GJM – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Mon, 21 Jan 2019 17:51:33 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg GJM – The News বাংলা https://thenewsbangla.com 32 32 পাহাড়ে মোর্চা বিজেপির সঙ্গেই, গোপন আস্তানা থেকে বার্তা বিমল গুরুংয়ের https://thenewsbangla.com/gorkha-janmukti-morcha-is-with-the-bjp-in-the-hill-bimal-gurungs-message-from-secret-place/ Mon, 21 Jan 2019 17:47:00 +0000 https://www.thenewsbangla.com/?p=5872 আসল গোর্খা জনমুক্তি মোর্চা কারা? ফের উঠে গেল প্রশ্ন। ২০১৯ সালের লোকসভাতে মমতা বন্দ্যোপাধ্যায় এর তৃতীয় ফ্রন্টে থাকার বিনয় তামাং এর ঘোষণাকে সোমবার বাতিল বলে জানিয়ে দিল বিমল গুরুং-রোশন গিরির গোর্খা জনমুক্তি মোর্চা। বিনয় তামাং এর সঙ্গে গোর্খা জনমুক্তি মোর্চার কোন সম্পর্ক নেই বলেই জানিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়তে পারেনঃ রাজ্যের হাতে টাকা নেই বাজারে ধার, তারপরেও বিধায়কদের ভাতা বাড়ছে

“মমতার মহাজোটে নয়, বিজেপির এনডিএ এর সঙ্গে আছে গোর্খা জনমুক্তি মোর্চা”, সোমবার গোপন আস্তানা থেকে এমন বার্তাই দিলেন মোর্চা নেতা বিমল গুরুং। এর আগেই গোর্খা জনমুক্তি মোর্চার তরফ থেকে বিনয় তামাং ঘোষণা করেন, ২০১৯ সালের লোকসভাতে মমতা বন্দ্যোপাধ্যায় এর তৃতীয় ফ্রন্টে আছে গোর্খা জনমুক্তি মোর্চা। সেই ঘোষণাকে গোর্খা জনমুক্তি মোর্চার তরফ বাতিল বলে সোমবার জানিয়ে দিল গোর্খা জনমুক্তি মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি।

আরও পড়তে পারেনঃ বিজেপির সমালোচনা করে পাহাড়কে শান্ত থাকার অনুরোধ মুখ্যমন্ত্রীর

পাহাড়ে মোর্চা বিজেপির সঙ্গেই, গোপন আস্তানা থেকে বার্তা বিমল গুরুংয়ের/The News বাংলা
পাহাড়ে মোর্চা বিজেপির সঙ্গেই, গোপন আস্তানা থেকে বার্তা বিমল গুরুংয়ের/The News বাংলা

সোমবার বিমল গুরুং-রোশন গিরির গোর্খা জনমুক্তি মোর্চার তরফ থেকে আরও জানান হয়েছে,”বিনয় তামাং মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের একজন কর্মী। ২০১৭ সালের ২০ সেপ্টেম্বর মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে জিটিএ-র এডমিনিস্ট্রেটর হিসাবে নিয়োগ করেছে। গোর্খা জনমুক্তি মোর্চা নিয়ে তাঁর বলার কোন অধিকারই নেই”।

আরও পড়তে পারেনঃ ব্রিগেড থেকে ফিরেই ভোলবদল, মমতা নয় রাহুলকেই প্রধানমন্ত্রী চাইলেন নেতারা

রোশন গিরির চিঠিতে আরও জানান হয়েছে, “বিনয় তামাংকে ১লা সেপ্টেম্বর, ২০১৭ সালেই গোর্খা জনমুক্তি মোর্চা কেন্দ্রীয় কমিটি থেকে বহিষ্কার করা হয়েছে। গোর্খা জনমুক্তি মোর্চার তরফ থেকে কোন কিছুই বলার অধিকার তাঁর নেই”। রোশন গিরির সই করা চিঠিতে জানান হয়েছে গোর্খা জনমুক্তি মোর্চা বিজেপির এনডিএ জোটে ছিল, বিজেপির সঙ্গেই আছে। নরেন্দ্র মোদী ও অমিত শাহ এর প্রতি তাঁদের বিশ্বাস ও পূর্ণ সমর্থন আছে বলেই জানিয়ে দেওয়া হয়েছে।

পাহাড়ে মোর্চা বিজেপির সঙ্গেই, গোপন আস্তানা থেকে বার্তা বিমল গুরুংয়ের/The News বাংলা
পাহাড়ে মোর্চা বিজেপির সঙ্গেই, গোপন আস্তানা থেকে বার্তা বিমল গুরুংয়ের/The News বাংলা

প্রসঙ্গত, পৃথক রাজ্যের দাবীতে পাহাড়ে অশান্তির ঘটনায়, দার্জিলিং-এর ভানুভবনে ভাঙচুর, পুলিশ কর্মীর মৃত্যু সহ একাধিক অশান্তির ঘটনায় প্রায় দেড় বছর পর গত ডিসেম্বরে অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট জমা দেয় সিআইডি। দার্জিলিং-এর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের বা সিজেএম আদালতে বিমল গুরুং, রোশন গিরি, আশা গুরুং, অভিষেক গুরুং, প্রকাশ গুরুং সহ ৭২ জন মোর্চার শীর্ষনেতৃত্বের নামে চার্জশিট দাখিল করে সিআইডি।

আরও পড়তে পারেনঃ বিহারী ভোট ধরতে বাংলায় বাবুলের বিরুদ্ধে বিহারীবাবু

পাহাড়ে পুলিশ মৃত্যু ও অশান্তির ঘটনায় বিমল গুরুংয়ের বিরুদ্ধে চার্জশিট দেয় সিআইডি। চার্জশিটে নাম আছে ৭২ জনের। তাদের মধ্যে ৪৫ জন পলাতক বলে জানানো হয়েছে সিআইডির চার্জশিটে। বিমল গুরুং, রোশন গিরি সহ ৪৫ জন জন ফেরার বলে জানান হয়েছে। এই চার্জশিটের ভিত্তিতে ইতিমধ্যেই এই সকল অভিযুক্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করে দিয়েছে সিআইডি।

আরও পড়তে পারেনঃ মার্চেই শুরুতেই ভারতে লোকসভা ভোটের ঘোষণা

প্রসঙ্গত, গতবছর ১৫জুন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় দার্জিলিং-এর ভানুভবনে সরকারী আধিকারিকদের সাথে একটি বৈঠক করেন। সেই বৈঠকে সিদ্ধান্ত হয় পাহাড়ে বাংলা ভাষা শিক্ষা বিদ্যালয়গুলিতে বাধ্যতামুলক করা হবে। সেই সময় বিমল গুরুং সহ মোর্চা নেতারা মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তের বিরোধিতা করে প্রতিবাদে ভানুভবন ঘেরাও করে বিক্ষোভ দেখায়।

পাহাড়ে মোর্চা বিজেপির সঙ্গেই, গোপন আস্তানা থেকে বার্তা বিমল গুরুংয়ের/The News বাংলা
পাহাড়ে মোর্চা বিজেপির সঙ্গেই, গোপন আস্তানা থেকে বার্তা বিমল গুরুংয়ের/The News বাংলা

পরে আন্দোলনের রেশ বাড়তেই ভানুভবন ভাঙচুর করে বলে অভিযোগ ওঠে মোর্চার বিরুদ্ধে। ভানুভবন ঘেরাও করে পুলিশের ওপর হামলা হয় বলে অভিযোগ ওঠে মোর্চার বিরুদ্ধে। এরপরই সেই ঘটনাকে কেন্দ্র করে অশান্তির সৃষ্টি হয়। এরপরই পাহাড় অগ্নিগর্ভ হয়ে ওঠে। বিমল গুরুংকে ধরতে গিয়ে তার দেহরক্ষীর গুলিতে মারা যান পুলিশ অফিসার অমিতাভ মল্লিক। ওই পুলিশ অফিসার হত্যাকাণ্ডেও সরাসরি জড়িয়ে থাকার জন্য হত্যা মামলার ধারা দেওয়া হয়েছে।

আরও পড়তে পারেনঃ বাংলায় ক্ষোভ বাড়িয়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন বাড়াচ্ছে মোদী সরকার

টানা ১০৫ দিন পাহাড় বন্ধ থাকে। সে সময় জায়গায় জায়গায় সরকারী সম্পত্তি নষ্ট করা হয়। সমস্ত অভিযোগের তীর যায় গুরুং পন্থী মোর্চার বিরুদ্ধে। এই ঘটনায় প্রচুর মোর্চা সমর্থকের বিরুদ্ধে থানায় এফআইআর হয়। মুলত যাদের বিরুদ্ধে এফআইআর হয়েছে তাদের অধিকাংশের বিরুদ্ধে সিআইডি চার্জশিট জমা দেয়৷

আরও পড়তে পারেনঃ ভোটের আগে মানুষের মুখে হাসি ফোটাবে মোদী সরকারের অন্তর্বর্তী বাজেট

সিআইডি সূত্রে খবর, চার্জশিটে খুনের চেষ্টা, সরকারি সম্পত্তি নষ্ট, পুলিশের উপর হামলা-সহ একাধিক ধারা যুক্ত করা রয়েছে। এই মামলার তদন্তে ৫০ জনের স্বাক্ষ্য নিয়েছেন গোয়েন্দারা। সেই সব স্বাক্ষ্য, এফআইআর ও অভিযোগ দেখেই চার্জশিট দেওয়া হয়েছে বলে জানান হয়েছে। গোয়েন্দারা এখন শুধু বিমল গুরুংকে ধরার অপেক্ষায়।

তবে লুকিয়ে থেকেও যে ভাবে পাহাড়ে রাজত্ব চালাচ্ছে বিমল গুরুং-রোশন গিরির গোর্খা জনমুক্তি মোর্চা, তাতে ভোটের সময় অশান্তির আশঙ্কা করছেন সবাই। আসল গোর্খা জনমুক্তি মোর্চা কারা? এই প্রশ্নের সমাধান যতদিন না হচ্ছে, ততদিন পাহাড়ে অশান্তির আশঙ্কা থাকছেই।

আরও পড়তে পারেনঃ

শ্রীজাত হেনস্থা ঘটনায় বাংলার বুদ্ধিজীবিদের মুখোশ খুললেন তসলিমা

বাংলায় দুর্গা পুজো বন্ধ করার চক্রান্ত করছে মোদীর বিজেপি, মারাত্মক অভিযোগ মমতার

মমতার বাছাইয়ে কারা হবেন বাংলার ৪২টি লোকসভা আসনের তৃণমূল প্রার্থী

মোদীর প্রকল্পে আর টাকা দেবেন না মমতা, কেন্দ্র রাজ্য সম্পর্ক তলানিতে

একদিনে বহিষ্কৃত দুই তৃণমূল সাংসদ, দিদিকে ছেড়ে মোদীর দলে আর কে কে

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
বিজেপি না তৃণমূল, পাহাড়ে মোর্চার জোট নিয়ে জল্পনা তুঙ্গে https://thenewsbangla.com/bjp-or-trinamool-the-coalition-candidate-of-the-darjeeling-hill-on-the-speculation/ Mon, 07 Jan 2019 14:31:07 +0000 https://www.thenewsbangla.com/?p=5277 কৃষ্ণা দাস, The News বাংলা, শিলিগুড়িঃ দার্জিলিং-এ প্রার্থী কে? জোটই বা কাদের মধ্যে হবে? বিজেপি-মোর্চা জোট? না তৃণমূল-মোর্চার জোট? সব নিয়ে পাহাড়ে লোকসভা ভোট ও জোট নিয়ে জল্পনা তুঙ্গে।

পাহাড়ে এখন দুটি গোর্খা জনমুক্তি মোর্চা। একটি বিনয় তামাং পন্থি মোর্চা ও অন্যটি বিমল গুরুং পন্থি মোর্চা। বিনয় তামাং পন্থি মোর্চার সঙ্গে জোট হচ্ছে তৃণমূল কংগ্রেসের। অন্যদিকে, বিমল গুরুং পন্থি মোর্চার সঙ্গে জোট হচ্ছে বিজেপির। তবে বিমল গুরুং সহ বিমল গুরুং পন্থি মোর্চার সব নেতাই এখন পাহাড় ছেড়ে পালিয়েছেন।

ফলে এই মুহূর্তে বিমল গুরুং পন্থি মোর্চার অস্তিত্বই নেই। কিন্তু বিনয় তামাং পন্থি মোর্চা ও তৃণমূল কংগ্রেসের জোটের প্রার্থী কে? তৃণমূল কংগ্রেসের না মোর্চার, সেটাই এখন প্রশ্ন।

এবার পাহাড় সহ গোটা জেলা থেকেই বিজেপিকে গোড়া থেকে উৎখাত করতে বিনয় তামাং পন্থি গোর্খা জনমুক্তি মোর্চার সাথে জোট করেই দল জিততে চায় বলে একপ্রকার ইঙ্গিত দিয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের দার্জিলিং জেলা সভাপতি গৌতম দেব। আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে সম্প্রতি এক সাংগঠনিক বৈঠকে যোগ দিতে সমতলে এসে বিমল গুরুং সহ বিজেপিকে একহাত নেয় বিনয় তামাংও।

আরও পড়ুনঃ

ফের গরু চোর সন্দেহে খুন, এবার ‘গোরক্ষকের’ নাম মুসলিম মিঁয়া

বউ অদল বদল, বিকৃত যৌনাচারে ধর্ষণের অভিযোগ গৃহবধূর

EXCLUSIVE: সংখ্যালঘুদের ধর্মে সুড়সুড়ি দিয়ে প্রকাশ্যে ভারতের টাকার কালোবাজারি

EXCLUSIVE: নতুন বছরে সুখবর, রাজ্য সরকারি কর্মীরা পাচ্ছেন বকেয়া ডিএ

শিলিগুড়ির পিন্টেল ভিলেজে এক সাংবাদিক বৈঠকে, বিমল গুরুং সহ বিজেপিকে একযোগে আক্রমণ শানান বিনয় তামাং। তিনি বিমল গুরুংকে মুর্খ, বোকা সহ একাধিকভাবে আক্রমন করেন। পাশাপাশি বিজেপিও পাহাড়ের মানুষকে ভাঁওতা দিয়েছে বলে অভিযোগ তোলেন। সেইসঙ্গে তিনি একপ্রকার হুমকির সুরেই জানিয়ে দেন যে, তাদের আর্শিবাদ ছাড়া পাহাড়ে কারোর জেতা সম্ভব নয়। এবং আসন্ন নির্বাচনে জোট করেই ভোটে লড়বে মোর্চা বলেই জানিয়ে দেন তিনি।

কিন্তু সেক্ষেত্রে কে বা কাদের ক্যন্ডিডেট লড়বে সে বিষয়ে স্পষ্ট করে কিছুই বলেন নি তিনি৷ এরপরই শিলিগুড়িতে দলীয় এক সন্মেলনে এসে পাহাড়ের প্রার্থী প্রসঙ্গে জোট করেই তৃণমূল কংগ্রেসই প্রার্থী দিচ্ছে বলে একপ্রকার ইঙ্গিত দিলেন গৌতম দেব। এদিন তিনি আরও বলেন, গোটা রাজ্যের ৪২টি আসনেই ঘাসফুলের ক্যান্ডিডেট থাকবে।

তিনি আরও দাবি করেন, ‘পাহাড়ে ঘাসফুল ক্যান্ডিডেটই জিতবে এবং পার্লামেন্টে তৃণমূল ক্যান্ডিডেট খুব ভালো সংখ্যায় দিল্লিতে যাবে। এটা আমাদের করতেই হবে। আমরা এটা করবই। ডু অর ডাই অবস্থা আমাদের। হয় মরবো নাহলে আমরা দিল্লিতে যাবো’।

গৌতম দেবের এই বক্তব্যের পেক্ষিতে স্বাভাবিক ভাবেই স্পষ্ট যে এবার দার্জিলিং-এর আসনে বিনয় তামাং পন্থি মোর্চা ও তৃণমূল জোট করেই বিমল গুরুং পন্থি মোর্চা ও বিজেপির জোটকে হারাতে চাইছে। এখন দ্বিখন্ডিত মোর্চার সিংহ ভাগ বিজেপি, তৃণমূল না মোর্চা, কোন দলের প্রার্থীতে আগ্রহী সেদিকেই তাকিয়ে গোটা রাজ্য।

আরও পড়ুনঃ

হিন্দুত্ববাদীদের নিশানা করতে মসজিদে পাথর ছুঁড়ে অশান্তি সৃষ্টির চেষ্টা, ধৃত সিপিএম নেতা

কংগ্রেস ছেড়ে মমতার ‘মহানায়িকা’ এবার মোদীর বক্স অফিসে

ভোরবেলায় শবরীমালা মন্দিরে ঢুকে ইতিহাস সৃষ্টি ‘মা দুর্গার’

দেশপ্রেম বাড়াতে স্কুলের রোল কলে এবার ‘জয় হিন্দ’ ও ‘জয় ভারত’

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
পাহাড়ে নিজের বাড়ি থেকে বিমলকে ধরল মমতার পুলিশ https://thenewsbangla.com/mamatas-police-arrested-bimal-from-his-house-on-the-hill/ Sun, 09 Dec 2018 14:35:35 +0000 https://www.thenewsbangla.com/?p=3814 The News বাংলা,কার্শিয়াংঃ এক বিমলকে ধরে আর এক বিমলের সন্ধানে। পাহাড়ে বিমল গুরুংকে ধরতে আরও একধাপ এগোল মমতার পুলিশ। যে কোনদিন জালে উঠতে পারে গোর্খা জনমুক্তি মোর্চা নেতা বিমল গুরুং। এবার পুলিশের জালে গুরুং ঘনিষ্ট আরও এক মোর্চা নেতা।

দীর্ঘ খোঁজাখুজির পর অবশেষে পুলিশের জালে বিমল গুরুং ঘনিষ্ট মোর্চা নেতা বিমল দর্জি। এক বছর আগে কার্শিয়াং থানার অন্তর্গত গয়াবাড়ি রেল স্টেশনে আগুন লাগানোর ঘটনায় মুল অভিযুক্ত ছিল বিমল দর্জি। এরপরই তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে পুলিশ।

আরও পড়ুন: ‘দেশের একমাত্র যোগ্য প্রধানমন্ত্রী হতে পারেন মমতা বন্দোপাধ্যায়’

শনিবার তার নিজের বাসভবন থেকেই তাকে আটক করে কার্শিয়াং থানার পুলিশ। রবিবার তাকে গ্রেপ্তার করে কার্শিয়াং আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে গতবছর অশান্ত হয়ে ওঠে গোটা পার্বত্য অঞ্চল। মোর্চা নেতা বিমল গুরুংয়ের নেতৃত্বে গোটা পাহাড় অশান্ত হয়ে ওঠে। সে সময় পাহাড়ের নানান জায়গায় মোর্চা সমর্থকরা রীতিমত তান্ডব চালায়।

আরও পড়ুন: মোদী সরকারের গড়িমসিতে ‘সার্কিট বেঞ্চ’ চালু হচ্ছে না অভিযোগ মন্ত্রীর

লাগাতার বনধ, আন্দোলনের পাশাপাশি একাধিক জায়গায় ভাঙচুর, গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ চালায় গোর্খা জনমুক্তি মোর্চা। সেই সময় ১৫ জুন গয়াবাড়ি রেলস্টেশনে আগুন ধরিয়ে দেয় মোর্চা সমর্থকরা। এছাড়া বহু সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগ ওঠে মোর্চার বিরুদ্ধে।

গয়াবাড়ি রেল স্টেশনে আগুন লাগাবার অভিযোগে বেশ কয়েকজনের নামে অভিযোগ দায়ের হয় বিভিন্ন থানায়। তাদের মধ্যে মুল অভিযুক্ত হিসেবে বিমল দর্জির নাম সামনে আসে। তিনি বিমল গুরুংয়ের অত্যন্ত ঘনিষ্ট ব্যক্তি বলে পরিচিত।

আরও পড়ুন: বিজেপির ‘বাংলা রথ’ এখন দেখার ও সেলফি তোলার অন্যতম আকর্ষণ

সরকারী সম্পত্তি নষ্ট করার অভিযোগে বিমল দর্জির বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারী পরোয়ানা জারি হয়। সেই থেকে বিমল গুরুংয়ের মত সেও গা ঢাকা দিয়ে ছিল। শনিবার রাতে সে তিনধরিয়ায় তার বাড়িতে এলে গোপন খবরের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালায় কার্শিয়াং থানার পুলিশ।

আরও পড়ুন: আরও সাজিয়ে তোলা হবে বাঙালির প্রিয় দিঘা সমুদ্রসৈকতকে

তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। সারারাত জিজ্ঞাসাবাদের পর রবিবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়। রবিবারই তাকে কার্শিয়াং আদালতে তোলা হয়৷ অভিযুক্তের পক্ষের উকিল আদালতে বিমল দর্জির জামিনের আবেদন জানান। বিচারক তার জামিনের আবেদন খারিজ করে তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

বিমল দর্জিকে সারারাত জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে বিমল গুরুং এর সন্ধান জানতে চাইছে পুলিশ। আগামী কয়েকদিনও জেলে গিয়ে তাকে জেরা করবে পুলিশ, এমনটাই পুলিশ সূত্রে জানা গেছে।

]]>
হুমকি মুকুলকে, ভোট আসতেই ফের উত্তপ্ত বাংলার পাহাড় https://thenewsbangla.com/mukul-roy-threatened-the-heat-of-bengal-hill-is-rising-due-to-the-heat-of-parliament-election/ Fri, 16 Nov 2018 10:57:32 +0000 https://www.thenewsbangla.com/?p=2508 The News বাংলা, কার্শিয়াং: শীত পরলেও ফের গরম হচ্ছে বাংলার পাহাড়। ভোটের ঢাক বাজতেই যুদ্ধের প্রস্তুতিতে উত্তপ্ত হয়ে উঠলো পাহাড়। সমতলের বাক-বিতন্ডার আঁচ পড়লো এবার পাহাড়েও। মুকুল-বিনয় বাকযুদ্ধের রেশ কাটতে না কাটতেই এবার মুকুলের বিরুদ্ধে ‘মুর্দাবাদ’ এর পোস্টার পড়ল পাহাড়ে। সেইসঙ্গে রোশন, বিমলের নাম করেও বিরোধিতায় পোস্টারে পোস্টারে ছয়লাপ হলো কার্শিয়াং-এর একাধিক জায়গায়।

আরও পড়ুনঃ লোকসভা ভোটের আগে ফের গুরুংকে নিয়ে লড়াই বিজেপি- তৃণমূলে

Image Source: Google

ভোট বড় বালাই। ২০১৯ এর লোকসভা ভোটের আগেই যুদ্ধের প্রস্তুতি শুরুর উত্তেজনায় উত্তপ্ত হতে শুরু হলো পাহাড়। বিজেপি-র রথযাত্রার প্রস্তুতি ও সেইসঙ্গে সাংগঠনিক বৈঠক করতে সম্প্রতি উত্তরবঙ্গ সফরে শিলিগুড়িতে আসেন বিজেপি-র নির্বাচনী কমিটির রাজ্য চেয়ারম্যান মুকুল রায়।

ওইদিনই দলীয় বৈঠক শেষে বিমল গুরুং ও পাহাড় প্রসঙ্গে রাজ্য সরকারের সমালোচনায় মুকুল রায় বলেন, ‘একই অপরাধে বিনয় তামাং ও বিমল গুরুং দুজনেই অভিযুক্ত হলেও বিনয় তামাং বহাল তবিয়তে ঘুরে বেরাচ্ছে আর বিমল গুরুংকে লুকিয়ে থাকতে হচ্ছে।

The News বাংলা

সেইসঙ্গে জিটিএ প্রসঙ্গেও মমতা বন্দোপাধ্যায় সরকারের সমালোচনা করে মুকুলবাবু বলেন, বিনয় তামাং এর পরামর্শে পাহাড় দখলের জন্য সরকার পাহাড়ের বোর্ডগুলি ভেঙে দেবার পরিকল্পনা করছে। সেইসঙ্গে পাহাড়ে বিভাজনের রাজনীতি করছে বলে মমতা বন্দোপাধ্যায়কে আক্রমন করেন মুকুল রায়।

আরও পড়ুনঃ রয়েল বেঙ্গলের মৃত্যুর পর মমতার বেঙ্গল সাফারিতে ফের ‘অসুখ’

এরপরই বৃহস্পতিবার সমতলের শিলিগুড়িতে এক অনুষ্ঠানে এসে মুকুল রায়কে পালটা চ্যালেঞ্জ ছুঁড়ে দেন বিনয় তামাং। তার বক্তব্য, তাঁর বিরুদ্ধে যতগুলি মামলা রয়েছে তার জন্য আদালত যতবার তাকে তলব করে ততবারই তিনি হাজিরা দিয়েছেন আদালতে।

কিন্তু বিমল গুরুং ও রোশন গিরি পালিয়ে বেড়াচ্ছে। সেইসঙ্গে পাহাড়ের উন্নয়ন প্রসঙ্গে তিনি মুকুল রায়কে আরটিআই করার জন্য পাল্টা চ্যালেঞ্জ ছোঁড়েন।

 The News বাংলা Exclusive
Image: The News বাংলা
Exclusive

এরপর থেকেই শুক্রবার পাহাড়ের বাতাবরণ উষ্ণ হতে শুরু করে। এদিন সকালে কার্শিয়াং-এর একাধিক জায়গায় জনতার নাম করে মুকুল, বিমলকে হুশিয়ারি দিয়ে নেপালি ভাষায় পোস্টারে পোস্টারে ছয়লাপ হয়ে যায়।

তাতে মুকুল রায় মুর্দাবাদ জানিয়ে একপ্রকার হুমকি দিয়েই বেশ কয়েকটি পয়েন্ট করে বক্তব্য রাখা হয়েছে যে, ‘মুকুল রায় তুমি পাহাড়ে উঠে দেখাও’। ‘রাস্তায় নামিয়ে পালিয়ে যাওয়া বিমল গুরুং, রোশন গিরি মুর্দাবাদ’।

Image Source: Google

হুমকি পোস্টারে লেখা আছে, ‘পাহাড়ে ওঠার আগে বিমল গুরুং ও রোশন গিরিকে নিজেদের সুরক্ষা নিজেদেরকেই করে আসতে হবে’। সেই পোস্টারে মুকুল রায়কে ‘চোর’ বলে ও বিমল গুরুং, রোশন গিরিকে মুকুলের ‘চামচা’ বলে সম্বোধন করা হয়েছে। পাশাপাশি মদন তামাং খুনে বিমল গুরুং এবং রোশন গিরিকেই মূল অভিযুক্ত করে তাদের শাস্তির দাবিতে পোস্টারে বক্তব্য রাখা হয়।

আরও পড়ুনঃ অযোধ্যায় বিশ্ব হিন্দু পরিষদের জমায়েতে অশান্তির আশঙ্কায় সংখ্যালঘুরা

আর এই পোস্টারকে ঘিরেই উত্তপ্তের পারদ চড়ছে পাহাড়ে। এই পোস্টারকে কেন্দ্র করেই ফের পাহাড়ে সিঁদুরে মেঘ দেখছে রাজনৈতিক মহল। রাজনৈতিক মহলের বক্তব্য, একদিকে বিনয় তামাংকে নিয়ে দার্জিলিং লোকসভা আসনটি এবার নিজেদের দখলে নিতে চাইছে তৃণমূল কংগ্রেস।

২০১৪ লোকসভা ভোটের আগে

অন্যদিকে বিমল গুরুং, রোশন গিরিকে ফের পাহাড়ের নেতৃত্বে দেখতে চায় বিজেপিও। কারণ, ফের তাদের সাহায্য নিয়েই পাহাড়ের এই আসনটি ধরে রাখতে মরিয়া চেষ্টা চালাবে বিজেপিও।

The News বাংলা Exclusive
Image: The News বাংলা Exclusive

হুমকি পোস্টার তৃণমূলই মেরেছে অভিযোগ বিজেপির। সাধারণ মানুষ যারা আর পাহাড়ে আর অশান্তি চান না, তাঁরাই এই পোস্টার লাগিয়েছে দাবি তৃণমূলের। এরই জেরে, অভিযোগ-পাল্টা অভিযোগের চাপানউতোরে একটু একটু করে উত্তপ্ত হচ্ছে গোটা পার্বত্য অঞ্চল। আর তার শুরু, এই পোস্টার লাগানোকে কেন্দ্র করেই হল বলেই মনে করছেন রাজনৈতিক মহল।

ফের, আশঙ্কার কালো মেঘ দেখছে পর্যটন মহলও। ফের কি অশান্তির আগুনে জ্বলবে বাংলার পাহাড়? আবার বন্ধ হবে পাহাড়? ভোটের আগেই সেই প্রশ্ন সবার।

]]>