India Pakistan Border – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Mon, 04 Mar 2019 12:49:06 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg India Pakistan Border – The News বাংলা https://thenewsbangla.com 32 32 ভারত সীমান্তে জঙ্গি হামলা ঠেকাতে আধুনিক নজরদারি https://thenewsbangla.com/india-planning-to-tighten-security-in-pakistan-bangladesh-border/ Mon, 04 Mar 2019 12:20:52 +0000 https://www.thenewsbangla.com/?p=7459 সীমান্ত পেরিয়ে প্রতিদিন ভারতে হামলা করছে জঙ্গিরা। তাই, এবার বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে নজরদারি ও নিরাপত্তা জোরদার করার জন্য অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে ভারত।

আরও পড়ুনঃ কাশ্মীরে লড়ছে মরছে সেনা আর তাঁদের নিয়ে চলছে মুনাফার মারপিট

গত ১৪ই ফেব্রুয়ারি পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলায় ৪৯ জন জওয়ানের মৃত্যুর পর ঘটনার দায় স্বীকার করে জইশ ই মহম্মদ জঙ্গিগোষ্ঠী। তারপরেই ক্ষোভে ফুঁসতে থাকে দেশবাসী। প্রত্যাঘাতের দাবী ওঠে দেশজুড়ে। বিভিন্ন রাজনৈতিক দলের তরফেও চাপ সৃষ্টি হতে থাকে কেন্দ্রের ওপর।

আরও পড়ুনঃ ভারতীয় বায়ুসেনা অভিনন্দনের স্ত্রী সাজিয়ে নোংরা রাজনীতি মোদী বিরোধীদের

এরই পরিপ্রেক্ষিতে গত ২৬শে ফেব্রুয়ারি ভোররাতে ভারতীয় বায়ুসেনার তরফে পাকিস্তানের মূল ভূখন্ড বালাকোটে সার্জিক্যাল স্ট্রাইক চালানো হয়। বায়ুসেনার দেওয়া তথ্য অনুযায়ী মাসুদ আজহারের তিন আত্মীয় সহ কমপক্ষে ৩০০-৩৫০ জন জঙ্গির মৃত্যু হয়েছে। এরপরেই সারাদেশ জুড়ে আনন্দ উৎসবের চেহারা নেয়। সামাজিক মাধ্যমগুলোতেও পাকিস্তানকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপে ছেয়ে যায়।

আরও পড়ুনঃ ভারতের ভয়ে কাঁপছে পাকিস্তান, অভিনন্দনকে বিমানে আনার প্রস্তাব নাকচ

২৭শে ফেব্রুয়ারি, ঠিক ১ দিনের মধ্যে অবস্থা সম্পূর্ণ বদলে যায়। সীমান্তে জারি হয় অঘোষিত যুদ্ধ। ভারতের ওপর আঘাত হানার জন্য প্রধানমন্ত্রী ইমরান খানের সরকারের ওপর চাপ সৃষ্টি হতে থাকে পাকিস্তানের অভ্যন্তরে। সীমান্তে যুদ্ধের আবহ তৈরি হলেও যুদ্ধের বাস্তবিকতা পাকিস্তানের ভালোই জানা ছিল।

আরও পড়ুনঃ পাকিস্তানে ভারতীয় সেনার সাহস ও বীরত্ব দেখিয়ে দেশে ফিরলেন অভিনন্দন

যখন শান্তির আলোচনা চলছিল, তখনও সীমান্তে জারি হয় তুমুল সংঘর্ষ। জঙ্গি আক্রমনে কাশ্মীরে মৃত্যু হয় ৫ জওয়ানের। অতএব, কোনো আলোচনাই যে আখেরে শান্তি প্রতিষ্ঠার পক্ষে সহজ হবে না, তা বুঝতে আর বিশেষজ্ঞ হবার প্রয়োজন পড়েনি। পাকিস্তানের মুখ ও মুখোশের তফাৎ বুঝতে শুরু করে দেশবাসী। তাই ভারত পাকিস্তান সীমান্তে নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নেয়।

আরও পড়ুনঃ বন্দি হয়েও ভারতীয় বায়ুসেনা অভিনন্দন এর সাহস দেখে কেঁপে গেল পাকিস্তান

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ইস্টার্ন কমান্ডের প্রধান হেমন্ত কুমার কোহিয়া জানান, কম্প্রিহেনসিভ ইন্টিগ্রেটেড বর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম, লেজার ওয়াল, সেন্সর, ক্লোজ সার্কিট টিভি, হাই পাওয়ার ক্যামেরা দিয়ে বাংলাদেশ সীমান্তকে মুড়ে দেওয়া হবে।

আরও পড়ুনঃ যা হয়েছে তা ট্রেলার, আসল ফিল্ম এখনও বাকি বললেন নরেন্দ্র মোদী

‘অত্যাধুনিক এসব প্রযুক্তির মাধ্যমে যেকোনো আবহাওয়ায় নজরদারি চালানো সম্ভব হবে। অতিবৃষ্টি, ঘন কুয়াশা কিংবা ধূলিঝড়ে নজরদারির ক্ষেত্রেও কোনো অসুবিধা হবে না। এই অত্যাধুনিক মাধ্যমের সাহায্যে অদৃশ্যভাবে নদীপথ, স্থলপথ ও আকাশপথেও নজরদারি চলবে’, বলেন হেমন্ত কুমার।

প্রাথমিকভাবে আসাম ও ত্রিপুরা অঞ্চলের ভারত-বাংলাদেশ সীমান্তকে এ প্রযুক্তির আওতায় আনা হবে বলে জানান বিএসএফ কর্মকর্তা। এর ফলে অনুপ্রবেশ ও চোরাচালান বন্ধে উল্লেখযোগ্য অগ্রগতি হবে।

আরও পড়ুনঃ যুদ্ধের উত্তেজনা ভারত পাক সীমান্তে নামল ট্যাঙ্ক, সমুদ্রে প্রস্তুত যুদ্ধজাহাজ

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
যুদ্ধ লাগলে বাঁচতে সীমান্তে ১৪ হাজার বাঙ্কার নির্মাণ করছে ভারত https://thenewsbangla.com/india-builds-bunkers-to-protect-indian-people-in-india-pakistan-border-area/ Thu, 28 Feb 2019 08:00:00 +0000 https://www.thenewsbangla.com/?p=7263 পাকিস্তান সেনার কাজই হল সাধারণ মানুষের বাড়ি ঘর লক্ষ্য করে গুলি ও মর্টার ছোঁড়া। তাই জম্মু ও কাশ্মীরের পাকিস্তান সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের রক্ষায় মাটি খুঁড়ে ১৪ হাজার নিরাপদ বাঙ্কার নির্মাণ শুরু করছে ভারত। বোমা হামলা হলে ওই এলাকার বাসিন্দারা ওইসব বাঙ্কারে আশ্রয় নিতে পারে।

আরও পড়ুনঃ পাকিস্তানে ভারতের বিমানহানার সময় জন্ম নবজাতকের নাম মিরাজ

ইটপাথর আর লোহার সমন্বয়ে নির্মিত এই বিপুল বাঙ্কার বানাতে ৫০ কোটি টাকার মতো ব্যয় হতে পারে বলে জানিয়েছেন সরকারি এঞ্জিনিয়াররা। স্থানিয় ঘরবাড়ির চেয়ে তিনগুন পুরু দেওয়াল ও ছাদ দিয়ে মাটির নিচের বাঙ্কারগুলো নির্মাণ করা হচ্ছে।

যুদ্ধ লাগলে বাঁচতে সীমান্তে ১৪ হাজার বাঙ্কার নির্মাণ করছে ভারত/The News বাংলা
যুদ্ধ লাগলে বাঁচতে সীমান্তে ১৪ হাজার বাঙ্কার নির্মাণ করছে ভারত/The News বাংলা

মঙ্গলবার থেকেই নিয়ন্ত্রণরেখার (এলওসি) কাশ্মীর সীমান্তে ১২ থেকে ১৫টি এলাকায় ভারি বোমা বর্ষণ করে চলেছে পাকিস্তান। ভারতীয় বাহিনীর এক মুখপাত্র এমন দাবি করেছেন। ভারতও পাল্টা বোমা নিক্ষেপ করে বলে জানান তিনি।
এমন অবস্থায় ওইসব এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে জানান পুঞ্চ জেলার জেলা প্রশাসক রাহুল যাদব।

আরও পড়ুনঃ পাকিস্তানের হাতে যুদ্ধবন্দি ভারতের যুদ্ধবিমান পাইলট উইং কম্যান্ডার অভিনন্দন

তিনি আরও বলেন, ‘গত সপ্তাহে নতুন করে এসব শেল্টার নির্মাণের কাজে হাত দেওয়া হয়। সীমান্তে বাঙ্কার নির্মাণের এই প্রকল্পটি গত বছরের জুনে শুরু হয়। উভয় পক্ষ যখন বোমা বর্ষণ শুরু করে তাতে স্থানীয়দের ঘরবাড়ি ছেড়ে ছোটাছুটি করতে হয়। তাই এমন পরিকল্পনা হাতে নিয়েছে ভারত সরকার’।

আরও পড়ুনঃ যুদ্ধের উত্তেজনা ভারত পাক সীমান্তে নামল ট্যাঙ্ক, সমুদ্রে প্রস্তুত যুদ্ধজাহাজ

সীমান্তের ভারতপক্ষের গ্রামগুলোর বাসিন্দারা জানান, তারা ঘরবাড়ি ছেড়ে বারবার পালাতে পালাতে ক্লান্ত। এখানকার গরিব কৃষক পরিবারগুলো তাদের গবাদিপশু ও ফসল ফেলে এলাকা ছেড়ে যে কতটা ক্ষতির মুখে পড়েন তা অবর্ণনীয়। চাচওয়াল গ্রামের ৭৫ বছর বয়সি বাসিন্দা তানাত্তার সিং বলেন, ‘২০০২ সালে বাড়ির সামনে গুলিবিদ্ধ হয়ে তাঁর মেয়ের মৃত্যু হয়’।

আরও পড়ুনঃ কাশ্মীরে ভেঙে পড়ল ভারতীয় বিমানবাহিনীর হেলিকপ্টার

ভারতীয় বাহিনীর একটি পর্যবেক্ষণ টাওয়ারের নিকটে গমক্ষেতে ঘেরা বাড়ি তানাত্তার সিংয়ের’। তিনি বলেন, ‘আমরা জানি যেকোনো সময় গোলাগুলি হতে পারে। জীবনের ঝুঁকি নিয়ে আমাদের সীমান্ত এলাকায় থাকতে হয়।’
তানাত্তার সিং সহ গ্রামের অন্য বয়োজ্যেষ্ঠরা মাটি খোঁড়া দেখছিলেন। তাদের গ্রামের চারশো পরিবারের জন্য একটি বাঙ্কার নির্মাণে মাটি খোঁড়া হচ্ছে।

আরও পড়ুনঃ ভারত পাক সীমান্তে আকাশের লড়াইয়ে দুই দেশের দুই যুদ্ধবিমান ধ্বংস

বাঙ্কারগুলোর কিছু কিছু জলের নিচে, কিছু আবাদি জমির মধ্যে আবার কিছু আছে বাড়িঘরের আশপাশে।
তবে এই বাঙ্কার সাধারণ বোমা হামলা থেকে রক্ষা করতে পারবে বলে বাঙ্কার নির্মাণ প্রকল্পে নিয়োজিত নাম প্রকাশে অনিচ্ছুক এক এঞ্জিনিয়ার বলেছেন। পরিস্থিতি দেখে বিভিন্ন সীমান্ত এলাকায় স্কুলগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুনঃ আবার সাফল্য ভারতীয় সেনার, কাশ্মীরে খতম দুই পাক জইশ জঙ্গি

কয়েক মাস ধরেই নিয়ন্ত্রণরেখার সীমান্ত ছাড়াও পাক-ভারত সীমান্তের বিভিন্ন জায়গায় গুলি ও বোমা বর্ষণের ঘটনা ঘটে চলেছে। আর গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী হামলায় ৪৯ জন ভারতীয় আধাসামরিক সেনা নিহত হওয়ার পর উত্তেজনা তুঙ্গে উঠেছে।

এই সংক্রান্ত খবরঃ পাকিস্তানের যুদ্ধ বিমান ধ্বংস করে দিল ভারতীয় বিমান বাহিনী
এই সংক্রান্ত খবরঃ ভারতীয় যুদ্ধবিমান পাইলটকে ধরে ফেলার ছবি ও ভিডিও প্রকাশ করল পাকিস্তান

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>