জানা যাচ্ছে, ভারত থেকে খুব তাড়াতাড়ি পেঁয়াজ ও টমেটো আমদানি করতে পারে পাকিস্তান। সে দেশের পাইকারি ব্যবসায়ীদের কাছে, এমনই তথ্য পাওয়া যাচ্ছে। এর আগে ইমরান খান আমলে ভারত থেকে আমদানি নিষিদ্ধ করেছিল, পাকিস্তান সরকার। এবার সেটা তো তুলে নেওয়া হয়েছেই, ভারত থেকে খাদ্যদ্রব্য আমদানি করতে উদ্যোগ নিয়েছে পাকিস্তান সরকার। কথা শুরু হয়েছে, ভারত সরকারের সঙ্গে।
পাকিস্তানের লাহোর বাজারের এক ব্যবসায়ী জানান, “রবিবার টমেটোর দাম ছিল, ৫০০ টাকা প্রতি কিলো। পেঁয়াজের দাম ছিল, ৪০০ টাকা কিলো। বাকি জিনিসের দামও ছিল, আকাশছোঁয়া। কিন্তু কেন এই মূল্যবৃদ্ধি। ওই ব্যবসায়ী জানান, “বন্যার কারণে বিপুল পরিমাণ সব্জি নষ্ট হয়েছে। আমদানি করা সব্জির যোগানও যথেষ্ট কম। বাজারে চাহিদা মতো জোগান না থাকায় এই মূল্যবৃদ্ধি। এখন ভারত থেকে সবজি না এলে, দাম কমার সম্ভাবনাই নেই”।
]]>