IAF strikes Pak – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Mon, 04 Mar 2019 18:58:07 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg IAF strikes Pak – The News বাংলা https://thenewsbangla.com 32 32 ঘরে ঢুকে মারব জঙ্গিদের, প্রকাশ্যে ঘোষণা প্রধানমন্ত্রী মোদীর https://thenewsbangla.com/pm-narendra-modi-vows-to-hunt-down-those-behind-terror-attacks-in-india/ Mon, 04 Mar 2019 18:50:01 +0000 https://www.thenewsbangla.com/?p=7497 ঘরে ঢুকে মারব জঙ্গিদের, প্রকাশ্যে ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। গুজরাটের আমেদাবাদে পরিষ্কার ঘোষণা করলেন মোদীর। ‘চুন চুন কে মারুঙ্গা’, হিন্দি ফিল্ম স্টাইলে ঘোষণা করলেন মোদী।

আরও পড়ুনঃ জঙ্গিদের সরাসরি সেনাবাহিনীতে নিচ্ছে ইমরানের পাকিস্তান

ভারতে সন্ত্রাসবাদী হামলার জন্য যারা দায়ী, এবার তাদের ঘরে ঢুকে মেরে আসব, পরিস্কার ঘোষণা করে দিলেন প্রধানমন্ত্রী মোদী। প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “আমি দীর্ঘ দিন অপেক্ষা করতে পারি না, বেছে বেছে হিসাব নিতে আমি খুব ভালো জানি”।

আরও পড়ুনঃ ভারত পাকিস্থান ও চীন এর হাতে সেনা ও অস্ত্র কত

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার গুজরাটের আমেদাবাদ জনসভায় বলেন, “বেছে বেছে হিসাব নিতে আমি খুব ভালো জানি”। পুলওয়ামায় জঙ্গি হামলা ও তারপর তাকে কেন্দ্র করে যে সমস্ত ঘটনা ঘটেছে, সেই পরিপ্রেক্ষিতে তিনি বলেছেন, “এবার ঘরে ঢুকে মারব”। তিনি আরও বলেছেন যে, “ভারতে জঙ্গি হামলার পিছনে যারা যারা আছে, তারা যদি পাতালেও লুকিয়ে থাকে তাহলেও তাদের খুঁজে বার করব”।

আরও পড়ুনঃ মমতার পর সার্জিক্যাল স্ট্রাইকের প্রমাণ চাইলেন মেহেবুবা

প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “৪০ বছর ধরে জঙ্গিরা ভারতের বুকে গুলি বিদ্ধ করে চলেছে। কিন্তু যারা শুধুমাত্র ভোটের রাজনীতি নিয়ে অন্ধ হয়ে আছে, তারা সেদিকে ফিরে পর্যন্ত দেখেনি। আমি ক্ষমতা বা আসনের পরোয়া করি না। আমি চাই দেশে শান্তি থাকুক। তার জন্য চুন চুন কে মারুঙ্গা”।

আরও পড়ুনঃ ভারত সীমান্তে জঙ্গি হামলা ঠেকাতে আধুনিক নজরদারি

মোদীর অভিযোগ ভারতের বিরোধী নেতারা যে সমস্ত বয়ান দেন, তা পাকিস্তানি সংবাদ মাধ্যমের হেডলাইনে পরিণত হয়। দেশহিতের দিক থেকে এটা কি ঠিক? এর মধ্যে বাংলার মুখ্যমন্ত্রী মমতাকেই ঠুকলেন মোদী। আমেদাবাদের সিভিল হাসপাতালে ২০০৮ সালে যে হামলা হয়েছিল তার কথা টেনে মোদী বলেন “সেই সময়য়ে দিল্লিতে যারা বসেছিলেন তাদের কি পাকিস্তানকে শিক্ষা দেওয়া উচিত ছিল না”।

আরও পড়ুনঃ সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে ফের বেলাগাম সিধু

গত মঙ্গলবার পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের মাটিতে মোট ৩টি জায়গায় প্রায় ১০০০ কেজি বোমা ফেলে ভারতীয় বায়ুসেনা। ধুলোয় মিশিয়ে দেওয়া হয় বালাকোট, মুজাফরাবাদ ও চকোটিতে জঙ্গিশিবিরগুলি। ১৯ মিনিটের মধ্যে অপারেশন শেষ করে ভারতে ফেরে বিমানগুলি। এই হামলায় জইশ-ই-মহম্মদের ঘাঁটি সহ বহু জঙ্গিশিবির গুঁড়িয়ে দিয়েছে বায়ুসেনা।

আরও পড়ুনঃ সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে যাবতীয় প্রশ্নের জবাব দিলেন বায়ুসেনা প্রধান

পাকিস্তানের মাটিতে ঢুকে জঙ্গি মারল ভারতের বিমান এই প্রথমবার। সবুজ সংকেতের অপেক্ষাতেই ছিল ইন্ডিয়ান এয়ারফোর্স। ঠিক যেন প্রথম সার্জিক্যাল স্ট্রাইকের পুনরাবৃত্তি। তবে এবার মাটিতে নয়। আকাশপথে। পাকিস্তানের মাটিতে ঢুকে জঙ্গি ঘাঁটি ধ্বংস করল ভারতীয় যুদ্ধবিমান। পুলওয়ামা কাণ্ডের বদলা নিতে এক হাজার কেজি বোমা ফেলে গুঁড়িয়ে দেওয়া হল পাক মাটিতে তৈরি হওয়া একাধিক জঙ্গি ঘাঁটি। হামলার কথা স্বীকার করে নেয় পাকিস্তানও।

আরও পড়ুনঃ আমি নোবেল পাওয়ার যোগ্য নই বললেন প্রধানমন্ত্রী

এরপর সোমবার আবার “ঘরে ঢুকে মারব জঙ্গিদের”, বলে প্রকাশ্যে ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ‘চুন চুন কে মারুঙ্গা’, হিন্দি ফিল্ম স্টাইলে ঘোষণা করলেন মোদী।

আরও পড়ুনঃ পাকিস্তানের কোপে এবার প্রিয়াঙ্কা চোপড়া
আরও পড়ুনঃ Exclusive পাকিস্তান থেকে পালানোর জন্য তৈরি থাকুন জঙ্গিদের জানাল জইশ

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
ইমরান খানকে ভারতের পরমাণু অস্ত্র হুমকি দিলেন আসাদউদ্দিন ওয়েসি https://thenewsbangla.com/asaduddin-owaisi-slams-imran-khan-for-playing-nuclear-muslim-cards/ Sun, 03 Mar 2019 13:50:07 +0000 https://www.thenewsbangla.com/?p=7390 ভারতের কি পরমানু অস্ত্র নেই? ইমরানকে তোপ দেগে মন্তব্য আসাদউদ্দিন ওয়েসির। এই প্রথমবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ভারতের পরমাণু অস্ত্র হুমকি দিলেন অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলেমিন এর সুপ্রিমো আসাদউদ্দিন ওয়েসি।

আরও পড়ুনঃ সার্জিক্যাল স্ট্রাইকে মাসুদ আজহারকেও কি উড়িয়ে দিয়েছে ভারতীয় বায়ুসেনা

পুলওয়ামায় সেনা কনভয়ে জইশ ই মহম্মদ জঙ্গিদের হামলার পরিপ্রেক্ষিতে ইমরান খানকে তুলধনা করলেন অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলেমিন এর সুপ্রিমো আসাদউদ্দিন ওয়েসি। ইমরান ভারতকে নিজেদের পরমাণু অস্ত্রের হুমকি দিয়েছিলেন। তার জবাবেই এই হুমকি ফিরিয়ে দিলেন ভারতের বিতর্কিত নেতা ওয়েসি।

আরও পড়ুনঃ ভারতের সার্জিক্যাল স্ট্রাইকে খতম জইশ জঙ্গি ও ডেরা স্বীকার মাসুদ ভাইয়ের

হায়দ্রাবাদের এক জনসভায় ওয়েসি এই বক্তৃতা রাখেন। সেখানেই তার বক্তব্যে উঠে আসে পুলওয়ামা ইস্যু। সেনাদের সুরক্ষার পরিপ্রেক্ষিতে তিনি নরেন্দ্র মোদী সরকারকে নিশানা করে প্রশ্ন রাখেন, “কিভাবে এতো বিপুল পরিমাণ অস্ত্র সন্ত্রাসবাদীদের হাতে এলো?” গোয়েন্দাদের আগাম সতর্ক সংকেত থাকা সত্ত্বেও কেনো সেনাদের সুরক্ষা দিতে ব্যর্থ হলো সরকার? এই সকল বিষয়ে কেন্দ্রীয় সরকারের কাছে তিনি জবাবদিহি চেয়েছেন।

আরও পড়ুনঃ স্টাইল থেকে ফ্যাশন সবেতেই এখন অভিনন্দনের ছোঁয়া

তবে পাকিস্তানের ভেতরে ঢুকে ভারতের বায়ুসেনার সার্জিক্যাল স্ট্রাইকের ঘটনাকে ওয়েসি সমর্থন করেন। পাক বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশির সার্জিক্যাল স্ট্রাইকের প্রমান চাওয়াকেও কটাক্ষ করেন তিনি। পাক বিদেশমন্ত্রী নিজের দেশের চেয়ে জঙ্গিদের নিয়ে বেশি উদ্বিগ্ন বলেই ব্যঙ্গ করেন তিনি।

আরও পড়ুনঃ কাশ্মীরে লড়ছে মরছে সেনা আর তাঁদের নিয়ে চলছে মুনাফার মারপিট

এদিকে ইমরান খানকে নিশানা করে তাঁর বিরুদ্ধে সাম্প্রদায়িক রাজনীতি করার অভিযোগ তোলেন ওয়েসি। ইমরানকে ভারতের বিষয়ে মুসলিম তাস নিয়ে খেলা বন্ধেরও হুশিয়ারি দেন ওয়েসি। তিনি ইমরানকে ভারতের মুসলিমদের ব্যাপারে নাক না গলিয়ে পাকিস্তানের লস্কর ও জইশ জঙ্গিদের ব্যাপারে সতর্ক হবার পরামর্শ দেন।

আরও পড়ুনঃ ম্যাডাম খুব তাড়াতাড়ি যুদ্ধ বিমানে বসতে চাই, নির্মলাকে অভিনন্দন

জঙ্গিরা ধর্মীয় ভাবাবেগ কাজে লাগিয়ে সন্ত্রাসবাদ ছড়াচ্ছে। ইসলাম ধর্ম এই ধরনের কাজকে সমর্থন করে না বলেও তিনি মন্তব্য করেন। ইসলামের নামে সন্ত্রাস ছড়ানোর জন্য পাকিস্তানকে তোপ দাগেন তিনি। ধর্মের নামে মানুষকে ভুল বুঝিয়ে সন্ত্রাসবাদ ছড়াচ্ছে জঙ্গিরা আর পাকিস্তান তাতে মদত দিচ্ছে বলেই জানিয়ে দেন তিনি।

আরও পড়ুনঃ পাকিস্তানে ভারতের বিমানহানার সময় জন্ম নবজাতকের নাম মিরাজ

পরমানু শক্তিধর রাষ্ট্র হবার দরুন পাকিস্তানকে কটাক্ষ করে তিনি বলেন, ভারতকে পরমাণু অস্ত্রের ভয় দেখিয়ে লাভ নেই৷ এক ধাপ আরও এগিয়ে তিনি বলেন, ভারত নিজেই পরমানু শক্তিধর রাষ্ট্র। তাই পাকিস্তানের হুমকিতে ভারত ভয় পায় না। তিনি পরিস্কার বলেন, ইমরানের জানা উচিত, ভারতের হাতেও পরমাণু অস্ত্র আছে। তাই ভারতকে পরমাণু অস্ত্রর ভয় দেখিয়ে লাভ নেই।

আরও পড়ুনঃ পাকিস্তান ছাড়ার আগে অভিনন্দন বর্তমানের পাশে ভদ্রমহিলা কে
আরও পড়ুনঃ জওয়ানদের হত্যার ভয়ঙ্কর ষড়যন্ত্র পাক আইএসআইয়ের
আরও পড়ুনঃ ভারতীয় বায়ুসেনা অভিনন্দনের স্ত্রী সাজিয়ে নোংরা রাজনীতি মোদী বিরোধীদের
আরও পড়ুনঃ ভারতকে হেয় করতে পাকিস্তানের মিথ্যা দাবিতে বেঘোরে প্রাণ গেল পাক পাইলটের

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
বায়ুসেনার সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে মমতার সন্দেহকে হাতিয়ার পাক মিডিয়ার https://thenewsbangla.com/mamata-banerjees-doubt-of-surgical-strike-by-iaf-used-by-pakistan-media/ Fri, 01 Mar 2019 14:46:35 +0000 https://www.thenewsbangla.com/?p=7295 পুলওয়ামায় জঙ্গি হামলার পর থেকেই প্রত্যাঘাতের জন্য কেন্দ্র সরকারের ওপর ক্রমশ চাপ বাড়া এবং তার পরিপ্রেক্ষিতে গত ২৬শে ফেব্রুয়ারি ভারতীয় বায়ুসেনার তরফ থেকে পাকিস্তানের ৮০ কিলোমিটার অভ্যন্তরে ঢুকে বালাকোটে সহ তিন জায়গায় সার্জিক্যাল স্ট্রাইক চালান হয়। বায়ুসেনার তরফে জানানো হয়, এতে মাসুদ আজহারের দাদা, ভাই এবং শ্যালক সহ ৩০০-৩৫০ জন জঙ্গির মৃত্যু হয়েছে। বায়ুসেনা প্রধান পরিস্কার জানিয়ে দেন, সব প্রমাণ সরকারের হাতে তুলে দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ বন্দি হয়েও ভারতীয় বায়ুসেনা অভিনন্দন এর সাহস দেখে কেঁপে গেল পাকিস্তান

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই এই মৃতদেহের সংখ্যা ও বায়ুসেনার ঠিক জায়গায় বোমা ফেলা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। সেই সঙ্গে এই অপারেশনের প্রমান দেখাতে বলেছেন। এর আগে মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ তুলে মন্তব্য করেছিলেন, পুলওয়ামায় সন্ত্রাসবাদী হানা সম্পর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সব কিছুই জানতেন। জেনেশুনেও তিনি জওয়ানদের নিরাপত্তার ব্যবস্থা করেন নি। ভারতের প্রথম শ্রেনীর একটি সংবাদমাধ্যমে প্রচারিত মমতার মন্তব্যের এই খবরকেই হাতিয়ার করেছে পাকিস্তানের প্রথম শ্রেনীর সংবাদমাধ্যম “দ্য এক্সপ্রেস ট্রিবিউন”।

আরও পড়ুনঃ পাকিস্তানের হাতে যুদ্ধবন্দি ভারতের যুদ্ধবিমান পাইলট উইং কম্যান্ডার অভিনন্দন

পাকিস্তানের এই পত্রিকায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর এই অভিযোগকেই তুলে ধরা হয়েছে। পুলওয়ামায় জঙ্গিহানার পরেই পাকিস্তানের দিকে আঙুল তুলে কাশ্মীরে ৪৯ জন জওয়ানের মৃত্যুর জন্য দায়ী জইশ ই মুহম্মদ জঙ্গি সংগঠনকে পাকিস্তানের মদত দানের অভিযোগ তোলা হয়। ঠিক তার পরের দিনই মুখ্যমন্ত্রীর তরফে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তোলা হয় যে, নরেন্দ্র মোদী এই হামলার জন্য দায়ী এবং জেনে শুনেও প্রধানমন্ত্রী এই আক্রমণ ঠেকানোর কোনো ব্যবস্থা করেননি।

আরও পড়ুনঃ যা হয়েছে তা ট্রেলার, আসল ফিল্ম এখনও বাকি বললেন নরেন্দ্র মোদী

পুলওয়ামার আক্রমন ঠেকাতে প্রধানমন্ত্রী মোদী কোন ব্যবস্থা নেয়নি কেন, মমতার এই দাবিকে হাতিয়ার করেছে সংবাদমাধ্যমটি। উল্লেখ্য, এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেছিলেন, গোয়েন্দা বিভাগ আগে থেকে সতর্ক করা সত্ত্বেও কিভাবে কোন চেকিং ছাড়াই গাড়িগুলোকে সাধারণ ভাবে ছেড়ে দেওয়া হচ্ছিলো? ভোটে জেতার জন্যই নরেন্দ্র মোদী যুদ্ধ যুদ্ধ খেলা শুরু করেছেন বলে অভিযোগ জানান মমতা, যা ঐ পাকিস্তানি সংবাদমাধ্যমে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুনঃ যুদ্ধের উত্তেজনা ভারত পাক সীমান্তে নামল ট্যাঙ্ক, সমুদ্রে প্রস্তুত যুদ্ধজাহাজ

পুলওয়ামার হামলার বাইরেও আরও কিছু বক্তব্যকে তুলে ধরা হয়েছে “দ্য এক্সপ্রেস ট্রিবিউন” নামের পাক সংবাদমাধ্যমে। উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগেই বিজেপির বিরুদ্ধে পয়সা ঢেলে নেতা কেনার অভিযোগ তোলেন। বোরখা পরিয়ে ছেলেধরা সাজিয়ে বাচ্চা চুরির ঘটনা রটিয়ে দাঙ্গা লাগানোর অভিযোগও তোলেন তিনি। ভারতীয় একটি সংবাদমাধ্যমের রিপোর্টের এই সমস্ত ইস্যুকেই হাতিয়ার করা হয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যমে। বাংলার মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে পাকিস্তানি সংবাদমাধ্যম হাতিয়ার করায় নিন্দায় সরব হয়েছেন ভারতীয়রা।

আরও পড়ুনঃ ভারতের কূটনৈতিক চাপে পাকিস্তান ফেরাচ্ছে পাইলট অভিনন্দনকে

আর এবার বায়ুসেনার সার্জিক্যাল স্ট্রাইক নিয়েও মমতার সন্দেহকে হাতিয়ার করল পাক মিডিয়া। জানান হয়েছে, ‘ভারত সরকারের দাবি কতটা ভুয়ো তা প্রমাণ করে দিল ভারতেরই একটি রাজ্যের মুখ্যমন্ত্রী’। আর এতেই বিশ্ব জুড়ে মুখ পুড়েছে দেশের। পাকিস্তান হাতিয়ার করেছে মমতার এই সন্দেহকেই।

আরও পড়ুনঃ ফের ভারতের আকাশে পাক বিমান, জবাব পেয়ে ঘুরে পালাল
আরও পড়ুনঃ যুদ্ধ লাগলে বাঁচতে সীমান্তে ১৪ হাজার বাঙ্কার নির্মাণ করছে ভারত
আরও পড়ুনঃ পাকিস্তানে ভারতের বিমানহানার সময় জন্ম নবজাতকের নাম মিরাজ

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
যা হয়েছে তা ট্রেলার, আসল ফিল্ম এখনও বাকি বললেন নরেন্দ্র মোদী https://thenewsbangla.com/pm-narendra-modi-says-pilot-project-just-happened-real-one-has-to-be-done/ Thu, 28 Feb 2019 17:48:51 +0000 https://www.thenewsbangla.com/?p=7286 “এখন পর্যন্ত যা হয়েছে তা ছিল পাইলট প্রোজেক্ট, আসল কাজ এখনও বাকি”। এইভাবেই ভারত পাক বর্তমান পরিস্থিতিকে বোঝালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই ভাষণ শোনার পরই প্রশ্ন উঠে গেছে দেশ জুড়ে, মোদী আর কি বড় সিদ্ধান্ত নিতে চলেছেন? তবে বাকিটা আর খোলসা করেননি মোদী।

আরও পড়ুনঃ বন্দি হয়েও ভারতীয় বায়ুসেনা অভিনন্দন এর সাহস দেখে কেঁপে গেল পাকিস্তান

দিল্লিতে সায়েন্টিস্টদের একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “ল্যাবরেটরিতে প্রথমে পাইলট প্রোজেক্ট হয়। তারপর হয় আসল জিনিস”। প্রধানমন্ত্রী বুঝিয়ে দেন, পাকিস্তান নিয়ে এখনও যা যা কিছু হয়েছে তা স্রেফ পাইলট প্রোজেক্ট। আসল জিনিস এখনও বাকি। আর এর পরেই দেশ জুড়ে হইচই পরে যায়, মোদী পাকিস্তান নিয়ে আর কি কি বড় সিদ্ধান্ত নিতে চলেছেন।

আরও পড়ুনঃ ভারতের কূটনৈতিক চাপে পাকিস্তান ফেরাচ্ছে পাইলট অভিনন্দনকে

গত মঙ্গলবার ভোরে, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা পেরিয়েই শুধু নয়, পাকিস্তানের অন্তত ৪০ কিলোমিটার ভেতরে ঢুকে পড়ে ভারতীয় বিমান বাহিনী। ভারতীয় বায়ুসেনার ১২টি মিরাজ ২০০০ বিমান আছড়ে পড়ে পাক অধিকৃত কাশ্মীর ও মূল পাক ভূখণ্ডে ৷ ১০০০ কেজি বোমা ফেলা হয় জঙ্গিঘাঁটি গুলিতে৷ অত্যন্ত সতর্কতার সঙ্গে চলে এই অভিযান। যে কারণে কম উচ্চতায় উড়তে সক্ষম এমন বিমান ব্যবহার করা হয়৷ পাক র‍াডার এড়াতে এমন পদক্ষেপ নেয় ভারতীয় সেনা।

আরও পড়ুনঃ ফের ভারতের আকাশে পাক বিমান, জবাব পেয়ে ঘুরে পালাল

সেনাপতির মতই নেতৃত্ব দেন ‘চৌকিদার’। সারারাত জেগে পাকিস্তানে বিমান হানার নেতৃত্বে ছিলেন স্বয়ং ‘চৌকিদার’ নরেন্দ্র মোদী। ২৯ সেপ্টেম্বর ২০১৬ সালে প্রথম সার্জিক্যাল স্ট্রাইক এর দিনও রাত জেগে জঙ্গি খতমের নেতৃত্বে ছিলেন মোদী। ২৬ শে ফেব্রুয়ারী ২০১৯ এও সেই নরেন্দ্র মোদীই দেন নেতৃত্ব। সার্জিক্যাল স্ট্রাইক ১ এর মত সার্জিক্যাল স্ট্রাইক ২ এর সময়ও প্রধানমন্ত্রী মোদী নয়াদিল্লির সাউথ ব্লকের দফতরে বসে গোটা অপারেশন ‘মনিটর’ করলেন।

আরও পড়ুনঃ যুদ্ধ লাগলে বাঁচতে সীমান্তে ১৪ হাজার বাঙ্কার নির্মাণ করছে ভারত

প্রায় ১০০০ কেজি বোমা ফেলে তারা। ধুলোয় মিশিয়ে দেওয়া হয় বালাকোট, মুজাফরাবাদ ও চকোটিতে জঙ্গিশিবিরগুলি। ২০ মিনিটের মধ্যে অপারেশন শেষ করে ভারতে ফেরে বিমানগুলি। এই হামলায় জইশ-ই-মহম্মদের ঘাঁটি সহ বহু জঙ্গিশিবির গুঁড়িয়ে দিয়েছে বায়ুসেনা। পুরো ব্যাপারটা নিজে সাউথ ব্লকের ওয়ার রুমে বসে ‘মনিটর’ করলেন ‘চৌকিদার’ নরেন্দ্র মোদী।

আরও পড়ুনঃ পাকিস্তানে ভারতের বিমানহানার সময় জন্ম নবজাতকের নাম মিরাজ

প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী পারেননি। কিন্তু পাকিস্তানে ঢুকে জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দেখালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৯৯৯ সালে ভারত যখন পাকিস্তানের সঙ্গে শান্তি স্থাপন করতে উদ্যোগী তখন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী ও ভারতের পিঠে ছুরি মেরেছিল পাকিস্তান। শান্তির মাঝেই দখলে নিয়েছিল কার্গিল। তখনও ভারতীয় বিমান বাহিনী পাকিস্তানে ঢুকে হামলার অনুমতি চেয়েছিল। কিন্তু দেননি প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। ২০১৯ সালে সেই ভুলের পুনরাবৃত্তি করেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আরও পড়ুনঃ পাকিস্তানের হাতে যুদ্ধবন্দি ভারতের যুদ্ধবিমান পাইলট উইং কম্যান্ডার অভিনন্দন

এরপরেই ভারত পাক যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে এখানেই যে কাজ শেষ হয়ে যায়নি তা পরিস্কার বৃহস্পতিবার বুঝিয়ে দিলেন মোদী। তবে এই পরিস্থিতি যদি ‘পাইলট প্রোজেক্ট’ হয়, তাহলে ‘আসল কাজ’ বলতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বোঝাতে চেয়েছেন সেটাই এখন বড় প্রশ্ন। তাহলে কি বৃহস্পতিবার তিন সেনা প্রধানের সঙ্গে বসে আরও বড় কোন সিদ্ধান্ত নিলেন ভারতের প্রধানমন্ত্রী? প্রশ্ন কিন্তু উঠে গেছে।

আরও পড়ুনঃ যুদ্ধের উত্তেজনা ভারত পাক সীমান্তে নামল ট্যাঙ্ক, সমুদ্রে প্রস্তুত যুদ্ধজাহাজ
এই সংক্রান্ত খবরঃ পাকিস্তানের যুদ্ধ বিমান ধ্বংস করে দিল ভারতীয় বিমান বাহিনী

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
দুশ্চিন্তার কারণ নেই মোদীর হাতেই নিরাপদ রয়েছে ভারত https://thenewsbangla.com/narendra-modi-says-india-is-in-safe-hands-after-iaf-strikes-pak-terror-camps/ Tue, 26 Feb 2019 17:52:36 +0000 https://www.thenewsbangla.com/?p=7198 “সৌগন্ধ মুঝে ইস মিট্টি কি, ম্যায় দেশ নহি মিটনে দুঙ্গা, ম্যায় দেশ নহি রুকনে দুঙ্গা, ম্যায় দেশ নহি ঝুকনে দুঙ্গা”। পাকিস্তানে ঢুকে বিমান হামলা চালানোর পরে রাজস্থানের চুরুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, “দুশ্চিন্তার কারণ নেই, ভারত নিরাপদ হাতেই রয়েছে”। মঙ্গলবার ভোরে পাকিস্তানে ঢুকে জৈশ ই মহম্মদের বৃহত্তম জঙ্গি ঘাঁটিটি ভারতীয় বিমানবাহিনীর হামলায় গুঁড়িয়ে দেওয়ার পরে এটাই নরেন্দ্র মোদীর প্রথম বার্তা।

আরও পড়ুনঃ সেনাকে ক্ষমতা দিলে কি হয় দেখল ভারতীয় রাজনীতি, টের পেল পাকিস্তান

মোদী বললেন, “সৌগন্ধ মুঝে ইস মিট্টি কী, ম্যায় দেশ নেহি মিটনে দুঙ্গা। ম্যায় দেশ নেহি টুটনে দুঙ্গা”। মঙ্গলবার অভিযান চলাকালীন নিরন্তর বাহিনীর সঙ্গে যোগাযোগ রাখছিলেন প্রধানমন্ত্রী। তবে তা নিয়ে এ দিন সকালে কোনও সাংবাদিক সম্মেলন তিনি করেননি। রাজস্থানের চুরুতে আয়োজিত এক জনসভায় ভাষণ দিতে প্রথম বার মুখ খুললেন তিনি। জাতীয়তাবাদের কথা টেনে তিনি বললেন,”দেশের মাথা নিচু হতে দেব না”।

আরও পড়ুনঃ পাকিস্তানে ঢুকে দুই সার্জিক্যাল স্ট্রাইকে ফির একবার মোদী সরকার

পাকিস্তান অধিকৃত কাশ্মীরে বা পাকিস্তানে অভিযান চালানোর কথা সরাসরি একবারও কোন জনসভায় উচ্চারণ করেননি মোদী। কিন্তু তিনি ভাষণের শুরুতেই বলেন, “আজ এমন একটা মুহূর্ত যে, আসুন আমরা সবাই ভারতের পরাক্রমী বীরদের প্রণাম জানাই”। প্রধানমন্ত্রীর ওই মন্তব্যেই শুরু হয়ে যায় উল্লাস।

আরও পড়ুনঃ সেনার সঙ্গে রাত জেগে পাকিস্তানে ঢুকে জঙ্গি খতমের নেতৃত্বে চৌকিদার

নরেন্দ্র মোদী মঙ্গলবার বলেছেন, “চুরুর মাটি থেকে দেশবাসীকে আশ্বস্ত করছি, দেশ নিরাপদ হাতেই রয়েছে। এই মাটির দিব্যি, আমি দেশকে ধ্বংস হতে দেব না, আমি দেশকে থামতে দেব না, আমি দেশকে নত হতে দেব না।(সৌগন্ধ মুঝে ইস মিট্টি কি, ম্যায় দেশ নহি মিটনে দুঙ্গা, ম্যায় দেশ নহি রুকনে দুঙ্গা, ম্যায় দেশ নহি ঝুকনে দুঙ্গা)। মোদী বলেন, “ভারতমাতাকে আমার প্রতিশ্রুতি, তোমার মাথা নিচু হতে দেব না”।

আরও পড়ুনঃ বাজপেয়ীর মত ভুল করেননি, পাকিস্তানে ঢুকে জঙ্গি ঘাঁটি ধ্বংস করলেন মোদী

ভাষণের শেষ প্রান্তে বলেন, যে সক্ষমতা ভারত আজ দেখাতে পারছে, তা কার শক্তিতে দেখাতে পারছে? জমায়েতের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দেন মোদী। সব প্রান্ত থেকেই জবাব আসে ‘মোদী, মোদী’। কিন্তু সে জবাব সংশোধন করে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “মোদীর শক্তিতে নয়, আপনাদের একটা ভোটের শক্তিতে এটা সম্ভব হয়েছে। ২০১৪ সালে আপনাদের ভোট একটা মজবুত সরকার বানিয়েছিল কেন্দ্রে। সেই সরকারের দম আজ গোটা বিশ্ব দেখতে পাচ্ছে”।

আরও পড়ুনঃ পাকিস্তানের মাটিতে ঢুকে জঙ্গি মারল ভারতের বিমান

বিজেপির প্রচারগীতিতেও ছাপ পরেছে মোদী ব্র্যান্ডিংয়ের ঝকঝকে সিলমোহর। “ম্যাঁয় দেশ নেহি ঝুঁকনে দুঙ্গা”, লোকসভা ভোটে এটাই নরেন্দ্র মোদী তথা বিজেপির মূল প্রচারগীতি৷ আর এই গান লিখেছেন, সুর দিয়েছেন এবং গেয়েছেন বলিউডের তিন নক্ষত্র, প্রসূন যোশী, আদেশ শ্রীবাস্তব ও সুখবিন্দর সিং৷

আরও পড়ুনঃ ভারতীয় সেনার উপর নজরদারি করতে এসে গুলিতে ধ্বংস পাক গুপ্তচর ড্রোন

গানের কয়েকটি লাইন দেখলেই বোঝা যাবে, কী ভাবে এই সঙ্গীতের মাধ্যমে জাতীয়তাবোধ জাগিয়ে তুলতে চেয়েছেন মোদী৷ বোঝা যাবে, কী ভাবে এই গানের মাধ্যমেও মোদী-উন্মাদনা জাগিয়ে তোলার চেষ্টা হয়েছে৷ এই গানের কিছু লাইন হল, ‘সৌগন্ধ মুঝে ইস মিট্টি কি, ম্যাঁয় দেশ নেহি মিটনে দুঙ্গা, ম্যাঁয় দেশ নেহি ঝুঁকনে দুঙ্গা৷ ম্যাঁয় দেশ নেহি বিকনে দুঙ্গা’। সারজিক্যাল স্ট্রাইকের পর মোদীর মুখে এই গানে ফের উত্তেজিত গোটা ভারত।

আরও পড়ুনঃ ১৯ মিনিটের বিমান হানায় ধ্বংস জইশ ই মহম্মদের জঙ্গি ট্রেনিং ক্যাম্প
আরও পড়ুনঃ পাক সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে মোদীকেই যোগ্য বলছেন দেশের মানুষ

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>