Human weakness – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Thu, 24 Jan 2019 04:08:59 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Human weakness – The News বাংলা https://thenewsbangla.com 32 32 ঈশ্বর আছেন না সবটাই মানুষের দুর্বলতা, বিশ্ববিখ্যাত বিজ্ঞানীর মত কি https://thenewsbangla.com/god-exists-or-all-human-weakness-what-world-famous-scientist-wrote/ Thu, 24 Jan 2019 04:01:39 +0000 https://www.thenewsbangla.com/?p=5942 আলবার্ট আইনস্টাইন। জার্মানিতে জন্মগ্রহণকারী ও নোবেল বিজয়ী এই পদার্থবিজ্ঞানী আপেক্ষিকতার তত্ত্বের জন্য বিখ্যাত। পদার্থবিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে প্রচুর গবেষণা এবং নতুন উদ্ভাবন ও আবিষ্কারে তাঁর অবদান অনেক। তবে ঈশ্বরে আদৌ বিশ্বাস ছিল কি এই বিজ্ঞানীর? এই নিয়ে কৌতুহল অনেক আগের। উত্তর, না। সম্প্রতি নিলামে বিক্রি হওয়া তার একটি চিঠি জানাল যে, আইনস্টাইন ঈশ্বরে বিশ্বাস করতেন না।

আরও পড়তে পারেনঃ ভারতকে চাপে রাখতে পাকিস্তানকে অত্যাধুনিক যুদ্ধজাহাজ দিচ্ছে চিন

মৃত্যুর বছরখানেক আগে ঈশ্বরকে বুড়ো আঙ্গুল দেখানো আইনস্টাইনের সেই চিঠি প্রত্যাশার প্রায় দ্বিগুণ দর পেয়েছে নিলামে। ‘গড লেটার’ নামে খ্যাত এই চিঠি নিউইয়র্কে বিক্রি হয়েছে ৩০ লাখ ডলারে, যা ভারতীয় মুদ্রায় প্রায় ২১ কোটি টাকা।

ভগবান কি আছেন না সবটাই মানুষের দুর্বলতা, বিশ্ববিখ্যাত বিজ্ঞানীর মত কি/The News বাংলা
ভগবান কি আছেন না সবটাই মানুষের দুর্বলতা, বিশ্ববিখ্যাত বিজ্ঞানীর মত কি/The News বাংলা

১৯৫৪ সালে নোবেল বিজয়ী এই বিজ্ঞানী ৭৪ বছর বয়সে একটি চিঠি লিখেছিলেন জার্মান দার্শনিক এরিক গুটকাইন্ডের কাছে, তাঁর একটি কাজের জবাব হিসেবে। জার্মান ভাষায় লেখা ওই চিঠিতে আইনস্টাইন নিজের হাতেই অস্বীকার করেছিলেন ‘ঈশ্বরের হাত’! লিখেছিলেন, ‘ওইসব হাত-টাত বলে কিছু নেই। সবটাই মানুষের দুর্বলতা।’

আরও পড়তে পারেনঃ চিনের জন্য নিজেদের মাথার চুল কাটছে পাকিস্তানের নারী পুরুষ

দেড় পাতার ওই চিঠিতে আইনস্টাইনের বক্তব্য ছিল, ‘তা সে যে ধর্মই হোক, আদতে তা আমাদের আদিম কুসংস্কারই। আমি মনে করি, ঈশ্বর বা ভগবান শব্দটা মানুষের দুর্বলতার প্রকাশ আর সেই দুর্বলতা থেকেই তার জন্ম। আর কিছুই নয়।’

আরও পড়তে পারেনঃ দাউদ ইব্রাহিমকে হত্যার পরিকল্পনা করায় ডি কোম্পানির হাতে পাকিস্তানে খুন

ঈশ্বরের দিকে ‘কামান দাগা’ সেই চিঠির দরদাম নিয়ে নিলাম সংস্থা ক্রিস্টিজ ভেবেছিল, নিলামে উঠবে বড়জোর ১৫ লাখ ডলার। কিন্তু নিলামের ফলাফল জানাল, ঈশ্বরের পরাজয়ের দাম তার প্রায় দ্বিগুণ! ৬৪ বছর আগে আইনস্টাইনের লেখা ওই চিঠির দাম উঠল ৩০ লাখ ডলার।

ভগবান কি আছেন না সবটাই মানুষের দুর্বলতা, বিশ্ববিখ্যাত বিজ্ঞানীর মত কি/The News বাংলা
ভগবান কি আছেন না সবটাই মানুষের দুর্বলতা, বিশ্ববিখ্যাত বিজ্ঞানীর মত কি/The News বাংলা

ক্রিস্টিজের তরফ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘মৃত্যুর বছরখানেক আগে লেখা আইনস্টাইনের ওই চিঠি সত্যিই অতুলনীয়। ব্যক্তিগত ভঙ্গিতে লেখা। ধর্ম ও দর্শন সম্পর্কে তার ধ্যানধারণার সবচেয়ে পূর্ণাঙ্গ প্রকাশ।’

আরও পড়তে পারেনঃ পৃথিবী জুড়ে কমছে শিশু, চরম সমস্যায় বিশ্ব সমাজ

সেই চিঠিতে বাইবেল-কেও তোপ দেগেছেন আলবার্ট আইনস্টাইন। পরোয়া করেননি নিজের ইহুদি ধর্মকেও। দার্শনিক গুটকাইন্ডকে তিনি লিখেছিলেন, ‘বাইবেলে তো আসলে আদিম কিংবদন্তীদের মহান বানানো হয়েছিল। তাদেরই স্তুতি রয়েছে সেখানে। কোনো ব্যাখ্যা, কোনো কিছুই আমার এই ধারণা বদলাতে পারবে না। একই কথা খাটে ইহুদি ধর্মের ক্ষেত্রেও।’

আরও পড়তে পারেনঃ নতুন বছরের শুরুতেই খারাপ খবর, বড় বড় কোম্পানিতে কর্মী ছাঁটাই

আইনস্টাইনের চিঠির নিলাম অবশ্য এই প্রথম নয়। এর আগে ২০১৭-তে তার একটি চিঠি নিলামে দর পেয়েছিল ৬ হাজার ১০০ ডলার। আর তার চেয়ে আরেকটু বেশি দর পেয়েছিল আইনস্টাইনের ১৯২৮ সালে লেখা একটি চিঠি। দাম উঠেছিল ১ লাখ ৩ হাজার ডলার। আর এবার ‘ঈশ্বর নেই’ জানান চিঠির দর উঠল ৩০ লাখ ডলার।

মোদীর মাস্টারস্ট্রোকে দেশ পেতে পারে প্রথম মহিলা বাঙালি সিবিআই প্রধান

মোদীর বিরুদ্ধে ইন্দিরা তাস খেলতে রাহুলের কংগ্রেসে প্রিয়াঙ্কা

জন্মদিনে নেতাজি সুভাষের মৃত্যুদিন নিয়ে ছেলেখেলা রাহুলের কংগ্রেসের

রাজ্যের হাতে টাকা নেই বাজারে ধার, তারপরেও বিধায়কদের ভাতা বাড়ছে

ব্রিগেড থেকে ফিরেই ভোলবদল, মমতা নয় রাহুলকেই প্রধানমন্ত্রী চাইলেন নেতারা

ভরা ক্লাসে উষ্ণ চুম্বন, ছাত্র ছাত্রীদের কীর্তি দেখে সবাই তাজ্জব

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>