First Aid – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Fri, 17 May 2019 10:29:38 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg First Aid – The News বাংলা https://thenewsbangla.com 32 32 শরীরের কোন অংশে অ্যাসিড লাগলে কি করবেন https://thenewsbangla.com/acid-attack-how-to-do-first-aid-of-acid-victim-before-going-to-hospital/ Fri, 17 May 2019 10:29:38 +0000 https://www.thenewsbangla.com/?p=13021 দেশে প্রতি বছরই অ্যাসিড হামলার ঘটনা বাড়ছে; অ্যাসিড হানার শিকার হলে বা অন্য কোনও ভাবে গায়ে অ্যাসিড পড়লে কী করবেন? সে বিষয়ে আমাদের পরিষ্কার কোন ধারনা নেই; ফলে তৎক্ষণাৎ কি করা উচিত তা আমরা বুঝে উঠতে পারি না; চলুন জেনে নেওয়া যাক ঠিক কি করা উচিত।

অ্যাসিড লাগলে হাসপাতালে পৌঁছানোর আগে পর্যন্ত কী করা উচিত তা না জানার ফলে বেশির ভাগ সময়ই ভুল করে ফেলি আমরা; অ্যাসিড ক্ষতে জল লাগলে ক্ষতি হবে; এমন ভ্রান্ত ধারণাও আছে অনেকের; অনেকে আবার জল দিয়ে ক্ষতস্থান একটু ধুয়েই লোশন লাগিয়ে দেন; কেউ কেউ পোড়া জায়গার উপরে চাদর জড়িয়ে দেন; এতে ফল হয় উল্টো।

আরও পড়ুনঃ একটু সতর্ক হন দূরে থাকুন ক্যানসারের হাত থেকে

অ্যাসিড আক্রান্ত হলে প্রথমে ওই আক্রান্ত ব্যক্তিকে নিয়ে হাসপাতালে পৌঁছনোর আগে পর্যন্ত ক্ষতস্থানে জল ছাড়া আর কিছুই দেওয়া যাবে না; তাতে চিকিৎসকদের আক্রান্তকে চিকিৎসা করতে সুবিধা হবে; শুধু তাই নয়; এই পদ্ধতিতে ক্ষতও অনেকটা কমানো যায়।

ডাক্তারদের মতে; শরীরের যেখানে অ্যাসিড লাগবে সেখানে অনবরত জল দিয়ে যান; কোলকাতার বিখ্যাত প্লাস্টিক সার্জেনরা বলেন; অ্যাসিডের ক্ষত নির্ভর করে অ্যাসিডটা কত জোরালো তার উপরে; তবে শুরু থেকে জল ঢেলে যেতে পারলে অ্যাসিড অনেকটাই ধুয়ে যায়।

আরও পড়ুনঃ চিকেন খেলেও বাড়ছে বিপদ বলছে রিপোর্ট

জল ঢাললে অ্যাসিড ক্ষত যে কমে; নিজের অভিজ্ঞতা থেকে তা জানিয়েছেন এক আক্রান্ত তরুণী; পূর্ব মেদিনীপুরের দাসপুরের বাসিন্দা ওই তরুণী ২০১৫ সালে অ্যাসিড হানার শিকার হন; রাতের অন্ধকারে ঘুমন্ত অবস্থায় মুখ এবং শরীরে অন্যত্র অ্যাসিড পড়তেই জ্বালা সহ্য করতে না পেরে বাড়ির পাশের পুকুরে ঝাঁপ মেরেছিল ওই তরুণী।

অনেকক্ষণ জলে ডুবে থাকার পরে তাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন পরিবারের লোকজন। হাসপাতালের চিকিৎসক পরে ওই তরুণীকে জানিয়েছিলেন; পুকুরে ঝাঁপ দেওয়ায় তার এসিড অনেকটাই ধুয়ে গিয়েছিল; তাতে পরবর্তী কালে তার চিকিৎসায় সুবিধা হয়।

]]>