Home Minister – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Sat, 22 Jun 2019 08:01:36 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Home Minister – The News বাংলা https://thenewsbangla.com 32 32 ভাটপাড়া পরিস্থিতি খতিয়ে দেখতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রতিনিধি দল https://thenewsbangla.com/bhatpara-situation-to-investigate-home-minister-amit-shah-and-his-agents/ Sat, 22 Jun 2019 07:34:24 +0000 https://www.thenewsbangla.com/?p=14278 বেশ কয়েকদিন ধরেই অশান্ত ভাটপাড়া; এলাকা এখনও থমথমে। পরিস্থিতি খতিয়ে দেখতে ভাটপাড়ায়; স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রতিনিধি দল। দলীয় কর্মীর মৃত্যুকে কেন্দ্র করে; শুক্রবারই বিজেপি প্রতিবাদ জানায়। ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং; এই প্রতিবাদে নেতৃত্ব দেন। যদিও ভাটপাড়া অশান্তির জন্য; এই অর্জুন সিংকেই দায়ি করেছে তৃণমূল কংগ্রেস।

বৃহস্পতিবার থেকে; ভাটপাড়ায় দুষ্কৃতী তাণ্ডব শুরু হয়। বিজেপির দাবী; ভাটপাড়ায় দুষ্কৃতীর অপশাসন তারা রুখবেই। শনিবারই ভাটপাড়ায় যায়; বিজেপির ৩ সদস্যের সংসদীয় দল। প্রতিনিধি দলে আছেন সাংসদ এসএস আলুওয়ালিয়া; সত্যপাল সিং ও বিডি রাম। ফিরে গিয়ে অমিত শাহকে রিপোর্ট দেবেন তাঁরা।

আরও পড়ুন উষসী সেনগুপ্ত হেনস্থা মামলায় জামিনে মুক্ত রাতের দুষ্কৃতীরা

বিজেপির তরফে জানানো হয়েছে; এই দুষ্কৃতী দল তৃণমূল কংগ্রেসের। বাইরে থেকে আনা হয়েছে; এই দুষ্কৃতীদের। ভাটপাড়া বিধানসভা এবং ব্যারাকপুর লোকসভা; দুই-ই বিজেপির হাতে চলে গেছে বলে; তৃণমূল কংগ্রেস এই পরিস্থিতি সৃষ্টি করেছে; এমন অভিযোগ বিজেপির।

অন্যদিকে, তৃণমূল কংগ্রেস নেতা মদন মিত্র অভিযোগ করেছেন, “এই দুষ্কৃতী দল বিজেপির নিয়ে আসা”। মদন মিত্রের অভিযোগ, বিজেপি প্রতিনিধি দল এসে পরিস্থিতি খতিয়ে দেখলে; তারা বিরোধী দল হিসেবে তৃণমূলকেই দায়ী করবে; এটা জানা কথা। সুতরাং, গোটা বিষয়কেই সাজানো বলে মনে করছে তৃণমূল কংগ্রেস।

আরও পড়ুন ৯ বছর বিনা কারণে জেল খেটে, মৃত্যুর ৫ বছর পর বেকসুর খালাস

এদিকে শনিবারও ভাটপাড়ায়; বিজেপির তরফ থেকে দফায় দফায় ঘেরাও করা হয় ডিসি অজয় ঠাকুরকে। এদিকে ভাটপাড়া ঢুকতে বাধা দেওয়া হয় বাম প্রতিনিধি দলকে। ইতিমধ্যেই সুজন চক্রবর্তী সহ বাম প্রতিনিধি দল পৌঁছে গেছেন ভাটপাড়ায়। তবে বিজেপি কর্মী সমর্থকরাই; এলাকায় তাদেরকে ঢুকতে দিতে চাইছে না বলেই অভিযোগ। শুরু হয়েছে তাঁদের ঘিরে বিক্ষোভ।

এদিকে এলাকায় এখনও শান্তি ফিরে আসেনি। দোকানপাট সবই বন্ধ; প্রাণরক্ষার ভয়েই দোকান খোলা হয়নি; জানিয়েছেন স্থানিয় মানুষরা। যেকোন সময়ে পরিস্থিতি আবার অশান্ত হয়ে উঠতে পারে; বলেই এলাকাবাসীর আশঙ্কা। পরিস্থিতি স্বাভাবিক করতে শুরু হয়েছে; ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের পাশাপাশি পুলিশের উচ্চ বিভাগীয় তদন্ত। ভাটপাড়া-কাঁকিনাড়া এলাকায় মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ। কবে এইসব এলাকায় শান্তি ফেরে; সেটাই এখন দেখার।

]]>
নরেন্দ্র মোদী ক্ষমতায় ফিরলে স্বরাষ্ট্রমন্ত্রী হবেন অমিত শাহ, দাবি কেজরিওয়ালের https://thenewsbangla.com/amit-shah-will-be-home-minister-if-narendra-modi-returns-to-power-says-kejriwal/ Fri, 10 May 2019 15:57:47 +0000 https://www.thenewsbangla.com/?p=12689 মোদী ক্ষমতায় ফিরলে স্বরাষ্ট্রমন্ত্রী হবেন অমিত শাহ; দাবি কেজরিওয়ালের। আর এই বক্তব্যের পরেই শুরু হয়েছে; দিল্লি জুড়ে হইচই। ভোট শেষের আগেই; কি করে নরেন্দ্র মোদীর ফের ক্ষমতায় আসার কথা বললেন কেজরিওয়াল? মহাজোটে উঠে গেছে প্রশ্ন।

দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল; শুক্রবার ভোটারদের দুইবার ভেবেচিন্তে ভোট দেওয়ার অনুরোধ করলেন। তার মতে; নরেন্দ্র মোদী পুনরার সরকার গড়লে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হবেন অমিত শাহ। তাই সাবধানে ভোট দিতে অনুরোধ করেন দিল্লির মুখ্যমন্ত্রী।

আরও পড়ুনঃ কেজরিওয়াল ও অতিশীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের গৌতমের

এদিন ট্যুইটারে হিন্দিতে তিনি লিখেছেন; নরেন্দ্র মোদী যদি ক্ষমতায় ফিরে আসেন; তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী হবেন অমিত শাহ। সেক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হলে দেশের কি হাল হবে; তা দুইবার ভাবনা চিন্তা করে ভোট দেওয়ার আবেদন করেন দিল্লিবাসীকে।

উল্লেখযোগ্য ভাবে লক্ষ্যনীয়; এবারই প্রথম অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রী হবার কথা উস্কে দিয়েছেন কেজরিওয়াল; এমনটা নয়। এর আগেও বেশ কয়েকবার সেই সম্ভাবনার কথা বলেছেন তিনি। গত এপ্রিল মাসে গোয়ায় দলীয় সমর্থকদের একটি সম্মেলনে অংশ নিতে গিয়ে তিনি বলেছিলেন; দেশে এক ভয়ঙ্কর খেলা চলছে; সবাইকে ভোট দেওয়ার আগে ভেবে দেখা উচিৎ।

কেজরিওয়াল বলেন; সবাই বলছে, নরেন্দ্র মোদী পুনরায় প্রধানমন্ত্রী হলে স্বরাষ্ট্রমন্ত্রী হবেন অমিত শাহ; এভাবেই সেবারেও সম্ভাবনাকে উস্কে দিয়েছিলেন কেজরিওয়াল। তাই এবার জনগণকে সাবধান থাকতে পরামর্শ দেন তিনি।

আরও পড়ুনঃ পাকিস্তান থেকে বিমান হঠাৎ ভারতের আকাশে, নামাল ভারতীয় যুদ্ধ বিমান

সম্প্রতি কেজরিওয়াল নরেন্দ্র মোদীকে আক্রমণ করে; ভন্ড জাতীয়তাবাদী বলেছিলেন। উল্লেখ্য, কিছুদিন আগেই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছিলেন; তিনি নরেন্দ্র মোদীকেই পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। সেই বক্তব্যকে হাতিয়ার করে কেজরিওয়াল বলেছিলেন; পাকিস্তানের প্রধানমন্ত্রীও নরেন্দ্র মোদীকে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান; যা ইতিহাসে বিরল ঘটনা।

আসন্ন ১২ই মে ৭ লোকসভা আসন বিশিষ্ট দিল্লির লোকসভা নির্বাচন। দিল্লির ৭ লোকসভা আসনে ত্রিমুখী লড়াই হচ্ছে আপ, কংগ্রেস ও বিজেপির মধ্যে। বিগত ২০১৪ লোকসভা নির্বাচনে দিল্লি লোকসভার ৭টি কেন্দ্রেই জয়লাভ করেছিল বিজেপি। এবারও কেজরিওয়ালের রাজত্বে বিজেপি তাদের ৭ টি আসন ধরে রাখতে পারে কিনা সেটাই দেখার।

]]>
কংগ্রেস স্বরাষ্ট্রমন্ত্রী বদল করত আমরা ঘরে ঢুকে মেরেছি, বললেন মোদী https://thenewsbangla.com/modi-says-congress-changed-home-minister-we-change-terrorism-policy/ Sat, 09 Mar 2019 16:46:37 +0000 https://www.thenewsbangla.com/?p=7941 কংগ্রেস স্বরাষ্ট্রমন্ত্রী বদল করত, আমরা ঘরে ঢুকে মেরেছি, শনিবার দিল্লি মেট্রোর ব্লু লাইনের সম্প্রসারিত অংশের উদ্বোধন অনুষ্ঠানে বিরোধীদের এভাবেই ঠুকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাকিস্তানে বিমান হানার প্রমাণ চাওয়ায় মোদী শনিবার কংগ্রেসের তীব্র সমালোচনা করেন।

শনিবার দিল্লি মেট্রোর ব্লু লাইনের সম্প্রসারিত অংশের উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের বক্তব্যে তিনি কংগ্রেস সহ বিরোধীদের তুলধোনা করেন। পাকিস্তানে ঢুকে বিমান হানার বারবার প্রমাণ চাওয়ায় বিরোধীদের একচোট নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আরও পড়ুনঃ এয়ার স্ট্রাইকের প্রমান চাইছেন নেতারা, লজ্জায় দল ছাড়লেন কংগ্রেসের সাধারণ সম্পাদক

শনিবার তিনি বলেন, “পুলওয়ামার আগেও দেশে অনেক জঙ্গি হানা হয়েছে। তখন সরকার শুধু স্বরাষ্ট্রমন্ত্রী বদল করেছে। জঙ্গিদের পাল্টা দেবার রাস্তায় হাঁটেনি, ভাবেওনি। এবার সেই চেনা রাস্তায় হাঁটেনি নয়া সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী বদলের পরিবর্তে পাকিস্তানের ঘরে ঢুকে মেরেছে আমাদের সেনা”। শনিবার দিল্লিতে বিরোধীদের এভাবেই বিঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আরও পড়ুনঃ শহর কলকাতায় ১০০০ কেজি বিস্ফোরক উদ্ধার

বালাকোটে ভারতীয় বিমান বাহিনীর বিমানহানার পর সেখানে কত জঙ্গির মৃত্যু হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠছে বিরোধী শিবির থেকে। বারবার একই প্রশ্নে বিব্রত মোদী সরকার। তবে তাকে পাত্তা না দিয়ে এবার পাল্টা আক্রমণের পথে হাঁটলেন প্রধানমন্ত্রী। শনিবার তিনি বলেন, “সাতসকালে পাকিস্তানের কান্না শুনে সবাই জানল, পাকিস্তানে ভারত বিমান হানা চালিয়েছে। আর আমার দেশের বিরোধী নেতারা প্রমান চাইতে শুরু করে দিলেন”।

আরও পড়ুনঃ গুজরাতে বেহাল দশা কংগ্রেসের, বিজেপিতে দুই বিধায়ক

এদিন প্রধানমন্ত্রী বলেন, “এই টুকরে টুকরে গ্যাং-কে চিনে রাখুন। সাতসকালে প্রথম পাকিস্তানই জানিয়েছিল ভারতীয় সেনা আমাদের ঘরে ঢুকে মেরেছে। কিন্তু আমাদের দেশের এমন কিছু লোক রয়েছে যারা সকাল ৯টা বাজতেই বলা শুরু করে দিলেন জানিনা বালাকোট আসলে কোথায়, ওখানে আসলে হয়েছেটা কী”।

আরও পড়ুনঃ মোদীর উদ্বোধন করা সার্কিট বেঞ্চের ফের উদ্বোধন মমতার

এদিন নরেন্দ্র মোদী আরও বলেন, “দেশের সেনা তার কাজ করেছে। এই সময়ে দেশের নাগরিকদেরও একটা কর্তব্য রয়েছে। তাঁদেরও দেশ ও সেনার পাশে থাকতে হবে”। বিরোধীরা তাঁর সরকারের বিরুদ্ধে বলতে গিয়ে দেশের বিরুদ্ধে বলছেন বলেই দাবি করেন মোদী।

আরও পড়ুনঃ টিভি চ্যানেল দেখা নিয়ে ভুল বোঝাচ্ছে কেবল অপারেটররা

এরপরেই তিনি স্বরাষ্ট্রমন্ত্রী বদলের প্রসঙ্গে চলে যান। তিনি বলেন, “২০১০ সালে পুনের একটি বেকারিতে বোমা বিস্ফোরণ হয়েছিল। ওই বছরই বারাণসীতে বোমা ফেটেছিল। ২০১১ সালে মুম্বইয়ে বিস্ফোরণ হয়। দাদরে বোমা ফাটে, দিল্লি হাইকোর্টের সামনে বোমা বিস্ফোরণ হয়। ওইসব ঘটনার পর তখন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বদল হত। আমরা ঘরে ঢুকে মেরে এসেছি। আপনারাই বলুন এইরকম পরিস্থিতিতে মন্ত্রী বদল প্রয়োজন নাকি নীতি বদলের প্রয়োজন”।

আরও পড়ুনঃ ভারতীয় ক্রিকেটারদের মাথায় ভারতীয় সেনার টুপি

মুম্বই হামলার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, “২০০৮ সালে মুম্বইয়ে জঙ্গি হামলা হয়। গোটা বিশ্ব দেখেছিল। কিন্তু পাকিস্তানকে কী জবাব দিয়েছিল ভারত? আমাদের বায়ুসেনা বলেছিল আমাদের অনুমতি দিন। কিন্তু তাদের হাত-পা বেঁধে বলা হয়েছিল পরিস্থিতি মোকাবিলা করতে”। এরপরই মোদী বলেন, “আমরা সেনাকে আটকে রাখিনি। তাদের নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দিয়েছি”।

আরও পড়ুনঃ নরেন্দ্র মোদীকে ‘দেশ ও দলের পিতা’ বলল দক্ষিনের জোটসঙ্গী এআইএডিএমকে

বলা যায়, শনিবার দিল্লি থেকেই আগামী লোকসভা ভোটের প্রচারের মূল বিষয় জানিয়ে দিলেন নরেন্দ্র মোদী। ভারত-পাক সম্পর্ক, পুলওয়ামা জঙ্গি হামলা আর তার জবাবে ভারতের বিমান হানা, বিরোধীদের প্রমান চাওয়া এইসব কিছুই যে আগামী দিনে মোদীর প্রচারে উঠে আসবে সেটা শনিবার পরিস্কার হয়েই গেল।

পড়ুন প্রথম পর্বঃ শত্রুকে নিমেষে নিকেশ করে ভারতের সেরা ৯ কম্যান্ডো বাহিনী
পড়ুন দ্বিতীয় পর্বঃ শত্রুকে নিমেষে নিকেশ করে ভারতের সেরা ৯ কম্যান্ডো বাহিনী
পড়ুন তৃতীয় পর্বঃ শত্রুকে নিমেষে নিকেশ করে ভারতের সেরা ৯ কম্যান্ডো বাহিনী

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>