India Bangladesh – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Mon, 09 May 2022 11:13:14 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg India Bangladesh – The News বাংলা https://thenewsbangla.com 32 32 ভারতের বিএসএফের উদ্যোগে মাকে শেষ দেখা দেখতে পেল বাংলাদেশি কন্যারা https://thenewsbangla.com/bangladeshi-girls-got-to-see-their-mother-for-the-last-time-at-the-initiative-of-bsf-of-india/ Mon, 09 May 2022 11:11:10 +0000 https://www.thenewsbangla.com/?p=15023 ভারতের বিএসএফের উদ্যোগে; মাকে শেষ দেখা দেখতে পেল বাংলাদেশি কন্যারা। বিএসএফের সৌজন্যেই, মৃত মাকে শেষ দেখা দেখতে পেল; বাংলাদেশে অবস্থানরত কন্যারা। ঘটনাটি ঘটেছে নদীয়া জেলার সীমান্ত গ্রাম হাটখোলায়। গ্রামের বাসিন্দা নিওথালি হালসানা, বিএসএফের ৮২ ব্যাটালিয়নের সীমান্ত চৌকি হাটখোলার কোম্পানি কমান্ডারকে বলেন যে; তার মা আনোরা হালসানা ০৭ মে, ২০২২ তারিখে রাত ৯ টায় মারা গেছেন। তার বোনেরা সীমান্তের ওপারে বাংলাদেশে থাকে। বিএসএফ সাহায্য করলে; বোনেরা মায়ের শেষ দেখা দেখতে পাবে। মাকে শেষবারের মত দেখতে; বোনেদের জন্য এক ভাই অনুরোধ করেছিল বিএসএফ-কে।

নদীয়া জেলার সীমান্ত এলাকার, মাটিয়ারী গ্রামের বাসিন্দা নিওথালি হালসানা; হাটখোলার কোম্পানি কমান্ডারকে জানায় যে, তার মা আনোরা হালসানার মৃত্যু হয়েছে। তার দুই বোন ডলিয়া বিবি ও ওমেহার বিবি; বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার, সীমান্ত গ্রাম কুতুবপুরে বাস করে। যা ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত থেকে; প্রায় এক কিলোমিটার দূরে অবস্থিত। তিনি বিএসএফকে অনুরোধ করেন যে, তার বোনেরা যদি তার মায়ের শেষ দেখা দেখতে পায় তবে তারা খুব খুশি হবে।

এরপর কোম্পানি কমান্ডার অবিলম্বে মানবিক ও আবেগগত দিকটি মাথায় রেখে; কোন বিলম্ব না করে এ বিষয়ে তার সমকক্ষ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে যোগাযোগ করেন। বিএসএফের অনুরোধের পরিপ্রেক্ষিতে; বিজিবি-ও মানবিক দৃষ্টিভঙ্গির কথা বিবেচনা করে এগিয়ে আসে। উভয় দেশের সীমান্ত নিরাপত্তা বাহিনী, পারস্পরিক সহযোগিতার কথা মাথায় রেখে; মানবতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। বাংলাদেশে বসবাসকারী বোনদের, ০৮ মে ২০২২ তারিখে; সকাল সাড়ে ১০ টা থেকে এগারোটা পর্যন্ত; আন্তর্জাতিক সীমান্তের কাছে জিরো লাইনে তাদের মায়ের শেষ দর্শনের ব্যবস্থা করে। এভাবেই মায়ের শেষ দেখা কন্যাদের পক্ষে সম্ভব হয়।

কন্যারা যখন মায়ের শেষ দেখা দেখতে পান; তখন সেখানকার পরিবেশ হয়ে উঠেছিল খুবই শোকাকুল। মাকে শেষবার দেখে, মৃতের কন্যারা সীমান্তরক্ষী বাহিনীর এই উদ্যোগের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে বলেন; “আপনাদের মানবিকতার কারণে; আমরা মায়ের শেষ দর্শন পেয়েছি”।

“বিএসএফ সর্বদা সামাজিক ও মানবিক মূল্যবোধের যত্ন নেয়”; ঘটনার পর জানিয়েছেন কমান্ডিং অফিসার এসপিসিং। তিনি আরও বলেন, “সীমান্ত নিরাপত্তা বাহিনী অসৎ উদ্দেশ্য যুক্তদের বিরুদ্ধে থাকলেও; মানবতা এবং মানবিক মূল্যবোধের ক্ষেত্রে সর্বদাই প্রস্তুত থাকে”।

]]>
কলকাতা ঢাকা নৌ পরিবহন চালু হচ্ছে https://thenewsbangla.com/passenger-cruise-vessel-services-from-kolkata-to-dhaka-starts-on-march-29/ Thu, 14 Mar 2019 04:21:40 +0000 https://www.thenewsbangla.com/?p=8369 কলকাতা ঢাকা নৌ পরিবহন চালু হচ্ছে। মার্চের ২৯ তারিখ থেকেই চলবে এই পরিবহন ব্যবস্থা। আপাতত এই সার্ভিস পরীক্ষামূলকভাবে চলবে বলে জানানো হয়েছে।। তবে ভবিষ্যতে এই সার্ভিস সফল হলে বা অর্থনৈতিক দিক দিয়ে লাভবান হলে এটি পাকাপাকি ভাবে চালানোর সিদ্ধান্ত নেওয়া হবে বলেই দুই দেশের ঘোষণা।

ভ্রমণ পিপাসুদের জন্য আরও একটি সুখবর রয়েছে। এখন থেকে কলকাতা থেকে ঢাকা ও ঢাকা থেকে কলকাতা যাওয়া যাবে নৌপথে। ভারত ও বাংলাদেশ দুই দেশেরই অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুনঃ বিশ্বজুড়ে ফেসবুক ইন্সটাগ্রাম বিপর্যয়ে উদ্বেগে কোটি কোটি ব্যবহারকারী

ভারত-বাংলাদেশের এক চুক্তির আওতায় চলতি মাসের ২৯ তারিখে পরীক্ষামূলক জাহাজ চলাচল শুরু হচ্ছে ঢাকা-কলকাতা নৌ-রুটে। এম ভি মধুমতি নামের একটি জাহাজ বাংলাদেশের নারায়ণগঞ্জের পাগলা থেকে ছেড়ে বরিশাল-মোংলা-সুন্দরবন হয়ে কলকাতায় পৌঁছাবে। সেটি আবার ওই রুটেই ফিরে যাবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, আগামী ২৯শে মার্চ থেকে ঢাকার পাগলা মেরিএন্ডারসন জেটি থেকে রাত ৯ টায় এম ভি মধুমতি জাহাজটি ছেড়ে যাবে। জাহাজটি বরিশাল-মংলা-সুন্দরবন-আন্টিহারা-হলদিয়া রুট হয়ে কলকাতায় প্রবেশ করবে।

আরও পড়ুনঃ ভারতের বিমান হানায় বালাকোটে ২০০ জঙ্গির মৃত্যু, ভিডিওতে স্বীকার পাক সেনার

ঢাকা-কলকাতা ভ্রমণ পিপাসুদের জন্য এই সুখবর দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই জাহাজে কেবিন ভাড়া ফ্যামিলি স্যুট (দুই জন) ১৫ হাজার টাকা, প্রথম শ্রেণি (যাত্রী প্রতি) ৫ হাজার টাকা, ডিলাক্স শ্রেণি (দুজন) ১০ হাজার টাকা, ইকোনমি চেয়ার (যাত্রী প্রতি) ৮ হাজার টাকা এবং সুলভ শ্রেণি বা ডেক (যাত্রী প্রতি) ১৫০০ টাকা।

ঢাকা-কলকাতা যাত্রীবাহী জাহাজ পরিবহনের বিষয়ে নৌ প্রটোকল চুক্তির আওতায় বাংলাদেশ-ভারত ভ্রমণে ইচ্ছুক পর্যটকদের যাতায়াতের সুবিধার্থে এই সার্ভিসটি চালু হচ্ছে।

আরও পড়ুনঃ জঙ্গি প্রশিক্ষণ চলায় ১৮২টি মাদ্রাসা বন্ধ করল পাকিস্তান

গত বছর এই সংক্রান্ত এক চুক্তিতে সই করে দুই দেশ। নৌযান চালুর ফলে ভারতের গঙ্গা এবং বাংলাদেশের যমুনা ও ব্রহ্মপুত্র এই তিন নদী নৌযোগাযোগে সংযুক্ত হবে বলে ধারণা করা হচ্ছে।

একনজরে কেবিন ভাড়া তালিকাঃ
ফ্যামিলি স্যুট (দুইজন)= ১৫০০০ টাকা। প্রথম শ্রেণি (যাত্রী প্রতি)= ৫ হাজার। ডিলাক্স শ্রেণি (দুইজন)= ১০ হাজার। ইকোনমি চেয়ার= ৮ হাজার। সুলভ শ্রেণি/ডেক (যাত্রী প্রতি)=১৫০০ টাকা।

এই সার্ভিস পরীক্ষামূলকভাবে চলবে বলে জানানো হয়েছে। তবে দুই দেশের ভ্রমণ পিপাসু মানুষদের জন্য এটা একটা দারুণ সুখবর বলেই জানিয়েছেন পর্যটকরা। খোঁজ খবর নিয়ে নিজেদের পরিকল্পনা করেছে ভ্রমণ সংস্থাগুলি। অচিরেই এই সার্ভিস দুই দেশের মানুষদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠবে বলেই মনে করা হচ্ছে।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>