India Bangladesh Border – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Mon, 09 May 2022 11:13:14 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg India Bangladesh Border – The News বাংলা https://thenewsbangla.com 32 32 ভারতের বিএসএফের উদ্যোগে মাকে শেষ দেখা দেখতে পেল বাংলাদেশি কন্যারা https://thenewsbangla.com/bangladeshi-girls-got-to-see-their-mother-for-the-last-time-at-the-initiative-of-bsf-of-india/ Mon, 09 May 2022 11:11:10 +0000 https://www.thenewsbangla.com/?p=15023 ভারতের বিএসএফের উদ্যোগে; মাকে শেষ দেখা দেখতে পেল বাংলাদেশি কন্যারা। বিএসএফের সৌজন্যেই, মৃত মাকে শেষ দেখা দেখতে পেল; বাংলাদেশে অবস্থানরত কন্যারা। ঘটনাটি ঘটেছে নদীয়া জেলার সীমান্ত গ্রাম হাটখোলায়। গ্রামের বাসিন্দা নিওথালি হালসানা, বিএসএফের ৮২ ব্যাটালিয়নের সীমান্ত চৌকি হাটখোলার কোম্পানি কমান্ডারকে বলেন যে; তার মা আনোরা হালসানা ০৭ মে, ২০২২ তারিখে রাত ৯ টায় মারা গেছেন। তার বোনেরা সীমান্তের ওপারে বাংলাদেশে থাকে। বিএসএফ সাহায্য করলে; বোনেরা মায়ের শেষ দেখা দেখতে পাবে। মাকে শেষবারের মত দেখতে; বোনেদের জন্য এক ভাই অনুরোধ করেছিল বিএসএফ-কে।

নদীয়া জেলার সীমান্ত এলাকার, মাটিয়ারী গ্রামের বাসিন্দা নিওথালি হালসানা; হাটখোলার কোম্পানি কমান্ডারকে জানায় যে, তার মা আনোরা হালসানার মৃত্যু হয়েছে। তার দুই বোন ডলিয়া বিবি ও ওমেহার বিবি; বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার, সীমান্ত গ্রাম কুতুবপুরে বাস করে। যা ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত থেকে; প্রায় এক কিলোমিটার দূরে অবস্থিত। তিনি বিএসএফকে অনুরোধ করেন যে, তার বোনেরা যদি তার মায়ের শেষ দেখা দেখতে পায় তবে তারা খুব খুশি হবে।

এরপর কোম্পানি কমান্ডার অবিলম্বে মানবিক ও আবেগগত দিকটি মাথায় রেখে; কোন বিলম্ব না করে এ বিষয়ে তার সমকক্ষ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে যোগাযোগ করেন। বিএসএফের অনুরোধের পরিপ্রেক্ষিতে; বিজিবি-ও মানবিক দৃষ্টিভঙ্গির কথা বিবেচনা করে এগিয়ে আসে। উভয় দেশের সীমান্ত নিরাপত্তা বাহিনী, পারস্পরিক সহযোগিতার কথা মাথায় রেখে; মানবতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। বাংলাদেশে বসবাসকারী বোনদের, ০৮ মে ২০২২ তারিখে; সকাল সাড়ে ১০ টা থেকে এগারোটা পর্যন্ত; আন্তর্জাতিক সীমান্তের কাছে জিরো লাইনে তাদের মায়ের শেষ দর্শনের ব্যবস্থা করে। এভাবেই মায়ের শেষ দেখা কন্যাদের পক্ষে সম্ভব হয়।

কন্যারা যখন মায়ের শেষ দেখা দেখতে পান; তখন সেখানকার পরিবেশ হয়ে উঠেছিল খুবই শোকাকুল। মাকে শেষবার দেখে, মৃতের কন্যারা সীমান্তরক্ষী বাহিনীর এই উদ্যোগের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে বলেন; “আপনাদের মানবিকতার কারণে; আমরা মায়ের শেষ দর্শন পেয়েছি”।

“বিএসএফ সর্বদা সামাজিক ও মানবিক মূল্যবোধের যত্ন নেয়”; ঘটনার পর জানিয়েছেন কমান্ডিং অফিসার এসপিসিং। তিনি আরও বলেন, “সীমান্ত নিরাপত্তা বাহিনী অসৎ উদ্দেশ্য যুক্তদের বিরুদ্ধে থাকলেও; মানবতা এবং মানবিক মূল্যবোধের ক্ষেত্রে সর্বদাই প্রস্তুত থাকে”।

]]>
ভারত সীমান্তে জঙ্গি হামলা ঠেকাতে আধুনিক নজরদারি https://thenewsbangla.com/india-planning-to-tighten-security-in-pakistan-bangladesh-border/ Mon, 04 Mar 2019 12:20:52 +0000 https://www.thenewsbangla.com/?p=7459 সীমান্ত পেরিয়ে প্রতিদিন ভারতে হামলা করছে জঙ্গিরা। তাই, এবার বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে নজরদারি ও নিরাপত্তা জোরদার করার জন্য অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে ভারত।

আরও পড়ুনঃ কাশ্মীরে লড়ছে মরছে সেনা আর তাঁদের নিয়ে চলছে মুনাফার মারপিট

গত ১৪ই ফেব্রুয়ারি পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলায় ৪৯ জন জওয়ানের মৃত্যুর পর ঘটনার দায় স্বীকার করে জইশ ই মহম্মদ জঙ্গিগোষ্ঠী। তারপরেই ক্ষোভে ফুঁসতে থাকে দেশবাসী। প্রত্যাঘাতের দাবী ওঠে দেশজুড়ে। বিভিন্ন রাজনৈতিক দলের তরফেও চাপ সৃষ্টি হতে থাকে কেন্দ্রের ওপর।

আরও পড়ুনঃ ভারতীয় বায়ুসেনা অভিনন্দনের স্ত্রী সাজিয়ে নোংরা রাজনীতি মোদী বিরোধীদের

এরই পরিপ্রেক্ষিতে গত ২৬শে ফেব্রুয়ারি ভোররাতে ভারতীয় বায়ুসেনার তরফে পাকিস্তানের মূল ভূখন্ড বালাকোটে সার্জিক্যাল স্ট্রাইক চালানো হয়। বায়ুসেনার দেওয়া তথ্য অনুযায়ী মাসুদ আজহারের তিন আত্মীয় সহ কমপক্ষে ৩০০-৩৫০ জন জঙ্গির মৃত্যু হয়েছে। এরপরেই সারাদেশ জুড়ে আনন্দ উৎসবের চেহারা নেয়। সামাজিক মাধ্যমগুলোতেও পাকিস্তানকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপে ছেয়ে যায়।

আরও পড়ুনঃ ভারতের ভয়ে কাঁপছে পাকিস্তান, অভিনন্দনকে বিমানে আনার প্রস্তাব নাকচ

২৭শে ফেব্রুয়ারি, ঠিক ১ দিনের মধ্যে অবস্থা সম্পূর্ণ বদলে যায়। সীমান্তে জারি হয় অঘোষিত যুদ্ধ। ভারতের ওপর আঘাত হানার জন্য প্রধানমন্ত্রী ইমরান খানের সরকারের ওপর চাপ সৃষ্টি হতে থাকে পাকিস্তানের অভ্যন্তরে। সীমান্তে যুদ্ধের আবহ তৈরি হলেও যুদ্ধের বাস্তবিকতা পাকিস্তানের ভালোই জানা ছিল।

আরও পড়ুনঃ পাকিস্তানে ভারতীয় সেনার সাহস ও বীরত্ব দেখিয়ে দেশে ফিরলেন অভিনন্দন

যখন শান্তির আলোচনা চলছিল, তখনও সীমান্তে জারি হয় তুমুল সংঘর্ষ। জঙ্গি আক্রমনে কাশ্মীরে মৃত্যু হয় ৫ জওয়ানের। অতএব, কোনো আলোচনাই যে আখেরে শান্তি প্রতিষ্ঠার পক্ষে সহজ হবে না, তা বুঝতে আর বিশেষজ্ঞ হবার প্রয়োজন পড়েনি। পাকিস্তানের মুখ ও মুখোশের তফাৎ বুঝতে শুরু করে দেশবাসী। তাই ভারত পাকিস্তান সীমান্তে নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নেয়।

আরও পড়ুনঃ বন্দি হয়েও ভারতীয় বায়ুসেনা অভিনন্দন এর সাহস দেখে কেঁপে গেল পাকিস্তান

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ইস্টার্ন কমান্ডের প্রধান হেমন্ত কুমার কোহিয়া জানান, কম্প্রিহেনসিভ ইন্টিগ্রেটেড বর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম, লেজার ওয়াল, সেন্সর, ক্লোজ সার্কিট টিভি, হাই পাওয়ার ক্যামেরা দিয়ে বাংলাদেশ সীমান্তকে মুড়ে দেওয়া হবে।

আরও পড়ুনঃ যা হয়েছে তা ট্রেলার, আসল ফিল্ম এখনও বাকি বললেন নরেন্দ্র মোদী

‘অত্যাধুনিক এসব প্রযুক্তির মাধ্যমে যেকোনো আবহাওয়ায় নজরদারি চালানো সম্ভব হবে। অতিবৃষ্টি, ঘন কুয়াশা কিংবা ধূলিঝড়ে নজরদারির ক্ষেত্রেও কোনো অসুবিধা হবে না। এই অত্যাধুনিক মাধ্যমের সাহায্যে অদৃশ্যভাবে নদীপথ, স্থলপথ ও আকাশপথেও নজরদারি চলবে’, বলেন হেমন্ত কুমার।

প্রাথমিকভাবে আসাম ও ত্রিপুরা অঞ্চলের ভারত-বাংলাদেশ সীমান্তকে এ প্রযুক্তির আওতায় আনা হবে বলে জানান বিএসএফ কর্মকর্তা। এর ফলে অনুপ্রবেশ ও চোরাচালান বন্ধে উল্লেখযোগ্য অগ্রগতি হবে।

আরও পড়ুনঃ যুদ্ধের উত্তেজনা ভারত পাক সীমান্তে নামল ট্যাঙ্ক, সমুদ্রে প্রস্তুত যুদ্ধজাহাজ

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
ভুল পথে বিদেশে ঢুকে বিপদে ৬ যুবক https://thenewsbangla.com/youths-are-in-danger-after-entering-foreign-land-in-the-wrong-way/ Wed, 28 Nov 2018 16:30:01 +0000 https://www.thenewsbangla.com/?p=3234 The News বাংলা, শিলিগুড়িঃ পথ ভুলে, সীমান্তের খোলা গেট দিয়ে বাংলাদেশে ঢুকে পরে বাংলাদেশ সেনার হাতে আটক তিন ভারতীয় যুবক। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় শিলিগুড়ির অদূরে ফুলবাড়ি ইন্দো-বাংলা সীমান্তে। ওই তিন যুবকই উত্তর দিনাজপুরের বাসিন্দা। অন্যদিকে ভারতেও গোপন অনুপ্রবেশ ৩ বাংলাদেশি যুবকের, দুজন ধরা পরেছে বিএসএফের হাতে।

আরও পড়ুনঃ সাংসদ আলুওয়ালিয়াকে পাহাড়ে ওঠার চ্যালেঞ্জ বিনয় তামাংয়ের

Image: The News বাংলা
Image: The News বাংলা

ফুলবাড়ির বিএসএফ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে ইন্দো-বাংলা ফুলবাড়ি সীমান্ত দিয়ে বেশ কয়েকটি পাথর বোঝাই ট্রাক বাংলাদেশে যাচ্ছিল। হঠাৎই তিন যুবক মোটর বাইকে চেপে সেই লড়িগুলির পেছন ধরে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকে পরে। কর্তব্যরত বিএসএফ-এর জাওয়ানরা চিৎকার করে তাদের থামাতে চায়।

আরও পড়ুনঃ সিঙ্গুরের মাটি থেকেই ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু বামেদের

Image: The News বাংলা
Image: The News বাংলা

কিন্তু মোটরবাইক দ্রুতগতিতে থাকায় ততক্ষনে তারা সোজা ঢুকে যায় বাংলাদেশ ঢুকে নাগালের বাইরে চলে যায়। এরপর বিএসএফ সঙ্গে সঙ্গে বিজিবির সাথে যোগাযোগ করে এবং মোটরবাইক সহ তিন যুবককে বাংলাদেশের তেঁতুলিয়াতে আটক করে বিজিবি। বিএসএফ সুত্রে আরও জানা গেছে, তিন যুবককে আটক করার পর বিজিবি এবং বাংলাদেশ পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে।

Image: The News বাংলা
Image: The News বাংলা

আরও পড়ুনঃ বাংলায় আবার বিষ মদ কাণ্ডে মৃত ৬

তেঁতুলিয়াতেও তাদের পুলিশ দীর্ঘক্ষন আটকে রেখে জিজ্ঞাসাবাদ চালায়। এরপর তারা বুঝতে পারে যে, বাস্তবেই ওই তিন যুবক পথ ভুলে বাংলাদেশে চলে এসেছে। তখন তারা বিজিবির সহায়তায় বৈদেশিক অনুপ্রবেশ আইন অনুযায়ী মঙ্গলবার গভীর রাতে বিএসএফএর হাতে তুলে দেয় তিনজনকে। বিএসএফ ওই তিন যুবককে তুলে দেয় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এনজেপি থানার হাতে। এনজেপি থানার পুলিশ ধৃতদের বুধবার জলপাইগুড়ি আদালতে তোলে।

Image: The News বাংলা
Image: The News বাংলা

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত তিন যুবকের মধ্যে আমিরুল ইসলাম, মোত্তাজ আলম, ধুমগড় ফাঁসিদেওয়ার বাসিন্দা। বাকি একজন জালাল উদ্দিন, কাজিগছ থানা-চোপড়া জেলা উত্তর দিনাজপুরের বাসিন্দা। পুলিশ সুত্রে আরও জানা গেছে, তারা পথ চিনতেন না। ফুলবাড়ি পর্যন্ত পৌঁছে তারা সারিবদ্ধ ট্রাক যাচ্ছে দেখে সেই ট্রাকের পেছনে পেছনে উত্তরদিনাজপুর যাবার জন্য রওনা দেন। ওই পথ যে ভারত থেকে বাংলাদেশে চলে গেছে তা বুঝে উঠতে পারেন নি তিন যুবক।

আরও পড়ুনঃ কোর্স করলেই চাকরি! ভুয়ো বিজ্ঞাপনের আড়ালে প্রতারনার ফাঁদ

অনুপ্রবেশকারি বাংলাদেশী যুবক/ Image: The News বাংলা

অন্যদিকে, বুধবার বাংলাদেশ থেকে সীমান্তের কাঁটাতারের বেড়া টপকে ফাঁসিদেওয়ায় ঢুকে পড়ে তিন বাংলাদেশি যুবক। এই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে ফাঁসিদেওয়া থানার পুলিশ। অপর একজনের খোঁজে তল্লাশি শুরু করেছে। ধৃতদের নাম মোহাম্মদ রফিক(২৬) ও মোহাম্মদ মিঠুন(২২)। দুজনেই বাংলাদেশের পঞ্চগড়ের বাসিন্দা।

আরও পড়ুনঃ অসুস্থ শিল্পীকে ‘বঙ্গরত্ন’ দেওয়ার দাবী নিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ ছাত্রছাত্রীরা

এই দুই ঘটনায় প্রশ্ন উঠতে শুরু করেছে সীমান্তের নিরাপত্তা নিয়ে। পুলিশ, বিএসএফ, বিডিআর, বিজিবি থাকা সত্বেও কিভাবে সীমান্তের নিরাপত্তা ঢিলঢাল হচ্ছে। কি করে চোখের সামনে দিয়ে এক দেশ থেকে আর এক দেশে এইভাবে চলে যাওয়া যাচ্ছে। প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে।

]]>