Firhad Hakim mayor of Kolkata – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Sat, 02 Jul 2022 13:34:30 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Firhad Hakim mayor of Kolkata – The News বাংলা https://thenewsbangla.com 32 32 বিজেপি লোকসভায় কটা আসন জিতলে, কান ধরে ওঠবস করার চ্যালেঞ্জ ছুঁড়লেন ফিরহাদ হাকিম https://thenewsbangla.com/tmc-leader-firhad-hakim-challenges-bengal-bjp-president-sukanta-majumdar/ Sat, 02 Jul 2022 13:18:22 +0000 https://www.thenewsbangla.com/?p=15778 কান ধরে ওঠবস করার চ্যালেঞ্জ ছুঁড়লেন ফিরহাদ হাকিম। ‘কান ধরে ওঠবস করবেন’! চ্যালেঞ্জ ছুঁড়লেন মমতা বন্দ্যোপাধ্যায় এর মন্ত্রী ফিরহাদ হাকিম। কিন্তু এই ধরনের অদ্ভুত চ্যালেঞ্জ কেন করলেন; রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম? আসলে লোকসভা ভোট নিয়ে বিজেপিকে এই ধরনের; চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন তিনি। ‘আগামী ২০২৪ লোকসভা নির্বাচনে বিজেপি ২৫টি আসন পাবে’; বলে দাবি করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্তের সেই দাবিকে চ্যালেঞ্জ করে, কলকাতার মেয়র বলেন; “লোকসভা ভোটে বাংলায় বিজেপি যদি ২৫ আসন পায়; আমি তাহলে কান ধরে ওঠবোস করব”। আগামী লোকসভা ভোটে; বিজেপি শূন্য পাবে বলেও দাবি করেন তিনি।

বাংলা বিধানসভা নির্বাচনের সময়, বিজেপির জনপ্রিয় শ্লোগান ছিল; “আব কি বার, দোশো পার”। কিন্তু বিধানসভার নির্বাচনের রেজাল্টের পরে; বাংলা নিয়ে বিজেপির মোহ ভঙ্গ হয়েছিল। একশোর গণ্ডিও পার করতে পারেনি বিজেপি। এবারে ২০২৪ লোকসভা নির্বাচনে, বিজেপি বাংলা থেকে অন্তত ২৫টি আসন পাবে বলে; দলীয় কর্মীদের উৎসাহিত করছেন, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এই প্রসঙ্গেই সুকান্ত মজুমদারকে তোপ দেগে ফিরহাদের মন্তব্য; “বিজেপি যদি ২৫টি আসন না পায়; তাহলে রাজনীতি ছাড়তে হবে সুকান্তকে”।

আরও পড়ুনঃ বিতর্কিত মন্তব্যের জের, নূপুর শর্মার বিরুদ্ধে ‘লুকআউট নোটিশ’ জারি কলকাতা পুলিশের

শনিবার কলকাতা পুরসভায় ‘টক টু মেয়র’ অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানেই ফিরহাদের বলেন; এবার বিজেপি শূন্য পাবে; লিখে রাখুন। আগেরবার ধুয়ো তুলে কিছু আসন পেলেও; এবার বিজেপি একটা আসনও পাবে না বলে দাবি ফিরহাদ হাকিমের। ২০১৯ এর লোকসভা নির্বাচনে রেকর্ড ১৮টি আসন; বাংলা থেকে জেতে গেরুয়া শিবির।

আরও পড়ুনঃ মা’ওবা’দীদের নামে হু’মকি চিঠি দিয়ে, টাকা আদায় ‘খোদ’ রাজ্য পুলিশের

এদিন ফিরহাদের দাবি; “মানুষ বিজেপিকে আর বিশ্বাস করে না”। এরপরই ফিরহাদের চ্যালেঞ্জ, “সুকান্তবাবু লিখে দিক বিজেপি যদি ২৫ আসন না পায়; তাহলে উনি কী করবেন। লিখে দিক, উনি রাজনীতি ছেড়ে দেবেন। কান ধরে ওঠবোস করবেন। আমি তো বলছি, বিজেপি বাংলায় ২৫টি আসন পেলে; কান ধরে ওঠবোস করব”। এর আগেও তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অনুব্রত মণ্ডল; এইরকম ভোটের চ্যালেঞ্জ নিয়ে হেরে গিয়েছিলেন; কিন্তু দাবি অনুযায়ী কথা রাখেননি।

]]>
ঘূর্ণিঝড় ফণীর বিরুদ্ধে লড়াইয়ে, সামনে থেকে নেতৃত্ব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় https://thenewsbangla.com/cm-mamata-banerjee-led-from-the-front-to-fight-against-cyclone-fani/ Sat, 04 May 2019 06:23:05 +0000 https://www.thenewsbangla.com/?p=12314 শুধু বাংলা কেন; ভারতের কোন রাজ্যের মুখ্যমন্ত্রী কখনও এই জিনিসটা করেছেন কিনা জানা নেই। পূর্ব মেদিনীপুরে গিয়ে ঘূর্ণিঝড় ফণীর বিরুদ্ধে লড়াইয়ে; নেতৃত্ব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুদিন ভোট প্রচার বন্ধ রেখে; মানুষের পাশে দাঁড়ানোর কথা ঘোষণা করেছেন তিনি।

খড়গপুরের উপকূলবর্তী এলাকায় গিয়ে; গত ২ দিন থেকে নিজে ফণীর পরিস্থিতি মনিটরিং করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষকে উদ্বেগ না-করে; সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি। ৪৮ ঘণ্টার জন্য যাবতীয় রাজনৈতিক কর্মসুচি তিনি বাতিল করেছেন। আর এতেই মুগ্ধ রাজ্যবাসী।

আরও পড়ুনঃ কলকাতাকে ফণীর হাত থেকে বাঁচাল কলকাতা নিজেই, রহস্য গরম

টুইটারে মমতা জানিয়েছিলেন, দুর্যোগের পরিস্থিতিতে সব কর্মসুচি তিনি বাতিল করেছেন। খোলা হয়েছে ২৪*৭ মনিটরিং সেল। খড়গপুরে থেকে নিজে মনিটরিং করছেন তিনি। প্রশাসন পরিস্থিতি মোকাবিলায় যাবতীয় ব্যবস্থা; নিয়ে প্রস্তুত থেকে সামনে থেকে লড়াইটা করলেন তিনি। আগে কোনদিন কোন মুখ্যমন্ত্রীকে; স্পটে গিয়ে সামনা সামনি লড়াই করতে দেখা যায়নি।

ফণীর আতঙ্কে কলকাতার মানুষ; নিজেদের ঘরবন্দি করে ফেলেছিলেন। তবে তখনই বিনিদ্র রজনী কাটালেন; কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। শুক্রবার সারারাত পুরসভার দফতরে বসে পরিস্থিতির ওপর নজর রাখলেন তিনি। সেইসঙ্গে দুর্যোগ মাথায় নিয়ে শহরের একপ্রাপ্ত থেকে অন্যপ্রান্ত ছুটে বেড়ালেন।

আরও পড়ুনঃ বাংলায় গতিহারা ফণী, হুগলি, বর্ধমান নদিয়া হয়ে ভোরে প্রবেশ করল বাংলাদেশে

খতিয়ে দেখলেন প্রশাসনিক প্রস্তুতি। শেষ পর্যন্ত কলকাতার দূর থেকেই ফনী বর্ধমান হয়ে বাংলাদেশে চলে যাওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে প্রশাসন। মেয়রের এই তৎপরতা অব্যহত ছিল মধ্যরাতেও। একের পর এক বোরো অফিসে ছুটে বেড়ান তিনি। সবকিছু ঠিকঠাক আছে কি না; সে বিষয়ে খোঁজখবর নেন। পরে পৌঁছে যান পুরসভা ভবনে। সেখান থেকে খোঁজখবর নিতে থাকেন সারারাত ধরেই।

এমনকি সাধারণ মানুষ কোনও সমস্যায় পড়লে; সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার জন্য নিজের হোয়াটসঅ্যাপ নম্বর দিয়েছিলেন মেয়র। হোয়াটসঅ্যাপে কী খবর আসছে; প্রতি মুহূর্তে নজর রাখছিলেন তিনি। এর মধ্যেই অনেক রাতে খড়গপুর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়; বেশ কয়েকবার শহরের পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নেন বলে স্বয়ং মেয়র জানিয়েছেন। মেয়রের সঙ্গে কাঁধে কাধ মিলিয়ে সারারাত লড়লেন; বোরো চেয়ারম্যান ও কাউন্সিলাররাও।

আরও পড়ুনঃ কলকাতায় নিউ সেক্রেটারিয়েট বিল্ডিংয়ের ছাদে ফুটবলটি এখন ফণীর খবর দিচ্ছে

মমতা ও মেয়রের এই রাতজাগা লড়াইয়ে মুগ্ধ বাংলা। বিশেষ করে পূর্ব মেদিনীপুরে গিয়ে ঝড়ের মনিটরিং করার উদ্যোগ নিয়ে; মুখ্যমন্ত্রী অসাধারণ দৃষ্টান্তস্থাপন করলেন বলেই মনে করছে বাংলার আমজনতা।

]]>
মুকুল ভিক্ষার ঝুলি নিয়ে বেরিয়েছে তৃণমূলের সাইড লাইনে পড়ে থাকা খেলোয়াড় কুড়তে, পুরমন্ত্রী বললেন https://thenewsbangla.com/firhad-hakim-mayor-of-kolkata-attack-bjps-mukul-roy-at-sainthia/ Sun, 21 Apr 2019 08:00:12 +0000 https://www.thenewsbangla.com/?p=11351 তৃতীয় দফার লোকসভা নির্বাচন এগিয়ে আসছে ততই আক্রমণের ঝাঁজ বাড়ছে নেতা নেত্রীদের গলায়। শনিবার সাঁইথিয়ার এক জনসভা থেকে রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম কড়া ভাষায় আক্রমণ করলেন মুকুল রায় তথা বিজেপির নেতা নেত্রীদের।

আরও পড়ুনঃ রাহুলের গুনের প্রশস্তি গেয়ে ওয়ানাডে ভোট প্রার্থনা করলেন প্রিয়াঙ্কা বঢরা

শনিবার সাঁইথিয়ার সভায় তিনি বলেন, “বিজেপির ওই একটা নেতা আছে কি নাম যেন, হ্যাঁ মনে পড়েছে মুকুল। সে ঝরে গেছে এমনিতেই, তারপরে ভিক্ষার ঝুলি নিয়ে বেরিয়েছে তৃণমূলের সাইড লাইনে পড়ে থাকা খেলোয়াড়দের নিয়ে রাজনীতি করার জন্য”।

আরও পড়ুনঃ শ্রীলঙ্কার ৩টি গির্জা ও ৩টি হোটেলে বিস্ফোরণে মৃত অসংখ্য মানুষ

তিনি বলেন, “বাইরে থেকে এসে বাংলা দখল করা হাতের মোয়া নয়, কারণ বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে”। ফিরহাদ হাকিম জানান, তিনি সহ তৃণমূল কংগ্রেসের একাধিক বলিষ্ঠ নেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কেউ ৩০ বছর কেউ ৪০ বছর ধরে রাজনীতি করছেন অথচ এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে দাঁড়িয়ে থর থর করে কাঁপি। বিজেপিও কাঁপছে তাই মিথ্যা কথা বলে, কুৎসা করে, মানুষকে ভুল বুঝিয়ে, ভোটে জিততে চাইছে। কিন্তু প্রথম দুদফার ভোটে সে আশায় বাংলার মানুষ ইতিমধ্যে জল ঢেলে দিয়েছে।

আরও পড়ুনঃ রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হলে উপদেষ্টা এবং অভিভাবক হিসেবে কাজ করবেন দেবগৌড়া

বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দুধ কুমার মণ্ডল কে কটাক্ষ করে এ দিনের সভা থেকে ফিরহাদ হাকিম বলেন, “বাংলায় বিজেপি ছাগলের তিন নম্বর বাচ্চা, গুজরাট আর ইউপি তে বিজেপি দুধ খাচ্ছে, আর বাংলাতে বিজেপি দুধ খাওয়ার জন্য তিড়িং বিড়িং করে লাফাচ্ছে। লাফিয়ে যাবে আখেরে লাভ কিছুই হবে না। 23 তারিখ ফল ঘোষণার পর শূন্য হাতে ফিরতে হবে বিজেপিকে”।

আরও পড়ুনঃ জইশ ই মহম্মদের মতোই বিজেপিকেও নিষিদ্ধ করা হোক, দাবি ফিরহাদ হাকিমের

পুরমন্ত্রী বিজেপির দিকে অভিযোগের তীর তুলে বলেন, “বিজেপিকে সন্ত্রাসবাদি দল হিসেবে ঘোষণা করা হোক, বিজেপি নেতাদের সন্ত্রাসবাদি ঘোষণা করে জেলে ঢোকান প্রয়োজন। কিভাবে সন্ত্রাসবাদীরা অন্য দেশ থেকে ভারতবর্ষে ৫০০ কেজি বিস্ফোরক নিয়ে ঢুকলো, কেন কেন্দ্রীয় সরকার খবর রাখতে পারল না, কেন আমাদের দেশের 42 জন সৈনিকের প্রাণ দিতে হলো বেঘোরে। এ প্রশ্নের জবাব কে দেবে”? বলে বিজেপিকে আক্রমন করেন তিনি।

আরও পড়ুনঃ বাংলা থেকে লোকসভা ভোটে প্রার্থী হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

বিজেপির এক প্রার্থী যিনি মালেগাঁও বিস্ফোরণের সঙ্গে সরাসরি যুক্ত তিনি বলছেন তার অভিশাপে মুম্বাই হামলায় এমন করে একজন বীর পুলিশ অফিসার মারা গেছেন। কি হাস্যকর, একজন সন্ত্রাসবাদীকে বিজেপি প্রার্থী করছে আর নিজেরা অন্য রাজনৈতিক দলের দিকে অভিযোগের আঙুল তুলছে।

আরও পড়ুনঃ মমতার সভা ছেড়ে চলে গেল মানুষ, মাঝপথে ভাষণ বন্ধ করে বসে পড়লেন মমতা

তিনি বলেন, “ভারতবর্ষের মধ্যে বাংলায় মানুষ শান্তিতে বসবাস করছে, সেই শান্তি ভঙ্গ করার জন্য সন্ত্রাসবাদি দল বিজেপি নানা রকম ফন্দি ফিকির করে যাচ্ছে, কিন্তু আমাদের ঐক্যবদ্ধভাবে বিজেপির চক্রান্ত কে রুখে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আরো শক্ত করতে হবে”।

আরও পড়ুনঃ মমতাকে বুঝতে আমারও ভুল হয়েছিল, মানুষের তো হবেই, বললেন মোদী

পুরমন্ত্রী বলেন, “বিজেপিতে একটি চম্বলের ডাকাত আছে, যিনি শ্লোগান তুলেছিলেন ‘ভাগ মমতা ভাগ, ভাগ মুকুল ভাগ’, সেই মুকুলকে ভাগিয়ে নিয়ে গেছে, ভাবছে মমতা বন্দ্যোপাধ্যায় কে ভাগিয়ে দেবে, কিন্তু ডাকাত জানে না মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার বুক থেকে ভাগানো অসম্ভব”।

আরও পড়ুনঃ সশস্ত্র বাহিনীকে রাজনৈতিক কারণে ব্যবহার করেছেন মোদী, বললেন বিতর্কিত বিএসএফ তেজ বাহাদুর

বুনিয়াদপুর এর সভা থেকে নরেন্দ্র মোদী শনিবার অভিযোগ করেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায় কে চিনতে ভুল করেছিলেন, ভেবেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় একজন লড়াকু মহিলা, প্রধানমন্ত্রী হবার পর তিনি বুঝতে পেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায় অসৎ, তিনি মানুষের জন্য কোন কাজই করেননি, এর জবাবে ফিরহাদ হাকিম স্পষ্ট করে বলেন, ২০১১ সালের আগে নরেন্দ্র মোদী পশ্চিমবাংলায় কখনো আসেনি, তিনি জানেন না নন্দীগ্রাম, সিঙ্গুরে কিভাবে সিপিএমের হার্মাদ বাহিনীর সাধারণ মানুষকে খুন করে গেছে রক্তগঙ্গা বইয়ে গেছে সেই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় শান্তি প্রতিষ্ঠা করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে শান্তি থাকবে এই ভয়েই নরেন্দ্র মোদী নানা রকম মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে।

অর্ণব উধাও রহস্যে আরও পড়ুনঃ নোডাল অফিসার স্বামীর উধাও হওয়া নিয়ে নির্বাচন কমিশনকে তোপ দাগলেন স্ত্রী অনিশা

নরেন্দ্র মোদী আরো অভিযোগ করেন বাংলায় যেসব বিজেপি কর্মীরা মার খাচ্ছে খুন হচ্ছে আগামী 23 তারিখ ভোটের ফল ঘোষণার পর তাদের কাউকে ছাড়া হবে না, এ বিষয়ে ফিরহাদ হাকিম বলেন লকেট চট্টোপাধ্যায়ের বাড়িতে হামলা তৃণমূল করেনি, বিজেপির নেতা সেটা স্বীকার করে বলে দিয়েছে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফসল লকেট চট্টোপাধ্যায়ের বাড়িতে হামলা।

আরও পড়ুনঃ দুদফায় ভোট থেকে শিক্ষা নিয়ে বাংলায় তৃতীয় দফায় সব বুথেই কেন্দ্রীয় বাহিনী

পুরুলিয়াতে যে বিজেপি কর্মীর আত্মহত্যা করেছে, তার সম্পর্কেও ফিরহাদ হাকিম বলেন, বিজেপি করতে গিয়ে তার আশা পূরণ হয়নি বলেই সে ঘেন্নায় আত্মহত্যা করেছে এখানেও তৃণমূল কোন ভাবেই জড়িত নয়। আর 23 তারিখের পর উনি আমার দেখবেন বলছেন ভালো কথা, 23 তারিখ ভোটের ফল ঘোষণার পর নরেন্দ্র মোদী থাকবেন তো। তার নিশ্চয়তা কে দেবে।

আরও পড়ুনঃ দার্জিলিংয়ে আবার ভোট ঘোষণা করল নির্বাচন কমিশন, ১৯ মে পাহাড়ে ফের ভোট

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>