Goutam Deb – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Mon, 28 Jan 2019 16:43:19 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Goutam Deb – The News বাংলা https://thenewsbangla.com 32 32 কাঠফাটা রোদে পড়ুয়াদের অসুস্থ করে ছায়ায় বসে রেকর্ড গড়ার নেশা মন্ত্রীর https://thenewsbangla.com/students-get-sick-for-sitting-long-time-in-open-sunlight-ministers-interest-to-record/ Mon, 28 Jan 2019 16:31:41 +0000 https://www.thenewsbangla.com/?p=6139 সময় দুপুর ১টা। ১১টা থেকেই ছাত্র ছাত্রীদের বসিয়ে রাখা কাঠফাটা রোদে। বিষয় বসে আঁকো প্রতিযোগিতা। আর মন্ত্রীর ইচ্ছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তোলা। ব্যাস, আর কি! দুপুরের রোদে, গরমে পড়ুয়াদের খোলা আকাশের নিচে বসিয়ে চলল রেকর্ড গড়ার খেলা। আর মন্ত্রী নিজের সঙ্গী সাথীদের নিয়ে দেখলেন রেকর্ড গড়ার সেই খেলা। অবশ্যই তাঁদের জন্য ছিল ছাউনি, রোদ থেকে বাঁচার জন্য।

আরও পড়ুনঃ Exclusive কংগ্রেস ছেড়ে মমতার হাত ধরলেন মৌসম বেনজির নূর

একসাথে এক মঞ্চে বসে অঙ্কন প্রতিযোগিতা। এত বড় মঞ্চ বিশ্বের আর কোথাও নাকি নেই, বলে দাবী করে এই প্রতিযোগিতাটিকে গিনেস বুকে নাম তোলার জন্য ব্যাকুল উত্তরবঙ্গ উৎসব কমিটি। মন্ত্রী গৌতম দেব জানান, গিনেস বুকে নাম তোলার জন্য ড্রোন ক্যামেরার মাধ্যমে ছবি তুলে রাখা হচ্ছে।

আরও পড়ুনঃ জওহরলাল নেহেরুর গলায় মালা দিয়ে ৬০ বছর পরেও একঘরে ‘নেহেরুর বউ’

কাঠফাটা রোদে পড়ুয়াদের অসুস্থ করে ছায়ায় বসে রেকর্ড গড়ার নেশা মন্ত্রীর/The News বাংলা
কাঠফাটা রোদে পড়ুয়াদের অসুস্থ করে ছায়ায় বসে রেকর্ড গড়ার নেশা মন্ত্রীর/The News বাংলা

পাশাপাশি এই অনুষ্ঠানটির একটি ডকুমেন্টেশানও করা হবে বলে জানান তিনি। উত্তরবঙ্গ উৎসবের বসে আঁকো প্রতিযোগিতা পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ, দাবী মন্ত্রী গৌতম দেবের।

আরও পড়ুনঃ আম দরবারে প্রকাশ্যে মহিলার ওড়না ধরে টান কংগ্রেস মুখ্যমন্ত্রীর

সোমবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে উত্তরবঙ্গ উৎসবের অঙ্গ হিসেবে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। শিলিগুড়ি সহ পার্শবর্তী বিভিন্ন এলাকা থেকে অনেক স্কুলের প্রায় ১৫ হাজার পড়ুয়াদের নিয়ে চারটি গ্রুপে ভাগ করে আয়োজিত হয় বসে আঁকো প্রতিযোগিতা।

কাঠফাটা রোদে পড়ুয়াদের অসুস্থ করে ছায়ায় বসে রেকর্ড গড়ার নেশা মন্ত্রীর/The News বাংলা
কাঠফাটা রোদে পড়ুয়াদের অসুস্থ করে ছায়ায় বসে রেকর্ড গড়ার নেশা মন্ত্রীর/The News বাংলা

আরও পড়ুনঃ ২৪ ঘন্টায় এসএসসির রেজাল্ট প্রকাশ না হলে সচিবকে জেলে ভরার হুঁশিয়ারি বিচারপতির

বেলা ১টা থেকে প্রতিযোগিতা শুরু হওয়ার কথা থাকলেও অনেক স্কুলের পড়ুয়াদের দু ঘন্টা আগেই নিয়ে আসা হয়। অনেক স্কুলের পড়ুয়ারা আবার ১টার সময় এসে পৌঁছাতে পারে নি। সরকারী ও বেসরকারী বাসের পাশাপাশি স্কুল বাসগুলো ভর্তি করে শহরের বুকে নিয়ে আসা ও যাওয়ার সময় শিলিগুড়ি শহর এক প্রকার অবরুদ্ধ হয়ে পড়ে।

আরও পড়ুনঃ মাঠ দিল না রাজ্য, মোদীর সভা ও হেলিকপ্টারের জন্য ফসল ত্যাগ শিক্ষকের

এদিকে কাঠফাটা রোদে কচি কচি ছেলে মেয়েদের মুখ প্রায় ঝলসে যাওয়ার উপক্রম। অবশ্য মন্ত্রীর মতে, এর ফলে বাচ্চাদের শরীরে ভিটামিন ডি তৈরী হয়। তবে প্রতি বছরই রোদের তাপে, গরমে, ভিড়ে ও চাপাচাপিতে পড়ুয়াদের অনেকেই অসুস্থ হয়ে পড়ে। সোমবারও গরমের তাপে বেশ কয়েকজন শিশু অসুস্থ হয়ে পরল। শুধু শিশুরা নয়, অনেক অভিভাবকও অসুস্থ হয়ে পরে রোদে গরমে।

কাঠফাটা রোদে পড়ুয়াদের অসুস্থ করে ছায়ায় বসে রেকর্ড গড়ার নেশা মন্ত্রীর/The News বাংলা
কাঠফাটা রোদে পড়ুয়াদের অসুস্থ করে ছায়ায় বসে রেকর্ড গড়ার নেশা মন্ত্রীর/The News বাংলা

সে ব্যাপারে কোন হেলদোল না রেখেই মন্ত্রীর স্পষ্ট বক্তব্য, কেউ অসুস্থ হলে তার জন্য মেডিকেল টিম রয়েছে। বিভিন্ন হাসপাতাল ও নার্সিং হোমগুলিতে বলা আছে। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপধ্যায়ের চিন্তাভাবনার ফসল উত্তরবঙ্গ উৎসবের এই বসে আঁকো প্রতিযোগিতাটিকে গিনেস বুকে আনতেই হবে।

আরও পড়ুনঃ ভারতের এক ভুলে যাওয়া শহিদ সৈনিকের আজ জন্মদিন

তার জন্য প্রতিবছরই ২০ হাজার প্রতিযোগি নিয়ে আসার চেষ্টা করা হয়। স্কুল পড়ুয়াদের এই প্রতিযোগিতায় আসার জন্য উৎসাহিত করতে তাদের প্রত্যেককে একটি করে সার্টিফিকেট ও মেডেল দেওয়া হয়। এই প্রতিযোগিায় অংশগ্রহনকারীদের চারটে গ্রুপের প্রতি বিভাগের প্রতিযোগিদের মধ্য থেকে ৫০ জন করে মোট ২০০ জন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে আগামি ১ ফেব্রুয়ারী।

কাঠফাটা রোদে পড়ুয়াদের অসুস্থ করে ছায়ায় বসে রেকর্ড গড়ার নেশা মন্ত্রীর/The News বাংলা
কাঠফাটা রোদে পড়ুয়াদের অসুস্থ করে ছায়ায় বসে রেকর্ড গড়ার নেশা মন্ত্রীর/The News বাংলা

আরও পড়ুনঃ সীমান্তের কাঁটাতার অগ্রাহ্য করে একদিনের জন্য এক হল ভারত বাংলাদেশ

কিন্তু প্রতিযোগিতা নিয়ে প্রশাসনের প্রশংসা করলেও, রোদের মধ্যে বাচ্চাদের বসিয়ে রাখার তীব্র সমালোচনা করেছেন অভিভাবকরা। অভিযোগ, রোদের তাপ থেকে বাঁচতে মন্ত্রীকে নিয়ে উদ্যোক্তারা বসে থাকেন ছাউনির তলায়। আর ছাত্র ছাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রাখা হয় রোদে।

পরেরবার মন্ত্রীকে নিয়ে উদ্যোক্তারাও ছায়ায় বসে না থেকে, রোদে-গরমে বাচ্চাদের সঙ্গে বসে রেকর্ডের চেষ্টা করুন। এমনটাই চাইছেন অভিভাবকরা। তখনও রেকর্ড গড়ার এই পাগলামি থাকে কিনা সেটাই দেখতে চান তাঁরা।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
সবার সামনে শিক্ষক শিক্ষিকা ও স্কুল পরিদর্শককে ধমক দিয়ে শিক্ষার পাঠ মন্ত্রীর https://thenewsbangla.com/teachers-and-school-inspector-scold-by-the-minister-infront-of-all/ Sat, 12 Jan 2019 15:49:44 +0000 https://www.thenewsbangla.com/?p=5538 The News বাংলা, শিলিগুড়িঃ ‘আসি যাই মাইনা পাই, কাজের বেলা গুরুত্ব নাই’। শনিবার এই ভাষাতেই স্কুল শিক্ষক-শিক্ষিকাদের কটাক্ষ ও স্কুল পরিদর্শককে ধমক দেন পর্যটন মন্ত্রী গৌতম দেব। প্রকাশ্যেই সবার সামনে স্কুল পরিদর্শক ও স্কুল শিক্ষক-শিক্ষিকাদের বকাঝকা করে শিক্ষার পাঠ দিলেন মন্ত্রী।

উত্তরবঙ্গ উৎসবকে কেন্দ্র করে শিলিগুড়ির সহ আশেপাশের বিভিন্ন স্কুল কর্তৃপক্ষদের নিয়ে এক বৈঠকে দেরীতে আসায় পর্যটনমন্ত্রী গৌতম দেবের কাছে তিরস্কৃত হতে হল জেলা স্কুল পরিদর্শক তপন বসুকে। পর্যটন দপ্তরে অনুষ্ঠিত হওয়া এই বৈঠকে সকলের সামনেই তাঁর দেরি করে আসা নিয়ে তাঁকে একপ্রকার ভর্ৎসিত করলেন মন্ত্রী।

আরও পড়ুনঃ

বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান মার্কিন প্রেসিডেন্টের পদে এক হিন্দু নারী

ভারতের কৃষকের মেয়ে আইএমএফের প্রধান অর্থনীতিবিদ

ভারতীয় সেনাবাহিনীতে ‘ভাবনার বিপ্লব’ ভাবনা কস্তুরীর হাত ধরে

আর এই ঘটনায় কোনো কিছু বলার মত অবস্থাতেই ছিলেন না জেলা স্কুল পরিদর্শক তপন বসু। কার্যত মাথা নিচু করেই তাঁকে সব স্কুল শিক্ষক-শিক্ষিকাদের সামনেই মন্ত্রীর বকাঝকা হজম করতে দেখা গেল।

শনিবার শিলিগুড়ির মাল্লাগুড়িতে মৈনাক টুরিস্ট লজ অর্থাৎ পর্যটন দপ্তরের কার্যলয়ে শিলিগুড়ির বাংলা মিডিয়াম বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অধীনে স্কুলগুলির প্রধান শিক্ষক শিক্ষিকা সহ স্কুল ও কলেজের আধিকারিকদের নিয়ে উত্তরবঙ্গ উৎসবের আগে একটি মিটিং করেন পর্যটনমন্ত্রী গৌতম দেব।

কিন্তু মিটিং যখন প্রায় শেষের পথে তখন তড়িঘড়ি সেখানে আসেন জেলা স্কুল পরিদর্শক তপন বসু। তাঁকে দেখেই রীতিমত অসন্তুষ্ট ও ক্ষুব্ধ হয়েই গৌতম দেব তাঁকে ধমক দেন। তাঁকে সবার সামনেই প্রশ্ন করেন, এমন একটি সরকারী ও গুরুত্বপূর্ণ মিটিংয়ে দেরী করে এলেন তাহলে ডিউটিতেও নিশ্চয়ই দেরী করে ঢোকেন? আপনার কাছ থেকে স্কুলের শিক্ষার্থীরা ও শিক্ষক শিক্ষিকারা কি শিক্ষা নেবে?

আরও পড়ুনঃ

জেলাশাসকের স্ত্রী কাণ্ডে অপসারিত পুলিশ অফিসার পেলেন ‘মুখ্যমন্ত্রী সাহসী পুরস্কার’

সিবিআই থেকে দমকলে বদলি, প্রতিবাদে চাকরি ছাড়লেন আইপিএস

সেই সঙ্গে তিনি স্কুল পরিদর্শককে আরও কটাক্ষ করে সবাইকে বলেন, “এই ধরনের মানুষ যদি আমাদের শিক্ষা ব্যবস্থায় থাকে তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থার কি হবে? আপনাদের কাছ থেকেই তো সমস্ত শিক্ষক শিক্ষিকারা শেখে। তারাও বেশিরভাগই আসি যাই মাইনা পাই”। শিলিগুড়ির বেশ কিছু স্কুলে শিক্ষক শিক্ষিকারা দেরি করে আসেন, অভিযোগ আছে মন্ত্রীর কাছে।

তিনি আরও বলেন, “আমরা শিক্ষাটাকে প্রাধান্য দেই। আসলে আপনারা সরকারের মাইনে তো মাসের এক তারিখে পেয়েই যান, তাই শিক্ষায় অত গুরুত্ব দেন না”। এরপরই মন্ত্রীকে থামিয়ে দিয়ে, স্কুলের বেতন যে মাসের পাঁচ তারিখে হয় সেটা ধরিয়ে দেন শিক্ষক শিক্ষিকারা।

আরও পড়ুনঃ

বাংলায় দুর্গা পুজো বন্ধ করার চক্রান্ত করছে মোদীর বিজেপি, মারাত্মক অভিযোগ মমতার

আয়কর দফতরের নোটিশ, মাথায় হাত কলকাতার পুজো উদ্যোক্তাদের

তাতেই মন্ত্রী আরও বিরক্ত বোধ করে পাল্টা তাদের ‘সার্ভিস বুক ঠিক থাকলে মাইনা ঠিক হবে’ বলে চুপ করিয়ে দেন। এদিকে সমস্ত শিক্ষক শিক্ষিকা ও অন্যান্য সকলের সামনে কথাগুলো শুনে তপনবাবু মাথা নিচু করে বসে থাকেন। মন্ত্রীর কাছে তিরস্কৃত হয়ে মাথা নিচু করে বসে থাকেন শিক্ষক শিক্ষিকারাও।

এর পড়েই গৌতম দেব মিটিং শেষ করে চলে যান। এ ব্যাপারে তিনি বলেন, “ভর্ৎসনা নয়। আমি স্কুল এডুকেশনের কেউ না। আমি ভর্ৎসনা করতে পারি না। শুধু ওনাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন করলাম মাত্র”।

মন্ত্রীর কাছে অপমানিত হওয়ার পর শিক্ষক শিক্ষিকা ও স্কুল পরিদর্শকের মধ্যে সময় সচেতনতা ফিরবে কি? প্রশ্ন অনেকের। কেউ কেউ আবার প্রশ্ন তুলেছেন, এইভাবে প্রকাশ্যে শিক্ষক শিক্ষিকা ও স্কুল পরিদর্শককে বকাঝকা করে স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের হাতে আরও দুর্বিনীত হবার অস্ত্র তুলে দিলেন না তো মন্ত্রী?

আরও পড়ুনঃ

Exclusive: জাতীয় সংগীত এর অপেক্ষা না করেই মঞ্চ ছেড়ে বিতর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মমতার বাছাইয়ে কারা হবেন বাংলার ৪২টি লোকসভা আসনের তৃণমূল প্রার্থী

মোদীর প্রকল্পে আর টাকা দেবেন না মমতা, কেন্দ্র রাজ্য সম্পর্ক তলানিতে

একদিনে বহিষ্কৃত দুই তৃণমূল সাংসদ, দিদিকে ছেড়ে মোদীর দলে আর কে কে

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
সব অনুষ্ঠানেই নেতা মন্ত্রীদের অতিথি করে আনার কুফল https://thenewsbangla.com/its-very-bad-to-bring-leaders-and-ministers-as-guests-in-all-the-events/ Sun, 09 Dec 2018 13:27:24 +0000 https://www.thenewsbangla.com/?p=3807 The News বাংলা, শিলিগুড়িঃ বিব্রত আয়োজকরা। বিরক্ত বাকি বক্তারাও। ক্ষুব্ধ দর্শক ও শ্রোতারা। তাতে কি? আয়োজকদের বিব্রত করে জিএসটি জনসচেতনতার অনুষ্ঠানে এসে তারই তুমুল সমালোচনা রাজ্যের মন্ত্রীর। সব অনুষ্ঠানেই নেতা মন্ত্রীদের অতিথি করে আনার ফল ভোগ করল আয়োজকরা।

আরও পড়ুন: বিজেপির ‘বাংলা রথ’ এখন দেখার ও সেলফি তোলার অন্যতম আকর্ষণ

জিএসটি ও ট্যাক্স সংক্রান্ত আলোচনা নিয়ে সেমিনারে এসে জিএসটির বিরোধিতায় সমালোচনা করে জনসচেতনতার অনুষ্ঠানকেও রাজনীতিতেই নামিয়ে আনলেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব। জিএসটি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মানুষের মধ্যে ধোঁয়াশাকে ফের একবার উস্কে দিয়ে একপ্রকার বিরোধিতায় মুখর হয়ে উঠলেন তিনি। একটি অরাজনৈতিক সেমিনারে পর্যটন মন্ত্রীর এহেন মন্তব্যে রীতিমতো অস্বস্তিতে পড়তে হল ট্যাক্স অ্যাসোসিয়েশান অফ বেঙ্গলের কার্যকর্তাদের।

সব অনুষ্ঠানেই নেতা মন্ত্রীদের অতিথি করে আনার কুফল/The News বাংলা
সব অনুষ্ঠানেই নেতা মন্ত্রীদের অতিথি করে আনার কুফল/The News বাংলা

‘এক দেশ এক ট্যাক্স’ লাগু করার উদ্দেশ্যে কেন্দ্র সরকার ‘জিএসটি’ চালু করে। কিন্তু সেই জিএসটি মানুষের কাছে এখনও পরিষ্কার নয়। সেই কারনেই জিএসটি ও ইনকাম ট্যাক্স সম্পর্কে সমাজের মানুষকে ওয়াকিবহাল করাতে ট্যাক্স অ্যাসোসিয়েশান অফ বেঙ্গলের উদ্যোগে শিলিগুড়িতে একটি সেমিনারের আয়োজন করা হয়।

আরও পড়ুন: ‘পর্যটক প্রধানমন্ত্রী’ নরেন্দ্র মোদীকে স্বাগত জানালেন পর্যটনমন্ত্রী গৌতম দেব

‘দীগন্ত-২০১৮’ শীর্ষক সেই সেমিনারটি রবিবার শিলিগুড়ির একটি বেসরকারী হোটেলে আয়োজন করা হয়। মুলত জিএসটি ও ইনকাম ট্যাক্স সম্পর্কে মানুষের জানা কতটা প্রয়োজন ও ঠিক কি কি উপায়ে এই ট্যাক্স প্রয়োগ করা যায়, এ সমস্ত বিষয়ে সকলকে জানাতেই এই সেমিনারের আয়োজন করা হয়৷

সেই সেমিনারে জিএসটি ও ইনকাম ট্যাক্স নিয়ে বক্তব্য রাখেন মুম্বাইয়ের প্রখ্যাত আইনজীবী শৈলেশ শেঠ, দিল্লীর আইনজীবি কপিল গোয়েল। এছাড়াও বক্তব্য রাখেন নন্দিনী ঘোষ সহ অন্যান্যরা। কিন্তু সেমিনারের তাল কেটে যায় রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেবের বক্তব্যের সময়।

সব অনুষ্ঠানেই নেতা মন্ত্রীদের অতিথি করে আনার কুফল/The News বাংলা
সব অনুষ্ঠানেই নেতা মন্ত্রীদের অতিথি করে আনার কুফল/The News বাংলা

সেমিনারে মুখ্য অতিথি হিসেবে এসে গৌতম দেব তার বক্তব্যের গোটাটাতেই রাজনৈতিক ভাবে কেন্দ্রীয় সরকারের সমালোচনার পাশাপাশি ‘জিএসটি’র বিষয়টি নিয়ে মানুষের মনে কার্যত ভীতির সঞ্চার করে গেলেন। এদিন তিনি কেন্দ্র সরকারের সমালোচনা করে বলেন, মধ্যরাতে জিএসটি ঘোষনা করে কেন্দ্র সরকার ওয়ান নেশান ওয়ান ট্যাক্স ঘোষনা করে। মানুষ এখনও সে বিষয়ে পরিস্কার নয়।

আরও পড়ুন: মোদী সরকারের গড়িমসিতে ‘সার্কিট বেঞ্চ’ চালু হচ্ছে না অভিযোগ মন্ত্রীর

তিনি কটাক্ষ করে বলেন, জিএসটি কাউন্সিল প্রায় প্রতিদিনই নিয়মের পরিবর্তন করে চলেছে। কেন্দ্র সরকার বলেছিল, জিএসটি চালু হলে মানুষের ভোগান্তি কম হবে। কিন্তু মানুষের ভোগান্তি একটুও কমে নি।

জিএসটির সচেতনতা শিবিরে এসে জিএসটি নিয়ে এমন মন্তব্যে বিব্রত বোধ করেন উদ্যোক্তারা। জিএসটি নিয়ে জনসচেতনতা সেমিনারকে রাজনৈতিক সমালোচনার মঞ্চে পরিনত করলেন গৌতম দেব। সব অনুষ্ঠানেই নেতা মন্ত্রীদের অতিথি করে আনার কুফল ভোগ করলেন আয়োজকরা।

]]>
মোদী সরকারের গড়িমসিতে ‘সার্কিট বেঞ্চ’ চালু হচ্ছে না অভিযোগ মন্ত্রীর https://thenewsbangla.com/circuit-bench-not-started-for-lazyness-of-modi-government-goutam-deb/ Thu, 06 Dec 2018 17:40:49 +0000 https://www.thenewsbangla.com/?p=3634 The News বাংলা, শিলিগুড়িঃ সার্কিট বেঞ্চ নিয়ে রাজনীতি করছে কেন্দ্র। জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের সমস্ত পরিকাঠামো প্রস্তুতের পরও মোদী সরকারের টালবাহানায় চালু করা যাচ্ছে না সার্কিট বেঞ্চর কাজ, বলে গুরুতর অভিযোগ তুললেন রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব। আর সার্কিট বেঞ্চ নিয়ে কেন্দ্রের এই ঘৃণ্য রাজনীতির বিরুদ্ধে অবস্থান বিক্ষোভে সামিল হচ্ছেন জলপাইগুড়ি ও শিলিগুড়ির আইন কর্মীরা।

আরও পড়ুনঃ কলকাতা হাইকোর্টে জিতে মোদীর ‘রথ যাত্রা’ আটকালেন মমতা

সার্কিট বেঞ্চ নিয়ে রাজনীতি করছে কেন্দ্র সরকার। মোদী সরকার শুধুমাত্র রাজনীতি করার জন্য সার্কিট বেঞ্চের অনুমোদন আটকে রেখেছে বলে অভিযোগ মন্ত্রীর। বৃহস্পতিবার শিলিগুড়ি হিল কার্ট রোডে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস কার্য্যালয়ে আইনজীবীদের উপস্থিতিতে এক সাংবাদিক বৈঠক করে এই অভিযোগ করেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব।

মোদী সরকারের গড়িমসিতে 'সার্কিট বেঞ্চ' চালু হচ্ছে না অভিযোগ মন্ত্রীর/The News বাংলা
মোদী সরকারের গড়িমসিতে ‘সার্কিট বেঞ্চ’ চালু হচ্ছে না অভিযোগ মন্ত্রীর/The News বাংলা

তিনি বলেন, দীর্ঘ দিন ধরে কলকাতা হাইকোর্টের শাখা হিসেবে জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চ তৈরির দাবি ছিল উত্তরবঙ্গবাসীর। বিগত চল্লিশ বছর ধরে রাজনৈতিক দলগুলির দীর্ঘ টালবাহানা চলেছে। অবশেষে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর শুরুর দিন থেকেই জোড় কদমে সার্কিট বেঞ্চ নির্মাণের কাজ শুরু করা হয়।

আরও পড়ুনঃ ‘পর্যটক প্রধানমন্ত্রী’ নরেন্দ্র মোদীকে স্বাগত জানালেন পর্যটনমন্ত্রী গৌতম দেব

কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুসারে নির্দিষ্ট জমিতেই শুরু হয় সার্কিট বেঞ্চ নির্মাণ এর কাজ। এদিন মন্ত্রী বলেন, বিভিন্ন দপ্তরের সঙ্গে মিলে হাইকোর্টের নির্দেশ মতোই রেকর্ড রুম, আইনজীবীদের বসার জায়গা, কোর্টরুমগুলিকে তৈরি করা হয়েছে। এমনকি সার্কিট বেঞ্চ ডিজিটাইজ হবে সে কারনে হাইকোর্টের আদলে ল্যাব তৈরি করা হয়েছে।

মোদী সরকারের গড়িমসিতে 'সার্কিট বেঞ্চ' চালু হচ্ছে না অভিযোগ মন্ত্রীর/The News বাংলা
মোদী সরকারের গড়িমসিতে ‘সার্কিট বেঞ্চ’ চালু হচ্ছে না অভিযোগ মন্ত্রীর/The News বাংলা

হাইকোর্টের প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য্য সহ কয়েকজন বিচারপতি ও আইনমন্ত্রী এসে পরিকাঠামো খতিয়ে দেখেন। মুখ্যমন্ত্রীর নির্দেশে যুদ্ধকালিন প্রস্তুতির সঙ্গে সম্পন্ন হয় সার্কিট বেঞ্চের কাজ। কয়েক দফায় হাইকোর্টের জনা কয়েক বিচারপতি জলপাইগুড়ি এসে সার্কিট বেঞ্চের সমস্ত পরিকাঠামো খতিয়ে দেখেন।

আরও পড়ুনঃ ‘জগন্নাথের রথযাত্রা নয়, বিজেপির ফূর্তি করার রথযাত্রা’ শুভেন্দু অধিকারী

এদিন মন্ত্রী বলেন, বিরোধী কংগ্রেস, সিপিএম, বিজেপি দলগুলি কলকাতা হাইকোর্টে গিয়ে মামলা রুজু করে। উত্তরবঙ্গে সার্কিট বেঞ্চ তৈরির কাজে বাধা দেওয়ার চেষ্টা করে তারা। তবে চলতি বছরের আগস্ট মাসের ৩০ তারিখ রাষ্ট্রের উপসচিব এই সার্কিট বেঞ্চের প্রক্রিয়া শুরুর কথা জানান কলকাতা হাইকোর্টকে।

মোদী সরকারের গড়িমসিতে 'সার্কিট বেঞ্চ' চালু হচ্ছে না অভিযোগ মন্ত্রীর/The News বাংলা
মোদী সরকারের গড়িমসিতে ‘সার্কিট বেঞ্চ’ চালু হচ্ছে না অভিযোগ মন্ত্রীর/The News বাংলা

কলকাতা হাইকোর্ট সেই অনুযায়ী সার্কিট বেঞ্চ চালুর বিষয় জানিয়ে দেয়। তবে এরজন্য কেন্দ্রীয় সরকারের আইনি বিভাগের অনুমোদন প্রয়োজন। সেই অনুমোদন আর দিচ্ছে না কেন্দ্রীয় সরকার। সার্কিট বেঞ্চের পরিকাঠামো, কর্মী নিয়োগ পরীক্ষা ও নির্বাচন হয়ে যাবার পরও কেন্দ্র সার্কিট বেঞ্চের অনুমোদন আটকে রেখছে বলে জানান মন্ত্রী।

আরও পড়ুনঃ আন্দোলনের এক যুগ পূর্তিতে সিঙ্গুরে শহীদ মিনার গড়বেন মমতা

এদিন মন্ত্রী বলেন অনুমোদন দেওয়া অল্প সময়ের কাজ, একদিনেই তা করা যায়। কিন্ত দিল্লিতে কেন্দ্রীয় সরকার দিনের পর দিন তা আটকে রাখছে। অসাংবিধানিক ভাবে সার্কিট বেঞ্চের অনুমোদন আটকে রেখেছে মোদী সরকার। শুধু মাত্র রাষ্ট্রপতির অনুমোদন ও সার্কিট বেঞ্চ চালু করার জন্য একটি নির্দিষ্ট তারিখের জন্য পুরো বিষয়টা ঝুলে রয়েছে।

মোদী সরকারের গড়িমসিতে 'সার্কিট বেঞ্চ' চালু হচ্ছে না অভিযোগ মন্ত্রীর/The News বাংলা
মোদী সরকারের গড়িমসিতে ‘সার্কিট বেঞ্চ’ চালু হচ্ছে না অভিযোগ মন্ত্রীর/The News বাংলা

বৃহস্পতিবার থেকে ধর্ণায় বসেছেন জলপাইগুড়ি সমস্ত আইন বিষয়ক কর্মীরা। শুক্রবার থেকে শিলিগুড়ি আদালতেও শীঘ্র সার্কিট বেঞ্চ তৈরির দাবিতে অবস্থান বিক্ষোভ করবেন শিলিগুড়ি আইনজীবী ও আইনি কর্মীরা। তবে মন্ত্রী আশ্বাস দেন কোর্টের সমস্ত কাজ অব্যাহত থাকবে। তিনি বলেন শীঘ্র জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ চালু করা না হলে পরিকাঠামো বিকল হয়ে পড়বে।

]]>
‘পর্যটক প্রধানমন্ত্রী’ নরেন্দ্র মোদীকে স্বাগত জানালেন পর্যটনমন্ত্রী গৌতম দেব https://thenewsbangla.com/tourism-minister-gautam-dev-welcomed-the-tourists-prime-minister-narendra-modi/ Thu, 06 Dec 2018 14:59:02 +0000 https://www.thenewsbangla.com/?p=3627 The News বাংলা, শিলিগুড়িঃ বিজেপির গনতন্ত্র বাঁচাও যাত্রার মধ্যেই ১৬ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উত্তরবঙ্গ সফরকে কটাক্ষ পর্যটন মন্ত্রী গৌতম দেবের। প্রধানমন্ত্রীর সফরসূচী এখনও নিশ্চিত নয়। তবে, প্রধানমন্ত্রী এলে শিলিগুড়িতে তাঁকে পর্যটক হিসেবে স্বাগত জানাবেন গৌতম দেব।

আদালতের রায়ে বিজেপির ‘গনতন্ত্র বাঁচাও যাত্রা’ এখন অনিশ্চিত। প্রধানমন্ত্রীর সফরসূচী এখনও নিশ্চিত নয়। বৃহস্পতিবার তিনি কটাক্ষ করে বলেন,’এখন শিলিগুড়ির আবওহাওয়া খুব ভাল। উনি আসছেন খুব ভাল কথা। পর্যটক হিসেবে ওনাকে স্বাগত আমাদের’। প্রধানমন্ত্রী পর্যটনে আসছেন বলে কটাক্ষ গৌতম দেবের।

আরও পড়ুন: রথ যাত্রার আগেই দিলীপ ঘোষের গাড়িতে তৃণমূলের হামলা

তবে প্রধানমন্ত্রী সহ কেন্দ্রীয় মন্ত্রীদের উত্তরবঙ্গ সফরে আসাকে রাজনীতির চোখে দেখলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের মাসে একবার উত্তরবঙ্গ সফরে আসাকে তিনি মানুষে সাথে সমন্বয় রক্ষার জন্য আসেন বলে মনে করেন তিনি। তিনি বলেন, প্রধানমন্ত্রী পাঁচ বছরে দু একবার উত্তরবঙ্গে আসেন। একটা সভা করেন, চলে যান। কিন্তু মমতা বন্দোপাধ্যায় প্রতিমাসে একবার করে উত্তরবঙ্গ সফরে আসেন।

'পর্যটক প্রধানমন্ত্রী' নরেন্দ্র মোদীকে স্বাগত জানালেন পর্যটনমন্ত্রী গৌতম দেব/The News বাংলা
‘পর্যটক প্রধানমন্ত্রী’ নরেন্দ্র মোদীকে স্বাগত জানালেন পর্যটনমন্ত্রী গৌতম দেব/The News বাংলা

আমরা ৩৬৫দিন মানুষের সাথে থাকি। বৃহস্পতিবার শিলিগুড়ির বাঘাযতীন পার্কে তৃণমূল যুব কংগ্রেসের ডাকা সংহতি যাত্রায় অংশগ্রহন করতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শিলিগুড়ি সফর নিয়ে এভাবে নিজের মত ব্যক্ত করেন পর্যটন মন্ত্রী গৌতম দেব।

বৃহস্পতিবার বিজেপির ডাকা গনতন্ত্র বাঁচাও যাত্রার বিরুদ্ধে জনমত গঠন করতে ঠিক তার আগের দিন তৃনমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে রাজ্য ব্যাপি সর্বধর্ম সমন্বয়ে সংহতি যাত্রার আয়োজন করা হয়। শিলিগুড়িতেও এদিন সমস্ত ধর্মের মানুষদের একসঙ্গে নিয়ে বাঘাযতীন পার্ক থেকে এয়ারভিউ মোড় পর্যন্ত ‘সংহতি যাত্রা’ নামে মিছিল করে তৃণমূল কংগ্রেস।

আরও পড়ুন: কলকাতা হাইকোর্টে জিতে মোদীর ‘রথ যাত্রা’ আটকালেন মমতা

এই মিছলে নেতৃত্ব দেন পর্যটনমন্ত্রী গৌতম দেব। তিনি বলেন, ভারতবর্ষের সাংবিধানিক কাঠামোতে সমস্ত ধর্মের মানুষদের প্রতি সহিষ্ণুতার কথা রয়েছে। বৈচিত্র্যের মাঝে মৈত্রী ও মিলনের বার্তা নিয়েই বিভিন্ন স্তরের মানুষদের নিয়ে তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে এদিন রাজ্যব্যাপি সর্বধর্ম সমন্বয়ে সংহতি যাত্রা করা হয়।

আরও পড়ুন: ‘জগন্নাথের রথযাত্রা নয়, বিজেপির ফূর্তি করার রথযাত্রা’ শুভেন্দু অধিকারী

তবে এদিনের মিছিল বিজেপির রথযাত্রার পাল্টা যাত্রা নয় বলে জানান গৌতম দেব। তাঁর বক্তব্য ১৯ তারিখ তৃণমূলের ব্রিগেড সমাবেশ। তার আগে দেড় মাস ধরে আমরা বিভিন্ন ভাবে রাস্তায় নামছি, এদিনও রাস্তায় নামা হয়। বিজেপিকে সাম্প্রদায়িক বলে কটাক্ষ করে ‘রথ যাত্রা’ নামটিকে ব্যঙ্গ করে ‘মাসির বাড়ি পিসির বাড়ি যাত্রা’ নামে অভিহিত করেন তিনি।

]]>