Govt Employees – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Tue, 24 May 2022 11:08:55 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Govt Employees – The News বাংলা https://thenewsbangla.com 32 32 একবারে ৫ বছরের বকেয়া পাবেন সরকারি কর্মচারীরা, ‘এরিয়ার’ নিয়ে বিজ্ঞপ্তি জারি প্রশাসনের https://thenewsbangla.com/govt-employees-will-get-5-years-arrears-at-once-administration-issued-notification-regarding-arrears/ Tue, 24 May 2022 11:08:00 +0000 https://www.thenewsbangla.com/?p=15184 একবারে ৫ বছরের বকেয়া পাবেন সরকারি কর্মচারীরা; ‘এরিয়ার’ নিয়ে বিজ্ঞপ্তি জারি প্রশাসনের। সরকারি কর্মচারীদের জন্য সুখবর, ষষ্ঠ বেতন কমিশনের আওতায়; একলপ্তে পাঁচ বছরের ‘এরিয়ার’ মিটিয়ে দেওয়া হবে। অর্থাৎ ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে, ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত; সেই ‘এরিয়ার’ বা বকেয়া অর্থ দেওয়া হবে বলে জানানো হয়েছে। কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড়ের সরকারি কর্মচারীদের জন্যে; ইতিমধ্যেই ‘এরিয়ার’ নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে চণ্ডীগড় প্রশাসন।

বড়সড় সুখবর পেলেন চণ্ডীগড়ের সরকারি কর্মচারীরা, একলপ্তে ষষ্ঠ বেতন কমিশনের আওতায়; পাঁচ বছরের বকেয়া টাকা (এরিয়ার) মিটিয়ে দেওয়া হবে। ষষ্ঠ বেতন কমিশনের আওতায়, চণ্ডীগড়ের সরকারি কর্মচারীদের; বেতন কাঠামোয় বড়সড় পরিবর্তন এসেছে। কেন্দ্রশাসিত অঞ্চলের তরফে জানানো হয়েছে, ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে; ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ‘এরিয়ার’ মিটিয়ে দেওয়া হবে।

আরও পড়ুনঃ বিপদে পার্থ পরেশ অনুব্রত, তৃণমূলের তিন নেতার সম্পত্তির দিকে নজর দিল সিবিআই

সেইসঙ্গে পঞ্জাব সরকার থেকে, যে সব কর্মীদের ডেপুটেশনে নেওয়া হয়েছে; তাঁদেরও একলপ্তে সেই ‘এরিয়ার’ দেওয়া হবে। ‘এরিয়ার’ প্রদানের পর কত টাকা বেতন দিতে হবে; তা হিসাব করার জন্য ইতিমধ্যে বিভিন্ন দফতরের প্রধানকে নির্দেশ দেওয়া হয়েছে। যে সংশোধিত বাজেট; কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হবে। জানা গেছে, গ্রুপ এ সরকারি কর্মীরা; প্রায় ৫ থেকে ৭ লাখ টাকা করে এরিয়ার পাবেন।

আরও পড়ুনঃ “পেট্রোল ডিজেলের দাম কমানো নিয়েও মিথ্যা বলছেন মমতা”, বোঝালেন তরুণজ্যোতি

একই নির্দেশ কলকাতা হাইকোর্ট দিয়েছে; মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে। তবে হাইকোর্টে মামলা হেরে গেলেও; রাজ্য সরকার আদালতের সেই নির্দেশ মানবেন, না সুপ্রিম কোর্টে যাবেন; সেটাই এখন দেখার। তবে কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড়ের সরকারি কর্মচারীদের জন্যে; ইতিমধ্যেই ‘এরিয়ার’ নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে সেখানকার প্রশাসন। সিদ্ধান্ত মেনে নেবে; জানিয়ে দিয়েছে কেন্দ্রের মোদী সরকার। বাংলায় এটা কবে হবে; সেটাই এখন বড় প্রশ্ন।

]]>
ভোটের মুখে বাংলার সরকারি কর্মীদের জন্য দারুণ সুখবর https://thenewsbangla.com/west-bengal-govt-employees-got-good-news-just-before-lok-sabha-polls/ Sat, 06 Apr 2019 10:13:26 +0000 https://www.thenewsbangla.com/?p=10195 রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য সুখবর। তাঁদের ক্যাশলেস স্বাস্থ্যবিমা এক লক্ষ টাকা থেকে বেড়ে দেড় লক্ষ টাকা হল। তবে, নির্দিষ্ট কিছু হাসপাতালে এই সুবিধা মিলবে।

নির্বাচন ঘোষণার আগেই এই মর্মে সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, স্বাস্থ্যবিমার আওতায় এতদিন এক লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা হত। চিকিৎসার খরচ এক লক্ষ টাকা ছাড়িয়ে গেলে অতিরিক্ত অর্থ উপভোক্তাকে দিতে হত। পরে নিজের দফতরে সেই সংক্রান্ত নথি পেশ করলে সেই টাকা রিইমবার্সমেন্ট করত অর্থ দফতর।

আরও পড়ুনঃ কলকাতার পুলিশ কমিশনার বদল, মমতা ঘনিষ্ঠ অফিসারদের ভোট থেকে দূরে রাখা হল

যদিও টাকা ফেরত পাওয়ার এই প্রক্রিয়া বেশ সময়সাপেক্ষ ছিল। তৃণমূল প্রভাবিত পশ্চিমবঙ্গ রাজ্য কর্মচারী ফেডারেশনের দাবি, নতুন ব্যবস্থায় চিকিৎসার খরচ দেড় লক্ষ টাকা পর্যন্ত হলে উপভোক্তাকে হাসপাতালের কোনও টাকা দিতে হবে না। এই প্রকল্পের আওতায় পরিষেবা দেওয়ার ক্ষেত্রে নথিভুক্ত হাসপাতালগুলি সরকারি নির্দেশ মেনে চিকিৎসা করে।

আরও পড়ুনঃ ঘাসফুলে ভোট দিলে শান্তি পাবে মায়ের আত্মা, সুচিত্রার নাম করে ভোট প্রার্থনা মুনমুনের

তাই দেড় লক্ষ টাকার ক্যাশলেস সুবিধা খুবই লাভজনক হবে। পশ্চিমবঙ্গ রাজ্য কর্মচারী ফেডারেশনের বক্তব্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারি কর্মীদের প্রতিটি সমস্যা নিয়ে ওয়াকিবহাল। তাই তিনি সহানুভূতির সঙ্গে বিষয়টি বিবেচনা করেছেন এবং ক্যাশলেস চিকিৎসার ঊর্ধ্বসীমা বাড়িয়েছেন।

আরও পড়ুনঃ মমতার দাবি না মেনে জঙ্গলমহল থেকে ৩০ কোম্পানি বাহিনী তুলছে নির্বাচন কমিশন

তবে ভোটের মুখে এটা নিয়ে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ হল বলেই জানিয়েছে বিজেপি সহ বিরোধীরা। তবে সাধারণ মানুষের স্বার্থে এই নিয়ে নির্বাচন কমিশনে কোন অভিযোগ করা হবে না বলেই আপাতত জানিয়েছে বিরোধীরা।

আরও পড়ুনঃ মোদী সরকারের উদ্যোগে ইউনেস্কোর কালচারাল হেরিটেজ সম্মান মনোনয়নে বাংলার দুর্গাপূজা

এই ঘোষণায় রাজ্যের বর্তমান রাজ্য সরকারি কর্মচারী ও আবসর নেওয়া পেনশনভোগীদের জন্য খুশির খবর নিয়ে এসেছে। ক্যাশলেশ পরিষেবার এই উচ্চ সীমা বাড়ানোর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্য কর্মচারী ফেডারেশন সহ প্রায় সব সরকারি কর্মীদের সংগঠন।

আরও পড়ুনঃ চিত্র পরিচালক, লেখক ও বিজ্ঞানীদের পর এবার ৬০০ নাট্যকর্মী ঘৃণার রাজনীতির বিরুদ্ধে

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>