Hindus – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Sat, 04 May 2019 07:07:12 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Hindus – The News বাংলা https://thenewsbangla.com 32 32 হিন্দুদের অপমানের জেরে সীতারামের নাম পাল্টে ফেলতে বলল শিবসেনা https://thenewsbangla.com/shiv-sena-asked-sitaram-yechury-to-change-his-name-after-humiliation-of-the-hindus/ Sat, 04 May 2019 06:28:32 +0000 https://www.thenewsbangla.com/?p=12315 গোরক্ষা বাহিনী প্রসঙ্গে; রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে নিশানা করেছিলেন সীতারাম ইয়েচুরি। এরপরেই অভিযোগ ওঠে ভোপালের নির্বাচনী জনসভা থেকে হিন্দুদের অপমান করেছেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।

ভোপালের সভায় সীতারাম ইয়েচুরি মন্তব্য করেন; রামায়ণ মহাভারতই প্রমাণ করে হিন্দুরাও হিংস্র হতে পারে। বৃহস্পতিবার হিন্দুদের সম্পর্কে এমনই বিতর্কিত মন্তব্য করেছিলেন এই বাম নেতা। হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাতের দায়ে ইয়েচুরিকে এবার নাম পাল্টে ফেলার পরামর্শ দিলেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত।

আরও পড়ুনঃরামায়ণ মহাভারতেই রয়েছে হিন্দুদের হিংস্রতার প্রমাণ, মন্তব্য সীতারাম ইয়েচুরির

গতকাল মধ্যপ্রদেশের ভোপালে সীতারাম ইয়েচুরি বলেন; রামায়ণ ও মহাভারত যুদ্ধের কাহিনী ও হিংস্রতায় পরিপূর্ণ। একজন সংঘ প্রচারক রামায়ণ ও মহাভারতকে মহাকাব্য বলে আখ্যা দেন এবং দাবি করেন হিন্দুরা হিংস্র নয়। এই ধর্ম যেখানে হিংসাকে প্রশ্রয় দেয়; সেখানে হিন্দুরা হিংস্র নয়; এটা বলা কতটা যুক্তিযুক্ত; প্রশ্ন তোলেন তিনি।

আরও পড়ুনঃ কলকাতাকে ফণীর হাত থেকে বাঁচাল কলকাতা নিজেই, রহস্য গরম

এরই পরিপ্রেক্ষিতে ইয়েচুরির বিরুদ্ধে তোপ দেগে সঞ্জয় রাউত বলেন; মহাভারত এর বিষয়বস্তু হচ্ছে অধর্মের বিরুদ্ধে ধর্মের জয়; মন্দের বিরুদ্ধে ভালোর জয়। পাকিস্তানের সন্ত্রাসবাদী হামলার পরিপ্রেক্ষিতে ভারতীয় জওয়ানরা প্রত্যাঘাত করলে কি জওয়ানদের হিংস্র আখ্যা দেওয়া হবে; প্রশ্ন তোলেন তিনি।

হিন্দুধর্ম নিয়ে আপত্তি থাকলে সীতারাম ইয়েচুরি যেন নিজের নাম পাল্টে নেন; এমনই পরামর্শ দেন তিনি। গতকালই বাম নেতার মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছিল বিজেপি। কিসের ভিত্তিতে হিন্দুদের মত শান্তিপ্রিয় সম্প্রদায়কে এক ছাতার নিচে নামিয়ে হিংস্র বলা হচ্ছে; তা নিয়ে বিজেপির তরফে প্রশ্ন তোলা হয়েছে।

আরও পড়ুনঃ বাংলায় গতিহারা ফণী, হুগলি, বর্ধমান নদিয়া হয়ে ভোরে প্রবেশ করল বাংলাদেশে

রামায়ণ ও মহাভারতের মতো মহাকাব্য; যা সারা বিশ্বে সমাদৃত; সেই মহাকাব্যের অপব্যাখ্যা করছে সিপিএম। এমনই অভিযোগ তোলা হয় বিজেপি র তরফে। হিন্দুদের অপমান করেই সিপিএম নিজেদের সেক্যুলার প্রমান করতে চায় বলে বিজেপির তরফে বলা হয়। তবে সব অভিযোগ আগেই উড়িয়ে দিয়েছে সিপিএম।

]]>
রামায়ণ মহাভারতেই রয়েছে হিন্দুদের হিংস্রতার প্রমাণ, মন্তব্য সীতারাম ইয়েচুরির https://thenewsbangla.com/ramayana-mahabharata-proves-that-hindus-are-violent-claims-sitaram-yechury/ Fri, 03 May 2019 09:22:43 +0000 https://www.thenewsbangla.com/?p=12254 রামায়ণ মহাভারতেই রয়েছে হিন্দুদের হিংস্রতার প্রমাণ; মন্তব্য সীতারাম ইয়েচুরির। আর এই মন্তব্যের জেরেই বিজেপির তরফ থেকে তুমুল সমালোচনা; করা হয়েছে সিপিএমের সাধারণ সম্পাদকের।

গোরক্ষা বাহিনী প্রসঙ্গে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে নিশানা করতে গিয়ে; ভোপালের নির্বাচনী জনসভা থেকে হিন্দুদের অপমান করলেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। রামায়ণ মহাভারতই প্রমাণ করে; হিন্দুরাও হিংস্র হতে পারে; বৃহস্পতিবার হিন্দুদের সম্পর্কে এমনই বিতর্কিত মন্তব্য করেন এই বাম নেতা

আরও পড়ুনঃ ঢুকে পড়ল ফণী, বাংলা জুড়ে বৃষ্টি শুরু, সন্ধায় শুরু হবে প্রবল ঘূর্ণিঝড় ও তুমুল বৃষ্টি

গতকাল মধ্যপ্রদেশের ভোপালে সীতারাম ইয়েচুরি বলেন; রামায়ণ ও মহাভারত যুদ্ধের কাহিনী ও হিংস্রতায় পরিপূর্ণ। একজন সংঘ প্রচারক রামায়ণ ও মহাভারতকে মহাকাব্য বলে আখ্যা দেন; এবং দাবি করেন হিন্দুরা হিংস্র নয়। এই ধর্ম যেখানে হিংসাকে প্রশ্রয় দেয়; সেখানে হিন্দুরা হিংস্র নয়; এটা বলা কতটা যুক্তিযুক্ত? প্রশ্ন তোলেন তিনি।

বাম নেতার এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বিজেপি। হিন্দুদের হিংস্র বলে দাগিয়ে দেওয়ায় সীতারাম ইয়েচুরির তীব্র নিন্দা করেছে বিজেপি। কিসের ভিত্তিতে হিন্দুদের মত শান্তিপ্রিয় সম্প্রদায়কে এক ছাতার নিচে নামিয়ে হিংস্র বলা হচ্ছে; তা নিয়ে বিজেপির তরফে প্রশ্ন তোলা হয়েছে। রামায়ণ ও মহাভারতের মতো মহাকাব্য যা সারা বিশ্বে সমাদৃত; সেই মহাকাব্যের অপব্যাখ্যা করছে সিপিএম। এমনই অভিযোগ তোলা হয়েছে বিজেপির তরফে।

আরও পড়ুনঃ ফনীর ঝোড়ো হাওয়ায় উড়ে গেল পুরীর জগন্নাথ মন্দিরের ধ্বজা

এদিন গোরক্ষার নামে আস্ত একটি বাহিনী তৈরি করা নিয়ে; আরএসএস বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বিরুদ্ধে তোপ দাগেন সিপিএমের এই প্রবীণ নেতা। নির্বাচনী প্রচারে আরও একবার মহাজোটের পক্ষে সওয়াল করে সিপিএম নেতা বলেন; একমাত্র মহাজোটই নরেন্দ্র মোদীকে পরাস্ত করতে পারে।

আরও পড়ুনঃ প্রিয়াঙ্কার মতো মহিলাদের থেকে ভদ্র পরিবারের শিশুদের দূরে রাখতে বললেন স্মৃতি

ভোপালের জনসভায় উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা তথা ভোপাল লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী দিগ্বিজয় সিং। তিনি বলেন ২০১৯ সালের ভোট শুধুমাত্র লোকসভা নির্বাচন নয়; এটা সংবিধান রক্ষার লড়াই। বিজেপির বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন; বিজেপির কাছে দেশের সংবিধানের কোনও গুরুত্ব নেই। দেশের সংবিধানের প্রতি বিজেপির কোনও দিন আস্থা ও বিশ্বাস ছিলনা বলে তিনি মন্তব্য করেন। এই নির্বাচন কোনও মানুষে মানুষে যুদ্ধ নয়; এটা আদর্শের সাথে আদর্শের লড়াই বলে জানান তিনি।

]]>
অস্ত্র নিয়ে রামনবমী পালন না করলে হিন্দুদের অস্তিত্ব থাকবে না https://thenewsbangla.com/hindus-will-not-exist-if-they-do-not-celebrate-ram-navami-with-arms-said-dilip-ghosh/ Fri, 12 Apr 2019 11:59:38 +0000 https://www.thenewsbangla.com/?p=10713 অস্ত্র নিয়ে রামনবমী পালন না করলে হিন্দুদের অস্তিত্ব থাকবে না, শুক্রবার একথা পরিষ্কার জানিয়ে দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন তিনি পরিষ্কার জানিয়ে দেন যে, রামনবমী পালন হবে অস্ত্র নিয়েই। তা না হলে ভবিষ্যতে হিন্দুদের অস্তিত্ব থাকবে না। আর এর ফলে রামনবমী নিয়ে ফের আশঙ্কার কাল মেঘ রাজ্য জুড়ে।

আরও পড়ুনঃ রাজ্যে ভোটে তৃণমূলের সন্ত্রাস, নির্বাচন কমিশন দফতরে মুকুল রায়ের বিক্ষোভ

ভোট আসতেই লাগাম হারাচ্ছে দিলীপ ঘোষের মন্তব্য। দুদিন আগেই পুলিশকে হুমকি দিয়েছেন। কোচবিহারের পুলিশ সুপারকে সরিয়ে দেওয়া নিয়ে বলেছেন, “রোজ একটা করে পুলিশের উইকেট পড়ছে। ভোটের আগে কোচবিহারের এসপিকে কমিশন গ্যারেজ করে দিয়েছে। দাদাগিরি করলেই এবার প্যাক করে পাঠিয়ে দেওয়া হবে”। তারপর এদিন রামনবমী নিয়ে ফের বিস্ফোরক বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

আরও পড়ুনঃ দ্বিতীয় দফা ভোটে আরও ২৫ কোম্পানি সশস্ত্র বাহিনী আসছে বাংলায়

ভোট বলে তো আর আমাদের সংস্কৃতি ছেড়ে দিতে পারি না, রামনবমী নিয়ে এদিন পরিষ্কার বলে দেন দিলীপ ঘোষ। অস্ত্র হাতে মিছিল হবে বলেই পরিষ্কার জানিয়ে দেন বিজেপি রাজ্য সভাপতি।

আরও পড়ুনঃ সেনার পোশাকে বুথে রাজ্য পুলিশ কর্মী, গাদা বন্দুক নিয়েই ধরা পরে গেলেন

ভোটের আগেই রামনবমী মিছিল। একেই রাজ্যে লোকসভা নির্বাচন নিয়ে চিন্তিত নির্বাচন কমিশন। তার ওপরে আগুনে ঘি ঢালছে রামনবমীর শোভাযাত্রা। গত বছরে যে বিশৃঙ্খলার সাক্ষী থেকেছে শহর কলকাতা তারপর হয়ত এবারের রামনবমীর শোভাযাত্রা অস্ত্র হাতেই হতে পারে এমন কল্পনা কেউ করতে পারেনি।

আরও পড়ুনঃ শুধু কোচবিহারে ছাপ্পা ও সন্ত্রাস আটকাতে না পেরে লজ্জায় বিবেক দুবে ও নির্বাচন কমিশন

কিন্তু শোনা যাচ্ছে গতবারের থেকে এবারে আরও বড় শোভাযাত্রা বের করতে চলেছে বিশ্বহিন্দু পরিষদ। শুধু শহর কলকাতা নয় গোটা রাজ্যের বেশ কয়েকটি জায়গা জুড়ে রামনবমীর মিছিল হতে চলেছে। আগামী ১৩ ও ১৪ ই এপ্রিল রাজ্য জুড়ে রামনবমীর শোভাযাত্রার আয়োজন করেছে বিশ্বহিন্দু পরিষদ। ভোটের সময় এবারে মিছিলে মানুষের সংখ্যা অনেকটাই বাড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুনঃ বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ কে কিছুটা স্বস্তি দিল সুপ্রিম কোর্ট

প্রসঙ্গত, গত বছর রামনবমীতে অস্ত্র মিছিল হয়েছিল। তা নিয়ে উত্তাল হয়েছিল রাজ্য রাজনীতি। ধরপাকড়ও হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও এবারের লোকসভা ভোটের আবহের মধ্যেই রামনবমীর মিছিল ঘোষণা কতটা শান্তিপূর্ণ হবে তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছে রাজনৈতিক ব্যক্তিত্বরা। তবে তাঁদের মতে, লোকসভা ভোটের আগে এতবড় মিছিলের অনুমতি পাবে না বিশ্বহিন্দু পরিষদ। গতবছর, অতিরিক্ত পুলিশবাহিনীর নজর এড়িয়ে যেভাবে হামলা হয়েছিল তা পুরোটাই এখনও জ্বলজ্বল করছে।

আরও পড়ুনঃ অভিনন্দনের ছবি ব্যবহার করে বন্ধ হোক ভোট প্রচার দাবি সেনাকর্তাদের

গতবারের রামনবমীর শোভাযাত্রার জন্য, ষাটটি মিছিল দলকে অনুমতি দেওয়া হয়েছিল কলকাতা পুলিশের তরফ থেকে। কিন্তু বাইক নিষিদ্ধ করা হয়নি। তবে, এবারের মিছিলে বাইক ও গাড়ি ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে৷ অস্ত্র হাতে মিছিলও নিষিদ্ধ। নিরাপত্তা ব্যবস্থাও আরও কড়া করা হচ্ছে। শুক্রবারই নির্বাচন কমিশনের পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে, রামনবমীর নিরাপত্তা নিয়ে কথা বলেন কলকাতার পুলিশ কমিশনারের সঙ্গে।

আরও পড়ুনঃ মমতার ফোনের পরই ৫ টি বুথে পুনরায় নির্বাচন চাইলেন রবীন্দ্রনাথ ঘোষ

তবে, লোকসভা ভোটের আগে রামনবমীর শোভাযাত্রা নিয়ে ইতিমধ্যেই রাজ্যের শাসক ও বিরোধীদলগুলোর মধ্যে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে। আবারও যদি কোনো সমস্যা তৈরি হয়ে থাকে তাহলে তার প্রভাব পড়বে ভোটের ওপর এমনটাও মনে করছেন অনেকেই।

বস্তুত বিজেপির রাজ্য সভাপতির দায়িত্ব নেওয়ার পর থেকেই নানা সময়েই বিতর্কিত মন্তব্য করে খবরে এসেছেন দিলীপ ঘোষ। এবারের ভোটের সময় তা বেড়ে গেছে কয়েকগুণ। আর এবার রাম নবমী নিয়ে বিতর্কিত মন্তব্য করে ফের বিতর্কের কেন্দ্রে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

আরও পড়ুনঃ কলকাতা নয় কোচবিহার থেকে ভোট মনিটরিং করবেন বিশেষ পর্যবেক্ষক বিবেক দুবে
আরও পড়ুনঃ আশ্চর্য কাণ্ড, ভোট শুরু হতেই কোচবিহার থেকে কলকাতায় ফিরলেন বিবেক দুবে

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>