জারি করে সতর্ক করল জইশ ই মহম্মদ জঙ্গি কর্তারা। যে কোন সময় পাকিস্তান ছেড়ে পালাতে হতে পারে, জানান হয়েছে সতর্ক বার্তায়।

আরও পড়ুনঃ জওয়ানদের হত্যার ভয়ঙ্কর ষড়যন্ত্র পাক আইএসআইয়ের
আরও পড়ুনঃ ভারতীয় বায়ুসেনা অভিনন্দনের স্ত্রী সাজিয়ে নোংরা রাজনীতি মোদী বিরোধীদের
আরও পড়ুনঃ ভারতকে হেয় করতে পাকিস্তানের মিথ্যা দাবিতে বেঘোরে প্রাণ গেল পাক পাইলটের

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
ইমরান খানকে ভারতের পরমাণু অস্ত্র হুমকি দিলেন আসাদউদ্দিন ওয়েসি https://thenewsbangla.com/asaduddin-owaisi-slams-imran-khan-for-playing-nuclear-muslim-cards/ Sun, 03 Mar 2019 13:50:07 +0000 https://www.thenewsbangla.com/?p=7390 ভারতের কি পরমানু অস্ত্র নেই? ইমরানকে তোপ দেগে মন্তব্য আসাদউদ্দিন ওয়েসির। এই প্রথমবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ভারতের পরমাণু অস্ত্র হুমকি দিলেন অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলেমিন এর সুপ্রিমো আসাদউদ্দিন ওয়েসি।

আরও পড়ুনঃ সার্জিক্যাল স্ট্রাইকে মাসুদ আজহারকেও কি উড়িয়ে দিয়েছে ভারতীয় বায়ুসেনা

পুলওয়ামায় সেনা কনভয়ে জইশ ই মহম্মদ জঙ্গিদের হামলার পরিপ্রেক্ষিতে ইমরান খানকে তুলধনা করলেন অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলেমিন এর সুপ্রিমো আসাদউদ্দিন ওয়েসি। ইমরান ভারতকে নিজেদের পরমাণু অস্ত্রের হুমকি দিয়েছিলেন। তার জবাবেই এই হুমকি ফিরিয়ে দিলেন ভারতের বিতর্কিত নেতা ওয়েসি।

আরও পড়ুনঃ ভারতের সার্জিক্যাল স্ট্রাইকে খতম জইশ জঙ্গি ও ডেরা স্বীকার মাসুদ ভাইয়ের

হায়দ্রাবাদের এক জনসভায় ওয়েসি এই বক্তৃতা রাখেন। সেখানেই তার বক্তব্যে উঠে আসে পুলওয়ামা ইস্যু। সেনাদের সুরক্ষার পরিপ্রেক্ষিতে তিনি নরেন্দ্র মোদী সরকারকে নিশানা করে প্রশ্ন রাখেন, “কিভাবে এতো বিপুল পরিমাণ অস্ত্র সন্ত্রাসবাদীদের হাতে এলো?” গোয়েন্দাদের আগাম সতর্ক সংকেত থাকা সত্ত্বেও কেনো সেনাদের সুরক্ষা দিতে ব্যর্থ হলো সরকার? এই সকল বিষয়ে কেন্দ্রীয় সরকারের কাছে তিনি জবাবদিহি চেয়েছেন।

আরও পড়ুনঃ স্টাইল থেকে ফ্যাশন সবেতেই এখন অভিনন্দনের ছোঁয়া

তবে পাকিস্তানের ভেতরে ঢুকে ভারতের বায়ুসেনার সার্জিক্যাল স্ট্রাইকের ঘটনাকে ওয়েসি সমর্থন করেন। পাক বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশির সার্জিক্যাল স্ট্রাইকের প্রমান চাওয়াকেও কটাক্ষ করেন তিনি। পাক বিদেশমন্ত্রী নিজের দেশের চেয়ে জঙ্গিদের নিয়ে বেশি উদ্বিগ্ন বলেই ব্যঙ্গ করেন তিনি।

আরও পড়ুনঃ কাশ্মীরে লড়ছে মরছে সেনা আর তাঁদের নিয়ে চলছে মুনাফার মারপিট

এদিকে ইমরান খানকে নিশানা করে তাঁর বিরুদ্ধে সাম্প্রদায়িক রাজনীতি করার অভিযোগ তোলেন ওয়েসি। ইমরানকে ভারতের বিষয়ে মুসলিম তাস নিয়ে খেলা বন্ধেরও হুশিয়ারি দেন ওয়েসি। তিনি ইমরানকে ভারতের মুসলিমদের ব্যাপারে নাক না গলিয়ে পাকিস্তানের লস্কর ও জইশ জঙ্গিদের ব্যাপারে সতর্ক হবার পরামর্শ দেন।

আরও পড়ুনঃ ম্যাডাম খুব তাড়াতাড়ি যুদ্ধ বিমানে বসতে চাই, নির্মলাকে অভিনন্দন

জঙ্গিরা ধর্মীয় ভাবাবেগ কাজে লাগিয়ে সন্ত্রাসবাদ ছড়াচ্ছে। ইসলাম ধর্ম এই ধরনের কাজকে সমর্থন করে না বলেও তিনি মন্তব্য করেন। ইসলামের নামে সন্ত্রাস ছড়ানোর জন্য পাকিস্তানকে তোপ দাগেন তিনি। ধর্মের নামে মানুষকে ভুল বুঝিয়ে সন্ত্রাসবাদ ছড়াচ্ছে জঙ্গিরা আর পাকিস্তান তাতে মদত দিচ্ছে বলেই জানিয়ে দেন তিনি।

আরও পড়ুনঃ পাকিস্তানে ভারতের বিমানহানার সময় জন্ম নবজাতকের নাম মিরাজ

পরমানু শক্তিধর রাষ্ট্র হবার দরুন পাকিস্তানকে কটাক্ষ করে তিনি বলেন, ভারতকে পরমাণু অস্ত্রের ভয় দেখিয়ে লাভ নেই৷ এক ধাপ আরও এগিয়ে তিনি বলেন, ভারত নিজেই পরমানু শক্তিধর রাষ্ট্র। তাই পাকিস্তানের হুমকিতে ভারত ভয় পায় না। তিনি পরিস্কার বলেন, ইমরানের জানা উচিত, ভারতের হাতেও পরমাণু অস্ত্র আছে। তাই ভারতকে পরমাণু অস্ত্রর ভয় দেখিয়ে লাভ নেই।

আরও পড়ুনঃ পাকিস্তান ছাড়ার আগে অভিনন্দন বর্তমানের পাশে ভদ্রমহিলা কে
আরও পড়ুনঃ জওয়ানদের হত্যার ভয়ঙ্কর ষড়যন্ত্র পাক আইএসআইয়ের
আরও পড়ুনঃ ভারতীয় বায়ুসেনা অভিনন্দনের স্ত্রী সাজিয়ে নোংরা রাজনীতি মোদী বিরোধীদের
আরও পড়ুনঃ ভারতকে হেয় করতে পাকিস্তানের মিথ্যা দাবিতে বেঘোরে প্রাণ গেল পাক পাইলটের

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
স্টাইল থেকে ফ্যাশন সবেতেই এখন অভিনন্দনের ছোঁয়া https://thenewsbangla.com/abhinandan-varthaman-everywhere-from-fashion-to-style-for-indian-young-generation/ Sun, 03 Mar 2019 11:47:35 +0000 https://www.thenewsbangla.com/?p=7377 স্টাইল থেকে ফ্যাশন, পোশাকে নাম লেখা থেকে বিরাপ্পন গোঁফ, সবেতেই এখন অভিনন্দনের ছোঁয়া। বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনিকে সরিয়ে জাতীয় নায়ক এখন একজনই, ভারতীয় বিমান বাহিনীর উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমান।

আরও পড়ুনঃ ভারতের সার্জিক্যাল স্ট্রাইকে খতম জইশ জঙ্গি ও ডেরা স্বীকার মাসুদ ভাইয়ের

এই মুহূর্তে দেশের সবথেকে চর্চার বিষয় বায়ুসেনা কম্যান্ডারের পাকিস্তান থেকে ভারতে প্রত্যাবর্তন। পুলওয়ামায় জঙ্গি হানার পর একের পর এক ঘটনার ঘনঘটায় দেশবাসী কখনও উৎকন্ঠায় কাটিয়েছেন, আবার কখনও উচ্ছ্বাসে ভেসে গিয়েছেন। আর সব খবরের কেন্দ্রে এখন একজনই, ভারতীয় বিমান বাহিনীর উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমান।

আরও পড়ুনঃ কাশ্মীরে লড়ছে মরছে সেনা আর তাঁদের নিয়ে চলছে মুনাফার মারপিট

স্টাইল থেকে ফ্যাশন সবেতেই এখন অভিনন্দনের ছোঁয়া/The News বাংলা
স্টাইল থেকে ফ্যাশন সবেতেই এখন অভিনন্দনের ছোঁয়া/The News বাংলা

পুলওয়ামায় সন্ত্রাসবাদী হানার পর যখন দেশবাসীর ক্ষোভ বাড়ছিল, তখনই ঠিক ১২ দিনের মাথায় ২৬ ফেব্রুয়ারী ভারতীয় বায়ুসেনার সার্জিক্যাল স্ট্রাইকের ফলে দেশবাসী আনন্দ উচ্ছ্বাসের বহিঃপ্রকাশ ঘটান। ঠিক ১ দিন বাদেই কম্যান্ডারকে পাকিস্তানি সেনারা পাকড়াও করার পর দেশবাসী দেখেছেন অভিনন্দনের বিক্রম। কীভাবে সদর্পে পাকিস্তানের মাটিতে মেরুদণ্ড সোজা রেখে জবাব দিয়েছেন, তাতে আপ্লুত ও গর্বিত ভারতবাসী।

আরও পড়ুনঃ সার্জিক্যাল স্ট্রাইকে মাসুদ আজহারকেও কি উড়িয়ে দিয়েছে ভারতীয় বায়ুসেনা

আর এই গৌরবগাঁথাই এবার স্থান পাচ্ছে জনসাধারণের স্টাইল থেকে ফ্যাশনে। বায়ুসেনা কমান্ডার অভিনন্দনের গোঁফের কাটিংয়ে মজেছে দেশের যুবকরা। রীতিমতো নতুন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে এই গোঁফের স্টাইল রাখা। যে গোঁফের কারনে বন্ধুমহলে অভিনন্দন বর্তমানের নাম বিরাপ্পন।

আরও পড়ুনঃ ম্যাডাম খুব তাড়াতাড়ি যুদ্ধ বিমানে বসতে চাই, নির্মলাকে অভিনন্দন

এদিকে পুলওয়ামা হামলা, সার্জিক্যাল স্ট্রাইক থেকে অভিনন্দন। এই সব কিছুকেই স্থান দিয়ে শাড়ি তৈরি করছেন শাড়ি ব্যবসায়ীরা। শাড়িতে ছবির আকারে স্থান পেয়েছে এই সমস্ত ঘটনাই। আর হট কেকের মত বিকোচ্ছে সেই যুদ্ধ শাড়ি।

আরও পড়ুনঃ পাকিস্তানে ভারতের বিমানহানার সময় জন্ম নবজাতকের নাম মিরাজ

স্টাইল থেকে ফ্যাশন সবেতেই এখন অভিনন্দনের ছোঁয়া/The News বাংলা
স্টাইল থেকে ফ্যাশন সবেতেই এখন অভিনন্দনের ছোঁয়া/The News বাংলা

সামনেই আসন্ন লোকসভা নির্বাচন। ভোটের মুখে সব দলের তরফেই দলিয় প্রতীক সম্বলিত শাড়ি, টি শার্ট, টুপি ইত্যাদি বের করা হয়। ভোটের মরশুমে এগুলোর চাহিদাও বেশ ভালো রকমের হয়। কিন্তু এবার তার আগে এই সময়ে দেশের সবচেয়ে বেশি আলোচিত বিষয়কে কেন্দ্র করে তা থেকে মুনাফা তৈরি করার হিড়িক পড়েছে ব্যবসায়ীদের মধ্যে। আর তাতেও ভালো সাড়া মিলছে আমজনতার।

আরও পড়ুনঃ পাকিস্তান ছাড়ার আগে অভিনন্দন বর্তমানের পাশে ভদ্রমহিলা কে

এদিকে নবজাতক শিশুদের নাম অভিনন্দন রাখারও হিড়িক পড়েছে। যেভাবে অভিনন্দন পাকিস্তানে দাঁড়িয়ে নিজের দেশের সম্মান রক্ষা করেছেন, তাতে মা বাবারাও অভিনন্দনের নামে সন্তানের নামকরন করে গর্ববোধ করছেন।

আরও পড়ুনঃ ভারতকে হেয় করতে পাকিস্তানের মিথ্যা দাবিতে বেঘোরে প্রাণ গেল পাক পাইলটের

বলার অপেক্ষা রাখেনা, পুরোনো মিগ নিয়ে পাকিস্তানের অত্যাধুনিক এফ ১৬ গুলি করে নামানো থেকে শুরু করে ধরা পরার পর পাকিস্তানের মাটিয়ে মাথা উঁচু করে যে বিক্রম তিনি দেখিয়েছেন, তাতে এই মুহূর্তে দেশের অন্যতম বড় আইকন যে অভিনন্দন বর্তমান, তা নিঃসন্দেহে বলাই যায়।

আরও পড়ুনঃ জওয়ানদের হত্যার ভয়ঙ্কর ষড়যন্ত্র পাক আইএসআইয়ের
আরও পড়ুনঃ ভারতকে সাইকোলজিক্যাল ব্ল্যাকমেল, মুখ ও মুখোশের আড়ালে পাকিস্তান
আরও পড়ুনঃ ভারতীয় বায়ুসেনা অভিনন্দনের স্ত্রী সাজিয়ে নোংরা রাজনীতি মোদী বিরোধীদের
আরও পড়ুনঃ পাকিস্তানে ভারতীয় সেনার সাহস ও বীরত্ব দেখিয়ে দেশে ফিরলেন অভিনন্দন
আরও পড়ুনঃ যা হয়েছে তা ট্রেলার, আসল ফিল্ম এখনও বাকি বললেন নরেন্দ্র মোদী

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
ভারতের সার্জিক্যাল স্ট্রাইকে খতম জইশ জঙ্গি ও ডেরা স্বীকার মাসুদ ভাইয়ের https://thenewsbangla.com/jaish-e-mohammed-terrorists-killed-camp-destroyed-in-surgical-strike-2/ Sun, 03 Mar 2019 10:46:04 +0000 https://www.thenewsbangla.com/?p=7383 ভারতের বিমান হানায় বা দ্বিতীয় সার্জিক্যাল স্ট্রাইকে খতম জইশ জঙ্গি ডেরা ও জইশ জঙ্গিরা, স্বীকার করে নিল জইশ ই মহম্মদ সৃষ্টিকর্তা মাসুদ আজহারের ভাইয়ের। তছনছ মাসুদ-সাম্রাজ্য, খতম ভাই ইব্রহিম, শ্যালক ইউসুফ সহ শীর্ষ জইশ নেতারা। এবার প্রমান দিল মাসুদ আজহারের ভাই মৌলনা আম্মর। পাকিস্তানে এক জনসভায় স্বীকার করে নিয়েছে মহম্মদ আম্মর। যে নিজেও টার্গেটে ছিল কিন্তু ঐসময় না থাকায় বরাত জোরে বেঁচে যায়।

আরও পড়ুনঃ সার্জিক্যাল স্ট্রাইকে মাসুদ আজহারকেও কি উড়িয়ে দিয়েছে ভারতীয় বায়ুসেনা

পাকিস্তানে থাকা ইতালির সাংবাদিক ফ্রান্সিকা মারিনো পরিষ্কার জানিয়ে দিয়েছেন, “ভারতের বায়ুসেনা জইশ ই মহম্মদের একটি বড় জঙ্গি ট্রেনিং ক্যাম্প গুঁড়িয়ে দিয়েছে”। ইতালির সাংবাদিক ফ্রান্সিকা মারিনো জানিয়েছেন, তিনি ওইদিন বালাকোটের ওই অঞ্চলে গিয়েছিলেন। যে ক্যাম্পে বোমা ফেলেছিল ভারত সেখান থেকে অনেক জঙ্গির লাশ বের করা হয়েছে।

আরও পড়ুনঃ ম্যাডাম খুব তাড়াতাড়ি যুদ্ধ বিমানে বসতে চাই, নির্মলাকে অভিনন্দন

সাংবাদিক ফ্রান্সিকা মারিনো জানিয়েছেন, ঘটনার পর পাক সেনা গোটা এলাকা ঘিরে রেখেছিল কাউকে সেখানে ঢুকতে দেয়নি। যারা ফটো তোলার চেষ্টা করে তাদের সবার মোবাইল কেড়ে নেওয়া হয়। তিনি জানিয়েছেন ওখান থেকেই ৫০ টি মৃতদেহ সরান হয়। তাঁর কাছে ভিডিও আছে বলেও দাবি করেছেন ওই সাংবাদিক।

আরও পড়ুনঃ পাকিস্তান ছাড়ার আগে অভিনন্দন বর্তমানের পাশে ভদ্রমহিলা কে

গত মঙ্গলবার ভোর ৩.৩০ এ শুরু হয় অপারেশন। ভোর সাড়ে তিনটেয় ভারতীয় বায়ুসেনার হিন্ডন এয়ারবেস থেকে আকাশে ওড়ে ১২টি মিরাজ ২০০০ জঙ্গিবিমান পাকিস্তানের বালাকোট এ প্রথম হামলা করে বিমান বাহিনী ভোর ৩.৪৫-৩.৫৩ এর মধ্যে। মুজাফরাবাদ এ ৩.৪৮-৩.৫৫। ও চাকোটিতে বোমা ফেলে ৩.৫৮ থেকে ৪.০৪ এর মধ্যে। ১৯ মিনিটের অপারেশনে সম্পূর্ণ বিধ্বস্ত সীমান্ত পাড়ের পাক জঙ্গি ঘাঁটিগুলি। দাবি করা হয় মৃত্যু হয়েছে ৩০০ থেকে ৩৫০ জঙ্গির। এই অপারেশনে জইশ ই মহম্মদ জঙ্গি গোষ্ঠীর কোমড় ভেঙ্গে গেছে, ভারতীয় বিমান বাহিনী সুত্রে এমনটাই জানান হয়।

আরও পড়ুনঃ ভারতকে হেয় করতে পাকিস্তানের মিথ্যা দাবিতে বেঘোরে প্রাণ গেল পাক পাইলটের

ভারতের তরফে দাবি করা হয়, দ্বিতীয় সার্জিক্যাল স্ট্রাইকে তছনছ জঙ্গি সম্রাট মাসুদের সাম্রাজ্য। ধীরে ধীরে প্রকাশ্যে আসছে সীমান্ত পেরিয়ে বায়ুসেনার গত মঙ্গলবারের অপরেশনের সাফল্য। সূত্রের খবর, সেনার লক্ষ্য ছিল ২ শীর্ষ জঙ্গি নেতা। জানা গিয়েছে, মঙ্গলবার ভোর রাতের হামলায় বায়ুসেনার আক্রমণে নিকেশ করা গেছে কাশ্মীরের জইশ প্রধান মুফতি আজহার খানকে।

আরও পড়ুনঃ জওয়ানদের হত্যার ভয়ঙ্কর ষড়যন্ত্র পাক আইএসআইয়ের

এইসঙ্গে হামলায় খতম হয়েছে মাসুদ আজহারের ভাই ইব্রাহিম আজহার। ইব্রাহিম কান্দাহার বিমান অপহরণের সঙ্গে যুক্ত ছিল। পাশাপাশি নিহত হয়েছে মাসুদের শ্যলাক ইউসুফ আজহার সইফ। সব মিলিয়ে মঙ্গলবার ভোর রাতের হামলায় ৩০০ জঙ্গি নিহত হয়েছে বলে যে দাবি করা হচ্ছিল তা সত্যি বলেই প্রমাণ হচ্ছে।

আরও পড়ুনঃ ভারতকে সাইকোলজিক্যাল ব্ল্যাকমেল, মুখ ও মুখোশের আড়ালে পাকিস্তান

ভারতীয় সেনাদের টার্গেটে ছিল জইশের অন্যতম নেতা মুফতি আজহার খান, যে কাশ্মীরের অপারেশনাল মাথা হিসাবে কাজ করত। ছিল জইশের মাথা মাসুদ আজহারের বড় ভাই ইব্রাহিম আজহার। এই ইব্রাহিম আজহারই কান্দাহারের বিমান হাইজ্যাকের সাথে যুক্ত ছিল। এছাড়াও তালিকায় ছিল মৌলানা আম্মর, যার দায়িত্বে চিল কাশ্মীর ও আফগানিস্তান। আর ছিল প্রিপারেশন উইংয়ের হেড মাসুদ হাজহারের আরেক ভাই মৌলানা তালহা সইফ। ভারতীয় বায়ুসেনার অতর্কিত এই হামলায় রীতিমত কোমর ভেঙে যায় জইশের।

আরও পড়ুনঃ ভারতীয় বায়ুসেনা অভিনন্দনের স্ত্রী সাজিয়ে নোংরা রাজনীতি মোদী বিরোধীদের

আকাশ থেকে ছোঁড়া একের পর এক বোমার আঘাতে দাঁড়াতেই পারেনি জঙ্গিরা। নিখুঁত লক্ষ্যভেদ করে মিরাজ ২০০০ বিমান থেকে লেজার গাইডেড বোমা। সেই বোমার আঘাতেই মাসুদ আজাহারের ২ ভাই ও শালার মৃত্যু হয়েছে বলে খবর। মৃত্যু হয়েছে মাসুদ আজাহারের ভাই তলহা সইদ, ইব্রাহিম আজহারের, মৃত্যু হয়েছে কাশ্মীরে জইশের প্রধান আজহার খান ও উমর নামে এক জঙ্গি। এছাড়াও মারা যায় অনেক প্রাক্তন পাক সেনা কর্তা ও আইএসআই কর্তা যারা জঙ্গিদের ট্রেনিং দিতে আসত।

আরও পড়ুনঃ কাশ্মীরে লড়ছে মরছে সেনা আর তাঁদের নিয়ে চলছে মুনাফার মারপিট

এদের মধ্যে বিমান হানার পর একমাত্র মৌলানা আম্মরকেই দেখা গেছে পাকিস্তানে। এমনকি তারপর থেকেই দেখা যায়নি জইশ-এ-মহম্মদ প্রধান মাসুদ আজহারকেও। জানান হয়েছে, কিডনির সমস্যায় ভুগছে জইশ-এ-মহম্মদ প্রধান মাসুদ আজহার। পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে সেনা হাসপাতালে আজহারের ডায়ালিসিস চলছে।

আরও পড়ুনঃ পাকিস্তানে ভারতের বিমানহানার সময় জন্ম নবজাতকের নাম মিরাজ

মাসুদ আজহার ‘মারাত্মক অসুস্থ’, একথা শুক্রবার জানান পাক বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি। সিএনএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে কুরেশি বলেছেন, ‘পাকিস্তানে রয়েছে আজহার। মাসুদ আজহার এতটাই অসুস্থ যে, সে বাড়ি থেকে বেরোতে পারছে না’। কিন্তু তাকে কেউ দেখেনি।

আরও পড়ুনঃ পাকিস্তানে ভারতীয় সেনার সাহস ও বীরত্ব দেখিয়ে দেশে ফিরলেন অভিনন্দন

এবার মনে করা হচ্ছে, বিমান হানার সময় ওই ক্যাম্পেই ছিলেন ভারতের ‘মোস্ট ওয়ান্টেড জঙ্গি’ মাসুদ আজাহার। মাসুদকেও ওই ক্যাম্পের সঙ্গেই উরিয়ে দিয়েছে ভারত, এমনটাই মনে করা হচ্ছে। যাকে বলে ‘প্রাইজ ক্যাচ’। বিমান হানার বোনাস। গত দুদিন ধরেই পাকিস্তান বলে চলেছে কিডনির সমস্যায় পাক সেনা হাসপাতালে ভর্তি মাসুদ আজাহার। কিন্তু মনে করা হচ্ছে, মাসুদ আজাহার ইতিমধ্যেই খতম হয়েছে ভারতের বিমান বাহিনীর সার্জিক্যাল স্ট্রাইকে।

আরও পড়ুনঃ যা হয়েছে তা ট্রেলার, আসল ফিল্ম এখনও বাকি বললেন নরেন্দ্র মোদী

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
সার্জিক্যাল স্ট্রাইকে মাসুদ আজহারকেও কি উড়িয়ে দিয়েছে ভারতীয় বায়ুসেনা https://thenewsbangla.com/indian-air-force-has-killed-masood-azhar-with-terrorists-in-the-surgical-strike/ Sun, 03 Mar 2019 09:00:08 +0000 https://www.thenewsbangla.com/?p=7378 বড় প্রশ্ন উঠছে? আরও বড় সাফল্য কি লুকিয়ে রয়েছে ভারতের জন্য? সেরকমটাই এখন মনে করা হচ্ছে। গত মঙ্গলবার সার্জিক্যাল স্ট্রাইকে মাসুদ আজাহারকেও কি উড়িয়ে দিয়েছে ভারতীয় বায়ুসেনা? দেশি বিদেশি বেশ কিছু সংবাদমাধ্যমের সাংবাদিকরা রবিবার সেরকমই বলছেন। এই নিয়ে গোপনিয়তা নিয়েছে পাকিস্তান প্রশাসনও। তাদের দাবি কিডনির অসুখ নিয়ে পাক সেনা হাসপাতালে ভর্তি ভারতের ‘মোস্ট ওয়ান্টেড জঙ্গি’ মাসুদ আজাহার।

আরও পড়ুনঃ পাকিস্তান ছাড়ার আগে অভিনন্দন বর্তমানের পাশে ভদ্রমহিলা কে

গত মঙ্গলবার ভোর ৩.৩০ এ শুরু হয় অপারেশন। ভোর সাড়ে তিনটেয় ভারতীয় বায়ুসেনার হিন্ডন এয়ারবেস থেকে আকাশে ওড়ে ১২টি মিরাজ ২০০০ জঙ্গিবিমান পাকিস্তানের বালাকোট এ প্রথম হামলা করে বিমান বাহিনী ভোর ৩.৪৫-৩.৫৩ এর মধ্যে। মুজাফরাবাদ এ ৩.৪৮-৩.৫৫। ও চাকোটিতে বোমা ফেলে ৩.৫৮ থেকে ৪.০৪ এর মধ্যে। ১৯ মিনিটের অপারেশনে সম্পূর্ণ বিধ্বস্ত সীমান্ত পাড়ের পাক জঙ্গি ঘাঁটিগুলি। দাবি করা হয় মৃত্যু হয়েছে ৩০০ থেকে ৩৫০ জঙ্গির। এই অপারেশনে জইশ ই মহম্মদ জঙ্গি গোষ্ঠীর কোমড় ভেঙ্গে গেছে, ভারতীয় বিমান বাহিনী সুত্রে এমনটাই জানান হয়।

আরও পড়ুনঃ ভারতকে হেয় করতে পাকিস্তানের মিথ্যা দাবিতে বেঘোরে প্রাণ গেল পাক পাইলটের

এর মধ্যে আছে বালাকোটে একটি জইশ ই মহম্মদের বড় জঙ্গি ট্রেনিং ক্যাম্প। সেটি ধুলোয় মিশিয়ে দিয়েছে ভারতীয় বিমান বাহিনী। সেখানে ২৫০র উপর জঙ্গি নিকেশ হয়েছে বলেই জানা গেছে। জানা গিয়েছে, বালকোট সেক্টরে পাকিস্তানে জঙ্গিদের কন্ট্রোল রুম গুঁড়িয়ে দিয়েছে ভারত। এছাড়াও একাধিক জঙ্গি শিবিরে চরম প্রত্যাঘাত এনেছে ভারতীয় বায়ুসেনা। বালাকোটে এই ক্যাম্প থেকেই ভারতে পাক জঙ্গিদের নিয়ন্ত্রন করত জইশ ই মহম্মদ কর্তারা। ভারতের সার্জিক্যাল স্ট্রাইক এ শেষ হয়ে যায় সব।

আরও পড়ুনঃ জওয়ানদের হত্যার ভয়ঙ্কর ষড়যন্ত্র পাক আইএসআইয়ের

তারপর থেকেই পাকিস্তানের তরফ থেকে দাবি করা হয় ফাঁকা মাঠে বোমা ফেলেছে ভারত। কিন্তু ভারতীয় বিমান বাহিনীর তরফ থেকে জানিয়ে দেওয়া হয় ঠিক জায়গায় ‘হিট’ করেছে ভারতীয় বিমান। পাকিস্তানে থাকা ইতালির সাংবাদিক ফ্রান্সিকা মারিনো পরিষ্কার জানিয়ে দিয়েছেন, “ভারতের বায়ুসেনা জইশ ই মহম্মদের একটি বড় জঙ্গি ট্রেনিং ক্যাম্প গুঁড়িয়ে দিয়েছে”।

আরও পড়ুনঃ ভারতকে সাইকোলজিক্যাল ব্ল্যাকমেল, মুখ ও মুখোশের আড়ালে পাকিস্তান

ইতালির সাংবাদিক ফ্রান্সিকা মারিনো জানিয়েছেন, তিনি ওইদিন বালাকোটের ওই অঞ্চলে গিয়েছিলেন। যে ক্যাম্পে বোমা ফেলেছিল ভারত সেখান থেকে অনেক জঙ্গির লাশ বের করা হয়েছে। ঘটনার পর পাক সেনা গোটা এলাকা ঘিরে রেখেছিল কাউকে সেখানে ঢুকতে দেয়নি। যারা ফটো তোলার চেষ্টা করে তাদের সবার মোবাইল কেড়ে নেওয়া হয়।

আরও পড়ুনঃ ভারতীয় বায়ুসেনা অভিনন্দনের স্ত্রী সাজিয়ে নোংরা রাজনীতি মোদী বিরোধীদের

এবার মনে করা হচ্ছে, বিমান হানার সময় ওই ক্যাম্পেই ছিলেন ভারতের ‘মোস্ট ওয়ান্টেড জঙ্গি’ মাসুদ আজাহার। মাসুদকেও ওই ক্যাম্পের সঙ্গেই উরিয়ে দিয়েছে ভারত, এমনটাই মনে করা হচ্ছে। যাকে বলে ‘প্রাইজ ক্যাচ’। বিমান হানার বোনাস। গত দুদিন ধরেই পাকিস্তান বলে চলেছে কিডনির সমস্যায় পাক সেনা হাসপাতালে ভর্তি মাসুদ আজাহার। কিন্তু মনে করা হচ্ছে, মাসুদ আজাহার ইতিমধ্যেই খতম হয়েছে ভারতের বিমান বাহিনীর সার্জিক্যাল স্ট্রাইকে।

আরও পড়ুনঃ কাশ্মীরে লড়ছে মরছে সেনা আর তাঁদের নিয়ে চলছে মুনাফার মারপিট

আসলে গত মঙ্গলবার ভোরের সার্জিক্যাল স্ট্রাইকেই খতম হয়ে গেছে ভারতের ‘মোস্ট ওয়ান্টেড জঙ্গি’ মাসুদ আজাহার। জঙ্গিদের মনোবল নষ্ট হয়ে যাবে আর ভারতের কাছে এইভাবে ল্যাজেগোবরে হবার কথা প্রকাশ্যে এলে গোটা ভারতেই ছড়িয়ে থাকা পাক জঙ্গিরা ভয় পেয়ে যাবে, তাই এই ঘটনা প্রকাশ্যে আনা হচ্ছে না। তবে স্যাটেলাইট ছবিতে প্রমাণ হয়ে গেছে যে জইশ ই মহম্মদের একটি বড় জঙ্গি ট্রেনিং ক্যাম্প সম্পূর্ণ গুঁড়িয়ে গেছে যেখানে অনেক জঙ্গির মৃত্যু হয়েছে।

আরও পড়ুনঃ পাকিস্তানে ভারতীয় সেনার সাহস ও বীরত্ব দেখিয়ে দেশে ফিরলেন অভিনন্দন

এখন ভারতের ‘মোস্ট ওয়ান্টেড জঙ্গি’ মাসুদ আজাহার এই হামলায় মারা গেছে কি যায়নি সেটা কয়েকদিন পরেই জানা যাবে। ঘটনা সত্যি হলে দুদিন পরই পাকিস্তান ঘোষণা করবে, কিডনি সমস্যায় মারা গেছেন মাসুদ আজাহার। আর সেটা হলে জানতে হবে, গত মঙ্গলবার সার্জিক্যাল স্ট্রাইকে মাসুদ আজাহারকেও কি উড়িয়ে দিয়েছে ভারতীয় বায়ুসেনা। সেটা হলে, এই সার্জিক্যাল স্ট্রাইককে একশ শতাংশ সফল বলা যাবে।

আরও পড়ুনঃ যা হয়েছে তা ট্রেলার, আসল ফিল্ম এখনও বাকি বললেন নরেন্দ্র মোদী
আরও পড়ুনঃ পাকিস্তানে ভারতের বিমানহানার সময় জন্ম নবজাতকের নাম মিরাজ

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
ভারতকে হেয় করতে পাকিস্তানের মিথ্যা দাবিতে বেঘোরে প্রাণ গেল পাক পাইলটের https://thenewsbangla.com/pakistani-f16-pilot-dies-due-to-false-claims-by-pakistan-air-force/ Sat, 02 Mar 2019 11:42:14 +0000 https://www.thenewsbangla.com/?p=7349 অদৃষ্টের কি নির্মম পরিহাস। দেশের মিথ্যা দাবিতে প্রাণ গেল এক পাক যুদ্ধবিমান পাইলটের। দেশের মাটিতে নিজের দেশের মানুষের হাতে গণ ধোলাই খেয়ে প্রাণ হারালেন এক পাক এফ-১৬ যুদ্ধবিমান পাইলট। ভারতকে হেয় করতে গিয়ে পাকিস্তানের মিথ্যা দাবিতে বেঘোরে প্রাণ গেল ওই পাক পাইলটের।

আরও পড়ুনঃ জওয়ানদের হত্যার ভয়ঙ্কর ষড়যন্ত্র পাক আইএসআইয়ের

ভারতীয় ভেবে নিজের দেশেই পাকিস্তানিদের গনপিটুনির শিকার, মৃত্যু এক এফ-১৬ পাইলটের। গণরোষের শিকার হয়ে অবশেষে মৃত্যু হল পাকিস্তানের এফ ১৬ যুদ্ধবিমানের পাইলটের। সৌজন্যে পাক অধিকৃত কাশ্মীরের উন্মত্ত জনতা।

আরও পড়ুনঃ মুখে শান্তির বাণী, কাশ্মীর সীমান্তে পাক গোলায় মায়ের সঙ্গে দুই শিশুর মৃত্যু

গত ২৮শে ফেব্রুয়ারি ভারত পাক সীমান্তে অঘোষিত যুদ্ধ জারির সঙ্গে সঙ্গেই সীমান্তের আবহাওয়া উত্তপ্ত হতে শুরু করে। ভারতের বিমান বাহিনীর পাক ভূখণ্ডে জঙ্গি ডেরায় হামলার জবাব দিতে ভারত ভূখণ্ডে ঢোকার চেষ্টা করে তিনটি পাক এফ ১৬ যুদ্ধবিমান। ভারতের তরফে মিগ ২১ ও সুখোই যুদ্ধবিমান নিয়ে পাক যুদ্ধবিমান গুলিকে ভারতের সীমানার বাইরে বের করে দেয়। এর মধ্যেই লাইন অফ কন্ট্রোল অতিক্রম করে নিজের মিগ ২১ যুদ্ধবিমান নিয়ে পাক সীমান্তের ভিতর ঢুকে পড়ে ভারতীয় বায়ুসেনার কমান্ডার অভিনন্দন বর্তমান।

আরও পড়ুনঃ জঙ্গিদের মদতদাতা পাক প্রধানমন্ত্রীকে নোবেল শান্তি পুরস্কার দেবার দাবি

এদিকে ভারতের আকাশ সীমা অতিক্রম করে ভারতে ঢুকে পড়ে পাকিস্তানের এফ ১৬ যুদ্ধবিমান। আকাশসীমা লঙ্ঘন করা মাত্রই ভারতীয় বায়ুসেনার তরফে মিগ ২১ বাইসন থেকে বিমান বিধ্বংসী মিসাইল ছুঁড়ে পাকিস্তানি এফ ১৬কে নামানো হয়। অন্যদিকে অভিনন্দন বর্তমান এর মিগ ২১ যুদ্ধবিমানকেও আকাশেই ধ্বংস করে দেয় একটি পাক এফ-১৬ যুদ্ধবিমান।

আরও পড়ুনঃ ভারতকে সাইকোলজিক্যাল ব্ল্যাকমেল, মুখ ও মুখোশের আড়ালে পাকিস্তান

আত্মরক্ষার জন্য যুদ্ধবিমানে আঘাত লাগা মাত্রই পাক এফ ১৬ এর পাইলট ও ভারতের মিগ ২১ এর পাইলট অভিনন্দন বর্তমান দুজনেই প্যারাশ্যুট নিয়ে বিমান থেকে নেমে যান। দুটি যুদ্ধবিমানের ধবংসাবশেষই পাক ভুখন্ডে পড়ে। এমনকি পাক পাইলট ও ভারতের পাইলট দুজনেই প্যারাশ্যুট নিয়ে পাক অধিকৃত কাশ্মীরেই নামেন।

আরও পড়ুনঃ কাশ্মীরে লড়ছে মরছে সেনা আর তাঁদের নিয়ে চলছে মুনাফার মারপিট

কিন্তু তাতেও পাইলটদের শেষ রক্ষা হয়নি। ভারতের পাইলট অভিনন্দন বর্তমান পাক জনতার হিংসার শিকার হন। মেরে তাঁর মুখ নাক ফাটিয়ে দেওয়া হয়। তবে কিছুক্ষণের মধ্যেই তাঁকে উদ্ধার করে নিজেদের ছাউনিতে নিয়ে যায় পাক সেনা। কিন্তু ভাগ্য ভাল ছিল না পাক পাইলট এর। স্থানিয় পাক জনতা তাকে ভারতীয় পাইলট মনে করে সম্মিলিত আক্রমন চালায়। গণরোষের শিকার হয়ে তাকে আশংকাজনক অবস্থায় তাকে পাক সেনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই অবস্থার অবনতি হয়ে তাঁর মৃত্যু হয়।

আরও পড়ুনঃ ভারতীয় বায়ুসেনা অভিনন্দনের স্ত্রী সাজিয়ে নোংরা রাজনীতি মোদী বিরোধীদের

আসলে ২৮ শে ফেব্রুয়ারি ভারতের যুদ্ধবিমান মিগ ২১ এর পাইলট অভিনন্দন পাক সেনার হাতে পাকড়াও হবার পরে পাকিস্তানের তরফে দুইজন ভারতীয় পাইলটের আটক হবার কথা জানানো হয়। পরে যদিও পাকিস্তান ভোল বদল করে ১ জন পাইলটের আটকে রাখার কথাই স্বীকার করে। সম্ভবত, পাকিস্তানি সেনাবাহিনীও নিজেদেরই পাইলটকে ভারতীয় পাইলট ভেবে ভুল করে।

আরও পড়ুনঃ পাকিস্তানে ভারতীয় সেনার সাহস ও বীরত্ব দেখিয়ে দেশে ফিরলেন অভিনন্দন

ভারতকে হেয় করার চেষ্টার ফল হাতে নাতে পেল পাকিস্তান। দুইজন ভারতীয় পাইলটের আটক হবার মিথ্যা ঘোষণা প্রচার করার জন্যই পাক জনতা পাক পাইলটকেও ভারতের পাইলট হিসাবে ভুল করে। আর তার ফলেই নিজেদের পাইলটকেই গণধোলাই করে মেরে ফেলল পাকিস্তান। অদৃষ্টের কি নির্মম পরিহাস।

আরও পড়ুনঃ বন্দি হয়েও ভারতীয় বায়ুসেনা অভিনন্দন এর সাহস দেখে কেঁপে গেল পাকিস্তান
আরও পড়ুনঃ যা হয়েছে তা ট্রেলার, আসল ফিল্ম এখনও বাকি বললেন নরেন্দ্র মোদী
আরও পড়ুনঃ পাকিস্তানে ভারতের বিমানহানার সময় জন্ম নবজাতকের নাম মিরাজ

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
জঙ্গিদের মদতদাতা পাক প্রধানমন্ত্রীকে নোবেল শান্তি পুরস্কার দেবার দাবি https://thenewsbangla.com/pakistanis-are-signing-demanding-nobel-peace-prize-for-imran-khan/ Sat, 02 Mar 2019 07:31:38 +0000 https://www.thenewsbangla.com/?p=7333 অনেকে বলছেন, ‘জোক অফ দা সেঞ্চুরি’। ভারত জুড়ে হাসির ঝড়। সোশ্যাল মিডিয়ায় ট্রল এর ঝড়। জঙ্গিদের মদতদাতা দেশ পাকিস্তান। আর সেই পাক প্রধানমন্ত্রীকে নোবেল শান্তি পুরস্কার দেবার দাবি উঠল পাকিস্তান জুড়ে। ইমরানকে শান্তির নোবেল দেওয়ার দাবিতে হ্যাশট্যাগ ঝড়।

আরও পড়ুনঃ ভারতকে সাইকোলজিক্যাল ব্ল্যাকমেল, মুখ ও মুখোশের আড়ালে পাকিস্তান

কাশ্মীর নিয়ে পাক-ভারত উত্তেজনার মধ্যে আটক ভারতীয় পাইলটকে মুক্তি দেওয়ায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে শান্তিতে নোবেল পুরস্কার দেয়ার দাবি তুলেছেন পাকিস্তানিরা। সামাজিক যোগাযোগ মাধ্যম বা সোশ্যাল মিডিয়ায় টুইটারে হ্যাশট্যাগ ঝড় তুলেছে পাক জনতা। শুক্রবার ও শনিবার পাকিস্তানে টুইটারে ট্রেন্ডে পরিণত হয়েছে ইমরান খানের জন্য নোবেল শান্তি পুরস্কার হ্যাশট্যাগ।

আরও পড়ুনঃ কাশ্মীরে লড়ছে মরছে সেনা আর তাঁদের নিয়ে চলছে মুনাফার মারপিট

অনেকেই ইমরান খানকে নোবেল পুরস্কার দেওয়ার দাবি জানিয়ে টুইটে লিখেছেন, ইমরান খানের জন্য নোবেল শান্তি পুরস্কার (#NobelPeacePrizeForImranKhan)। বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আটক ভারতীয় পাইলট অভিনন্দন বর্তমানকে ভারতে ফেরত দেওয়ার ঘোষণা করে দেন। তিনি বলেন, “শান্তির বার্তা হিসেবে পাক সেনাবাহিনীর হাতে আটক ভারতীয় পাইলটকে শুক্রবার মুক্তি দেওয়া হবে”।

আরও পড়ুনঃ ভারতীয় বায়ুসেনা অভিনন্দনের স্ত্রী সাজিয়ে নোংরা রাজনীতি মোদী বিরোধীদের

একই সঙ্গে দুই দেশের চলমান উত্তেজনার মধ্যে ভারতীয় পাইলটের মুক্তি দুর্বলতা হিসেবে না ভাবতে ভারতের প্রতি আহ্বান জানান তিনি। চরম উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাইলটের মুক্তি দেয়ার ঘোষণার পর দেশ এবং দেশের বাইরে অনেকেই ইমরান খানের প্রশংসা করেন। প্রশংসা আসে ভারতের বিভিন্ন মহল থেকেও।

আরও পড়ুনঃ ভারতের ভয়ে কাঁপছে পাকিস্তান, অভিনন্দনকে বিমানে আনার প্রস্তাব নাকচ

গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় ভারতীয় আধা-সামরিক বাহিনীর গাড়ির কনভয়ে জঙ্গি হামলায় ৪৯জন জওয়ানের প্রাণহানির পর পাক-অধিকৃত কাশ্মীরে যুদ্ধবিমান থেকে অভিযান চালায় ভারতীয় বিমানবাহিনী। এই অভিযানের একদিন পর বুধবার দুই দেশের আকাশসীমায় পাল্টাপাল্টি অনুপ্রবেশের ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ পাকিস্তানে ভারতীয় সেনার সাহস ও বীরত্ব দেখিয়ে দেশে ফিরলেন অভিনন্দন

পাকিস্তান দাবি করে, তারা ভারতীয় বিমানবাহিনীর দুটি বিমান ভূপাতিত এবং দুজন পাইলটকে আটক করেছে। ভারতের দাবি, তারাও পাকিস্তানের একটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রথমে অস্বীকার করলেও পরে জানায়, পাকিস্তানি অনুপ্রবেশ ঠেকানোর সময় ভারতীয় একটি মিগ-২১ যুদ্ধবিমান ও পাইলট নিখোঁজ হয়েছে। পরে ভারত জানায় পাক সেনার হাতেই আটক ভারতীয় পাইলট।

আরও পড়ুনঃ বন্দি হয়েও ভারতীয় বায়ুসেনা অভিনন্দন এর সাহস দেখে কেঁপে গেল পাকিস্তান

অভিনন্দনকে আটকের খবর প্রকাশের পরই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ভারতকে আলোচনায় বসার আহ্বান জানান। পরে দেশটির পার্লামেন্টে যৌথ এক অধিবেশনে শান্তিপূর্ণ আবহ তৈরির লক্ষ্যে আটক পাইলটকে ভারতে ফেরত পাঠানোর ঘোষণা দেন ইমরান। আর এরপরেই ইমরান খানকে নোবেল দেওয়ার দাবি উঠেছে।

আরও পড়ুনঃ যা হয়েছে তা ট্রেলার, আসল ফিল্ম এখনও বাকি বললেন নরেন্দ্র মোদী

তবে পাকিস্তানিদের এই দাবিতে হাসির ঝড় আন্তর্জাতিক মহলে। জঙ্গিদের মদতদাতা পাকিস্তান প্রধানমন্ত্রীকে নোবেল শান্তি পুরস্কার দেবার দাবি তোলায় ব্যঙ্গের ঝড় বিশ্ব জুড়ে। অবশ্য এর আগেও অনেক এরকম রাজনৈতিক ব্যাক্তিদের শান্তি পুরস্কার দিয়ে হাস্যকর পরিস্থিতির সৃষ্টি করেছে নোবেল কমিটি।

আরও পড়ুনঃ যুদ্ধের উত্তেজনা ভারত পাক সীমান্তে নামল ট্যাঙ্ক, সমুদ্রে প্রস্তুত যুদ্ধজাহাজ
আরও পড়ুনঃ বায়ুসেনার সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে মমতার সন্দেহকে হাতিয়ার পাক মিডিয়ার
আরও পড়ুনঃ যুদ্ধ লাগলে বাঁচতে সীমান্তে ১৪ হাজার বাঙ্কার নির্মাণ করছে ভারত
আরও পড়ুনঃ পাকিস্তানে ভারতের বিমানহানার সময় জন্ম নবজাতকের নাম মিরাজ

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>