India PM Narendra Modi – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Thu, 25 Apr 2019 16:53:51 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg India PM Narendra Modi – The News বাংলা https://thenewsbangla.com 32 32 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে থামাতে কংগ্রেস ‘তন্ত্র মন্ত্র’ ব্যবহার করছে https://thenewsbangla.com/congress-using-tantra-mantra-to-stop-pm-narendra-modi-says-bjp-leader/ Thu, 25 Apr 2019 16:17:15 +0000 https://www.thenewsbangla.com/?p=11633 ভারতের ভোটযুদ্ধে হাওয়া নানান দিকে বইতে শুরু করেছে। ব্যক্তিগত আক্রমণ তো ছিলই, এবার শুরু হল জ্যোতিষ শাস্ত্রের লড়াই। তন্ত্র মন্ত্রের লড়াই। কংগ্রেস নেতা হরিশ রাওয়াতের মন্তব্য ঘিরে শুরু হয়েছে কংগ্রেস বিজেপি তরজা। বিজেপির তরফ থেকে জানানো হয়েছে, মোদীকে হারাতে ব্যর্থ হয়ে কংগ্রেস এখন তন্ত্র-মন্ত্র অবলম্বন করছে।

বারাণসী কেন্দ্রে প্রিয়াঙ্কা গান্ধীর পদপ্রার্থী হওয়ার সম্ভাবনাকে কেন্দ্র করে উত্তরাখন্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা হরিশ রাওয়াত মন্তব্য করেন যে, লোকসভা নির্বাচনে যদি বারাণসী আসনে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রিয়াঙ্কা গান্ধী প্রার্থী হন তাহলে মোদীর পরাজয় অবশ্যম্ভাবী। কারণ জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এখন মোদীর “কালসর্প যোগ” চলছে, যার অর্থ কোনও নারীর হাতেই তাঁর পরাজয় হবে।

আরও পড়ুনঃ বাংলায় সুরাপ্রেমিদের চিন্তা বাড়াল নির্বাচন কমিশন, নতুন লাইসেন্সপ্রাপ্ত মদের দোকান বন্ধ

সেই মন্তব্যকে হাতিয়ার করেই উত্তরাখন্ডের বিজেপির মিডিয়া সেলের প্রধান দেবেন্দ্র ভাসিন বলেন, “মোদীকে আর কোনও দিক থেকে পর্যদুস্ত করতে না পেরে কংগ্রেস এখন কুসংস্কার আর তন্ত্র-মন্ত্রের আশ্রয় নিয়েছে”। ভাসিনের মতে কংগ্রেসের বক্তব্য থেকে এটা পরিষ্কার যে কংগ্রেস মোদীকে কতটা ভয় পাচ্ছে, আর হারার ভয়ে কংগ্রেস কতটা মরিয়া হয়ে উঠেছে।

আরও পড়ুনঃ বাড়ি নেই, গাড়ি নেই, বাংলার অন্যতম গরিব প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়

ভাসিন আরও বলেন, এসব কিছুর পরেও জনগণ মোদীর সঙ্গে আছে এবং আগামী পাঁচ বছরের জন্যে মোদীই আবার ক্ষমতায় আসতে চলেছেন। তবে তরজা এখানেই শেষ হয় নি। এই ‘তন্ত্র মন্ত্র’ ব্যবহার নিয়েই শুরু হয়েছে জোর শোরগোল। যদিও বৃহস্পতিবার কংগ্রেসের তরফ থেকে ঘোষণা করে দেওয়া হয় বারাণসী আসনে দাঁড়াচ্ছেন না প্রিয়াঙ্কা। কিন্তু তারপরেও চলছে বাক বিতণ্ডা।

আরও পড়ুনঃ বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ, অর্জুনের ভাটপাড়ায় মদন

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
রাহুলের কংগ্রেস মোদীর বিজেপির বি টিম বলে কটাক্ষ মুখ্যমন্ত্রীর https://thenewsbangla.com/delhi-cm-arvind-kejriwal-lashes-out-at-congress-calls-it-b-team-of-modis-bjp/ Tue, 05 Mar 2019 18:40:44 +0000 https://www.thenewsbangla.com/?p=7610 কংগ্রেসকে বিজেপির বি টিম বলে কটাক্ষ কেজরিওয়ালের। এদিকে অধরাই থেকে গেলো দিল্লিতে আপ-কংগ্রেসের জোট। মঙ্গলবার দিল্লিতে রাহুল গান্ধীর উপস্থিতিতে দলীয় কমিটির বৈঠকে জোটের সম্ভাবনার কথা সম্পূর্ণ উড়িয়ে দেন দিল্লি প্রদেশ কংগ্রেসের সভানেত্রী তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত। অন্যদিকে জোটের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালও। এরপরেই রাহুলের কংগ্রেস মোদীর বিজেপির বি টিম বলে কটাক্ষ করেন দিল্লির মুখ্যমন্ত্রী।

আরও পড়ুনঃ নরেন্দ্র মোদীর প্রশংসা করে দল থেকে বরখাস্ত নেতা

বিজেপিকে সরাতে বিরোধী দলগুলোর এই মুহূর্তে সবচেয়ে বড় দাবি মোদী বিরোধী মহাজোট গড়ে তোলা। তার জন্য যে যে লোকসভা এলাকায় যে দল শক্তিশালী, মোদী বিরোধী দলগুলোকে সেখানে সেই দলকেই সমর্থন করার কথা বলা হচ্ছে বিরোধী দলগুলোর তরফে। এই সূত্রকে কাজে লাগাতে প্রায়ই অগ্রনী ভূমিকা নিয়েছেন কেজরিওয়াল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল দিল্লিতে এই সূত্র প্রয়োগ করে কংগ্রেসকে বারবার কাছে টানতে চেয়েছেন বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুনঃ পুলওয়ামা জঙ্গিহানাকে দুর্ঘটনা বলে দেশ ও সেনাকে অপমান

এই সংক্রান্ত আলোচনার জন্য মঙ্গলবার দিল্লিতে রাহুল গান্ধীর উপস্থিতিতে দলীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। কিন্তু সেখানে জোটের সম্ভাবনার কথা সম্পূর্ণ উড়িয়ে দেন দিল্লি প্রদেশ কংগ্রেসের সভানেত্রী তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত।

আরও পড়ুনঃ ভোটের আগে ভারতবাসীকে নতুন উপহার মোদীর

রাহুল গান্ধী এর আগেও দিল্লিতে একা লড়ার পক্ষে ছিলেন। আম আদমি পার্টির তরফে একাধিকবার কংগ্রেসের সাথে জোট করার প্রস্তাব দেওয়া হলেও সেই প্রস্তাবকে বিশেষ গুরুত্ব দেয়নি কংগ্রেস। এবার তারা পরিষ্কারভাবেই জানিয়ে দিল, আপের সাথে কোনও প্রকার আসন সমঝোতায় যাচ্ছে না কংগ্রেস।

আরও পড়ুনঃ ভারতের চাপে মাথা নত করল পাকিস্তান

কেজরীওয়ালের আম আদমি পার্টি যদিও এখনো সম্ভাবনার দিক খোলা রাখছে। দিল্লিতে ৭টি লোকসভা আসনের মধ্যে আম আদমি পার্টি ৬টিতেই প্রার্থী ঘোষণা করে দিয়েছে। জোট হলে বাকী ১টি আসন কংগ্রেসকে ছাড়া হতে পারে বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে অতিরিক্ত ১টি আসনও কংগ্রেসকে ছাড় দিতে পারে আপ। কিন্তু জোট হলে কংগ্রেস ৪-৩ আসন চায় যা মানতে নারাজ আপ।

আরও পড়ুনঃ মোদীকে হত্যা কর, কংগ্রেস নেতার প্রকাশ্য নির্দেশ

লোকসভা ভোটের কথা মাথায় রেখে জোটের প্রস্তাব দেওয়া হলেও আপের ওপর ক্ষুব্ধ দিল্লির কংগ্রেস। কোনও অবস্থাতেই জোট না হওয়ায় কেজরিওয়াল কংগ্রেসকেই কটাক্ষ করেন। তার মতে, মোদী বিরোধী জোটে আপের সাথে না থেকে প্রকারান্তরে বিজেপিকে সুবিধা করে দিচ্ছে কংগ্রেস, যে কারনে কংগ্রেসকে বিজেপির বি টিম বলে কটাক্ষ করতেও ছাড়েননি তিনি।

আরও পড়ুনঃ জঙ্গিদের সরাসরি সেনাবাহিনীতে নিচ্ছে ইমরানের পাকিস্তান

উল্লেখ্য, ২০১৩ সালে দিল্লি বিধানসভার ভোটে কংগ্রেসকে সরিয়ে ক্ষমতায় আসে আপ। প্রাথমিকভাবে আপের সংখ্যাগরিষ্ঠতা না থাকায় কংগ্রেসকে সাথে নিয়ে সরকার চালাতে হয়। এরপর মাত্র ৪৯ দিনের মাথায় সরকার ভেঙ্গে দেন কেজরিওয়াল।

আরও পড়ুনঃ ম্যাডাম খুব তাড়াতাড়ি যুদ্ধ বিমানে বসতে চাই, নির্মলাকে অভিনন্দন

এরপর ২০১৫ সালে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দিল্লি বিধানসভার ৭০টির মধ্যে ৬৭টি আসন দখল করে ক্ষমতায় আসে আম আদমি পার্টি। কংগ্রেস একটিও সিট পায়নি। এদিকে ২০১৪ লোকসভা ভোটে আপ ভালো সংখ্যক ভোট পেলেও আপ বা কংগ্রেস কেউই কোনো আসন জিততে পারেনি। এবার ত্রিমুখী লড়াইয়ে বিজেপির কতটা সুবিধা হয় সেটাই এখন দেখার।

আরও পড়ুনঃ মুম্বাই হামলার মত ফের জলপথে জঙ্গি হামলার ছক
আরও পড়ুনঃ ভারতীয় সাবমেরিনের ভয়ে কাঁপছে পাকিস্তান

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
সমঝোতা এক্সপ্রেস চালু করে পাকিস্তানকে বার্তা ভারতের https://thenewsbangla.com/samjhauta-express-resumes-as-a-peace-sign-between-india-and-pakistan/ Tue, 05 Mar 2019 08:53:52 +0000 https://www.thenewsbangla.com/?p=7521 ১৪ই ফেব্রুয়ারি পুলওয়ামা ঘটে যাওয়া জঙ্গি হামলার পর, ভারত এবং পাকিস্তানের সম্পর্কে নতুন করে ফাটল দেখা যায়। সেই ঘটনার জেরেই সাময়িক ভবে বন্ধ হয়েছিল সমঝোতা এক্সপ্রেস। গত সোমবার থেকে তা আবার চালু হল। তাহলে কি এবার শান্তির বার্তা পাকিস্তানকে পাঠাচ্ছে ভারত? যদিও কাশ্মীরে প্রতিদিন চলছে জঙ্গি ও সেনা লড়াই।

আরও পড়ুনঃ কেন্দ্রীয় বিজেপির ওয়েবসাইট হ্যাক করল হ্যাকাররা

১৯৭১ সালের ২২শে জুলাই ভারত-পাক যুদ্ধের পর, সিমলা চুক্তি অনুযায়ী, চালু হয় এই সমঝোতা এক্সপ্রেস। এই ট্রেনটি ভারতের দিল্লি থেকে আটারি এবং পাকিস্তানের ওয়াঘা থেকে লাহোর অবধি চলাচল করে, সপ্তাহে দুইদিন।

সমঝোতা এক্সপ্রেস চালু করে পাকিস্তানকে বার্তা ভারতের/ The News বাংলা
সমঝোতা এক্সপ্রেস চালু করে পাকিস্তানকে বার্তা ভারতের/ The News বাংলা

কাশ্মীরের পুলওয়ামার অবন্তীপুরায় শ্রীনগর-জম্মু হাইওয়েতে ১৪ই ফেব্রুয়ারী সিআরপিএফ কনভয়ের একটি গাড়ি লক্ষ করে আইডি বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। তারপর ছুটে আসে ঝাঁকে ঝাঁকে গুলি। সিআরপিএফ কনভয়ের গাড়িগুলি জম্মু থেকে কাশ্মীর আসার সময় এই আক্রমণ হয়। অবন্তীপুরায় জাতীয় সড়কের উপরেই এই হামলা চলে। মারা যান চল্লিশেরও বেশি সিআরপিএফ জাওয়ান।

আরও পড়ুনঃ মুম্বাই হামলার মত ফের জলপথে জঙ্গি হামলার ছক

ঘটনার দায় স্বীকার করে পাক জঙ্গি সংগঠন জইশ ই মহম্মদ। বিস্ফোরণে যুক্ত আদিল আহমেদ নামে এক জইশ জঙ্গির নাম উঠে আসে তদন্তে। তারপরে শুরু হয় গোলমাল। দুই দেশের মধ্যে তুমুল অশান্তির সৃষ্টি হয়। পাকিস্তানের বিরুদ্ধে রাগে ফুঁসতে থাকে ভারত।

আরও পড়ুনঃ ঘরে ঢুকে মারব জঙ্গিদের, প্রকাশ্যে ঘোষণা প্রধানমন্ত্রী মোদীর

এরই পরিপ্রেক্ষিতে গত ২৬শে ফেব্রুয়ারি ভোররাতে ভারতীয় বায়ুসেনার তরফে পাকিস্তানের মূল ভূখন্ড বালাকোটে সার্জিক্যাল স্ট্রাইক চালানো হয়। বায়ুসেনার দেওয়া তথ্য অনুযায়ী জইশ ই মহম্মদের মাথা মাসুদ আজহারের তিন আত্মীয় সহ কমপক্ষে ৩০০-৩৫০ জন জঙ্গির মৃত্যু হয়। এরপরেই পাকিস্তান বন্ধ করে দেয় সমঝোতা এক্সপ্রেস। ভারতও বন্ধ করে দেয়।

আরও পড়ুনঃ জঙ্গিদের সরাসরি সেনাবাহিনীতে নিচ্ছে ইমরানের পাকিস্তান

এরই মধ্যে পাক সীমানা লঙ্ঘন করে মিগ চালিয়ে পাক সেনার হাতে পাকড়াও হন বায়ুসেনা কমান্ডার অভিনন্দন বর্তমান। ভারতীয় পাইলটকে শর্তহীন মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তানের ব্যবহারে বিগলিত কিছু ভারতীয় ইমরান খানকে কার্যত শান্তির বার্তাবাহক হিসেবে তুলে ধরে। পাকিস্তান ইমরান খানকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার দাবিও করেন।

আরও পড়ুনঃ পাকিস্তানের কোপে এবার প্রিয়াঙ্কা চোপড়া

পাক-ভারত উত্তেজনার মধ্যে সমঝোতা এক্সপ্রেস বন্ধ করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। ভারতের দিক থেকেও বন্ধ হয় ট্রেন চলাচল। গত সোমবার আবার চালু হয় এই ট্রেন। পাকিস্তান রেডিও সূত্রে জানা যায়ে, সোমবার প্রায় ১৫০জন যাত্রী কে নিয়ে দিল্লির উদ্দেশে লাহোরে থেকে রওনা দেয় সমঝোতা এক্সপ্রেস। অবশ্য ১৪এ ফেব্রুয়ারীর পর, যাত্রী সংখ্যা কমে গেছে বলেই দুই দেশের রেল কর্তৃপক্ষ এর তরফ থেকে জানা গেছে।

আরও পড়ুনঃ Exclusive পাকিস্তান থেকে পালানোর জন্য তৈরি থাকুন জঙ্গিদের জানাল জইশ

পাকিস্তানের দিকে কি তাহলে এবার শান্তির হাত বাড়িয়ে দিচ্ছে ভারত? প্রশ্ন উঠেছে। তবে এর সঙ্গে পাকিস্তানের সঙ্গে কথার কোন সম্পর্ক নেই বলেই পরিষ্কার জানিয়ে দিয়েছে ভারত। জঙ্গি হামলা বন্ধ না হলে আলোচনার কোন প্রশ্নই নেই বলে জানান হয়েছে। তবু সমঝোতা এক্সপ্রেস চালু করে দুই দেশের মধ্যে শান্তির আপাতত একটা আশার আলো দেখা গেল বলেই মনে করছে আন্তর্জাতিক মহল।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
যা হয়েছে তা ট্রেলার, আসল ফিল্ম এখনও বাকি বললেন নরেন্দ্র মোদী https://thenewsbangla.com/pm-narendra-modi-says-pilot-project-just-happened-real-one-has-to-be-done/ Thu, 28 Feb 2019 17:48:51 +0000 https://www.thenewsbangla.com/?p=7286 “এখন পর্যন্ত যা হয়েছে তা ছিল পাইলট প্রোজেক্ট, আসল কাজ এখনও বাকি”। এইভাবেই ভারত পাক বর্তমান পরিস্থিতিকে বোঝালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই ভাষণ শোনার পরই প্রশ্ন উঠে গেছে দেশ জুড়ে, মোদী আর কি বড় সিদ্ধান্ত নিতে চলেছেন? তবে বাকিটা আর খোলসা করেননি মোদী।

আরও পড়ুনঃ বন্দি হয়েও ভারতীয় বায়ুসেনা অভিনন্দন এর সাহস দেখে কেঁপে গেল পাকিস্তান

দিল্লিতে সায়েন্টিস্টদের একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “ল্যাবরেটরিতে প্রথমে পাইলট প্রোজেক্ট হয়। তারপর হয় আসল জিনিস”। প্রধানমন্ত্রী বুঝিয়ে দেন, পাকিস্তান নিয়ে এখনও যা যা কিছু হয়েছে তা স্রেফ পাইলট প্রোজেক্ট। আসল জিনিস এখনও বাকি। আর এর পরেই দেশ জুড়ে হইচই পরে যায়, মোদী পাকিস্তান নিয়ে আর কি কি বড় সিদ্ধান্ত নিতে চলেছেন।

আরও পড়ুনঃ ভারতের কূটনৈতিক চাপে পাকিস্তান ফেরাচ্ছে পাইলট অভিনন্দনকে

গত মঙ্গলবার ভোরে, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা পেরিয়েই শুধু নয়, পাকিস্তানের অন্তত ৪০ কিলোমিটার ভেতরে ঢুকে পড়ে ভারতীয় বিমান বাহিনী। ভারতীয় বায়ুসেনার ১২টি মিরাজ ২০০০ বিমান আছড়ে পড়ে পাক অধিকৃত কাশ্মীর ও মূল পাক ভূখণ্ডে ৷ ১০০০ কেজি বোমা ফেলা হয় জঙ্গিঘাঁটি গুলিতে৷ অত্যন্ত সতর্কতার সঙ্গে চলে এই অভিযান। যে কারণে কম উচ্চতায় উড়তে সক্ষম এমন বিমান ব্যবহার করা হয়৷ পাক র‍াডার এড়াতে এমন পদক্ষেপ নেয় ভারতীয় সেনা।

আরও পড়ুনঃ ফের ভারতের আকাশে পাক বিমান, জবাব পেয়ে ঘুরে পালাল

সেনাপতির মতই নেতৃত্ব দেন ‘চৌকিদার’। সারারাত জেগে পাকিস্তানে বিমান হানার নেতৃত্বে ছিলেন স্বয়ং ‘চৌকিদার’ নরেন্দ্র মোদী। ২৯ সেপ্টেম্বর ২০১৬ সালে প্রথম সার্জিক্যাল স্ট্রাইক এর দিনও রাত জেগে জঙ্গি খতমের নেতৃত্বে ছিলেন মোদী। ২৬ শে ফেব্রুয়ারী ২০১৯ এও সেই নরেন্দ্র মোদীই দেন নেতৃত্ব। সার্জিক্যাল স্ট্রাইক ১ এর মত সার্জিক্যাল স্ট্রাইক ২ এর সময়ও প্রধানমন্ত্রী মোদী নয়াদিল্লির সাউথ ব্লকের দফতরে বসে গোটা অপারেশন ‘মনিটর’ করলেন।

আরও পড়ুনঃ যুদ্ধ লাগলে বাঁচতে সীমান্তে ১৪ হাজার বাঙ্কার নির্মাণ করছে ভারত

প্রায় ১০০০ কেজি বোমা ফেলে তারা। ধুলোয় মিশিয়ে দেওয়া হয় বালাকোট, মুজাফরাবাদ ও চকোটিতে জঙ্গিশিবিরগুলি। ২০ মিনিটের মধ্যে অপারেশন শেষ করে ভারতে ফেরে বিমানগুলি। এই হামলায় জইশ-ই-মহম্মদের ঘাঁটি সহ বহু জঙ্গিশিবির গুঁড়িয়ে দিয়েছে বায়ুসেনা। পুরো ব্যাপারটা নিজে সাউথ ব্লকের ওয়ার রুমে বসে ‘মনিটর’ করলেন ‘চৌকিদার’ নরেন্দ্র মোদী।

আরও পড়ুনঃ পাকিস্তানে ভারতের বিমানহানার সময় জন্ম নবজাতকের নাম মিরাজ

প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী পারেননি। কিন্তু পাকিস্তানে ঢুকে জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দেখালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৯৯৯ সালে ভারত যখন পাকিস্তানের সঙ্গে শান্তি স্থাপন করতে উদ্যোগী তখন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী ও ভারতের পিঠে ছুরি মেরেছিল পাকিস্তান। শান্তির মাঝেই দখলে নিয়েছিল কার্গিল। তখনও ভারতীয় বিমান বাহিনী পাকিস্তানে ঢুকে হামলার অনুমতি চেয়েছিল। কিন্তু দেননি প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। ২০১৯ সালে সেই ভুলের পুনরাবৃত্তি করেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আরও পড়ুনঃ পাকিস্তানের হাতে যুদ্ধবন্দি ভারতের যুদ্ধবিমান পাইলট উইং কম্যান্ডার অভিনন্দন

এরপরেই ভারত পাক যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে এখানেই যে কাজ শেষ হয়ে যায়নি তা পরিস্কার বৃহস্পতিবার বুঝিয়ে দিলেন মোদী। তবে এই পরিস্থিতি যদি ‘পাইলট প্রোজেক্ট’ হয়, তাহলে ‘আসল কাজ’ বলতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বোঝাতে চেয়েছেন সেটাই এখন বড় প্রশ্ন। তাহলে কি বৃহস্পতিবার তিন সেনা প্রধানের সঙ্গে বসে আরও বড় কোন সিদ্ধান্ত নিলেন ভারতের প্রধানমন্ত্রী? প্রশ্ন কিন্তু উঠে গেছে।

আরও পড়ুনঃ যুদ্ধের উত্তেজনা ভারত পাক সীমান্তে নামল ট্যাঙ্ক, সমুদ্রে প্রস্তুত যুদ্ধজাহাজ
এই সংক্রান্ত খবরঃ পাকিস্তানের যুদ্ধ বিমান ধ্বংস করে দিল ভারতীয় বিমান বাহিনী

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
ভারতের চাপে নাভিশ্বাস পাকিস্তানের ফের একটা সুযোগ ভিক্ষা https://thenewsbangla.com/indias-pressure-on-pakistan-is-begging-another-opportunity-for-peace/ Mon, 25 Feb 2019 13:32:25 +0000 https://www.thenewsbangla.com/?p=7155 শান্তি প্রতিষ্ঠার জন্য মোদীর কাছে কেবল একটা সুযোগ চাইছেন ইমরান! চারপাশ থেকে ভারতের চাপে নাভিশ্বাস উঠছে পাকিস্তানের। পাকিস্তানের ব্যবসা বাণিজ্য বন্ধ। ২০০ শতাংশ কর বাড়িয়েছে ভারত। ভারত পাক সীমান্তে সারি সারি দাঁড়িয়ে পণ্য বোঝাই ট্রাক। ভারত সরবরাহ না করায় ভারত থেকে যাচ্ছে না টম্যাটো সহ অনেক সব্জি। আমেরিকা, রাশিয়া, ফ্রান্স সহ গোটা বিশ্বের তোপে পড়েছে পাকিস্তান। আইএমএফ পাকিস্তানকে সব ঋণ বন্ধের হুমকি দিয়েছে। চাপে পড়ে পাকিস্তানের ফের একটা সুযোগ ভিক্ষা ভারতের কাছে।

আরও পড়ুনঃ পাক সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে মোদীকেই যোগ্য বলছেন দেশের মানুষ

‘কথা দিয়েছিলেন, পাঠানের ছেলে হলে ব্যবস্থা নিন’। পাক প্রধানমন্ত্রী ইমরান খানের উদ্দেশ্যে এমনই চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপরই নমনীয় মনোভাব দেখালেন পাঠান পুত্র ইমরান খান। পাকিস্তানের প্রধানমন্ত্রী দফতর থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে, যেখানে শান্তি প্রতিষ্ঠার জন্য ভারতের কাছে আর একটি সুযোগ চেয়েছে ইসলামাবাদ।

আরও পড়ুনঃ সিবিআই ইডি তদন্ত থেকে বাঁচাতেই কি স্বামীকে রাজনীতিতে আনছেন প্রিয়াঙ্কা

পুলওয়ামায় সেনা কনভয়ের উপর হামলার পর থেকেই গোটা বিশ্বের বিষোদগারের মুখে পড়েছে পাকিস্তান। আমেরিকা থেকে রাশিয়া, সর্বত্রই এই হামলার নিন্দা করা হয়েছে। একই সঙ্গে পাকিস্তানকেও নিশানায় নিয়ে কটাক্ষ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক নিয়ে উদ্বেগ প্রকাশ করে একে ‘বিপজ্জনক’ আখ্যা দেন তিনি। এবং ভারত বড় কিছু করবে বলে পরিষ্কার জানিয়ে দেন। ফলে অযথা এই সময় বিবাদে জড়িয়ে বা সুর চড়িয়ে যে দেশের কোনও লাভ হবে না তা বুঝেছে পাকিস্তান। মনে করা হচ্ছে সেই কারণেই চাপে পড়ে এবার শান্তি প্রতিষ্ঠার ডাক দিয়েছে পাকিস্তান।

আরও পড়ুনঃ বিশ্ব জুড়ে প্রভাব ফেলে শান্তি পুরস্কার পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

পাক প্রধানমন্ত্রীর অফিস থেকে এক বিবৃতি জারি করে জানান হয়েছে, ‘প্রধানমন্ত্রী ইমরান খান তাঁর প্রতিজ্ঞায় অনড়। ভারত যদি পুলওয়ামা আক্রমণে পাকিস্তানের যোগের প্রমাণ দিতে পারে, তবে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে’। লেখা হয়, ‘ভারত যদি আমাদের পর্যাপ্ত প্রমাণ দেয়, তাহলে পাকিস্তানের প্রধানমন্ত্রী নিজে পদক্ষেপ নেবেন। শান্তি স্থাপনের একটা সুযোগ দেওয়া উচিত মোদীর’।

আরও পড়ুনঃ ভারতের নদী থেকে একফোঁটাও জল দেওয়া হবে না পাকিস্তানকে

উল্লেখ্য, পুলওয়ামায় হামলার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইমরান খানকে উদ্দেশ্য করে বলেন, ‘উনি বলেছিলেন, আমি পাঠানের ছেলে। সত্যি কথা বলি। সঠিক কাজ করি। তাই যদি হয় তাহলে উনি পুলওয়ামা হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’। মোদীর এই বক্তব্যের পরই ইমরানের এই জবাব যথেষ্ট তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে। এখন মোদী কী ভাবে ইমরানের এই বিবৃতির পাল্টা জবাব দেন সেদিকেই তাকিয়ে দুই দেশ।

আরও পড়ুনঃ চিরশত্রুকে শিক্ষা দিতে ভারত পাক যুদ্ধ চান বাবা রামদেব

তবে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা মনে করছেন, পাক প্রধানমন্ত্রী আইএসআই ও পাক সেনার হাতের পুতুল। পুলওয়ামায় হামলার পরও প্রতিদিন কাশ্মীরে জঙ্গি হামলা চলছে। আন্তর্জাতিক চাপে পড়েই এখন সুর নরম করতে বাধ্য হচ্ছে তারা। এর উত্তরে মোদী কি জবাব দেন সেটাই এখন দেখার।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>