Goutam Deb Minister – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Sat, 02 Mar 2019 18:59:26 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Goutam Deb Minister – The News বাংলা https://thenewsbangla.com 32 32 নাট্য ব্যক্তিত্বদের বাদ দিয়ে নাট্য উৎকর্ষ কেন্দ্রের মঞ্চে কেত্যন রাজনীতির https://thenewsbangla.com/politics-on-the-stage-of-drama-excellence-center-without-the-drama-personality/ Sat, 02 Mar 2019 18:52:59 +0000 https://www.thenewsbangla.com/?p=7370 নাটকের শহর বালুরঘাট। আর সেই নাটকের শহরে বালুরঘাটের কোন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ছাড়াই উদ্বোধন হয়ে গেল নাট্য উৎকর্ষ কেন্দ্র। দিল্লির ন্যাশান্যাল স্কুল অফ ড্রামার আদলে রাজ্যের মধ্যে একমাত্র নাট্য উৎকর্ষ কেন্দ্র। এই নিয়ে ক্ষুব্ধ বালুরঘাটের নাট্য জগতের বিশিষ্টজন থেকে শুরু করে নাট্যপ্রেমীরা।

আরও পড়ুনঃ পাকিস্তান ছাড়ার আগে অভিনন্দন বর্তমানের পাশে ভদ্রমহিলা কে

শনিবার বারবেলায় কার্যত ফাকা অডিটরিয়ামে প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক এই নাট্য উৎকর্ষ কেন্দ্রটি উদ্বোধন করেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব। এছাড়াও উপস্থিত ছিলেন বালুরঘাটের সাংসদ ও বিশিষ্ট নাট্য ব্যাক্তিত্ব অর্পিতা ঘোষ।

নাট্য ব্যক্তিত্বদের বাদ দিয়ে নাট্য উৎকর্ষ কেন্দ্রের মঞ্চে কেত্যন রাজনীতির/The News বাংলা
নাট্য ব্যক্তিত্বদের বাদ দিয়ে নাট্য উৎকর্ষ কেন্দ্রের মঞ্চে কেত্যন রাজনীতির/The News বাংলা

আর ফাঁকা অডিটরিয়মে এত কোটি টাকা ব্যায়ে নির্মিত অত্যাধুনিক নাট্য উৎকর্ষ কেন্দ্রটি উদ্বোধন করতে গিয়ে এই নিয়ে নিজেই ক্ষোভ প্রকাশ করে ফেলেন পর্যটনমন্ত্রী গৌতম দেব। তিনি বলেন এরকম নাটকের শহরে নাটকের লোকজনকেই আমন্ত্রন না জানানোটা বড় ভুল। পাশাপাশি এরকম খালি অডিটরিয়ম নিয়ে আয়োজকদের বিঁধতে ছাড়েননি পর্যটনমন্ত্রী। বলেন আগে জানলে তিনিই এই সংগঠকের দায়িত্ব নিতেন।

আরও পড়ুনঃ ভারতকে হেয় করতে পাকিস্তানের মিথ্যা দাবিতে বেঘোরে প্রাণ গেল পাক পাইলটের

তিনি আরও বলেন, তিনি যে দক্ষ একজন সংগঠক তা প্রমান করতে কয়েকদিন পরে এখানেই তিনদিনের একটি নাট্য অনুষ্ঠান করে দেখিয়ে দেবেন এই আয়োজকদের। যদিও বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ও সাংসদ অর্পিতা ঘোষ বলেন, কয়েক দিনের মধ্যেই ভোটের দিনক্ষন ঘোষনা হয়ে যাবে তাই তাঁদের তড়িঘড়ি উদ্বোধন করতে হয়েছে।

নাট্য ব্যক্তিত্বদের বাদ দিয়ে নাট্য উৎকর্ষ কেন্দ্রের মঞ্চে কেত্যন রাজনীতির/The News বাংলা
নাট্য ব্যক্তিত্বদের বাদ দিয়ে নাট্য উৎকর্ষ কেন্দ্রের মঞ্চে কেত্যন রাজনীতির/The News বাংলা

অপরদিকে বালুরঘাটের বিশিষ্ট নাট্য পরিচালক ও অভিনেতা প্রদোষ মিত্র অভিযোগ জানিয়ে বলেন, এই নাট্য উৎকর্ষের সঙ্গে প্রথম থেকেই জেলার বিশিষ্ট ব্যক্তি ও রাজ্যের তথা বালুরঘাটের নাট্য ব্যাক্তিত্ব একাডেমী পুরষ্কার প্রাপ্ত হরিমাধব মুখার্জী জড়িয়ে ছিলেন। সেখানে তাকে বাদ রেখেই শুধুমাত্র ভোটের দিকে লক্ষ্য রেখে এই নাট্য উৎকর্ষ কেন্দ্র উদ্বোধন, শহরের তথা জেলার নাট্য প্রেমী জনগন কিছুতেই মেনে নিতে পারছেন না।

আরও পড়ুনঃ জওয়ানদের হত্যার ভয়ঙ্কর ষড়যন্ত্র পাক আইএসআইয়ের

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী প্রথমবার রাজ্যে ক্ষমতায় এসে বালুরঘাটকে নাটকের শহর বলে রাজ্যের মধ্যে নাট্যচর্চার জন্য দিল্লির ন্যাশন্যাল স্কুল অফ ড্রামার আদলে একটি নাট্য উৎকর্ষ কেন্দ্র গড়ার উদ্যোগ গ্রহন করেন। উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের অর্থ অনুকুল্ল্যে ২০১২ সালের আগষ্ট মাসে মুখ্যমন্ত্রী এই প্রকল্পের শিলান্যাস করেন।

আরও পড়ুনঃ ভারতীয় বায়ুসেনা অভিনন্দনের স্ত্রী সাজিয়ে নোংরা রাজনীতি মোদী বিরোধীদের

অত্যাধুনিক ব্ল্যাকবক্স সহ নাট্য উৎকর্ষ কেন্দ্রটিতে নাট্যচর্চার জন্য আধুনিকমানের সবরকম পরিকাঠামো থাকার পাশাপাশি এই উৎকর্ষ কেন্দ্রের ভিতর ছেলে ও মেয়ে শিক্ষার্থীদের থাকার জন্য হোস্টেলও গড়ে উঠেছে। এই উৎকর্ষ কেন্দ্রে রয়েছে কাফেটরিয়া।

আরও পড়ুনঃ কাশ্মীরে লড়ছে মরছে সেনা আর তাঁদের নিয়ে চলছে মুনাফার মারপিট

এছাড়াও এই উৎকর্ষ কেন্দ্রে রয়েছে খোলা অডিটরিয়ম সহ নাটক নিয়ে আলোচনা ও নানান বিষয়ে আধুনিক মানের পরিকাঠামো। যা দিল্লির ন্যাশান্যাল স্কুল অফ ড্রামার সাথে পাল্লা দেবার ক্ষেত্রে কোন অংশে কম নয় বলে জানিয়েছেন বিশিষ্ট নাট্য ব্যাক্তিত্ব অর্পিতা ঘোষ।

আরও পড়ুনঃ পাকিস্তানে ভারতীয় সেনার সাহস ও বীরত্ব দেখিয়ে দেশে ফিরলেন অভিনন্দন
আরও পড়ুনঃ যা হয়েছে তা ট্রেলার, আসল ফিল্ম এখনও বাকি বললেন নরেন্দ্র মোদী
আরও পড়ুনঃ পাকিস্তানে ভারতের বিমানহানার সময় জন্ম নবজাতকের নাম মিরাজ

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
কাঠফাটা রোদে পড়ুয়াদের অসুস্থ করে ছায়ায় বসে রেকর্ড গড়ার নেশা মন্ত্রীর https://thenewsbangla.com/students-get-sick-for-sitting-long-time-in-open-sunlight-ministers-interest-to-record/ Mon, 28 Jan 2019 16:31:41 +0000 https://www.thenewsbangla.com/?p=6139 সময় দুপুর ১টা। ১১টা থেকেই ছাত্র ছাত্রীদের বসিয়ে রাখা কাঠফাটা রোদে। বিষয় বসে আঁকো প্রতিযোগিতা। আর মন্ত্রীর ইচ্ছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তোলা। ব্যাস, আর কি! দুপুরের রোদে, গরমে পড়ুয়াদের খোলা আকাশের নিচে বসিয়ে চলল রেকর্ড গড়ার খেলা। আর মন্ত্রী নিজের সঙ্গী সাথীদের নিয়ে দেখলেন রেকর্ড গড়ার সেই খেলা। অবশ্যই তাঁদের জন্য ছিল ছাউনি, রোদ থেকে বাঁচার জন্য।

আরও পড়ুনঃ Exclusive কংগ্রেস ছেড়ে মমতার হাত ধরলেন মৌসম বেনজির নূর

একসাথে এক মঞ্চে বসে অঙ্কন প্রতিযোগিতা। এত বড় মঞ্চ বিশ্বের আর কোথাও নাকি নেই, বলে দাবী করে এই প্রতিযোগিতাটিকে গিনেস বুকে নাম তোলার জন্য ব্যাকুল উত্তরবঙ্গ উৎসব কমিটি। মন্ত্রী গৌতম দেব জানান, গিনেস বুকে নাম তোলার জন্য ড্রোন ক্যামেরার মাধ্যমে ছবি তুলে রাখা হচ্ছে।

আরও পড়ুনঃ জওহরলাল নেহেরুর গলায় মালা দিয়ে ৬০ বছর পরেও একঘরে ‘নেহেরুর বউ’

কাঠফাটা রোদে পড়ুয়াদের অসুস্থ করে ছায়ায় বসে রেকর্ড গড়ার নেশা মন্ত্রীর/The News বাংলা
কাঠফাটা রোদে পড়ুয়াদের অসুস্থ করে ছায়ায় বসে রেকর্ড গড়ার নেশা মন্ত্রীর/The News বাংলা

পাশাপাশি এই অনুষ্ঠানটির একটি ডকুমেন্টেশানও করা হবে বলে জানান তিনি। উত্তরবঙ্গ উৎসবের বসে আঁকো প্রতিযোগিতা পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ, দাবী মন্ত্রী গৌতম দেবের।

আরও পড়ুনঃ আম দরবারে প্রকাশ্যে মহিলার ওড়না ধরে টান কংগ্রেস মুখ্যমন্ত্রীর

সোমবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে উত্তরবঙ্গ উৎসবের অঙ্গ হিসেবে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। শিলিগুড়ি সহ পার্শবর্তী বিভিন্ন এলাকা থেকে অনেক স্কুলের প্রায় ১৫ হাজার পড়ুয়াদের নিয়ে চারটি গ্রুপে ভাগ করে আয়োজিত হয় বসে আঁকো প্রতিযোগিতা।

কাঠফাটা রোদে পড়ুয়াদের অসুস্থ করে ছায়ায় বসে রেকর্ড গড়ার নেশা মন্ত্রীর/The News বাংলা
কাঠফাটা রোদে পড়ুয়াদের অসুস্থ করে ছায়ায় বসে রেকর্ড গড়ার নেশা মন্ত্রীর/The News বাংলা

আরও পড়ুনঃ ২৪ ঘন্টায় এসএসসির রেজাল্ট প্রকাশ না হলে সচিবকে জেলে ভরার হুঁশিয়ারি বিচারপতির

বেলা ১টা থেকে প্রতিযোগিতা শুরু হওয়ার কথা থাকলেও অনেক স্কুলের পড়ুয়াদের দু ঘন্টা আগেই নিয়ে আসা হয়। অনেক স্কুলের পড়ুয়ারা আবার ১টার সময় এসে পৌঁছাতে পারে নি। সরকারী ও বেসরকারী বাসের পাশাপাশি স্কুল বাসগুলো ভর্তি করে শহরের বুকে নিয়ে আসা ও যাওয়ার সময় শিলিগুড়ি শহর এক প্রকার অবরুদ্ধ হয়ে পড়ে।

আরও পড়ুনঃ মাঠ দিল না রাজ্য, মোদীর সভা ও হেলিকপ্টারের জন্য ফসল ত্যাগ শিক্ষকের

এদিকে কাঠফাটা রোদে কচি কচি ছেলে মেয়েদের মুখ প্রায় ঝলসে যাওয়ার উপক্রম। অবশ্য মন্ত্রীর মতে, এর ফলে বাচ্চাদের শরীরে ভিটামিন ডি তৈরী হয়। তবে প্রতি বছরই রোদের তাপে, গরমে, ভিড়ে ও চাপাচাপিতে পড়ুয়াদের অনেকেই অসুস্থ হয়ে পড়ে। সোমবারও গরমের তাপে বেশ কয়েকজন শিশু অসুস্থ হয়ে পরল। শুধু শিশুরা নয়, অনেক অভিভাবকও অসুস্থ হয়ে পরে রোদে গরমে।

কাঠফাটা রোদে পড়ুয়াদের অসুস্থ করে ছায়ায় বসে রেকর্ড গড়ার নেশা মন্ত্রীর/The News বাংলা
কাঠফাটা রোদে পড়ুয়াদের অসুস্থ করে ছায়ায় বসে রেকর্ড গড়ার নেশা মন্ত্রীর/The News বাংলা

সে ব্যাপারে কোন হেলদোল না রেখেই মন্ত্রীর স্পষ্ট বক্তব্য, কেউ অসুস্থ হলে তার জন্য মেডিকেল টিম রয়েছে। বিভিন্ন হাসপাতাল ও নার্সিং হোমগুলিতে বলা আছে। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপধ্যায়ের চিন্তাভাবনার ফসল উত্তরবঙ্গ উৎসবের এই বসে আঁকো প্রতিযোগিতাটিকে গিনেস বুকে আনতেই হবে।

আরও পড়ুনঃ ভারতের এক ভুলে যাওয়া শহিদ সৈনিকের আজ জন্মদিন

তার জন্য প্রতিবছরই ২০ হাজার প্রতিযোগি নিয়ে আসার চেষ্টা করা হয়। স্কুল পড়ুয়াদের এই প্রতিযোগিতায় আসার জন্য উৎসাহিত করতে তাদের প্রত্যেককে একটি করে সার্টিফিকেট ও মেডেল দেওয়া হয়। এই প্রতিযোগিায় অংশগ্রহনকারীদের চারটে গ্রুপের প্রতি বিভাগের প্রতিযোগিদের মধ্য থেকে ৫০ জন করে মোট ২০০ জন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে আগামি ১ ফেব্রুয়ারী।

কাঠফাটা রোদে পড়ুয়াদের অসুস্থ করে ছায়ায় বসে রেকর্ড গড়ার নেশা মন্ত্রীর/The News বাংলা
কাঠফাটা রোদে পড়ুয়াদের অসুস্থ করে ছায়ায় বসে রেকর্ড গড়ার নেশা মন্ত্রীর/The News বাংলা

আরও পড়ুনঃ সীমান্তের কাঁটাতার অগ্রাহ্য করে একদিনের জন্য এক হল ভারত বাংলাদেশ

কিন্তু প্রতিযোগিতা নিয়ে প্রশাসনের প্রশংসা করলেও, রোদের মধ্যে বাচ্চাদের বসিয়ে রাখার তীব্র সমালোচনা করেছেন অভিভাবকরা। অভিযোগ, রোদের তাপ থেকে বাঁচতে মন্ত্রীকে নিয়ে উদ্যোক্তারা বসে থাকেন ছাউনির তলায়। আর ছাত্র ছাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রাখা হয় রোদে।

পরেরবার মন্ত্রীকে নিয়ে উদ্যোক্তারাও ছায়ায় বসে না থেকে, রোদে-গরমে বাচ্চাদের সঙ্গে বসে রেকর্ডের চেষ্টা করুন। এমনটাই চাইছেন অভিভাবকরা। তখনও রেকর্ড গড়ার এই পাগলামি থাকে কিনা সেটাই দেখতে চান তাঁরা।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
কৃষক অসন্তোষে বিজেপির হার থেকে শিক্ষা নিল তৃণমূল https://thenewsbangla.com/bjp-lost-in-farmers-dissatisfaction-tmc-learning-from-bjps-defeat/ Fri, 14 Dec 2018 02:53:16 +0000 https://www.thenewsbangla.com/?p=4138 The News বাংলা, শিলিগুড়িঃ লোকসভা নির্বাচন আসন্ন। বর্তমানে তৃণমূল কংগ্রেসের প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপি। বিজেপি যেভাবে রাজ্যে শক্তিশালী হয়ে উঠেছে তাতে তৃণমূল কংগ্রেসের রাতের ঘুম এক প্রকার উবেই গিয়েছিল। কিন্তু সম্প্রতি পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপি হেরে গেছে। তা থেকে শিক্ষা নিয়ে এবার কিষান ক্ষেত মজদুর সংগঠনকে শক্তিশালী করতে উদ্যোগী হল তৃণমূল।

বিজেপির হার থেকে শিক্ষা। কিষানদের খুশি করতে এগিয়ে এল তৃণমূল। দার্জিলিং জেলা কিষান ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের পুর্ণাঙ্গ কমিটি তৈরি করে দিলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা পর্যটন মন্ত্রী গৌতম দেব। শিলিগুড়ি মহকুমার ব্লকগুলির কিষান ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের পু্র্নাঙ্গ জেলা কমিটি তৈরী করে কমিটির সদস্যদের নাম ঘোষনা করে দিলেন তিনি।

আরও পড়ুনঃ ‘ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করুক মোদী ও মমতা’ ঘোষণা বিচারপতির

শিলিগুড়ি মহকুমার দুটি বিধানসভার গ্রামীন এলাকার প্রায় ৮০ শতাংশ মানুষ চাষাবাদের ওপরই নির্ভরশীল। এদিকে কেন্দ্র ও রাজ্য সরকার কৃষকদের জন্য বিভিন্ন সমাজিক সুরক্ষা প্রকল্প নিয়েছে। কিন্তু মধ্যস্তাকারী বা দালালরা এর মধ্যে ঢুকে পড়ায় কৃষকরা ঠিকমতো এই প্রকল্পগুলির লাভ ওঠাতে পারছে না।

আরও পড়ুনঃ তৃণমূল সরকার ঠিক করবে বিজেপি রথ যাত্রার দিন

সে কারনে পুর্নাঙ্গ জেলা কমিটি গঠন করে এই বিষয়টির ওপর জোড় দেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী। গৌতম দেব কেন্দ্র সরকারের সমালোচনা করে বলেন, ‘কেন্দ্রীয় সরকারের কৃষক বিরোধী নীতির প্রতিফলন সারা ভারতে দেখা গেছে। সেটাকে সামনে রেখে এবার থেকে কৃষকদের সমস্যা সমাধানে মনোনিবেশ করছে রাজ্য৷ সে কারনে গ্রামীন অঞ্চলে জায়গায় জায়গায় কৃষকদের সচেতনতামুলক ক্যাম্প করা হবে, ছোট ছোট সভা হবে’।

আরও পড়ুনঃ বাংলায় ২৫ টাকা কেজি পেঁয়াজ, নাসিকে দাম না পেয়ে আত্মহত্যা

শুধুমাত্র কিষান ক্ষেত মজদুর কমিটির সদস্যরাই নন, মন্ত্রী নিজেই সব জায়গায় গিয়ে মানুষের সাথে কথা বলবেন বলে জানিয়েছেন। এদিকে কিষান ক্ষেত মজদুর কমিটির ফাঁসিদেওয়া ব্লকের সভাপতি পদে নিযুক্ত করা হয়েছে ছোটন কিসকুকে। তিনি এতদিন সিপিআইএম-এর কৃষক সভার নেতৃত্ব দিয়েছেন। তিনি প্রাক্তন বিধায়ক ও শিলিগুড়ি মহকুমা পরিষদের সহ সভাধিপতি ছিলেন।

আরও পড়ুন: বিধায়কের গাড়িতে দুষ্কৃতীদের বোমা গুলির হামলায় মৃত তিন

সম্প্রতি ছোটন কিসকু তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। দায়িত্ব পেয়ে তিনি বলেন, ‘বিগত দিনগুলোর কথা ভাবছি না। বিভিন্ন কারনে কৃষকদের জন্য কাজ করতে পারি নি। তবে এখন যে দায়িত্ব পেলাম তাতে দলের জেলা সভাপতির নির্দেশ অনুসারে কাজ করব’। তিনি জানান, ‘কৃষকদের জন্য অনেক প্রকল্প আছে সেগুলো যাতে কৃষকরা ঠিকমতো পায় তার চেষ্টা করব। তবে মুলত কৃষক ক্রেডিট কার্ড ও কৃষকদের পেনশান পাইয়ে দিতে ব্লক স্তরে ক্যাম্প করা হবে’।

আরও পড়ুন: টার্গেট লোকসভা, দু দিনের বাংলা সফরে সংঘ প্রধান মোহন ভগবত

৩০ ডিসেম্বর বড় আকারের জেলা সম্মেলন করা হবে কিষান ক্ষেত মজদুর দার্জিলিং জেলা কমিটির পক্ষ থেকে। সেখানে প্রায় ২ হাজার কৃষকের জমায়েত হবে বলে আশা প্রকাশ করেন ছোটন কিসকু। এককথায় কৃষক সংগঠনকে শক্তিশালী করে বুথ পর্যন্ত নিয়ে যেতে এখন থেকেই ঝাঁপিয়ে পড়ছে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস।

]]>