GTA – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Mon, 21 Jan 2019 17:51:33 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg GTA – The News বাংলা https://thenewsbangla.com 32 32 পাহাড়ে মোর্চা বিজেপির সঙ্গেই, গোপন আস্তানা থেকে বার্তা বিমল গুরুংয়ের https://thenewsbangla.com/gorkha-janmukti-morcha-is-with-the-bjp-in-the-hill-bimal-gurungs-message-from-secret-place/ Mon, 21 Jan 2019 17:47:00 +0000 https://www.thenewsbangla.com/?p=5872 আসল গোর্খা জনমুক্তি মোর্চা কারা? ফের উঠে গেল প্রশ্ন। ২০১৯ সালের লোকসভাতে মমতা বন্দ্যোপাধ্যায় এর তৃতীয় ফ্রন্টে থাকার বিনয় তামাং এর ঘোষণাকে সোমবার বাতিল বলে জানিয়ে দিল বিমল গুরুং-রোশন গিরির গোর্খা জনমুক্তি মোর্চা। বিনয় তামাং এর সঙ্গে গোর্খা জনমুক্তি মোর্চার কোন সম্পর্ক নেই বলেই জানিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়তে পারেনঃ রাজ্যের হাতে টাকা নেই বাজারে ধার, তারপরেও বিধায়কদের ভাতা বাড়ছে

“মমতার মহাজোটে নয়, বিজেপির এনডিএ এর সঙ্গে আছে গোর্খা জনমুক্তি মোর্চা”, সোমবার গোপন আস্তানা থেকে এমন বার্তাই দিলেন মোর্চা নেতা বিমল গুরুং। এর আগেই গোর্খা জনমুক্তি মোর্চার তরফ থেকে বিনয় তামাং ঘোষণা করেন, ২০১৯ সালের লোকসভাতে মমতা বন্দ্যোপাধ্যায় এর তৃতীয় ফ্রন্টে আছে গোর্খা জনমুক্তি মোর্চা। সেই ঘোষণাকে গোর্খা জনমুক্তি মোর্চার তরফ বাতিল বলে সোমবার জানিয়ে দিল গোর্খা জনমুক্তি মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি।

আরও পড়তে পারেনঃ বিজেপির সমালোচনা করে পাহাড়কে শান্ত থাকার অনুরোধ মুখ্যমন্ত্রীর

পাহাড়ে মোর্চা বিজেপির সঙ্গেই, গোপন আস্তানা থেকে বার্তা বিমল গুরুংয়ের/The News বাংলা
পাহাড়ে মোর্চা বিজেপির সঙ্গেই, গোপন আস্তানা থেকে বার্তা বিমল গুরুংয়ের/The News বাংলা

সোমবার বিমল গুরুং-রোশন গিরির গোর্খা জনমুক্তি মোর্চার তরফ থেকে আরও জানান হয়েছে,”বিনয় তামাং মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের একজন কর্মী। ২০১৭ সালের ২০ সেপ্টেম্বর মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে জিটিএ-র এডমিনিস্ট্রেটর হিসাবে নিয়োগ করেছে। গোর্খা জনমুক্তি মোর্চা নিয়ে তাঁর বলার কোন অধিকারই নেই”।

আরও পড়তে পারেনঃ ব্রিগেড থেকে ফিরেই ভোলবদল, মমতা নয় রাহুলকেই প্রধানমন্ত্রী চাইলেন নেতারা

রোশন গিরির চিঠিতে আরও জানান হয়েছে, “বিনয় তামাংকে ১লা সেপ্টেম্বর, ২০১৭ সালেই গোর্খা জনমুক্তি মোর্চা কেন্দ্রীয় কমিটি থেকে বহিষ্কার করা হয়েছে। গোর্খা জনমুক্তি মোর্চার তরফ থেকে কোন কিছুই বলার অধিকার তাঁর নেই”। রোশন গিরির সই করা চিঠিতে জানান হয়েছে গোর্খা জনমুক্তি মোর্চা বিজেপির এনডিএ জোটে ছিল, বিজেপির সঙ্গেই আছে। নরেন্দ্র মোদী ও অমিত শাহ এর প্রতি তাঁদের বিশ্বাস ও পূর্ণ সমর্থন আছে বলেই জানিয়ে দেওয়া হয়েছে।

পাহাড়ে মোর্চা বিজেপির সঙ্গেই, গোপন আস্তানা থেকে বার্তা বিমল গুরুংয়ের/The News বাংলা
পাহাড়ে মোর্চা বিজেপির সঙ্গেই, গোপন আস্তানা থেকে বার্তা বিমল গুরুংয়ের/The News বাংলা

প্রসঙ্গত, পৃথক রাজ্যের দাবীতে পাহাড়ে অশান্তির ঘটনায়, দার্জিলিং-এর ভানুভবনে ভাঙচুর, পুলিশ কর্মীর মৃত্যু সহ একাধিক অশান্তির ঘটনায় প্রায় দেড় বছর পর গত ডিসেম্বরে অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট জমা দেয় সিআইডি। দার্জিলিং-এর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের বা সিজেএম আদালতে বিমল গুরুং, রোশন গিরি, আশা গুরুং, অভিষেক গুরুং, প্রকাশ গুরুং সহ ৭২ জন মোর্চার শীর্ষনেতৃত্বের নামে চার্জশিট দাখিল করে সিআইডি।

আরও পড়তে পারেনঃ বিহারী ভোট ধরতে বাংলায় বাবুলের বিরুদ্ধে বিহারীবাবু

পাহাড়ে পুলিশ মৃত্যু ও অশান্তির ঘটনায় বিমল গুরুংয়ের বিরুদ্ধে চার্জশিট দেয় সিআইডি। চার্জশিটে নাম আছে ৭২ জনের। তাদের মধ্যে ৪৫ জন পলাতক বলে জানানো হয়েছে সিআইডির চার্জশিটে। বিমল গুরুং, রোশন গিরি সহ ৪৫ জন জন ফেরার বলে জানান হয়েছে। এই চার্জশিটের ভিত্তিতে ইতিমধ্যেই এই সকল অভিযুক্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করে দিয়েছে সিআইডি।

আরও পড়তে পারেনঃ মার্চেই শুরুতেই ভারতে লোকসভা ভোটের ঘোষণা

প্রসঙ্গত, গতবছর ১৫জুন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় দার্জিলিং-এর ভানুভবনে সরকারী আধিকারিকদের সাথে একটি বৈঠক করেন। সেই বৈঠকে সিদ্ধান্ত হয় পাহাড়ে বাংলা ভাষা শিক্ষা বিদ্যালয়গুলিতে বাধ্যতামুলক করা হবে। সেই সময় বিমল গুরুং সহ মোর্চা নেতারা মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তের বিরোধিতা করে প্রতিবাদে ভানুভবন ঘেরাও করে বিক্ষোভ দেখায়।

পাহাড়ে মোর্চা বিজেপির সঙ্গেই, গোপন আস্তানা থেকে বার্তা বিমল গুরুংয়ের/The News বাংলা
পাহাড়ে মোর্চা বিজেপির সঙ্গেই, গোপন আস্তানা থেকে বার্তা বিমল গুরুংয়ের/The News বাংলা

পরে আন্দোলনের রেশ বাড়তেই ভানুভবন ভাঙচুর করে বলে অভিযোগ ওঠে মোর্চার বিরুদ্ধে। ভানুভবন ঘেরাও করে পুলিশের ওপর হামলা হয় বলে অভিযোগ ওঠে মোর্চার বিরুদ্ধে। এরপরই সেই ঘটনাকে কেন্দ্র করে অশান্তির সৃষ্টি হয়। এরপরই পাহাড় অগ্নিগর্ভ হয়ে ওঠে। বিমল গুরুংকে ধরতে গিয়ে তার দেহরক্ষীর গুলিতে মারা যান পুলিশ অফিসার অমিতাভ মল্লিক। ওই পুলিশ অফিসার হত্যাকাণ্ডেও সরাসরি জড়িয়ে থাকার জন্য হত্যা মামলার ধারা দেওয়া হয়েছে।

আরও পড়তে পারেনঃ বাংলায় ক্ষোভ বাড়িয়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন বাড়াচ্ছে মোদী সরকার

টানা ১০৫ দিন পাহাড় বন্ধ থাকে। সে সময় জায়গায় জায়গায় সরকারী সম্পত্তি নষ্ট করা হয়। সমস্ত অভিযোগের তীর যায় গুরুং পন্থী মোর্চার বিরুদ্ধে। এই ঘটনায় প্রচুর মোর্চা সমর্থকের বিরুদ্ধে থানায় এফআইআর হয়। মুলত যাদের বিরুদ্ধে এফআইআর হয়েছে তাদের অধিকাংশের বিরুদ্ধে সিআইডি চার্জশিট জমা দেয়৷

আরও পড়তে পারেনঃ ভোটের আগে মানুষের মুখে হাসি ফোটাবে মোদী সরকারের অন্তর্বর্তী বাজেট

সিআইডি সূত্রে খবর, চার্জশিটে খুনের চেষ্টা, সরকারি সম্পত্তি নষ্ট, পুলিশের উপর হামলা-সহ একাধিক ধারা যুক্ত করা রয়েছে। এই মামলার তদন্তে ৫০ জনের স্বাক্ষ্য নিয়েছেন গোয়েন্দারা। সেই সব স্বাক্ষ্য, এফআইআর ও অভিযোগ দেখেই চার্জশিট দেওয়া হয়েছে বলে জানান হয়েছে। গোয়েন্দারা এখন শুধু বিমল গুরুংকে ধরার অপেক্ষায়।

তবে লুকিয়ে থেকেও যে ভাবে পাহাড়ে রাজত্ব চালাচ্ছে বিমল গুরুং-রোশন গিরির গোর্খা জনমুক্তি মোর্চা, তাতে ভোটের সময় অশান্তির আশঙ্কা করছেন সবাই। আসল গোর্খা জনমুক্তি মোর্চা কারা? এই প্রশ্নের সমাধান যতদিন না হচ্ছে, ততদিন পাহাড়ে অশান্তির আশঙ্কা থাকছেই।

আরও পড়তে পারেনঃ

শ্রীজাত হেনস্থা ঘটনায় বাংলার বুদ্ধিজীবিদের মুখোশ খুললেন তসলিমা

বাংলায় দুর্গা পুজো বন্ধ করার চক্রান্ত করছে মোদীর বিজেপি, মারাত্মক অভিযোগ মমতার

মমতার বাছাইয়ে কারা হবেন বাংলার ৪২টি লোকসভা আসনের তৃণমূল প্রার্থী

মোদীর প্রকল্পে আর টাকা দেবেন না মমতা, কেন্দ্র রাজ্য সম্পর্ক তলানিতে

একদিনে বহিষ্কৃত দুই তৃণমূল সাংসদ, দিদিকে ছেড়ে মোদীর দলে আর কে কে

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
নেতার নামে তোলাবাজির অভিযোগে পাহাড়ে গ্রেফতার দুই https://thenewsbangla.com/two-arrested-on-charges-of-taking-money-use-the-name-of-binay-tamang-and-gta/ Sat, 22 Dec 2018 12:39:04 +0000 https://www.thenewsbangla.com/?p=4627 The News বাংলা, শিলিগুড়িঃ নেতার নামে তোলাবাজির অভিযোগে পাহাড়ে গ্রেফতার দুই। বিনয় তামাং এর নাম করে ভয় দেখিয়ে রীতিমত কার্ড ছাপিয়ে তোলাবাজির অভিযোগ রয়েছে এই দুই ব্যক্তির বিরুদ্ধে। অনেকদিন থেকেই অভিযোগের পাহাড় জমা হয়েছিল শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে।

আরও পড়ুনঃ জিএসটি কমাল মোদী সরকার, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমছে

জিটিএ চেয়ারম্যান বিনয় তামাংয়ের নাম করে ভয় দেখিয়ে তোলাবাজির অভিযোগে দুই ভাইকে গ্রেপ্তার করলো শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ। তাদের নাম রাহুল ত্রিখোর্থ্রী(২৬) ও দীপেশ ত্রীখোর্থী(৩২)। তারা কালিম্পংয়ের ঠাকুরনগরের বাসিন্দা। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৫ লক্ষ টাকা, জিটিএ-এর নাম ছাপানো কার্ড, কিছু মানি রিসিট ও একটি মোবাইল ফোন। শিলিগুড়ির প্রধান নগরের বাঘাযতীন কলোনী থেকে গোয়েন্দা বিভাগ অভিযান চালিয়ে এই দুই যুবককে গ্রেপ্তার করে। শনিবার তাদের শিলিগুড়ি আদালতে তোলা হয়।

আরও পড়ুনঃ EXCLUSIVE: ভোটের আগে বাংলার বিখ্যাত সাংবাদমাধ্যমের সঙ্গে ‘সরকারি’ সন্ধি মমতার

নেতার নামে তোলাবাজির অভিযোগে পাহাড়ে গ্রেফতার দুই/The News বাংলা
নেতার নামে তোলাবাজির অভিযোগে পাহাড়ে গ্রেফতার দুই/The News বাংলা

পুলিশের কাছে কয়েকমাস আগে থেকেই একের পর এক অভিযোগ আসছিল। জিটিএ চেয়ারম্যান বিনয় তামাংয়ের নাম করে নানাভাবে ভয় দেখিয়ে কেউ বা কারা টাকা আাদায় করছে। সেই খবরের সত্যতা যাচাই করতে তদন্তে নামে পুলিশ। কিন্তু চেয়ারম্যান বিনয় তামাং এই ধরনের কোন ঘটনার সাথে জড়িত নয় বলে জানতে পারে পুলিশ।

আরও পড়ুনঃ কলকাতা হাইকোর্টের অন্দরেই আটকে রইল বিজেপির রথ যাত্রা

এরপরই অভিযুক্তদের ধরতে কমিশনারেটের গোয়েন্দাদের কাজে লাগানো হয়। জানা যায়, এরা বিভিন্ন অবস্থাপন্ন লোকজন যেমন ডাক্তার ও বড় ব্যবসায়ীদের কাছে ফোন করে তোলা চায়। তারা জিটিএ এর চেয়ারম্যান বিনয় তামাং পরিচয় দিয়ে এদের কাছে ফোন করে ও ভয় দেখাতে থাকে। জিটিএ এর কোন অনুষ্ঠানের নাম করে নুন্যতম ২৫ হাজার টাকা থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত আদায় করে থাকে এরা।

আরও পড়ুনঃ দার্জিলিং টয় ট্রেনের সান্ধ্যকালিন যাত্রায় ট্যুর প্যাকেজ

নেতার নামে তোলাবাজির অভিযোগে পাহাড়ে গ্রেফতার দুই/The News বাংলা
নেতার নামে তোলাবাজির অভিযোগে পাহাড়ে গ্রেফতার দুই/The News বাংলা

পাশাপাশি সেই টাকা নেওয়ার রিসিট ও অনুষ্ঠানের কার্ডও দেওয়া হয় তাদের। সম্প্রতি কয়েকজন ব্যবসায়ী পুলিশের কাছ লিখিত অভিযোগ জানায়। এরপরই নড়েচড়ে বসে প্রশাসন। শিলিগুড়ির গোয়েন্দা দপ্তরের আধিকারিকরা শুক্রবার রাতে প্রধাননগরের বাঘাযতীন কলোনীতে অভিযান চালিয়ে দুই ভাইকে গ্রেপ্তার করে।

আরও পড়ুনঃ ৫ দিন বন্ধ ব্যাঙ্ক, উৎসবের সময় চরম সমস্যায় আমজনতা

ডিসিপি গৌরবলাল জানান, অভিযুক্তরা জেরায় স্বীকার করেছে তারা বিনয় তামাংয়ের নাম ভাঙিয়ে টাকা আদায় করত। দুজনেরই বাড়ি কালিম্পংয়ে। ডিসিপি আরও জানান, দীপেশের বিরুদ্ধে কালিম্পং থানায় ড্রাগ, চুরি, মারপিট সহ চারটি মামলা আছে। রাহুলের বিরুদ্ধে খুন, ডাকাতি সহ ৫ টি মামলা রয়েছে।

আরও পড়ুনঃ ভারতে অবৈধ প্রবেশের দায়ে গ্রেফতার এক আমেরিকান নাগরিক

শিলিগুড়ি, দার্জিলিং, তরাই ও ডুয়ার্সের ব্যবসায়ী সহ ডাক্তার ও অন্যান্য প্রফেশনের ব্যক্তিদের এরা টার্গেট করত। মুল অভিযুক্ত এরা দুজনই। তবে এই কাজে আরও কয়েকজন যুক্ত রয়েছে বলে পুলিশের অনুমান। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। অভিযুক্তদের শনিবার শিলিগুড়ি আদালতে তোলা হলে তার পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়।

]]>
ইস্টবেঙ্গল মহামেডানকে নিয়ে ৩৩ বছর পর ফের দার্জিলিং গোল্ড কাপ https://thenewsbangla.com/darjeeling-gold-cup-again-after-33-years-with-east-bengal-mahamadan-sporting/ Fri, 30 Nov 2018 18:42:03 +0000 https://www.thenewsbangla.com/?p=3369 The News বাংলা, শিলিগুড়িঃ ইস্টবেঙ্গল মহামেডানকে নিয়ে ৩৩ বছর পর ফের দার্জিলিং গোল্ড কাপ ফুটবল অনুষ্ঠিত হতে চলেছে পাহাড়ে। পাহাড়ে অশান্তির জন্য একসময়ের নামকরা টুর্নামেন্টটি তিন দশকের বেশি বন্ধ। পাহাড়ে আবার শুরু হচ্ছে এই ফুটবল টুর্নামেন্ট।

আরও পড়ুনঃ মমতার নির্দেশকে বুড়ো আঙুল, সিন্ডিকেট জুলুমে রাজ্য ছাড়ছেন শিল্পপতি

দীর্ঘ ৩৩ বছর পর ফের পাহড়ে শুরু হতে চলেছে দার্জিলিং গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতা। জিটিএ-র উদ্যোগে এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আগামী ৯ ডিসেম্বর ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আসার কথা। তা না হলে ২৩ ডিসেম্বর ফাইনাল ম্যাচের দিন তিনি পাহাড়ে উপস্থিত থাকবেন বলে শিলিগুড়িতে সাংবাদিক সম্মেলন করে জানান জিটিএ চেয়ারম্যান বিনয় তামাং।

The News Bangla Darjeeling Gold Cup
Gold Cup Tournament/Pic: স্যান্ডি আচার্য

কলকাতার ইস্টবেঙ্গল ও মহামেডান স্পোর্টিং ক্লাব সহ বিএসএফ জলন্ধরের ফুটবল টিম নিয়ে মোট ১৬ টি টিম এই প্রতিযোগিতায় অংশগ্রহন করবে। পাহাড় ও তরাইয়ের বিভিন্ন জায়গায় এই প্রতিযোগিতা হবে। বিনয় তামাং জানান বিজয়ী টীমকে ৩ লক্ষ টাকা নগদ পুরস্কার দেওয়া হবে। রানার্স আপকে দেওয়া হবে ২ লক্ষ টাকা।

আরও পড়ুনঃ ‘বেআইনি মদের টাকা যায় মমতার ভাইপো অভিষেকের বাড়িতে’ কৈলাশ বিজয়বর্গীয়

এছাড়া ম্যান অফ দা ম্যাচ সহ বহু পুরস্কার রয়েছে। তিনি জানান, ১৬ টি টিমের মধ্যে স্থানীয় চারটি টিম রয়েছে। বাকিগুলো সব কলকাতা সহ আসাম, জলন্ধর ও অন্যান্য জেলার। তিনি আরও জানান, ১৯৮৬ সালের আগে পাহাড়ে গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতা হত। এরপর ১৯৮৬ সালের পর বিভিন্ন কারনে ফুটবল প্রতিযোগিতা বন্ধ হয়ে যায়।

দার্জিলিং গোল্ড কাপে খেলার জন্য ১৬টি দলের সঙ্গে কথাবার্তাও চূড়ান্ত করে ফেলেছে জিটিএ। শোনা যাচ্ছে, কলকাতার দল তো বটেই, এই টুর্নামেন্টে খেলতে পাহাড়ে আসবে নেপাল, ভুটান ও বাংলাদেশের বেশ কয়েকটি দলও।

আরও পড়ুনঃ রথযাত্রা উপলক্ষে বাংলায় মোদীর জনসভায় লোকসভার দামামা

জানা গেছে দার্জিলিং ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশানের, আইএফএ অ্যাফিলিয়েশানের রিনিউ করার ক্ষেত্রে সমস্যা দেখা দেয়। কিন্তু বিনয় তামাং জিটিএ চেয়ারম্যান হওয়ার পর জিটিএ স্পোর্টস কাউন্সিল গঠন করে আইএইএর অনুমোদন নিয়ে এ বছর ফুটবল গোল্ড কাপের আয়োজন করছেন।

সূত্রের খবর, দার্জিলিং গোল্ড কাপের সূচনা হবে শিলিগুড়ির লাগোয়া শালুগাড়ায়। তবে ফাইনাল ও সমাপ্তি অনুষ্ঠান দার্জিলিংয়ে করার পরিকল্পনা রয়েছে জিটিএ-র। ম্যাচ হবে কালিম্পং ও মিরিকেও।

আরও পড়ুনঃ পাপ ঢাকতে শিশু বলিদান, জন্মেই অনাথ শিশুরা অসহায়

বিনয় তামাং বলেন, এ বছর ফুটবল প্রতিযোগিতায় সাড়া পেলে আগামীতে আরও বড় ধরনের ফুটবল ম্যাচের আয়োজন করা হবে। আগামী ২ ডিসেম্বর শিলিগুড়ির একটি হোটেলে বড় করে অনুষ্ঠানের মাধ্যমে ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করা হবে। দার্জিলিং গোল্ড কাপ বা জিটিএ চেয়ারম্যান ফুটবল গোল্ড কাপ উদ্বোধন বা ফাইনালে মুখ্যমন্ত্রীর থাকার সম্ভাবনা।

আরও পড়ুনঃ সাংসদ আলুওয়ালিয়াকে পাহাড়ে ওঠার চ্যালেঞ্জ বিনয় তামাংয়ের

একসময়ে সিকিম গভর্নস গোল্ড কাপের মতোই খ্যাতি ছিল দার্জিলিং গোল্ড কাপেরও। পাহাড়ের এই ফুটবল প্রতিযোগিতায় নিয়মিত অংশ নিত কলকাতা-সহ সমতলের নামী ক্লাবগুলি। আট দশকের মাঝামাঝি পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে আন্দোলনে উত্তাল হয়ে ওঠে পাহাড়। বন্ধ হয়ে যায় দার্জিলিং গোল্ড কাপ।

পরবর্তীকালে সুভাস ঘিসিং বা বিমল গুরুং, কেউ এই টুর্নামেন্টটি চালু করার কথা ভাবেন নি। এখন দার্জিলিং গোল্ড কাপ ফের চালু করার উদ্যোগ নিয়েছে জিটিএ। আর তার জেরেই ফুটবলকে ঘিরে উৎসাহ তুঙ্গে শৈলশহর দার্জিলিংয়ে।

]]>