Gopalkrishna Gandhi – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Tue, 21 Jun 2022 04:32:32 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Gopalkrishna Gandhi – The News বাংলা https://thenewsbangla.com 32 32 শরদ, ফারুখ, গোপাল, মমতার অনুরোধেও কেউ রাজি নন, ভরসা এখন তৃণমূল নেতা যশবন্ত https://thenewsbangla.com/sharad-pawar-farooq-abdullah-gopalkrishna-gandhi-none-agree-mamata-banerjee-proposed-as-presidential-candidate/ Tue, 21 Jun 2022 04:18:28 +0000 https://www.thenewsbangla.com/?p=15577 শরদ, ফারুখ, গোপাল, মমতার অনুরোধেও কেউ রাজি নন; ভরসা এখন তৃণমূল নেতা যশবন্ত। শরদ পাওয়ার, গোপালকৃষ্ণ গান্ধী, ফারুখ আবদুল্লা। না, কেউই রাজি হচ্ছেন না রাষ্ট্রপতি পদে লড়তে। রাষ্ট্রপতি নির্বাচনে কারা প্রার্থী হবেন; তা নিয়ে রাজধানীতে উত্তাপ ক্রমশই বাড়ছে। আগামী ১৮ জুলাই দেশের ১৪তম রাষ্ট্রপতি নির্বাচন; কিন্তু এখনও পর্যন্ত কোনপক্ষই তাদের প্রার্থীর নাম ঘোষণা করেনি। এরমধ্যেই রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী শিবিরের প্রার্থী হওয়ার নিয়ে, অনিচ্ছা প্রকাশ করে সরে দাঁড়ালেন; পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধী। তার আগে বিরোধী শিবিরের এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন; এনসিপি প্রধান শরদ পাওয়ার এবং জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লাহ। এবার সেই তালিকায় যুক্ত হল; গোপালকৃষ্ণ গান্ধীর নাম।

গত মঙ্গলবার রাষ্ট্রপতি নির্বাচনে নিজেদের প্রার্থী ঠিক করতে দিল্লিতে, দেশের ২২টি বিরোধী দলের শীর্ষ নেতৃত্বকে নিয়ে; বৈঠকে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে অবিজেপি রাজ্যের ৮জন মুখ্যমন্ত্রী ছিলেন। সেই বৈঠকে সর্বসম্মতিক্রমে শরদ পাওয়ারের নাম; বিরোধী শিবিরের রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে প্রস্তাব করা হয়। কিন্তু বৈঠক শেষে মমতা নিজেই জানান, শরদ পাওয়ার সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন; তিনি প্রার্থী হতে ইচ্ছুক নন।

আরও পড়ুনঃ “অগ্নিবীরদের নিয়োগ করব আমার কোম্পানিতে”, দেশজোড়া বিতর্কের মধ্যেই ঘোষণা শিল্পপতির

তারপরই তৃণমূল সূত্রে জানা যায়, পাওয়ার রাজি না হওয়ায়; রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে ফারুক আব্দুল্লাহ এবং গোপালকৃষ্ণ গান্ধীর নাম প্রস্তাব করেন মমতা। গত শনিবার ফারুখ আবদুল্লাও; নিজের নাম সরিয়ে নেন। তারপরে সবার নজর ছিল মহাত্মা গান্ধীর প্রপৌত্রের উপরেই। কিন্তু এবার তিনিও নিজের নাম সরিয়ে নেওয়ায়; অকূল পাথারে বিরোধীরা।

রাষ্ট্রপতি পদে প্রার্থী খুঁজতে; গা উজাড় হওয়ার জোগাড়। কে হবেন বিরোধী দলের রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী? দিল্লিতে মঙ্গলবার বৈঠকে বসছে; কংগ্রেস, বাম, আপ, তৃণমূল সহ একাধিক দলের। ওই বৈঠকেই রাষ্ট্রপতি নির্বাচনে জন্য; বিরোধী দলের পদপ্রার্থীর নামে শিলমোহর পড়ার কথা। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তাবিত সকলেই; একে একে সরে দাঁড়ানোয় সমস্যায় বিরোধী শিবির।

সূত্রের খবর, মঙ্গলবার বৈঠকে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বর্তমানে তৃণমূল নেতা যশবন্ত সিনহার নাম; প্রস্তাব করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু মমতার এই প্রার্থীকে রাষ্ট্রপতি পদে লড়াইয়ে; বিজেপি বিরোধী সবদল মেনে নেয় কিনা, সেটাই এখন দেখার।

]]>
নারাজ পাওয়ার, রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপির বিরুদ্ধে মমতার বাজি গোপালকৃষ্ণ https://thenewsbangla.com/sharad-pawar-not-agree-mamata-banerjee-wants-gopalkrishna-gandhi-as-presidential-candidate/ Wed, 15 Jun 2022 05:24:44 +0000 https://www.thenewsbangla.com/?p=15454 নারাজ পাওয়ার, রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপির বিরুদ্ধে মমতার বাজি গোপালকৃষ্ণ। রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী জোটের; প্রার্থী হচ্ছেন না শরদ পাওয়ার। রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার দৌড় থেকে; নিজেকে সরিয়ে নিয়েছেন এনসিপি সুপ্রিমো। সোমবার মহারাষ্ট্রের মন্ত্রীদের বৈঠকে পাওয়ার জানিয়েছেন; তিনি বিরোধী জোটের রাষ্ট্রপতি পদপ্রার্থী হচ্ছেন না। রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে, বুধবার দিল্লিতে বৈঠকে বসছে বিরোধী দলগুলি। তার আগেই পওয়ারের এই ঘোষণা; বিরোধী শিবিরের জন্য কিছুটা হলেও ধাক্কা। তারপরেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে; চেষ্টা চলছে বাংলার প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধীকে রাজি করানোর।

এই প্রস্তাবে না বলেননি গোপালকৃষ্ণ গান্ধী। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, বিরোধীদের প্রস্তাব ভাবনা-চিন্তা করে দেখতে; সময় চেয়েছেন গোপালকৃষ্ণ। বুধবারই নিজের সিদ্ধান্ত জানিয়ে দেবেন; বলে জানিয়েছেন তিনি। রাজি হলে, সর্বসম্মতিতে বিরোধীদের রাষ্ট্রপতি পদপ্রার্থী হবেন গোপালকৃষ্ণ; কারণ এর আগেই উপরাষ্ট্রপতি পদে; সর্বসম্মতি পেয়েছিলেন তিনি।

আরও পড়ুনঃ “চলুন বাংলায় বুলডোজার সরকার গড়ি, ডান্ডা মেরে আবর্জনা সরাবে”

শরদ পওয়ার এই মুহূর্তে বিরোধী শিবিরের; সবচেয়ে বর্ষীয়ান নেতা। প্রায় সব প্রথমসারির বিরোধী নেতার সঙ্গেই; সুসম্পর্ক রয়েছে এনসিপি সুপ্রিমোর। তিনি প্রার্থী হলে সব বিরোধী দলকে; একছাতার তলায় আনার কাজটা অনেকটাই সহজ হত। কংগ্রেসের তরফেও পওয়ারকে; প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও; পওয়ার প্রার্থী হলে আপত্তি করতেন না। পওয়ারের নামে আপত্তি ছিল না; তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআরেরও। তাতেই পওয়ারের রাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়ার সম্ভাবনা; জোরাল হচ্ছিল। কিন্তু এনসিপি প্রধান নিজেই নিজেকে সরিয়ে নিলেন।

পাওয়ার না করে দেবার পর, মমতার উদ্যোগেই; গোপালকৃষ্ণ গান্ধীর নাম উঠে আসে। ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত; বাংলার রাজ্যপাল ছিলেন ৭৭ বছরের গোপালকৃষ্ণ। দীর্ঘদিন আমলাও ছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কার মতো দেশে; ভারতের হাইকমিশনারও নিযুক্ত ছিলেন। এখন তিনি রাজি হন কিনা; সেটাই এখন দেখার।

আগামী ১৮ জুলাই রাষ্ট্রপতি নির্বাচন; ভোটগণনা ২১ জুলাই। বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের মেয়াদ; শেষ হচ্ছে ২৪ জুলাই। তার আগেই গোটা প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এখনও পর্যন্ত শাসক দল বিজেপিও; প্রার্থী হিসেবে কারও নাম চূড়ান্ত করতে পারেনি। কোন দুই ব্যক্তির মধ্যে দেশের রাষ্ট্রপতি পদের জন্য লড়াই হয়; সেটা দেখার অপেক্ষাতেই গোটা দেশ।

]]>