ImportBan – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Mon, 29 Aug 2022 14:59:59 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg ImportBan – The News বাংলা https://thenewsbangla.com 32 32 ভারত থেকে আমদানিতে নিষেধাজ্ঞা, তুলে নিয়ে এবার হাঁটু গেড়ে ভিক্ষা চাইল পাকিস্তান https://thenewsbangla.com/india-import-ban-by-pakistan-now-lifted-and-begging-on-knees-for-tomato-onion/ Mon, 29 Aug 2022 14:58:51 +0000 https://thenewsbangla.com/?p=16482 ভারত থেকে আমদানিতে নিষেধাজ্ঞা চাপিয়ে ছিল, সেটা তুলে নিয়ে এবার হাঁটু গেড়ে ভিক্ষা চাইল পাকিস্তান। এবার দেশে ৫০০ টাকা কেজি টমেটো, ৪০০ টাকা পেঁয়াজ! ফলে এবার বাধ্য হয়ে, ভারত থেকে আমদানির প্রস্তুতি পাকিস্তানের। ভয়ঙ্কর পরিস্থিতি পাকিস্তানে। এমনিতেই বাজাত দর আকাশছোঁয়া। তারপরে এখন মারাত্মক বন্যায়, কাতারে কাতারে মরছে মানুষ। এরই সঙ্গে বাজারে অভাব, নিত্য প্রয়োজনীয় বস্তুও। সব সব্জির দাম ছুঁয়েছে, মানুষের নাগালের বাইরে। ফলের দামও মধ্যবিত্তের নাগালে বাইরে। এই পরিস্থিতির মোকাবিলা করতে, এবার ভারত থেকে জিনিসপত্র আমদানি করার সিদ্ধান্ত নিল পাকিস্তান সরকার।

জানা যাচ্ছে, ভারত থেকে খুব তাড়াতাড়ি পেঁয়াজ ও টমেটো আমদানি করতে পারে পাকিস্তান। সে দেশের পাইকারি ব্যবসায়ীদের কাছে, এমনই তথ্য পাওয়া যাচ্ছে। এর আগে ইমরান খান আমলে ভারত থেকে আমদানি নিষিদ্ধ করেছিল, পাকিস্তান সরকার। এবার সেটা তো তুলে নেওয়া হয়েছেই, ভারত থেকে খাদ্যদ্রব্য আমদানি করতে উদ্যোগ নিয়েছে পাকিস্তান সরকার। কথা শুরু হয়েছে, ভারত সরকারের সঙ্গে।

পাকিস্তানের লাহোর বাজারের এক ব্যবসায়ী জানান, “রবিবার টমেটোর দাম ছিল, ৫০০ টাকা প্রতি কিলো। পেঁয়াজের দাম ছিল, ৪০০ টাকা কিলো। বাকি জিনিসের দামও ছিল, আকাশছোঁয়া। কিন্তু কেন এই মূল্যবৃদ্ধি। ওই ব্যবসায়ী জানান, “বন্যার কারণে বিপুল পরিমাণ সব্জি নষ্ট হয়েছে। আমদানি করা সব্জির যোগানও যথেষ্ট কম। বাজারে চাহিদা মতো জোগান না থাকায় এই মূল্যবৃদ্ধি। এখন ভারত থেকে সবজি না এলে, দাম কমার সম্ভাবনাই নেই”।

]]>