Health Department – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Thu, 26 May 2022 07:35:17 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Health Department – The News বাংলা https://thenewsbangla.com 32 32 ট্যাংরার ট্রাক ভর্তি লোকের শাস্তি হয়নি, বেঁচে ফিরে নতুন জন্ম দিচ্ছেন পরিবহ মুখোপাধ্যায় https://thenewsbangla.com/nrs-doctor-paribaha-mukherjee-case-miscreants-were-not-punished/ Thu, 26 May 2022 07:33:37 +0000 https://www.thenewsbangla.com/?p=15231 ট্যাংরার ট্রাক ভর্তি লোকের আজও শাস্তি হয়নি, অন্যদিকে অল্পের জন্য বেঁচে ফিরে; প্রতিদিন নতুন নতুন নবজাতকের জন্ম দিচ্ছেন ডাক্তার পরিবহ মুখোপাধ্যায়। ২০১৯ সালের জুন মাসে, এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে; র’ণক্ষেত্রের চেহারা নেয় কলকাতার এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতাল। ট্যাংরার বাসিন্দা বছর পঁচাত্তরের মহম্মদ শহিদ গুরুতর অসুস্থ হয়ে পড়ায়; তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। একদিন পরেই ওই রোগীর মৃত্যু হয়। অভিযোগ, এরপরই চিকিত্সায় গাফিলতির অভিযোগ তুলে; ডাক্তারদের উপর চড়াও হন ৫০-৬০ জনের একটি দল। ট্যাংরা থেকে ২টো ট্রাক ভর্তি লোক এসে; ক্ষমতা দেখায় বিশেষ একটি ধর্মের দুষ্কৃতীরা।

হেলমেটে মুখ ঢেকে, হাতে লাঠিসোটা নিয়ে; এনআরএস হাসপাতালে ঢুকে আ’ক্রমণ করে ওই দু’ষ্কৃতী দল। সেইসময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন; ডাক্তার পরিবহ। তাঁর মাথা লক্ষ্য করে ইট ছুড়ে মারে দুষ্কৃতীরা; সেই আঘাতে ঘটনাস্থলেই লুটিয়ে পরেন পরিবহ। এনআরএস-এই প্রাথমিক চিকিৎসা হয়; কিন্তু শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করলে; রাতেই মল্লিকবাজারের ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস-এ নিয়ে যাওয়া হয় তাঁকে”। মাথায় এমন ভাবে চোট পান যে; করোটি ভেঙে ব্রেনের দিকে ঢুকে যায়।

আরও পড়ুনঃ ঘটা করে শিল্প সম্মেলনই সার, শিল্পে দেশের মধ্যে ‘পিছিয়ে বাংলা’

ডাক্তারদের মারধরের ঘটনায় আহত দুই জুনিয়র ডাক্তারকে; গুরুতর আহত অবস্থায় আইসিইউতে ভর্তি করতে হয়। অল্পের জন্য প্রাণে বাঁচেন; পরিবহ মুখোপাধ্যায় ও যশ টেকওয়ানি। জুনিয়র চিকিৎসকদের নিগ্রহের প্রতিবাদে; ১২ ঘণ্টা আউটডোর পরিষেবা বন্ধ রাখে রাজ্যের ডক্টর্স ফোরাম।

দুই ট্রাক ভর্তি লোকের, এনআরএস হাসপাতালে ঢুকে ডাক্তার পেটানোর ঘটনায়; প্রবল চাপের মুখে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছিল। কিন্তু আজও এতজন অভিযুক্তদের কোন শাস্তি হয়নি। এর আগেও এমন ঘটনা ঘটেছে, কিন্তু যারা এই ঘটনা ঘটাচ্ছে; তাদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নেওয়া হয়য় না। এনআরএস থেকে আন্দোলনের ঢেউ আছড়ে পড়ে; কলকাতা মেডিক্যাল কলেজ, আরজিকর, এসএসকেএম হাসপাতালেও। সব হাসপাতালগুলিতে; একদিন আউটডোর পরিষেবা বন্ধ ছিল।

ইনি সেই ডাঃ পরিবহ মুখোপাধ্যায়; যাঁকে ট্যাংরার গুন্ডারা মেরে মাথার খুলি ফুটো করে দিয়েছিল। ডাক্তাররা অসাধ্যসাধন করে ওঁকে বাঁচিয়েছিলেন। এখন তিনি প্রতিদিন নতুন নতুন নবজাতককে; পৃথিবীতে আনছেন, পৃথিবীর আলো দেখাচ্ছেন। কিন্তু প্রশ্ন হল, সেই জানোয়ার-গুলোর কোন সাজা হয়েছে কি?

]]>
বৈঠকের জায়গা নিয়েও দরাদরি, নবান্ন নয় স্বাস্থ্য দফতরের চিঠি এল এনআরএসে https://thenewsbangla.com/nrs-incident-nabanna-meeting-letter-from-health-department/ Mon, 17 Jun 2019 08:21:49 +0000 https://www.thenewsbangla.com/?p=13962 নবান্ন নয়; স্বাস্থ্য দফতর থেকে চিঠি এল এন আর এসে। চিঠি পাবার পর আবার জুনিয়র ডাক্তাররা শুরু করেছে নিজেদের জিবি মিটিং। কারন চিঠিতে সাংবাদিকদের সামনে বৈঠক করা নিয়ে কিছুই নেই। বৈঠক হবে নবান্নতেই। দেখার এখন কি সিদ্ধান্ত নেন জুনিয়র ডাক্তাররা।

মুখ্যমন্ত্রীর তরফ থেকে নয়; আন্দোলনরত ডাক্তারদের কাছে চিঠি গেল রাজ্যের স্বাস্থ্য শিক্ষা আধিকর্তা প্রদীপ মৈত্র এর তরফ থেকে। চিঠিতে ডাক্তারদের নবান্নে আসার কথা থাকলেও; ডাক্তারদের দাবি মেনে সংবাদ মাধ্যমের সামনে মিটিং হবে এমন কোন উল্লেখ নেই।

আরও পড়ুন বাদল অধিবেশন শুরুর আগেই, প্রধানমন্ত্রী মোদীতে মুগ্ধ বিরোধী সাংসদরা

সোমবার সকালে পর্যন্ত জুনিয়ার ডাক্তারদের বৈঠক নিয়ে নবান্নের চিঠি পাননি বলে দাবি করেন আন্দোলনকারীরা। রবিবার সন্ধ্যায় নবান্ন থেকে জানান হয় যে; রাজ্যের চিকিৎসা অব্যবস্থা নিয়ে জুনিয়র ডাক্তারদের দাবি মেনে; বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের ১৪ টি মেডিক্যাল কলেজ হাসপাতালের ২৮ জন প্রতিনিধিকে; সোমবার দুপুর ৩ টের সময় নবান্নে ডেকেছেন মুখ্যমন্ত্রী।

কিন্তু সোমবার সকালে নিজেদের জিবি বৈঠক সেরে জুনিয়র ডাক্তাররা পরিষ্কার জানিয়ে দেন যে; তারা নবান্ন বা মুখ্যমন্ত্রীর তরফে কোন চিঠি পাননি। মুখ্যমন্ত্রী জুনিয়ার ডাক্তার বৈঠক নিয়ে; নবান্নের তরফে কোন চিঠি পাননি দাবি আন্দোলনকারীদের।

আরও পড়ুন এনআরএস কাণ্ডে এবার কর্মবিরতি শুরু করল দিল্লির এইমস ও আইএমএ ডাক্তাররা

নবান্নের তরফে জানান হয়; রবিবার ছুটি থাকার জন্য সরকারের পক্ষে চিঠি পাঠানো সম্ভব হয়নি; তাই চিঠি দেওয়া হয়নি। সোমবার দুপুরে স্বাস্থ্য দফতর থেকে চিঠি আসার পরে জুনিয়ার ডাক্তারদের জিবি মিটিং চলছে। এখন দেখার কি সিদ্ধান্ত নেওয়া হয় জুনিয়ার ডাক্তারদের তরফে।

]]>
নিয়োগের বিজ্ঞাপন দিয়েও ডাক্তার পাচ্ছে না রাজ্য স্বাস্থ্য দফতর https://thenewsbangla.com/state-health-department-is-not-getting-doctors-after-recruit-advertisements/ Thu, 20 Dec 2018 16:24:15 +0000 https://www.thenewsbangla.com/?p=4549 The News বাংলা, শিলিগুড়িঃ নিয়োগের বিজ্ঞাপন দিয়েও স্বাস্থ্য বিভাগে পাওয়া যাচ্ছে না ডাক্তার। চরম সমস্যায় রাজ্য স্বাস্থ্য দফতর। আর সেটাই সাধারণ মানুষকে জানাতে সাংবাদিক সম্মেলনও করা হল বৃহস্পতিবার।

আরও পড়ুন: ‘রাজনীতিতে টিকে থাকতে গেলে তেল দিতেই হবে’ বিস্ফোরক তৃণমূল সাংসদ

ন্যাশনাল হেল্থ মিশনের শুন্যপদে কর্মী নিয়োগ ও তার পদ্ধতি ঘটা করে সাংবাদিক সম্মেলনে করে জানিয়ে নজির সৃষ্টি করলো হেল্থ অ্যান্ড ফ্যামিলি ওয়োলফেয়ার রিক্রুটমেন্ট বোর্ড। গোটা জেলায় স্বাস্থ্য বিভাগে কর্মী নিয়োগে এই হয়ত প্রথম সাংবাদিক সম্মেলন করে প্রচারে আনার চেষ্টা করলো সংশ্লিষ্ট দপ্তর।

আরও পড়ুন: মানুষের সর্বনাশে কারও পৌষ মাস, দূষণই লাভজনক ব্যবসা

নিয়োগের বিজ্ঞাপন দিয়েও ডাক্তার পাচ্ছে না রাজ্য স্বাস্থ্য দফতর/The News বাংলা
নিয়োগের বিজ্ঞাপন দিয়েও ডাক্তার পাচ্ছে না রাজ্য স্বাস্থ্য দফতর/The News বাংলা

রাজ্যে কর্মসংস্থান নেই বলে বিরোধীরা প্রতিবাদে সোচ্চার। সেখানে দাঁড়িয়ে গোটা রাজ্যের পাশাপাশি দার্জিলিং জেলাতেই শুধু মাত্র স্বাস্থ্য বিভাগে কত কর্মী নিয়োগ ক্ষেত্রে কতগুলি শুন্য পদ রয়েছে এবং তার নিয়োগ প্রক্রিয়া কিভাবে শুরু হলো, তা এক সাংবাদিক সন্মেলন করে জানালেন দার্জিলিং জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রলয় আচার্য্য।

আরও পড়ুন: মোদীর গেরুয়া রথকে আটকাতে পারল না মমতার সরকার

দার্জিলিং জেলার ক্ষেত্রে ডাক্তার, স্পেশাল ডাক্তার, নার্স ও বিভিন্ন শুন্য পদে কর্মী নিয়োগ সংক্রান্ত ইন্টারভিউ শুরু হলেও ডাক্তার পাওয়া যাচ্ছে না বলে জানালেন তিনি। সমস্ত বিভাগে কর্মী পাওয়া গেলেও স্পেশাল ডাক্তার অর্থাৎ এমও শুন্যপদ ১৩জন থাকলেও মাত্র ৩জন স্পেশাল ডাক্তার পাওয়া গেছে।

আরও পড়ুনঃ EXCLUSIVE: কলকাতা থেকে পুলিশ ও ব্যবসায়ীদের টাকা যাচ্ছে জঙ্গিদের হাতে

বাকি ১০জনকে নিযুক্ত করার জন্য ফের বিজ্ঞাপন দেওয়া হবে বলে জানান হেল্থ অ্যান্ড ফ্যামিলি ওয়েল ফেয়ার রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারপার্সন রঞ্জন সরকার। এদিন মুখ্য স্বাস্থ্য আধিকারিক বলেন, সরকার থেকে নির্দেশিকা এসেছে স্পেশালাইজেশান না হলেও চলবে শুধু এমবিবিএস পাশ থাকলেই ১০টি শুন্যপদে ডাক্তার নিয়োগ করা যাবে।

আরও পড়ুন: ২২ বছর পর ফের ভূস্বর্গে রাষ্ট্রপতি শাসন

রঞ্জনবাবু জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় অনেকগুলো রিক্রুটমেন্ট বোর্ড তৈরী করে দিয়েছেন। শিলিগুড়িতে হেল্থ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার রিক্রুটমেন্ট বোর্ড করা হয়েছে। এই বোর্ডে রয়েছেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও শিলিগুড়ি জেলা হাসপাতালের সুপার, মুখ্য স্বাস্থ্য আধিকারিক, মহকুমা পরিষদের এক্সিকিউটিভ অফিসার এবং জনপ্রতিনিধি হিসেবে শিলিগুড়ি পুরনিগমের বিরোধী দলনেতা রঞ্জন সরকার।

আরও পড়ুনঃ EXCLUSIVE: ডাক্তারের প্রোফাইল হ্যাক করে মহিলাদের ন্যুড ভিডিও পাঠাল ইঞ্জিনিয়ার

তিনি আরও জানান, এই বোর্ডের পক্ষ থেকে ৯১টি শুন্যপদে কর্মী নিয়োগ সংক্রান্ত পরীক্ষা হচ্ছে। ৬৫ জনকে এখনও পর্যন্ত নির্বাচন করা হয়েছে। যা যথেষ্ট নয়। তাই ফের একবার শুন্য পদে লোক নিয়োগ সংক্রান্ত বিজ্ঞাপন দিতে হবে বলে জানান তিনি। তবে আশার কথা মিরিক মহকুমার অন্তর্গত একটি মাত্র সরকারী হাসপাতালে যেখানে ৩০টি শয্যা ছিল সেখানে ১০০টি শয্যা বিশিষ্ট উন্নতমানের স্বাস্থ্য কেন্দ্র করা হচ্ছে।

আরও পড়ুনঃ জনগণকে ‘গাধা’ বানিয়ে ‘শিক্ষাগুরু নেহেরু’র যোগ্য ছাত্র সব রাজনীতিবিদ

সম্প্রতি সেখানে একটি ব্লাড ব্যাঙ্ক করার জন্য অনুমোদন পাওয়া গিয়েছে। সিভিল ও ইলেক্ট্রিক কাজের জন্য এস্টিমেট তৈরী করা হচ্ছে। তা হয়ে গেলেই দপ্তরে পাঠানো হবে। তারপর তা প্রশাসনিক ও অর্থনৈতিক স্তরে সংশোধন হয়ে গেলে টেন্ডার ডেকে কাজ শুরু করা হবে। সেখানেও আরও ডাক্তার, নার্স ও কর্মীর প্রয়োজন হবে। তাও অনুমোদন হয়ে গেছে বলে মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানান।

আরও পড়ুনঃ মানব জীবনে সঙ্গীতের অসংখ্য উপকারিতা

বর্তমানে মিরিক হাসপাতালে ৩০টি শয্যা রয়েছে। তার জন্য ৪জন ডাক্তার ও ১৪জন নার্স রয়েছে। হাসপাতালটি ১০০শয্যার হয়ে গেলে ২০জন ডাক্তার সহ প্রচুর নার্স ও কর্মীর প্রয়োজন হবে। লোকসভা নির্বাচনের আগে বিরোধীদের অভিযোগের মোক্ষম জবাব দিতে দার্জিলিং জেলার স্বাস্থ্য বিভাগে কর্মসংস্থানে বিপ্লব ঘটাতে চলেছে রাজ্য সরকার বলে রাজনৈতিক মহলের ধারনা। যা আশার আলো এই যে, কিছুটা হলেও শিক্ষিত বেকারদের কর্মসংস্থান হবে।

]]>