Home Minister Amit Shah – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Wed, 26 Jun 2019 08:23:46 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Home Minister Amit Shah – The News বাংলা https://thenewsbangla.com 32 32 স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাশ্মীর সফর, সেনা জঙ্গির গুলির লড়াইয়ে নিকেশ দুই জঙ্গি https://thenewsbangla.com/pulwama-terrorist-encounter-home-minister-amit-shah-jk-visit-today/ Wed, 26 Jun 2019 07:45:23 +0000 https://www.thenewsbangla.com/?p=14445 ফের উত্তপ্ত কাশ্মির। জম্মু ও কাশ্মিরের পুলওয়ামা জেলার ট্রাল এলাকায়; নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসবাদীদের মধ্যে গুলির লড়াই শুরু হয়। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের শ্রীনগর সফরের ঠিক কয়েক ঘণ্টা আগেই ঘটে এই ঘটনা।

বুধবার সকাল থেকেই শুরু হয় গুলির লড়াই। নিরাপত্তা বাহিনীর একটি যৌথ দল; ট্রালের নাগবাল অঞ্চলে; দুই থেকে তিন সন্ত্রাসবাদীকে জখম করেছে। সেনা বাহিনীরা ইতিমধ্যেই জঙ্গল ঘিরে ফেলেছে। লুকিয়ে থাকা জঙ্গিদের খুঁজতে ড্রোন ব্যবহার করা হচ্ছে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুনঃ ফের আটকাল ভারতীর গাড়ি, মহিলা পুলিশের শ্লীলতাহানি বিজেপি কর্মীদের

এরমধ্যেই দুজন সন্ত্রাসবাদী; সেনাবাহিনীর গুলিতে নিহত হয়েছে। সুত্রের খবর; দুই জঙ্গিই আনসার গাজওয়াত-উল-হিন্দের সাথে যুক্ত। আনসার গাজওয়াত-উল-হিন্দ কাশ্মীরের আল-কায়দার একটি জঙ্গি সংগঠন।

আরও পড়ুনঃ কাটমানি ফেরত দিয়ে, দুর্নীতি স্বীকার তৃণমূল নেতার

জম্মু ও কাশ্মিরের পুলিশের জানান; “বিশ্বাসযোগ্য তথ্যের উপর নির্ভর করেই পুলওয়ামা জেলার ট্রাল এলাকায়; পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে অনুসন্ধান চালায়। অনুসন্ধানের সময়; লুকিয়ে থাকা সন্ত্রাসীদের একাংশ; অনুসন্ধানকারী দলের উপর গুলি চালায়। এরপরই মুখোমুখি গুলির সংঘর্ষ শুরু হয়”।

আরও পড়ুনঃ জাতীয় গোঁফের দাবী উঠল সংসদে, অভিনন্দনকে নতুন স্বীকৃতি বিরোধীদের

জম্মু ও কাশ্মিরে নিরাপত্তা পরিস্থিতির মূল্যায়ন করার জন্য বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে অমিত শাহের প্রথম কাশ্মির সফর। তার আগেই এই জঙ্গি হামলা। শাহ এবং বিজেপি সরকার বারবার সন্ত্রাসবাদের প্রতি তাদের শূন্য-সহনশীলতা নীতি তুলে ধরেছেন। এই সফরের সাথে হামলার কোন যোগসূত্র আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুনঃ কাটমানি কেলেঙ্কারি, মমতাও সৎ নন ইঙ্গিত কাটমানি নিয়ে ফ্যাসাদে তৃণমূল নেত্রীর

বুধবার বিকেলে শাহ ও স্বরাষ্ট্র সচিব রাজিব গৌব শ্রীনগরের দিকে যাওয়ার কথা ছিল। একদিন পরে দিল্লি ফেরার কথাছিল। তবে এই হামলার পর অনিশ্চিত এই সফর। সেনা সূত্রে খবর; গত পাঁচ ছয় দিন ধরেই দফায় দফায় অভিযান চালাচ্ছে ভারতীয় সেনা।

]]>
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশে অশান্ত ভাটপাড়ায় বিজেপির কেন্দ্রীয় দল https://thenewsbangla.com/home-minister-amit-shah-instruction-bjp-central-team-bengal-bhatpara/ Thu, 20 Jun 2019 10:33:28 +0000 https://www.thenewsbangla.com/?p=14171 অমিত শাহের নির্দেশে শুক্রবার ভাটপাড়ায় আসছে; বিজেপির কেন্দ্রীয় দল। বিজেপি সাংসদ অর্জুন সিংহ জানিয়েছেন; শুক্রবার থেকে ভাটপাড়ায় আন্দোলন হবে নন্দীগ্রামের ধাঁচে। বৃহস্পতিবার ভাটপাড়ার সংঘর্ষে বিজেপির তীর মদন মিত্রের দিকে। অর্জুনের দাবি, কামালগাছি থেকে এসে তৃণমূলের দুষ্কৃতীরা অশান্তি সৃষ্টি করছে।

শুক্রবার বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল আসছে ভাটপাড়ায়। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পুরো ঘটনার সম্পূর্ণ বিবরণ দেবে; কেন্দ্রীয় প্রতিনিধি দল। এই মুহূর্তে ভাটপাড়া ও পার্শ্ববর্তী এলাকা জুড়ে চলছে ১৪৪ ধারা। আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। তৃণমূল নেতা মদন মিত্র এই ঘটনার পিছনে বিজেপি নেতা অর্জুন সিংকে দায়ি করেছেন।

সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় বিনা হেলমেটের বাইক ধরার অভিযান পুলিশের

বৃহস্পতিবার ফের রণক্ষেত্রের রুপ নেয় ভাটপাড়া; গুলির লড়াইয়ে মৃত দুই; শুন্যে পুলিশের ১০ রাউণ্ড গুলি। নতুন থানা উদ্বোধনের আগেই; রণক্ষেত্র ভাটপাড়া। ভাটপাড়া ফাঁড়ির ২০০ গজের মধ্যেই; চলছে বোমাবাজি। চলছে গুলির লড়াই। ইতিমধ্যেই গুলিবিদ্ধ হয়ে; দুজনের মৃত্যুৃ হয়েছে।

বৃহস্পতিবার ভাটপাড়ায় নতুন থানা; উদ্বোধন হওয়ার কথা। থানা উদ্বোধন করার কথা রাজ্যের ডিজি বীরেন্দ্রর। ভাটপাড়ায় এতদিন পুলিশ ফাঁড়ি ছিল। জগদ্দল থানার অন্তর্গত ছিল সেই ফাঁড়ি। কিন্তু ভোট পরবর্তী হিংসায় গত এক মাস ধরে উত্তপ্ত ভাটপাড়া। শান্তি ফেরানোর চেষ্টায়; বারবার ব্যর্থ হতে হচ্ছে প্রশাসনকে।

মুসলিম তোষণ না করতে মুখ্যমন্ত্রী মমতাকে খোলা চিঠি মুসলিম বুদ্ধিজীবীদের

এলাকায় শান্তি ফেরাতে জগদ্দল থানা ভেঙে; ভাটপাড়া থানা করার সিদ্ধান্ত নেওয়া হয়। ভাটপাড়া ফাঁড়িটি-ই বদলে হচ্ছে নতুন থানা। নতুন থানার ওসি হচ্ছেন রাজর্ষি দত্ত। নতুন থানা উদ্বোধন করতে ডিজি বীরেন্দ্রর আসার আগেই; নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে ভাটপাড়া। নতুন থানার নাকের ডগায় শুরু হয় বোমাবাজি ও গুলি বৃষ্টি।

দুষ্কৃতীদের বাগে আনতে; শূন্যে ১০ রাউন্ড গুলি ছোঁড়ে পুলিশ। ভাটপাড়ায় কার্যত লাগামহীন সন্ত্রাস চালাচ্ছে দুষ্কৃতীরা। ইতিমধ্যেই ভাটপাড়ায় গুলিবিদ্ধ হয়ে দুজনের মৃত্যুর খবর মিলেছে। অর্জুন সিংহ এর দাবী পুলিশের ছোঁড়া গুলিতেই মৃত্যু হয়েছে ওই দুই ব্যাক্তির।

এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে; দোকানপাট সমস্ত বন্ধ। ভাটপাড়ায় এভাবে সন্ত্রাস, অশান্তির পিছনে বহিরাগতদের হাত রয়েছে; বলেই অভিযোগ স্থানিয় বাসিন্দাদের। তাঁদের অভিযোগ; পুলিশ যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে না। ধরপাকড় চলছে ঠিকই; কিন্তু তাতে দুষ্কৃতীদের তাণ্ডব কমছে না।

]]>
মুখ্যমন্ত্রী মমতার কাছে রিপোর্ট তলব করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ https://thenewsbangla.com/home-minister-amit-shah-want-report-to-cm-mamata-banerjee-about-nrs/ Sat, 15 Jun 2019 10:20:13 +0000 https://www.thenewsbangla.com/?p=13894 হাসপাতাল কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর কাছে; রিপোর্ট তলব করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার রাজ্যের মুখ্যসচিবের কাছে চিঠি আসে; কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের তরফ থেকে। চিঠিতে হাসপাতাল জট নিয়ে; সব রিপোর্ট চেয়ে পাঠান হয়েছে। ইতিমধ্যেই এই অচলাবস্থা কাটাতে; রাজ্যপালের ডাকে এখনও সাড়া দেননি মুখ্যমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দফতর থেকে; এবার রিপোর্ট চেয়ে পাঠান হল; রাজ্য সরকারের কাছ থেকে। রাজ্যে চিকিৎসা অরাজকতা ও অচলাবস্থা নিয়েই রিপোর্ট চেয়ে পাঠান হয়েছে। রাজ্যের চিকিৎসা অব্যবস্থায় রীতিমত চিন্তায় মোদী সরকার। আর তাই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠান হল।

শুক্রবার সন্ধ্যেয় নবান্নে; কয়েকজন সিনিয়ার ডাক্তারদের সঙ্গে আলোচনা করার পর; মুখ্যমন্ত্রী মমতা নবান্নে ডেকে পাঠান; আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের। তাঁর বার্তা নিয়ে সন্ধ্যার পর নবান্ন থেকে এন আর এস হাসপাতালে যান; রাজ্যের শিক্ষা স্বাস্থ্য অধিকর্তা প্রদীপ মিত্র। কিন্তু তাঁর মুখের উপর পরিষ্কার না বলে দেন এন আর এস হাসপাতালের জুনিয়ার ডাক্তাররা।

মুখ্যমন্ত্রী মমতাকেই এসে ক্ষমা চাইতে হবে; সাফ জানিয়ে দিয়েছে জুনিয়ার ডাক্তাররা। জুনিয়ারদের রাজি করতে না পেরে; শুন্য হাতেই ফিরে যান রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা প্রদীপ মিত্র।

শনিবার সকালেও কয়েক ঘণ্টা ধরে এনআরএস হাসপাতালে; আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক করেছেন; ইন্ডিয়ান মেডিক্যাল এসোসিয়েশনের সদস্যরা। IMA এর হয়ে ছিলেন তৃণমূল নেতা ও কাউন্সিলর শান্তনু সেন। কিন্তু তারপরেও জুনিয়ার ডাক্তারদের; নবান্নে যাওয়া নিয়ে রাজি করাতে পারেন নি তিনি। ডাক্তাররা পরিষ্কার জানিয়ে দেন; মমতাকেই আসতে হবে হাসপাতালে।

শুক্রবার ডাক্তারদের মহামিছিল হবার পরে; এনআরএস হাসপাতালে আন্দোলনকারী; জুনিয়র ডাক্তারদের তরফে ছ-দফা দাবি পেশ করা হয়। তারা জানান; “মুখ্যমন্ত্রীকে এনআরএস হাসপাতালে এসেই; ক্ষমা চাইতে হবে। মুখ্যমন্ত্রী বলেছেন; আমরা পদবী দেখে চিকিত্সা করি। মুখ্যমন্ত্রীকে সেই বক্তব্য প্রত্যাহার করতে হবে। তারপর আলোচনা”।

এদিকে এনআরএস কাণ্ডের জেরে; রাজ্য জুড়ে ডাক্তারদের গণহারে গণ ইস্তফা চলছে। শয়ে শয়ে ডাক্তার পদত্যাগ করছেন; রাজ্যের সরকারি হাসপাতালগুলো থেকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর উদ্ধত মন্তব্যের জেরেই; ডাক্তারদের এই গণ ইস্তফা বলে মনে করছে চিকিৎসক মহল। নবান্নের তরফ থেকে ডাক্তারদের দশ দফা দাবি মেনে নেওয়া হয়েছে; কিন্তু এখনও চিকিৎসার অচলাবস্থা কাটেনি।

]]>