Gopal Krishna Gandhi – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Wed, 15 Jun 2022 15:45:38 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Gopal Krishna Gandhi – The News বাংলা https://thenewsbangla.com 32 32 রাষ্ট্রপতি পদে গান্ধীর পাশাপাশি আবদুল্লার নাম প্রস্তাব মমতার https://thenewsbangla.com/mamata-banerjee-proposed-gopalkrishna-gandhi-farooq-abdullah-name-for-president-election/ Wed, 15 Jun 2022 15:44:51 +0000 https://www.thenewsbangla.com/?p=15479 সবাইকে চমকে দিয়ে, রাষ্ট্রপতি পদে গোপালকৃষ্ণ গান্ধীর পাশাপাশি; ফারুখ আবদুল্লার নাম প্রস্তাব বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বুধবার দিল্লির কনস্টিটিউশন হলে বিরোধীদের বৈঠক শেষে, আরএসপি-র এনকে প্রেমচন্দ্রন জানান; “রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে গোপালকৃষ্ণ গাঁধী ও ফারুখ আবদুল্লার নাম প্রস্তাব করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়”। তবে ভারতের রাষ্ট্রপতি পদে, ফারুখ আবদুল্লার নাম প্রস্তাব করায় অবাক বিজেপি।

সূত্রের খবর, এবার রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য; গোপালকৃষ্ণের সঙ্গে বিরোধী শিবিরের কয়েকজন নেতা ফোনে কথা বলেছেন। বিরোধীদের রাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়ার জন্য; তাঁকে অনুরোধ করা হয়েছে। বিরোধী নেতাদের একাংশের অনুরোধে, প্রাথমিক ভাবে; গাঁধী-পৌত্র ‘ইতিবাচক’ সাড়া দিয়েছেন বলে জানা গিয়েছে। বিরোধী শিবিরের একাংশে দাবি, রাষ্ট্রপতি পদপ্রার্থী হতে ‘সম্মত’ হলে; গোপালকৃষ্ণকেই সর্বসম্মতিক্রমে রাষ্ট্রপতি পদপ্রার্থী করা হবে।

গোপালকৃষ্ণ গান্ধী রাজি না হলে; ফারুখ আব্দুল্লাকেই বিকল্প হিসাবে বেছে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই ব্যপারে, অনেকেই রাজি নন; কারণ কাশ্মীরে সংখ্যা’লঘু হি’ন্দুদের উপর অ’ত্যাচা’রে ফারুখ আবদুল্লার বড় হাত ছিল বলে মনে করেন অনেকেই। বর্ষীয়ান নেতা তথা এনসিপি সুপ্রিমো শরদ পওয়ার, রাজি না হওয়ায়; রাষ্ট্রপতি পদে বিরোধী শিবিরের প্রার্থী হিসেবে দুজনের নাম প্রস্তাব করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ মোদীর ‘আচ্ছে দিন’ কি আসছে, ভারত ঢুকছে ৫ লক্ষ কোটি ডলারের অর্থনীতিতে

ওই দুইজন হলেন, জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুখ আবদুল্লা; ও পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধী। এই দুজনের সঙ্গে কথা বলে; শিগগিরই চূড়ান্ত নাম ঘোষণা করা হবে। বিরোধী শিবিরের পরবর্তী বৈঠক থেকেই; আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম ঘোষণা করা হবে। রাষ্ট্রপতি নির্বাচনের রণকৌশল চূড়ান্ত করতে; বুধবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে বৈঠকে বসেছিলেন দেশের প্রধান বিরোধী দলগুলির শীর্ষ নেতারা।

বৈঠকের উদ্যোক্তা ছিলেন; তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দেড় ঘন্টার বেশি সময় ধরে; চলে এই বৈঠক। সূত্রের খবর, বৈঠকে রাষ্ট্রপতি পদে শরদ পওয়ারের নাম; প্রস্তাব করেন তৃণমূল সুপ্রিমো। যদিও সক্রিয় রাজনীতিতেই তিনি থাকতে চান বলে জানিয়ে; ওই প্রস্তাব ফেরান শরদ পওয়ার। তারপরেই বিকল্প প্রার্থী হিসেবে; গোপালকৃষ্ণ গান্ধী ও ফারুখ আবদুল্লার নাম প্রস্তাব করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে ফারুখ আবদুল্লাহর নাম মমতা প্রস্তাব করলেও; অনেকেই এই নিয়ে কোন মন্তব্য করতে রাজি হয়নি।

]]>