Hindu Girls – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Fri, 05 Apr 2019 08:06:38 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Hindu Girls – The News বাংলা https://thenewsbangla.com 32 32 পাকিস্তানে নয়, খাস কলকাতায় হিন্দু মেয়েকে অপহরণ করে ধর্মান্তকরণ করার অভিযোগ https://thenewsbangla.com/kolkata-turns-into-pakistan-complain-of-kidnapping-hindu-girls-converting-them/ Fri, 05 Apr 2019 07:28:55 +0000 https://www.thenewsbangla.com/?p=10038 পাকিস্তানে নয়, খোদ কলকাতাতে দুজন হিন্দু মেয়েকে অপহরণ করে ইসলাম ধর্মান্তকরণ করার অভিযোগ উঠল দুই মুসলিম যুবকের বিরূদ্ধে। এই ঘটনাটি নিয়ে জাতীয় মহিলা কমিশনের তরফ থেকে ডিজি বীরেন্দ্রকে চিঠি দিয়ে জানান হয়েছে। রাজ্যের ডিজি বীরেন্দ্রকে পাঠান জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মার চিঠি আসার পরেই রাজ্য জুড়ে শুরু হয়েছে হইচই। কয়েকদিন আগেই পাকিস্তানে দুই হিন্দু মেয়েকে জোর করে ধর্মান্তকরণ করা হয়েছিল। সেই একই ঘটনা কি এবার ঘটল কলকাতাতেও? উঠছে প্রশ্ন।

আরও পড়ুনঃ পাকিস্তানে দুই হিন্দু নাবালিকাকে শ্লীলতাহানি ও জোরপূর্বক মুসলিম ধর্মান্তর

দেখুন রাজ্যের ডিজি বীরেন্দ্র কে পাঠান জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মার চিঠিঃ

পাকিস্তানে নয়, খাস কলকাতায় হিন্দু মেয়েকে অপহরণ করে ধর্মান্তকরণ করার অভিযোগ/The News বাংলা

কি হয়েছিল ঘটনাঃ
১২ মার্চ জোড়াবাগান থানা এলাকার বাসিন্দা এক ভদ্রলোক জোড়াবাগান থানায় লিখিত আবেদন জানিয়েছেন। তিনি জানিয়েছিলেন তাঁর দুই মেয়ে নিখোঁজ। এরা দুই বোন। একজন নাবালিকা এবং একজন প্রাপ্তবয়স্ক। তাঁদের বাবা জানান যে দুই বোন নিখোঁজ। এই দুই বোনকে মুসলিম যুবকেরা অপহরণ করে বলে অভিযোগ করেন তিনি। কিন্তু থানায় সেই অভিযোগ নেওয়া হয় নি বলেই অভিযোগ।

আরও পড়ুনঃ পাকিস্তানে প্রতি মাসে জোরপূর্বক ইসলামে ধর্মান্তরিত হয় ২৫ হিন্দু নাবালিকা

৩১ ষে মার্চ ফের জোড়াবাগান থানায় লিখিত আবেদন করেন তিনি। অনেক টালবাহানার পর এবার পুলিশ অভিযোগ (GD নং -৯৩৫) নেয় বলেই জানা গেছে। তবে কাজের কাজ কিছুই হয় নি বলেই অভিযোগ। ১১ মার্চ তাঁদের বাবা প্রকাশ্যে আনেন যে দুই বোন নিখোঁজ। এরপর তিনি জানতে পারেন স্থানীয় দুই মুসলিম যুবক শাহবাজ খান এবং আহমেদ খান তাঁর মেয়েদের নিয়ে গেছেন।

আরও পড়ুনঃ অগাস্টা ওয়েস্টল্যান্ড হেলিকপ্টার দুর্নীতিতে ইডির চার্জশিটে সনিয়া ঘনিষ্ঠ আহমেদ প্যাটেল

তিনি আরও জানান, “এই দুই যুবক প্রথম তাঁদের হিন্দু বলেই পরিচয় দিয়েছিল। এই ঘটনা জানার পর তিনি ওই দুই যুবকের বিরূদ্ধে জোড়াবাগান থানায় অপহরণের অভিযোগ দায়ের করেন। কিন্তু পুলিশ তার অভিযোগের ভিত্তিতে কোনও এফআরআই দায়ের করেনি বলেও জানিয়েছেন তিনি। এটিকে অনেকেই প্রেমের ঘটনা বলেও মনে করছেন।

আরও পড়ুনঃ চিত্র পরিচালক ও লেখকদের পর ঘৃণার রাজনীতি নিয়ে সরব দেশের সেরা বিজ্ঞানীরা

পরে পুলিশ নাবালিকা ছোট বোনকে উদ্ধার করতে পেরেছে, বলেই জানা যায়। ছোট মেয়ের কাছ থেকে জানা যায়, ওই দুই মুসলিম যুবক ভয় দেখায় যে তাদের সঙ্গে না গেলে তাদের মা-বাবাকে খুন করবে। দুই বোন একরকম ভয় পেয়েই মুসলিম যুবকদের সঙ্গে যেতে রাজি হয়। মেয়েটি জানিয়েছে, এরপর তাদের মুসলিম ধর্মান্তকরণ করা হয় এবং দুই মুসলিম যুবককে বিয়ে করতেও বাধ্য করা হয়। তাদের বড়বাজার এলাকার ‘বড়ি মসজিদে’ ধর্মান্তর করে বিয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ করা হয়।

আরও পড়ুনঃ ঘৃণার রাজনীতির বিরুদ্ধে ভোট দেওয়ার আবেদন জানালেন দেশের ২০০ জন লেখক

মেয়ে দুটির বাবা জানিয়েছেন, ছোট মেয়েকে পুলিশ উদ্ধার করে দিলেও তার কোনও মেডিক্যাল পরীক্ষা করেনি। শুধু তাই নয় অভিযুক্তদের বিরুদ্ধে পকসো বা The Protection of Children from Sexual Offences(POCSO) ধারা যোগ করেনি পুলিশ। এরকরম নিরুপায় হয়ে গত ৩১ মার্চ জোড়াবাগান থানায় আর একবার লিখিত আবেদন জানান তিনি(GD নং -৯৩৫)। তবে প্রশাসনের পক্ষ থেকে ছোট মেয়েকে তার বাবার হাতে তুলে দিলেও বড় মেয়েকে পুলিশ এখনও উদ্ধার করতে পারেনি বলেই খবর। শহরের বুকে এই ধরনের ঘটনা ঘটায় প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।

আরও পড়ুনঃ ভোট প্রচারে হেলিকপ্টার পাচ্ছেন না মমতা, অভিযোগের তীর কেন্দ্রের দিকে

এই বিষয় নিয়ে, রাজ্যের ডিজি বীরেন্দ্রকে পাঠান জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা। তবে এই চিঠি নিয়েও রয়েছে ধোঁয়াশা। এই চিঠি নিয়ে ফোনে যোগাযোগ করা যায়নি জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মার সঙ্গে। কলকাতা পুলিশের তরফ থেকেও এই নিয়ে কিছু মুখ খোলা হয় নি। অভিযোগ সত্যি হলে সেটা মারাত্মক ঘটনা। আর যদি মিথ্যা হয়, তাহলেও গুজব কি ভাবে ছড়াচ্ছে সেটাই কড়া নজর দেওয়া উচিত কলকাতা পুলিশের।

মেয়েদুটির বাবা রাজনৈতিক চক্রান্ত করে এই অভিযোগ করছে কিনা সেটাও প্রশ্ন। অপহরণ করে ধর্মান্তকরণ না প্রেম- ভালবাসার গল্প, তা নিয়েও রয়েছে প্রশ্ন। কিন্তু এই নিয়ে মুখে কুলুপ এঁটেছে পুলিশ। তাই এই ব্যপারতা এখনও পরিষ্কার নয়।

আরও পড়ুনঃ অভিষেকের স্ত্রী রুজিরাকে শুল্ক দফতরের সামনে হাজিরার নির্দেশ হাইকোর্টের

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
পাকিস্তানে দুই হিন্দু নাবালিকাকে শ্লীলতাহানি ও জোরপূর্বক মুসলিম ধর্মান্তর https://thenewsbangla.com/hindu-girls-forced-conversion-to-islam-in-imran-khans-pakistan/ Sat, 23 Mar 2019 08:23:35 +0000 https://www.thenewsbangla.com/?p=9085 পাকিস্তানে দুই হিন্দু নাবালিকাকে শ্লীলতাহানি ও জোরপূর্বক ধর্মান্তর। আর এর জেরেই গোটা বিশ্বে পাকিস্তানের নাম পুড়েছে আরও একবার। বিশ্বের সব দেশ থেকে উঠেছে প্রতিবাদ। পাক প্রধানমন্ত্রী ইমরান খান ভারতকে সংখ্যালঘুদের নিয়ে পরামর্শ দেবেন বলেছিলেন। তাঁর দেশেই সংখ্যালঘুদের অবস্থা অত্যন্ত খারাপ।

আরও পড়ুনঃ আইএমএফ রিপোর্টে দ্রুততম অর্থনৈতিক বৃদ্ধির তালিকায় ভারত

দুই হিন্দু নাবালিকাকে কিডন্যাপ করে জোরপূর্বক ইসলাম ধর্মে ধর্মান্তরিত করার ঘটনা ঘটেছে পাকিস্তানের সিন্ধুর ঘোটকী জেলার ধারকি শহরে। তাদের শ্লীলতাহানিও করা হয়। তারপর তাদের জোর করে হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করা হয়। প্রধানমন্ত্রী হবার আগে ইমরান খানের প্রতিশ্রুতি যে শুধুই প্রতিশ্রুতিই তা আরও একবার প্রমাণিত হল।

আরও পড়ুনঃ লোকসভা রিপোর্টে গত ৫ বছরে তৃণমূল সাংসদদের পারফরম্যান্স লজ্জাজনক

গত ২০শে মার্চ পাকিস্তানে পালিত হয়েছে হোলি। সেদিনই সন্ধ্যায় হোলি খেলার সময় কিডন্যাপ করা হয় দুই নাবালিকা রবীনা ও রীনাকে। এর আগে ৬ই ফেব্রুয়ারি সাদফ খান নামের এক খ্রীষ্টান নাবালিকাকেও জোরপূর্বক ধর্মান্তরিত করা হয়। এর আগেই কমল ও সনিয়া নামের দুই নাবালিকাকেও একই ভাবে ধর্মান্তরিত করা হয়। বারবার সংখ্যালঘুদের ওপর আক্রমনে তাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশ্নের মুখে পাক প্রধানমন্ত্রী ইমরানের প্রতিশ্রুতি।

আরও পড়ুনঃ ভারতের কূটনৈতিক চাপে পাকিস্তানকে জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার নির্দেশ আমেরিকার

এই ঘটনায় পাকিস্তানের হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে তীব্র অসন্তোষ দানা বেধেছে। ২০১৮ সালে পাকিস্তানের সাধারণ নির্বাচনে ইমরান খান ক্ষমতায় আসার আগেই পাকিস্তানের হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের জীবন ও সম্পত্তির সুরক্ষার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি স্মরণ করিয়েই স্থানিয় হিন্দুরা অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

আরও পড়ুনঃ নরেন্দ্র মোদী সরকারের চাপে লন্ডনে গ্রেফতার ব্যাঙ্ক কেলেঙ্কারির খলনায়ক নীরব মোদী

পাকিস্তানের হিন্দু সেবা ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি সঞ্জেশ ধঞ্জা জানিয়েছেন, হোলির বিকেলেই রবীনা ও রীনা নামের ১৩ ও ১৫ বছরের দুটি নাবালিকা মেয়েকে কিডন্যাপের পর বিয়ে করে অভিযুক্ত এক ব্যক্তি। তার পরেই দুটি মেয়েকেই জোরপূর্বক ইসলামে ধর্মান্তরিত করা হয়। পাকিস্তানের ধর্মীয় সংখ্যালঘুরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন বলে তিনি জানান।

আরও পড়ুনঃ ক্ষমতায় ফের মোদী, ভোটের আগেই জানাচ্ছে সাট্টাবাজার

পাকিস্তানের হিন্দু সেবা ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি জানিয়েছেন, স্থানিয় হিন্দুদের বিক্ষোভের পর পুলিশের তরফে শুধুমাত্র এফআইআর দায়ের করা হয়েছে। কিছুদিন আগেই ভারতকে খোঁচা দিয়ে পাক প্রধানমন্ত্রী ইমরান খান ট্যুইট করে বলেছিলেন, ‘নতুন পাকিস্তান হচ্ছে জিন্নাহর পাকিস্তান, যেখানে সব সংখ্যালঘুরা সমানাধিকার পাবেন’। সেটা যে শুধু কথার কথা, তা আবার প্রমাণ হয়ে গেল।

আরও পড়ুনঃ ২০২৫ সালের পর ভারতের অংশ হবে পাকিস্তান, ঘোষণা আরএসএস নেতার

পাকিস্তানের সংখ্যালঘুরা ইমরান খানকে তার দেওয়া পূর্ব প্রতিশ্রুতির উত্তর চেয়েছেন। তারা প্রশ্ন তুলেছেন, এই ঘটনায় কি ইমরান খান আক্রান্তদের পাশে দাঁড়াবেন? আবার এই ঘটনা ঘটবে না, তার প্রতিশ্রুতি কে দেবে? উঠেছে প্রশ্ন।

আরও পড়ুনঃ নির্বাচন কমিশনের নতুন অ্যাপ সি ভিজিল, জনতার অভিযোগে ১০০ মিনিটের মধ্যে ব্যবস্থা

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>