India beat Australia – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Fri, 18 Jan 2019 11:49:13 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg India beat Australia – The News বাংলা https://thenewsbangla.com 32 32 অস্ট্রেলিয়ার মাটিতে জোড়া ইতিহাস ‘বিরাট’ ভারতের https://thenewsbangla.com/india-won-both-test-series-and-one-day-series-first-time-in-australia/ Fri, 18 Jan 2019 11:15:15 +0000 https://www.thenewsbangla.com/?p=5755 অস্ট্রেলিয়ার মাটিতে জোড়া ইতিহাস ভারতের। অস্ট্রেলিয়া সফরের দীর্ঘ ৭০ বছরের ইতিহাসে কখনও টেস্ট সিরিজ ও একদিনের সিরিজ শুরু হবার পর কখনও দ্বিপাক্ষিক সিরিজ জিতে ফেরা হয়নি ভারতের। বিরাটের ভারত দুটো ইতিহাসই সৃষ্টি করে ফিরছে। পাশাপাশি টি ২০ সিরিজ ড্র করার ফলে প্রথমবার কোন সিরিজই না হেরে ফিরছে বিরাট কোহলির দল।

আরও পড়তে পারেনঃ একপায়ে এভারেস্ট অ্যান্টার্কটিকার পর এবার নতুন শৃঙ্গ জয়ের পরিকল্পনা অরুণিমার

অস্ট্রেলিয়া সফরের দীর্ঘ ৭০ বছরের ইতিহাসে কখনও টেস্ট সিরিজ জিতে ফেরা হয়নি ভারতের। ১১টি সিরিজের ৮টিতেই হার, ৩টি ড্র। সর্বশেষ ড্র সিরিজটাও ছিল প্রায় ১৫ বছর আগে। এবারেই বিরাট কোহলির হাত ধরে লেখা হয় নতুন এক ইতিহাস। প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জয়ের রেকর্ড গড়ে ভারত। আর শুক্রবার দ্বিপাক্ষিক একদিনের সিরিজ জিতে আবার ইতিহাস ভারতের। প্রথমবারের মত।

আরও পড়তে পারেনঃ সপ্তশৃঙ্গর পর সপ্ত আগ্নেয়গিরি, বিরল বিশ্বরেকর্ডের চূড়ায় বাঙালি

আগেই ৪ ম্যাচ এর টেস্ট সিরিজ ২-১ ব্যবধানে জিতে আনন্দে ভাসে ভারতীয় ক্রিকেট দল। উপমহাদেশের প্রথম দল হিসেবে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জেতে তারা। অ্যাডিলেডে সিরিজের প্রথম টেস্টে ৩১ রানে জেতে ভারত। এরপর পার্থ টেস্টে ১৪৬ রানে হারে সফরকারীরা।

মেলবোর্নে বক্সিং ডে টেস্টে ১৩৭ রানে তৃতীয় টেস্ট জিতে বর্ডার-গাভাস্কার ট্রফিতে ২-১ এগিয়ে ছিল বিরাট কোহলির দল। সিডনিতে চতুর্থ টেস্টেও দারুণ দাপটে জয়ের পথে ছিল ভারত। কিন্তু বৃষ্টির বাধায় পঞ্চম ও শেষ দিনের খেলা পণ্ড হয়ে যাওয়ায় টেস্ট ড্র হয়ে যায়। সিডনিতে না জিতলেও অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট সিরিজ জয়ের ট্রফি ধরা দেয় কোহলির হাতে।

আরও পড়তে পারেনঃ মানুষের হাসপাতালে এত কুকুর বেড়াল কেন? দায় এড়াতে পারে না প্রশাসন

সেই ১৯৪৭-৪৮ সালে প্রথমবারের মতো অস্ট্রেলিয়া সফরে যায় ভারত। সব মিলিয়ে ১১বার দেশটিতে টেস্ট সিরিজ খেলতে গেলেও সিরিজ জয় অধরাই ছিল। এবার সেই ঐতিহাসিক সাফল্য মিলল। এর আগে ১৯৮০-৮১, ১৯৮৫-৮৬ ও ২০০৩-০৪ মরসুমে তিনটি অস্ট্রেলিয়া সফরে ভারত টেস্ট সিরিজ ড্র করে ফিরেছিল।

অস্ট্রেলিয়ার মাটিতে জোড়া ইতিহাস 'বিরাট' ভারতের/The News বাংলা
অস্ট্রেলিয়ার মাটিতে জোড়া ইতিহাস ‘বিরাট’ ভারতের/The News বাংলা

এবার জয়ের তৃপ্তি নিয়েই ভারতে ফিরবেন বিরাট কোহলিরা। ৭০ বছরের ইতিহাসে এই প্রথম কোনো ভারত অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জিতলেন কোহলি। উপমহাদেশের প্রথম ক্যাপ্টেন হিসেবেও অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জেতে বিরাট।

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার টেস্ট সিরিজ জিতে ইতিহাস গড়েছে কোহলি অ্যান্ড কোং৷ এবার ওয়ান ডে ক্রিকেটেও ঘটল এক অনন্য নজির। বিরাটবাহিনীর মুকুটে আরও একটা ইতিহাস। মেলবোর্নে সিরিজের শেষ ওয়ান ডে জিতে প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে দ্বি-পাক্ষিক ওয়ান ডে সিরিজ জিতল ভারত।

আরও পড়তে পারেনঃ

বাংলায় ক্ষোভ বাড়িয়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন বাড়াচ্ছে মোদী সরকার

ভোটের আগে মানুষের মুখে হাসি ফোটাবে মোদী সরকারের অন্তর্বর্তী বাজেট

তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে ১-১ অবস্থায় শুক্রবার এমসিজি-তে নেমেছিল ভারত ও অস্ট্রেলিয়া। সিডনিতে সিরিজের প্রথম ম্যাচে বিরাটরা ৩৪ রানে হারলেও গত মঙ্গলবার অ্যাডিলেড ওভালে দ্বিতীয় ম্যাচে অজিদের ৬ উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফেরায় ভারত। আর মেলবোর্নে সিরিজের শেষ ম্যাচে শেষ ওভারে জিতে টেস্ট সিরিজের পর প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে দ্বি-পাক্ষিক ওয়ান ডে সিরিজও জিতল টিম ইন্ডিয়া।

আরও পড়তে পারেনঃ মহিলাদের প্রতি অশ্লীল উক্তি করে সাসপেন্ড দুই ভারতীয় ক্রিকেটার

১৯৮৩ সালে ভারতের বিশ্বকাপ জয়ের দুবছর পর অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ান ডে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। ১৯৮৫ সালে বেনসন অ্যান্ড হেজেস ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিতেছিল সুনীল গাভাস্করের ভারত। মেলবোর্নে ফাইনালে পাকিস্তাকে ৮ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বিশ্ব চ্যাম্পিয়নরা৷

২৩ বছর পর অর্থাৎ ২০০৮-এ অস্ট্রেলিয়ার মাটিতে সিবি সিরিজ জেতে ভারত। এটাও দ্বি-পাক্ষিক ওয়ান ডে সিরিজ ছিল না। ত্রিদেশীয় সিরিজে ভারত, অস্ট্রেলিয়া ছাড়া তৃতীয় দলটি ছিল শ্রীলঙ্কা৷ বেস্ট অফ থ্রি ফাইনালে অস্ট্রেলিয়াকে প্রথম দুটি ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ধোনির ভারত।

আরও পড়ুনঃ

ভারতের কৃষকের মেয়ে আইএমএফের প্রধান অর্থনীতিবিদ

ভারতীয় সেনাবাহিনীতে ‘ভাবনার বিপ্লব’ ভাবনা কস্তুরীর হাত ধরে

তবে এই নিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে মাত্র দ্বিতীয়বার দ্বি-পাক্ষিক সিরিজ খেলছে ভারত। গত অস্ট্রেলিয়া সফরে অর্থাৎ ২০১৬তে ধোনির নেতৃত্বে অস্ট্রেলিয়ার মাটিতে দ্বি-পাক্ষিক সিরিজে ১-৪ হেরেছিল ভারত। এবার ধোনি দলে থাকলেও বদল হয়েছে নেতৃত্বে৷

বিরাট কোহলির নেতৃত্বে অস্ট্রেলিয়ার মাটিতে ইতিমধ্যেই টেস্টে ইতিহাস গড়েছে টিম কোহলি। এশিয়ার প্রথম দল হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জিতেছে ভারত। শুক্রবার মেলবোর্নে জিতে টেস্টের পাশাপাশি ওয়ান ডে সিরিজও জিতে অনন্য নজির গড়ল বিরাটবাহিনী৷

আরও পড়তে পারেনঃ পৃথিবী জুড়ে কমছে শিশু, চরম সমস্যায় বিশ্ব সমাজ

শুধু তাই নয়, প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে কোনও সিরিজ না-হেরে দেশে ফিরছে ভারত৷ কারণ বিরাটদের অস্ট্রেলিয়া সফর শুরু হয়েছিল টি-২০ সিরিজ দিয়ে। তিন ম্যাচের টি-২০ সিরিজ ড্র (১-১) হয়৷ তার পর চার টেস্টের সিরিজ ২-১ জেতে কোহলি বিগ্রেড৷ আর শুক্রবার তিন ম্যাচের দ্বি-পাক্ষিক একদিনের সিরিজে জিতে সব রেকর্ড হাতের মুঠোয় নিয়ে ফিরছে বিরাটের ভারত।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

আরও পড়তে পারেনঃ

দাউদ ইব্রাহিমকে হত্যার পরিকল্পনা করায় ডি কোম্পানির হাতে পাকিস্তানে খুন

শ্রীজাত হেনস্থা ঘটনায় বাংলার বুদ্ধিজীবিদের মুখোশ খুললেন তসলিমা

বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান মার্কিন প্রেসিডেন্টের পদে এক হিন্দু নারী

ভারতের কৃষকের মেয়ে আইএমএফের প্রধান অর্থনীতিবিদ

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
ইতিহাস গড়ে মেলবোর্নে জিতে অস্ট্রেলিয়ায় সিরিজ জেতার পথে টিম ইন্ডিয়া https://thenewsbangla.com/india-beat-australia-in-3rd-test-in-melbourne-by-137-runs-to-take-2-1-lead-in-four-match-test-series/ Sun, 30 Dec 2018 03:24:06 +0000 https://www.thenewsbangla.com/?p=4925 The News বাংলা, মেলবোর্ন: ইশান্ত এর বাউন্সার নাথন লিও-র ব্যাট ছুঁয়ে উইকেটকিপার রিশভ পন্থের গ্লাভসে। ব্যাস, ইতিহাস গড়ে মেলবোর্নে তৃতীয় টেস্টে জিতে আরও একটা বড় ইতিহাসের দোরগোড়ায় বিরাটের ভারত। সিরিজে এগিয়ে ২-১। এই প্রথমবার অস্ট্রেলিয়ায় একটি সিরিজে দুটি টেস্ট জিতল ভারত। চতুর্থ ও শেষ টেস্ট সিডনীতে।

আরও পড়ুনঃ চিন সীমান্তে ভগবান হয়ে পর্যটকদের উদ্ধার ভারতীয় সেনার

‌দরকার ছিল মাত্র আর দুই উইকেট। তা হলেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাসকর ট্রফিতে ২-১ লিড নিয়ে নিত ভারত। রবিবার বক্সিং ডে টেস্টের পঞ্চম দিনে নজর ছিল ক্রিকেটপ্রেমীদের। চতুর্থ দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ছিল ২৫৮/৮। জিততে প্রয়োজন ১৪১ রান। ভারতের দরকার ছিল ২ টি উইকেট।

আরও পড়ুন: রবিবার বাংলাদেশ ভোটে ফের শেখ হাসিনা বনাম খালেদা জিয়া

তৃতীয় টেস্ট জয়ে কোহলি অ্যান্ড কোম্পানির সামনে কাঁটা দুটি। বৃষ্টির আশঙ্কা এবং ৬১ রানে অপরাজিত প্যাট কামিন্স।‌ সকালেই এই বৃষ্টি ভারতের সামনে আশঙ্কার কালো মেঘ ঘনিয়ে এনেছিল। শেষ পর্যন্ত ৩৭ বছর পর মেলবোর্নে জিতল ভারত। ১৩৭ রানে জিতল ভারত। এর আগে মেলবোর্নে ভারত জিতেছিল ১৯৭৭ ও ১৯৮১ সালে।

আরও পড়ুনঃ ভক্তকে বিখ্যাত করে বিপদে ফেলে দিয়েছেন লিওনেল মেসি

শচীন, সৌরভ, দ্রাবিড়, কুম্বলে, ধোনির আমলেও মেলবোর্নে জেতে নি ভারত। কখনোই অস্ট্রেলিয়ার মাটিতে এক সিরিজে দুটো টেস্ট জেতে নি ভারত। ফোর্থ ও লাস্ট টেস্ট সিডনিতে। জিতলে বা ড্র করলে ভারত প্রথমবার অস্ট্রেলিয়া থেকে সিরিজ জিতে আসতে পারবে। সেটা বিরাটের এই টিমের পক্ষে সম্ভব বলেই মনে করছে ক্রিকেট বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: সপ্তশৃঙ্গর পর সপ্ত আগ্নেয়গিরি, বিশ্বরেকর্ডের দোরগোড়ায় বাঙালি

প্রথম ইনিংসে বিধ্বংসী বোলিং করে অস্ট্রেলিয়াকে একা শেষ করে দেওয়া বুমহরা ম্যান অফ দ্য ম্যাচ। দু‌ ইনিংসে ৮৬ রানে ৯ উইকেট বুমরার। প্রথম ইনিংসে ৬ উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে একাই শেষ করে দিয়েছিলেন জশপ্রিত বুমহরা।

আরও পড়ুনঃ বিশ্বকাপ ক্রিকেটে ভারতীয় ক্রিকেটারদের দাবি ‘কলা আর বউ’

এই টেস্ট জিতে নিজের ১৫০ তম টেস্ট জিতল ভারত। ক্যাপ্টেন সৌরভ গাঙ্গুলির বিদেশের মাঠে ১১ টি টেস্ট জেতার রেকর্ড স্পর্শ করলেন বিরাট। ২০ টি শিকার ধরে এখনই এক সিরিজে সবচেয়ে বেশি শিকার ধরা ভারতীয় উইকেটকিপার হয়ে গেছেন রিশভ পন্থ। সিডনীতে সেই রেকর্ড আরও উন্নত হবে।

আরও পড়ুনঃ ডন ব্র্যাডম্যানের ঠিক পরেই ‘রানমেশিন’ বিরাট কোহলি

জেতার পর চাপা পড়ল বিরাটের অস্ট্রেলিয়াকে ফলো অন না করানোর বিতর্ক। বৃষ্টির জন্য টেস্ট ড্র হয়ে গেলে অনেক সমালোচনার মধ্যে পড়তে হত ক্যাপ্টেন বিরাট ও কোচ শাস্ত্রীকে।

একনজরে দেখে নি ‌তৃতীয় টেস্টের রেজাল্ট: ইন্ডিয়া প্রথম ইনিংস ৪৪৩-৭(decl)‌/অস্ট্রেলিয়া প্রথম ইনিংস ১৫১‌/ইন্ডিয়া দ্বিতীয় ইনিংস ১০৬-৮(decl)‌/অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস ২৬১। ইন্ডিয়া জিতল ১৩৭ রানে।

পড়ুন ফুটবল নিয়ে হাড় হিম করা অদ্ভুত সত্য গল্পঃ
প্রথম পর্বঃ পৃথিবী এগোলেও তান্ত্রিকের কালো জাদু টোনায় ডুবে আফ্রিকা
দ্বিতীয় পর্বঃ পৃথিবী এগোলেও তান্ত্রিকের কালো জাদু টোনায় ডুবে আফ্রিকা
তৃতীয় ও শেষ পর্বঃ পৃথিবী এগোলেও তান্ত্রিকের কালো জাদু টোনায় ডুবে আফ্রিকা

]]>