Higher Secondary Result 2022 – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Fri, 10 Jun 2022 12:58:59 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Higher Secondary Result 2022 – The News বাংলা https://thenewsbangla.com 32 32 উচ্চ মাধ্যমিক মেধা তালিকায় প্রথম সহ একটি স্কুলেরই ১০ জন পরীক্ষার্থী https://thenewsbangla.com/hs-merit-list-22-students-of-cooch-behar-dist-10-students-of-one-school-in-dinhata/ Fri, 10 Jun 2022 12:58:31 +0000 https://www.thenewsbangla.com/?p=15367 মেধা তালিকায় জেলার ২২ জন ছাত্র-ছাত্রী; একটি স্কুলেরই ১০ জন। রাজ্যবাসীর নজর কেড়ে নিল কোচবিহার জেলা। এবারের উচ্চ মাধ্যমিকের ফলাফলে; এখানকার ছাত্র-ছাত্রীদের জয়জয়কার। মেধাতালিকায় জায়গা করে নিল; কোচবিহার জেলার ২২ জন ছাত্র-ছাত্রী। এরমধ্যে শুধু একটি স্কুল থেকেই; ১০ জন মেধা তালিকায় জায়গা করে নিয়েছে। এনিয়ে উচ্ছ্বসিত জেলার শিক্ষামহল। দিনহাটা সোনীদেবী জৈন হাই স্কুল; এবার কামাল করে দিয়েছে। উচ্চ মাধ্যমিক মেধা তালিকায়; এই স্কুলের ১০ জন ছাত্র-ছাত্রী।

দিনহাটা সোনীদেবী জৈন হাই স্কুলের ছাত্রী অদিশা দেবশর্মা। এবার ৪৯৮ পেয়ে উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় প্রথম। স্বাভাবিকভাবেই এই নম্বরে ভীষণ খুশি অধীশা। খুশি স্কুল। এখানেই শেষ নয়। এই স্কুল থেকেই চতুর্থ হয়েছে অনুষ্কা ভট্টাচার্য; যে পেয়েছে ৪৯৫। পঞ্চম স্থান অধিকার করে নিয়েছে, এই স্কুলের দুই জন; অদিতি সাহানা, দিৎসা সূত্রধর, তাদের প্রাপ্ত নাম্বার ৪৯৪।

আরও পড়ুনঃ একই স্কুলের ২২ জন উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায়, হোম সেন্টারের ফসল

সপ্তম হয়েছে আযুস্কা ভৌমিক; সে পেয়েছে ৪৯২। অষ্টম হয়েছে অনন্যা দেব ও কেকা রায়; তারা পেয়েছে ৪৯১। নবম হয়েছেন মিতালী বর্মণ; প্রাপ্ত নম্বর ৪৯০। মেধা তালিকায় দশম, এইস্কুলের দুজন; প্রেরণা বর্মণ ও রীতম বর্মণ।

একই স্কুলের ১০ জন উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায়; হোম সেন্টারের ফসল? উঠে গেছে প্রশ্ন। আজ পর্যন্ত কোনদিন যা হয়নি; এবারের উচ্চ-মাধ্যমিক রেজাল্টে সেটাই হয়েছে। প্রথম দশে রয়েছে ২৭২ জন পরীক্ষার্থী। তার চেয়েও বড় কথা; মাত্র একটা স্কুল থেকেই ২২ জন ছাত্র-ছাত্রী জায়গা করে নিয়েছেন; ১-১০ এর মেধাতালিকায়। কি করে সম্ভব? একটা স্কুল থেকে ২২ জন মেধা তালিকায়? সেটাই সম্ভব করেছে, পশ্চিম মেদিনীপুর জেলার জলচকের পিংলা ব্লকের; জলচক নটেশ্বরী নেতাজি বিদ্যায়তন।

আরও পড়ুনঃ বাংলার সামান্য পুলিশ কনস্টেবলের ফ্লাটে কেজি কেজি সোনা, চক্ষু চড়কগাছ গোয়েন্দাদের

একই ঘটনা, দিনহাটা সোনীদেবী জৈন হাইস্কুলের ক্ষেত্রে; প্রথম অদিশা দেবশর্মা সহ; তাদের ১০ জন মেধা তালিকায়। তবে সব বিতর্ক উড়িয়ে দিয়েছেন; স্কুলের প্রধান শিক্ষক। স্কুলের এই নজরকাড়া সাফল্যে; খুশি শিক্ষক-শিক্ষিকা থেকে ছাত্র-ছাত্রীরা। অনলাইন ক্লাসে গুরুত্ব দেওয়ার ফলেই; এই সাফল্য বলে জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক পিন্টু কর্মকার। তবে রাজ্য জুড়ে বিতর্কও উঠেছে।

]]>
একই স্কুলের ২২ জন উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায়, হোম সেন্টারের ফসল https://thenewsbangla.com/higher-secondary-merit-list-22-students-of-the-same-school-in-hs-merit-list/ Fri, 10 Jun 2022 11:43:33 +0000 https://www.thenewsbangla.com/?p=15360 একই স্কুলের ২২ জন উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায়; হোম সেন্টারের ফসল? উঠে গেছে প্রশ্ন। আজ পর্যন্ত কোনদিন যা হয়নি; এবারের উচ্চ-মাধ্যমিক রেজাল্টে সেটাই হয়েছে। প্রথম দশে রয়েছে ২৭২ জন পরীক্ষার্থী। তার চেয়েও বড় কথা; মাত্র একটা স্কুল থেকেই ২২ জন ছাত্র-ছাত্রী জায়গা করে নিলেন; ১-১০ এর মেধাতালিকায়। কি করে সম্ভব? একটা স্কুল থেকে ২২ জন মেধা তালিকায়? সেটাই সম্ভব করেছে, পশ্চিম মেদিনীপুর জেলার জলচকের পিংলা ব্লকের; জলচক নটেশ্বরী নেতাজি বিদ্যায়তন। খুশির জোয়ার নেমেছে, জলচক নটেশ্বরী নেতাজি বিদ্যায়তনের; পড়ুয়া ও শিক্ষকদের মধ্যে।

দ্বিতীয় স্থান থেকে শুরু করে দশম স্থান; ২২ জন জায়গা করে নিয়েছে মেধা-তালিকায়। জলচকের পিংলা ব্লকের জলচক নটেশ্বরী নেতাজি বিদ্যায়তনের ছাত্র; সায়নদীপ সামন্ত দ্বিতীয় হয়েছে উচ্চ মাধ্যমিকে; প্রাপ্ত নম্বর ৪৯৭। এখানেই শেষ নয়। চারজন তৃতীয় হয়েছে, তার মধ্যে আছে ওই স্কুলেরই পরিচয় পারি; প্রাপ্ত নম্বর ৪৯৬। ৪৯৫ নম্বর পেয়ে চতুর্থ স্থানে ৩জন; জলচক নটেশ্বরী বিদ্যায়তনের সৌম্যদীপ মণ্ডল, প্রিতম মিদ্যা ও কিংশুক রায়।

৪৯৩ নম্বর পেয়ে; যৌথভাবে ষষ্ঠ শ্রীকৃষ্ণ সামন্ত। ৪৯২ নম্বর পেয়ে যৌথ সপ্তম স্থানে এই স্কুলের ৩জন; পিঙ্কি খাতুন, শান্তনু পাল এবং প্রতীক মণ্ডল। ৪৯১ নম্বর পেয়ে অষ্টম স্থানের যৌথ তালিকায় রয়েছে স্কুলের ৬ জন; শর্মিষ্ঠা ঘোড়াই, শেখ রাহুল হোসেন, সৌম্যদীপ সামন্ত, অঙ্কন সাহু, সাহেব দাস অধিকারী, সৈকত রায়। ৪৯০ নম্বর পেয়ে নম্বর স্থানে রয়েছে ২জন; শতস্মিত মহাপাত্র, অমিয় শাসমল। আর ৪৮৯ নম্বর পেয়ে দশম স্থানে রয়েছে ৫জন; শৈলেশ জানা, পবিত্র বেরা, আকাশ ঘোষ, সৌম্যদীপ কারন এবং শুভজিৎ শাসমল।

আরও পড়ুনঃ উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ, প্রথম কোচবিহারের অদিশা দেবশর্মা

কি করে সম্ভব? প্রশ্ন উঠেছে গোটা রাজ্য জুড়ে। নামহীন একটি স্কুলে একসঙ্গে এতজন পড়ুয়া, মেধা তালিকায়? এবারই প্রথম ‘হোম সেন্টারে’; উচ্চমাধ্যমিক পরীক্ষা দিলেন পরীক্ষার্থীরা। তার জেরেই কি একটি স্কুলের এই রেজাল্ট? তাই কি ফের হোম সেন্টারের দাবি উঠেছে; রাজ্য জুড়ে?

জলচক নটেশ্বরী বিদ্যায়তনের প্রধান শিক্ষক অবশ্য জানিয়েছেন; “উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য স্কুলের শিক্ষকেরা; উদ্যোগ নিয়ে আলাদাভাবে ছাত্রদের বিশেষ ক্লাস নিতেন। শিক্ষকদের বিশেষ প্রস্তুতির জন্যই, স্কুলের একঝাঁক ছাত্র; উচ্চ-মাধ্যমিকের মেধা তালিকায়”।

]]>
উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ, প্রথম কোচবিহারের অদিশা দেবশর্মা https://thenewsbangla.com/higher-secondary-result-2022-first-from-cooch-behar-district-adisha-dev-sharma/ Fri, 10 Jun 2022 05:56:50 +0000 https://www.thenewsbangla.com/?p=15342 উচ্চ মাধ্যমিকে প্রথম হল, কোচবিহার জেলার অদিশা দেবশর্মা; দিনহাটা শনিদেবী জৈন হাইস্কুলের ছাত্রী; তার প্রাপ্ত নম্বর ৪৯৮। দ্বিতীয় হয়েছে,পশ্চিম মেদিনীপুরের সায়নদীপ সামন্ত; প্রাপ্ত নম্বর ৪৯৭। এবার উচ্চ মাধ্যমিকে তৃতীয় হয়েছে ৪ জন; নম্বর পেয়েছে ৪৯৬। ৮ জন চতুর্থ হয়েছে; তাদের প্রাপ্ত নম্বর ৪৯৫। উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় পঞ্চম স্থানে ১১ জন; পেয়েছে ৪৯৪।

ষষ্ঠ স্থানে রয়েছে ৩২ জন; তাদের প্রাপ্ত নম্বর ৪৯৩। উচ্চ মাধ্যমিকে সপ্তম স্থানে রয়েছে ৩৭ জন; পেয়েছে ৪৯২। অষ্টম স্থানে রয়েছে মোট ৫৫ জন; তাদের সবার প্রাপ্ত নম্বর ৪৯১। নবম স্থানে রয়েছে ৫৪ জন; সবার প্রাপ্ত নম্বর ৪৯০। এবং দশম স্থানে রয়েছে মোট ৬৯ জন; তাদের প্রাপ্ত নম্বর ৪৮৯।

আরও পড়ুনঃ ‘অবরোধ উঠে গেছে’, ট্রাফিক পুলিশের পোস্টে ধুয়ে দিলেন সাধারণ মানুষ

প্রথম ১০ শে আছে; ২৭২ জন ছাত্রছাত্রী। তারমধ্যে প্রথম দশে ১৪৪ জন ছাত্র; ১২৮ জন ছাত্রী। এবার মোট পাশের হার ৮৮.৪৪%; ৭টি জেলায় পাশের হার ৯০ শতাংশের উপর। এবার ছাত্রদের পাশের হার ৯০.১৯ শতাংশ; ছাত্রীদের ক্ষেত্রে এই হার ৮৬.৮৯ শতাংশ।

চতুর্থ স্থানে তিনজনই এক স্কুল থেকে; চতুর্থ স্থানাধিকারীদের মধ্যে তিনজন পশ্চিম মেদিনীপুরের জলচক নটেশ্বরী বিদ্যায়তনের। এরা হল, সৌম্যদীপ মণ্ডল, কিংশুক রায় ও প্রীতম মিদ্যা। মাধ্যমিকের ফলেও; সেই জেলার জয়-জয়কার। পশ্চিম মেদিনীপুরের এই স্কুল থেকে; আরও একাধিক পড়ুয়া প্রথম দশ মেধাতালিকায়।

আরও পড়ুনঃ পিছু ছাড়ছে না কেকে-বিতর্ক, বাদ রূপঙ্কর এলেন অরিজিৎ সিং

উচ্চ-মাধ্যমিকের ফলপ্রকাশ হল। সকাল ১১টায় সাংবাদিক বৈঠক করে; ফলপ্রকাশ করা হল। ১২টা থেকেই অনলাইনে; বাড়িতে বসেই দেখা যাবে ফল। সাড়ে সাত লাখের বেশি পরীক্ষার্থী; এবার উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য আবেদন জানিয়েছিলেন। রেকর্ড ৪৪ দিনের মাথায় আজ শুক্রবার; এ বছরের উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

এ বছর মোট পরীক্ষা দিয়েছেন ৭,২০,৮৬২ জন। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কালিম্পং, দক্ষিণ ২৪ পরগনা-সহ; ৭টি জেলায় পাশের হার ৯০ শতাংশেরও বেশি। প্রথম থেকে দশম পর্যন্ত; মেধাতালিকা প্রকাশ করেছে সংসদ। এছাড়া ওয়েবসাইটে দেখা যাবে জেলাভিত্তিক মেধাতালিকা। ২০২৩ এর উচ্চ মাধ্যমিক শুরু হবে ১৪ই মার্চ; আর শেষ হবে ২৭শে মার্চ।

]]>