India Pakistan – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Thu, 03 Mar 2022 10:53:25 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg India Pakistan – The News বাংলা https://thenewsbangla.com 32 32 ভারতের জাতীয় পতাকা ধরে ইউক্রেন থেকে পালাচ্ছে পাকিস্তানের নাগরিকরা https://thenewsbangla.com/pakistan-citizens-students-fleeing-ukraine-holding-indian-national-flag/ Thu, 03 Mar 2022 10:52:40 +0000 https://www.thenewsbangla.com/?p=14883 নিজের দেশের পতাকা নিয়ে; রাস্তা দিয়ে যাবার সাহস নেই। ভারতের জাতীয় পতাকা ধরেই; ইউক্রেন থেকে পালাচ্ছে পাকিস্তানের নাগরিকরা। বাসে ভারতের জাতীয় পতাকা লাগিয়ে; ও বাসের মধ্যে ভারতের ত্রিরঙ্গা পতাকা ধরে বসে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন ছাড়ছে পাকিস্তানের ছাত্র-ছাত্রীরা। বাবা-মায়েরা উঠতে বসতে ভারতের সমালোচনা করে। তাঁদের ছেলেমেয়েরাই ভারতের পতাকা হাতে নিয়ে; জীবন বাঁচিয়ে বাড়ি ফিরছে ইউক্রেন থেকে। আরও একবার প্রমাণ হল ভারতের জাতীয় পতাকার জোর; ভারতের গণতন্ত্রের জোর।

গল্প হলেও সত্যি! ইউক্রেনে পাকিস্তানি পড়ুয়াদের প্রাণরক্ষা করল; ভারতীয় জাতীয় পতাকাই। ইউক্রেনে যুদ্ধের মধ্যে আটকে থেকে; পাকিস্তানি পড়ুয়াদের প্রাণরক্ষা করল ভারতীয় পতাকা! শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব। গত এক সপ্তাহ ধরে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে; ভয়াবহ যুদ্ধ চলছে। ইউক্রেনের রাজধানী কিয়েভ ও দ্বিতীয় বড় শহর খারকভ; রাশিয়ান সেনার হাতে অবরুদ্ধ। প্রাণ হাতে করে পালাচ্ছে হাজার হাজার মানুষ; দেশে ফিরতে মরিয়া ভারতীয়রা। একইভাবে যুদ্ধবিধ্বস্ত দেশটিতে আটকে বহু পাকিস্তানি পড়ুয়াও; আর ইউক্রেন থেকে ভারতের তেরঙ্গার দৌলতেই তাঁরা বেরিয়ে আসতে পেরেছেন বলে খবর।

ভারতের জাতীয় পতাকা সঙ্গে থাকার জন্যই; দ্রুত সীমান্ত পার করার অনুমতি পায় পাকিস্তান ও তুরস্কের পড়ুয়ারা। ইউক্রেন ছেড়ে বেরিয়ে বাইরের ভিন দেশে বেরিয়ে যাওয়ার লক্ষ্যে প্রস্তুতি শুরু করেন; একদল ভারতীয় পড়ুয়া। ইউক্রেনে তাঁদের ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে থাকা; রাশিয়ার সেনা জওয়ানদের সঙ্গে কথা বলেছিলেন ভারতীয় পড়ুয়ারা। সেই সময় রাশিয়ার সেনা জওয়ানরা জানান,; ভারতীয়দের তাঁরা আক্রমণ করবেন না; কারণ রাষ্ট্রসংঘে যেহেতু রাশিয়ার পক্ষে গিয়ে কূটনৈতিক পদক্ষেপ করেছে ভারত; তাই ভারতীয়দের ওপর রাশিয়ার আক্রোশ নেই।

তড়িঘড়ি পরিস্থিতি বুঝে ফেলেন; ভারতীয় পড়ুয়ারা। তাঁদেরই মধ্যে একজন বাজারে গিয়ে ভারতের জাতীয় পতাকা খোঁজার চেষ্টা করেন; সেখান থেকে পর্দা কিনে এনে, ধীরে ধীরে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের বুকে ভারতীয় ছাত্ররা তৈরি করে ফেলেন জাতীয় পতাকা। আর সেই জাতীয় পতাকাকে সামনে রেখেই; রুশ সৈন্যে ঠাসা ইউক্রেনের রাস্তা ধরে এগিয়ে চলেন তাঁরা। সেই পতাকা যে শুধু ভারতীয়দের প্রাণ রক্ষা করেছে; তা নয়। তা বাঁচিয়েছে বহু পাকিস্তানিকেও! তাদের সঙ্গেই বহু পাকিস্তানি ও তুরস্কের পড়ুয়ারাও; ইউক্রেন ছাড়েন। আর সকলকে নিরাপদে ইউক্রেন ছাড়তে সাহায্য করেছে ভারতের তেরঙ্গা।

]]>
ভারত পাকিস্তান ম্যাচে আউট না হয়েও কেন মাঠ ছাড়লেন বিরাট কোহলি https://thenewsbangla.com/virat-kohli-left-the-field-due-to-not-being-out-in-the-india-pakistan-match/ Sun, 16 Jun 2019 14:20:23 +0000 https://www.thenewsbangla.com/?p=13924 পাকিস্তান ম্যাচে আউট না হয়েও; কেন মাঠ ছাড়লেন বিরাট? গোটা বিশ্ব জুড়ে উঠে গেল প্রশ্ন। আউট ছিলেন না ভারত ক্যাপ্টেন বিরাট। আম্প্যায়ার আউট দেননি। তাও নিজেই নিজেকে আউট ঘোষণা করলেন; ভারত ক্যাপ্টেন বিরাট কোহলি। ফিরে গেলেন ড্রেসিংরুমে। পরে দেখা যায়, মহম্মদ আমেরের বল; বিরাটের ব্যাটে লাগেইনি।

তাহলে কেন নিজেই নিজেকে আউট ঘোষণা করে; ড্রেসিংরুমে ফিরে গেলেন বিরাট। উত্তর খুঁজছেন কমেন্টটেটাররাও। উত্তর খুঁজছেন ক্রিকেট পণ্ডিতরাও। শেষ পর্যন্ত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে; ৩৩৬ রান করে ভারত। ৪৮ তম ওভারে ব্যক্তিগত ৭৭ রানে; মহম্মদ আমেরের বলে পাক উইকেটকিপার ও ক্যাপ্টেন সরফরাজ এর হাতে ক্যাচ দিয়ে; আউট হন ভারত ক্যাপ্টেন।

আরও পড়ুনঃ বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে তুলকালাম সোশ্যাল মিডিয়া, ব্যঙ্গের মুখে অভিনন্দন

৪৮ তম ওভারে মহম্মদ আমেদের একটি বল; বিরাট ব্যাটে লাগাতে না পারায় সোজা যায় পাক উইকেটকিপার ও ক্যাপ্টেন সরফরাজ এর হাতে। পাক ক্যাপ্টেন আউটের আবেদন করেননি। সেই মুহূর্তেই সবাইকে অবাক করে; উইকেট ছেড়ে ড্রেসিংরুমে ফিরে যান বিরাট।

আরও পড়ুনঃ কেন সব ধরণের ক্রিকেট থেকে অবসর নিলেন যুবরাজ

যদিও ফিল্ড আম্পায়ার বিরাটকে আউট দেননি। কিন্তু বিরাট নিজেই; মাঠ ছেড়ে বেড়িয়ে যান। পরে রিপ্লেতে ও আলট্রা এজে পরিষ্কার দেখা যায়; আমেরের বল বিরাটের ব্যাটে লাগেই নি। তাহলে কেন ভারত পাক ম্যাচের মত বিশ্বকাপের গুরুত্বপূর্ণ লড়াইয়ে; এইভাবে বিনাকারনে উইকেট ছুঁড়ে বেড়িয়ে গেলেন ভারত ক্যাপ্টেন?

আরও পড়ুনঃ এশিয়া কাপ পাকিস্তানে, ভারতের কি খেলতে যাওয়া উচিত

ম্যাচ হারলে এই নিয়ে কিন্তু জবাবদিহির মধ্যে; পড়তে হতে পারে বিরাটকে। কারণ বিরাট চলে যাবার পর; অন্তত ১৫-২০ টা রান কম হয়েছে বলেই মত ক্রিকেট মহলের। এই মুহূর্তে গোটা বিশ্বের ক্রিকেট মহলের কাছে এটাই এখন বড় প্রশ্ন; পাকিস্তান ম্যাচে আউট না হয়েও কেন মাঠ ছাড়লেন ক্যাপ্টেন বিরাট কোহলি? কেন?

]]>
আমি নোবেল পাওয়ার যোগ্য নই বললেন প্রধানমন্ত্রী https://thenewsbangla.com/imran-khan-not-interested-in-nobel-peace-prize-wants-indo-pak-peace/ Mon, 04 Mar 2019 10:21:13 +0000 https://www.thenewsbangla.com/?p=7436 কাশ্মীর ইস্যুতে ‘শান্তির বার্তা’ পৌঁছে দেওয়ার মাধ্যমে ভারত-পাকিস্তানের যুদ্ধকে তিনি নাকি ‘থামিয়ে’ দিতে সক্ষম হয়েছেন। পাকিস্তান সরকার ও দলিয় রাজনীতিবিদরা দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার দাবি জানিয়েছেন। তবে এর প্রতিক্রিয়ায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, আমি নোবেল শান্তি পুরস্কারের যোগ্য নই। আজ সোমবার এক টুইট বার্তায় তিনি এমন প্রতিক্রিয়া জানান।

আরও পড়ুনঃ পাকিস্তানের কোপে এবার প্রিয়াঙ্কা চোপড়া

কাশ্মীর নিয়ে পাক-ভারত উত্তেজনার মধ্যে আটক ভারতীয় পাইলটকে মুক্তি দেওয়ায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে শান্তিতে নোবেল পুরস্কার দেয়ার দাবি তুলেছিল পাকিস্তানিরা। সামাজিক যোগাযোগ মাধ্যম বা সোশ্যাল মিডিয়ায় টুইটারে হ্যাশট্যাগ ঝড় তুলেছিল পাক জনতা। শুক্রবার ও শনিবার পাকিস্তানে টুইটারে ট্রেন্ডে পরিণত হয়েছিল ইমরান খানের জন্য নোবেল শান্তি পুরস্কার হ্যাশট্যাগ।

আরও পড়ুনঃ Exclusive পাকিস্তান থেকে পালানোর জন্য তৈরি থাকুন জঙ্গিদের জানাল জইশ

প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, আমি শান্তিতে নোবেল পাওয়ার যোগ্য নই। এর জন্য সেই যোগ্য ব্যক্তি যে বিতর্কিত কাশ্মীর সমস্যার সমাধান করতে পারবে এবং এই উপমহাদেশে শান্তি ও মানব উন্নয়নে ভূমিকা রাখতে সক্ষম হবে। চরম উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাইলটের মুক্তি দেয়ার ঘোষণার পর দেশ এবং দেশের বাইরে অনেকেই ইমরান খানের প্রশংসা করেন। প্রশংসা আসে ভারতের বিভিন্ন মহল থেকেও।

আরও পড়ুনঃ সার্জিক্যাল স্ট্রাইকে মাসুদ আজহারকেও কি উড়িয়ে দিয়েছে ভারতীয় বায়ুসেনা

এর আগে ইমরান খানকে নোবেল পুরস্কার দেওয়ার দাবি জোরালো করতে গতকাল রবিবার দেশটির সংসদের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতে একটি প্রস্তাব জমা দেন দেশটির তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী।

আরও পড়ুনঃ ভারতের সার্জিক্যাল স্ট্রাইকে খতম জইশ জঙ্গি ও ডেরা স্বীকার মাসুদ ভাইয়ের

তিনি মনে করেন ভারতীয় বৈমানিক অভিনন্দন বর্তমানকে ফেরত দেওয়ার মাধ্যমে ‘উত্তেজনা প্রশমনে ভূমিকা রাখার’ স্বীকৃতি স্বরূপ ইমরান খানকে এই পুরস্কার দেওয়া উচিত। তাছাড়া যুক্তরাষ্ট্র-আফগান তালেবান শান্তি আলোচনায় পাকিস্তানের ভূমিকা রাখার কথাও উল্লেখ করেছেন তিনি।

আরও পড়ুনঃ ইমরান খানকে ভারতের পরমাণু অস্ত্র হুমকি দিলেন আসাদউদ্দিন ওয়েসি

গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরে পুলওয়ামাতে এক আত্মঘাতী বিস্ফোরণে প্রাণ হারায় আধা-সামরিক বাহিনীর ৪৯ জন সেনা। এর দায় স্বীকার করে পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন জইশ ই মহম্মদ। জঙ্গি দমনে ২৬ ফেব্রুয়ারি ভারত পাকিস্তানের অভ্যন্তরে বিমান হামলা চালায়। তাদের দাবি জইশ ই মহম্মদের ঘাঁটিতে চালান এই হামলায় বহু জঙ্গি মারা গেছে।

আরও পড়ুনঃ ম্যাডাম খুব তাড়াতাড়ি যুদ্ধ বিমানে বসতে চাই, নির্মলাকে অভিনন্দন

এর জবাবে ২৭ ফেব্রুয়ারি পাকিস্তান বিমান পাঠায় কাশ্মীর সীমান্তে। সেখানে দুই পক্ষের বিমানযুদ্ধের পর পাকিস্তানের হাতে আটক হন ভারতীয় বৈমানিক অভিনন্দন বর্তমান। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ‘উত্তেজনা প্রশমনে সদিচ্ছার প্রতীক’ হিসেবে তাকে মুক্তি দেন গত ১ মার্চ। এরপরেই তাঁকে নোবেল শান্তি পুরস্কার দেবার দাবি ওঠে।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
ভারতে সন্ত্রাস চালানো পাকিস্তানকে ‘গান্ধী’গিরি শেখাচ্ছে বাংলার আমজনতা https://thenewsbangla.com/bengalies-are-teaching-terrorist-pakistan-the-gandhigiri/ Sun, 09 Dec 2018 15:58:10 +0000 https://www.thenewsbangla.com/?p=3820 The News বাংলা, শিলিগুড়িঃ ভারতীয় সীমান্তে যখন তখন গুলি চালিয়ে আতঙ্ক ছড়ায়। ভারতের অভ্যন্তরেও সন্ত্রাসবাদী দল পাঠিয়ে সন্ত্রাস সৃষ্টি করে। সেই পাকিস্তানে তৈরি বিভিন্ন উপকরণকেই আপন করে নিল শিলিগুড়ির গান্ধী মেলা।

ইন্দো-পাক সীমান্তে ধারাবাহিক গোলাগুলি লেগে থাকলেও ব্যবসায়িক ক্ষেত্রে বিচ্ছিন্নতাকে প্রশ্রয় দিতে নারাজ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স। আর সেই কারনেই শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের গান্ধী শিল্প বাজারে ভাতীয়দের কাছে পাকিস্তানে নির্মিত সামগ্রী তুলে ধরতে দুটো স্টল রাখা হয়েছে।

আরও পড়ুন: সব অনুষ্ঠানেই নেতা মন্ত্রীদের অতিথি করে আনার কুফল

দক্ষিনবঙ্গের দুর্গাপুরে ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের উদ্যোগে মার্চ মাসে প্রথম গান্ধী শিল্প বাজারের আয়োজন করা হয়। সেখানে অভুতপুর্ব সাড়া পেয়ে এবার উত্তরবঙ্গের শিলিগুড়িতে এই মেলা তথা বাজারের আয়োজন করলো আইসিসি। শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে মেলাটি ৭ ডিসেম্বর থেকে শুরু হয়েছে, চলবে ১৬ ডিসেম্বর পর্যন্ত।

ভারতে সন্ত্রাস চালানো পাকিস্তানকে 'গান্ধী'গিরি শেখাচ্ছে বাংলার আমজনতা/The News বাংলা
ভারতে সন্ত্রাস চালানো পাকিস্তানকে ‘গান্ধী’গিরি শেখাচ্ছে বাংলার আমজনতা/The News বাংলা

ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের হাতে তৈরী বিভিন্ন সামগ্রীর সম্ভারে সাজিয়ে তোলা হয়েছে গোটা বাজারটিতে। গুজরাত, বারৌনি, রাঁচী, অসম, দিল্লী, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, হায়দারাবাদের পাশাপাশি বাংলাদেশ, এমনকি পাকিস্তানের তৈরী সামগ্রীর স্টল রয়েছে মেলার মধ্যে।

সব রাজ্যের মানুষদের শিল্প ও কারুকলা, শিল্পকলাকে এক ছাদের তলায় আনতে মিনিস্ট্রি অফ টেক্সটাইলসের একটি শাখা, ডেভেলপমেন্ট কমিশনার অফ হ্যান্ডিক্রাফ্টের সাথে যৌথ উদ্যোগে ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স ‘গান্ধী শিল্প বাজার’ নামে একটি মেলার আয়োজন করেছে শিলিগুড়িতে।

আরও পড়ুন: পাহাড়ে নিজের বাড়ি থেকে বিমলকে ধরল মমতার পুলিশ

তারই মাঝে পাকিস্তান থেকে আসা পাথর কেটে তৈরী নানা ধরনের গৃহসজ্জার উপকরন দেখে হতবাক অনেকেই। সকলের মনে প্রশ্ন জাগে, যেখানে কাশ্মীর নিয়ে সীমান্তে ভারত ও পাকিস্তানে প্রায় প্রতিদিন গুলিগোলা, অশান্তি লেগেই রয়েছে, এমন পরিস্থিতিতে পাকিস্তানের সামগ্রীর সম্ভার শিলিগুড়ির মাটিতে!?

আরও পড়ুন: আরও সাজিয়ে তোলা হবে বাঙালির প্রিয় দিঘা সমুদ্রসৈকতকে

উদ্যোক্তারা জানান, উপকরনগুলি কাঁটাতারের ওপারের হলেও তা ভারতবাসীরা কিনে এনে এখানে নিয়ে বসেছে। পাকিস্তানের সামগ্রী কিন্তু বিক্রেতা ভারতীয়রা। বিক্রেতা মনসুর রহমান জানান, জিনিসগুলো পাকিস্তানের করাচিতে তৈরী। পাথরগুলো বালুচিস্তান ও কোয়েটার। সেখান থেকে কিনে এনে কলকাতায় তা বিক্রি করছেন তারা।

আরও পড়ুন: বিজেপির ‘বাংলা রথ’ এখন দেখার ও সেলফি তোলার অন্যতম আকর্ষণ

মার্চ মাসে দুর্গাপুরের গান্ধী শিল্প বাজারে তাদের ১ লক্ষ ৫০ হাজার টাকা মুল্যের সামগ্রীও বিক্রি হয়েছে। শিলিগুড়িতে প্রথম দিনেও তাদের ছোটখাট জিনিস অনেকগুলোই বিক্রি হয়েছে বলে তিনি জানান। পাকিস্তানের স্টল দুটোতে ৫০ টাকা থেকে শুরু করে প্রায় দেড় লক্ষ টাকা মুল্যের সামগ্রী রয়েছে।

তবে যে দেশের সাথে প্রায় সমস্ত ধরনের যোগাযোগ ভারতের সাথে বিচ্ছিন্ন, সে দেশের সামগ্রী দক্ষিনবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বাজারে বাজারজাত করার ব্যাপারে একটা খচখচানি থেকেই যাচ্ছে। সামগ্রী ক্রয় করলেও একটা প্রশ্ন থেকেই যাচ্ছে ক্রেতাদের মনেও।

]]>