Himalayan Mountaineering Institute – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Fri, 07 Dec 2018 04:28:30 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Himalayan Mountaineering Institute – The News বাংলা https://thenewsbangla.com 32 32 সপ্তশৃঙ্গর পর সপ্ত আগ্নেয়গিরি, বিশ্বরেকর্ডের দোরগোড়ায় বাঙালি https://thenewsbangla.com/seven-mountain-peak-won-the-satyarup-eyes-of-world-record-to-win-seven-volcano/ Fri, 07 Dec 2018 04:22:16 +0000 https://www.thenewsbangla.com/?p=3651 The News বাংলা, কলকাতাঃ সক্রিয় আগ্নেয়গিরি জয় করে বিশ্বরেকর্ডের পথে বাঙালি পর্বতারোহী। ষষ্ঠ আগ্নেয়গিরির চূড়ায় উঠে বিশ্বরেকর্ডের দোরগোড়ায় এভারেস্ট জয়ী সত্যরূপ সিদ্ধান্ত। সপ্তশৃঙ্গ জয় আগেই হয়ে গিয়েছে। এবার বিশ্বের সাতটি সর্বোচ্চ আগ্নেয়গিরি জয়ের লক্ষ্যে আরও একধাপ এগোলেন বাংলার এই পর্বতারোহী। বাকি মাত্র আর একটি আগ্নেয়গিরি। তাহলেই গ্র্যান্ড স্লাম।

এবার তিনি জয় করলেন মেক্সিকোর সর্বোচ্চ আগ্নেয়গিরি পিকো দে ওরিজাবা। গত মাসে প্রথম ভারতীয় হিসাবে জয় করেছিলেন পাপুয়া-নিউগিনির সর্বোচ্চ আগ্নেয়গিরি মাউন্ট গিলাউয়ে৷ যে সাতটি সর্বোচ্চ আগ্নেয়গিরি জয়ের লক্ষ্যে বেরিয়েছেন মেক্সিকোর আগ্নেয়গিরিটি সেগুলিরই অন্যতম। সামনে শুধুই অ্যান্টার্কটিকায় অবস্থিত মাউন্ট সিডলে।

বিশ্বরেকর্ডের দোরগোড়ায় বাঙালি/The News বাংলা
বিশ্বরেকর্ডের দোরগোড়ায় বাঙালি/The News বাংলা

বুধবার ভারতীয় সময় রাত ২.০৯ মিনিটে স্থানীয় সময়ে মেক্সিকোর পিকো দে ওরিজাবার চূড়ায় ভারতের পতাকা উত্তোলন করেন সত্যরূপ। সক্রিয় আগ্নেয়গিরি পিকো দে ওরিজাবা উত্তর আমেরিকার তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ। যাত্রাপথও যথেষ্ট দূর্গম ছিল বলে জানিয়েছিলেন পর্বতারোহী।

আরও পড়ুনঃ ইস্টবেঙ্গল মহামেডানকে নিয়ে ৩৩ বছর পর ফের দার্জিলিং গোল্ড কাপ

চূড়ায় পৌঁছানোর আগে শেষ ২০০ মিটার খুবই বিপদসঙ্কুল ছিল। সেই বিপদসঙ্কুল পথ দিয়েই আগ্নেয়গিরির চূড়ায় পৌঁছান তিনি। তবে আগ্নেয়গিরি জয় করলেও দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলেন তিনি ও তাঁর গাইড সালভাদোর। ফেরার পথে একটি বড় পাথর ভেঙে পরে তাঁদের উপর।

বিশ্বরেকর্ডের দোরগোড়ায় বাঙালি/The News বাংলা
বিশ্বরেকর্ডের দোরগোড়ায় বাঙালি/The News বাংলা

বড়সড় বিপর্যয় থেকে বেঁচে গিয়েছেন দুজনেই। সত্যরূপ এখনও হাসপাতালে রয়েছেন। তবে তিনি সুস্থ রয়েছেন, বলে জানিয়েছেন তাঁর ফেসবুক প্রোফাইলে। তাঁর গাইড সালভাদোর এর পা ভেঙে গেছে। ওই অবস্থাতেই তাঁকে নামিয়ে আনেন সত্যরূপ। কিছুদূর নেমে আসার পর তাঁরা সাহায্য পান।

আরও পড়ুনঃ সৌরভের পর বিরাট ওষুধে স্লেজিং শেষ অস্ট্রেলিয়ার

এবার তাঁর লক্ষ্য দক্ষিণ মেরুর সর্বোচ্চ আগ্নেয়গিরি। অ্যান্টার্কটিকায় অবস্থিত মাউন্ট সিডলেয় চলতি মাসের ২১ তারিখ ওঠার চেষ্টা করবেন সত্যরূপ। এই শৃঙ্গ জয় হলেই সাতটি শৃঙ্গ ও সাতটি আগ্নেয়গিরি জয়ের বিশ্বরেকর্ড ঝুলিতে পুরবেন সত্যরূপ। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডেও নাম লেখাবেন তিনি।

বিশ্বরেকর্ডের দোরগোড়ায় বাঙালি/The News বাংলা
বিশ্বরেকর্ডের দোরগোড়ায় বাঙালি/The News বাংলা

এর আগে পৃথিবীর সর্বোচ্চ সক্রিয় আগ্নেয়গিরি ওজস ডেল সালাডো জয় করার বিরল রেকর্ড রয়েছে সত্যরূপ সিদ্ধান্তের ঝুলিতে। এই সক্রিয় আগ্নেয়গিরির উচ্চতা ৬,৮৯৩ মিটার। দ্বিতীয় ভারতীয় হিসাবে এই রেকর্ড গড়েছিলেন সত্যরূপ৷ তাঁর আগে এই সক্রিয় আগ্নেয়গিরিতে পা রেখেছিলেন পর্বতারোহী মাল্লি মাস্তান বাবু।

তার আগেই সাত মহাদেশের সাতটি সর্বোচ্চ শৃঙ্গ জয় করে ফেলেছেন সত্যরূপ। মাউন্ট কসকিয়স্কো, মাউন্ট কিলিমাঞ্জারো, মাউন্ট এভারেস্ট, কারস্টেন্টজ, মাউন্ট এলব্রুজ, মঁ ব্লাঁ, মাউন্ট ডেনালি, মাউন্ট অ্যাকনকাগুয়া, ভিনসন ম্যাসিফের শীর্ষে পা রেখেছেন এই বাঙালি পর্বতারোহী।

]]>