Imran Khan – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Thu, 03 Mar 2022 10:53:25 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Imran Khan – The News বাংলা https://thenewsbangla.com 32 32 ভারতের জাতীয় পতাকা ধরে ইউক্রেন থেকে পালাচ্ছে পাকিস্তানের নাগরিকরা https://thenewsbangla.com/pakistan-citizens-students-fleeing-ukraine-holding-indian-national-flag/ Thu, 03 Mar 2022 10:52:40 +0000 https://www.thenewsbangla.com/?p=14883 নিজের দেশের পতাকা নিয়ে; রাস্তা দিয়ে যাবার সাহস নেই। ভারতের জাতীয় পতাকা ধরেই; ইউক্রেন থেকে পালাচ্ছে পাকিস্তানের নাগরিকরা। বাসে ভারতের জাতীয় পতাকা লাগিয়ে; ও বাসের মধ্যে ভারতের ত্রিরঙ্গা পতাকা ধরে বসে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন ছাড়ছে পাকিস্তানের ছাত্র-ছাত্রীরা। বাবা-মায়েরা উঠতে বসতে ভারতের সমালোচনা করে। তাঁদের ছেলেমেয়েরাই ভারতের পতাকা হাতে নিয়ে; জীবন বাঁচিয়ে বাড়ি ফিরছে ইউক্রেন থেকে। আরও একবার প্রমাণ হল ভারতের জাতীয় পতাকার জোর; ভারতের গণতন্ত্রের জোর।

গল্প হলেও সত্যি! ইউক্রেনে পাকিস্তানি পড়ুয়াদের প্রাণরক্ষা করল; ভারতীয় জাতীয় পতাকাই। ইউক্রেনে যুদ্ধের মধ্যে আটকে থেকে; পাকিস্তানি পড়ুয়াদের প্রাণরক্ষা করল ভারতীয় পতাকা! শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব। গত এক সপ্তাহ ধরে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে; ভয়াবহ যুদ্ধ চলছে। ইউক্রেনের রাজধানী কিয়েভ ও দ্বিতীয় বড় শহর খারকভ; রাশিয়ান সেনার হাতে অবরুদ্ধ। প্রাণ হাতে করে পালাচ্ছে হাজার হাজার মানুষ; দেশে ফিরতে মরিয়া ভারতীয়রা। একইভাবে যুদ্ধবিধ্বস্ত দেশটিতে আটকে বহু পাকিস্তানি পড়ুয়াও; আর ইউক্রেন থেকে ভারতের তেরঙ্গার দৌলতেই তাঁরা বেরিয়ে আসতে পেরেছেন বলে খবর।

ভারতের জাতীয় পতাকা সঙ্গে থাকার জন্যই; দ্রুত সীমান্ত পার করার অনুমতি পায় পাকিস্তান ও তুরস্কের পড়ুয়ারা। ইউক্রেন ছেড়ে বেরিয়ে বাইরের ভিন দেশে বেরিয়ে যাওয়ার লক্ষ্যে প্রস্তুতি শুরু করেন; একদল ভারতীয় পড়ুয়া। ইউক্রেনে তাঁদের ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে থাকা; রাশিয়ার সেনা জওয়ানদের সঙ্গে কথা বলেছিলেন ভারতীয় পড়ুয়ারা। সেই সময় রাশিয়ার সেনা জওয়ানরা জানান,; ভারতীয়দের তাঁরা আক্রমণ করবেন না; কারণ রাষ্ট্রসংঘে যেহেতু রাশিয়ার পক্ষে গিয়ে কূটনৈতিক পদক্ষেপ করেছে ভারত; তাই ভারতীয়দের ওপর রাশিয়ার আক্রোশ নেই।

তড়িঘড়ি পরিস্থিতি বুঝে ফেলেন; ভারতীয় পড়ুয়ারা। তাঁদেরই মধ্যে একজন বাজারে গিয়ে ভারতের জাতীয় পতাকা খোঁজার চেষ্টা করেন; সেখান থেকে পর্দা কিনে এনে, ধীরে ধীরে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের বুকে ভারতীয় ছাত্ররা তৈরি করে ফেলেন জাতীয় পতাকা। আর সেই জাতীয় পতাকাকে সামনে রেখেই; রুশ সৈন্যে ঠাসা ইউক্রেনের রাস্তা ধরে এগিয়ে চলেন তাঁরা। সেই পতাকা যে শুধু ভারতীয়দের প্রাণ রক্ষা করেছে; তা নয়। তা বাঁচিয়েছে বহু পাকিস্তানিকেও! তাদের সঙ্গেই বহু পাকিস্তানি ও তুরস্কের পড়ুয়ারাও; ইউক্রেন ছাড়েন। আর সকলকে নিরাপদে ইউক্রেন ছাড়তে সাহায্য করেছে ভারতের তেরঙ্গা।

]]>
আলোচনা প্রস্তাব দিয়ে চিঠি ইমরানের, কি সিদ্ধান্ত নেওয়া উচিত নরেন্দ্র মোদীর https://thenewsbangla.com/imran-khan-writes-to-narendra-modi-offers-talks-to-resolve-disputes/ Mon, 10 Jun 2019 05:34:26 +0000 https://www.thenewsbangla.com/?p=13613 আলোচনার প্রস্তাব দিয়ে; ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। কি সিদ্ধান্ত নেওয়া উচিত নরেন্দ্র মোদীর? এই নিয়ে সরগরম রাজধানীর রাজনীতি। সন্ত্রাস না ছাড়লে আলোচনার প্রশ্নই নেই; প্রাথমিক সিদ্ধান্ত মোদীর ভারত সরকারের।

কাশ্মীরসহ অন্যান্য সমস্যাগুলির সমাধানে; ভারত ও পাকিস্তানের মধ্যে আলোচনা শুরু করার জন্য; ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। পুলওয়ামা হামলার পর; এই প্রথম মোদীকে আলোচনার জন্য; চিঠি দিলেন ইমরান।

দ্বিতীয়বার ক্ষমতায় আসার জন্য মোদীকে অভিনন্দন জানিয়ে তিনি লিখেছেন; দুদেশের মানুষের দারিদ্রের মোকাবিলা এবং উন্নয়নের স্বার্থে আলোচনায় বসাই একমাত্র রাস্তা। ইমরানের এই চিঠি নিয়ে; নয়াদিল্লির তরফে এখনও কোনও প্রতিক্রিয়া জানান হয়নি।

শুধু ইমরানই নয়, নতুন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে চিঠি দিয়ে অভিনন্দন জানিয়েছেন পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। চিঠিতে কুরেশিও জানিয়েছে; দুই প্রতিবেশী দেশের খুব দ্রুত আলোচনার টেবিলে বসা প্রয়োজন।

আগামী ১৩-১৪ জুন কিরগিজস্তানের বিশকেক-এ এসসিও সম্মেলনে যোগ দিতে যাবেন ভারত এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী। কিন্তু সেখানে মোদী ও ইমরানের মধ্যে বৈঠকের সম্ভাবনা নেই; বলেই স্পষ্ট করে দিয়েছে ভারত। তাই ভারত-পাক দ্বিপাক্ষিক আলোচনা এখনও অনেক দূরের ব্যপার।

নতুন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ; পাকিস্তানের প্রতি নরম মনোভাব পোষণ করেন না। তাই শান্তি আলোচনা এখনও অনেক দূরে; বলেই মনে করছে কূটনৈতিক মহলও। তবে কূটনৈতিক সূত্রের মতে, আলোচনার টেবিলে না বসলেও দুই রাষ্ট্রনেতার একাধিকবার বিশকেক-এ দেখা হবে এবং সৌজন্য বিনিময়ও হবে।

ফলে এই সম্মেলনের কয়েকদিন আগে ইমরান ও কুরেশির চিঠি তাৎপর্যপূর্ণ। ভোটের প্রচারের সময় থেকেই ইমরান বার্তা দিয়েছিলেন; মোদী ভারতের ক্ষমতায় এলে সেটা পাকিস্তানের পক্ষেই সুবিধাজনক। ভোটের ফল ঘোষণার আগেই; মোদীকে আগ বাড়িয়ে অভিনন্দনও জানিয়েছিলেন তিনি।

সাউথ ব্লকের আধিকারিকেরাও স্বীকার করে নিচ্ছেন যে; পুলওয়ামায় হামলার পর থেকে যে আলোচনা বন্ধ ছিল; তা শুরু করা প্রয়োজন। ভোট শেষ, এ বার আন্তর্জাতিক মহলে বার্তা দিতে এবং দক্ষিণ এশিয়ায় শান্তির বাতাবরণ তৈরি করতে; মোদী উদ্যোগী হবেন বলে মনে করছেন অনেকে।

তবে সাউথ ব্লকের একাংশ মনে করছেন; এখনই অহেতুক তাড়াহুড়ো করতে চাইবেন না মোদী। তাতে তার নিজের ঘরে ভুল বার্তা যেতে পারে।

]]>
মোদীকে অভিনন্দন জানালেন ট্রাম্প এবং ইমরান খান https://thenewsbangla.com/donald-trump-imran-khan-congratulates-modi-on-his-victory-in-election/ Fri, 24 May 2019 08:54:27 +0000 https://www.thenewsbangla.com/?p=13233 লোকসভা নির্বাচনে দ্বিতীয়বার একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দিল্লির গদিতে বসার খবরে নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মোদীর জয়ের খবর শুনে এক টুইট বার্তায় এই বিশাল জয়ের জন্য মোদীকে অভিনন্দন জানান।

ডোনাল্ড ট্রাম্প তার টুইট বার্তায় লিখেছেন; ‘বিশাল জয়ের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার দল বিজেপিকে অভিনন্দন; যুক্তরাষ্ট্র আর ভারতের যৌথ ইস্যুতে যেসব বিষয় এখনো জমা আছে; ফের ক্ষমতায় আসায় আমরা আমাদের বাকি গুরুত্ব কাজ গুলো সম্পূর্ণ করতে পারব’।

মার্কিন প্রেসিডেন্ট ভারতের সঙ্গে গুরুত্বপূর্ণ কাজ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তার টুইট বার্তায়। ২০১৪ সালের তুলনায় আরও বেশি আসনে বিজয়ের মাধ্যমে ফের ক্ষমতায় এসেছেন নরেন্দ্র মোদী। গত ১১ এপ্রিল লোকসভা নির্বাচন শুরু হয়; সাত দফার ভোট গ্রহণ শেষ হয় ১৯ মে; বৃহস্পতিবার ২৩ ছিল ফলাফল ঘোষণার দিন।

বৃহস্পতিবার দেশের সাত দফার নির্বাচনের ফলাফলে; বিজেপি একাই তিন শতাধিক আসনে বিজয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে। প্রধান বিরোধী দল কংগ্রেস গতবারের চেয়ে এবার বেশি আসন পেলেও বিজেপির ধারে কাছেও যেতে পারেনি।

আরও পড়ুন রাজীব কুমারের সময়সীমা শেষ, যে কোন মুহূর্তে গ্রেফতার করবে সিবিআই

ভারতের জাতীয় নির্বাচনে বিশাল ব্যবধানে বিজেপির জয়লাভ এরপরে হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানও; বৃহস্পতিবার এক টুইটে মোদীকে শুভেচ্ছা জানান ইমরান। নির্বাচন চলাকালিন ও ইমরান খান জানিয়েছিলেন তিনি মোদীকে আবারও প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চান।

মোদীকে শুভেচ্ছা জানিয়ে ইমরান খান টুইটারে লিখেছেন; দক্ষিণ এশিয়ার শান্তি; উন্নতি ও সমৃদ্ধির জন্য; নরেন্দ্র মোদীর সাথে কাজ করতে চাই। বালাকোট ও পুলওয়ামা পরবর্তী পরিস্থিতির পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বিপুল জয় চাপে রেখেছে বিশ্বকে।

অভিনন্দন এসেছে চিন রাশিয়া জাপান ফ্রান্স ইজরায়েল বাংলাদেশ সিঙ্গাপুর ও নেপাল থেকে; সবচেয়ে প্রথমে মোদীকে টেলিফোন করে অভিনন্দন জানান রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন; তিনি মোদীর সঙ্গে রণনীতি নিয়ে একসাথে কাজ করতে ইচ্ছুক।

চিনা প্রেসিডেন্ট জ়ি জিনপিং বলেন; তিনি ভারত-চিন সম্পর্কের উন্নতির বিষয়টি গুরুত্ব দিতে চান। দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে তিনি মোদীর সঙ্গে কাজ করতে ইচ্ছুক বলে জানান চিনের প্রেসিডেন্ট।

]]>
রং দেখাল আমেরিকা, নোবেল পুরস্কার তালিকায় ইমরান https://thenewsbangla.com/imran-khan-pak-pm-on-the-list-for-nobel-peace-prize-by-american-news-paper/ Tue, 12 Mar 2019 08:04:46 +0000 https://www.thenewsbangla.com/?p=8169 পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সংবাদপত্র নোবেল শান্তি পুরস্কারের প্রাথমিক তালিকায় জায়গা দিয়েছে। ইমরানকে তালিকাভুক্ত করা মার্কিন ওই সংবাদপত্রটির নাম ‘দ্য ক্রিশ্চিয়ান সায়েন্স মনিটর’।

মার্কিন ওই পত্রিকার মতে কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যকার চলমান উত্তেজনা কমাতে তাঁর ভূমিকার কারণেই নোবেল শান্তি পুরস্কারের প্রাথমিক তালিকায় ইমরান খানকে জায়গা দেওয়া হয়েছে। ইমরানের পাশাপাশি উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার শান্তি আলোচনার পদক্ষেপ নেওয়ায় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে ইনকেও তালিকায় জায়গা দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ দেশ বা সরকারের সমালোচনা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেই জেল

ওই তালিকায় আরও আছেন ইথিওপিয়া ও ইরিত্রিয়ার মধ্যে চুক্তি সম্পাদনে মূল ভূমিকা রাখা ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবিই আহমেদ এবং ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা জুয়ান গুয়াইদো।

‘দ্য ক্রিশ্চিয়ান সায়েন্স মনিটর’-এর খবরে অবাক করে বলা হয়েছে, শান্তিপূর্ণ নেতৃত্বের ক্ষেত্রে সম্ভবত সবচেয়ে বড় বিস্ময় এবং বিশ্বের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলেন ইমরান খান।

আরও পড়ুনঃ জঙ্গি প্রশিক্ষণ চলায় ১৮২টি মাদ্রাসা বন্ধ করল পাকিস্তান

ভারত ও পাকিস্তান এর মধ্যে নতুন করে সমস্যা শুরু হয় ১৪ ফেব্রুয়ারি। ওইদিন কাশ্মীরের পুলওয়ামায় আধা সামরিক বাহিনী সিআরপিএফের গাড়িতে আত্মঘাতী হামলা করে পাকিস্থানের জঙ্গিরা। শহিদ হন ৪৯ জনের বেশি ভারতীয় জওয়ান। পাকিস্তানের জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ এই হামলার দায় স্বীকার করে।

আরও পড়ুনঃ পাকিস্তানি চায়ের বিজ্ঞাপনের ভাইরাল ছবিতেও ভারতীয় পাইলট অভিনন্দন

পুলওয়ামায় ঘটনার ১২ দিন পর ২৬ ফেব্রুয়ারি ভোরে পাকিস্তান এর বালাকোটে বিমান হামলা চালায় ভারত। নয়াদিল্লি জানায় ওই হামলায় পাকিস্তান এর জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মহম্মদের বড় ঘাঁটি গুঁড়িয়ে গেছে। নিহত হয়েছে ৩০০ জঙ্গি। জঙ্গি ঘাঁটিতে আকাশপথে মিরাজ-২০০০ যুদ্ধবিমান দিয়ে হামলা চালায় ভারতীয় বিমানবাহিনী।

আরও পড়ুনঃ পরের সার্জিক্যাল স্ট্রাইকে বিমানে বেঁধে নিয়ে যাওয়া হবে বিরোধীদের

এরপরই ভারত ও পাকিস্থানের মধ্যে চরম উত্তেজনা শুরু হয়। এদিকে সেই হামলার পরদিনই ভারতের আকাশসীমায় ঢুকে পড়ে পাকিস্তানের একাধিক যুদ্ধবিমান। তাদের লক্ষ ছিল এ দেশের সৈন্য ঘাঁটি আক্রমণ। কিন্তু তা অস্বীকার করে পাকিস্তান। ভারতীয় মিসাইলে ধ্বংস হয় একটি পাক এফ ১৬ বিমান।

আরও পড়ুনঃ ভারতের বিরুদ্ধে পাকিস্তানের এফ ১৬ এর অপব্যবহার, মার্কিন রিপোর্ট

এরপরেই পাক যুদ্ধ বিমান পাকিস্তানে ফেরত পাঠাতে গিয়ে পাক গোলায় ধ্বংস হয় একটি ভারতীয় বিমান। ভারতীয় যুদ্ধবিমানের পাইলট অভিনন্দন বর্তমানকে আটকে তাঁর ভিডিও প্রকাশ করে পাকিস্তান। যদিও কিছুক্ষণ পরই সেই ভিডিও মুছে ফেলা হয় পাকিস্থানের তরফে। কিন্তু ততক্ষণে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে পরে সেই ভিডিও।

আরও পড়ুনঃ পাকিস্তানে বিমানহানার প্রমাণ সরকারের হাতে, বাকি সব গুজব

সেই ভিডিওতে অভিনন্দন বর্তমানকে চোখ বাঁধা অবস্থায় ও রক্তাক্ত অবস্থায় দেখা যায়। আর তারপরেই বিশ্ব জুড়ে ওঠে সমালোচনার ঝড়। আন্তর্জাতিক বিভিন্ন দেশের চাপের মুখে পরে, জেনেভা কনভেনশন মেনে পাকিস্থান বাধ্য হয় অভিনন্দন বর্তমানকে মুক্তি দিতে।

আরও পড়ুনঃ ভারতের চাপে মাথা নত করল পাকিস্তান

ওই মার্কিন পত্রিকার মতে তাঁকে ফেরত দিয়ে ব্যাপকভাবে প্রশংসিত হন ক্রিকেটার থেকে প্রধানমন্ত্রী হওয়া ইমরান খান। আর এর জন্যই তাঁর নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত। এই রিপোর্ট নিয়ে ইতিমধ্যেই শোরগোল পরে গেছে গোটা বিশ্বেই। যদিও মার্কিন সরকার এই রিপোর্টের তীব্র নিন্দা করেছে।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
জঙ্গি প্রশিক্ষণ চলায় ১৮২টি মাদ্রাসা বন্ধ করল পাকিস্তান https://thenewsbangla.com/pak-govt-taken-over-182-madrassas-detained-121-in-crackdown-on-terror/ Thu, 07 Mar 2019 11:02:55 +0000 https://www.thenewsbangla.com/?p=7763 পাকিস্তানের ১৮২ টি মাদ্রাসা নিজেদের নিয়ন্ত্রনে নিল পাক সরকার। জঙ্গি প্রশিক্ষণ চলায় এই ১৮২টি মাদ্রাসা বন্ধ করল পাকিস্তান। ১২১ জনকে গ্রেফতার করা হয়েছে। ভারতের কূটনৈতিক চাপে এই ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে পাকিস্তান, এমনটাই মনে করা হচ্ছে। ভারতের কূটনৈতিক চাপে এই কড়া ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে ইমরান খান সরকারকে। ১৮২ টি মাদ্রাসা নিজেদের হাতে তুলে নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে পাক জঙ্গি গোষ্ঠী জইশ ই মহম্মদ। ক্ষোভ প্রকাশ করেছে মুম্বাই হামলার মাস্টার মাইন্ড হাফিজ সইদ।

কয়েকদিন আগেই পাকিস্তানের মাদ্রাসাগুলোতে সংস্কার আনার আহ্বান জানিয়েছিলেন দেশটির সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া। তিনি বলেছেন, “মাদ্রাসাগুলোর আধুনিকায়ন জরুরি”। পাকিস্তানে তৎপর জঙ্গি গোষ্ঠীগুলোর তরফ থেকে লোকভর্তির কেন্দ্র হিসেবে মাদ্রাসাগুলোকে ব্যবহার করা হয় বলে দীর্ঘদিন ধরে যে অভিযোগ রয়েছে তার পরিপ্রেক্ষিতে তিনি এই মন্তব্য করেছিলেন।

জেনারেল বাজওয়া বলেন, ধর্মীয় শিক্ষা দেয়ার স্কুল হিসেবে মাদ্রাসাগুলো নিজেদের কার্যকারিতা হারিয়েছে। তিনি আরও বলেন, এসব মাদ্রাসার জন্য মানসম্মত আধুনিক শিক্ষা কারিকুলাম প্রণয়নের প্রয়োজন দেখা দিয়েছে। পাক সেনাপ্রধান বলেন, “মাদ্রাসা সম্পর্কে প্রচলিত যে ধারণা রয়েছে তা বদলে দিতে হবে। আমরা তাদেরকে আন্তর্জাতিক মানসম্মত শিক্ষা দিতে চাই”। তিনি বলেন, “আমি মাদ্রাসার বিরোধী নই কিন্তু আমাদেরকে স্বীকার করতে হবে যে, আমরা মাদ্রাসার গুণগত মান হারিয়েছি”।

পাকিস্তানে সরকারি নথিভুক্ত প্রায় ২,০০০ মাদ্রাসা রয়েছে। কিন্তু সরকারি তালিকার বাইরে এর চেয়ে আরো অনেক বেশি মাদ্রাসা রয়েছে বলে ধারনা করা হয়। পাকিস্তানসহ প্রতিবেশী দেশগুলোতে তৎপর জঙ্গি গোষ্ঠীগুলোকে প্রশিক্ষণ দেওয়া ও সন্ত্রাসী হামলায় পাঠানোর পেছনে দেশটির কোন কোন মাদ্রাসা সক্রিয় রয়েছে বলে অভিযোগ রয়েছে।

সাম্প্রতিক সময়ে মাদ্রাসার ছাত্ররা সন্ত্রাসী কার্যক্রম জড়িয়ে পড়ার কারণে পাকিস্তানে বেশ কিছু মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে। তবে জনরোষ ফুঁসে ওঠার ভয়ে মাদ্রাসাগুলোর বিরুদ্ধে ব্যাপকহারে পদক্ষেপ নিচ্ছে না ইসলামাবাদ সরকার। এবার ফের ১৮২ টি এইধরনের জঙ্গি মাদ্রাসা বন্ধ করে দিল ইমরান খান সরকার।

তবে এটা পুলওয়ামা কাণ্ডের পর ভারতের তৈরি কূটনৈতিক চাপে পরেই পাকিস্তান সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলেই মনে করা হচ্ছে। তবে এতে যে জঙ্গি গোষ্ঠীগুলি ইমরান খানের সরকারের উপর ক্ষুব্ধ হয়ে বড় ধরণের প্রত্যাঘাত করবে বলেই মনে করা হচ্ছে।

]]>
সমঝোতা এক্সপ্রেস চালু করে পাকিস্তানকে বার্তা ভারতের https://thenewsbangla.com/samjhauta-express-resumes-as-a-peace-sign-between-india-and-pakistan/ Tue, 05 Mar 2019 08:53:52 +0000 https://www.thenewsbangla.com/?p=7521 ১৪ই ফেব্রুয়ারি পুলওয়ামা ঘটে যাওয়া জঙ্গি হামলার পর, ভারত এবং পাকিস্তানের সম্পর্কে নতুন করে ফাটল দেখা যায়। সেই ঘটনার জেরেই সাময়িক ভবে বন্ধ হয়েছিল সমঝোতা এক্সপ্রেস। গত সোমবার থেকে তা আবার চালু হল। তাহলে কি এবার শান্তির বার্তা পাকিস্তানকে পাঠাচ্ছে ভারত? যদিও কাশ্মীরে প্রতিদিন চলছে জঙ্গি ও সেনা লড়াই।

আরও পড়ুনঃ কেন্দ্রীয় বিজেপির ওয়েবসাইট হ্যাক করল হ্যাকাররা

১৯৭১ সালের ২২শে জুলাই ভারত-পাক যুদ্ধের পর, সিমলা চুক্তি অনুযায়ী, চালু হয় এই সমঝোতা এক্সপ্রেস। এই ট্রেনটি ভারতের দিল্লি থেকে আটারি এবং পাকিস্তানের ওয়াঘা থেকে লাহোর অবধি চলাচল করে, সপ্তাহে দুইদিন।

সমঝোতা এক্সপ্রেস চালু করে পাকিস্তানকে বার্তা ভারতের/ The News বাংলা
সমঝোতা এক্সপ্রেস চালু করে পাকিস্তানকে বার্তা ভারতের/ The News বাংলা

কাশ্মীরের পুলওয়ামার অবন্তীপুরায় শ্রীনগর-জম্মু হাইওয়েতে ১৪ই ফেব্রুয়ারী সিআরপিএফ কনভয়ের একটি গাড়ি লক্ষ করে আইডি বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। তারপর ছুটে আসে ঝাঁকে ঝাঁকে গুলি। সিআরপিএফ কনভয়ের গাড়িগুলি জম্মু থেকে কাশ্মীর আসার সময় এই আক্রমণ হয়। অবন্তীপুরায় জাতীয় সড়কের উপরেই এই হামলা চলে। মারা যান চল্লিশেরও বেশি সিআরপিএফ জাওয়ান।

আরও পড়ুনঃ মুম্বাই হামলার মত ফের জলপথে জঙ্গি হামলার ছক

ঘটনার দায় স্বীকার করে পাক জঙ্গি সংগঠন জইশ ই মহম্মদ। বিস্ফোরণে যুক্ত আদিল আহমেদ নামে এক জইশ জঙ্গির নাম উঠে আসে তদন্তে। তারপরে শুরু হয় গোলমাল। দুই দেশের মধ্যে তুমুল অশান্তির সৃষ্টি হয়। পাকিস্তানের বিরুদ্ধে রাগে ফুঁসতে থাকে ভারত।

আরও পড়ুনঃ ঘরে ঢুকে মারব জঙ্গিদের, প্রকাশ্যে ঘোষণা প্রধানমন্ত্রী মোদীর

এরই পরিপ্রেক্ষিতে গত ২৬শে ফেব্রুয়ারি ভোররাতে ভারতীয় বায়ুসেনার তরফে পাকিস্তানের মূল ভূখন্ড বালাকোটে সার্জিক্যাল স্ট্রাইক চালানো হয়। বায়ুসেনার দেওয়া তথ্য অনুযায়ী জইশ ই মহম্মদের মাথা মাসুদ আজহারের তিন আত্মীয় সহ কমপক্ষে ৩০০-৩৫০ জন জঙ্গির মৃত্যু হয়। এরপরেই পাকিস্তান বন্ধ করে দেয় সমঝোতা এক্সপ্রেস। ভারতও বন্ধ করে দেয়।

আরও পড়ুনঃ জঙ্গিদের সরাসরি সেনাবাহিনীতে নিচ্ছে ইমরানের পাকিস্তান

এরই মধ্যে পাক সীমানা লঙ্ঘন করে মিগ চালিয়ে পাক সেনার হাতে পাকড়াও হন বায়ুসেনা কমান্ডার অভিনন্দন বর্তমান। ভারতীয় পাইলটকে শর্তহীন মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তানের ব্যবহারে বিগলিত কিছু ভারতীয় ইমরান খানকে কার্যত শান্তির বার্তাবাহক হিসেবে তুলে ধরে। পাকিস্তান ইমরান খানকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার দাবিও করেন।

আরও পড়ুনঃ পাকিস্তানের কোপে এবার প্রিয়াঙ্কা চোপড়া

পাক-ভারত উত্তেজনার মধ্যে সমঝোতা এক্সপ্রেস বন্ধ করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। ভারতের দিক থেকেও বন্ধ হয় ট্রেন চলাচল। গত সোমবার আবার চালু হয় এই ট্রেন। পাকিস্তান রেডিও সূত্রে জানা যায়ে, সোমবার প্রায় ১৫০জন যাত্রী কে নিয়ে দিল্লির উদ্দেশে লাহোরে থেকে রওনা দেয় সমঝোতা এক্সপ্রেস। অবশ্য ১৪এ ফেব্রুয়ারীর পর, যাত্রী সংখ্যা কমে গেছে বলেই দুই দেশের রেল কর্তৃপক্ষ এর তরফ থেকে জানা গেছে।

আরও পড়ুনঃ Exclusive পাকিস্তান থেকে পালানোর জন্য তৈরি থাকুন জঙ্গিদের জানাল জইশ

পাকিস্তানের দিকে কি তাহলে এবার শান্তির হাত বাড়িয়ে দিচ্ছে ভারত? প্রশ্ন উঠেছে। তবে এর সঙ্গে পাকিস্তানের সঙ্গে কথার কোন সম্পর্ক নেই বলেই পরিষ্কার জানিয়ে দিয়েছে ভারত। জঙ্গি হামলা বন্ধ না হলে আলোচনার কোন প্রশ্নই নেই বলে জানান হয়েছে। তবু সমঝোতা এক্সপ্রেস চালু করে দুই দেশের মধ্যে শান্তির আপাতত একটা আশার আলো দেখা গেল বলেই মনে করছে আন্তর্জাতিক মহল।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
আমি নোবেল পাওয়ার যোগ্য নই বললেন প্রধানমন্ত্রী https://thenewsbangla.com/imran-khan-not-interested-in-nobel-peace-prize-wants-indo-pak-peace/ Mon, 04 Mar 2019 10:21:13 +0000 https://www.thenewsbangla.com/?p=7436 কাশ্মীর ইস্যুতে ‘শান্তির বার্তা’ পৌঁছে দেওয়ার মাধ্যমে ভারত-পাকিস্তানের যুদ্ধকে তিনি নাকি ‘থামিয়ে’ দিতে সক্ষম হয়েছেন। পাকিস্তান সরকার ও দলিয় রাজনীতিবিদরা দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার দাবি জানিয়েছেন। তবে এর প্রতিক্রিয়ায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, আমি নোবেল শান্তি পুরস্কারের যোগ্য নই। আজ সোমবার এক টুইট বার্তায় তিনি এমন প্রতিক্রিয়া জানান।

আরও পড়ুনঃ পাকিস্তানের কোপে এবার প্রিয়াঙ্কা চোপড়া

কাশ্মীর নিয়ে পাক-ভারত উত্তেজনার মধ্যে আটক ভারতীয় পাইলটকে মুক্তি দেওয়ায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে শান্তিতে নোবেল পুরস্কার দেয়ার দাবি তুলেছিল পাকিস্তানিরা। সামাজিক যোগাযোগ মাধ্যম বা সোশ্যাল মিডিয়ায় টুইটারে হ্যাশট্যাগ ঝড় তুলেছিল পাক জনতা। শুক্রবার ও শনিবার পাকিস্তানে টুইটারে ট্রেন্ডে পরিণত হয়েছিল ইমরান খানের জন্য নোবেল শান্তি পুরস্কার হ্যাশট্যাগ।

আরও পড়ুনঃ Exclusive পাকিস্তান থেকে পালানোর জন্য তৈরি থাকুন জঙ্গিদের জানাল জইশ

প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, আমি শান্তিতে নোবেল পাওয়ার যোগ্য নই। এর জন্য সেই যোগ্য ব্যক্তি যে বিতর্কিত কাশ্মীর সমস্যার সমাধান করতে পারবে এবং এই উপমহাদেশে শান্তি ও মানব উন্নয়নে ভূমিকা রাখতে সক্ষম হবে। চরম উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাইলটের মুক্তি দেয়ার ঘোষণার পর দেশ এবং দেশের বাইরে অনেকেই ইমরান খানের প্রশংসা করেন। প্রশংসা আসে ভারতের বিভিন্ন মহল থেকেও।

আরও পড়ুনঃ সার্জিক্যাল স্ট্রাইকে মাসুদ আজহারকেও কি উড়িয়ে দিয়েছে ভারতীয় বায়ুসেনা

এর আগে ইমরান খানকে নোবেল পুরস্কার দেওয়ার দাবি জোরালো করতে গতকাল রবিবার দেশটির সংসদের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতে একটি প্রস্তাব জমা দেন দেশটির তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী।

আরও পড়ুনঃ ভারতের সার্জিক্যাল স্ট্রাইকে খতম জইশ জঙ্গি ও ডেরা স্বীকার মাসুদ ভাইয়ের

তিনি মনে করেন ভারতীয় বৈমানিক অভিনন্দন বর্তমানকে ফেরত দেওয়ার মাধ্যমে ‘উত্তেজনা প্রশমনে ভূমিকা রাখার’ স্বীকৃতি স্বরূপ ইমরান খানকে এই পুরস্কার দেওয়া উচিত। তাছাড়া যুক্তরাষ্ট্র-আফগান তালেবান শান্তি আলোচনায় পাকিস্তানের ভূমিকা রাখার কথাও উল্লেখ করেছেন তিনি।

আরও পড়ুনঃ ইমরান খানকে ভারতের পরমাণু অস্ত্র হুমকি দিলেন আসাদউদ্দিন ওয়েসি

গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরে পুলওয়ামাতে এক আত্মঘাতী বিস্ফোরণে প্রাণ হারায় আধা-সামরিক বাহিনীর ৪৯ জন সেনা। এর দায় স্বীকার করে পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন জইশ ই মহম্মদ। জঙ্গি দমনে ২৬ ফেব্রুয়ারি ভারত পাকিস্তানের অভ্যন্তরে বিমান হামলা চালায়। তাদের দাবি জইশ ই মহম্মদের ঘাঁটিতে চালান এই হামলায় বহু জঙ্গি মারা গেছে।

আরও পড়ুনঃ ম্যাডাম খুব তাড়াতাড়ি যুদ্ধ বিমানে বসতে চাই, নির্মলাকে অভিনন্দন

এর জবাবে ২৭ ফেব্রুয়ারি পাকিস্তান বিমান পাঠায় কাশ্মীর সীমান্তে। সেখানে দুই পক্ষের বিমানযুদ্ধের পর পাকিস্তানের হাতে আটক হন ভারতীয় বৈমানিক অভিনন্দন বর্তমান। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ‘উত্তেজনা প্রশমনে সদিচ্ছার প্রতীক’ হিসেবে তাকে মুক্তি দেন গত ১ মার্চ। এরপরেই তাঁকে নোবেল শান্তি পুরস্কার দেবার দাবি ওঠে।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
Exclusive পাকিস্তান থেকে পালানোর জন্য তৈরি থাকুন জঙ্গিদের জানাল জইশ https://thenewsbangla.com/jaish-e-mohammed-issued-notice-to-terrorist-be-prepared-to-flee-from-pakistan/ Sun, 03 Mar 2019 15:22:00 +0000 https://www.thenewsbangla.com/?p=7400 পাকিস্তান থেকে পালানোর জন্য তৈরি থাকুন। রবিবার সন্ধ্যায় নিজেদের জঙ্গি ক্যাডারদের নোটিশ জারি করে সতর্ক করল জইশ ই মহম্মদ জঙ্গি কর্তারা। এর সঙ্গেই জইশ ই মহম্মদ জঙ্গি প্রধানদের তরফ থেকে ঘোষণা করা হয়েছে, দলের সৃষ্টিকর্তা মাসুদ আজহার বেঁচে আছেন। আন্তর্জাতিক চাপে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে পাক সরকার, আশঙ্কা জইশের।

আরও পড়ুনঃ সার্জিক্যাল স্ট্রাইকে মাসুদ আজহারকেও কি উড়িয়ে দিয়েছে ভারতীয় বায়ুসেনা

ইমরান খান সরকার তাদের প্রশিক্ষন শিবির বন্ধ করে দিতে পারে। বন্ধ করে দিতে পারে তাদের মাদ্রাসাগুলি আটক করতে পারে জইশ নেতাদের। এমনটাই আশঙ্কা করেছে জইশ ই মহম্মদ জঙ্গি প্রধানরা। প্রবল আন্তর্জাতিক চাপে তাদের বিরুদ্ধে বড় কোন ব্যবস্থা নিতে পারে পাক সরকার, এমনটাই আশঙ্কা জইশের। এরপরেই নোটিশ জারি করে তৈরি থাকার নির্দেশ দেওয়া হয়েছে তাদের জঙ্গিদের। পাকিস্তান থেকে সীমান্ত পেরিয়ে আফগানিস্তান বা অন্য কোন ইসলামিক রাষ্ট্রে পালাতে হতে পারে বলেই সতর্ক করা হয়েছে এই নোটিশে।

Exclusive পাকিস্তান থেকে পালানোর জন্য তৈরি থাকুন জঙ্গিদের জানাল জইশ/The News বাংলা
Exclusive পাকিস্তান থেকে পালানোর জন্য তৈরি থাকুন জঙ্গিদের জানাল জইশ/The News বাংলা

পাকিস্তান আন্তর্জাতিক দুনিয়ার চাপে বিপর্যস্ত। নিজের গদি বজায় রাখতে যে কোন মুহূর্তে ইমরান খানের সরকার ভোল বদলাতে পারে। সাবধান থাকুন, তৈরি থাকুন। যে কোন সময় আমাদের পাকিস্তান ছেড়ে পালাতে হতে পারে। রবিবার সন্ধ্যায় নিজেদের জঙ্গি ক্যাডারদের নোটিশ জারি করে সতর্ক করল জইশ ই মহম্মদ জঙ্গি কর্তারা। সেই সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে, তাদের সর্বময় নেতা মাসুদ আজহার বহাল তবিয়তে বেঁচে আছেন।

আরও পড়ুনঃ ভারতের সার্জিক্যাল স্ট্রাইকে খতম জইশ জঙ্গি ও ডেরা স্বীকার মাসুদ ভাইয়ের

এদিকে, ভারতের বিমান হানায় বা দ্বিতীয় সার্জিক্যাল স্ট্রাইকে খতম জইশ জঙ্গি ডেরা ও জইশ জঙ্গিরা, স্বীকার করে নিল জইশ ই মহম্মদ সৃষ্টিকর্তা মাসুদ আজহারের ভাই। তছনছ মাসুদ-সাম্রাজ্য, খতম ভাই ইব্রহিম, শ্যালক ইউসুফ সহ শীর্ষ জইশ নেতারা। এবার প্রমান দিল মাসুদ আজহারের ভাই মৌলনা আম্মর। পাকিস্তানে এক জনসভায় স্বীকার করে নিয়েছে মহম্মদ আম্মর। যে নিজেও টার্গেটে ছিল কিন্তু ঐসময় না থাকায় বরাত জোরে বেঁচে যায়।

আরও পড়ুনঃ ইমরান খানকে ভারতের পরমাণু অস্ত্র হুমকি দিলেন আসাদউদ্দিন ওয়েসি

পাকিস্তানে থাকা ইতালির সাংবাদিক ফ্রান্সিকা মারিনো পরিষ্কার জানিয়ে দিয়েছেন, “ভারতের বায়ুসেনা জইশ ই মহম্মদের একটি বড় জঙ্গি ট্রেনিং ক্যাম্প গুঁড়িয়ে দিয়েছে”। ইতালির সাংবাদিক ফ্রান্সিকা মারিনো জানিয়েছেন, তিনি ওইদিন বালাকোটের ওই অঞ্চলে গিয়েছিলেন। যে ক্যাম্পে বোমা ফেলেছিল ভারত সেখান থেকে অনেক জঙ্গির লাশ বের করা হয়েছে।

আরও পড়ুনঃ স্টাইল থেকে ফ্যাশন সবেতেই এখন অভিনন্দনের ছোঁয়া

সাংবাদিক ফ্রান্সিকা মারিনো জানিয়েছেন, ঘটনার পর পাক সেনা গোটা এলাকা ঘিরে রেখেছিল কাউকে সেখানে ঢুকতে দেয়নি। যারা ফটো তোলার চেষ্টা করে তাদের সবার মোবাইল কেড়ে নেওয়া হয়। তিনি জানিয়েছেন ওখান থেকেই ৫০ টি মৃতদেহ সরান হয়। তাঁর কাছে ভিডিও আছে বলেও দাবি করেছেন ওই সাংবাদিক।

আরও পড়ুনঃ কাশ্মীরে লড়ছে মরছে সেনা আর তাঁদের নিয়ে চলছে মুনাফার মারপিট

এইসঙ্গে হামলায় খতম হয়েছে মাসুদ আজহারের ভাই ইব্রাহিম আজহার। ইব্রাহিম কান্দাহার বিমান অপহরণের সঙ্গে যুক্ত ছিল। পাশাপাশি নিহত হয়েছে মাসুদের শ্যলাক ইউসুফ আজহার সইফ। সব মিলিয়ে মঙ্গলবার ভোর রাতের হামলায় ৩০০ জঙ্গি নিহত হয়েছে বলে যে দাবি করা হচ্ছিল তা সত্যি বলেই প্রমাণ হচ্ছে।

আরও পড়ুনঃ ম্যাডাম খুব তাড়াতাড়ি যুদ্ধ বিমানে বসতে চাই, নির্মলাকে অভিনন্দন

এদিকে রবিবারই খবর ছড়িয়ে পরে, বিমান হানার সময় ওই ক্যাম্পেই ছিলেন ভারতের ‘মোস্ট ওয়ান্টেড জঙ্গি’ মাসুদ আজাহার। মাসুদকেও ওই ক্যাম্পের সঙ্গেই উরিয়ে দিয়েছে ভারত, এমনটাই মনে করা হচ্ছে। যাকে বলে ‘প্রাইজ ক্যাচ’। বিমান হানার বোনাস। গত দুদিন ধরেই পাকিস্তান বলে চলেছে কিডনির সমস্যায় পাক সেনা হাসপাতালে ভর্তি মাসুদ আজাহার। কিন্তু মনে করা হচ্ছে, মাসুদ আজাহার ইতিমধ্যেই খতম হয়েছে ভারতের বিমান বাহিনীর সার্জিক্যাল স্ট্রাইকে।

আরও পড়ুনঃ পাকিস্তান ছাড়ার আগে অভিনন্দন বর্তমানের পাশে ভদ্রমহিলা কে

এই খবর ছড়িয়ে পরার পরেই জইশ ই মহম্মদ জঙ্গি প্রধানদের তরফ থেকে ঘোষণা করা হয়েছে, দলের সৃষ্টিকর্তা মাসুদ আজহার বেঁচে আছেন। এই খবর জানানোর সঙ্গে সঙ্গেই রবিবার সন্ধ্যায় নিজেদের জঙ্গি ক্যাডারদের নোটিশ জারি করে সতর্ক করল জইশ ই মহম্মদ জঙ্গি কর্তারা। যে কোন সময় পাকিস্তান ছেড়ে পালাতে হতে পারে, জানান হয়েছে সতর্ক বার্তায়।

আরও পড়ুনঃ জওয়ানদের হত্যার ভয়ঙ্কর ষড়যন্ত্র পাক আইএসআইয়ের
আরও পড়ুনঃ ভারতীয় বায়ুসেনা অভিনন্দনের স্ত্রী সাজিয়ে নোংরা রাজনীতি মোদী বিরোধীদের
আরও পড়ুনঃ ভারতকে হেয় করতে পাকিস্তানের মিথ্যা দাবিতে বেঘোরে প্রাণ গেল পাক পাইলটের

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
ইমরান খানকে ভারতের পরমাণু অস্ত্র হুমকি দিলেন আসাদউদ্দিন ওয়েসি https://thenewsbangla.com/asaduddin-owaisi-slams-imran-khan-for-playing-nuclear-muslim-cards/ Sun, 03 Mar 2019 13:50:07 +0000 https://www.thenewsbangla.com/?p=7390 ভারতের কি পরমানু অস্ত্র নেই? ইমরানকে তোপ দেগে মন্তব্য আসাদউদ্দিন ওয়েসির। এই প্রথমবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ভারতের পরমাণু অস্ত্র হুমকি দিলেন অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলেমিন এর সুপ্রিমো আসাদউদ্দিন ওয়েসি।

আরও পড়ুনঃ সার্জিক্যাল স্ট্রাইকে মাসুদ আজহারকেও কি উড়িয়ে দিয়েছে ভারতীয় বায়ুসেনা

পুলওয়ামায় সেনা কনভয়ে জইশ ই মহম্মদ জঙ্গিদের হামলার পরিপ্রেক্ষিতে ইমরান খানকে তুলধনা করলেন অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলেমিন এর সুপ্রিমো আসাদউদ্দিন ওয়েসি। ইমরান ভারতকে নিজেদের পরমাণু অস্ত্রের হুমকি দিয়েছিলেন। তার জবাবেই এই হুমকি ফিরিয়ে দিলেন ভারতের বিতর্কিত নেতা ওয়েসি।

আরও পড়ুনঃ ভারতের সার্জিক্যাল স্ট্রাইকে খতম জইশ জঙ্গি ও ডেরা স্বীকার মাসুদ ভাইয়ের

হায়দ্রাবাদের এক জনসভায় ওয়েসি এই বক্তৃতা রাখেন। সেখানেই তার বক্তব্যে উঠে আসে পুলওয়ামা ইস্যু। সেনাদের সুরক্ষার পরিপ্রেক্ষিতে তিনি নরেন্দ্র মোদী সরকারকে নিশানা করে প্রশ্ন রাখেন, “কিভাবে এতো বিপুল পরিমাণ অস্ত্র সন্ত্রাসবাদীদের হাতে এলো?” গোয়েন্দাদের আগাম সতর্ক সংকেত থাকা সত্ত্বেও কেনো সেনাদের সুরক্ষা দিতে ব্যর্থ হলো সরকার? এই সকল বিষয়ে কেন্দ্রীয় সরকারের কাছে তিনি জবাবদিহি চেয়েছেন।

আরও পড়ুনঃ স্টাইল থেকে ফ্যাশন সবেতেই এখন অভিনন্দনের ছোঁয়া

তবে পাকিস্তানের ভেতরে ঢুকে ভারতের বায়ুসেনার সার্জিক্যাল স্ট্রাইকের ঘটনাকে ওয়েসি সমর্থন করেন। পাক বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশির সার্জিক্যাল স্ট্রাইকের প্রমান চাওয়াকেও কটাক্ষ করেন তিনি। পাক বিদেশমন্ত্রী নিজের দেশের চেয়ে জঙ্গিদের নিয়ে বেশি উদ্বিগ্ন বলেই ব্যঙ্গ করেন তিনি।

আরও পড়ুনঃ কাশ্মীরে লড়ছে মরছে সেনা আর তাঁদের নিয়ে চলছে মুনাফার মারপিট

এদিকে ইমরান খানকে নিশানা করে তাঁর বিরুদ্ধে সাম্প্রদায়িক রাজনীতি করার অভিযোগ তোলেন ওয়েসি। ইমরানকে ভারতের বিষয়ে মুসলিম তাস নিয়ে খেলা বন্ধেরও হুশিয়ারি দেন ওয়েসি। তিনি ইমরানকে ভারতের মুসলিমদের ব্যাপারে নাক না গলিয়ে পাকিস্তানের লস্কর ও জইশ জঙ্গিদের ব্যাপারে সতর্ক হবার পরামর্শ দেন।

আরও পড়ুনঃ ম্যাডাম খুব তাড়াতাড়ি যুদ্ধ বিমানে বসতে চাই, নির্মলাকে অভিনন্দন

জঙ্গিরা ধর্মীয় ভাবাবেগ কাজে লাগিয়ে সন্ত্রাসবাদ ছড়াচ্ছে। ইসলাম ধর্ম এই ধরনের কাজকে সমর্থন করে না বলেও তিনি মন্তব্য করেন। ইসলামের নামে সন্ত্রাস ছড়ানোর জন্য পাকিস্তানকে তোপ দাগেন তিনি। ধর্মের নামে মানুষকে ভুল বুঝিয়ে সন্ত্রাসবাদ ছড়াচ্ছে জঙ্গিরা আর পাকিস্তান তাতে মদত দিচ্ছে বলেই জানিয়ে দেন তিনি।

আরও পড়ুনঃ পাকিস্তানে ভারতের বিমানহানার সময় জন্ম নবজাতকের নাম মিরাজ

পরমানু শক্তিধর রাষ্ট্র হবার দরুন পাকিস্তানকে কটাক্ষ করে তিনি বলেন, ভারতকে পরমাণু অস্ত্রের ভয় দেখিয়ে লাভ নেই৷ এক ধাপ আরও এগিয়ে তিনি বলেন, ভারত নিজেই পরমানু শক্তিধর রাষ্ট্র। তাই পাকিস্তানের হুমকিতে ভারত ভয় পায় না। তিনি পরিস্কার বলেন, ইমরানের জানা উচিত, ভারতের হাতেও পরমাণু অস্ত্র আছে। তাই ভারতকে পরমাণু অস্ত্রর ভয় দেখিয়ে লাভ নেই।

আরও পড়ুনঃ পাকিস্তান ছাড়ার আগে অভিনন্দন বর্তমানের পাশে ভদ্রমহিলা কে
আরও পড়ুনঃ জওয়ানদের হত্যার ভয়ঙ্কর ষড়যন্ত্র পাক আইএসআইয়ের
আরও পড়ুনঃ ভারতীয় বায়ুসেনা অভিনন্দনের স্ত্রী সাজিয়ে নোংরা রাজনীতি মোদী বিরোধীদের
আরও পড়ুনঃ ভারতকে হেয় করতে পাকিস্তানের মিথ্যা দাবিতে বেঘোরে প্রাণ গেল পাক পাইলটের

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
ইমরান খানের শান্তিকে বুড়ো আঙুল দেখিয়ে ফের সেনা শিবিরে পাক জঙ্গি হানা https://thenewsbangla.com/imran-khan-wants-peace-but-pak-militants-try-to-attack-in-india-army-camp/ Sat, 02 Mar 2019 15:27:16 +0000 https://www.thenewsbangla.com/?p=7353 মুখে শান্তির বাণী। আর কাজে ভারতীয় সেনার উপর হামলা। ইমরান খানের শান্তিকে বুড়ো আঙুল দেখিয়ে ফের ভারতীয় সেনা শিবিরে পাক জঙ্গি হানার চেষ্টা হল। কাশ্মীরের সোপিয়ানে ৪৪ রাষ্ট্রীয় রাইফেলস এর শিবিরে গুলি চালায় পাক জঙ্গিরা। সেনার তরফ থেকেও উপযুক্ত জবাব দেওয়া হচ্ছে। সোপিয়ানে ওই সেনা শিবিরের কাছে বেশ কিছু জঙ্গি লুকিয়ে আছে বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুনঃ ভারতকে হেয় করতে পাকিস্তানের মিথ্যা দাবিতে বেঘোরে প্রাণ গেল পাক পাইলটের

মুখে শান্তির বাণী। কিন্তু অন্যদিকে সারাদিনে ভারতীয় গ্রাম লক্ষ্য করে ছুটে আসছে মুহুর্মুহু গুলি, মর্টার, বোমা। শুক্রবার রাত থেকেই ভারত পাক সীমান্তে ভারতের গ্রাম লক্ষ্য করে একের পর এক মর্টার শেল ছুঁড়ে চলেছে পাকিস্তানি সেনা। পুঞ্চ সীমান্তে পাক গোলায় ৯ মাস ও ৫ বছরের দুই শিশু সহ ৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন সাধারণ মানুষ। ভেঙে গেছে অনেক বাড়ি ঘর।

আরও পড়ুনঃ জওয়ানদের হত্যার ভয়ঙ্কর ষড়যন্ত্র পাক আইএসআইয়ের

এবার সোপিয়ানে ৪৪ রাষ্ট্রীয় রাইফেলস এর শিবিরে জঙ্গি হামলার ঘটনা ঘটল। সোপিয়ানে ৪৪ রাষ্ট্রীয় রাইফেলস এর শিবির লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা, এমনটাই জানা যাচ্ছে। তবে এখনও কোন হতাহতের খবর পাওয়া যায়নি। জঙ্গিদের যোগ্য জবাব দিচ্ছে ভারতীয় সেনা। ৪৪ রাষ্ট্রীয় রাইফেলস এর শিবিরে জঙ্গিদের ঢুকে পরার উদ্দেশ্য ছিল বলেই জানা যাচ্ছে। গত বছরের ৪ মার্চ ও এই বছরের ২৭ শে জানুয়ারী এখানেই জঙ্গি হামলা হয়।

আরও পড়ুনঃ মুখে শান্তির বাণী, কাশ্মীর সীমান্তে পাক গোলায় মায়ের সঙ্গে দুই শিশুর মৃত্যু

একদিকে বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দনকে ভারতের হাতে তুলে দিয়ে শান্তির বার্তা দিচ্ছে পাকিস্তান। আর ভারতীয় সেনার উপর প্রতিদিন হামলা চালাচ্ছে পাক জঙ্গিরা। অন্যদিকে বিনা প্ররোচনায় সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে সাধারণ মানুষের বাড়িতে গোলাবর্ষণ করছে পাক সেনা। ফের ৪৪ রাষ্ট্রীয় রাইফেলস এর শিবিরে পাক জঙ্গিরা হামলার চেষ্টা করছে বলেই জানা গেছে।

আরও পড়ুনঃ জঙ্গিদের মদতদাতা পাক প্রধানমন্ত্রীকে নোবেল শান্তি পুরস্কার দেবার দাবি

শুক্রবার রাতেও পাক গোলায় পুঞ্চের সালোতরী গ্রামে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একজন মহিলা এবং তাঁর পাঁচ বছরের ছেলে ও নমাসের কন্যা রয়েছে। জানা গিয়েছে, মৃত মহিলার নাম রুবানা কোসার (২৪‌)। ওই দুই শিশুর নাম ফাজান এবং শবনম। এ ছাড়া পাক গোলাবর্ষণে গুরুতর আহত হয়েছেন আরও বেশ কয়েক জন সাধারণ নাগরিক।

আরও পড়ুনঃ ভারতকে সাইকোলজিক্যাল ব্ল্যাকমেল, মুখ ও মুখোশের আড়ালে পাকিস্তান

অন্যদিকে, সোপিয়ানে সেনা শিবিরের হামলা ঠেকাতে বিশাল নিরাপত্তা বাহিনী রয়েছে শিবিরের কাছে। লুকিয়ে থাকা জঙ্গিদের খোঁজে চলছে চিরুনি তল্লাশি। সেনা শিবিরে কি ঢুকে পরার পরিকল্পনা ছিল? সেটাই দেখছে সেনা। এর আগেও সোপিয়ানে ৪৪ রাষ্ট্রীয় রাইফেলস এর এই সেনা শিবিরে জঙ্গি হামলার ঘটনা ঘটে। তবে সেনা সতর্ক থাকায় কিছুই করতে পারেনি জঙ্গিরা।

আরও পড়ুনঃ ভারতীয় বায়ুসেনা অভিনন্দনের স্ত্রী সাজিয়ে নোংরা রাজনীতি মোদী বিরোধীদের
আরও পড়ুনঃ কাশ্মীরে লড়ছে মরছে সেনা আর তাঁদের নিয়ে চলছে মুনাফার মারপিট
আরও পড়ুনঃ পাকিস্তানে ভারতীয় সেনার সাহস ও বীরত্ব দেখিয়ে দেশে ফিরলেন অভিনন্দন
আরও পড়ুনঃ যা হয়েছে তা ট্রেলার, আসল ফিল্ম এখনও বাকি বললেন নরেন্দ্র মোদী
আরও পড়ুনঃ পাকিস্তানে ভারতের বিমানহানার সময় জন্ম নবজাতকের নাম মিরাজ

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>