Government of West Bengal – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Thu, 11 Apr 2019 13:27:26 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Government of West Bengal – The News বাংলা https://thenewsbangla.com 32 32 বিশ্ব দরবারে বাজিমাত করল মমতার সবুজ সাথী ও উৎকর্ষ বাংলা https://thenewsbangla.com/mamata-banerjees-sabuj-sathi-utkarsh-bangla-recognized-by-uno/ Thu, 11 Apr 2019 12:57:41 +0000 https://www.thenewsbangla.com/?p=10624 মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর স্বপ্ন অবশেষে সত্যি হল। বাংলা সম্পর্কে মুখ্যমন্ত্রীর বারবার বলা ‘জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে’ এই লক্ষ্যে বাংলা আবারও এগিয়ে গেল কয়েক ধাপ। কন্যাশ্রীর পর বিশ্ব দরবারে ফের পুরস্কৃত হল রাজ্যের আরও দুই প্রকল্প। রাষ্ট্রসংঘের ‘চ্যাম্পিয়ন প্রজেক্ট’-এর শিরোপা পেল ‘সবুজ সাথী’ প্রকল্প।

আরও পড়ুনঃ মমতার ফোনের পরই ৫ টি বুথে পুনরায় নির্বাচন চাইলেন রবীন্দ্রনাথ ঘোষ

সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের টুইটারে জানান হয়েছে রাষ্ট্র সংঘের ‘চ্যাম্পিয়ন প্রজেক্ট’ শিরোপা পেল ‘সবুজ সাথী’। একইসঙ্গে রাষ্ট্রসংঘের পুরস্কারের দাবিদার ‘উৎকর্ষ বাংলা’ প্রকল্পও বলে জানানো হয়েছে সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের টুইটার এর মাধ্যমে। ভোটের মধ্যেই মমতার এই সাফল্য আগামী ভোট প্রচারে যে মমতাকে একটা ইস্যু দিল তা বলাই যায়।

আরও পড়ুনঃ কোচবিহারে ৩৫০ বুথে রিগিং, ১৬৬ বুথে পুনরায় নির্বাচনের দাবি তুললেন বিজেপি প্রার্থী

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী নিজেও টুইট করে নিজের আনন্দের কথা ভাগ করে রাজ্যবাসীর সাথে। মুখ্যমন্ত্রী নিজেও উচ্ছসিত ও সম্মানিত এই সম্মান পেয়ে।

বিশ্ব দরবারে বাজিমাত করল মমতার সবুজ সাথী ও উৎকর্ষ বাংলা/The News বাংলা
বিশ্ব দরবারে বাজিমাত করল মমতার সবুজ সাথী ও উৎকর্ষ বাংলা/The News বাংলা

প্রশিক্ষণের মাধ্যমে বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান এর লক্ষে তৈরি হয়েছিল ‘উৎকর্ষ বাংলা’। উৎকর্ষ বাংলা প্রকল্পের আওতায় ভোকেশনাল ও কারিগরি শিক্ষা নিয়ে কর্মসংস্থান হয়েছে প্রায় সাড়ে সাত হাজার বেকার যুবক যুবতীর। অন্যদিকে ‘সবুজ সাথী’ প্রকল্পে নবম ও দশম শ্রেণীর ছাত্র ছাত্রীদের সাইকেল প্রদান করেছে রাজ্য সরকার।

আরও পড়ুনঃ ভোটের ‘দাওয়াই’ দেওয়ার বেনজির হুমকি রাজ্যের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের

২০১৩ সাল থেকে বিশ্বজুড়ে প্রতিযোগিতামূলক পুরস্কার শুরু করেছে রাষ্ট্র সংঘের সংস্থা ITU। এর আগে রাষ্ট্র সংঘের এই সংস্থা ITU থেকেই ‘কন্যাশ্রী’ প্রকল্পের জন্য স্বীকৃতি পেয়েছিল পশ্চিমবঙ্গ।

আরও পড়ুনঃ সুপ্রিম কোর্টের নির্দেশে ভবিষ্যতের ভূতকে ২০ লক্ষ টাকা জরিমানা দেবে মমতা সরকার

এই বছর ১৮টি ক্যাটাগরিতে সারা পৃথিবী থেকে ITU তে হাজার হাজার মনোনয়ন জমা পড়েছিল। প্রতিযোগিতায় ১০৪০ টি প্রকল্পের নাম জমা পড়েছিল। এই সব প্রকল্প গুলিতে অনলাইনে ভোট দিয়েছেন বিশ্বের ২০ লাখেরও বেশি মানুষ। আর সেই ভোট অনুযায়ী প্রথম পাঁচে স্থান করে নিয়েছে পশ্চিমবঙ্গের এই দুটি প্রকল্প।

আরও পড়ুনঃ শুধু কোচবিহারে ছাপ্পা ও সন্ত্রাস আটকাতে না পেরে লজ্জায় বিবেক দুবে ও নির্বাচন কমিশন

বাংলাকে আবারও বিশ্ব সভায় নিজের পরিচয়ে পরিচিত হবার জন্য রাষ্ট্রসংঘের সাম্প্রতিক ঘোষণ তৃণমূলনেত্রীর সেই বাসনা পূরণের করেছে। কন্যাশ্রী প্রকল্পের পর মমতা সরকারের এই দুই প্রকল্পের আন্তর্জাতিক স্বীকৃতি বাংলার মুকুটে নয়া পালক জুড়ল, বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

আরও পড়ুনঃ আশ্চর্য কাণ্ড, ভোট শুরু হতেই কোচবিহার থেকে কলকাতায় ফিরলেন বিবেক দুবে

রাষ্ট্রসংঘে আর্থ সামাজিক যেসব প্রকল্প বিভিন্ন দেশ নিয়েছে তা নিয়েই প্রতিযোগিতার আয়োজন করে। সেই প্রতিযোগিতায় উৎকর্ষ বাংলার পাশাপাশি প্রথম পাঁচে জায়গা করে নিয়েছে সবুজ সাথী প্রকল্প। সরকারী রিপোর্ট অনুযায়ী এখনও পর্যন্ত মত এক কোটির উপরে সাইকেল বিতরণ করা হয়েছে। ৯ এপ্রিল জেনিভায় হবে সম্মান প্রদানের অনুষ্ঠান।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
সম্পর্কের খাতিরে চাকরি দুর্নীতি, রাজ্যের দফতরে কর্মীদের মুখরোচক গল্প https://thenewsbangla.com/complaint-against-corruption-in-government-jobs-for-illicit-relationship/ Tue, 05 Feb 2019 04:33:39 +0000 https://www.thenewsbangla.com/?p=6419 The News বাংলা, EXCLUSIVE: সরকারী চাকরির নিয়োগের ক্ষেত্রে ফের দুর্নীতির অভিযোগ! এবার অভিযোগের তীর রাজ্য সরকারের অধীনস্থ ‘ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি” বা ‘WBSETCL’ এর দিকে। তবে সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তবে অভিযোগ গেছে মুখ্যমন্ত্রী দফতর পর্যন্ত।

আরও পড়ুনঃ ২০১৪ সালে বিজেপি ব্যবহার করেছিল আমাকে, বিস্ফোরক অন্না হাজারে

কলকাতার গড়িয়ার বাসিন্দা বিমল বসু নামক এক ব্যক্তি ‘WBSETCL’ এর বিরুদ্ধে এই চাঞ্চল্যকর অভিযোগ করেন। রাজ্য ভিজিলেন্স কমিশনের কাছে তাঁর অভিযোগের ভিত্তিতে তিনি একটি চিঠি দেন। অভিযোগকারীর মতে, অতি সম্প্রতি ‘সহকারী ম্যানেজার-কর্পোরেট কমিউনিকেশন’ পদে লোক নিয়োগ করা হয়েছে। আর সেখানেই হয়েছে এই দুর্নীতি, অভিযোগ এমনটাই।

সম্পর্কের খাতিরে চাকরি দুর্নীতি, রাজ্যের দফতরে কর্মীদের মুখরোচক গল্প
সম্পর্কের খাতিরে চাকরি দুর্নীতি, রাজ্যের দফতরে কর্মীদের মুখরোচক গল্প/The News বাংলা

সরকারি নিয়মে এক পদের জন্যে কম করে তিনজন পদপ্রার্থীর ইন্টারভিউ করতে হয়। লিখিত পরীক্ষার ভিত্তিতে ওই পদে ইন্টারভিউর জন্য নির্বাচিত হয়। লিখিত পরীক্ষার ভিত্তিতে তিনজনকে ইন্টারভিউতে ডাকাও হয়। দেবায়ন ভাদুড়ি, সহেলী দত্ত ও শুভেচ্ছা মিত্র।

আরও পড়ুনঃ ভারত হাতে পাচ্ছে বিজয় মালিয়াকে, ভোটের আগে বড় জয় মোদী সরকারের

কিন্তু নিয়মবহির্ভূত ভাবে শুভেচ্ছা মিত্রকে কোনও এক অজ্ঞাত কারণে ইন্টারভিউ দিতে দেননি জেনারেল ম্যানেজার-মানবসম্পদ এবং সিনিয়র ম্যানেজার মানবসম্পদ। ওই পদের যোগ্য দাবিদার হওয়ার পরেও শ্রীমতী শুভেচ্ছা মিত্রর বদলে অনৈতিকভাবে শ্রীমতী সহেলি দত্তকে নিযুক্ত করা হয়। অভিযোগ জানিয়েছেন, বিমল বসু ও শুভেচ্ছা মিত্র।

আরও পড়ুনঃ ব্রিগেডের পর ধর্মতলা, ডিম্ভাত ছেড়ে এবার স্যান্ডুইচ ও চিকেন বিরিয়ানি

তাঁর অভিযোগের মূল তীর কোম্পানির ‘জেনেরাল ম্যানেজার-মানবসম্পদ বিভাগ’ এবং ‘সিনিয়র ম্যানেজার-মানবসম্পদ’ এর বিরুদ্ধে। সরকারী নিয়ম অনুযায়ী নূন্যতম তিনজন ব্যক্তির ইন্টারভিউ কোম্পানিকে নিতেই হবে। এই ক্ষেত্রেও দুর্নীতির অভিযোগ ওঠে এই দুই ম্যানেজারের বিরুদ্ধে। তাঁরা এই নিয়ম মানেননি বলেই অভিযোগ। তবে WBSETCL এর তরফ থেকে এই অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ মায়ের প্রতিহিংসা থেকে বাঁচতেই কি বিজেপিতে যোগ দিলেন ‘মমতার মেয়ে’

বিদ্যুৎ ভবনের কর্মীরা এই দুর্নীতির পিছনে অবৈধ সম্পর্ক ও আর্থিক লেনদেনেরও আভাস পাচ্ছেন। অর্থের বিনিময়ে সরকারী চাকরি পাইয়ে দেওয়া, চিরাচরিত অভিযোগ উঠছে। এটাও বলা হচ্ছে যে বর্তমানে অফিসের পর মিস দত্তকে ‘জেনেরাল ম্যানেজার-এইচ.আর’ এর সাথে ঘুরতে দেখা যাচ্ছে। তাঁদের ঘনিষ্ঠতা বিদ্যুৎ ভবনের অনেক কর্মীর মধ্যেই গুঞ্জন সৃষ্টি করেছে। তবে WBSETCL এর তরফ থেকে শুভেচ্ছা মিত্রর অভিযোগের সারবত্তা নেই বলেই জানান হয়েছে।

সম্পর্কের খাতিরে চাকরি, রাজ্যের একটি দফতরে কর্মীদের মুখরোচক গল্প
সম্পর্কের খাতিরে চাকরি, রাজ্যের একটি দফতরে কর্মীদের মুখরোচক গল্প/The News বাংলা

তবে, কাজের বাইরে একজাতীয় সম্পর্ক ফেঁদে কাজের ক্ষেত্রে বিশেষ সুবিধা পাওয়া, এটাই সন্দেহ করছেন দফতরের অনেকেই। কান পাতলেই শোনা যাচ্ছে মুখরোচক রসাল গল্প। মিস মিত্র তাঁর বক্তব্যের সপক্ষে বেশকিছু নথিও প্রমাণস্বরূপ জমা করেছেন। এটিও জানা গেছে যে সিনিয়র ম্যানেজার মিস মিত্রর সঙ্গে অভব্য আচরণ করেন চাকরির ইন্টারভিউতে এবং শুভেচ্ছা মিত্র এর ইন্টারভিউ নেননি।

আরও পড়ুনঃ সারদা কেলেঙ্কারির পাল্টা এবার সিবিআইকেই প্রতারণা মামলার নোটিশ মমতার পুলিশের

শুভেচ্ছা মিত্র এর অভিযোগ, ‘জেনেরাল ম্যানেজার-মানবসম্পদ বিভাগ’ এবং ‘সিনিয়র ম্যানেজার-মানবসম্পদ’, ‘ডিরেক্টর-এইচ.আর’ কে বাধ্য করেন মিস দত্তকে নিয়োগ করার জন্যে। তিনি অভিযোগ পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর দফতরেও।

আরও পড়ুনঃ মমতার নির্দেশে সিবিআই অফিসারদের আটক করে বাংলার আইপিএসরা বিপদে

সবমিলিয়ে, বিদ্যুৎ ভবনে কর্মী নিয়োগে দুর্নীতির এই ধরণের অভিযোগ, সাধারণ কর্মী ও অফিসারদের মধ্যে বেশ আলোড়ন ফেলেছে। শেষ পর্যন্ত সঠিক তদন্তের আশায় অভিযোগকারী। যাতে তাঁর সাথে ঘটা অন্যায়ের ন্যায্য বিচার পাওয়া যায় তাঁর জন্য সব দফতরে ঘুরছেন। বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছেন, “একটা অভিযোগ পেয়েছি, তদন্ত করে দেখাও হয়েছে”। তবে তাতে কানাঘুষো থামছে না বিদ্যুৎ দফতরে।

]]>