IAF Pilot Abhinandan’s Wife – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Sat, 02 Mar 2019 03:28:13 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg IAF Pilot Abhinandan’s Wife – The News বাংলা https://thenewsbangla.com 32 32 ভারতীয় বায়ুসেনা অভিনন্দনের স্ত্রী সাজিয়ে নোংরা রাজনীতি মোদী বিরোধীদের https://thenewsbangla.com/dirty-politics-woman-in-fake-viral-video-is-not-iaf-pilot-abhinandans-wife/ Sat, 02 Mar 2019 03:23:32 +0000 https://www.thenewsbangla.com/?p=7313 বীর যোদ্ধা অভিনন্দনের স্ত্রী সাজিয়ে নোংরা রাজনীতি কংগ্রেসের। এমনই অভিযোগ বিজেপির। গত দুদিন ধরেই একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, এক মহিলা নিজেকে উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানের স্ত্রী বলে বিজেপিকে দোষারোপ করছে। কংগ্রেসের একটি সংগঠন এর ওয়েব গ্রুপে বা সোশ্যাল মিডিয়া গ্রুপে সেটি আপলোড করা হয়। তারপরেই ফেক ভিডিও শেয়ার করে দেশের সাহসী এক সেনাকে নিয়েও নোংরা রাজনীতির অভিযোগ ওঠে কংগ্রেসের বিরুদ্ধে।

আরও পড়ুনঃ ভারতের ভয়ে কাঁপছে পাকিস্তান, অভিনন্দনকে বিমানে আনার প্রস্তাব নাকচ

ভারতীয় বায়ুসেনা অভিনন্দনের স্ত্রী সাজিয়ে নোংরা রাজনীতি মোদী বিরোধীদের/The News বাংলা
ভারতীয় বায়ুসেনা অভিনন্দনের স্ত্রী সাজিয়ে নোংরা রাজনীতি মোদী বিরোধীদের/The News বাংলা

যুব দেশ নামে কংগ্রেসের একটি সংগঠন উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানের স্ত্রীকে নিয়ে এই নোংরা রাজনীতি শুরু করে বলেই অভিযোগ। ভিডিও তে দেখা যাচ্ছে, একজন মহিলা কংগ্রেস কর্মীকে বায়ুসেনার উইং কম্যান্ডার অভিনন্দনের স্ত্রী সাজিয়ে একটি ভিডিও বানান হয়েছে। এবং তা সোশ্যাল মিডিয়াতে আপলোড করা হয়। বেশ কিছুক্ষণের মধ্যে এই ভিডিও ভাইরাল হয়ে যায়।

আরও পড়ুনঃ পাকিস্তানে ভারতীয় সেনার সাহস ও বীরত্ব দেখিয়ে দেশে ফিরলেন অভিনন্দন

প্রথমেই পরিষ্কার করে জেনে রাখা ভালো যে, এই মহিলাটি ভারতীয় বায়ুসেনার উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানের স্ত্রী নন। তাঁর স্ত্রীও এয়ারফোর্সের অফিসার হিসাবে কর্মরত, তার ছবি নিচেই দেওয়া হল। প্রকৃতপক্ষে এই মহিলাই হলেন অভিনন্দনের আসল স্ত্রী, কিন্তু কংগ্রেস ও সিপিআইএম এর অফিসিয়াল পেজ থেকে অন্য একজন মহিলাকে অভিনন্দনের স্ত্রী সাজিয়ে প্রচার করা হল বলেই মারাত্মক অভিযোগ বিজেপির। তবে দুদলের তরফ থেকেই এই অভিযোগ অস্বীকার করা হয়।

ভারতীয় বায়ুসেনা অভিনন্দনের স্ত্রী সাজিয়ে নোংরা রাজনীতি মোদী বিরোধীদের/The News বাংলা
ভারতীয় বায়ুসেনা অভিনন্দনের স্ত্রী সাজিয়ে নোংরা রাজনীতি মোদী বিরোধীদের/The News বাংলা

আরও পড়ুনঃ বন্দি হয়েও ভারতীয় বায়ুসেনা অভিনন্দন এর সাহস দেখে কেঁপে গেল পাকিস্তান

২৮শে ফেব্রুয়ারিই পর থেকে সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি বেশ ভাইরাল হতে দেখা যায়। এই ভিডিওটিতে একজন মহিলা নিজেকে ভারতীয় বায়ুসেনা অভিনন্দনের স্ত্রী হিসাবে দাবি করে অভিযোগ করেন, ‘দেশ জুড়ে অভিনন্দন বর্তমানকে নিয়ে রাজনীতি করছে বিজেপি’। কংগ্রেস ছাড়াও আরও বেশ কয়েকটি রাজনৈতিক দল তাদের অফিশিয়াল পেজে এই মহিলাটিকে উইং কমান্ডার অভিনন্দনের স্ত্রী বলে দাবি করে ভিডিওটি শেয়ার করে।

আরও পড়ুনঃ পাকিস্তানের হাতে যুদ্ধবন্দি ভারতের যুদ্ধবিমান পাইলট উইং কম্যান্ডার অভিনন্দন

যদিও কয়েক ঘন্টা পরেই এই খবরের সত্যতা উঠে আসে। আসলে কংগ্রেসের আইটি সেল রাজনীতি করার উদ্দেশ্যে ওই মহিলাকে দিয়ে এই কাজটি করান, এমনটাই বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়েছে। যদিও কংগ্রেসের তরফ থেকে সব অভিযোগ অস্বীকার করা হয়। উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানের স্ত্রী তানভি মারওয়া নিজেও একজন ভারতীয় বায়ুসেনার প্রাক্তন পাইলট।

আরও পড়ুনঃ যা হয়েছে তা ট্রেলার, আসল ফিল্ম এখনও বাকি বললেন নরেন্দ্র মোদী

পাকিস্তানে বীরত্ব দেখিয়ে ভারতে ফিরলেন অভিনন্দন/The News বাংলা
পাকিস্তানে বীরত্ব দেখিয়ে ভারতে ফিরলেন অভিনন্দন/The News বাংলা

পশ্চিমবঙ্গে সিপিআইএম এর ফেসবুক পেজেও, এই ভিডিওটি নিয়ে রাজনীতি করা হয় বলেই অভিযোগ করে বিজেপি। এই দুই দলের পেজের তরফ থেকে মহিলাটিকে অভিনন্দন স্ত্রী বলে দাবি করা হয় ও ফেক ভিডিওটি শেয়ার করা হয়। যদিও বিতর্কের মাঝেই দুটি দলের পেজ থেকেই পরে ভিডিওটি ডিলিট করা হয়।

আরও পড়ুনঃ যুদ্ধের উত্তেজনা ভারত পাক সীমান্তে নামল ট্যাঙ্ক, সমুদ্রে প্রস্তুত যুদ্ধজাহাজ

ভিডিওটিতে এই মহিলা নিজেকে উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানের স্ত্রী বলে ঘোষণা করে নরেন্দ্র মোদী সরকারকে তীব্র নিন্দা করছেন এবং কংগ্রেস ও সিপিআইএম এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেয় বলেই অভিযোগ। যদিও একদিন পর ১লা মার্চ সিপিএমের পেজ থেকে এই ভিডিওটি মুছে দেওয়া হয়।

কিন্তু ততক্ষণে কংগ্রেস ও সিপিএমের অনেক সমর্থক ও গ্রুপে এই ফেক ভিডিও শেয়ার হয়ে গেছে যা এখনও ঘুরছে। লক্ষ্য লক্ষ্য মানুষ এই ভিডিও দেখেছেন। উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানের স্ত্রীকে নিয়েও নোংরা রাজনীতি করার লজ্জাজনক কাণ্ড যারা ঘটাল তাদের উপযুক্ত শাস্তির দাবি উঠছে গোটা দেশ জুড়ে। কঠোর শাস্তির দাবি উঠেছে নোংরা রাজনীতিবিদদের বিরুদ্ধে।

আরও পড়ুনঃ বায়ুসেনার সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে মমতার সন্দেহকে হাতিয়ার পাক মিডিয়ার
আরও পড়ুনঃ যুদ্ধ লাগলে বাঁচতে সীমান্তে ১৪ হাজার বাঙ্কার নির্মাণ করছে ভারত
আরও পড়ুনঃ পাকিস্তানে ভারতের বিমানহানার সময় জন্ম নবজাতকের নাম মিরাজ

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>