Governor Jagdeep Dhankhar – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Thu, 23 Jun 2022 08:10:36 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Governor Jagdeep Dhankhar – The News বাংলা https://thenewsbangla.com 32 32 মানুষের জন্য নয়, শুধু রাজ্যপালকে বিভিন্ন জায়গা থেকে সরাতেই একের পর এক বিল মমতার https://thenewsbangla.com/remove-governor-from-different-places-one-bill-after-another-by-mamata-banerjee-govt/ Thu, 23 Jun 2022 08:09:31 +0000 https://www.thenewsbangla.com/?p=15685 “মানুষের জন্য নয়, শুধু রাজ্যপালকে বিভিন্ন জায়গা থেকে সরাতেই; একের পর এক বোল মমতার”, অভিযোগ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। এবার রাজ্যের ল্যান্ড রিফর্ম ট্রাইব্যুনালের নিয়োগ কর্তার পদ থেকেও; রাজ্যপালকে সরানোর প্রস্তুতি শুরু করল মা মাটি মানুষের সরকার। রাজ্য সরকারি বিশ্ববিদ্যালয়গুলির আচার্য পদের পর; এবার ল্যান্ড রিফর্ম ট্রাইব্যুনালের নিয়োগ কর্তার পদ থেকেও রাজ্যপালকে সরাতে বিল আনছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। আর এই নিয়ে সরব বিরোধী বিজেপি; ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

জুন মাসের শুরুতেই, রাজ্য মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রীকে; রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য নিয়োগের সিদ্ধান্ত হয়। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে এই সিদ্ধান্ত; বিধানসভায় এই মর্মে বিল আসবে বলে জানিয়েছিলেন তিনি। সেই অনুযায়ী ১৩ই জুন সোমবার, পশ্চিমবঙ্গ বিধানসভার বাদল অধিবেশনে; মুখ্যমন্ত্রীকে রাজ্যের ৩১টি সরকারি বিশ্ববিদ্যালয়ের আচার্য করতে পেশ হয় বিল। প্রায় ২ ঘণ্টা বিতর্কের পর; ভোটভুটিতে প্রত্যাশিতভাবেই পাশ হয়ে যায় বিলটি।

পরের দিন ১৪ই জুন মঙ্গলবার, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলিতে রাজ্যপালের জায়গায়; উচ্চশিক্ষা মন্ত্রীকে ভিজিটর পদে বসাতে বিধানসভায় বিল পাস হয়। বিধানসভায় বিল পেশ করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু; এই বিলে বলা হয়েছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভিজিটর হবেন রাজ্যের উচ্চ শিক্ষামন্ত্রী। বিশ্ববিদ্যালয় সংক্রান্ত যে কোনও তথ্য বা নথি চাইতে পারবেন তিনি।

আরও পড়ুনঃ বেমালুম উধাও হয়ে যান শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়-কে ইঞ্জেকশন দেওয়া নার্স রাজদুলারী টিকু

১৬ই জুন প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে; মুখ্যমন্ত্রীকে বসানো সংক্রান্ত বিলও পাস হয়েছে বিধানসভায়। আলিয়া বিশ্ববিদ্যালয়েরও আচার্য হবেন মুখ্যমন্ত্রী; এই বিল আনার সিদ্ধান্ত হয়ে গেছে মন্ত্রিসভায়। অর্থাৎ রাজ্যের বিভিন্ন সংস্থা থেকেই, রাজ্যপালকে সরানোর জন্য একের পর এক বিল আনছে; মমতা বন্দ্যোপাধ্যায় সরকার।

এতদিন, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে আলোচনার ভিত্তিতে; ল্যান্ড রিফর্ম ট্রাইব্যুনালের চেয়ারম্যান এবং জুডিশিয়াল মেম্বারদের নিয়োগ করতেন রাজ্যপাল। এবার, রাজ্যপালের সেই ক্ষমতা খর্ব করার প্রক্রিয়া শুরু হল; এরজন্যও আসছে নতুন এক বিল। এরপরেই রাজ্য সরকারকে একহাত নেন শুভেন্দু অধিকারী; বলেন, “মানুষের জন্য নয়, শুধু রাজ্যপালকে বিভিন্ন জায়গা থেকে সরাতেই; একের পর এক বিল মমতার”। “রাজ্যপাল থেকেও বিজেপির হয়ে কাজ করছে; তাই কি গায়ে লাগছে”; বক্তব্য তৃণমূল নেতাদের।

]]>
সংখ্যা’লঘুদের ‘তা’ণ্ডব’ সামলাতে ব্যর্থ রাজ্য সরকার, সেনা নামিয়ে ‘ঠাণ্ডা’ করার আর্জি https://thenewsbangla.com/state-govt-failed-to-control-the-minorities-agiration-need-indian-army-suvendu-adhikari-letter-to-governor-jagdeep-dhankhar/ Sat, 11 Jun 2022 04:12:07 +0000 https://www.thenewsbangla.com/?p=15382 ‘সংখ্যা’লঘুদের তা’ণ্ডব সামলাতে ব্যর্থ রাজ্য সরকার’। ভারতীয় সেনা বা আধা-সেনা নামিয়ে রাজ্যকে, ‘ঠাণ্ডা’ করার আর্জি নিয়ে; রাজ্যপালকে চিঠি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি নেত্রী নূপুর শর্মার মন্তব্যকে কেন্দ্র করে, গত দু-দিন ধরে হাওড়া জেলার বিস্তীর্ণ এলাকায়; অগ্নি’গর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে। বৃহস্পতিবার চলেছে ১১ ঘণ্টার বিক্ষোভ; পথ অবরোধ। শুক্রবারও হাওড়া জেলার বিভিন্ন জায়গায়; অ’শান্তি চরমে ওঠে। ফের অবরুদ্ধ হয়; ৬ নম্বর জাতীয় সড়ক। এবার রাজ্য প্রশাসনের বিরুদ্ধে মুখ খুলে, রাজ্যপাল জগদীপ ধনকড়কে; চিঠি দিলেন শুভেন্দু অধিকারী।

রাজ্যপাল জগদীপ ধনকড়কে চিঠি দিয়ে, বাংলার পরিস্থিতি সামলাতে; ভারতীয় সেনা বা আধা-সেনা নামানোর আর্জি জানালেন নন্দীগ্রামের বিধায়ক ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যের আইনশৃঙ্খলা ভেঙে পড়ার অভিযোগ তুলে; মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করলেন শুভেন্দু। বিজেপি নেতা জানিয়েছেন, “রাজ্যের প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ; পরিস্থিতি হাতের বাইরে চলে গেছে। প্রতিবাদের নামে বিভিন্ন জায়গায় চলছে বিশৃ’ঙ্খলা”।

একই সঙ্গে বিজেপি পার্টি অফিসে অগ্নি-সংযোগের ঘটনা নিয়ে; সরব হন বিরোধী দলনেতা। এই অবস্থায়, শুভেন্দু অধিকারী অভিযোগ জানিয়ে চিঠি দিয়েছেন; রাজ্যপাল জগদীপ ধনকড়কে। সেই চিঠিতেই তিনি রাজ্যের এই পরিস্থিতি সামলাতে; ভারতীয় সেনা বা আধা সেনা নামানোর অনুরোধ জানিয়েছেন।

আরও পড়ুনঃ জাতীয় সড়ক অবরোধে প্রশাসন চুপ, কলকাতা হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা

শুভেন্দু বলেন, “সিপিএমের সবসময় নিন্দা করে বলব, রিজয়ানুরের ঘটনার পরে আধঘণ্টার মধ্যে; মিলিটারি নামানো হয়েছিল। ভারতীয় সেনাই; মানুষের জীবন-সম্পত্তি রক্ষা করেছিল সেইসময়। আজ উলুবেড়িয়া নিমদিঘি থেকে পাঁচলা পর্যন্ত; কয়েকশো গাড়ি রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। গাড়ি ভাঙা হচ্ছে, পোড়ানো হচ্ছে। রাজ্যের আইনশৃঙ্খলা; হাতের বাইরে চলে গিয়েছে। ভারতীয় সেনা বা আধা-সেনা নামিয়ে মানুষের জীবন সম্পত্তি রক্ষা করার; আর্জি জানিয়ে চিঠি পাঠিয়েছি রাজ্যপালকে”।

শুভেন্দু আরও বলেন, “বিজেপি-র জেলা কার্যালয়ে ঢুকে ভাঙ’চুর করা হয়েছে; আগুন ধরানো হয়েছে। এতেই প্রমাণ হচ্ছে নির্বাচন পরবর্তী হিং’সা; আবার ফিরিয়ে আনতে চায়। কারণ বিজেপির কর্মসূচি-গুলিতে; আবারও মানুষজন বেরোতে শুরু করেছেন। এসএসসি থেকে নানা দুর্নীতিতে সরকার নিমজ্জিত; মানুষের দৃষ্টি ঘোরাতেই এই ঘটনা ঘটানো হচ্ছে। এই মুখ্যমন্ত্রী হল; স্লিপিং চিফ মিনিস্টার। দূষণ এবং তুষ্টি’করণ এর সমস্ত সীমারেখা উনি পার করে দিয়েছেন”।

]]>