India-Russia – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Fri, 04 Mar 2022 05:14:36 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg India-Russia – The News বাংলা https://thenewsbangla.com 32 32 ভারত সরকারের সতর্কবার্তায় কানই দেয়নি, ইউক্রেনে পড়তে যাওয়া পড়ুয়াদের অভিভাবকরা https://thenewsbangla.com/parents-of-students-studying-in-ukraine-did-not-heed-the-warning-of-the-indian-government/ Fri, 04 Mar 2022 05:14:01 +0000 https://www.thenewsbangla.com/?p=14893 ভারত সরকারের সতর্কবার্তায় খিল্লি করেছিল; ইউক্রেনে পড়তে যাওয়া পড়ুয়ারা। ভারত সরকারের সতর্কবার্তায় কানই দেয়নি; ইউক্রেনে পড়তে যাওয়া পড়ুয়াদের অভিভাবকরা। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছে ২৪ ফেব্রুয়ারি; আর ভারত সরকার প্রথমবার তাদের লিখিত নোট দিয়ে সাবধান করেছিল গত ১৫ই ফেব্রুয়ারি। ৯ দিন হাতে সময় ছিল ইউক্রেন ছাড়ার; বা মূল শহর ছেড়ে সীমান্তের দিকে সরে যাবার। ১৮ই ফেব্রুয়ারি ভারত সরকার বিশেষ বিমান তৈরি রেখেছিল; ইউক্রেনে থাকা পড়ুয়াদের দেশে ফিরিয়ে আনার জন্য। কিন্তু টাকা খরচা করে কেউই দেশে ফিরতে চায়নি। যুদ্ধ শুরু হবার পরেও; ভারতীয়দের রোমানিয়া সীমান্তের দিকে চলে যাবার নির্দেশ দিয়েছিল ভারত সরকার। কানেই তোলেনি বেশিরভাগ ছাত্র-ছাত্রীর বাবা-মা। ভারত সরকারের কথা সেই সময় শুনলে; তাহলে এই পরিস্থিতি আসত না।

যখন যুদ্ধ শুরুর আগে গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে; ভারতীয় বিদেশমন্ত্রকের ভারতীয় ছাত্রছাত্রীদের দেশে ফিরে আসার জন্য বারে বারে অ্যাডভাইসারি জারি করা হচ্ছিল; ফিরে আসার অনুরোধ করা হচ্ছিল; শুধু ভারত নয় পৃথিবীর শক্তিশালী সব দেশগুলো সতর্ক করে দিচ্ছিল; তখনও ইউক্রেনে ভারতীয় ছাত্রছাত্রীরা এই নিয়ে ভারত সরকারের খিল্লি করেছিল। সেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এখন যারা ভারত সরকারকে দোষ দিতে ব্যস্ত; তখন তারা খিল্লি করছিল তাদের জন্য সরকারের অ্যাডভাইসারি; মিডিয়া তথা দেশের মানুষের উদ্বেগ নিয়ে। আজ এরাই চরম বিপদের মধ্যে থেকে; দেশে ফেরার জন্য সাহায্যের প্রত্যাশী।

ভারত সরকার এদের উদ্ধার করে, সরকারি খরচে ফ্রি তে দেশে ফিরিয়ে আনার পর; এদেরই কেউ কেউ বলছে; কেন আমাকে দিল্লি বা মুম্বাই বিমানবন্দর থেকে বাড়ি ফেরার ব্যবস্থা করে দেওয়া হল না। কেন আমাকে ফাইভ স্টার হোটেলে রাখা হল না; কেন বিমানের পরিষেবা আরও ভাল ছিল না!

আমেরিকা, জার্মানি, চিন, ব্রিটেন এই মুহূর্তে তাদের দেশের নাগরিকদের; ইউক্রেন থেকে ফেরানো যাবে না বলে পরিষ্কার ঘোষণা করে দিয়েছে। সেই জায়গায় একমাত্র দেশ ভারত; তাদের নাগরিকদের ফেরাচ্ছে। ৯০ শতাংশ নাগরিককে ভারত সরকার ইতিমধ্যেই দেশে ফিরিয়েছে। এবং কেন্দ্র সরকারের সতর্কবাণী উপেক্ষা করে যারা এখনও রয়ে গেছেন; তাদেরও আগামী ১-২ দিনে ফেরানোর পরিকল্পনা করেছে ভারত। তবে সত্য কথা তাঁদের জানা দরকার; যারা শুধুই সমালোচনা করছেন ভারতের।

]]>
আশঙ্কায় গোটা পৃথিবী, ইউক্রেনের জাফোরজিয়ায় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আগুন https://thenewsbangla.com/the-whole-world-in-danger-fire-at-zaporizhia-nuclear-power-plant-ukraine/ Fri, 04 Mar 2022 02:53:01 +0000 https://www.thenewsbangla.com/?p=14886 আশঙ্কায় গোটা পৃথিবী; ইউক্রেনের জাফোরজিয়ায় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আগুন। ইউক্রেনের জাফোরজিয়ায় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আগুন লেগেছে।। ইউক্রেনের বিদেশমন্ত্রী দিমিত্রো কুলেবার দাবি; জাফোরজিয়ায় ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ-কেন্দ্রের চারপাশে গুলি চালাতে শুরু করে রুশ সেনা; এরপরই আগুন ছড়িয়ে পড়ে সেখানে। জাফোরজিয়ার এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ হলে; তা চেরনোবিলের তুলনায় দশগুণ বেশি ভয়ানক হবে বলেও আশঙ্কা প্রকাশ করেছে ইউক্রেন।

১৯৮৬ সালে ইউক্রেনের চেরনোবিল বিদ্যুৎ কেন্দ্রের বিস্ফোরণকে; মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ পারমাণবিক দুর্যোগ-ক্ষতি ও মৃত্যু হিসেবে মনে করা হয়। যুদ্ধ শুরুর ২-৩ দিনের মধ্যেই, ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন; রুশ সেনাবাহিনী চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিয়ন্ত্রণ নিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট এই বলে সতর্ক করেছেন যে; রুশ বাহিনী তাদের অভিযান অব্যাহত রাখলে চেরনোবিলের মত আরেকটি বিপর্যয় আবারো ঘটতে পারে। প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পোডোলিয়াক মন্তব্য করেছেন; রাশিয়ার ‘সম্পূর্ণ অর্থহীন হামলা’ এই মুহুর্তে ‘ইউরোপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঝুঁকি তৈরি করেছে’।

ইউক্রেনের প্রেসিডেন্ট সতর্ক করেছেন যে; রুশ বাহিনী তাদের অভিযান অব্যাহত রাখলে চেরনোবিলের মত আরেকটি বিপর্যয় আবারো ঘটতে পারে। টুইটারে প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি লিখেছেন; “আমাদের রক্ষকরা তাদের জীবন উৎসর্গ করছে; যেন ১৯৮৬ সালের মত ট্র্যাজেডির পুনরাবৃত্তি না হয়”। “এটি পুরো ইউরোপের বিপক্ষে যুদ্ধের ঘোষণা”; ঘোষণা জেলেনস্কির। আলোচনায় সমাধান সূত্র আদৌ বেরোবে কি, না যুদ্ধ আরও ভয়ঙ্কর আকার ধারণ করবে; রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ পরিস্থিতির দিকে তাকিয়ে গোটা বিশ্ব।

এদিকে দ্বিতীয় দফার আলোচনাতেও; দুই দেশের যুদ্ধে কোন রফাসূত্র মিলল না। তবে যুদ্ধের মধ্যেই আলোচনার দরজা খোলা রাখছে; ইউক্রেন ও রাশিয়া। বৃহস্পতিবার দ্বিতীয় দফার আলোচনার পর, রাশিয়া-ইউক্রেন উভয়পক্ষই জানিয়েছে যে; খুব শীঘ্রই তৃতীয়বার আলোচনার টেবিলে বসা হবে। পোল্যান্ডের সীমান্তের কাছে বেলারুশে দুই দেশের আলোচনায় সাধারণ মানুষের উদ্ধারের জন্য; মানবিক করিডোর গড়ে তোলার ব্যাপারে সম্মত হয়েছে উভয়পক্ষ। সাধারণ মানুষকে উদ্ধার এবং যুদ্ধ-বিধ্বস্ত অঞ্চলগুলিতে খাদ্য ও ওষুধ পৌঁছে দিতে; এই করিডোর গড়ে তোলার ব্যাপারে রাশিয়া ও ইউক্রেন সম্মত হয়েছে।

যুদ্ধের আজ নবম দিন। দিনে দিনে ইউক্রেনের উপর আক্রমণের তেজ; আরও বাড়াচ্ছে রাশিয়া। ইউক্রেনের একের পর এক শহর; ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পাল্টা লড়াই চালিয়ে যাচ্ছে ইউক্রেন সেনা।

]]>
আমিরশাহি ও কোরিয়ার পর রাশিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মান পেলেন নরেন্দ্র মোদী https://thenewsbangla.com/pm-narendra-modi-will-be-honoured-with-russias-highest-civilian-award/ Fri, 12 Apr 2019 17:13:46 +0000 https://www.thenewsbangla.com/?p=10749 সংযুক্ত আরব আমিরশাহির ‘অর্ডার অফ জায়েদ’ ও দক্ষিণ কোরিয়ার ‘সিওল শান্তি পুরষ্কার’ এর পর এবার রাশিয়ার সর্বোচ্চ সম্মানে ভূষিত হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কূটনৈতিক স্তরে ভারত-রাশিয়া যৌথ সম্পর্কে অনবদ্য অবদানের জন্য নরেন্দ্র মোদীকে রাশিয়ার ‘অর্ডার অফ সেন্ট অ্যান্ড্রু দ্য অ্যাপস্টলট’ সম্মান দেওয়া হয়েছে রাশিয়া সরকারের পক্ষ থেকে।

আরও পড়ুনঃ কংগ্রেস মুসলিম এলাকায় হিরো কিন্তু হিন্দু এলাকায় জিরো, বললেন বদরুদ্দিন আজমল

লোকসভা নির্বাচনের মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুকুটে জুড়তে চলেছে আরও একটি পালক। ফের একবার বিদেশি সম্মানে ভূষিত হবেন মোদী। রাশিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মান দেওয়া হবে তাঁকে। আন্তর্জাতিক স্তরে ভারত-রাশিয়া সম্পর্কে “অনবদ্য অবদান ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক”-র জন্য রাশিয়ার পক্ষ থেকে মোদীকে শুক্রবার রাশিয়ার ‘অর্ডার অফ সেন্ট অ্যান্ড্রু দ্য অ্যাপস্টল’ সম্মান দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুনঃ শিলিগুড়িতে রাহুলের হেলিকপ্টার নামার অনুমতি দিল না রাজ্য সরকার

রাশিয়ার সর্বোচ্চ সম্মানে ভূষিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার তাঁকে ‘অর্ডার অফ সেন্ট অ্যানড্রু’ দেওয়ার কথা ঘোষণা করে মস্কো। দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নতিতে বিশেষ অবদান রাখার জন্য এই সম্মান দেওয়া হয় তাঁকে।

আরও পড়ুনঃ হিন্দু ও বৌদ্ধ ছাড়া দেশ থেকে তাড়ানো হবে বাকি অনুপ্রবেশকারীদের

প্রথমে সংযুক্ত আরব আমিরশাহির ‘অর্ডার অফ জায়েদ’ ও তারপর দক্ষিণ কোরিয়ার সিওল শান্তি পুরষ্কারের সপ্তাহখানেক পর আরও একটি বিদেশি সম্মানে ভূষিত হলেন ভারতের প্রধানমন্ত্রী। এই নিয়ে প্রধানমন্ত্রী থাকাকালীন মোট আটটি আন্তর্জাতিক সম্মান পেলেন তিনি।

আরও পড়ুনঃ অস্ত্র নিয়ে রামনবমী পালন না করলে হিন্দুদের অস্তিত্ব থাকবে না

‘অর্ডার অফ সেন্ট অ্যান্ড্রু দ্য অ্যাপস্টল’ রাশিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মান। সপ্তদশ শতাব্দীর শেষ দিকে রাশিয়ার জার প্রথম পিটার দ্য গ্রেট এই সম্মান প্রতিষ্ঠা করেন যিশু খ্রিষ্টের শিষ্য অ্যান্ড্রুর স্মৃতির উদ্দেশ্যে। বিদেশী রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে যাঁরা এই পুরস্কার পেয়েছেন, তাঁরা হলেন আজারবাইজানের রাষ্ট্রপতি হায়দার আলিয়েভ, কাজাখস্তানের রাষ্ট্রপতি নুরসুলতান নাজারবায়েভ এবং চীনের চেয়ারম্যান শি জিনপিং।

আরও পড়ুনঃ রাজ্যে ভোটে তৃণমূলের সন্ত্রাস, নির্বাচন কমিশন দফতরে মুকুল রায়ের বিক্ষোভ

উল্লেখ্য, এই সম্মান ঘোষণার সপ্তাহ খানেক আগেই সংযুক্ত আরব আমিরশাহির তরফে প্রধানমন্ত্রীকে তাদের সর্বোচ্চ নাগরিক সম্মান, অর্ডার অফ জায়েদ, প্রদানের কথা বলা হয়। তার আগেই পান দক্ষিণ কোরিয়ার ‘সিওল শান্তি পুরষ্কার’।

আরও পড়ুনঃ অভিনন্দনের ছবি ব্যবহার করে বন্ধ হোক ভোট প্রচার দাবি সেনাকর্তাদের

ভারত ও রাশিয়ার মধ্যে কূটনীতিগত সম্পর্কের উন্নতিতে বিশেষ অবদান রাখার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘অর্ডার অফ সেন্ট অ্যানড্রু’ সম্মানে ভূষিত করল রাশিয়া। এটি সে দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান। ১৬৯৮ সাল থেকে এই সম্মান দেওয়া হয়। সোভিয়েত জমানায় ‘অর্ডার অফ সেন্ট অ্যানড্রু’ প্রদান করা বন্ধ হয়ে যায়।

আরও পড়ুনঃ দ্বিতীয় দফা ভোটে আরও ২৫ কোম্পানি সশস্ত্র বাহিনী আসছে বাংলায়

১৯৯৮ থেকে ফের এই সম্মান প্রদান শুরু হয়। এই সম্মান দেওয়া প্রথম শুরু করেন পিটার দ্য গ্রেট। ২০১৭-য় চিনের প্রেসিডেন্ট জি জিনপিংকে অর্ডার অফ সেন্ট অ্যানড্রু’ দেওয়া হয়েছিল। আর ২০১৯ এ পেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আরও পড়ুনঃ নরেন্দ্র মোদীকে যারা চাইছেন তারা চোর, জোচ্চোর, বদমায়েশ, বাঁকুড়ায় অভিষেক

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>