India vs Pak – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Sun, 16 Jun 2019 17:26:57 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg India vs Pak – The News বাংলা https://thenewsbangla.com 32 32 ফের বিশ্বকাপে ভারতের হাতে নাস্তানাবুদ পাকিস্তান, বিশ্বকাপে ফল ৭-০ https://thenewsbangla.com/india-wins-world-cup-cricket-match-againt-pakistan-in-world-cup-it-is-7-0/ Sun, 16 Jun 2019 17:26:57 +0000 https://www.thenewsbangla.com/?p=13933 ফের বিশ্বকাপে ভারতের হাতে নাস্তানাবুদ পাকিস্তান; বিশ্বকাপে ফল ৭-০। ক্রিকেট বিশ্বকাপে ৭ বার ভারতের মুখোমুখি হয়ে; ৭ বারই হারল পাকিস্তান। বৃষ্টিতে পাকিস্তান ব্যাটিং চলাকালিন ৩৫ ওভারে; ম্যাচ বন্ধ হবার সময় পাকিস্তানের স্কোর ১৬৬/৬। টসে হেরে আগে ব্যাট করে ভারতের স্কোর; ৫ উইকেটে ৩৩৬। ফলে এই ম্যাচও যে হারতে চলেছে পাকিস্তান তা জলের মত পরিষ্কার।

একদিনের বিশ্বকাপে এটা সপ্তমবার; যখন ভারত আর পাকিস্তান একে অপরের মুখোমুখি হল। আজ পর্যন্ত ক্রিকেট বিশ্বকাপে যে ৬টি ম্যাচ খেলা হয়েছে; সেই সমস্ত ম্যাচেই ভারতীয় দল পাকিস্তানকে হারিয়ে দিয়েছে। এবার টিম ইন্ডিয়া সপ্তমবারের জন্য পাকিস্তানকে; নাস্তানাবুদ করে হারাল।

ওয়ানডে ক্রিকেটের এখনও পর্যন্ত ইতিহাসে; দুই দেশের মধ্যে মোট ১৩১টি ম্যাচ খেলা হয়েছে। আর এখানে পাকিস্তানের পাল্লা ভারি থেকেছে। পাকিস্তান ভারতকে ৭৩ বার হারিয়েছে; অন্যদিকে ভারতীয় দল পাকিস্তানের বিরুদ্ধে ৫৪টি ম্যাচ জিতেছে। চারটি ম্যাচের কোনো পরিণাম হয়নি।

বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে; এতদিন সর্বোচ্চ রান ছিল ৩০০। চার বছর আগের বিশ্বকাপে; ভারত এই রান করেছিল। ম্যাঞ্চেস্টারে রোহিত শর্মার ব্যাট কথা বলায়; টিম ইন্ডিয়া করল পাঁচ উইকেটে ৩৩৬ রান।

জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান; প্রথমেই হারায় ইমাম উল হকের উইকেট। এদিনই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামলেন বিজয় শঙ্কর। প্রথম বলেই ইমামের উইকেট তুলে নেন তিনি। ভুবনেশ্বর কুমারের পরিবর্তে বল করতে এসে সফল বিজয়। বল করার সময়ে পড়ে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পান ভুবি। বিশ্বকাপে এখনও অনেক ম্যাচ বাকি। ভুবির চোটটা কেমন; তা এখনই জানা যায়নি।

রবিবার টস জিতে; ভারতীয় ব্যাটসম্যানদের চাপে ফেলে দিতে চেয়েছিলেন পাক অধিনায়ক সরফরাজ আহমেদ। রোহিত শর্মার দুরন্ত ১৪০ রান; বিরাট কোহালির ৭৭ রানের সৌজন্যে; ভারতই উল্টে চাপে ফেলে দেয় পাকিস্তানকে। রোহিত শর্মা চলতি বিশ্বকাপে; নিজের দ্বিতীয় শতরান করে ফেললেন এদিন।

ভারত-পাক ম্যাচ সব সময়েই চাপের। এই ম্যাচে পরে রান তাড়া করা; রীতিমতো কঠিন ব্যাপার। আবার ভারত রানের পাহাড় চাপিয়েছে; পাকিস্তানের উপরে। ম্যাচের যা অবস্থা তাতে পাকিস্তানের হার নিশ্চিত। খেলা শুরু হলেও; ডাকওয়ার্থ-লুইস পদ্ধতি পাকিস্তানের হিসেব আরও জটিল করে দিতে পারে। খেলা আর না হলেও ভারত জিতে গেছে; এই ম্যাচে।

]]>
ভারতের কূটনৈতিক চাপে পাকিস্তানকে জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার নির্দেশ আমেরিকার https://thenewsbangla.com/usa-directs-pakistan-to-take-action-against-militants-under-diplomatic-pressure-from-india/ Fri, 22 Mar 2019 06:48:47 +0000 https://www.thenewsbangla.com/?p=8972 সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি ব্যবস্থা নেওয়ার জন্য পাকিস্তানকে নির্দেশ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ ছাড়া পাকিস্তানকে সতর্ক করে বলেছে, ভারতে আবারও কোনো সন্ত্রাসবাদী হামলা হলে তাতে ভয়াবহ সমস্যার মধ্যে পড়বে পাকিস্তান। ভারতের কূটনৈতিক চাপে পাকিস্তানকে জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার নির্দেশ আমেরিকার। বলছে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা।

যুক্তরাষ্ট্রের প্রশাসনের এক সিনিয়ার কর্মকর্তা বলেছেন, “আমরা দেখতে চাই পাকিস্তান জইশ-ই-মহম্মদ (জেইএম), লস্কর-ই-তৈয়বা সহ বিভিন্ন সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে যথাযথ এবং দীর্ঘমেয়াদি ব্যবস্থা নিয়েছে। এই অঞ্চলে উত্তেজনা যাতে আর বৃদ্ধি না পায়, সে জন্য এই উদ্যোগ নিতে হবে”।

নামপ্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, “সন্ত্রাসী সংগঠনগুলোর বিরুদ্ধে পাকিস্তান যদি দীর্ঘমেয়াদি ও আন্তরিক পদক্ষেপ গ্রহণ না করে এবং ভারতে আবার কোন সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে, তবে ভয়ংকর সংকটের মধ্যে পড়তে হবে দেশটিকে। এর ফলে আবারও উত্তেজনা বৃদ্ধি পাবে, যা দুই দেশের জন্যই বিপজ্জনক হবে”।

কাশ্মীরের পুলওয়ামায় গত ১৪ ফেব্রুয়ারি পাক জঙ্গিদের আত্মঘাতী হামলায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) ৪৯ জন জওয়ান শহিদ হন। ওই হামলার দায় স্বীকার করেছিল জেইএম। এরপর পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে বিমান হামলা চালায় ভারত। এরপরে আন্তর্জাতিক চাপে, পাকিস্তান দেশটির সন্ত্রাসী সংগঠনগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নিতে শুরু করেছে। যদিও মাসুদ আজহার বা ভারতের লিস্টে থাকা কোন জঙ্গির বিরুদ্ধে কোন ব্যবস্থাই নেয়নি পাক।

এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে সেই কর্মকর্তা বলেন, “যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক মহল দেখতে চায় যে পাকিস্তান ওই সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ‘অপরিবর্তনীয় ও দীর্ঘ মেয়াদি’ পদক্ষেপ নিয়েছে”। তিনি বলেন, এ বিষয়ে পূর্ণাঙ্গ বিবৃতি দেওয়ার সময় এখনও হয়নি।

সম্প্রতি যুক্তরাষ্ট্র বলেছে, সন্ত্রাসী সংগঠনগুলোর বিরুদ্ধে পাকিস্তান প্রাথমিক ব্যবস্থা গ্রহণ করেছে। কয়েকটি সন্ত্রাসী সংগঠনের সম্পদ জব্দ করেছে, কয়েকজনকে গ্রেফতার করেছে। এ ছাড়া জেইএমের প্রশাসনিক নিয়ন্ত্রণ নিয়েছে। ওই কর্মকর্তা বলেন, “তবে আমরা আরও পদক্ষেপ দেখতে চাই। অতীতের বিভিন্ন ঘটনার কারণে পাকিস্তানের অপরিবর্তনীয় পদক্ষেপ নেওয়া দরকার। এর আগে তারা কয়েকজনকে গ্রেপ্তার করেছে এবং পরে তাদের ছেড়েও দিয়েছে। এ ছাড়া ওই সন্ত্রাসী সংগঠনের নেতাদের দেশের বিভিন্ন জায়গায় ভ্রমণের অনুমতি দিয়েছে পাকিস্তান”।

ওই কর্মকর্তা বলেন, পাকিস্তানের বিরুদ্ধে চাপ বাড়াতে আন্তর্জাতিক সহযোগীদের সঙ্গে কাজ করছে যুক্তরাষ্ট্র। কারণ ওই সন্ত্রাসী সংগঠনগুলো দীর্ঘদিন ধরে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। পুলওয়ামায় হামলার পর দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেলে তা প্রশমনে কাজ করেছিল যুক্তরাষ্ট্র। এই উত্তেজনা কমাতে চিন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহ, কাতার, যুক্তরাজ্য, জাপান, অস্ট্রেলিয়া ও ইউরোপীয় ইউনিয়নের সাহায্য নিয়েছিল যুক্তরাষ্ট্র।

তবে আমেরিকার এই চাপে পাকিস্তান কি কি ব্যবস্থা নেয় সেটাই এখন দেখার। তবে পাকিস্তানের কাছে নতুন কিছু আশা করছে না ভারত। তবে আমেরিকার হুমকিতে কতটা নত হয় পাকিস্তান, সেটাই এখন দেখার। তবে এটাকেও মোদী সরকারের কূটনৈতিক জয় বলেই দেখছে বিজেপি। ভোটে এটাকেও ইস্যু করতে চাইছে বিজেপি।

]]>
পাকিস্তানের কোপে এবার প্রিয়াঙ্কা চোপড়া https://thenewsbangla.com/pakistan-filed-petition-seeking-priyanka-chopras-removal-as-unicef-ambassador/ Mon, 04 Mar 2019 06:23:42 +0000 https://www.thenewsbangla.com/?p=7421 গোটা বিশ্বের পুরুষদের হার্টথ্রব তিনি। কিন্তু সেই প্রিয়াঙ্কা চোপড়া এবার পাকিস্তানের কোপে। প্রিয়াঙ্কা চোপড়ার উপর ক্ষুব্ধ পাক জনতা। ইউনিসেফের শুভেচ্ছাদূত থেকে প্রিয়াংকাকে বহিষ্কার চেয়ে পাকিস্তানে পিটিশন। পিটিশনে সই করছে পাক রাজনিতিবিদ থেকে শুরু করে সাধারণ মানুষ। কিন্তু পাকিস্তানের হঠাৎ প্রিয়াঙ্কার উপর খেপে যাওয়ার কারণ কি?

আরও পড়ুনঃ Exclusive পাকিস্তান থেকে পালানোর জন্য তৈরি থাকুন জঙ্গিদের জানাল জইশ

জানা যাচ্ছে, কাশ্মীর ইস্যুতে পাকিস্তানে ভারতের বিমান হামলার প্রশংসা করে টুইট করায় ইউনিসেফের শুভেচ্ছা দূতের পদ থেকে প্রিয়াঙ্কা চোপড়ার বহিষ্কার চেয়েছে পাকিস্তানিরা। সম্প্রতি অনলাইনে একটি পিটিশন দায়ের করার মাধ্যমে তারা তাঁর বহিষ্কার চেয়েছে।

আরও পড়ুনঃ সার্জিক্যাল স্ট্রাইকে মাসুদ আজহারকেও কি উড়িয়ে দিয়েছে ভারতীয় বায়ুসেনা

জানা গেছে, বলিউডের অন্যান্য তারকাদের মত সমালোচনা করতে গিয়ে গত ২৬ ফেব্রুয়ারি প্রিয়াঙ্কা তাঁর টুইটার অ্যাকাউন্ট থেকে এক টুইটে বিমান হামলার সাথে একাত্মতা প্রকাশ করে বলেন, ‘জয় হিন্দ, হ্যাশট্যাগ ভারতীয় সশস্ত্র বাহিনী’। আর তাঁর এই কথাতেই চটে যান পাকিস্তানের সমর্থকরা। ফলশ্রুতিতে তার শুভেচ্ছা দূতের পদে বহাল থাকার বিরুদ্ধে পিটিশন দায়ের করা হয়েছে।

আরও পড়ুনঃ ভারতের সার্জিক্যাল স্ট্রাইকে খতম জইশ জঙ্গি ও ডেরা স্বীকার মাসুদ ভাইয়ের

প্রিয়াঙ্কা চোপড়া ২০১০ সাল থেকে ইউনিসেফের শুভেচ্ছা রাষ্ট্রদূত হিসেবে কাজ করছেন। ঘুরেছেন বিশ্বের অনেক দেশেই। গোটা বিশ্বের শিশুদের নিয়ে কাজ করেছেন প্রিয়াঙ্কা।

আরও পড়ুনঃ ইমরান খানকে ভারতের পরমাণু অস্ত্র হুমকি দিলেন আসাদউদ্দিন ওয়েসি

পাকিস্তানি লেখক ও কবি আতিফ তৌকির তাঁর টুইটে প্রিয়াঙ্কা চোপড়ার ইউনিসেফের শুভেচ্ছাদূত পদ নিয়ে সন্দেহ প্রকাশ করে নিন্দার সাথে জানিয়েছেন, “সে কি সত্যিই ইউনিসেফের শুভেচ্ছা রাষ্ট্রদূত?”। আতিফ তৌকির আরও লেখেন যে, “আমি কোনভাবেই বুঝতে পারছি না একজন অভিনেতা এবং একই সাথে ইউনিসেফের শুভেচ্ছা রাষ্ট্রদূত হিসেবে নিয়োজিত থাকা অবস্থায় কীভাবে যুদ্ধকে প্রশংসা করতে পারেন তিনি। এই পৃথিবী কখনই শান্তির পথে ধাবিত হতে পারে না যখন শান্তি চুক্তিকারীরাই যুদ্ধকে ভালোবাসে”।

আরও পড়ুনঃ স্টাইল থেকে ফ্যাশন সবেতেই এখন অভিনন্দনের ছোঁয়া

এর আগে গত ১৪ ফেব্রুয়ারি ভারতের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের উপর করা জইশ-ই-মহম্মদ জঙ্গি বাহিনীর হামলার পর পাকিস্তানি সীমান্তে ঢুকে বিমান হামলা চালায় ভারতীয় বাহিনী। ১৯৭১ সালের পর প্রথমবার ভারত সীমান্ত পেরিয়ে পাকিস্তানে হামলা চালাল।

আরও পড়ুনঃ কাশ্মীরে লড়ছে মরছে সেনা আর তাঁদের নিয়ে চলছে মুনাফার মারপিট

আর জঙ্গি ঘাঁটি ধ্বংস করার জন্য ভারতীয় বিমান বাহিনীর এই প্রচেষ্টাকেই সমর্থন করেন প্রিয়াঙ্কা চোপড়া। আর এরপরেই গোটা পাকিস্তান জুড়ে প্রিয়াঙ্কার বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে। যদিও পাকিস্তানের অভিনেতা অভিনেত্রীরা এখনও এই প্রিয়াঙ্কা ইস্যু নিয়ে মুখ খোলেননি। তবে কিছু পাক জনতা ইন্টারনেটে এই পিটিশন লিখে তাতে মানুষের সই সংগ্রহ করছেন। প্রিয়াঙ্কা চোপড়া অবশ্য এই ইস্যু নিয়ে মুখ খুলতে চাননি।

আরও পড়ুনঃ ম্যাডাম খুব তাড়াতাড়ি যুদ্ধ বিমানে বসতে চাই, নির্মলাকে অভিনন্দন
আরও পড়ুনঃ পাকিস্তান ছাড়ার আগে অভিনন্দন বর্তমানের পাশে ভদ্রমহিলা কে
আরও পড়ুনঃ জওয়ানদের হত্যার ভয়ঙ্কর ষড়যন্ত্র পাক আইএসআইয়ের
আরও পড়ুনঃ ভারতীয় বায়ুসেনা অভিনন্দনের স্ত্রী সাজিয়ে নোংরা রাজনীতি মোদী বিরোধীদের
আরও পড়ুনঃ ভারতকে হেয় করতে পাকিস্তানের মিথ্যা দাবিতে বেঘোরে প্রাণ গেল পাক পাইলটের

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
ইমরান খানের শান্তিকে বুড়ো আঙুল দেখিয়ে ফের সেনা শিবিরে পাক জঙ্গি হানা https://thenewsbangla.com/imran-khan-wants-peace-but-pak-militants-try-to-attack-in-india-army-camp/ Sat, 02 Mar 2019 15:27:16 +0000 https://www.thenewsbangla.com/?p=7353 মুখে শান্তির বাণী। আর কাজে ভারতীয় সেনার উপর হামলা। ইমরান খানের শান্তিকে বুড়ো আঙুল দেখিয়ে ফের ভারতীয় সেনা শিবিরে পাক জঙ্গি হানার চেষ্টা হল। কাশ্মীরের সোপিয়ানে ৪৪ রাষ্ট্রীয় রাইফেলস এর শিবিরে গুলি চালায় পাক জঙ্গিরা। সেনার তরফ থেকেও উপযুক্ত জবাব দেওয়া হচ্ছে। সোপিয়ানে ওই সেনা শিবিরের কাছে বেশ কিছু জঙ্গি লুকিয়ে আছে বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুনঃ ভারতকে হেয় করতে পাকিস্তানের মিথ্যা দাবিতে বেঘোরে প্রাণ গেল পাক পাইলটের

মুখে শান্তির বাণী। কিন্তু অন্যদিকে সারাদিনে ভারতীয় গ্রাম লক্ষ্য করে ছুটে আসছে মুহুর্মুহু গুলি, মর্টার, বোমা। শুক্রবার রাত থেকেই ভারত পাক সীমান্তে ভারতের গ্রাম লক্ষ্য করে একের পর এক মর্টার শেল ছুঁড়ে চলেছে পাকিস্তানি সেনা। পুঞ্চ সীমান্তে পাক গোলায় ৯ মাস ও ৫ বছরের দুই শিশু সহ ৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন সাধারণ মানুষ। ভেঙে গেছে অনেক বাড়ি ঘর।

আরও পড়ুনঃ জওয়ানদের হত্যার ভয়ঙ্কর ষড়যন্ত্র পাক আইএসআইয়ের

এবার সোপিয়ানে ৪৪ রাষ্ট্রীয় রাইফেলস এর শিবিরে জঙ্গি হামলার ঘটনা ঘটল। সোপিয়ানে ৪৪ রাষ্ট্রীয় রাইফেলস এর শিবির লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা, এমনটাই জানা যাচ্ছে। তবে এখনও কোন হতাহতের খবর পাওয়া যায়নি। জঙ্গিদের যোগ্য জবাব দিচ্ছে ভারতীয় সেনা। ৪৪ রাষ্ট্রীয় রাইফেলস এর শিবিরে জঙ্গিদের ঢুকে পরার উদ্দেশ্য ছিল বলেই জানা যাচ্ছে। গত বছরের ৪ মার্চ ও এই বছরের ২৭ শে জানুয়ারী এখানেই জঙ্গি হামলা হয়।

আরও পড়ুনঃ মুখে শান্তির বাণী, কাশ্মীর সীমান্তে পাক গোলায় মায়ের সঙ্গে দুই শিশুর মৃত্যু

একদিকে বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দনকে ভারতের হাতে তুলে দিয়ে শান্তির বার্তা দিচ্ছে পাকিস্তান। আর ভারতীয় সেনার উপর প্রতিদিন হামলা চালাচ্ছে পাক জঙ্গিরা। অন্যদিকে বিনা প্ররোচনায় সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে সাধারণ মানুষের বাড়িতে গোলাবর্ষণ করছে পাক সেনা। ফের ৪৪ রাষ্ট্রীয় রাইফেলস এর শিবিরে পাক জঙ্গিরা হামলার চেষ্টা করছে বলেই জানা গেছে।

আরও পড়ুনঃ জঙ্গিদের মদতদাতা পাক প্রধানমন্ত্রীকে নোবেল শান্তি পুরস্কার দেবার দাবি

শুক্রবার রাতেও পাক গোলায় পুঞ্চের সালোতরী গ্রামে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একজন মহিলা এবং তাঁর পাঁচ বছরের ছেলে ও নমাসের কন্যা রয়েছে। জানা গিয়েছে, মৃত মহিলার নাম রুবানা কোসার (২৪‌)। ওই দুই শিশুর নাম ফাজান এবং শবনম। এ ছাড়া পাক গোলাবর্ষণে গুরুতর আহত হয়েছেন আরও বেশ কয়েক জন সাধারণ নাগরিক।

আরও পড়ুনঃ ভারতকে সাইকোলজিক্যাল ব্ল্যাকমেল, মুখ ও মুখোশের আড়ালে পাকিস্তান

অন্যদিকে, সোপিয়ানে সেনা শিবিরের হামলা ঠেকাতে বিশাল নিরাপত্তা বাহিনী রয়েছে শিবিরের কাছে। লুকিয়ে থাকা জঙ্গিদের খোঁজে চলছে চিরুনি তল্লাশি। সেনা শিবিরে কি ঢুকে পরার পরিকল্পনা ছিল? সেটাই দেখছে সেনা। এর আগেও সোপিয়ানে ৪৪ রাষ্ট্রীয় রাইফেলস এর এই সেনা শিবিরে জঙ্গি হামলার ঘটনা ঘটে। তবে সেনা সতর্ক থাকায় কিছুই করতে পারেনি জঙ্গিরা।

আরও পড়ুনঃ ভারতীয় বায়ুসেনা অভিনন্দনের স্ত্রী সাজিয়ে নোংরা রাজনীতি মোদী বিরোধীদের
আরও পড়ুনঃ কাশ্মীরে লড়ছে মরছে সেনা আর তাঁদের নিয়ে চলছে মুনাফার মারপিট
আরও পড়ুনঃ পাকিস্তানে ভারতীয় সেনার সাহস ও বীরত্ব দেখিয়ে দেশে ফিরলেন অভিনন্দন
আরও পড়ুনঃ যা হয়েছে তা ট্রেলার, আসল ফিল্ম এখনও বাকি বললেন নরেন্দ্র মোদী
আরও পড়ুনঃ পাকিস্তানে ভারতের বিমানহানার সময় জন্ম নবজাতকের নাম মিরাজ

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
পাকিস্তানে ভারতীয় সেনার সাহস ও বীরত্ব দেখিয়ে দেশে ফিরলেন অভিনন্দন https://thenewsbangla.com/iaf-pilot-wing-commander-abhinandan-varthaman-returns-to-india/ Fri, 01 Mar 2019 12:09:48 +0000 https://www.thenewsbangla.com/?p=7292 ভারতে ফিরলেন অভিনন্দন বর্তমান। ওয়াঘা-আটারি সীমান্ত দিয়ে শুক্রবার দেশে ফিরলেন ভারতীয় বিমান বাহিনীর ওই উইং কমান্ডার। প্রথমেই শারীরিক পরীক্ষা হবে তাঁর। ওয়াঘা থেকে দিল্লি নিয়ে যাওয়া হল তাঁকে। ওয়াঘা-আটারি সীমান্তে অভিনন্দনকে নিতে ভারতীয় সেনার পাশাপাশি ছিলেন তাঁর বাবা মা ও স্ত্রী। ছিলেন ভারতের অগণিত সাধারণ মানুষ। ঢাক ঢোল নিয়ে তাঁরা স্বাগত জানান অভিনন্দনকে।

আরও পড়ুনঃ বন্দি হয়েও ভারতীয় বায়ুসেনা অভিনন্দন এর সাহস দেখে কেঁপে গেল পাকিস্তান

জানা গেছে এরপর বেশ কিছু শারীরিক পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে ভারতীয় বিমান বাহিনীর ওই উইং কমান্ডারকে। দেখা হবে তাঁর শরীরে কোন চিপ বা অন্য কিছু ঢুকিয়ে দেওয়া হয়েছে কিনা। তাঁকে জাতীয় বীরের মর্যাদা দেওয়া হয়েছে। সবরকম পরীক্ষার পরই ঠিক হবে তিনি আবার কবে থেকে বিমান বাহিনীতে যোগদান করবেন। বায়ুসেনার মেডিক্যাল অফিসাররা পরীক্ষা করে দেখেন তাঁকে। বায়ুসেনার গোয়েন্দা বাহিনীও জিজ্ঞাসাবাদ করেছে তাঁকে।

আরও পড়ুনঃ পাকিস্তানের হাতে যুদ্ধবন্দি ভারতের যুদ্ধবিমান পাইলট উইং কম্যান্ডার অভিনন্দন

বন্দি হয়েও ভারতীয় বায়ুসেনা অভিনন্দন এর সাহস দেখে কেঁপে গেল পাকিস্তান/The News বাংলা
বন্দি হয়েও ভারতীয় বায়ুসেনা অভিনন্দন এর সাহস দেখে কেঁপে গেল পাকিস্তান/The News বাংলা

ভারতের কূটনৈতিক চাপের মুখে পিছু হঠে পাকিস্তান। ভারতীয় পাইলট উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানকে শুক্রবারই মুক্তি দেবে ইসলামাবাদ। পাক সংসদে এ কথা ঘোষণা করেন সে দেশের প্রধানমন্ত্রী ইমরান খান। শান্তির বার্তা দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। শুক্রবার ভারত পাক ওয়াঘা সীমান্ত দিয়ে ভারতের এই বায়ুসেনাকে ভারতে ফেরান হল। তাঁকে ভারতে নিয়ে আসেন ভারতের বায়ুসেনার অফিসাররা।

আরও পড়ুনঃ যা হয়েছে তা ট্রেলার, আসল ফিল্ম এখনও বাকি বললেন নরেন্দ্র মোদী

বুধবার পাক বিমান তাড়ানোর সময় পাক অধিকৃত কাশ্মীরে গিয়ে পড়ে ভারতীয় পাইলটের যুদ্ধবিমান। তিনি পাক সেনার হেফাজতে ছিলেন। তাঁর মুক্তির দাবিতে সরব হয় গোটা দেশ। পাকিস্তানের একটি যুদ্ধবিমান বুধবার ভারতীয় আকাশসীমায় ঢুকে পড়লে তাকে গুলি করে নামায় ভারতীয় বায়ুসেনা। তারপরই আক্রান্ত হয় ভারতীয় বায়ুসেনার এই পাইলটের মিগ ২১। পাকিস্তানের মাটিতে নামতে বাধ্য হন তিনি।

আরও পড়ুনঃ যুদ্ধের উত্তেজনা ভারত পাক সীমান্তে নামল ট্যাঙ্ক, সমুদ্রে প্রস্তুত যুদ্ধজাহাজ

বন্দি হয়েও ভারতীয় বায়ুসেনা অভিনন্দন এর সাহস দেখে কেঁপে গেল পাকিস্তান/The News বাংলা
বন্দি হয়েও ভারতীয় বায়ুসেনা অভিনন্দন এর সাহস দেখে কেঁপে গেল পাকিস্তান/The News বাংলা

“আমি উইং কম্যান্ডার অভিনন্দন এবং আমার সার্ভিস নম্বর হলো ২৭৯৮১। আমি একজন ফ্লাইট পাইলট এবং আমি হিন্দু। আমি দুঃখিত এর থেকে বেশি কিছুই আমি বলবো না”। পাকিস্তানের হাতে ধরা পরার পর ঠিক এই ভাষাতেই নিজের সাহস দেখান উইং কম্যান্ডার অভিনন্দন। বুধবার মিগ ২১ ভেঙে পরার পর পাক মাটিতে প্যারাশুটে নেমেই পাকিস্তানের হাতে ধরা পরে যান তিনি। একটি ভিডিওতে দেখা যাচ্ছে মারধর করা হচ্ছে তাঁকে।

আরও পড়ুনঃ ভারতের কূটনৈতিক চাপে পাকিস্তান ফেরাচ্ছে পাইলট অভিনন্দনকে

ভারতীয় বায়ুসেনা বালাকোটে জইশ ঘাঁটিতে বিমানহানা চালানোর পর পাক সংসদের যৌথ অধিবেশন ডেকেছিল পাকিস্তান। বৃহস্পতিবার সেই অধিবেশনেই পাক প্রধানমন্ত্রী ইমরান খান ঘোষণা করেছিলেন, শান্তির বার্তা দিতে অভিনন্দনকে ছেড়ে দেওয়া হবে। ইমরান বলেন, “আমি এটাই বলতে চেয়েছিলাম যে আর উত্তেজনা চাই না। উত্তেজনা প্রশমনে আমাদের প্রচেষ্টার অর্থ এই নয় যে আমরা ভয় পেয়ে গিয়েছি”। যদিও ভারতের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, ‘ভারতীয় পাইলটকে ফেরানোর বিনিময়ে কোনও সমঝোতার প্রশ্নই নেই’।

আরও পড়ুনঃ ফের ভারতের আকাশে পাক বিমান, জবাব পেয়ে ঘুরে পালাল

ঠিক যেন ভারতের বাঘ। শুধু ভারত নয়। বন্দি হয়েও ভারতীয় বায়ুসেনা অভিনন্দন এর সাহস দেখে কেঁপে যায় গোটা পাকিস্তান। পাকিস্তান সেনার ডেরায় গিয়ে পাকিস্তানের সেনা ও এক মেজরের সামনে গিয়ে তাঁর বক্তব্য ও সাহস দেখে মুগ্ধ ভারতের পাশাপাশি পাকিস্তান সহ গোটা বিশ্ব। ভারতীয় সেনাকে ছোট করতে এই ভিডিও প্রকাশ করেছিল পাক সেনা। উল্টে ভারতীয় সেনার সাহস দেখে কেঁপে গেছে গোটা পাকিস্তান। পাক সোশ্যাল মিডিয়ায় ভারতীয় উইং কমান্ডার অভিনন্দন বর্তমান এর প্রশংসায় পঞ্চমুখ।

আরও পড়ুনঃ যুদ্ধ লাগলে বাঁচতে সীমান্তে ১৪ হাজার বাঙ্কার নির্মাণ করছে ভারত
আরও পড়ুনঃ পাকিস্তানে ভারতের বিমানহানার সময় জন্ম নবজাতকের নাম মিরাজ

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
পুলওয়ামা হামলার জেরে পাক বন্দিকে পিটিয়ে মারল ভারতীয়রা https://thenewsbangla.com/pakistani-prisoner-murder-at-jaipur-central-jail-over-pulwama-terror-attack/ Wed, 20 Feb 2019 14:06:34 +0000 https://www.thenewsbangla.com/?p=7051 কাশ্মীরের পুলওয়ামায় আধাসেনার উপর হামলার জের ছড়িয়ে পরল এবার জেল বা কারাগার বা সংশোধনাগারেও। রাজস্থানের জয়পুর সেন্ট্রাল জেলে আটক এক পাক বন্দিকে পিটিয়ে মারল অন্য ভারতীয় বন্দিরা। ঘটনার খবর বাইরে আসতেই হইচই শুরু হয়েছে গোটা দেশ জুড়ে। প্রসঙ্গত পুলওয়ামায় শহিদ ৪৯জন সিআরপিএফ জওয়ানের মধ্যে রাজস্থানের ১৪জন বাসিন্দা ছিলেন।

আরও পড়ুনঃ ইমরানের সুরেই পাকিস্তানের পক্ষে মুখ খুললেন কাশ্মীরের এই নেত্রী

পুলওয়ামায় ৪৯ জন সিআরপিএফ জওয়ানের মৃত্যুর পর থেকেই দেশ জুড়ে পাকিস্তান বিরোধী ক্ষোভ বাড়ছে। সেই ক্ষোভের আঁচ এ বার আছড়ে পড়ল জেলের অভ্যন্তরেও। শাকারউল্লাহ ওরফে মহম্মদ হানিফ নামে এক পাকিস্তানি বন্দিকে পিটিয়ে মারল বাকি ভারতীয় বন্দিরা। মৃত শাকারউল্লাহ ওরফে মহম্মদ হানিফ, ভারতে ঢুকে তথ্য সংগ্রহ এবং পাচারের অভিযোগে গ্রেফতার করে পুলিশ। ঘটনার কথা স্বীকার করেছেন রাজস্থানের আইজি (কারা) রুপিন্দর সিংহ।

পুলওয়ামা হামলার জেরে পাক বন্দিকে পিটিয়ে মারল ভারতীয়রা/The News বাংলা
পুলওয়ামা হামলার জেরে পাক বন্দিকে পিটিয়ে মারল ভারতীয়রা/The News বাংলা

পাকিস্তানের মদতপুষ্ট জইশ-ই-মহাম্মদের হামলার পরই পাকিস্তানকে একঘরে করেছে ভারত। পাকিস্তানকে দেওয়া মোস্ট ফেভারড নেশনস এর তকমা বাতিল করা হয়েছে। এমনকি নিজেদের হাইকমিশনারকে ‘প্রত্যাহারও’ করে নিয়েছে নয়াদিল্লি ও ইসলামাবাদ। পাকিস্তানকে সবরকম ভাবে বয়কটের সিদ্ধান্ত নিয়েছে ভারত। গোটা দেশে পাকিস্তানের বিরুদ্ধে গড়ে উঠেছে জনমত। সেই ক্ষোভের আগুন এবার ছড়িয়ে পড়ল জেলের ভিতরেও।

আরও পড়ুনঃ ভারতের সব মন্দির গুঁড়িয়ে দেবার হুমকি পাকিস্তানের মন্ত্রীর

“ভারত যদি আক্রমণ করে তাহলে তার উত্তরে পাল্টা জবাবও দেবে পাকিস্তান”, বলে এক ভিডিও বার্তায় ভারতকে মঙ্গলবারই হুঁশিয়ারি দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলাওয়ামায় পাক জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মহম্মদের হামলায় আধাসামরিক বাহিনী সিআরপিএফ-র ৪৯জন জওয়ান শহিদ হন। ওই হামলার পর থেকেই বদলার দাবিতে সরব গোটা ভারত। উত্তেজনা বজায় আছে কাশ্মীরেও। আর এইসময়েই ভারতকে হুঁশিয়ারি দিয়ে ইমরান খান এমন মন্তব্য করেন। এই হুশিয়ারির বিরুদ্ধে ক্ষোভ এবার আছড়ে পড়ল সংশোধনাগারেও ভিতরেও।

আরও পড়ুনঃ ভারতকে হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান

বেশ কিছুদিন ধরেই, জয়পুর জেলে বন্দি ছিল অনুপ্রবেশ এবং গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার হওয়া পাক নাগরিক শাকারউল্লাহ ওরফে মহম্মদ হানিফ। জয়পুর জেল কর্তৃপক্ষ সূত্রে খবর, বুধবার দুপুরে তার উপর চড়াও হয় জেলের অন্যান্য সাজাপ্রাপ্ত ও অন্যান্য অভিযুক্তরা। মূলত সাজাপ্রাপ্ত তিন দাগি আসামী তাঁকে মারধর শুরু করে।

আরও পড়ুনঃ পাকিস্তান নিয়ে বড় সিদ্ধান্ত রিলায়েন্সের মুকেশ আম্বানির

পরে তার সঙ্গে যোগ দেয় অন্য বন্দিরাও। শাকারউল্লাহ ওরফে মহম্মদ হানিফকে বেধড়ক পেটানো হয়। জয়পুর জেল সূত্রে খবর, বাঁশ-লাঠি দিয়ে পেটানোর পাশাপাশি তাঁকে লক্ষ্য করে ইট-পাটকেলও ছোড়া হয়। জেলের মধ্যে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে ওই পাক বন্দি। খবর পেয়েই জেলের বিপদ ঘণ্টি বাজানো হয়। সঙ্গে সঙ্গেই জেলের নিরাপত্তারক্ষীরা ছুটে যান।

আরও পড়ুনঃ ভারতীয় সেনার বদলা, খতম পুলওয়ামা কাণ্ডে জড়িত দুই পাক জঙ্গি

ক্ষিপ্ত ভারতীয় বন্দিদের হাত থেকে শাকারউল্লাহকে মুক্ত করার চেষ্টা করেন জেলের নিরাপত্তারক্ষীরা। পাশাপাশি পুলিশ প্রশাসনকেও খবর পাঠানো হয়। একটি মেডিক্যাল টিম এবং পুলিশ কর্মীরা গিয়ে গুরুতর আহত পাক বন্দিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে খবর, ঘটনাস্থলেই মৃত্যু হয় শাকারউল্লাহ ওরফে মহম্মদ হানিফের।

আরও পড়ুনঃ কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদী নেতাদের নিরাপত্তা তুলে নিল মোদী সরকার

এই ঘটনায় দেশ জুড়ে শুরু হয়েছে তুমুল আলোচনা। কেন্দ্রকেই এই হিংসার জন্য দায়ি করেছে কংগ্রেস সহ বিরোধী দলগুলি। বিজেপির তরফ থেকে এটিকে ক্ষোভের বহিপ্রকাশ বলেই জানান হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে কেন্দ্র স্বরাষ্ট্র দফতর। জয়পুর জেলে গেছেন পদস্থ জেল কর্তারা। কি ভাবে এই ঘটনা ঘটল তা তদন্ত করে দেখা হচ্ছে। এই ধরণের ঘটনা আন্তর্জাতিক মহলে ভারতের বিরুদ্ধে ভুল বার্তা যাবে বলেই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

আরও পড়ুনঃ পাকিস্তানের মাটিতে ঢুকে জঙ্গি ঘাঁটিতে হামলার অনুমতি চাইল দেশের সেনা
আরও পড়ুনঃ ভয়ঙ্কর সন্ত্রাসবাদী হামলা হবে জানিয়েছিলেন কাশ্মীর পুলিশের আধিকারিক
আরও পড়ুনঃ পাক জঙ্গিদের খুঁজে বের করে মারতে সেনাকে পূর্ণ স্বাধীনতা দিল মোদী সরকার
আরও পড়ুনঃ দেশ জুড়ে বদলার দাবি, কাউকে ছাড়া হবে না জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>