Google – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Thu, 04 Apr 2019 17:23:59 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Google – The News বাংলা https://thenewsbangla.com 32 32 ১৫ বছর পূর্ণ করল জিমেল, আজও কোটি মানুষের ভরসা https://thenewsbangla.com/gmail-celebrates-its-15th-birthday-with-new-added-features/ Thu, 04 Apr 2019 11:48:10 +0000 https://www.thenewsbangla.com/?p=9986 গুগলের ইমেল পরিষেবা জিমেল, সোমবারে ১৫ বছর পূর্ণ করল। মাসিক ১.৫ বিলিয়নেরও বেশী লোক সক্রিয় ভাবে জিমেল ব্যবহার করে, বর্তমানে জিমেল পুরো বিশ্বে অন্যতম জনপ্রিয় ইমেল ক্লায়েন্ট।

জিমেলের শুরুর দিনগুলো :
২০০৪ সালের ১লা এপ্রিল, ফ্রি ইমেল পরিষেবা হিসাবে জিমেল লঞ্চ করা হয়। প্রথমে এটি লিমিটেড বেটা হিসাবে পাওয়া যেত, ২০০৯ সালের ৭ই জুলাই অবধি জিমেল পরীক্ষাধীন ছিল, এরপরই বাণিজ্যিক ভাবে সবার জন্য জিমেল পরিষেবা শুরু হয়।

আরও পড়ুনঃ মহাকাশে ফের মিলিটারী স্যাটেলাইট পাঠাচ্ছে ভারত

জিমেল ডেভেলপার :
পল বুচেইট, প্ৰথম জিমেল এর ডেভলপমেন্ট শুরু করেন, যিনি গুগল এর ২৩ তম কর্মচারী ছিলেন, ২০০১ সালে তিনি এই প্রজেক্টটি শুরু করেন। গুগলের কোটি কোটি মার্কিন ডলারের এডসেন্সের পিছনেও বুচেইটের অবদান আছে। ২০০৬ সালে গুগল ছাড়ার পর তিনি ফ্রেন্ড ফিড নামে একটি কোম্পানি শুরু করেন, যা পরবর্তী সময় ফেসবুক অধিগ্রহন করে। তিনি ওয়াই কম্বিনেটর ফার্মের একজন পার্টনার ছিলেন।

ক্রমবর্ধমান ক্লাউড স্টোরেজ :
আপনি কি জানেন জিমেইলের শুরুর ভার্শন মাত্র ১ জিবির ফ্রী ক্লাউড স্টোরেজ দিত? জিমেইলের একবছর পূর্তি উপলক্ষে এই স্টোরেজ ২ জিবি করা হয়। এরপর কোম্পানি ফ্রী স্টোরেজের সীমা আস্তে আস্তে বাড়াতে থাকে।

আরও পড়ুনঃ ভোটের মুখে তৃণমূল সভাপতির বাড়ি থেকে উদ্ধার অস্ত্র ও কোটি কোটি টাকা

২০১২ সালে একটি বড় আপডেটের মাধ্যমে জিমেইলের ফ্রী স্টোরেজ ৭.৫ জিবি থেকে বাড়িয়ে ১০ জিবি করে দেওয়া হয়। ২০১৩ সালে সেটি ১৫ জিবি অবধি বাড়িয়ে দেওয়া হয়।

ক্রমপরিবর্তমশীল ইন্টারফেস :
শুরুর ইন্টারফেসে কিছু বেসিক ইমেইল এলিমেন্টস থাকলেও, জিমেইল পরবর্তী কালে অনেক নতুন ফিচার এনেছে। ২০১১ সালে জিমেইল একটি পরিছন্ন ইন্টারফেস সংযোজন করে। কয়েক বছর পর লেবেল ও নিয়ে আসা হয় জিমেইল এর ইন্টারফেসে।

আরও পড়ুনঃ EXCLUSIVE: বিরোধীদের অভিযোগ উড়িয়ে দিয়ে রাজ্যে ৩০ শতাংশেরও কম স্পর্শকাতর বুথ

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লারনিং :
গুগল সংযোজন করেছ অনেক ধরনের মেশিন লারনিং ড্রাইভেন ফিচার, যেমন স্মার্ট রিপ্লায়ের মাধ্যমে ইউসাররা তাড়াতাড়ি ইমেইলের রিপ্লাই ড্রাফট করতে পারবে।

প্রেডিক্টিভ টাইপিং এবং সার্চ ছাড়াও মেশিন লার্নিংয়ের সাহায্যে জিমেইল সক্ষম হয়েছে স্পাম মেসেজে বন্ধ করতে। গুগল জানিয়েছে এই বছরের শুরুতে ১০০ মিলিয়নের বেশি স্পাম মেসেজ বন্ধ করেছে,মেশিন লার্নিংয়ের সাহায্যে।

আরও পড়ুনঃ কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে রাজ্য পুলিশও থাকছে বুথে, বিরোধী শিবিরে জোর ধাক্কা

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
গুগুল সার্চ করলেই অশালীন ভাষা, অনুব্রতকে নিয়ে ট্রল সোশ্যাল মিডিয়ায় https://thenewsbangla.com/anubrata-mondal-google-search-gives-indecent-language-troll-in-social-media/ Fri, 01 Mar 2019 18:04:08 +0000 https://www.thenewsbangla.com/?p=7306 গুগুল সার্চ করলেই অশালীন বক্তব্য, অনুব্রতকে নিয়ে ট্রল সোশ্যাল মিডিয়ায়। গুগুল সার্চ করলেই সমস্যা। অনুব্রত লিখে সার্চ করলেই চলে আসছে অশ্লীল ভাষা। আর এই নিয়েই রাজ্য জুড়ে অনুব্রতকে নিয়ে শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায় ট্রল।

আরও পড়ুনঃ পাকিস্তানে ভারতীয় সেনার সাহস ও বীরত্ব দেখিয়ে দেশে ফিরলেন অভিনন্দন

শুক্রবার সন্ধ্যা থেকেই এই ঘটনা ঘটছে। অনুব্রত মন্ডল লিখে সার্চ করলেই উইকিপিডিয়ায় ভেসে আসছে অশালীন সব শব্দ। আর তা নিয়েই হাসির রোল সোশ্যাল মিডিয়ায়। আর সেই লেখার স্ক্রিনশটও ভাইরাল হচ্ছে ব্যপক হারে।

গুগুল সার্চ করলেই অশালীন ভাষা, অনুব্রতকে নিয়ে ট্রল সোশ্যাল মিডিয়ায়/The News বাংলা
গুগুল সার্চ করলেই অশালীন ভাষা, অনুব্রতকে নিয়ে ট্রল সোশ্যাল মিডিয়ায়/The News বাংলা

এর আগেও গুগুলে সার্চ করলে এরকমই অনেক বিভ্রান্তিকর তথ্য দিয়েছে গুগুল। সম্প্রতি ভারত পাক উত্তেজনার মধ্যে গুগুলে ‘ভিখারি’ লিখে সার্চ করলে ফুটে উঠেছে ইমরান খানের ছবি। অথবা ‘টয়লেট পেপার’ লিখে সার্চ করলে ভেসে উঠেছে পাকিস্তানের পতাকা। আর এবার সেই পথেই আক্রান্ত তৃণমূলের কেষ্ট।

আরও পড়ুনঃ ভারতের ভয়ে কাঁপছে পাকিস্তান, অভিনন্দনকে বিমানে আনার প্রস্তাব নাকচ

উল্লেখ্য, উইকিপিডিয়ায় তথ্য পরিবেশনে যে কেউ চাইলেই সম্পাদনা করতে পারেন। সেক্ষেত্রে সেই ব্যক্তি তার ইচ্ছেমত তথ্যের বদল করতে পারেন। তারই সুযোগ নিয়েছে অনুব্রতের রাজনৈতিক দলের বিরোধী কোনো ব্যক্তি।

আরও পড়ুনঃ বন্দি হয়েও ভারতীয় বায়ুসেনা অভিনন্দন এর সাহস দেখে কেঁপে গেল পাকিস্তান

কোনো বিখ্যাত ব্যক্তিকে কালিমালিপ্ত করতে অনেক সময় এভাবেই টার্গেট করে থাকেন বিরোধীরা। বিখ্যাত না হলেও রাজনৈতিক মহলে অনুব্রত ওরফে কেষ্টর কীর্তি জানেন না, এরকম লোক পাওয়া মুশকিল। অনুব্রত মন্ডলও যে এক্ষেত্রে রাজনৈতিক বিরোধিতার শিকার, তা নিঃসন্দেহেই বলা যায়।

গুগুল সার্চ করলেই অশালীন ভাষা, অনুব্রতকে নিয়ে ট্রল সোশ্যাল মিডিয়ায়/The News বাংলা
গুগুল সার্চ করলেই অশালীন ভাষা, অনুব্রতকে নিয়ে ট্রল সোশ্যাল মিডিয়ায়/The News বাংলা

দলের অনেকেই এই ঘটনার নিন্দা করলেও নেটিজেনরা এই নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতে ছাড়ছেন না। তবে আপত্তিকর শব্দ কে বা কারা বসিয়েছে, সেই সংক্রান্ত কোনো তথ্য এখনো জানা যায়নি। পরে যদিও আপত্তিকর অংশটি সংশোধন করা হয়।

আরও পড়ুনঃ যা হয়েছে তা ট্রেলার, আসল ফিল্ম এখনও বাকি বললেন নরেন্দ্র মোদী

তবে তৃণমূলের তরফ থেকে এই নিয়ে পুলিশের কাছে অভিযোগ করা হবে বলে জানান হয়েছে। এই কুরুচিকর শব্দ নেট দুনিয়ায় ছাড়ার জন্য বিজেপিকেই দায়ি করেছে তৃণমূল কংগ্রেস। বিজেপির সাইবার সেলের কর্মীরাই এই কাজ করেছে বলেই পুলিশের কাছে অভিযোগ জানাতে পারে তৃণমূল।

আরও পড়ুনঃ যুদ্ধের উত্তেজনা ভারত পাক সীমান্তে নামল ট্যাঙ্ক, সমুদ্রে প্রস্তুত যুদ্ধজাহাজ

তবে বিজেপির তরফ থেকে এই অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে। বিজেপির তরফ থেকে পরিস্কার জানিয়ে দেওয়া হয়েছে এই কাজ তাদের কেউ করেনি। তৃণমূলে কেষ্টর বিরোধীরা এই কাজ করেছে বলেই তাদের দাবি।

কিন্তু দাবি পাল্টা দাবির মধ্যেই বাজে ভাষায় ছেয়ে গেছে নেট দুনিয়া। নোংরা রাজনীতির কালির ছিটে লাগল বাংলা ভাষাতেও। তাও আবার বিশ্ব জুড়ে।

আরও পড়ুনঃ বায়ুসেনার সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে মমতার সন্দেহকে হাতিয়ার পাক মিডিয়ার
আরও পড়ুনঃ যুদ্ধ লাগলে বাঁচতে সীমান্তে ১৪ হাজার বাঙ্কার নির্মাণ করছে ভারত
আরও পড়ুনঃ পাকিস্তানে ভারতের বিমানহানার সময় জন্ম নবজাতকের নাম মিরাজ

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
গুগলের ইউটিউবকে টেক্কা দিচ্ছে ফেসবুক ওয়াচ https://thenewsbangla.com/facebook-watch-leading-the-compitition-against-googles-youtube/ Sat, 15 Dec 2018 10:31:42 +0000 https://www.thenewsbangla.com/?p=4252 The News বাংলাঃ শুরু করেই বাজিমাত। গুগলের ইউটিউবকে প্রতিদিন টেক্কা দিচ্ছে ফেসবুক ওয়াচ। ইতিমধ্যেই ব্যবহারকারীর সংখ্যা ৪০ কোটি ছাড়িয়েছে।

আরও পড়ুনঃ বিক্ষোভে ক্ষতির আশঙ্কায় বন্ধ আইফেল টাওয়ার

অনলাইনে ভিডিও দেখার হার বাড়ছে। তাই গুগলের ইউটিউবকে টেক্কা দিতে ভিডিওসেবা ওয়াচ এনেছে ফেসবুক। ফেসবুকের দাবি, প্রতি মাসে এখন সামাজিক যোগাযোগের সাইট ফেসবুকের ভিডিও-অন-ডিমান্ড (ভিওডি) সেবা ওয়াচ ব্যবহারকারী ৪০ কোটি ছাড়িয়েছে। প্রতিদিন ফেসবুকের ওয়াচ ভিডিওতে কমপক্ষে এক মিনিট করে সময় কাটাচ্ছেন সাড়ে সাত কোটি ব্যবহারকারী।

গুগলের ইউটিউবকে টেক্কা দিচ্ছে ফেসবুক ওয়াচ/The News বাংলা
গুগলের ইউটিউবকে টেক্কা দিচ্ছে ফেসবুক ওয়াচ/The News বাংলা

২০১৭ সালে যুক্তরাষ্ট্রে প্রথম ওয়াচ শুরু করা হয়েছে। বিভিন্ন ধরনের ভিডিও উপভোগ করার সাইট হিসেবে এটি চালু হয়। ফেসবুক ব্যবহারকারীরা ওয়াচ ভিডে তাঁদের অনুসরণ করা বিভিন্ন পেজের ভিডিও দেখতে পান।

আরও পড়ুনঃ রহস্যভেদ করতে সূর্যের সবচেয়ে কাছে ‘পার্কার সোলার প্রোব’

ফেসবুকের ভিডিও বিভাগের প্রধান ফিডজি সিমো এক ব্লগ পোস্টে বলেছেন, ‘ফেসবুক ওয়াচের জন্য ২০১৮ সাল একটি দারুণ বছর ছিল। বিশ্বের অনেকগুলো দেশে ওয়াচ চালু করা হয়েছে। সব পেজের জন্য এই প্ল্যাটফর্ম উন্মুক্ত হয়েছে। এ ছাড়া ফেসবুকের পক্ষ থেকে অরিজিনাল কিছু শো চালু করা হয়েছে’।

গুগলের ইউটিউবকে টেক্কা দিচ্ছে ফেসবুক ওয়াচ/The News বাংলা
গুগলের ইউটিউবকে টেক্কা দিচ্ছে ফেসবুক ওয়াচ/The News বাংলা

এই বছরের আগস্ট মাসে মোবাইল প্ল্যাটফর্মের জন্য ওয়াচ উন্মুক্ত করা হয়। ফেসবুক কর্তৃপক্ষ এবারে ডেস্কটপ ও ফেসবুক লাইট সংস্করণের জন্যও ওয়াচ চালু করছে। ফলে পাল্লা দেবে গুগলের ইউটিউব এর সঙ্গেও।

আরও পড়ুন: লাইফ বিয়ন্ড ডেথ’, কী ভাবে জানবেন মৃত্যুর পর কী

ফেসবুক কর্তৃপক্ষ বলেছে, এ বছরের গ্রীষ্ম থেকেই তারা ফেসবুকে ওয়াচ পার্টি সবার জন্য এনেছে। এটা ভালোভাবে নিয়েছেন ব্যবহারকারীরা। এখনও পর্যন্ত ১ কোটি ২০ লাখ ওয়াচ পার্টি গ্রুপে চালু হয়েছে। এতে মন্তব্যও বেড়েছে।

আরও পড়ুন: বিশ্বে আলোড়ন ফেলে চুমু খেতে রাজি সোফিয়া

ফেসবুক বর্তমানে তাদের সব ভিডিও সেবাকে একত্র করার জন্য কাজ করছে। ফেসবুকে বর্তমানে ওয়াচ, নিউজফিড, সার্চ সহ নানা জায়গায় ভিডিও রয়েছে। ভিডিও দেখার অভিজ্ঞতা আরও উন্নত করার জন্য ফেসবুক কাজ করছে বলে জানান সিমো।

আরও পড়ুন: ফের ভাঙছে হিমবাহ, ভয়ঙ্কর বিপদের মুখে পৃথিবী

ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, ফেসবুকের জন্য ভিডিও তৈরি করে অর্থ আয় করা যাবে। ইতিমধ্যে অ্যাড ব্রেকস নামের সুবিধাটি ৪০টি দেশে চালু করা হয়েছে। ভারতেও এর ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে। ২০১৯ এ এর ব্যবহারকারী ১০০ কোটি ছাড়াতে পারে বলেই মনে করা হচ্ছে।

]]>