GST – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Sat, 22 Dec 2018 11:48:15 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg GST – The News বাংলা https://thenewsbangla.com 32 32 জিএসটি কমাল মোদী সরকার, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমছে https://thenewsbangla.com/modi-government-reduce-gst-rate-price-of-essential-commodities-is-low/ Sat, 22 Dec 2018 11:02:38 +0000 https://www.thenewsbangla.com/?p=4615 The News বাংলা, দিল্লি: পাঁচ রাজ্যে ভোটে হার। লোকসভা ভোটের ঠিক আগে তিন রাজ্যে ক্ষমতা হাতছাড়া। আর তারপরেই বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসের জিএসটির হার কমাল মোদী সরকার। কমছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। ‘ভোটের দিকে তাকিয়েই এতদিনে শোধরাল কেন্দ্র’, দাবি কংগ্রেস সহ বিরোধীদের। ‘জনগণের স্বার্থেই সিদ্ধান্ত’, কংগ্রেসকে উড়িয়ে দাবি বিজেপির।

আরও পড়ুনঃ EXCLUSIVE: ভোটের আগে বাংলার বিখ্যাত সাংবাদমাধ্যমের সঙ্গে ‘সরকারি’ সন্ধি মমতার

জিএসটি নিয়ে পিছু হটল কেন্দ্রীয় সরকার। শনিবার ২২ ডিসেম্বর নয়াদিল্লীতে জিএসটি কাউন্সিলের ৩১ তম বৈঠক অনুষ্ঠিত হল। সেই বৈঠকের আগেই গত মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেরকমই ইঙ্গিত দিয়েছিলেন। জানাই ছিল ভোটের মুখে জিএসটির হার কমাতে চলেছে বিজেপি সরকার। কংগ্রেস সহ বিরোধীদের দাবী মান্যতা পেল, দাবি কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর। ‘জনগণের স্বার্থেই সিদ্ধান্ত’ জানিয়েছেন অর্থমন্ত্রী অরুণ জেটলি।

জিএসটি কমাল মোদী সরকার, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমছে/The News বাংলা
জিএসটি কমাল মোদী সরকার, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমছে/The News বাংলা

আরও পড়ুনঃ কলকাতা হাইকোর্টের অন্দরেই আটকে রইল বিজেপির রথ যাত্রা

গত মঙ্গলবার প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, কিছুদিনের মধ্যেই শুধুমাত্র কিছু পণ্যের ক্ষেত্রে ২৮% জিএসটি চালু থাকবে। লাক্সারী জিনিসপত্র এই তালিকায় থাকতে পারে বলে ইঙ্গিত করেছিলেন তিনি। গত মঙ্গলবার মুম্বাইতে এক বেসরকারি টিভি চ্যানেলের অনুষ্ঠানে তিনি জানিয়েছিলেন, মানুষের নিত্য ব্যবহার্য জিনিসপত্রের ৯৯ শতাংশ থেকে জিএসটি কমিয়ে ১৮% জিএসটি-র আওতায় নিয়ে আসা হবে।

আরও পড়ুনঃ দার্জিলিং টয় ট্রেনের সান্ধ্যকালিন যাত্রায় ট্যুর প্যাকেজ

শনিবার জি এস টি কাউন্সিলের বৈঠকের পর প্রায় সব নিত্য প্রয়োজনীয় জিনিসের দামই কমল বলাই যায়। জিএসটি রিটার্ন দাখিলের সরলীকরণ করা এবং অনলাইন রিফান্ড নিয়ে আলোচনাও হয়েছে আজকের বৈঠকে।

আরও পড়ুনঃ ৫ দিন বন্ধ ব্যাঙ্ক, উৎসবের সময় চরম সমস্যায় আমজনতা

শনিবার নয়াদিল্লীতে জিএসটি কাউন্সিলের ৩১ তম বৈঠকের পর ঠিক হয়েছে, ৯৯ শতাংশ পণ্যই চলে যাবে ১৮ শতাংশ স্লাবের নিচে। জানা গেছে, জিএসটি হার কমায় মোট ৩৩ টি পণ্যের দাম কমছে। মাত্র ৩৪ টি পণ্যের দামই এখন রইল ১৮ শতাংশ স্লাবের উপরে। ২৬ টি পণ্যে ১৮ শতাংশ থেকে জিএসটি হার কমে হয়েছে ১২ শতাংশ। ৭ টি পণ্যে ২৮ শতাংশ থেকে জিএসটি হার কমে হয়েছে ১২ থেকে ১৮ শতাংশ এর মধ্যে।

আরও পড়ুনঃ ভারতে অবৈধ প্রবেশের দায়ে গ্রেফতার এক আমেরিকান নাগরিক

আর কোন কোন পণ্যে জিএসটি কাউন্সিলের ৩১ তম বৈঠকের পর জিএসটি হার কি কি ঠিক হয়েছে, তা শনিবার বিকালে জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। জিএসটি রিটার্ন দাখিলের সরলীকরণ করা এবং অনলাইন রিফান্ড নিয়ে আলোচনাও হয়েছে আজকের বৈঠকে। সেটা নিয়েও বড় সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। শনিবার সেটা নিয়েও দেশকে জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।

আরও পড়ুনঃ EXCLUSIVE: কলকাতা থেকে পুলিশ ও ব্যবসায়ীদের টাকা যাচ্ছে জঙ্গিদের হাতে

কংগ্রেস সহ বিরোধীদের দাবী মান্যতা পেল, জানিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তবে, বিজেপি উড়িয়ে দিয়েছে রাহুল গান্ধীর বক্তব্য। বিজেপি নেতাদের মতে, সাধারণ মানুষের আরও সুবিধা করে দেওয়ার জন্যই দুর্দান্ত সিদ্ধান্ত নরেন্দ্র মোদী সরকারের। তবে, রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, আসন্ন লোকসভা ভোটের দিকে তাকিয়েই এই সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার।

]]>
সব অনুষ্ঠানেই নেতা মন্ত্রীদের অতিথি করে আনার কুফল https://thenewsbangla.com/its-very-bad-to-bring-leaders-and-ministers-as-guests-in-all-the-events/ Sun, 09 Dec 2018 13:27:24 +0000 https://www.thenewsbangla.com/?p=3807 The News বাংলা, শিলিগুড়িঃ বিব্রত আয়োজকরা। বিরক্ত বাকি বক্তারাও। ক্ষুব্ধ দর্শক ও শ্রোতারা। তাতে কি? আয়োজকদের বিব্রত করে জিএসটি জনসচেতনতার অনুষ্ঠানে এসে তারই তুমুল সমালোচনা রাজ্যের মন্ত্রীর। সব অনুষ্ঠানেই নেতা মন্ত্রীদের অতিথি করে আনার ফল ভোগ করল আয়োজকরা।

আরও পড়ুন: বিজেপির ‘বাংলা রথ’ এখন দেখার ও সেলফি তোলার অন্যতম আকর্ষণ

জিএসটি ও ট্যাক্স সংক্রান্ত আলোচনা নিয়ে সেমিনারে এসে জিএসটির বিরোধিতায় সমালোচনা করে জনসচেতনতার অনুষ্ঠানকেও রাজনীতিতেই নামিয়ে আনলেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব। জিএসটি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মানুষের মধ্যে ধোঁয়াশাকে ফের একবার উস্কে দিয়ে একপ্রকার বিরোধিতায় মুখর হয়ে উঠলেন তিনি। একটি অরাজনৈতিক সেমিনারে পর্যটন মন্ত্রীর এহেন মন্তব্যে রীতিমতো অস্বস্তিতে পড়তে হল ট্যাক্স অ্যাসোসিয়েশান অফ বেঙ্গলের কার্যকর্তাদের।

সব অনুষ্ঠানেই নেতা মন্ত্রীদের অতিথি করে আনার কুফল/The News বাংলা
সব অনুষ্ঠানেই নেতা মন্ত্রীদের অতিথি করে আনার কুফল/The News বাংলা

‘এক দেশ এক ট্যাক্স’ লাগু করার উদ্দেশ্যে কেন্দ্র সরকার ‘জিএসটি’ চালু করে। কিন্তু সেই জিএসটি মানুষের কাছে এখনও পরিষ্কার নয়। সেই কারনেই জিএসটি ও ইনকাম ট্যাক্স সম্পর্কে সমাজের মানুষকে ওয়াকিবহাল করাতে ট্যাক্স অ্যাসোসিয়েশান অফ বেঙ্গলের উদ্যোগে শিলিগুড়িতে একটি সেমিনারের আয়োজন করা হয়।

আরও পড়ুন: ‘পর্যটক প্রধানমন্ত্রী’ নরেন্দ্র মোদীকে স্বাগত জানালেন পর্যটনমন্ত্রী গৌতম দেব

‘দীগন্ত-২০১৮’ শীর্ষক সেই সেমিনারটি রবিবার শিলিগুড়ির একটি বেসরকারী হোটেলে আয়োজন করা হয়। মুলত জিএসটি ও ইনকাম ট্যাক্স সম্পর্কে মানুষের জানা কতটা প্রয়োজন ও ঠিক কি কি উপায়ে এই ট্যাক্স প্রয়োগ করা যায়, এ সমস্ত বিষয়ে সকলকে জানাতেই এই সেমিনারের আয়োজন করা হয়৷

সেই সেমিনারে জিএসটি ও ইনকাম ট্যাক্স নিয়ে বক্তব্য রাখেন মুম্বাইয়ের প্রখ্যাত আইনজীবী শৈলেশ শেঠ, দিল্লীর আইনজীবি কপিল গোয়েল। এছাড়াও বক্তব্য রাখেন নন্দিনী ঘোষ সহ অন্যান্যরা। কিন্তু সেমিনারের তাল কেটে যায় রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেবের বক্তব্যের সময়।

সব অনুষ্ঠানেই নেতা মন্ত্রীদের অতিথি করে আনার কুফল/The News বাংলা
সব অনুষ্ঠানেই নেতা মন্ত্রীদের অতিথি করে আনার কুফল/The News বাংলা

সেমিনারে মুখ্য অতিথি হিসেবে এসে গৌতম দেব তার বক্তব্যের গোটাটাতেই রাজনৈতিক ভাবে কেন্দ্রীয় সরকারের সমালোচনার পাশাপাশি ‘জিএসটি’র বিষয়টি নিয়ে মানুষের মনে কার্যত ভীতির সঞ্চার করে গেলেন। এদিন তিনি কেন্দ্র সরকারের সমালোচনা করে বলেন, মধ্যরাতে জিএসটি ঘোষনা করে কেন্দ্র সরকার ওয়ান নেশান ওয়ান ট্যাক্স ঘোষনা করে। মানুষ এখনও সে বিষয়ে পরিস্কার নয়।

আরও পড়ুন: মোদী সরকারের গড়িমসিতে ‘সার্কিট বেঞ্চ’ চালু হচ্ছে না অভিযোগ মন্ত্রীর

তিনি কটাক্ষ করে বলেন, জিএসটি কাউন্সিল প্রায় প্রতিদিনই নিয়মের পরিবর্তন করে চলেছে। কেন্দ্র সরকার বলেছিল, জিএসটি চালু হলে মানুষের ভোগান্তি কম হবে। কিন্তু মানুষের ভোগান্তি একটুও কমে নি।

জিএসটির সচেতনতা শিবিরে এসে জিএসটি নিয়ে এমন মন্তব্যে বিব্রত বোধ করেন উদ্যোক্তারা। জিএসটি নিয়ে জনসচেতনতা সেমিনারকে রাজনৈতিক সমালোচনার মঞ্চে পরিনত করলেন গৌতম দেব। সব অনুষ্ঠানেই নেতা মন্ত্রীদের অতিথি করে আনার কুফল ভোগ করলেন আয়োজকরা।

]]>