Howrah – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Sat, 11 Jun 2022 12:33:48 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Howrah – The News বাংলা https://thenewsbangla.com 32 32 রাস্তায় গ্রেফতার, সুকান্ত মজুমদারকে হাওড়া যেতে দিল না মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ https://thenewsbangla.com/bjp-state-president-sukanta-majumdar-arrested-from-nabanna-toll-plaza-on-way-to-howrah/ Sat, 11 Jun 2022 12:33:12 +0000 https://www.thenewsbangla.com/?p=15420 মাঝ রাস্তায় গ্রেফতার, সুকান্ত মজুমদারকে হাওড়া যেতে দিল না; মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। সুকান্ত মজুমদারকে হাওড়া যাবার পথে; নবান্নের টোল প্লাজায় আটকে লালবাজারে নিয়ে আসে; কলকাতা পুলিশ। দ্বিতীয় হুগলি সেতু থেকেই গ্রেফতার; বিজেপির রাজ্য সভাপতি। “উ’স্কানি পলিটিক্স, ওদিকে শূন্য পাওয়া একাংশের চক্রান্ত; সবই ব্যর্থ হব”; ট্যুইট তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষের।

পুলিশি বাধা উপেক্ষা করে, রাস্তায় বেরনোর অভিযোগে; গ্রেফতার করা হল বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে। শনিবার অশান্ত হাওড়ার পরিস্থিতি; দেখতে যাচ্ছিলেন তিনি। সেখানে যেতে তাঁকে আগেও বাধা দেওয়া হয়েছিল; কলকাতা পুলিশের তরফে। তাঁকে সকালের দিকে; বাড়িতেই কার্যত গৃহবন্দি করে রাখা হয়েছিল। কিন্তু সমস্ত নিষেধাজ্ঞা উড়িয়ে হাওড়ার পথে যেতে গেলেই; দ্বিতীয় হুগলি সেতুর উপর টোল প্লাজার কাছে তাঁকে পুলিশ গ্রেফতার করে।

আরও পড়ুনঃ ‘অশান্তি আটকাতে সম্পূর্ণ ব্যর্থ’, হাওড়ার পুলিশে বদল করে স্বীকার করে নিল নবান্ন

নবীকে নিয়ে বিজেপি নেত্রীর, বিতর্কিত মন্তব্যের জেরে; শনিবারও উত্তপ্ত হয়ে ওঠে হাওড়া। উলুবেড়িয়ার মনসাতলায় অগ্নিদগ্ধ বিজেপি কার্যালয় পরিদর্শনে যান; বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। তবে পথেই আটকানো হয় আরেক বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে; তবে সেসব বাধা পেরিয়ে পাঁচলায় পৌঁছে যান প্রিয়াঙ্কা। পুলিশি নিরাপত্তার জেরে নিউটাউনের বাড়ি থেকে; প্রথমে বেরতেই পারেননি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তবে পরে তিনি জোর করেই; বেরিয়ে বিদ্যাসাগর সেতু পর্যন্ত পৌঁছন। আর সেখানেই তাঁকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুনঃ সংখ্যা’লঘু তা’ণ্ডবে জ্বলছে পাঁচলা, বেছে বেছে বাড়িতে আগুন-ভা’ঙচুর-বো’মাবাজি

পুলিশ প্রিজন ভ্যানে তুলে বিজেপি রাজ্য সভাপতিকে; নিয়ে আসা হল লালবাজারে। এদিকে, হাওড়ার পরিস্থিতি আরও উত্তপ্ত হতে থাকায়; জরুরি বৈঠকে বসেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব। সূত্রের খবর, নবান্নে এই বৈঠকে ছিলেন; মুখ্যসচিব, এডিজি আইনশৃঙ্খলা। এরপরেই হাওড়ায় পরপর তিনদিন অশান্তির জেরে; সরিয়ে দেওয়া হল হাওড়া সিটি পুলিশের কমিশনার সি সুধাকরকে। তাঁকে কলকাতা পুলিশের জয়েন্ট সিপি পদে আনা হল। হাওড়া সিটি পুলিশের নতুন পুলিশ কমিশনার হলেন; প্রবীণ কুমার ত্রিপাঠী।

এমনকি সরিয়ে দেওয়া হল; হাওড়া গ্রামীণের পুলিশ সুপার সৌম্য রায়কেও। কলকাতা পুলিশের সাউথ ওয়েস্টের; ডেপুটি কমিশনার হচ্ছেন সৌম্য রায়। হাওড়া গ্রামীণের নতুন পুলিশ সুপার হচ্ছেন; স্বাতী ভাঙ্গারিয়া।

]]>
“এটা কি তোর বাপের স্টেশন” বলার দিন শেষ, টাকা ফেললেই রেলস্টেশন আপনার নামে https://thenewsbangla.com/eastern-rail-co-branding-rail-stations-private-company-can-sponsor-a-railway-station-for-their-name/ Mon, 23 May 2022 07:06:16 +0000 https://www.thenewsbangla.com/?p=15157 “এটা কি তোর বাপের স্টেশন” বলার দিন শেষ; এবার টাকা ফেললেই আস্ত একটা রেলস্টেশন আপনার নামে হতে চলেছেন। বিশ্বাস করছেন না তো? কিন্তু এটা গল্প হলেও সত্যি! যাত্রিভাড়া বৃদ্ধি না করে আয় বাড়ানোর জন্য; এবার ‘অন্য পথ’ বেছে নিল ইণ্ডিয়ান রেল। পূর্ব রেলের হাওড়া শাখার বিভিন্ন স্টেশনের নামের সঙ্গে; এবার জুড়তে পারে বেসরকারি সংস্থার নাম। ইতিমধ্যেই এই নিয়ে দরপত্র বা টেন্ডার ডাকা হয়েছে বলেও রেল সূত্রে খবর। যদিও পুরনো নামে বদল ঘটলে, স্টেশনগুলির আগের ঐতিহ্য বহাল থাকবে কি না; তা নিয়ে প্রশ্ন উঠছে।

যাত্রীদের উপর চাপ না দিয়েই; আয় বাড়ানোর পথে হাঁটতে চাইছে রেল। আর এর জন্য হাওড়া শাখার বিভিন্ন স্টেশনে; এবার বড় পরিবর্তন আনতে চলেছে রেল কর্তৃপক্ষ। জানা গিয়েছে, কতকটা স্টেডিয়ামে স্পনসরের মতোই; স্টেশনের জন্যও ‘স্পনসরশিপ’ খোঁজার কাজ চলছে। এর জন্য, ইতিমধ্যেই দরপত্র ডাকা হয়েছে।

মেট্রোর বেশ কয়েকটি স্টেশনের সঙ্গে; ইতিমধ্যেই বেসরকারি সংস্থার নাম জুড়ে দেওয়া হয়েছে। এবার একই পথে চলবে রেলও। এরপর থেকে হাওড়া শাখার বিভিন্ন স্টেশনের নামের সঙ্গে; জুড়ে যাবে বেসরকারি কোনও সংস্থার নাম। ইউরোপে ফুটবল ক্লাবগুলির স্টেডিয়ামের ক্ষেত্রে; এমনটা দেখা যায় প্রায়শই।

আরও পড়ুনঃ সিবিআই তদন্তে জর্জরিত তৃণমূল নেতা-মন্ত্রীরা, শুভেন্দুকে নবান্নে ডাকল রাজ্য সরকার

পূর্ব রেল সূত্রে দাবি, রেলযাত্রীদের পকেটে যাতে টান না পড়ে; সেই দিকে খেয়াল রাখতেই এই বিকল্প পথ বেছে নেওয়া হয়েছে। ফলে সরাসরি টিকিটের দাম না বাড়িয়েও; আয় বাড়াতে পারবে রেল। একে বিকল্প পদ্ধতিতে, রাজস্ব আদায়ের উদাহরণ হিসাবেই; দেখছেন রেল কর্তৃপক্ষ। যাতে স্টেশনগুলির ‘কো-ব্র্যান্ডিং’ করা হবে; বলে জানানো হয়েছে। এর জেরে স্টেশনের নামের আগে বা পরে থাকবে, দরপত্রে বাছাই করা; বেসরকারি বা বিজ্ঞাপনী সংস্থা অথবা কোনও পণ্যের নাম।

এদিকে রেল স্টেশনগুলির ঐতিহ্য বহাল থাকা নিয়ে প্রশ্নে, রেল কর্তৃপক্ষ জানিয়েছে; ‘কো–ব্র্যান্ডিং’-এর জেরে কোনও স্টেশনের নামই; সরকারি-ভাবে পরিবর্তিত হবে না। ট্রেনের টিকিট, রিজার্ভেশন ব্যবস্থা, ওয়েবসাইট বা রুট ম্যাপে; স্টেশনের পুরোনো সরকারি নামই উল্লেখ করা থাকবে। যাত্রীদের জন্য ঘোষণার সময় ‘কো–ব্র্যান্ডিং’ করা; স্টেশনের নাম বলা হবে না। এই ‘কো-ব্র্যান্ডিং’ বিষয়টি; মোটের উপর বিজ্ঞাপনের মত হবে শুধুমাত্র।

]]>
কালবৈশাখীর দাপটে হাওড়া ও শিয়ালদা সেকশনে বিপর্যস্ত ট্রেন চলাচল https://thenewsbangla.com/train-services-disrupted-in-howrah-and-sealda-section-for-strom-kalboishakhi/ Fri, 22 Mar 2019 13:33:07 +0000 https://www.thenewsbangla.com/?p=9049 কালবৈশাখীর দাপটে হাওড়া ও শিয়ালদা সেকশনে বিপর্যস্ত ট্রেন চলাচল। শিয়ালদা মেন ও দক্ষিণ শাখায় পুরোপুরি বন্ধ ট্রেন চলাচল। ঝড়ের তাণ্ডবে ওভারহেড তার ছিঁড়ে যাওয়াতেই এই বিপত্তি বলে জানা গেছে। হাওড়াতেও ট্রেন চলাচল বিপর্যস্ত।

কলকাতা সহ রাজ্যে আছড়ে পড়ল কালবৈশাখী। বিভিন্ন জেলায় শুরু হয়ে গেছে কালবৈশাখী ঝড়। শুরু হয়েছে শিলা বৃষ্টি। ইতিমধ্যেই বাজ পড়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে দুর্গাপুরে। বর্ধমান ও হুগলীতেই ঝড় ও শিলাবৃষ্টি শুরু হয়েছে।

বাংলায় আছড়ে পড়তে চলেছে কালবৈশাখী। সন্ধ্যায় ধেয়ে আসছে কালবৈশাখী, এমনটাই খবর ছিল আলিপুর আবহাওয়া দফতর সূত্রে। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলায় আছড়ে পড়েছে কালবৈশাখী। কলকাতায় ঝড় শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই।

আলিপুর আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছিল, সন্ধ্যায় দক্ষিনবঙ্গের ৭ জেলার ওপর কালবৈশাখী ঝড় আছড়ে পড়বে। সাথে চলবে শিলাবৃষ্টিও। বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ২৪ পরগনা, দক্ষিন ২৪ পরগনা, নদীয়া, হাওড়া ও হুগলিতে আঘাত হানবে কালবৈশাখী।

ইতিমধ্যেই বিভিন্ন জেলা থেকে ঝড় ও শিলাবৃষ্টি শুরু হবার খবর আসছে। বিহার থেকে বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ এই ঝড় বৃষ্টির কারণ বলে জানা গেছে। ইতিমধ্যেই কলকাতায় তুমুল ঝড় বৃষ্টি শুরু হয়েছে। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা থেকেই শিলাবৃষ্টি সহ ঝড় বৃষ্টির খবর আসছে।

এদিকে ফের ফসলের ক্ষতির আশঙ্কায় চাষিরা। শিয়ালদা মেন ও দক্ষিণ শাখায় রেল চলাচল বিপর্যস্ত হয়ে পড়েছে। ঝড়ের সময় গঙ্গায় ফেরি চলাচল কিছুক্ষণের জন্য বন্ধ রাখা হয়। কলকাতায় ঘণ্টায় ৬৮ কিমি বেগে ঝড় বয়ে যায়, সঙ্গে মুষলধারে বৃষ্টি। বেশ কিছু এলাকায় গাছ ভেঙে যান চলাচল বিপর্যস্ত হয়ে পরেছে।

দক্ষিনবঙ্গে বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ২৪ পরগনা, দক্ষিন ২৪ পরগনা, নদীয়া, হাওড়া ও হুগলিতে ব্যপক ঝড় বৃষ্টি শুরু হয়েছে। অনেক জায়গাতেই শিলা বৃষ্টি হয়েছে। গাছ উপরে পরার ঘটনাও হয়েছে অনেক জায়গায়। ফলে বিদ্যুৎ সরবরাহ বিঘ্ন হয়েছে। বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গেই।

ট্রেন চলাচল বন্ধ থাকায় বিপদে পরেছেন নিত্যযাত্রীরা। শিয়ালদা স্টেশনে এই মুহূর্তে অসংখ্য মানুষের ভিড়। বিভিন্ন ষ্টেশনে আটকে পরেছেন অসংখ্য মানুষ। ব্যান্ডেল কাটোয়া সেকশনে বন্ধ ট্রেন চলাচল। বিভিন্ন এলাকায় ঝড়ের তাণ্ডবে ওভারহেড তার ছিঁড়ে যাওয়ায় এই বিপত্তি। ফলে বিভিন্ন স্টেশনে আটকে পরেছেন ট্রেন যাত্রীরা। যুদ্ধকালিন তৎপরতায় ওভারহেড তার মেরামতির চেষ্টা চলছে বলে জানা গেছে।

]]>